এই সব দিন রাত্রি । রচনা - হুমায়ূন আহমেদ । পর্ব - ০১ | Ei Sob Din Ratri | Episode - 01

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • ধারাবাহিক নাটক
    এই সব দিন রাত্রি । রচনা - হুমায়ূন আহমেদ । পর্ব - ০১ | Ei Sob Din Ratri | Episode - 01
    অভিনয়: (আনিস) খালেদ খান, (মা) দিলারা জামান , (বাবা) কাজি মেহফুযুল হক,
    (শাহানা) অপূ , (রফিক) আসাদূজ্জামান নূর , (শরমিন) লুৎফুন্নাহার লতা, (টুনি) লোপা,
    (নীলু) ডলি জহুর, (শফিক) বুল বুল আহমেদ
    রচনা: হুমায়ূন আহমেদ
    অন্যান্য বিশেষ চরিত্রে :
    আবুল খায়ের, আবুল বজল তুলিপ, জহির চৌধুরী, জামাল উদ্দীন হোসেন ,
    সুজা খন্দকার , রাইসুল ইসলাম আসাদ, রীতা ব্যানার্জী
    বিশেষ সহযোগী:
    তারা চৌধুরী, এমরান হাবিব, খায়রুল মমিন দুলাল
    এ্যানিমেশন চিত্রায়ণ: মাযহারুল ইসলাম
    এ্যানিমেশন পরিকল্পনা: এস. এ. কিউ. মঈনউদ্দিন
    পরিচিত সংগীত ও আবহ সংগীত পরিচালনা
    জালাল আহমেদ
    ----------------------------------------------------------------------------------------
    Artist: (Anis) Khaled Khan, (Mother) Dilara Zaman, (Father) Kazi Mehfuzul Haque,
    (Shahana) Opu, (Rafiq) Asaduzzaman Nur, (Sharmin) Lutfunnahar Lata, (Tuni) Lopa,
    (Nilu) Dolly Zahur, (Shafiq) Bul Bul Ahmed
    Composition: Humayun Ahmed
    Other special characters:
    Abul Khair, Abul Bozol Tulip, Zahir Chowdhury, Jamal Uddin Hossain,
    Shuja Khandaker, Raisul Islam Asad, Rita Banerjee
    Special collaborators:
    Tara Chowdhury, Emran Habib, Khairul Momin Dulal
    Animation: Mazharul Islam
    Animation plan: S. A. Q. Moinuddin
    Conduct familiar music and background music
    Jalal Ahmed
    ____________________________________________
    All Rights Reserved © Bangladesh Television
    #এইসবদিনরাত্রি #BangladeshTelevision

ความคิดเห็น • 887

  • @mr.tanmoyroy11
    @mr.tanmoyroy11 2 ปีที่แล้ว +491

    -২০২৪ সালে এসেও যারা যারা @হুূমায়ুন আহমেদ স্যারের রচিত কালজয়ী নাটক টি দেখছেন তাদের রুচিবোধ প্রশংসনীয়, তারা সবাই লাইক দিন!👍😍

    • @shirinaakter8119
      @shirinaakter8119 2 ปีที่แล้ว +2

      ❤💚👌

    • @mollickdeeposhree1164
      @mollickdeeposhree1164 ปีที่แล้ว

      সঠিক বলেছেন

    • @LiL_Pastore
      @LiL_Pastore ปีที่แล้ว +1

      thanks

    • @hmarshaduzzaman
      @hmarshaduzzaman ปีที่แล้ว +4

      বাহ! এডিট করে ২০২৩ বানিয়ে দিলেন। নাকি আপনি সময়ের থেকে এগিয়ে থাকেন।

    • @imteazsohan5424
      @imteazsohan5424 ปีที่แล้ว

  • @MamunAhmed-ww5mr
    @MamunAhmed-ww5mr 3 ปีที่แล้ว +319

    নাটকের শুরুতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনেই বুকের ভিতর হুহু করে উঠে! আহা কি দিনটা আমরা ফেলে এসেছি।

