যুগে যুগে একটা ক্যারেক্টার নতুন নতুন ভার্সনে আসলেও ক্ষতি নেই। কারন এটাই লিগ্যাসি ধরে রাখে। নাইলে একটা সময় নতুন জেনারেশন হয়তো এইসব ক্যারেক্টারের সাথে নিজেদের রিলেটই করতে পারবে না একজন বাংলাদেশী হিসেবে। আর ইতিহাসের সাক্ষী হিসেবে আমাদের বাংলা সাহিত্যেরই অনেক প্লট আছে, যা নতুন নতুন করে রিক্রিয়েশন হয়েছে। নতুন প্রজন্ম এখন আর পুরানো এসব কন্টেন্টে আগ্রহ খুঁজে পায়না। মেনে নিতে খারাপ লাগলেও, এটাই বাস্তবতা। ক্লাস ফোরে পড়াকালীন আমি নিজে যে আগ্রহ নিয়ে বিটিভিতে "আজ রবিবার" নাটক দেখার জন্য বসে থাকতাম, সেই একই রকম আগ্রহ কি আজকে ক্লাস ফোরে পড়া কোন বালক পাবে অরিজিনাল প্রিন্ট ভার্সন দেখে? এই প্রজন্ম এখন চায় নিত্য নতুন কিছু। ঝকঝকে ফকফকা প্রিন্ট। তাই একটা মাস্টারপিসের রিক্রিয়েশন কখনোই আসলটার উপরে প্রভাব বিস্তার করে না। বরঞ্চ এটাই নতুন নতুন প্রজন্মের কাছে নিজের অস্তিত্বের জানান দিয়ে যায়।
আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব সত্যি অসাধারণ, মমতাজ উদ্দিন,আবুল খায়ের অভিনিত 'প্রিয় পদ রেখা' আর ইরেশ যাকের অভিনীত প্রিয় পদ রেখার মাঝে বিস্তর ফারাক। আগেরটা হিরক খন্ড হলে পরেরটা তাম্র খন্ড। আমার মনে হয় হুমায়ুন আহমেদর পূরানো নাটক গুলোর রিমিক করে তার অমূল্য সম্পদ নষ্ট করা হচ্ছে
শিল্প কোনদিন পুনঃনির্মাণ সম্ভব নয়। পূর্বের 'প্রিয় পদ রেখা' নাটক টা ছিল শিল্প এটা কখনো সেটার মতো হয় নি, হওয়া সম্ভবও না। তাই এসব পুনঃনির্মাণ একধরনের ধৃষ্টতা। অনুরোধ এসব নির্মাণ করে শিল্প নষ্ট করবেন না।
@@hafizakberahmed25 ভালো হওয়া আর শিল্প হওয়া এক নয়, শিল্প হতে হলে তার মধ্যে নিখুঁত শৌল্কিকতা থাকতে হয়, জীবন বোধের সুক্ষ্ম কারুকাজ ও বাস্তবতার সংমিশ্রণ থাকতে হয় যা এটায় মোটেও নেই !
