Amara Akhono Mone Mone Ek Sathe E Thaki Sudhu Passport er Colour Ta E Ja Change Hoye Gache , Parle Mustakin Er Kabab Ghor Dhaka Te , Near Arshad Gate Kolkata Theke
@@mostafatarek5771Brother sure ami 100% aste chai,,ami sotti mon theke chai ei duto country er majhkhane kono border na thakar jonno,,love u bangladesh,,
বাংলাদেশে আমার মামাবাড়ি। শেষ ২০০৯ সালে গিয়েছিলাম, ছোট ছিলাম বলে খুব বেশি মজা করতে পারিনি তখন। কিন্তু মানিকগঞ্জে এক পরিচিত দাদার বাড়িতে পদ্মার ইলিশ, পাবদা, চিংড়ি সব একসাথে এত খেয়েছিলাম যে আমার বাবাও বলে উঠেছিল "তুই এত খেতে পারিস আমিতো কোনদিন দেখিনি"। তোমার এই ভিডিও দেখে সেই মুখে লেগে থাকা স্বাদ আবার মনে পড়ে গেলো আর আবার বাংলাদেশ যাওয়ার ইচ্ছা জেগে উঠলো।
ইলিশ মাছের তো কোন কথাই হবে না, তারপরে আবার বাংলাদেশের পদ্মার ইলিশ, যা বিশ্ব বিখ্যাত। বাংলাদেশের মানুষের তুলনা হয়না আমার বাবা-মায়ের দেশ ঠাকুমার মুখে শোনা কথা, আমার ভীষণ ভীষণ বাংলাদেশে যেতে ইচ্ছে করে।
অনেক Vlog দেখেছি মাওয়াঘাটের। তবুও এটার সাথেই নিজের লোভ সামলাতে খুব কষ্ট হয়েছে। তোমাদের সাথে আমাদের বাংলাদেশের ভাই বোনেদের এক সঙ্গে থেকে এই ভাবে আনন্দে থাকাটাই একটা বিশেষ তাৎপর্য আছে। অত্যন্ত ভালো লাগল।
Bangaldesh er manush der athiteyota koti taka diyeo pawa jabena kothao...love from India...Kamrul bhai apnake pronam 🙏 Sudhu Shrikanto da k miss korchi...Rahul pls next time Shrikanto da k niye jeo ❤
Guests Shows the mirror of mind of Bangdeshi people. I am overwhelmed to see this vlog as well as I sincerely thank to Mr Kamrul, Ms Saima to set an example of hospitality to both of you. From Patna, Bihar
আহারে! বিড়াল বাচ্চাটাকে দেখে কলিজায় নাড়া লাগলো। ক্ষুধার্ত বেচারা। আমার নিজেরও তো ক্ষুধা লাগে। আমার নিজেরও একটা বিড়াল আছে। যাকে চিকিৎসককে চ্যালেঞ্জ দিয়ে বাঁচিয়ে রেখেছি প্রায় ৪ বছর! আপনাদের এক্সাইটমেন্ট, এক্সপ্রেশেন ভাল লাগলো। বাংলাদেশের মেয়ে হয়েও আমি যেতে পারিনি সেখানে আজও। আমি নর্থ এ্যামেরিকায় থাকি। হয়তো বেঁচে থাকলে যাবো একদিন। ইন শা আল্লাহ। খুব শখ আছে যাবার। শুভ কামনা।
আমার মায়ের কাছে শুনেছি দাদুর বাড়ি ছিলো বাংলাদেশে (মামার বাড়ির sideএ , in fact দাদুর born and brought up বাংলাদেশেই।)1945 এর কিছু আগে বা পরে পদ্মা নদীর ভাঙ্গনের ফলে জমি ও বাড়ি সবকিছুই নদীতে চলে যায়, তখন দাদুরা WBএর দিকে চলে আসে,যদি ও তখন বাংলাদেশ বলে কিছুই ছিল না,সবটাই india ছিল।এরপর এখনও পর্যন্ত আমার দাদুর পরিবারের কেউই বাংলাদেশে যায় নি,তবে আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে একবার অন্তত বাংলাদেশে ঘুরে আসা, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য এখন আর এই ইচ্ছা পূরণ সম্ভব নয়,তাই মাকে তোমাদের বাংলাদেশ travelling seriese টা দেখাচ্ছি, খুব আনন্দ পাচ্ছে।তোমাদের মাধ্যমে মায়ের অপূর্ন ইচ্ছাটা একটু হলেও পূরণ হচ্ছে.So, many many thanks to you both.
এই ধরনের কথাগুলো শুনলে মনে হয় যে জন্মস্থান টা কি । নিজের শৈশব, কৈশোর যেখানে মানুষ পার করে এসেছে , সে জায়গা হারিয়ে যাওয়াটা যে কত বড় কষ্টের সেটা তোমাদের কথা শুলে বুঝা যায় ।
আমি একজন 70 বছর বয়স্ক Bangalore নিবাসী।তোমার এই vlogটা দেখার জন্য অপেক্ষা করছিলাম এবং আমার 55 inch QLED TVতে দেখতেও বসলাম কিন্তু চোখ জলে ভরে গেল। আমার বাবার কাছে শিশুকাল থেকে দেশের গল্প শুনে বড় হয়েছি।দেশভাগের হওয়ার দুমাস আগে আমার পিতামহের মৃত্যু হয় এবং দেশভাগের কারণে বাবা অকস্মাৎ অসম্ভব দরিদ্র হয়ে পড়েন।আজ যদিও এসব অতীত কিন্তু vlog টা দেখতে দেখতে খুব emotional হয়ে গেলাম।vlog টা খুব ভাল হয়েছে।সবচেয়ে আমার যেটা ভাল লেগেছে সেটা হ'ল তোমরা, ওখানে যেই সখ্য পেয়েছ, তা এক কথায় অনিরবচনীয়। সাইমা (মনে হয় যেন কাজরীর নিজের দিদি),ওনার husband ও ফারদীন এদের আন্তরিকতা, নিজের করে নেওয়া, তুলনাহীন। আমারও খুব পূর্বপুরুষের দেশ দেখতে যাওয়ার ইচ্ছা হয়,জানিনা পারব কিনা।
@@raselrahman3549 অনেক অনেক ধন্যবাদ ভাই।যেতে বড় ইচ্ছে করে,তবে বয়স হয়ে গেছে।আমাদের দেশ ছিল,স্থল গ্রাম, সিরাজগঞ্জ মহকুমা, পাবনা জেলা।বাবার কাছে শুনেছি। আমাদের পুর্ব পুরুষের প্রতিষ্ঠিত স্কুল ছিল,Sthal Pakrasi Institution এবং পাবনা শহরের কালাচাঁদ পাড়া নামক স্থানে আমাদের শহরের বাড়ী ছিল,ঐসব জায়গা কি এখন আর আছে।75 বছর আগেকার কথা।
উফ Maoya ঘাট এর পদ্মার ইলিশ এর episode দেখে মুগ্ধ হয়ে গেলাম, কি অসাধারণ লাগলো ভাষায় প্রকাশ করতে পারবো না. তোমাদের সাথে আমাদের ও বাংলা দেশ ভ্রমণ হয়ে গেলো. ওখানকার atitheyota, নানা রকম সুস্বাদু খাবারের কথা অনেকের কাছেই শুনেছি তবে এই vdo টা দেখে তার প্রমাণ পেলাম. খুব খুব ভালো লাগলো, সার্থক তোমাদের বাংলা দেশ ভ্রমণ.