    • @AshrafulIslam-qy7bl
      @AshrafulIslam-qy7bl 2 ปีที่แล้ว +13

      একদম ঠিক বলেছেন। কোন এক সোনালি অতীতে হারিয়ে যাই।

    • @rosegarden6176
      @rosegarden6176 2 ปีที่แล้ว +3

      ঠিক বলেছেন।

    • @jhontudas4645
      @jhontudas4645 2 ปีที่แล้ว +4

      একদম

    • @hamidabegum1625
      @hamidabegum1625 2 ปีที่แล้ว +4

      একদম

    • @mahmudulhoque9465
      @mahmudulhoque9465 2 ปีที่แล้ว +9

      সোনালি দিন গুলোর কথা মনে পড়লে চোখে পানি এসে যায়।

  • @shakilmunshi9790
    @shakilmunshi9790 ปีที่แล้ว +2

    এখানে সব রুচিশীল মানুষের আনাগোনা, সেটা দর্শন কিংবা মন্তব্য।

  • @windofstatus8756
    @windofstatus8756 4 ปีที่แล้ว +313

    গানের মিউজিকটা যখন বেজে উঠে বুকে একটা হাহাকার জন্ম হয়!! অতীত কতটা মন মুগ্ধকর ছিলো আজকের জেনারেশন সেটা উপলব্ধিই করতে পারবে না...

    • @nazimulhaq8827
      @nazimulhaq8827 3 ปีที่แล้ว +7

      একদম বুকের মাঝে এসে কেন যে এমন হয় আমিও বুঝিনা।

    • @mdimran-mh7zy
      @mdimran-mh7zy 3 ปีที่แล้ว +6

      same filling💜💜

    • @badrulwahidashik9677
      @badrulwahidashik9677 3 ปีที่แล้ว +4

      Same feelings here

    • @afrinjahananna9432
      @afrinjahananna9432 2 ปีที่แล้ว +1

      শরীর শীর শীর করে উঠে মিউজিক টা

    • @spiritualgrowth1163
      @spiritualgrowth1163 2 ปีที่แล้ว

      চোখে পানি চলে আসছে❤️

  • @salahuddinripon1992
    @salahuddinripon1992 5 ปีที่แล้ว +376

    ১৯৮৫ সালে এই নাটকটি বিটিভিতে প্রচারিত হত। এক মঙ্গলবার হত এই নাটকটি আরেক মঙ্গলবার হত ঢাকায় থাকি নাটকটি। তখন ঘরে ঘরে টেলিভিশন ছিল না আমাদের বাসায় সেসময় এই নাটক দেখার জন্য ভিড় লেগে যেত।আজ এই নাটক ও নেই সেই দর্শক ও নেই।

    • @Loving1999december
      @Loving1999december 5 ปีที่แล้ว +19

      Salahuddin Ripon. You're so right. Tokhon TV shobar ghore ghore chilo na. Amader bashay o line lagto....Pasher bashar bua theke, protibeshi age chole ashto. Amra shobai mile ek shonge dekhtam. Shei anondo, shei shomoy je ki chilo, jara experience kore ni...bujhbe na. Shurur ai music ta shunle chokhe pani ashe. "Matir kole" natok er kotha mone ache? Ki bhishon shundor shomoy.

    • @arshadasad8330
      @arshadasad8330 5 ปีที่แล้ว +8

      Salahuddin Ripon ভাই, এটা আমারও দূঃখ। দেশ এখন ডিজিটাল, জয় বাংলা।

    • @rashedchy76
      @rashedchy76 4 ปีที่แล้ว +14

      সেই যে দিনটা হারিয়ে গেছে তা আর কখনো ফেরাতে পারবো না

    • @rasheduzzamantintu5565
      @rasheduzzamantintu5565 4 ปีที่แล้ว +4

      1987/88 er age priti Tuesday eki dharabahik natok procharito hoto, bohubrihi, songsoptak ... ei natok gulo procharito hoto 1 week por por

    • @farzanaakther8137
      @farzanaakther8137 4 ปีที่แล้ว +5

      তখন আমার জন্ম হয়নি ভালোই নাটকটা

  • @haimantiscreation5476
    @haimantiscreation5476 3 ปีที่แล้ว +281

    নাটকটার অর্ধেক মানুষই আর বেঁচে নেই। কত অদ্ভুত আমাদের জীবন যেকোনো মুহূর্তে থেমে যেতে পারে 😔