যুগে যুগে একটা ক্যারেক্টার নতুন নতুন ভার্সনে আসলেও ক্ষতি নেই। কারন এটাই লিগ্যাসি ধরে রাখে। নাইলে একটা সময় নতুন জেনারেশন হয়তো এইসব ক্যারেক্টারের সাথে নিজেদের রিলেটই করতে পারবে না একজন বাংলাদেশী হিসেবে। আর ইতিহাসের সাক্ষী হিসেবে আমাদের বাংলা সাহিত্যেরই অনেক প্লট আছে, যা নতুন নতুন করে রিক্রিয়েশন হয়েছে। নতুন প্রজন্ম এখন আর পুরানো এসব কন্টেন্টে আগ্রহ খুঁজে পায়না। মেনে নিতে খারাপ লাগলেও, এটাই বাস্তবতা। ক্লাস ফোরে পড়াকালীন আমি নিজে যে আগ্রহ নিয়ে বিটিভিতে "আজ রবিবার" নাটক দেখার জন্য বসে থাকতাম, সেই একই রকম আগ্রহ কি আজকে ক্লাস ফোরে পড়া কোন বালক পাবে অরিজিনাল প্রিন্ট ভার্সন দেখে? এই প্রজন্ম এখন চায় নিত্য নতুন কিছু। ঝকঝকে ফকফকা প্রিন্ট। তাই একটা মাস্টারপিসের রিক্রিয়েশন কখনোই আসলটার উপরে প্রভাব বিস্তার করে না। বরঞ্চ এটাই নতুন নতুন প্রজন্মের কাছে নিজের অস্তিত্বের জানান দিয়ে যায়।
পুরাতনটা যে কতবার দেখেছি তার হিসেব নেই । কিন্তু এটা দেখে মনে হচ্ছে সব অভনেতারা কেমন জানি ঝিমাচ্ছে । কোথাও একটা রেখে অভনয় করছে । কি যেন কম, কি যেন নেই । ভাল হয় নাই মোটকথা ।
যে বাসায় তিনজন নারী এবং একজন পুরুষ , সে বসায় একজন যুবক কাজের ছেলে রাখা আমাদের পারিবারিক সংস্কৃতির সঙ্গে যায় না। সব মিলিয়ে পুরনো নাটকটা অনেক বেশি ভালো লেগেছে। হুমায়ুন আহমেদের জন্য শুভকামনা ।
হুমায়ুন স্যার সত্যিই একজন মজার ও মহান বুদ্ধিজীজি ছিলেন 😂।আমরা একজন মহান ব্যাক্তিকে হারালাম 😢।স্যারের প্রতিটি নাটক ও উপনাসে রয়েছে উপদেশ শিক্ষানীয় বিষয়ক পাঠ ও অন্ধের পথ থেকে আলোর পথে আশার বানী যা আমাদের আগামি প্রজন্মের জন্য খুবেই গুরুত্ব ।
Duto natoker modde tulona korle mone hoy notun natoke sobai ovinoy kortase but puraton tay ovinoy na bastob seta boja muskil. Tobe Humayun Ahmed ar puraton natok rimik na ovabei rekhe din tate natoker gunogoto man thik thakbe
অরিজিনাল টা যারা দেখেছেন, তারা হয়তো বুঝতে পারবেন আগেকার অভিনেতা আর এখনকার অভিনেতাদের মাঝে কতটুকু পার্থক্য। আগেরটার প্রত্যেক অভিনেতা কতটা শক্তিশালী অভিনেতা ছিলেন, যারা দেখেন নি দেখলেই বুঝতে পারবেন।
The remake of this classic Humayun drama is not more than an apology of the original one. However, for the new generation this drama may have some appeal. I rewatched the original one and felt that the Humayun drama was perhaps inspired by Tapan Singh’s Bengali classic movie Golpo Holeo Solti. .
তিলু বিলুর বাবা বাস্তবে ও অনেক ভালো মানুষ। আমরা ছোট থাকতে এক বাসে করে চট্টগ্রাম এ যাচ্ছিলাম। তিনি আমার ভাইকে আদর করেছিলেন। সে প্রায় ১৪-১৫ বছর আগের কথা!