আমাদের একটা সুন্দর চ্যানেল আছে তোমাদের দেখার অনুরোধ করছি প্লীজ একটু দেখে আসুন @sundarbon jibika volg আর যদি ভালো লাগে তবে একটা সুন্দর করে subscribe করে 🔔অল করুন ও👍👍👍👍
রাহুল, তোমাদের এই এপিসোডটা দারুন লাগলো। পদ্মার ইলিশ যতো খাবে, আরো খেতে ইচ্ছে করবে,তৃপ্তি হবে না। যারা রান্না করেছে তাদের কথা ভাবো , হাতে কি জাদু আছে। বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ হয়। আমি 5 বার গিয়েছিলাম। আবারো যাবার ইচ্ছে আছে। এই এপিসোডটা দেখে শ্রীকান্তর যে কেমন লাগছিলো 😊 খুব ভালো লাগলো। পাশে আছি,দেখছি👍
আমি টানা তিন দিন ধরে যা vlog Chilo সব complete kore ফেলেছি জাস্ট অসাধারণ ।।।। বেস্ট happy family i have ever seen 👍👍❤️❤️ R বাংলাদেশের আতিথেয়তা nia কোনো কথা হবে না... জাস্ট অন্য লেভেল ❤️❤️❤️
Apnara ato kipta kn vai west bengal er manus? Bojhi na barite gele bole thakben khaben kotodin thakben? Agola ki bojhi na,valo kiso khawai e na,apni amadr Bangladesh asen akjon gorib er ghore geleo j appayon apnadar paben seta bole bojhano jabe na
আমার husband অফিসের কাজে অনেকবার বাংলাদেশে গেছেন, সেই সুবাদে মাওয়া ঘাটের ইলিশ খেয়েছি।সেই মাছ india অবধি আনাও আর এক গল্প। সে মাছের স্বাদ ভোলার না। মাছের সাইজ ও ছিল দেখার মতো
One of the best vlog till date...This vlig will make you more and more popular...one of the best mawaghat vlog I have ever seen....Really it's awesome....just too good... And finally India and Bangladesh there should not be any border....we are brothers ....🥰🥰
খুব সুন্দর লাগল আপনার ব্লগ,বাংলাদেশের মানুষদের আন্তরিক ধন্যবাদ জানাই, আপনাদের আতিথ্য ও ভালোবসা দেখে খুব ভালো লাগলো, বাংলাদেশ এ গিয়ে পদ্মার ইলিশ খাবার ইচ্ছা রইলো।
যদি আমরা আমাদের বাঙ্গালি ভাবি তা হলে একি সত্তায় সত্যায়িত। ভিন্নতার কোন স্হান নেই। বাংলাদেশি আর ইন্ডিয়ানি পরিচয় টুকু যখন সামনে এসে দাড়ায় তাহলে গানের চন্দে বলতে হয় এই পারে আমি আর ঔই পারে তুমি মাঝখানে নদী এসে ভয়ে ছলে যায়। ভালবাসা রইল নতুন জুটির জন্য।
Darun.Ami akdam Bardhaman er ghoti kintu hilsa is my favourite.Tomader blog ta asadharon.Amar toh aie muhurte Bangladesh desh jete eeche korche.Love your blog especially this one.Carry on.Love you both.Thanks.
Fabulous coverage of Mawaghat and its "illish cuisine". Thanks Rahul. So far the best vlog on Mawaghat and its accompanying "illish" spread. Videography of the illish preparations was awesome. Keep it up and thanks again.
Appayon dekhe chokhe jol eshe gachhe.. Tomra koto lucky tai bhabchhi, mawa ghat e boshe ashol Ilish Khele, Shotti bhaba Jayna..Rahul kajori tomra Ilish er shob item Kheye jeno Amader Mon bhoriye dile.. Fantastic video ,it's like cherry on the top kind of vlog of Bangladesh.. Enjoy your trip and keep eating Ilish to your hearts content.. ❤❤❤❤🥰🥰
তোমাদের দেখে আমার সোনার বাংলাদেশের প্রতি ভালোবাসা আরও বেড়ে গিয়েছে দাদা❤️❤️❤️❤️ বাংলাদেশের এখনও অনেক কিছু দেখার মতো আছে দাদা। তোমরা আরও অনেকদিন থেকে যাও ❤️❤️❤️
নৌকাতে আপনাদের দুজনকেই অসাধারন লেগেছে। বিশেষ করে নৌকার সামনে যখন বসে ছিলেন। আর আপনাদের হোস্ট ওনারা অনেক ভালো ও অত্যন্ত বন্ধুভাবাপন্ন। বাংলাদেশ ভ্রমণের জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিও টা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল আরো বড় হলে ভাল হত।
ইলিশের সঙ্গে বাঙালির এক নিবিড় সম্পর্ক। এই ব্লগ টা আপনাদের দারুন হয়েছে। এখানে শ্রীকান্ত দা কেউ মিস করছি। সিনেমাতে বুম্বাদার পাশে শুভাশীষ মুখার্জি তেমনই রাহুল দার পাশে শ্রীকান্ত দা। আপনাদের সবাইকে খুব ভালো লাগে।
পদ্মা সেতু ২৫শে জুন চালু হবে। বাংলাদেশের ভিসা থাকলে সকাল ৮টায় বেনাপোল স্থলবন্দর পার হলে দুপুর ১টায় মাওয়া ঘাটে এসে ইলিশ মাছ খেয়ে পরদিন সকালে ভারতে Back করতে পারবেন
Oh My God !!! এত্তো দারুন একটা Vlog হবে আগে বুঝতে পারিনি। মাওয়া ঘাট নিয়ে আগে অনেক Vlog দেখেছি। আপনাদের Vlog টা সবার চেয়ে দারুন লেগেছে। ধন্যবাদ Vlog টার জন্যে। আমাদের স্বপ্নের পদ্মা সেতু টা আর একটু কাছ থেকে দেখালে আরও খুশী হতাম। আপনাদের ইলিশ মাছ খাওয়া দেখে মনে হচ্ছিল আমিও আপনাদের সাথেই ছিলাম এবং খাচ্ছিলাম। অনেক অনেক ধন্যবাদ। সবার জন্যে অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন।
Durdorshoooo....Onoboddhooo...Mind blowingggg....Splendiddd....satti bolchi Vlog ta dekhte dekhte mukhe jol ase chilo.....Khub e valo laglo...Nicely depicted....Thanks......