  • @nishaislam991
    @nishaislam991 8 หลายเดือนก่อน +4

    আমিই মনে হয় একমাত্র যে ২০২৪ সালে এসেও হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখি

  • @faisalrabby3293
    @faisalrabby3293 ปีที่แล้ว +28

    মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখ নিয়ে এই গল্প। অসাধারণ একটা নাটক, প্রতিটি চরিত্রই মুগ্ধ করার মতো ❤️।
    যারা ২০২৩ এ এসে দেখছেন একটি লাইক করে যাবেন।

  • @prodipsen6511
    @prodipsen6511 ปีที่แล้ว +22

    খুব সম্ভবত ১৯৮৫'৮৬ সাল হবে , বাংলাদেশ টেলিভিশন - ঢাকা থেকে প্রতি শুক্রবার সকালের দিকে এই ধারাবাহিক নাটক দেখতাম,-- ভারতবর্ষের রাজ্য পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ।
    আমার বর্তমান ছাপান্ন বছরের জীবনে দেখা সেরা ধারাবাহিক বাংলা নাটক ।
    আজ আবার নতুন করে এই নাটকটির খোঁজে অনুসন্ধান চালিয়ে খুঁজে পাওয়ায় ভীষণ খুশি হলাম। 🙏

    • @ruhulamin-dg5tq
      @ruhulamin-dg5tq ปีที่แล้ว +1

      আমরাও ঢাকার পাশে মুন্সিগঞ্জে বাড়ির ছাদের এন্টিনা ঘুরিয়ে ডিডি ন্যাশনাল/মেট্রো চ্যানেল ধরার চেষ্টা করতাম গীতমালা দেখার জন্য।

    • @rasheduzzamanripon3325
      @rasheduzzamanripon3325 8 หลายเดือนก่อน

      আহা কি মেলবন্ধন দুই বাংলার

    • @RoshidHardware
      @RoshidHardware 2 หลายเดือนก่อน

      ভালো থাকবেন জনাব

  • @rayna2042
    @rayna2042 3 ปีที่แล้ว +3

    ওরে বিটিভি রে নাটক গুলা নষ্ট করিস না। ল্যাবে পাঠা প্রিন্ট সাউন্ড এগুলা ঠিক কর। আর্কাইভের নামে খালি টাকা চুরি করলেই হবে? কাজ করতে হবে না?

  • @sabujnjr1029
    @sabujnjr1029 3 ปีที่แล้ว +73

    আজ রবিবার
    কোথাও কেউ নেই
    নক্ষত্রের রাত
    সেইদিন চৈত্র মাস
    বহুব্রীহি
    আর এখন
    এইসব দিনরাত্রি শুরু করলাম
    এই প্রজন্মের হয়েও আমি যেন আলাদা।এসব নাটক আমাকে খুবই প্রভাবিত করে।।

    • @sanjidakhatun8795
      @sanjidakhatun8795 7 หลายเดือนก่อน +1

      আমিও আপনার মত একটার পর একটা শুরু করছি। উরে যায় বকপক্ষি টা দেখবেন।

    • @EndlessInspiration766
      @EndlessInspiration766 7 หลายเดือนก่อน

      @@sanjidakhatun8795 inbox e asen

    • @FahimFaisal-mu3bl
      @FahimFaisal-mu3bl 3 หลายเดือนก่อน

      আমারও খুবই ভালো লাগে

  • @orkoillusion647
    @orkoillusion647 3 ปีที่แล้ว +1

    Ki shundor ekta natoker naam “ei shob din ratri”. Naam shunlei ruchishilota prokash pai. Ar ekhonkar natoker naam? “Shei rokom kachchi khor” shei rokom cha khor” aar kichu din por hoito “shei rokom gaja khor” o shunte hoite pare!