আসাদুজ্জামান নূর, আবুল খায়ের, মমতাজউদ্দিন আহমেদ, নাজমা আনোয়ার, আফজাল শরীফ......... তাদের ধারে কাছেও নেই এই নাটকের কারো অভিনয়। হুমায়ুন আহমেদের অমূল্য সম্পদ নাটকগুলো রিমেক করে অনেক বড়সড় উপহাস করা হচ্ছে যা সম্পূর্ণ অনুচিত বলে মনে করি। একটা বড় রিকোয়েস্ট সুপরামর্শ - দয়া করে কেউ "কোথাও কেউ নেই" এর কিছু করতে যাবেন না, করেছেন তো সেইদিনই নাটকের রিমেক কলাকুশলীদের ক্যারিয়ার একেবারে The End
একটু আগে আসাদুজ্জামান নূর স্যার এর নাটক টা দেখলাম , এর পর আবার এইটা সামনে আসলো । কৌতূহল নিয়ে একটু দেখলাম , শুধু এতটুকু বুঝলাম এই গুলো রিমেক করে এক প্রকার উনার কাজের প্রতি অসম্মান ই করা হচ্ছে বা হয়েছে ।
পুরাতন নাটকের অভিনয় শীল্পি মমতাজ উদ্দিন আহমেদ,,,, শীলা আহমেদ,,, আসাদুজ্জামান জামান নূর,,, এদের মতো অভিনয় এযুগের অভিনয় দ্বারা সম্ভব না। আমার পরামর্শ থাকলো সবাই পুরাতন নাটক টা দেখবেন। এই নতুন নাটকটা প্রিয় পদরেখার সৌন্দর্য নষ্ট করেছে।
অনেক হাস্যকর একটা অভিনয় 😁😁আগের আসাদুজ্জামান নূরের অভিনীত পদরেখা নাটকটা ছিলো হৃদয়ে গেঁথে রাখার মতো। আর এই নাটকের এখনের অভিনয় খুবই হাস্যকর এবং আকাশ পাতাল পার্থক্য 🤣🤣🤣
খুব হালকা অভিনয় দিয়ে নাটকের ১২ টা বাজিয়ে ছেড়েছেন ! এখন যে অশ্লীল পোশাক পরতে পারে, ক্যামেরার সামনে খিস্তিখেউড় করতে পারে, তারাই অভিনেতা, আর ক্যামেরার পেছনে দাঁড়ালেই পরিচালক
এই নাটক দেখে নতুন করে বুঝলাম আগেকার অভিনেতা/অভিনেত্রীরা কত পাওয়ারফুল ছিলেন!
পুরোনো নাটকটার জন্য মায়া লাগছে। ভীষণ জঘন্য কাজ হয়েছে এটা
এত চমৎকার নাটক রিক্রিয়েশনের প্রয়োজন নেই। যেহেতু প্রথমটাই ইউটিউবে সহজেই পাওয়া যায়, তাই আমি মনে করি নতুন করে তৈরি করা অপ্রয়োজনীয়।
যুগে যুগে একটা ক্যারেক্টার নতুন নতুন ভার্সনে আসলেও ক্ষতি নেই। কারন এটাই লিগ্যাসি ধরে রাখে। নাইলে একটা সময় নতুন জেনারেশন হয়তো এইসব ক্যারেক্টারের সাথে নিজেদের রিলেটই করতে পারবে না একজন বাংলাদেশী হিসেবে। আর ইতিহাসের সাক্ষী হিসেবে আমাদের বাংলা সাহিত্যেরই অনেক প্লট আছে, যা নতুন নতুন করে রিক্রিয়েশন হয়েছে।
নতুন প্রজন্ম এখন আর পুরানো এসব কন্টেন্টে আগ্রহ খুঁজে পায়না। মেনে নিতে খারাপ লাগলেও, এটাই বাস্তবতা।
ক্লাস ফোরে পড়াকালীন আমি নিজে যে আগ্রহ নিয়ে বিটিভিতে "আজ রবিবার" নাটক দেখার জন্য বসে থাকতাম, সেই একই রকম আগ্রহ কি আজকে ক্লাস ফোরে পড়া কোন বালক পাবে অরিজিনাল প্রিন্ট ভার্সন দেখে? এই প্রজন্ম এখন চায় নিত্য নতুন কিছু। ঝকঝকে ফকফকা প্রিন্ট।
তাই একটা মাস্টারপিসের রিক্রিয়েশন কখনোই আসলটার উপরে প্রভাব বিস্তার করে না। বরঞ্চ এটাই নতুন নতুন প্রজন্মের কাছে নিজের অস্তিত্বের জানান দিয়ে যায়।
আকাশ পাতাল তফাৎ - কোথায় আসাদুজ্জামান নুর আর ইরেশ যাকের। পুরনো নাটকের গন্ধ থাকে অন্যরকম।
কোথায় নাজমা আনোয়ার, কোথায় শীলা, কোথায় মমতাজউদ্দিন, দেখে মনে হলো কোথাও কেউ নেই
আপনার উনাদের দিয়ে কি দরকার?