Extremely surprised to see such big foreign cars,swishing on the silken smooth roads of Bangladesh. Could never imagine. Great experience of relishing Ilish. Well made Vlog.
Hello ur friend from Toronto Canada 🇨🇦 Wow it was just amazing experience your trip to Mawa and enjoying a delicious meal of different ways of eating hilsha fish. Please let your friends know that sitting here in Canada I personally truly enjoyed your vlog and also shared with my Bangladeshi friends your vlog. Their feedback so lucky all of you are to first hand enjoy this hilsha experience, whereas we have to eat and be satisfied with frozen hilsha. All the best and enjoy the rest of your trip. Rahul and Kajori you are truly blessed with awesome friends from Bangladesh who gave you quality time to bring forth THE greatest pleasure and experience ever.
darunn laglo tomader blog ta ..ami Bangalore e thaki … ami tomader blog er through te kolkata ke dekhi 😊… tomader Bangladesh er blogs gulo dekhe ami amar next trip okhane jabar plan kore felechi… will be waiting for your next blog 😊
অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা নাও রাহুল কাজরী.. তোমরা যে কি দারুন কাজ করছ তা বলে বোঝানো যাবে না। যখন কলকাতায় আসবে subs meet করলে যাওয়ার চেষ্টা করবো। তোমাকে দেখে কি যে ভালো লাগে.. মনে হয় এই রকম যদি একটা ভাই হতো❤️.. শুধু একটাই অনুরোধ এই রকমই সাদাসিধে থেকো.. অনেক ভালো থাকো, আনন্দে থাকো সকল কে নিয়ে।
ইলিশ মাছ ছাড়া জিবনটা অসম্পূর্ণ। যারা ইলিশ মাছ খেয়েছে তারা আমার কথার গুরুত্বটা বুঝবে। ধন্যবাদ ভাই যদি আবার কখনো সময় সুযোগ হয় তাহলে আমাদের এই গরিব খানায় আসবেন আমরা যথাযথ চেষ্টা করবো আপনাদের আপ্যায়ন করতে।🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️
রাহুলদার সাথে বসবাস করে এত্তো আনন্দ পাচ্ছি যা সত্যিই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যদি কখনো ওনার দেখানো পথে যাওয়ার সুযোগ ঘটে তো মিলিয়ে নেবো,সুযোগ না ঘটলেও সমস্যা নেই,মজাটাতো নেওয়া হয়েই গেলো, আফসোস টা তো আর রইলো না এই জীবনে। ধন্যবাদ,রাহুলদা ও কাজরীকে ও পর্দার পেছনের সব্বাইকে।
বাংলাদেশে আমরা যেই আদর, আপ্যায়ণ এবং আতিথেয়তা পেয়েছি তা ইহজীবনে ভুলবার নয়...সত্যি মনে হয় যে কখনো অনেক বছর আগে আমরা দুই বাংলার মানুষ একসাথে থাকতাম ❤️
Miss you dear brother. I am from Dhaka
Amara Akhono Mone Mone Ek Sathe E Thaki Sudhu Passport er Colour Ta E Ja Change Hoye Gache ,
Parle Mustakin Er Kabab Ghor Dhaka Te , Near Arshad Gate
Kolkata Theke
@@sonumondal6729
Welcome to Bangladesh. I am from Dhaka.
@@mostafatarek5771Brother sure ami 100% aste chai,,ami sotti mon theke chai ei duto country er majhkhane kono border na thakar jonno,,love u bangladesh,,
@@sonumondal6729
Dhaka ta aso daka hoba
বাংলাদেশে আমার মামাবাড়ি। শেষ ২০০৯ সালে গিয়েছিলাম, ছোট ছিলাম বলে খুব বেশি মজা করতে পারিনি তখন। কিন্তু মানিকগঞ্জে এক পরিচিত দাদার বাড়িতে পদ্মার ইলিশ, পাবদা, চিংড়ি সব একসাথে এত খেয়েছিলাম যে আমার বাবাও বলে উঠেছিল "তুই এত খেতে পারিস আমিতো কোনদিন দেখিনি"। তোমার এই ভিডিও দেখে সেই মুখে লেগে থাকা স্বাদ আবার মনে পড়ে গেলো আর আবার বাংলাদেশ যাওয়ার ইচ্ছা জেগে উঠলো।
Manikganj ar kon area te geselen?
আবার আসুন দাদা !
দাদা আপনি আমাদের লোক প্রনাম জানাচ্ছি।
ইলিশ মাছ আর বাংলাদেশ একে অন্যের পরিপূরক। আমদের দুই বাংলার মানুষের সবচেয়ে প্রিয় বিষয় অবশ্যই খাওয়া দাওয়া, ওটাই বাঙালি জাতিকে আর সবার থেকে পৃথক করেছে।
Right
কথায় আছে- মাছে ভাতে বাঙালি।
ইলিশ মাছের তো কোন কথাই হবে না, তারপরে আবার বাংলাদেশের পদ্মার ইলিশ, যা বিশ্ব বিখ্যাত। বাংলাদেশের মানুষের তুলনা হয়না আমার বাবা-মায়ের দেশ ঠাকুমার মুখে শোনা কথা, আমার ভীষণ ভীষণ বাংলাদেশে যেতে ইচ্ছে করে।
Ghure jaben ..