  • @obaidwali6630
    @obaidwali6630 3 ปีที่แล้ว +109

    1985 সালে আমি ৯ বছরের ছিলাম। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এ নাটকের অনেকেই আজ আর বেচে নেই। আমার অনেক আত্মীয় সেসময় যারা নাটকটি দেখেছেন, আজ আর বেচে নেই। এই নাটক সেই ছোটবেলাকে ফিরিয়ে আনে।

    • @MrKhan-od6it
      @MrKhan-od6it 3 ปีที่แล้ว +4

      ৮৫ সালে আমার বয়সও নয় ছিল। মিউজিকটা আমাকে মেরে ফেলছে। আহা, যদি আবার ছোট বেলায় ফিরে যেতে পারতাম।

    • @seadam8510
      @seadam8510 3 ปีที่แล้ว +4

      85সালে আমার বয়স ও ছিল নয়।

    • @truelife6051
      @truelife6051 2 ปีที่แล้ว +4

      ৮৫;সালে আমার জন্ম

    • @alhasan810
      @alhasan810 2 ปีที่แล้ว +2

      @@MrKhan-od6it এই নাটকটি দেখে নিশ্চয়ই আপনার চোখ ভিজে যায়?

    • @Faysal007
      @Faysal007 ปีที่แล้ว +3

      আর আমি ৮৫ সালে দুনিয়ায়ই ছিলাম না,আমার জন্ম ১৯৮৬ সাল👍

  • @mdamirimran2753
    @mdamirimran2753 4 ปีที่แล้ว +98

    বিটিভি কে অনুরোধ করছি আপনারা যেহেতু পুরোনো নাটকগুলো আপলোড করছেন সুতরাং কোন নাটকটি কতো সালের তা উল্লেখ করে দিবেন

    • @agontuk72000
      @agontuk72000 3 ปีที่แล้ว +7

      ১৯৮৫

    • @deloarhossain8455
      @deloarhossain8455 3 ปีที่แล้ว +2

      Google e search dite kosto lage?

    • @paragahmed8339
      @paragahmed8339 3 ปีที่แล้ว

      রাইট

    • @mdasad7945
      @mdasad7945 3 ปีที่แล้ว

      ঠিক বলেছেন

    • @inhumanbeing1473
      @inhumanbeing1473 3 ปีที่แล้ว +1

      @@deloarhossain8455 আপনে পারলে গুগল করে বের করেন কত সালের???

  • @subhochoudhury9503
    @subhochoudhury9503 4 ปีที่แล้ว +51

    ভারতের আসাম থেকে বলছি।। নাটকটি তখন দেখেছিলাম। খুবই জনপ্রিয় ছিল।। আবার দেখছি। অনেক আনন্দ।

    • @mnraihan
      @mnraihan 4 ปีที่แล้ว +2

      ধন্যবাদ। বাংলাদেশ থেকে শুভেচ্ছা

    • @hmarif242
      @hmarif242 3 ปีที่แล้ว +1

      আমরাও তো কত ভারতীয় সিরিয়াল / মুভি দেখি।আমাদের কি শুভেচ্ছা জানানো হয়?

    • @mnraihan
      @mnraihan 3 ปีที่แล้ว +11

      @@hmarif242 দুই ব্যাপার এক না।
      ভারতীয় সিনেমা আর টিভি চ্যানেল বিশেষভাবে বলিউড সারা পৃথিবীতেই জনপ্রিয়।উনি একজন বাঙালী হিসাবেই নাটকটি দেখেছেন এবং আনন্দ পেয়েছেন।একজন মারাঠা বা হিন্দিভাষীর এই নাটক দেখাটা বিরল ঘটনা। এটা বাংলা ভাষার নাটক,বাঙালীর নাটক।তাই বাংলাদেশের আর আসামের বাঙালী সমান ভাবেই আনন্দিত।জয় বাঙালীর জয় মানবতার।

    • @mdmonikkhan9071
      @mdmonikkhan9071 2 ปีที่แล้ว

      কতটি পর্ব এই নাটকের

  • @OmarAli-qd7zs
    @OmarAli-qd7zs 3 ปีที่แล้ว +141

    কোথাও কেউ নেই, আজ রবিবার, বহুব্রীহি,নক্ষত্রের রাত দেখার পর এটা দেখতে এলাম❤️❤️।

    • @nomanahmed6425
      @nomanahmed6425 3 ปีที่แล้ว +4

      Amio

    • @cricaz5826
      @cricaz5826 3 ปีที่แล้ว +2

      Vai amio same

    • @AbdurRahman-xp3wf
      @AbdurRahman-xp3wf 3 ปีที่แล้ว +5

      রুপনগর নাটকটা দেইখেন।ওটা বাদ দিয়েননা। আমার কাছেও ৯০ দশকের নাটক গুলি ভালো লেগেছে।

    • @marcspector4577
      @marcspector4577 3 ปีที่แล้ว +6

      অয়োময়

    • @durgaenterprise2641
      @durgaenterprise2641 3 ปีที่แล้ว

      .