যেটা সামনে আছে সেটাই দেখুন।
@@junaidmeem6343 প্রিয়পদরেখা বলে সার্চ করুন । পুরনো টা দেখুন
১০০% সহমত আপনার সাথে।
@@junaidmeem6343 পুরানা টা দেখুন আগে তারপর কমেন্ট করুন আবাল
প্রথম নাটক টা সবচেয়ে ভালো ছিল
আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব সত্যি অসাধারণ, মমতাজ উদ্দিন,আবুল খায়ের অভিনিত 'প্রিয় পদ রেখা' আর ইরেশ যাকের অভিনীত প্রিয় পদ রেখার মাঝে বিস্তর ফারাক। আগেরটা হিরক খন্ড হলে পরেরটা তাম্র খন্ড। আমার মনে হয় হুমায়ুন আহমেদর পূরানো নাটক গুলোর রিমিক করে তার অমূল্য সম্পদ নষ্ট করা হচ্ছে
আবুল খায়ের??
@@harashalim3622 হুমম আবুল খায়ের, প্রথমটায় ছিলেন এটা রিমেক।
হুমায়ুন স্যারের নাটকে কাজের লোক গুলো অনেক শক্তিশালী অভিনেতা হয়😁🤔
মুল নাটকের মানুষদের আসাদুজ্জামান, মমতাজউদ্দিন, নাজমা আনোয়ার এবং অন্যান্য , সকলের পরিশ্রম এবং মেধাকে এখানে অসম্মান করা হয়েছে।
Director Mahmad Ibrahim ke anek dhonnyabad eto sundar mon vorano ekti natak upohar denar jonnya. Protyek er avinoy asadharan. From kolkata
❤❤❤
শিল্প কোনদিন পুনঃনির্মাণ সম্ভব নয়। পূর্বের 'প্রিয় পদ রেখা' নাটক টা ছিল শিল্প এটা কখনো সেটার মতো হয় নি, হওয়া সম্ভবও না। তাই এসব পুনঃনির্মাণ একধরনের ধৃষ্টতা। অনুরোধ এসব নির্মাণ করে শিল্প নষ্ট করবেন না।
আগের নাটকের লিংকটা দিবেন প্লিজ
পুনর্জন্মও মাঝে মাঝে আরো ভাল হয়। শাহরুখের দেবদাস সেরকমই। এটা কেন নয়?
@@md.babulhossen900 th-cam.com/video/AQL4HZp4dP0/w-d-xo.html
@@md.babulhossen900 th-cam.com/video/egI-Z09sSsQ/w-d-xo.html
@@hafizakberahmed25 ভালো হওয়া আর শিল্প হওয়া এক নয়, শিল্প হতে হলে তার মধ্যে নিখুঁত শৌল্কিকতা থাকতে হয়, জীবন বোধের সুক্ষ্ম কারুকাজ ও বাস্তবতার সংমিশ্রণ থাকতে হয় যা এটায় মোটেও নেই !