Always welcome
ম্যাডাম চলে আসেন আমি আপনাকে হেল্প করবো .
You are most wellcome.
চলে আস ম্যাডাম আমি তোমায় হেল্প করবো
অনেক Vlog দেখেছি মাওয়াঘাটের। তবুও এটার সাথেই নিজের লোভ সামলাতে খুব কষ্ট হয়েছে। তোমাদের সাথে আমাদের বাংলাদেশের ভাই বোনেদের এক সঙ্গে থেকে এই ভাবে আনন্দে
থাকাটাই একটা বিশেষ তাৎপর্য আছে। অত্যন্ত ভালো লাগল।
Bangaldesh er manush der athiteyota koti taka diyeo pawa jabena kothao...love from India...Kamrul bhai apnake pronam 🙏
Sudhu Shrikanto da k miss korchi...Rahul pls next time Shrikanto da k niye jeo ❤
Guests Shows the mirror of mind of Bangdeshi people. I am overwhelmed to see this vlog as well as I sincerely thank to Mr Kamrul, Ms Saima to set an example of hospitality to both of you. From Patna, Bihar
আহারে! বিড়াল বাচ্চাটাকে দেখে কলিজায় নাড়া লাগলো। ক্ষুধার্ত বেচারা। আমার নিজেরও তো ক্ষুধা লাগে। আমার নিজেরও একটা বিড়াল আছে। যাকে চিকিৎসককে চ্যালেঞ্জ দিয়ে বাঁচিয়ে রেখেছি প্রায় ৪ বছর! আপনাদের এক্সাইটমেন্ট, এক্সপ্রেশেন ভাল লাগলো। বাংলাদেশের মেয়ে হয়েও আমি যেতে পারিনি সেখানে আজও। আমি নর্থ এ্যামেরিকায় থাকি। হয়তো বেঁচে থাকলে যাবো একদিন। ইন শা আল্লাহ। খুব শখ আছে যাবার। শুভ কামনা।
আমার মায়ের কাছে শুনেছি দাদুর বাড়ি ছিলো বাংলাদেশে (মামার বাড়ির sideএ , in fact দাদুর born and brought up বাংলাদেশেই।)1945 এর কিছু আগে বা পরে পদ্মা নদীর ভাঙ্গনের ফলে জমি ও বাড়ি সবকিছুই নদীতে চলে যায়, তখন দাদুরা WBএর দিকে চলে আসে,যদি ও তখন বাংলাদেশ বলে কিছুই ছিল না,সবটাই india ছিল।এরপর এখনও পর্যন্ত আমার দাদুর পরিবারের কেউই বাংলাদেশে যায় নি,তবে আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে একবার অন্তত বাংলাদেশে ঘুরে আসা, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য এখন আর এই ইচ্ছা পূরণ সম্ভব নয়,তাই মাকে তোমাদের বাংলাদেশ travelling seriese টা দেখাচ্ছি, খুব আনন্দ পাচ্ছে।তোমাদের মাধ্যমে মায়ের অপূর্ন ইচ্ছাটা একটু হলেও পূরণ হচ্ছে.So, many many thanks to you both.
এই ধরনের কথাগুলো শুনলে মনে হয় যে জন্মস্থান টা কি । নিজের শৈশব, কৈশোর যেখানে মানুষ পার করে এসেছে , সে জায়গা হারিয়ে যাওয়াটা যে কত বড় কষ্টের সেটা তোমাদের কথা শুলে বুঝা যায় ।
আন্টির প্রতি দোয়া শুভকামনা রইলো 👍❤️🇧🇩
@@Unknownvlog-w6n very true
নমঃনমঃনম সুন্দরী মম! জননী জন্ম ভূমি।
আমাদের বাংলাদেশে অবশ্যই আসবে তোমাদের আপ্যায়নে কমতি রাখবো না তোমার মার জন্য সব সময় দোয়া থাকবে আমাদের সে যেন সুস্থ হয়ে ওঠে
Hi Rahul এবার কিন্ত আমাদের পালা, ওনাদের আন্তরিকতা সত্যিই অনবদ্য....। আশা করব কলকাতায় এসে ওনাদের ও একই অনুভূতি হবে যা তোমাদের হচ্ছে...। ভাল থেকো।
Seta porer mth ei dekhte paben
@@sohelahmed5149 আপনার এই একটা অভদ্র কমেন্টের কারনে আমাদের এত কষ্টের সব আতিথেয়তা যে ম্লান করে দিলো- এইটা বুঝার মত কমনসেন্স কি আছে?
@@Elomelo75 নাই !
এইটা হইলো হেই মাল! হেগো দৌড় হেই পর্যন্তু !
আপনি কী কৈলেন-হেইটাও হে বুঝে নাই!
@@sohelahmed5149 হ~! আফনে বোজছেন!
Sob sashe ei putkimara kotha na koile hoito naa ????
মাওয়া ঘাটের ইলিশ ,কত রকমের ভর্তা,বাংলাদেশের মানুষের আন্তরিকতা সব মিলিয়ে এপিসোড টি অসাধারন লাগলো 🙂❤❤❤
এই সব প্রশংসা করে আর পাম্প দিয়ে দাদারা বাংলাদেশ মানুষের খাই। একদম /মুফত লাল /৷
They can return the same hospitality to BD people. But they dont
😊😊
L
😊😊😊😊
😊
Lpl😊l😊😊
আমি একজন 70 বছর বয়স্ক Bangalore নিবাসী।তোমার এই vlogটা দেখার জন্য অপেক্ষা করছিলাম এবং আমার 55 inch QLED TVতে দেখতেও বসলাম কিন্তু চোখ জলে ভরে গেল।
আমার বাবার কাছে শিশুকাল থেকে দেশের গল্প শুনে বড় হয়েছি।দেশভাগের হওয়ার দুমাস আগে আমার পিতামহের মৃত্যু হয় এবং দেশভাগের কারণে বাবা অকস্মাৎ অসম্ভব দরিদ্র হয়ে পড়েন।আজ যদিও এসব অতীত কিন্তু vlog টা দেখতে দেখতে খুব emotional হয়ে গেলাম।vlog টা খুব ভাল হয়েছে।সবচেয়ে আমার যেটা ভাল লেগেছে সেটা হ'ল তোমরা, ওখানে যেই সখ্য পেয়েছ, তা এক কথায় অনিরবচনীয়। সাইমা (মনে হয় যেন কাজরীর নিজের দিদি),ওনার husband ও ফারদীন এদের আন্তরিকতা, নিজের করে নেওয়া, তুলনাহীন।
আমারও খুব পূর্বপুরুষের দেশ দেখতে যাওয়ার ইচ্ছা হয়,জানিনা পারব কিনা।
Most welcome, chole asun
একবার চলে আসুন, মেহমান আমাদের কাছে অনেক বড় কিছু.....
