প্রনাম নেবেন মহারাজ। খুব-ই ভালো লাগলো। অবশ্যই, সঠিক পথে থাকলে ভেতর থেকে সাহস, স্পষ্টতা ও আনন্দ আসবেই। ভেতর শান্ত থাকবে, সব নড়ে গেলেও সে নড়বে না। নিজের বিষয়ে নিশ্চিত করে বলতে পারব কথা গুলো, আর অন্য কোনো মনের কথা এতটা নিশ্চিত করে বলতে পারব না মহারাজ, তবে চেষ্টা তো করি। আপনার আলোচনা শোনার পর মনের অনেক স্পষ্টতা এসেছে , বুঝতে পারছি একমাত্র জ্ঞান-ই প্রকৃত আনন্দ ও সাহস দিতে পারে। খুবই উপকৃত হচ্ছি।
প্রণাম মহারাজ। অসাধারণ বিশ্লেষণ । শান্ত,তৃপ্ত, পূর্ণতার অনুভব সঠিক পথ। সুকৃতিবলে এক মহত্তম জীবনের চরণ ধরেই প্রকৃতি ও প্রবৃত্তির স্বরুপ সম্পর্কে জ্ঞান লাভ করছি । প্রেয় কাঙ্খিত নয় শ্রেয় পরম মুক্তি ও কল্যাণের পথ এই পথেই পূর্ণত্ব অর্জন করাই জীবনের লক্ষ্য স্থির করেছি।🙏🙏🙏🙏
মহারাজ আমার প্রনাম নিবেন। খুব সত্য কথা তুলে ধরেছেন। জীবনের দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুল করে ছিলাম। আপনার আলোচনা থেকে সঠিক দিশা পেলাম। চেষ্টা করবো এই পথে অগ্রসর হতে, 🙏🙏🙏
প্রণাম মহারাজ । অপূর্ব ব্যাখ্যা , এ নিয়ে আগেও বলেছেন । তলোয়ারের মতো তীঘ্ন একেবারে কেটে বেরিয়ে চলে যাবে কিন্তু ভিতরে প্রেমের ফল্গুধারা যা গভীরে না ঢুকলে বোঝা যায় না ।।
প্রণাম মহারাজ🙏 , খুব সুন্দর আলোচনা।। সত্যি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সঠিক পথের কর্তব্য কি হাওয়া উচিত, সেটা আপনার মাধ্যমে অনেকটা বোধগম্য হলো। 🌼🙏🌼
অবিরত এই অবস্থায় পৌঁছবার প্রচেস্টা করে চলছি মহারাজ, আপনাদের আশীর্বাদেই একদিন হয়ত সফল হব ।আজও মন নানাভাবে বিচলিত হয় ।তবে সচেতনতা আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে ,তাই মনের অবস্থাকে সহজেই বুঝতে পারি। ধ্যান ও আগের থেকে গভীর হয়।প্রনাম নেবেন ।আপনার প্রতিটি বানী অতি সহজেই আমাদের সমৃদ্ধ করে।
আমার সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ। আপনার কথা শুনে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমরা খুব কম মানুষই সঠিক পথে আছি। এতো সত্যি কথা বললেন যে এবার ভাবতে হবে বাকি জীবনটা নিয়ে। আপনি সুস্থ থাকুন আর ভালো থাকুন মহারাজ।
যথার্থই বলেছেন মহারাজ আমারা শুধু নিমিও মাত্রেই কাজ করছি পরমাত্মা স্বয়ং এ বিশ্বের সকল কর্য সম্পূর্ণ করে রেখেছেন। ইচ্ছা মাত্রম্ অবিদ্যা। জ্ঞান বুদ্ধিতে স্থিত হলেই আত্মা ও পরমাত্মার সংযোগ ঘটে ।
প্রনাম নেবেন মহারাজ, আপনার উপদেশ গুলির মধ্যে গভীর ভাবার্থ রয়েছে, সেই বুঝতে পারবে যে আপনার ভাবনার উৎসের মতো করে ভাবতে চেষ্টা করবে। আর যদি তা পারে তার জীবনটাই বদলে যাবে, তবেই সে বুঝতে পারবে তার জীবনের মুল্য। 🙏