প্রথমটি আসাদুজ্জামান নূরের নাটকটা💫 সেরা ছিল 🙌
দয়া করে এসব নাটক গুলো রিমেইক করে নষ্ট করবেন না।
Agreed I didn't enjoy this remake
এগুলো রাষ্ট্রিয় সম্পদ,সংরক্ষণ কারা রাষ্ট্রের দায়িত্ব।
Right
যুগে যুগে একটা ক্যারেক্টার নতুন নতুন ভার্সনে আসলেও ক্ষতি নেই। কারন এটাই লিগ্যাসি ধরে রাখে। নাইলে একটা সময় নতুন জেনারেশন হয়তো এইসব ক্যারেক্টারের সাথে নিজেদের রিলেটই করতে পারবে না একজন বাংলাদেশী হিসেবে। আর ইতিহাসের সাক্ষী হিসেবে আমাদের বাংলা সাহিত্যেরই অনেক প্লট আছে, যা নতুন নতুন করে রিক্রিয়েশন হয়েছে।
নতুন প্রজন্ম এখন আর পুরানো এসব কন্টেন্টে আগ্রহ খুঁজে পায়না। মেনে নিতে খারাপ লাগলেও, এটাই বাস্তবতা।
ক্লাস ফোরে পড়াকালীন আমি নিজে যে আগ্রহ নিয়ে বিটিভিতে "আজ রবিবার" নাটক দেখার জন্য বসে থাকতাম, সেই একই রকম আগ্রহ কি আজকে ক্লাস ফোরে পড়া কোন বালক পাবে অরিজিনাল প্রিন্ট ভার্সন দেখে? এই প্রজন্ম এখন চায় নিত্য নতুন কিছু। ঝকঝকে ফকফকা প্রিন্ট।
তাই একটা মাস্টারপিসের রিক্রিয়েশন কখনোই আসলটার উপরে প্রভাব বিস্তার করে না। বরঞ্চ এটাই নতুন নতুন প্রজন্মের কাছে নিজের অস্তিত্বের জানান দিয়ে যায়।
@@thetruthrevealer6434 আমি আপনার মতামত সম্মানের সাথে সমর্থন করছি ।কিন্তু "পথের পাঁচালী " র শৈল্পিক গুরুত্ব এতো বছর পরেও একটু ও কমে যায় নি ।
প্রথমটা সাদা কালো হলেও প্রথমটার মজাই আলাদা দ্বিতীয় টা রঙ্গিন হলেও এতটা মজা পাওয়া যায় না। এটাই বাস্তবতা সবক্ষেত্রেই হয়
YEP, THE FIRST ONE WAS THE BEST ...
QUITE DISAPPOINTED SECOND REMAKE
পুরাতনটা যে কতবার দেখেছি তার হিসেব নেই । কিন্তু এটা দেখে মনে হচ্ছে সব অভনেতারা কেমন জানি ঝিমাচ্ছে । কোথাও একটা রেখে অভনয় করছে । কি যেন কম, কি যেন নেই । ভাল হয় নাই মোটকথা ।
একদম খাটি কথা।
সাদা কালো নাটকটাই বেস্ট
Favorite Line = প্রিয় পদরেখো
অরিজিনাল স্যারের ডিরেশনে পূর্বের নাটকটি দেখলে এই ফালতু নাটকটি কেউ দেখবেন না।১০০% চ্যালেঞ্জ।
আগেরটা প্রতিটা চরিত্র ভিষণ সুন্দর
আমার তো এটাই ভাল লাগছে। 53:36
যে বাসায় তিনজন নারী এবং একজন পুরুষ , সে বসায় একজন যুবক কাজের ছেলে রাখা আমাদের পারিবারিক সংস্কৃতির সঙ্গে যায় না। সব মিলিয়ে পুরনো নাটকটা অনেক বেশি ভালো লেগেছে। হুমায়ুন
আহমেদের জন্য শুভকামনা ।
darun - without any comment - first class
আগের নাটক গুলা কে নষ্ট করবেন না
শেষটা যে এতটা সুন্দর এটা একমাত্র হূমায়ুন আহমেদ স্যারের দ্বারাই সম্ভব.....
হুমায়ুন স্যার সত্যিই একজন মজার ও মহান বুদ্ধিজীজি ছিলেন 😂।আমরা একজন মহান ব্যাক্তিকে হারালাম 😢।স্যারের প্রতিটি নাটক ও উপনাসে রয়েছে উপদেশ শিক্ষানীয় বিষয়ক পাঠ ও অন্ধের পথ থেকে আলোর পথে আশার বানী যা আমাদের আগামি প্রজন্মের জন্য খুবেই গুরুত্ব ।
আগের পদরেখা নাটক
আর এখনকার পদরেখা নাটক
রাত আর দিন তফাৎ ।
আগেরটা ১০০তে ১০০
এখনের টা ১০০তে ১০
হুমায়ুন আহমেদ এর নাটক যারা পছন্দ করেন তারা লাইক করুন বাকিরা কমেন্ট করুন এখানে
জুয়েল রানা ভাই দারুন অভিনেতা
Puran ta beshi sundor..shila Ahmed er acting osadharon
বমি আসছে নাটক দেখে। পুরাতনটাই সেরা ছিল।
পুরাতন আর এইটা মধ্যে আকাশ পাতাল ফারাক।
হুমায়ূন আহমেদের সবগুলো নাটক চাই
আবুল খায়েরের অভিনয় ছিল অনেক সুন্দর এবং বাস্তব।
কোথায় কী?