  • @mostafizurrahman-yl4bk
    @mostafizurrahman-yl4bk ปีที่แล้ว +15

    আমি তখন নবম শ্রেণিতে পড়ি। সারা পাড়ায় একটি মাত্র টিভি। রাতের বেলা অনেক মানুষের ভীড়ে দেখতাম। সামনে বসার জন্য সে কী ঠেলাঠেলি! কোথায় গেল সে দিন গুলি!

    • @rasheduzzamanripon3325
      @rasheduzzamanripon3325 8 หลายเดือนก่อน

      আপনার বাসা কোথায় জানতে পারি?

  • @MdAzad-wu9tc
    @MdAzad-wu9tc 3 ปีที่แล้ว +29

    একটি ভয়ংকর নেশার নাম..স্যার হুমায়ুন আহমেদ.. আই লাভ ইউ স্যার.. তোমাকে খুব মিস করি😭😭😭

  • @tanveerkhandokar
    @tanveerkhandokar 2 ปีที่แล้ว +26

    হায়! কি ছিল আমাদের রুচি। কতো সুন্দর কথা, পোশাক, পরিবার।
    আর এখনের নাটক! কতো নিচে নেমেছে আমাদের রুচিবোধ।

  • @suklasadhukhan557
    @suklasadhukhan557 3 ปีที่แล้ว +61

    অনেক ছোট বেলায় এই সিরিয়াল টা দেখতাম। খুব সুন্দর ‌। আমি একজন ভারতীয়।

    • @techliner9955
      @techliner9955 2 ปีที่แล้ว +1

      ভারতে বসে এই সিরিয়াল টা কিভাবে দেখতেন?

    • @tasnim7567
      @tasnim7567 2 ปีที่แล้ว +3

      @@techliner9955 tokhn India te btv dekha jeto

  • @rehnumaquadir320
    @rehnumaquadir320 4 ปีที่แล้ว +61

    ডলি জহুর কি সুন্দর ছিল!! আল্লাহ! 😍 😍 😍

  • @pagla120
    @pagla120 5 ปีที่แล้ว +75

    হুমায়ুন আহমেদরা শতবছরে একবার আসে ৷

    • @mehtabazad6228
      @mehtabazad6228 4 ปีที่แล้ว +3

      Never ever born again

    • @rhhhme
      @rhhhme 4 ปีที่แล้ว

      😭😭😭

    • @sharifulislam5202
      @sharifulislam5202 4 ปีที่แล้ว +6

      কিয়ামতের অাগে পর্যন্ত আর স্যারের মতো কেউ অাসবে না?

    • @mahbubalam9467
      @mahbubalam9467 3 ปีที่แล้ว +1

      @@sharifulislam5202 amar o tai mone hoy...

    • @m.s.kawsarmahmud8482
      @m.s.kawsarmahmud8482 3 ปีที่แล้ว +3

      স্যারের বিকল্প হয়না

  • @farukhosain3051
    @farukhosain3051 2 ปีที่แล้ว +28

    এই সব দিন রাত্রি’ হুমায়ূন আহমেদের একটি অনবদ্য, অতুলনীয় সৃষ্টি। উপন্যাসটা নাটক হিসেবে তৈরি করে আরো বেশি আবেদনময় করে তুলেছিল, নাটকটির প্রযোজক ও পরিচালক।
    নাটকটি প্রদর্শন হয় ১৯৮৫ সালে বিটিভির পর্দায়। তখনকার বিটিভি কত সুন্দর জনপ্রিয় ছিলো। শুনেছি আশির দশকের মানুষ মাইলের পর মাইল পারি দিয়েও এসব নাটক দেখতো, কারণ এখনকার মতো টিভি সবার ঘরে ঘরে ছিলো না। শুনেছি সে সময়ে ব্যপক জনপ্রিয়তা পায় নাটকটি। ৩৬ বছর পর এই বিখ্যাত নাটকটি দেখতে বসলাম।
    ইউটিউব এর বরাতে নতুন করে দেখতে পারলাম।❤