প্রণাম মহারাজ আমি মহারাষ্ট্র থেকে শুনে থাকি আপনাকে, আমার একটি অভিজ্ঞতা শেয়ার করছি, আমার বয়স 36+ এই প্রথম বার বাড়ি থেকে দূরে ভিন্ন রাজ্যে সাধুসঙ্গ করতে যাচ্ছিলাম। মা বাবা আগেই গত হয়েছে, তো আমি শ্বশুর বাড়ি থেকে বেড়োচ্ছিলাম সাধুসঙ্গ করতে, সকালে শ্বশুর মশাইকে বললাম বাবা আমি 3-4 দিনের জন্য বাইরে যাচ্ছি সাধুসঙ্গ করতে, ওনার জবাব, এই বয়স থেকে কেনো, এখনও অনেক সময় আছে, ওইসব ফালতু খরচা করে কি হবে, যেখানে যাচ্ছো সেখানে শুধু খরচা করতে গেলে হবে না কিছু টাকাও কামিয়ে আনতে হবে, শাশুড়ি মা 👩, আমার 7 বছরের ছেলেকে পাশে বসিয়ে বলছে এর জীবন টা বর্বাদ হয়ে যাবে, (এই কথাটা শুনে আমি মনে মনে হাসতে ছিলাম আবার খুব দুখও পাচ্ছিলাম) আমার স্ত্রী আগের দিন থেকেই কথা বলা বন্ধ করে দিয়েছিল। তার পর আমি সব শুনে বেড়িয়ে পড়লাম গুরুজী কে স্মরণ করে, আমি তো লাভবান হলাম তার সানিধ্যে গিয়ে, ততক্ষণে 4 দিন হয়ে গিয়েছিল কারো কোনো ফোন নেই, তো আমি আর বাড়ি না ফিরে কাজের জায়গায় চলে এলাম, বাড়িতে একবার ফোন করে জানিয়েছি, তারপর হয়ে গেলো 10 দিন আর কেউ যোগাযোগ রাখেনি, তাতে অবশ্য আমার কিছু যায় আসে না, শুধু দেখেনিলাম সংসারের রূপটা,
Maharaj pronam neben. আপনি আপনার বক্তব্যের একটি জায়গায় বলেছেন যে তুমি কষ্ট পেলে আমার ভেতর টা নড়ে চরে ওঠে,তাকে প্রেম বলে না,কিন্তু আমি জানি প্রেম মানে তার ব্যাথায় সে ব্যতীত হবে তার সুখে সে সুখ অনুভব করবে তাকেই তো প্রকৃত প্রেম কিংবা ভালোবাসা বলে। একটি সং মনে পড়ে গেলো মহারাজ ,"সে কেনো আমায় বুজলো না, আমি তাকে ভালবাসি এখনো" তার ব্যাথা ভাবী মোর ব্যাথা, তার সুখে হাসি আমি এখনো।বাকি সব কথা যথার্থই বলে মনে হলো। নমস্কার 🙏
@@TruthUnfolds হ্যাঁ বুজলাম মহারাজ কিন্তু একে অপরের কল্যাণ মানুষ তখনই চাইতে পারে যখন তাদের মনের ভাবনা গুলো কিংবা অনুভুতি গুলো মিলেমিশে এক হয়ে যায়,আর যখন অনুভূতি গুলো এক হয়ে যায় তখন তার হাসি ,কান্না আমার হাসি কান্না হয়ে যায় না কি? মুদ্রা কথা হলো কি মহারাজ তার ব্যাথায় সেও ব্যাথিত হবে,আমি এটা বলতে চাইছি। For exp. আমরা যখন একটি গাছকে ভালোবেসে মাটিতে বপন করি তখন কি আমাদের মনে শুধু এই প্রশ্নটিই জাগে যে গাছটি বড় হগ(যেটা মঙ্গল চাওয়া) তাকে কেউ যদি আঘাত করে আমরা কি আঘাত পাই না।🙏
এত যুক্তি ও বিবেক সম্মত বক্তব্য যা সমাজে ও শাস্ত্রে খুজে পাওয়াও অনেক দুস্কর।
Donnobad sathk gibanar disari ❤❤❤guru❤❤❤
মহারাজ। সত্যি আপনার কথাগুলো পথ প্রদর্শক🙏🙏💯
🙏ponam gurudab