যারা আসাদুজ্জামান নূর আর মমতাজ উদ্দিন আহমেদ এবং আবুল খায়ের এর অভিনয় দেখতে পেরেছি তাদের কাছে এই সব অভিনয় রীতিমত অসহ্য।
সব নাটক কে রিমেক করতেই হবে!! করছেন তো করছেন একেবারে গার্বেজ বানাই ফেলছেন 😡 আসাদুজ্জামান নুরের জায়গায় ইরেশ জাকের মানতেই পারছিনা একেবারে যা তা অবস্থা!!
অসাধারণ! অসাধারণ!!
অসাধারণ।
If anyone wants to compare it with the old one, they will find the incredible difference
I step with old drama😍😍😍😍
কি অপূর্ব
দয়া করে এসব নাটক রিমেক করবেন না।আসাদুজ্জামান নূর,শিলা আহমেদ এসব অভিনেতাদের সাথে বর্তমান অভিনেতাদের কোন তুলনাই হয় না।
কই খারাপ তো লাগছে না।
@@sarzinislam7280 খারাপ না হলেও আগেরটার মতো ভালো লাগেনি আমার কাছে।কেমন জানি Artificial লাগছে।
অনেক সুন্দর লাগলো।
স্যার হুমায়ূন আহমেদ বেঁচে থাকবেন আপনার কর্মফলে জন্য। ওপারে ভালো থাকবেন স্যার
নাটকটা থেকে অনেক কিছু শিক্ষার আছে যা বলার কোন ভাষা রাখে না মাষ্টারের কথা গুলো অসাধারণ লেগেছে
আর সত্যি খারাপ মানুষরা ভাবে পৃথিবীর সবাই তার মত খারাপ 👍
Onk valo laglo.....
Khub sundor Natak... onek bhalo laglo
Old is gold❤
আসাদুজ্জামান নূর স্যার এর অভিনয় টা সেরা ছিলো...রিমেকটা ভালো লাগেনি
মমতাজ উদ্দিন, ডলি আনোয়ার, আবুল খায়ের ❤ এঁদের অভিনয় দেখে থাকলে এই রিমেক ভালো লাগার কথা নয়!
এটা নতুন করে বানানো হয়েছে কিন্তু মাস্টারের অভিনয় আসাদুজ্জামান নূরের মতো হয়নি। তবুও Most of well
ভালোই লাগলো
এটা দেখা আমার পক্ষে সম্ভব না, তাই আবার পুরনো টায় ফিরে গেলাম।
Duto natoker modde tulona korle mone hoy notun natoke sobai ovinoy kortase but puraton tay ovinoy na bastob seta boja muskil.
Tobe Humayun Ahmed ar puraton natok rimik na ovabei rekhe din tate natoker gunogoto man thik thakbe
সুন্দর গল্প, সুন্দর নাটক
হুমায়ুন আহমেদ মানে সাধারণ গল্পের মধ্যে অসাধারণ কিছু।
অরিজিনাল টা যারা দেখেছেন, তারা হয়তো বুঝতে পারবেন আগেকার অভিনেতা আর এখনকার অভিনেতাদের মাঝে কতটুকু পার্থক্য। আগেরটার প্রত্যেক অভিনেতা কতটা শক্তিশালী অভিনেতা ছিলেন, যারা দেখেন নি দেখলেই বুঝতে পারবেন।
Darun hoyeche natok ta.... khub bhalo laglo
এটা তো আসাদুজ্জামান নুর করছেই এটা নতুন করে করার কি আছে! হুমায়ুন আহমেদ এর নাটক গুলো নষ্ট করতেছেন কেন!!