@@raselrahman3549 অনেক অনেক ধন্যবাদ ভাই।যেতে বড় ইচ্ছে করে,তবে বয়স হয়ে গেছে।আমাদের দেশ ছিল,স্থল গ্রাম, সিরাজগঞ্জ মহকুমা, পাবনা জেলা।বাবার কাছে শুনেছি। আমাদের পুর্ব পুরুষের প্রতিষ্ঠিত স্কুল ছিল,Sthal Pakrasi Institution এবং পাবনা শহরের কালাচাঁদ পাড়া নামক স্থানে আমাদের শহরের বাড়ী ছিল,ঐসব জায়গা কি এখন আর আছে।75 বছর আগেকার কথা।
@@Elomelo75 অনেক অনেক ধন্যবাদ ভাই।
most welcome ...plz come to my home
পদ্মা নদীর দৃশ্য দেখে আমার পুরানো স্মৃতি মনে পড়ে গেল।
Samia and her Husband so lovable! They are very gentle and sophisticated!
উফ Maoya ঘাট এর পদ্মার ইলিশ এর episode দেখে মুগ্ধ হয়ে গেলাম, কি অসাধারণ লাগলো ভাষায় প্রকাশ করতে পারবো না. তোমাদের সাথে আমাদের ও বাংলা দেশ ভ্রমণ হয়ে গেলো. ওখানকার atitheyota, নানা রকম সুস্বাদু খাবারের কথা অনেকের কাছেই শুনেছি তবে এই vdo টা দেখে তার প্রমাণ পেলাম. খুব খুব ভালো লাগলো, সার্থক তোমাদের বাংলা দেশ ভ্রমণ.
Saima apu r husband Kamrul vai puro hero der moton dekhte. Very humble, down to earth person . Lot's of ❤from kolkata
ইলিশের সাথে ভিন্ন রকমের ভর্তা মানেই আমাদের বাংলাদেশ 🇧🇩❤️🇮🇳
আমার বাংলাদেশ 🇧🇩
আমাদের একটা সুন্দর চ্যানেল আছে তোমাদের দেখার অনুরোধ করছি প্লীজ একটু দেখে আসুন @sundarbon jibika volg আর যদি ভালো লাগে তবে একটা সুন্দর করে subscribe করে 🔔অল করুন ও👍👍👍👍
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩👍👍👍🤝🤝🤝🤝🤝🇮🇳🇮🇳🇮🇳
খুব সুন্দর একটি ভিডিও
Thanks to both kamrul vai and sayma apu for their great hospitality.Really great human being.
রাহুল, তোমাদের এই এপিসোডটা দারুন লাগলো। পদ্মার ইলিশ যতো খাবে, আরো খেতে ইচ্ছে করবে,তৃপ্তি হবে না। যারা রান্না করেছে তাদের কথা ভাবো , হাতে কি জাদু আছে। বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ হয়। আমি 5 বার গিয়েছিলাম। আবারো যাবার ইচ্ছে আছে। এই এপিসোডটা দেখে শ্রীকান্তর যে কেমন লাগছিলো 😊 খুব ভালো লাগলো। পাশে আছি,দেখছি👍
আমি টানা তিন দিন ধরে যা vlog Chilo সব complete kore ফেলেছি
জাস্ট অসাধারণ ।।।।
বেস্ট happy family i have ever seen 👍👍❤️❤️
R বাংলাদেশের আতিথেয়তা nia কোনো কথা হবে না... জাস্ট অন্য লেভেল ❤️❤️❤️
Please watch our vlog th-cam.com/video/3h-2FxYTukw/w-d-xo.html
আমাদের খাবারের স্বাদ নিতে এতো ইচ্ছা দেখে খুব ভালো লাগলো। আবার আসবেন আমাদের বাংলাদেশের মাটিতে। অনেক ভালবাসা 🇧🇩
th-cam.com/video/8C-7HEA00Nc/w-d-xo.html
Bangladeshi der hospitality next level ❤
Apnara ato kipta kn vai west bengal er manus? Bojhi na barite gele bole thakben khaben kotodin thakben? Agola ki bojhi na,valo kiso khawai e na,apni amadr Bangladesh asen akjon gorib er ghore geleo j appayon apnadar paben seta bole bojhano jabe na
মাওয়া ঘাটের সেরা উক্তি "মনে হচ্ছে জিভ, দাত-ফাত সব চিবিয়ে খেয়ে ফেলি" 😀😄😁😆
তোমাদের এই ভিডিও মাওয়া ঘাটের যত ভিডিও দেখেছি তার মধ্যে সেরা। তোমাদের হোষ্ট কামরুল এবং সায়েমার আতিথেয়তা অপূর্ব ।
, খাবার গুলো দেখে লোভ সামলানো যাচ্ছে না ......... খুব ভালো হয়েছে রাহুল দা ও কাজরী দি ☺️☺️☺️♥️♥️♥️♥️♥️♥️♥️
th-cam.com/video/8C-7HEA00Nc/w-d-xo.html
আমার husband অফিসের কাজে অনেকবার বাংলাদেশে গেছেন, সেই সুবাদে মাওয়া ঘাটের ইলিশ খেয়েছি।সেই মাছ india অবধি আনাও আর এক গল্প। সে মাছের স্বাদ ভোলার না। মাছের সাইজ ও ছিল দেখার মতো
Abar ashben
ভালো মানুষ গুলোর জন্য বাংলাদেশের দুয়ার সব সময় খোলা , মনে রাখবেন মেহমানদারী আমাদের রক্তে মিশে আছে... আবার আসবেন
Didi
mach anar golpo sunbo😊
@@mr.jewelandfriends3902 right bro.bangladesh manush Valo vasa Jane
ভারতের ২০ লক্ষ মানুষ বাংলাদেশে চাকরি করে, শুধু আপনার হাজবেন্ড কেন এমন লাখ লাখ হাজবেন্ড চাকরি করে বাংলাদেশে
দারুন 😋কি বলবো, বলার কিছু নেই। Kintu বাংলা দেশে এক বার যেতেই হবে ধন্যবাদ এই না হলে বাঙালি 😊
Jaya Biswas
Welcome to Bangladesh
welcome to Bangladesh
নতুন কিছু অভিজ্ঞতা সঙ্গে প্রকৃতির দৃশ্য জমিয়ে জমা করা অসাধারণ খাওয়া। মন পাগল করা ব্যাপার।।
One of the best vlog till date...This vlig will make you more and more popular...one of the best mawaghat vlog I have ever seen....Really it's awesome....just too good...
