ধপধপি দক্ষিণেশ্বর মন্দির | Dhapdhapi dakshineswar mandir

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.พ. 2024
  • বারুইপুর ধপধপির দক্ষিণেশ্বর মন্দির : সুন্দরবনের আঞ্চলিক যে সকল দেবদেবীর নাম জানা যায় তাঁদের মধ্যে অন্যতম দক্ষিণ রায়। দক্ষিণ রায় হলেন বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জাতি-ধর্ম নির্বিশেষে পূজিত এক লোকদেবতা। এঁকে পশু ও দানবদের নিয়ন্ত্রক বা বাঘের রাজা মনে করা হয়। নামের আক্ষরিক অর্থ দক্ষিণ -এর রাজা। একটু মন দিয়ে বিগ্রহের ছবিটি দেখলে দেখতে পারবেন এনার হাতে একটি বন্দুক বর্তমান।
    সুন্দরবনের অধিবাসীরা দক্ষিণ রায়কে সুন্দরবনের ভাটি অঞ্চলের অধিপতি মনে করেন। ধপধপি অঞ্চলটিও এক সময় সুন্দরবনের অন্তর্গত ছিল।সুন্দরবনের অধিবাসীরা ম্যানগ্রোভ জঙ্গলে মাছধরা, কাষ্ঠ বা মধু আহরণের মতো কোনো কাজে যাওয়ার আগে দক্ষিণ রায়ের মন্দিরে পূজা নিবেদন করেন। কেউ কেউ মাথার পিছন দিকে দক্ষিণরায়ের মুখোশ পরে জঙ্গলে ঢোকেন যাতে বাঘ সেই মুখোশ দেখে ভয় পেয়ে তাঁর কাছে না আসে। দক্ষিণ রায় সুন্দরবন অঞ্চলের মানুষ জনকে বাঘ এর আক্রমণ ও নানা অপদেবতার হাত থেকে রক্ষা করেন বলে মনে করা হয়। সুন্দরবন যাঁরা গিয়েছেন তাঁরা অনেক জায়গাতেই এই দেবতার মন্দির দেখেছেন, তবে এটি সম্ভবত প্রাচীনতম দক্ষিণ রায় মন্দির, স্থানীয়রা "দক্ষিণেশ্বর" বলেও সম্বোধন করে থাকেন।
    এখানে দেখতে পেলাম কি অপরূপ দৃপ্ত ভঙ্গিমায় বসে রয়েছেন দক্ষিণ রায়। দেবতার হাতে রয়েছে বন্দুক এবং দেওয়াল এর মধ্যে টাঙানো রয়েছে অন্যান্য বিভিন্ন অস্ত্র। এখানে এই দেবতাকে শিব রুপে পূজা করা হয়।
    বারুইপুর থেকে ৫-৬ কিলোমিটার দূরে ধপধপি অঞ্চলে এই মন্দিরটি অবস্থিত। প্রশস্ত জলাধার এর সামনেই বাবা দক্ষিণ রায়ের মন্দির। শনি-মঙ্গলবার বেশ ভালো রকম ভক্ত সমাগম ঘটে।
    ❇ কিভাবে যাবেন?
    শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে বারুইপুর লোকালে চেপে বারুইপুর স্টেশনে নামুন। স্টেশনের চার নম্বর প্লাটফর্ম সংলগ্ন অটো স্ট্যান্ড -এ গিয়ে বলুন ধপধপি দক্ষিণেশ্বর যাবেন। ২০ মিনিট থেকে আধ ঘন্টা অটোতে সময় লাগবে, একেবারে মন্দিরের কাছেই নামিয়ে দেবে।
    অথবা লক্ষীকান্তপুর বা নামখানা লোকালে চেপে ধপধপি স্টেশনে নামুন। স্টেশনের পাশ থেকে অটো, টোটো, ভ্যান অথবা রিক্সা করে দক্ষিণেশ্বর মন্দির।
    ফেরার সময়ও একই ভাবে ফিরতে পারেন।
    ❇ পূজার সময়:-
    যদি পুজো দিতে চান তবে শনি অথবা মঙ্গলবার সকাল দশটার মধ্যে যাওয়ার চেষ্টা করুন, পরের পুজো আবার দুপুর আড়াইটায়।
    (সংগৃহীত)
    রানী শিরোমণি গড় এর ভিডিও :
    • এক দিনের ট্যুরে এখানে ...
    আমরা বাইক এ গিয়েছিলাম তাই সেটারই পথনির্দেশ দিয়ে দিলাম :
    Shared route
    From 2007, SH 1, Paschatya Para, Harinavi, Kolkata, West Bengal 700148 to Dhap Dhapi Dakshineswar Mandir, 8FCG+J39, Dhapdhapi, Ramnagar, West Bengal 743387 via Eastern Metropolitan Bypass and Baruipur - Canning Rd.
    32 min (16 km)
    For the best route in current traffic visit maps.app.goo.gl/Rhpjb9mUEqZY9...
    dhapdhapi mandir | dakkhin Rai mandir | offbeat places near Kolkata | weekend destination near Kolkata | one day trip near kolkata | offbeat destination near Kolkata| historical places near Kolkata | dhapdhapi dakshineswar temple | temple | one day tour from kolkata | one day tour from kolkata by bike | one day tour near kolkata by bike | weekend tourist spot in west bengal | weekend tour from kolkata by car | dakshineswar mandir | dakshineswar
    #offbeatdestinationnearkolkata #offbeatdestinations #offbeatplacesnearkolkata #historicalplacesnearkolkata #onedaytourfromkolkatabybike #onedaytripnearkolkata #onedaytripfromkolkata #weekendtourfromkolkatabybike #onedaytourfromkolkatabycar #historicalplaces #dhapdhapimandir #dhapdhapidakshineswarmandir #dakshineswar #dakshineswartemple

ความคิดเห็น • 4

  • @Niruddeshmon
    @Niruddeshmon 4 หลายเดือนก่อน +1

    Bol6i oi bike pa diye thele niye ja66e oi chele ta k re... pichoner thake dekhe kamon jano chena chena laglo

    • @INDRASTRAVELOGUE
      @INDRASTRAVELOGUE  4 หลายเดือนก่อน

      হ্যাঁ স্যার ছেলেটাকে চেনা চেনা মনে হলো😂