নাইছ নাটক
চমৎকার, অল্প সময়ের মধ্যে এই নাটক .অনেক bhalo hoyechhe .
th-cam.com/video/egI-Z09sSsQ/w-d-xo.html&ab_channel=RealInfobd
এই নাটকটা রিমেক করে মূল নাটকটাকে অসম্মান করা হয়েছে।
অসাধারণ। দ্বিতীয় বিয়ের পূর্বেকার কাহিনী বলেই এতো উত্তম
th-cam.com/video/egI-Z09sSsQ/w-d-xo.html&ab_channel=RealInfobd
অসাধারণ নাটক৷ আর ইরেশ জাকের মানে ভিন্ন কিছু৷
The remake of this classic Humayun drama is not more than an apology of the original one. However, for the new generation this drama may have some appeal. I rewatched the original one and felt that the Humayun drama was perhaps inspired by Tapan Singh’s Bengali classic movie Golpo Holeo Solti. .
old is gold
তিলু বিলুর বাবা বাস্তবে ও অনেক ভালো মানুষ। আমরা ছোট থাকতে এক বাসে করে চট্টগ্রাম এ যাচ্ছিলাম। তিনি আমার ভাইকে আদর করেছিলেন। সে প্রায় ১৪-১৫ বছর আগের কথা!
আল্লাহর রস্তে এই শব নাটক গুলা রিমেক কইরেন না।
আসাদুজ্জামান নূর, আবুল খায়ের, মমতাজউদ্দিন আহমেদ, নাজমা আনোয়ার, আফজাল শরীফ......... তাদের ধারে কাছেও নেই এই নাটকের কারো অভিনয়। হুমায়ুন আহমেদের অমূল্য সম্পদ নাটকগুলো রিমেক করে অনেক বড়সড় উপহাস করা হচ্ছে যা সম্পূর্ণ অনুচিত বলে মনে করি।
একটা বড় রিকোয়েস্ট সুপরামর্শ - দয়া করে কেউ "কোথাও কেউ নেই" এর কিছু করতে যাবেন না, করেছেন তো সেইদিনই নাটকের রিমেক কলাকুশলীদের ক্যারিয়ার একেবারে The End
অসাধারণ নাটক, সবার অভিনয় চমৎকার লাগছিল।।
এতোটা বড় নাটক আগে কখনো দেখিনি , অনেক ভালো লাগলো। ধন্যবাদ
Ata onek ager natok
দারুণ! অসাধারণ! সবগুলো সুন্দর বিশেষণ এখানে বলতে ইচ্ছে করছে৷
আমার মনে হয়, সব মানুষকেই এসব নাটক দেখা উচিৎ।
আগের টা ভালো ছিলো
আগের নাটকের ধারেকাছেও নেই। পুরনো নাটক টি সংরক্ষন করা দরকার এবং এটি সরিয়ে ফেললে ভাল হয়।
একটু আগে আসাদুজ্জামান নূর স্যার এর নাটক টা দেখলাম , এর পর আবার এইটা সামনে আসলো । কৌতূহল নিয়ে একটু দেখলাম , শুধু এতটুকু বুঝলাম এই গুলো রিমেক করে এক প্রকার উনার কাজের প্রতি অসম্মান ই করা হচ্ছে বা হয়েছে ।
ইরেশ জাকের আমার প্রিয় অভিনেতা
দয়া করে এধরনের নাটক গুলো রিমেক করে নষ্ট করবেন না।
আমার মতো কে আছেন
হুমায়ুন আহমেদ এ-র নাটক খুজে খুজে দেখেন।
গল্প হলেও সত্যি । এই ছবির আভাষ পাওয়া গেল।
পুরাতন নাটকের অভিনয় শীল্পি মমতাজ উদ্দিন আহমেদ,,,,
শীলা আহমেদ,,, আসাদুজ্জামান জামান নূর,,, এদের মতো অভিনয় এযুগের অভিনয় দ্বারা সম্ভব না।
আমার পরামর্শ থাকলো সবাই পুরাতন নাটক টা দেখবেন।
এই নতুন নাটকটা প্রিয় পদরেখার সৌন্দর্য নষ্ট করেছে।
১০ মিনিট দেখার পর বমি চলে আসছে,
তারপরও ভালো যে স্টার জলসা থেকে কপি করে নি 🤔🤔🤔
Extraordinary drama.