মহারাজ আমার কিছু বলার নাই । আমি মুগ্ধ হয়েছি । আমার বাকি জীবনের জন্য অনেক দায়িত্ব আছে ।
প্রনাম নেবেন মহারাজ। খুব-ই ভালো লাগলো। অবশ্যই, সঠিক পথে থাকলে ভেতর থেকে সাহস, স্পষ্টতা ও আনন্দ আসবেই। ভেতর শান্ত থাকবে, সব নড়ে গেলেও সে নড়বে না। নিজের বিষয়ে নিশ্চিত করে বলতে পারব কথা গুলো, আর অন্য কোনো মনের কথা এতটা নিশ্চিত করে বলতে পারব না মহারাজ, তবে চেষ্টা তো করি। আপনার আলোচনা শোনার পর মনের অনেক স্পষ্টতা এসেছে , বুঝতে পারছি একমাত্র জ্ঞান-ই প্রকৃত আনন্দ ও সাহস দিতে পারে। খুবই উপকৃত হচ্ছি।
মহারাজ আপনাকে প্রনাম ,জিবনের নকল টাকে চিনতে শেখানোর জন্য
এভাবেই জ্ঞান বাটতে থাকুন,আমার বয়স 22 বছর। অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম ভিডিওটিতে প্রনাম নেবেন 🙏
Amio pelam age 20yrs.
PLEASE PLUNGE INTO ANY JOB IN YOUR CAPACITY,KARMO WOULD PAY YOU LIBERTY OF SOUL
দায়িত্ব ও ইচ্ছা পূর্ণ করায় যে বিশাল তফাৎ আছে তা পরম সত্য ও শাশ্বত।
একদম সঠিক কথা বলেছেন।"কি করছি কেনো করছি" প্রত্যেক মানুষের মন অবশ্যই বোঝে।লোভের কারণে এই সব প্রশ্ন করেন।
Akdom thik
মহারাজ 🙏🏼🙏🏼🙏 আপনার আলোচনা শুনতে, খুবই ভালো, লাগে
অসাধারন! কি অপূর্ব বিশ্লেষণ!❤❤❤🙏
গুরুজী আপনাকে অনেক ধন্যবাদ। আমি সঠিক পথেই আছি।
প্রণাম নেবেন মহারাজ। জয় শ্রী কৃষ্ণ। আপনার কথা গুলো খুবই মূল্যবান।
অসাধারণ উপস্থাপনা য় ধন্য হলাম, খুব সুন্দর ব্যাখ্যা য় মুগ্ধ হলাম,বেদ বাক্য সরুপ পালন করতে যেন পারি, প্রভু চেতনা জাগাও। পূজনীয় মহারাজের শ্রী চরণে জানাই শতশত সহস্র দনড়বত প্রণাম।
প্রণাম মহারাজ। অসাধারণ বিশ্লেষণ । শান্ত,তৃপ্ত, পূর্ণতার অনুভব সঠিক পথ। সুকৃতিবলে এক মহত্তম জীবনের চরণ ধরেই প্রকৃতি ও প্রবৃত্তির স্বরুপ সম্পর্কে জ্ঞান লাভ করছি । প্রেয় কাঙ্খিত নয় শ্রেয় পরম মুক্তি ও কল্যাণের পথ এই পথেই পূর্ণত্ব অর্জন করাই জীবনের লক্ষ্য স্থির করেছি।🙏🙏🙏🙏
মহারাজ আপনাকে প্রণাম জানাই।
অফুরন্ত প্রণাম মহারাজ আপনার এই মহান বানি আর কোথাও পাওয়া যাবে না মন ভরে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে।
বারবার শুনলাম এবং নিজেকে অনেক সংশোধন করে ফেলেছি । ধন্যবাদ ।
মহারাজ শ্রদ্ধা নেবেন । অসাধারণ ।জীবন আজ বদলে ফেললাম ।
প্রনাম মহারাজ।আপনার মতো এই বাস্তব সত্য কেউ বলে না,বা হয়তো অনেকে এই অনুভব করতে পারেনি।আপনি হলেন প্রকৃত পথ প্রদর্শক।🙏
প্রণাম মহারাজ ।দৃঢ় চেতা না হলে ।সিদ্ধান্ত নিতে পারবে না কোনো বিষয়েই ।আপনার বক্তব্য অত্যন্ত পরিষ্কার ।ভালো থাকুন ।
Asadharon. Apnar kathagulo sunte khoub valo lage.pronam neben.