And finally India and Bangladesh there should not be any border....we are brothers ....🥰🥰
Thanks bhai
Yea.We are not only brother but also Came from one Root one community.
Long live Bangladesh and West bangol both.
Joy Bangla ❤️
তোমাদের মাওয়া ঘাটে ইলিশ খাওয়া ভালো লাগাটা বাংলার তৃপ্তি.... অনেক অনেক ধন্যবাদ কামরুল ভাই এবং সাইমা আপাকে এই অসাধারণ আয়োজনের জন্য ।
Please like our vlogs too....th-cam.com/video/3h-2FxYTukw/w-d-xo.html
Amazing ILISH'er parbon in Bangladesh, dream come true experience..... Many many thanks for this vlog Rahul & Kajori...
আজকেও অনেক নতুন নতুন খাওয়ারের নাম ও দেখতে পারলাম বাংলাদেশের ❤️💚
আজকের ব্লগটাও দারুন লাগলো দাদাভাই দিদিভাই ❤️💚
রাহুল কাজরি কে অনেক ধন্যবাদ।এরকম ভিডিও করার জন্য।বা্্লা দেশকে এভাবে দেখা নোর জন্য।
খুব সুন্দর লাগল আপনার ব্লগ,বাংলাদেশের মানুষদের আন্তরিক ধন্যবাদ জানাই, আপনাদের আতিথ্য ও ভালোবসা দেখে খুব ভালো লাগলো, বাংলাদেশ এ গিয়ে পদ্মার ইলিশ খাবার ইচ্ছা রইলো।
দাদা আপনাকে দাওয়াত রইল পদ্মার ইলিশ খাওয়ার। পেট পুরে খাওয়াব আমার সামার্থ্য যা আছে। অনেক খুশি হব উপারের দাদা🥰
@@mahbubalam4051 ধন্যবাদ ভাই।
যদি আমরা আমাদের বাঙ্গালি ভাবি তা হলে একি সত্তায় সত্যায়িত। ভিন্নতার কোন স্হান নেই। বাংলাদেশি আর ইন্ডিয়ানি পরিচয় টুকু যখন সামনে এসে দাড়ায় তাহলে গানের চন্দে বলতে হয় এই পারে আমি আর ঔই পারে তুমি মাঝখানে নদী এসে ভয়ে ছলে যায়। ভালবাসা রইল নতুন জুটির জন্য।
নৌকোতে তোমাদের দুজনকে একসাথে খুব ভালো লাগছিল দেখতে 😍
মনে হচ্ছে তোমারা যাওনি আমি নিজে ঘুরছি। কারন আমি বাংলার ছেলে।
এখন শান্তিপুর নদিযার মানুষ
বাংলাদেশের মানুষদের অতিথেয়তার সত্যই কোনও তুলনা নেই l
thanks dada
Darun.Ami akdam Bardhaman er ghoti kintu hilsa is my favourite.Tomader blog ta asadharon.Amar toh aie muhurte Bangladesh desh jete eeche korche.Love your blog especially this one.Carry on.Love you both.Thanks.
Fabulous coverage of Mawaghat and its "illish cuisine". Thanks Rahul. So far the best vlog on Mawaghat and its accompanying "illish" spread. Videography of the illish preparations was awesome. Keep it up and thanks again.
Appayon dekhe chokhe jol eshe gachhe.. Tomra koto lucky tai bhabchhi, mawa ghat e boshe ashol Ilish Khele, Shotti bhaba Jayna..Rahul kajori tomra Ilish er shob item Kheye jeno Amader Mon bhoriye dile.. Fantastic video ,it's like cherry on the top kind of vlog of Bangladesh.. Enjoy your trip and keep eating Ilish to your hearts content.. ❤❤❤❤🥰🥰
শরীর খারাপ। শুয়ে শুয়ে ভিডিও দেখছি, আর জিভে জল চলে আসছে। ভিডিওটা ভালো হয়েছে। যাব নিশ্চয়ই একদিন।
খুব খুব ভালো লাগলো। নিজের দেশের সুনাম শুনতে কার না ভালো লাগে!!! তোমরা অনেক অনেক ভালো থেকো।
কাজরিদির,ইলিশ উচ্ছ্বাস আমার ভালো লেগেছে। ইলিশে এক বাইট দেবার পর রাহুলদার চোখান্ধ অনুভূতি - চাকভুম,,,
মজাই মজা,,,
তোমাদের দেখে আমার সোনার বাংলাদেশের প্রতি ভালোবাসা আরও বেড়ে গিয়েছে দাদা❤️❤️❤️❤️ বাংলাদেশের এখনও অনেক কিছু দেখার মতো আছে দাদা। তোমরা আরও অনেকদিন থেকে যাও ❤️❤️❤️
মাওয়া ঘাটের ইলিশ ,কত রকমের ভর্তা,বাংলাদেশের মানুষের আন্তরিকতা সব মিলিয়ে এপিসোড টি অসাধারন লাগলো 😍😍👍♥️
নৌকাতে আপনাদের দুজনকেই অসাধারন লেগেছে। বিশেষ করে নৌকার সামনে যখন বসে ছিলেন। আর আপনাদের হোস্ট ওনারা অনেক ভালো ও অত্যন্ত বন্ধুভাবাপন্ন। বাংলাদেশ ভ্রমণের জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিও টা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল আরো বড় হলে ভাল হত।
Please watch our vlog th-cam.com/video/3h-2FxYTukw/w-d-xo.html
ইলিশের সঙ্গে বাঙালির এক নিবিড় সম্পর্ক। এই ব্লগ টা আপনাদের দারুন হয়েছে। এখানে শ্রীকান্ত দা কেউ মিস করছি। সিনেমাতে বুম্বাদার পাশে শুভাশীষ মুখার্জি তেমনই রাহুল দার পাশে শ্রীকান্ত দা। আপনাদের সবাইকে খুব ভালো লাগে।
পদ্মা সেতু ২৫শে জুন চালু হবে। বাংলাদেশের ভিসা থাকলে সকাল ৮টায় বেনাপোল স্থলবন্দর পার হলে দুপুর ১টায় মাওয়া ঘাটে এসে ইলিশ মাছ খেয়ে পরদিন সকালে ভারতে Back করতে পারবেন
Rahul o kajorir speach gulo darun. Ami to mugdho hoe suni. Mone hoe amio oder sathe achhi. Tomader voice tao darun.