  • @justyou3148
    @justyou3148 2 ปีที่แล้ว +39

    ২ হাজার টাকার চাকরির কথা শুনে কত খুশি হত আর এখন ১ লক্ষ টাকার চাকরিতেও মানুষের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে😭

    • @sabbirhasan7734
      @sabbirhasan7734 ปีที่แล้ว +1

      উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ😅😅

    • @bitanchakroborty3
      @bitanchakroborty3 9 หลายเดือนก่อน

      ​@@sabbirhasan7734bepar ta seta na ekhon kar maush der chahida roj roj barche , status maintain na korle somaje cholte parbe na ... Kintu tokhon eigulo chilo na... Bt ha mullobridhir sathe beton amader seibahbe bare ni eta thik seta Dhaka hok ki kolkata

  • @springcollections1921
    @springcollections1921 4 ปีที่แล้ว +109

    পারিবারিক নাটক পরিবার গড়তে শেখায়। এখনকার নাটক পরিবার ভাংতে শেখায়। সবাই মিলে সেই সোনালী দিনের সুন্দর ভালো নাটক দেখি

  • @Saijuddin_Molla_Saju
    @Saijuddin_Molla_Saju 4 ปีที่แล้ว +157

    হুমায়ূন আহমেদ স্যারের 'আজ রবিবার' 'নক্ষত্রের রাত' 'বহুব্রীহি' 'কোথাও কেউ নেই' শেষ করে আজ থেকে 'এই সব দিন রাত্রি' দেখা শুরু করলাম । আশা করি এই নাটকটাও ভালো লাগবে ।

    • @md.ragivhasan7243
      @md.ragivhasan7243 3 ปีที่แล้ว +4

      অয়োময় দেখবেন ভাই

    • @nazmulhossain3029
      @nazmulhossain3029 3 ปีที่แล้ว +3

      Vai Oyomoy video quality akdom e khrp

    • @Saijuddin_Molla_Saju
      @Saijuddin_Molla_Saju 3 ปีที่แล้ว +1

      @@nazmulhossain3029 ভাই আমি ভালো প্রিন্ট পাচ্ছি না বলে এখনো অপেক্ষায় আছি। তারপরও ভাবছি দেখব। কারণ হুমায়ূন আহমেদ স্যারের অন্যান্য নাটক দেখা শেষ করেছি।

    • @nazmulhossain3029
      @nazmulhossain3029 3 ปีที่แล้ว +2

      @@Saijuddin_Molla_Saju hmmm....ko genious akjon manus silen

    • @mdfaridurrahmanfarhan5847
      @mdfaridurrahmanfarhan5847 3 ปีที่แล้ว +1

      আজ রবিবার দেকচেন এটাও দেখবেন।

  • @MrShahidshohel
    @MrShahidshohel 4 ปีที่แล้ว +89

    নাটকের মিউজিক টা ছোটবেলার কথাটা মনে করিয়ে দিল। নাটকটা বেশী মনে নাই, একদম ছোট ছিলাম, কিন্তু মিউজিকটা খুব পরিচিত আর প্রিয়।

  • @adnankarimsampd3504
    @adnankarimsampd3504 2 ปีที่แล้ว +38

    কেনো জানি, নিজের অজান্তেই চোখে পানি চলে আসে নাটক টা দেখলেই,, কি অসাধারণ সময় ছিল ৯০ এর দশক এ,,

    • @muhammadasadullah517
      @muhammadasadullah517 ปีที่แล้ว +2

      আমি ইন্টারমিডিয়েট পাশ করে ফেলেছিলাম ৮৫ তে। বুড়ো হয়ে গেলাম।

  • @saidulislam1360
    @saidulislam1360 ปีที่แล้ว +2

    আমি অনেক কিছুই ভাজা ভাজা করেও বারোটা ভাইবাতেও ফেল।১৩তম এর অপেক্ষায়।

  • @deepasarker3044
    @deepasarker3044 5 ปีที่แล้ว +64

    ভাষা কতো মার্জিত।আগের আর এখনকার নাটকে আকাশ -পাতাল তফাৎ।

    • @subhendusikdar3443
      @subhendusikdar3443 5 ปีที่แล้ว +4

      ভাষার ব্যাপারটা এখন বেশ অসতর্ক ....