মহারাজ আমার প্রনাম নিবেন। খুব সত্য কথা তুলে ধরেছেন। জীবনের দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুল করে ছিলাম। আপনার আলোচনা থেকে সঠিক দিশা পেলাম। চেষ্টা করবো এই পথে অগ্রসর হতে, 🙏🙏🙏
Dhanyabad Maharaj sothik path dekhanor jonno
Khub valo laglo Maharaj . Pronam neben .
Vaktipurna pranam Maharaj
প্রণাম মহারাজ । অপূর্ব ব্যাখ্যা , এ নিয়ে আগেও বলেছেন । তলোয়ারের মতো তীঘ্ন একেবারে কেটে বেরিয়ে চলে যাবে কিন্তু ভিতরে প্রেমের ফল্গুধারা যা গভীরে না ঢুকলে বোঝা যায় না ।।
মহারাজ আপনাকে প্রণাম জনাই।আপনার উত্তরে প্রকৃত দিশা পেলাম।🙏🏻🙏🏻🙏🏻🌿🌹🌷
চমৎকার ۔
প্রণাম মহারাজ🙏 , খুব সুন্দর আলোচনা।। সত্যি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সঠিক পথের কর্তব্য কি হাওয়া উচিত, সেটা আপনার মাধ্যমে অনেকটা বোধগম্য হলো। 🌼🙏🌼
ঞ্ঝ
ঞ্ঝষ্য
অনেক কিছু জানার বাকি ছিল, তাই বোধহয় আপনার video গুলো দেখতে পেলাম।
🌹🙏🏻 প্রণাম মহারাজ 🙏🏻🌹
খুব সুন্দর আলোচনা ও ব্যাখ্যা.
নিজেকে আরো কিছুটা উন্নতি কোর লাম. 🌹🌹🙏🏻🙏🏻
বড় গভীর কথা,,
নতুন ভাবে জ্ঞান প্রাপ্ত হলাম,,
একদম সঠিক বক্তব্য অসাধারন 👏🏻👏🏻
Maharaj pranam Ekdom satti reply
অবিরত এই অবস্থায় পৌঁছবার প্রচেস্টা করে চলছি মহারাজ, আপনাদের আশীর্বাদেই একদিন হয়ত সফল হব ।আজও মন নানাভাবে বিচলিত হয় ।তবে
সচেতনতা আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে ,তাই মনের অবস্থাকে সহজেই বুঝতে পারি। ধ্যান ও আগের থেকে গভীর হয়।প্রনাম নেবেন ।আপনার প্রতিটি বানী অতি সহজেই আমাদের সমৃদ্ধ করে।
আন্তরিক প্রণাম নেবেন মহারাজ। যথার্থ ই truth
Unfold. আমরা কত ভ্রমে বাঁচি।
Pranam Maharaj apnar kathar madhya depth acha. Taba amra jani ja sahoj sarol satai sundor. Apni jadi araktu sahoj Kora balen tahola amader moto sadharon lokder bujhta subudha hoi.. kshama korben.
একদোম ঠিক শত্য কথা মহারাজ প্রণাম আপনাকে 🙏🙏🙏
আমার সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ। আপনার কথা শুনে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমরা খুব কম মানুষই সঠিক পথে আছি। এতো সত্যি কথা বললেন যে এবার ভাবতে হবে বাকি জীবনটা নিয়ে। আপনি সুস্থ থাকুন আর ভালো থাকুন মহারাজ।
Hhhvhv! Hi!h QQ qaq
Sotti moharaj ,moner sob didha kete gelo ,aapnake onek dhonnobad.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏AMAR pronam niben.
খুব ভালো লাগলো মহারাজ! আপনি ভালো থাকবেন..
মহারাজ সঠিক পথ দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ |
Apnar kotha sunle mone akta shokti pai Maharaj.apnake amar pronam janai.