Oh My God !!!
এত্তো দারুন একটা Vlog হবে আগে বুঝতে পারিনি।
মাওয়া ঘাট নিয়ে আগে অনেক Vlog দেখেছি।
আপনাদের Vlog টা সবার চেয়ে দারুন লেগেছে।
ধন্যবাদ Vlog টার জন্যে।
আমাদের স্বপ্নের পদ্মা সেতু টা আর একটু কাছ
থেকে দেখালে আরও খুশী হতাম।
আপনাদের ইলিশ মাছ খাওয়া দেখে মনে হচ্ছিল
আমিও আপনাদের সাথেই ছিলাম এবং খাচ্ছিলাম।
অনেক অনেক ধন্যবাদ।
সবার জন্যে অনেক ভালোবাসা রইল।
সবাই ভালো থাকবেন।
Please watch our vlogs th-cam.com/video/3h-2FxYTukw/w-d-xo.html
th-cam.com/video/8C-7HEA00Nc/w-d-xo.html
Durdorshoooo....Onoboddhooo...Mind blowingggg....Splendiddd....satti bolchi Vlog ta dekhte dekhte mukhe jol ase chilo.....Khub e valo laglo...Nicely depicted....Thanks......
রাহুল ইলিশ ভাজা খেলে একদম টেবিলের নীচের হুল্লোড় মতো, তোমার খাওয়া দেখে খুব মজা লাগলো।
খুব ভালো লাগলো ইলিশ খাওয়া দেখে সত্যিই লোভনীয়। ছেলেবেলার কথা খুব মনে পড়ছে।😭😭😭😭😭
Asadharan experience...heaven....ei khawa dawa 7 star hotel eo hoba na...alada sukh...all the best.....excellent
কামরুল ভাই ও সাইমা আপূ আপনাদের আতিথেয়তা অসাধারণ,
অনেক অনেক ধন্যবাদ।
গিয়ে পেট ভরানোর সুযোগ হবে কিনা জানি না! তবে দেখে পেট ভরে গেলো।।
ধন্যবাদ তোমাদেরকে ।।🤘🤘
ম্যাডাম আমি বাংলাদেশ থেকে বলছি .আপনি কবে আসবেন বলেন .আমি আপনাকে হেল্প করবো .
Sotti e tae konodin to jayoya hobe na, tobe vlog ta dekhe valo laglo.
কি আন্তরিকতা ওনাদের
সত্তি অভিভুত আন্তরিকতা দেখে🙏🙏❤❤
Welcome to Bangladesh
Welcome to you madam.
Extremely surprised to see such big foreign cars,swishing on the silken smooth roads of Bangladesh. Could never imagine. Great experience of relishing Ilish. Well made Vlog.
Bangladesh is moving very first.
Come and visit.
@@iftekharchow310 agree lot of indian people r not enlighten regarding foriegn country thats why travelling is very important
@@deepchatterjee5123 true 👍
@@deepchatterjee5123 That is true.
Its normal matter in Bangladesh
I am travelling to Bangladesh just for this! My friends went a few months ago and they went crazy for the Ilish served there
One of your best vlogs from Bangladesh! Thanks for sharing.
লেজ ভর্তা না খাওয়া পর্যন্ত কেউ বুঝতে পারবে না এর টেস্ট 😋 অমৃত 🤤
মাওয়া ঘটে বসে ইলিশ মাছ খাওয়ার শখ অনেকদিনের,তোমাদের দেখে লোভ বেড়ে গেলো,পূর্বপুরুষের দেশে কবে যেতে পারবো জানিনা।
Dure noi .. monosthir korle khub shohoj ei aste parben ..
Jive literally jol ese jache...r Ami bar bar dhok gilchi
😅😊, আসেন আমি খাওয়াবো 🇧🇩💪🧑✈️
কলকাতার ভাই বোনেরা তোমাদের, আমাদের🇧🇩 পরিবারের সদস্য মনেকরি ❤️
Love u saima dii ......west Bengal eso kkhnw ....r thx kajori dii r rahul daa take care korar jnnw
Tomeder dekhe kub Bangladesh jete ichha korche.Darun blog as usual 👍👍👌
Please come.. Bangladesh is your home too. We are connected.
দাদা আপনার মত করে আর কেউ এভাবে দেখাতে পারেনি,অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
Hello ur friend from Toronto Canada 🇨🇦
Wow it was just amazing experience your trip to Mawa and enjoying a delicious meal of different ways of eating hilsha fish.
Please let your friends know that sitting here in Canada I personally truly enjoyed your vlog and also shared with my Bangladeshi friends your vlog. Their feedback so lucky all of you are to first hand enjoy this hilsha experience, whereas we have to eat and be satisfied with frozen hilsha.
All the best and enjoy the rest of your trip. Rahul and Kajori you are truly blessed with awesome friends from Bangladesh who gave you quality time to bring forth THE greatest pleasure and experience ever.
তোমাদের ভ্লগ লন্ডনে বসে দেখলাম - অনবদ্য ! এখান থেকেই জিভে জল এসে গেল ! 👍👍👅
এককথায় অসাধারণ লাগলো vlog টা ❤️দেখতে দেখতে জিভে জল চলে এসেছিলো 😋😋😋😋 ............