    • @rosie13084
      @rosie13084 5 ปีที่แล้ว +4

      Ekhon anchalik vikti natok beshi kore nijer anchal k tule dhorer cheshta kore apni purano joto natok cinema dekhben koto sundor bangla vasai avinoy korto ami nijei anno distric bangla kotha vujte pari na bishes kore sylhet ,nowakhali,chittagong.

    • @akkasali8050
      @akkasali8050 4 ปีที่แล้ว +1

      মূল্যবান একটা কথা বলেছেন।

  • @hasnatkomol5015
    @hasnatkomol5015 4 ปีที่แล้ว +13

    আমি হুমায়ুন আহমেদের নেশায় আশক্ত।

  • @mhrabbi
    @mhrabbi 4 ปีที่แล้ว +63

    এতো সুন্দর টাইটেল মিউজিক !!! যতবার শুনি আবেগপ্রবন হয়ে যাই ।

  • @hatirjheelcinemasociety
    @hatirjheelcinemasociety 4 ปีที่แล้ว +14

    প্রিন্ট গুলো খারাপ হয়ে গেছে। এইগুলো আমাদের গর্ব ছিল। আবার রিফাইন করা দরকার প্রিন্টগুলো

  • @rabbihasan8318
    @rabbihasan8318 3 ปีที่แล้ว +6

    সাউন্ড ক্লিয়ার হলে ভালো হতো🙄🙄

  • @emonnaser5694
    @emonnaser5694 4 ปีที่แล้ว +25

    আহ! কোথায় হারিয়ে গেল সেই দিন। তখন আমি ক্লাস ৫/৬এ পড়ি।এখনো মনে আছে এই নাটক শুরুরেক একঘন্টা আগে টভির সামনে বসে থাকতাম কখন নাটকটি শুরু হবে।পরিবারের সবাই মিলে নাটকটি দেখতাম।মনে হয় যেন কলিজা চিড়ে নাটকটি ভেতরে গেথে দেয়া হয়েছে।এখনো ভুলিনি।হুমায়ুন আহমেদ মারা যাবার পর বাংলাদেশের টিভি নাটক দেখি না।

    • @eniturrahman8057
      @eniturrahman8057 3 ปีที่แล้ว +1

      Vi amio class 5 a portam. Natok ta dakha choke pani ase gelo.

  • @atiqislam5686
    @atiqislam5686 4 ปีที่แล้ว +47

    ডিশ বন্ধ করে বিটিভি তে এই ধরনের নাটক তৈরি করতে হবে

  • @AnisurRahmanMaruf
    @AnisurRahmanMaruf 4 ปีที่แล้ว +44

    আহা, সেই সময় আশির দশকের শেষের মাঝামাঝি...যে কোনো মূল্যে ফিরে যেতে ইচ্ছে হয়...নাটকের আবহসংগীত শুনেও সারাদিন পার করে দেয়া যায়, কাহিনী, কুশীলবের কথা নাই বা বললাম...আহা, আর এখনকার...আর না বলি! কবির মতো বলতে ইচ্ছে করে "ফিরিয়ে নাও তোমার ইন্টারনেট, গুগল, সামাজিক যোগাযোগের তথাকথিত মাধ্যম, ও অসংখ্য টিভি চ্যানেল, ফিরিয়ে দাও আমার সেই লেখনী আর সময়...!" Sighs...

    • @mahbub-urrahman3592
      @mahbub-urrahman3592 3 ปีที่แล้ว

      Ahhh!!!! Ki je bollen ar Ki je mone morales apni!!! Shei shoe din!!!

    • @mahbub-urrahman3592
      @mahbub-urrahman3592 3 ปีที่แล้ว +1

      Sorry for the typo.... Ki je bollen !!! Ar koto kothai na mone koralen.... Ahhh!! Shei Shob Din!!!!
      Din gulo mor shonar khanchay rolio na!!!!