Apurbo.Hare Krishna 🙏🙏🙏
কি অপূর্ব সুন্দর ।🙏🏻🙏🏻🙏🏻
প্রণাম 🙏🙏🙏মহারাজ
ভূমিষ্ঠ প্রণাম গ্রহন করবেন মহারাজ ।খুব সুন্দর ব্যাখ্যা ।
ভূমিষ্ঠ নয়,
ভুলুন্ঠিত প্রণাম।
মহারাজ
আমারফরন
প্রনাম নেবেন আপনার কথা গুলো শুনে খুব ভালো লাগলো
।মহারাজ।
একদম ঠিক ঠিক মহারাজ কোটি কোটি প্রণাম 🙏🙏🙏
যথার্থই বলেছেন মহারাজ আমারা শুধু নিমিও মাত্রেই কাজ করছি পরমাত্মা স্বয়ং এ বিশ্বের সকল কর্য সম্পূর্ণ করে রেখেছেন। ইচ্ছা মাত্রম্ অবিদ্যা।
জ্ঞান বুদ্ধিতে স্থিত হলেই আত্মা ও পরমাত্মার সংযোগ ঘটে ।
Pronam Moharaj ji 🙏🙏
Pronam maharaj.👣🌻🪷🌷🌹🌺🥀🙏🙏🙏🙏
Advut sundor.pranam neben maharaj 🙏
Pranam 🙏🏻🙏🏻🙏🏻
Darun moharaj apnar kotha sune mone hoy amra ek ondho puri te achi kotha sune jega uthi
প্রনাম নেবেন মহারাজ, আপনার উপদেশ গুলির মধ্যে গভীর ভাবার্থ রয়েছে, সেই বুঝতে পারবে যে আপনার ভাবনার উৎসের মতো করে ভাবতে চেষ্টা করবে। আর যদি তা পারে তার জীবনটাই বদলে যাবে, তবেই সে বুঝতে পারবে তার জীবনের মুল্য। 🙏
প্রণাম মহারাজ আপনার কথাগুলো শুনে মন থেকে অনেক দুঃখ দূর হয়ে গেছে
Khub vhalo laglo mone shanti pelam
একদম ঠিক কথা মহারাজ। প্রণাম নেবেন।। 🙏
ভালো থাকবেন।
খুব ই মূল্যবান কথা! চেষ্টা করে পালন করতে পারলে, নিজেরই খুব উপকার হতো!❤️
Yes,daitya palon thik,ichchapuran abeg.
এত ভালো কথা শুনে
কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি
ধন্যবাদ মহারাজ
প্রণাম নেবেন 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
Pronam neben Moharaj 🙏
O o o o khub sundor.
Thik maharaj😥😥🙏🙏😥😥
Pronam maharaj apurbo alochana
Ki apurbo alochona sunlam.mon snigdho santo holo.pronam janai 🙏.
প্রণাম মহারাজ আমি মহারাষ্ট্র থেকে শুনে থাকি আপনাকে, আমার একটি অভিজ্ঞতা শেয়ার করছি, আমার বয়স 36+ এই প্রথম বার বাড়ি থেকে দূরে ভিন্ন রাজ্যে সাধুসঙ্গ করতে যাচ্ছিলাম। মা বাবা আগেই গত হয়েছে, তো আমি শ্বশুর বাড়ি থেকে বেড়োচ্ছিলাম সাধুসঙ্গ করতে, সকালে শ্বশুর মশাইকে বললাম বাবা আমি 3-4 দিনের জন্য বাইরে যাচ্ছি সাধুসঙ্গ করতে, ওনার জবাব, এই বয়স থেকে কেনো, এখনও অনেক সময় আছে, ওইসব ফালতু খরচা করে কি হবে, যেখানে যাচ্ছো সেখানে শুধু খরচা করতে গেলে হবে না কিছু টাকাও কামিয়ে আনতে হবে, শাশুড়ি মা 👩, আমার 7 বছরের ছেলেকে পাশে বসিয়ে বলছে এর জীবন টা বর্বাদ হয়ে যাবে, (এই কথাটা শুনে আমি মনে মনে হাসতে ছিলাম আবার খুব দুখও পাচ্ছিলাম)
আমার স্ত্রী আগের দিন থেকেই কথা বলা বন্ধ করে দিয়েছিল। তার পর আমি সব শুনে বেড়িয়ে পড়লাম গুরুজী কে স্মরণ করে, আমি তো লাভবান হলাম তার সানিধ্যে গিয়ে, ততক্ষণে 4 দিন হয়ে গিয়েছিল কারো কোনো ফোন নেই, তো আমি আর বাড়ি না ফিরে কাজের জায়গায় চলে এলাম, বাড়িতে একবার ফোন করে জানিয়েছি, তারপর হয়ে গেলো 10 দিন আর কেউ যোগাযোগ রাখেনি, তাতে অবশ্য আমার কিছু যায় আসে না, শুধু দেখেনিলাম সংসারের রূপটা,