Mukhe jol ese galo dada..😋😋
darunn laglo tomader blog ta ..ami Bangalore e thaki … ami tomader blog er through te kolkata ke dekhi 😊… tomader Bangladesh er blogs gulo dekhe ami amar next trip okhane jabar plan kore felechi… will be waiting for your next blog 😊
Darun darun laglo apnader Bangladesh 🇧🇩 ♥️ elishmach ar episode ta ♥️ keep it 💯 👌 up guys 👦
এই না হলে বাঙালি ।
❤️Love from Bangladesh Dhaka 😍
ইলিশ মাছ সুন্দর রেসিপি দেখে ভালো লাগল খুব খুব মজা কর উপভোগ করতে হবে সব কিছু মানুষ জন্ম একবার ই হবে
এই ভিডিও টা সেরা ভিডিও বাংলাদেশী ভিডিও মধ্য দারুন লাগলো সত্যি অসাধারণ ❤️❤️❤️
এক কথায় আজকের পর্ব অনবদ্ধ। আমিও খুব ইলিশমাছ ভালোবাসি তাই আজকের পর্ব খুব খুব খুব ভালো লাগলো।
ইলিশ মাছ ভালোবাসে না এমন বাঙ্গালী আছে না কি দাদা
অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা নাও রাহুল কাজরী.. তোমরা যে কি দারুন কাজ করছ তা বলে বোঝানো যাবে না। যখন কলকাতায় আসবে subs meet করলে যাওয়ার চেষ্টা করবো। তোমাকে দেখে কি যে ভালো লাগে.. মনে হয় এই রকম যদি একটা ভাই হতো❤️.. শুধু একটাই অনুরোধ এই রকমই সাদাসিধে থেকো.. অনেক ভালো থাকো, আনন্দে থাকো সকল কে নিয়ে।
দাদা বাংলাদেশ থেকে দেখছি সত্যি ভাল্লাগছে মাইরি দাদা
ইন্ডিয়ার সবার দাওয়াত রইলো
ইলিশ খেতে আসবেন দাদারা দিদিরা
Rahul ami onek Maoa ghat er blog dakhachi, bt tomader ei sundar presentation ta just awesome .Good keep it up..
Sob item gulo dekhei jive jol chole elo.. 😋😋😋
ইলিশ মাছ ছাড়া জিবনটা অসম্পূর্ণ। যারা ইলিশ মাছ খেয়েছে তারা আমার কথার গুরুত্বটা বুঝবে। ধন্যবাদ ভাই যদি আবার কখনো সময় সুযোগ হয় তাহলে আমাদের এই গরিব খানায় আসবেন আমরা যথাযথ চেষ্টা করবো আপনাদের আপ্যায়ন করতে।🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️
Osadharon laglo vlog ta👌👌macher raja holo ilish😋😋
দারুন লাগল ভিডিও টা দাদা শুধু মাছ আর মাছ ইলিশ😍😍 সাথে কতোরকম ভর্তা ।
Tomader ei episode er opekhhay chilam. Ek kothay osadharon laglo. Aro bhalo bhalo video er opekhhay roilam.
ভাইয়া তোমার মাওয়া ঘাটের ব্লগটা সুন্দর হয়েছে,,অন্যান্য ইউটিউবার ভালো মত দেখাতে পারে নি,, ফুডকা আসলো কিন্তু তারা ভালো মত খেলোই না।♥️♥️♥️
মাছের লেজের ভর্তা খেয়েছে।এটা অনেক মজা। 😋
পদ্দার ইলিশ খেতে অনেক মজার দাদা।আমিও মাওয়া ঘাটে গিয়ে খেয়েছি ইলিশ।আর পদ্দা নদীতে বোর্ট নিয়ে ঘুরেছি সবাই মিলে।আপনের ভ্লগ শেষ না করে থাকতে পারছিনা দাদা।
Rahul da prochur lobh dilam....amaro illish favourite....jete hobe Mawa ghat...illish khete
One of the best life time vlogs 🇮🇳🇮🇳🇮🇳
India theke eshe Bangladesh ke eto shundor vabe represent korar jnno onk onk donnobad❤️❤️❤️
অধিক আগ্রহে ছিলাম একটু দেখবো বলে, তবে এক ঘন্টার হলে ভালো হতো ভিডিও টি। আরো দেখতে ইচ্ছে করে। রাতে আসলে আরো ভালো হতো।
এতো লোভ লাগছিলো, কি করবো খুঁজে পাচ্ছিনা, দারুন, অসাধারণ লেবেলের লোভনীয় ভিডিওটা ♥️👌
Thanks, for sharing the extraordinary vlog of maha
Amio ilish premi, tae ei vlog dekhe lov samlate parchina!! Oshadharon laglo😋
মাছ বাঙালির কাছে একটা আবেগ আর সেটা যদি ইলিশ মাছ হয় তাহলে তো কথাই নেই।
রাহুলদার সাথে বসবাস করে এত্তো আনন্দ পাচ্ছি যা সত্যিই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যদি কখনো ওনার দেখানো পথে যাওয়ার সুযোগ ঘটে তো মিলিয়ে নেবো,সুযোগ না ঘটলেও সমস্যা নেই,মজাটাতো নেওয়া হয়েই গেলো, আফসোস টা তো আর রইলো না এই জীবনে। ধন্যবাদ,রাহুলদা ও কাজরীকে ও পর্দার পেছনের সব্বাইকে।
এবার আসবেন বাই রোড। যশোর হয়ে নতুন সেতু পার হয়ে মাওয়া ঘাট থেকে খেয়ে দেয়ে তবেই ঢাকাতে ঢুকবেন।
এই রেস্তোরাঁতে কয়েক বার খাওয়া হয়ছে আমার। বেশ ভালো তাদের খাবার সুখ সুন্দর ছিলো আজকের ভিডিও। তবে ভিডিও টাতে তারাহুরো করে শেষ করা হয়েছে দাদা।
Eta kon resturent?
@@ayeshamumusvlog7171 Sopner tajmohol restaurant
আমি ঢাকায় বসে আপনার ভিডিও র কমেন্ট গুলো পড়লাম আর বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখে মূগ্ধ হলাম !
আপনাদের সবার আমন্ত্রণ রইলো !