Madam Shaon please create all Humayun's work a remake please. If possible shrabon megher din one of the finest work in our time.
hey there so many difference between th-cam.com/video/egI-Z09sSsQ/w-d-xo.html&ab_channel=RealInfobd this one. this is gold
সুন্দর🥰💐
কেন জানি কেঁদে ফেললাম।
জাহিদ হাসানের নাটকটিই বেস্ট। রিমিক করে নস্ট করে দিছেন 😭
খুব খুব খুবি ভাল একটি শিক্ষামূলক নাটক। এমন শিক্ষামূলক নাটক বানানো উচিত ।
💝💝💝💝💝💝💝2nd part chai💝💝💝💝💝💝💝
অভিনেতা অভিনেত্রী ভাল হলেই হয় না, হুমায়ূন আহমেদের নাটকের ডিরেকশন সবার দ্বারা সম্ভব নয়!
আর চ্যানেল আই হুমায়ূন আহমেদের নাটককে রিমেক করে ইনকামের ধান্ধায় আছে! বিরক্তিক!
আব্বাস বানাতে গিয়ে গাবগাছ বানিয়েছেন। কই আগের প্রিয় পদরেখা। আর কই এখনকার টা।।
বিমেক মোটেই ভাল হয় নাই 🤮
অনেক হাস্যকর একটা অভিনয় 😁😁আগের আসাদুজ্জামান নূরের অভিনীত পদরেখা নাটকটা ছিলো হৃদয়ে গেঁথে রাখার মতো।
আর এই নাটকের এখনের অভিনয় খুবই হাস্যকর এবং আকাশ পাতাল পার্থক্য 🤣🤣🤣
এই নাটকের সবার চরিত্রগুলো রিমেক করা যাবে হয়তো, কিন্তু মমতাজউদ্দিন এর টা সম্ভব না৷
শবনমকে কোন দিক দিয়ে নায়িকা মনে হয় পরিচালকদের? 😄😄
সহমত ঠিক বলেছেন
এতো সুন্দর নাটকটার কি হাল করছে
কোথায় আবুল খায়ের, মমতাজ উদ্দিন, নাজমা আনোয়ার, শীলা আহমেদ, আসাদুজ্জামান নুর আর কোথায় এরা। নাটকটি নতুনভাবে তৈরী করে পার্থক্যটা বুঝিয়ে দিয়েছে
ok
এখন কার পরিচালক কি এ সব নাটক দেখেনা।
খুব হালকা অভিনয় দিয়ে নাটকের ১২ টা বাজিয়ে ছেড়েছেন ! এখন যে অশ্লীল পোশাক পরতে পারে, ক্যামেরার সামনে খিস্তিখেউড় করতে পারে, তারাই অভিনেতা, আর ক্যামেরার পেছনে দাঁড়ালেই পরিচালক
nice
জুয়েল ভাই ভাল অভিনয় করছে।জুয়েল ভাই ভাল মনের মানুষ আমি তার সাথে কাজ করেছিলাম।
ইরেশ জাকেরের প্রত্যেকটা নাটক দেখতে আমার ভাল লাগে।
কারো অভিনয় ভালো লাগল না। তাই পুরোটা দেখলাম না।
নাটকের মজাতো সেখানে যে শেষ হয়েও তা যেন হবে না শেষ যেমন এ নাটকটি।
ডিরেক্টর অভিনেতা সিলেকশনে খুবই কাচা,
স্যারের নাটকে প্রেমের মিলন হয় না।