Khub sundar
Pronam guruji
Thank you🙏🙏🙏
You are great
Pronam Maharaj 🙏🙏🙏🙏
দারুণ বললেন মুগ্ধ হলাম
প্রণাম মহারাজ।
Maharaj apni khub sundar bojha sunta khub valo lage
Best lidar
Really this speech unfolds the truth
Really your expression is outstanding needs more & more thinking about. Pronam naben.🙏👍
প্রণাম মহারাজ।।🙏🙏
চমৎকার যুক্তি
দারুন বলেছেন
Pronaam Maharaj🙏 khub ee sundar aalochana
Mukti praptir pathe ,sannyas grahaner path abalamban ke apni darun vabe glamourized karen! Sampurna family sabai agyan mukta habe,dharma pathe agrasar e help karbe...e nitanta durasha!Pranam railo apnar sthir-sankalper charane!
Ashadharon bollen Maharaj.
Moharaj apni amar pronam neben joy hind joy netaji joy varotmata joy modiji joy desbasir joy 🇳🇪🪔🌹💐♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
সত্যদ্রষ্টা🙏🙏🙏
Tumi khub bhalo theko
সশ্রদ্ধ প্রনাম নেবেন মহারাজ
প্রত্যেকটিকথা মুগ্ধ হয়ে শুনি।
হে প্রভু আমাকে রক্ষা করুন,
Sotti kotha
Pronam Moharaj apner kothagulo onuprerona day
Maharaj 🙏
So beautiful, Pronam neben.
Khub bhalo 🙏🙏🙏
Maharaj pronam neben.
আপনি আপনার বক্তব্যের একটি জায়গায় বলেছেন যে তুমি কষ্ট পেলে আমার ভেতর টা নড়ে চরে ওঠে,তাকে প্রেম বলে না,কিন্তু আমি জানি প্রেম মানে তার ব্যাথায় সে ব্যতীত হবে তার সুখে সে সুখ অনুভব করবে তাকেই তো প্রকৃত প্রেম কিংবা ভালোবাসা বলে। একটি সং মনে পড়ে গেলো মহারাজ ,"সে কেনো আমায় বুজলো না, আমি তাকে ভালবাসি এখনো" তার ব্যাথা ভাবী মোর ব্যাথা, তার সুখে হাসি আমি এখনো।বাকি সব কথা যথার্থই বলে মনে হলো। নমস্কার 🙏
আপনার প্রেম শব্দে ভুল ধারনা আছে।প্রেম মানে হাসা কাঁদা নয়।একে অপরের কল্যাণ চাওয়া।
@@TruthUnfolds হ্যাঁ বুজলাম মহারাজ কিন্তু একে অপরের কল্যাণ মানুষ তখনই চাইতে পারে যখন তাদের মনের ভাবনা গুলো কিংবা অনুভুতি গুলো মিলেমিশে এক হয়ে যায়,আর যখন অনুভূতি গুলো এক হয়ে যায় তখন তার হাসি ,কান্না আমার হাসি কান্না হয়ে যায় না কি? মুদ্রা কথা হলো কি মহারাজ তার ব্যাথায় সেও ব্যাথিত হবে,আমি এটা বলতে চাইছি। For exp. আমরা যখন একটি গাছকে ভালোবেসে মাটিতে বপন করি তখন কি আমাদের মনে শুধু এই প্রশ্নটিই জাগে যে গাছটি বড় হগ(যেটা মঙ্গল চাওয়া) তাকে কেউ যদি আঘাত করে আমরা কি আঘাত পাই না।🙏
অনেক অনেক অনেক ধন্যবাদ 🙏
Maharaj apnake anek anek pranam.
Pronam Maharaj ji
🙏
🙏🙏 প্রণাম জানাই