    • @স্বর্ণাশারমিন
      @স্বর্ণাশারমিন 3 ปีที่แล้ว +2

      😢

    • @rashedapuly5017
      @rashedapuly5017 ปีที่แล้ว

      বর্তমান যুগে এসে নাটক এগুলো থেকে অনেক কিছু শিখার আছে।

  • @মোঃশাকিলহাওলাদার-ধ৯ছ
    @মোঃশাকিলহাওলাদার-ধ৯ছ 11 หลายเดือนก่อน +11

    ২০২৩ সালে এসেও হুমায়ূন আহমেদের সবগুলো নাটক অসম্ভব ভালো লাগে

  • @butterfly5796
    @butterfly5796 3 ปีที่แล้ว +2

    Humayun Ahmed tar ballpoint boi te bolechen j Tini nova o shilar jonno ekta rongin tv kinar jonno ei natok ti tkr binimoye likhechilen...

    • @SharminSultana-22
      @SharminSultana-22 3 ปีที่แล้ว +1

      বইটা আমিও পড়েছি।তখন হুমায়ূন আহমেদের অভাব ছিল অনেক।বইটা পড়ে কষ্ট লেগেছিল

  • @mainulborhan628
    @mainulborhan628 2 ปีที่แล้ว +1

    উপন্যাসের সাথে অনেক অনেক ব্যাতিক্রম দেখছি...

  • @shahanaafrin1040
    @shahanaafrin1040 3 ปีที่แล้ว +7

    উফ এখানেও সাধারণ জ্ঞান! ৫০ জন নেবে :(

    • @hafezahmed2877
      @hafezahmed2877 3 ปีที่แล้ว +3

      আপনার লেখার ধরন অসাধারণ সুন্দর।এক লাইনের মাধ্যমে নিয়ে এসেছেন আমাদের অসামান্য কষ্টের খোঁচা।

  • @MQRahman
    @MQRahman 4 ปีที่แล้ว +65

    আহা! সেইসব দিনরাত্রির কথা মনে করিয়ে দেয় এইসব দিনরাত্রি নাটক। ❤

  • @Haq1585
    @Haq1585 5 ปีที่แล้ว +108

    আমার মতে এই নাটক গুলো বর্তমান সমাজ ব্যবস্থাতে নতুন করে নির্মান করা দরকার।

  • @rupachakraborty5911
    @rupachakraborty5911 3 ปีที่แล้ว +7

    হুমায়ূন আহমেদের নাটকের চরিত্র গুলিতে
    যাঁরা অভিনয় করেছেন, ইউ,টিউব এর
    অবদানে, তাদের অভিনয় দেখে বুঝতে পারছি,
    আগে অনেক ভুল জায়গায়, হাততালি দিয়েছি
    প্রত্যেকের অভিনয়, হৃদয়ের মণিকোঠায়
    যত্নে থাকবে

  • @sonalibhattacharya5001
    @sonalibhattacharya5001 5 ปีที่แล้ว +35

    পুরানো প্রতিশ্রুতি নাটকটি দেখার জন‍্য‌অধীর আগ্রহ নিয়ে বসে আছি
    Please
    নাটকটি দেখার সুযোগ করে দিলে ভীষণ খুশী হব
    Please

  • @MahamudulhasanMillat-de4lm
    @MahamudulhasanMillat-de4lm ปีที่แล้ว +2

    ৯ এপ্রিল ২০২৩, রাত ৩ টা ২০ মিনিট........প্রথম পর্ব থেকে দেখা শুরু করলাম।

  • @sayedislam9906
    @sayedislam9906 3 ปีที่แล้ว +11

    মানুষ তার জৈবন বয়সে কতো সুন্দর থাকে, সবাইকে সুন্দর লাগছে

  • @dew2339
    @dew2339 ปีที่แล้ว +4

    শৈশবে পরিবারের সঙ্গে বসে দেখেছি পশ্চিমবঙ্গ থেকে । বড় হয়ে বইটি library থেকে নিয়ে পড়ে ফেলি

  • @Kobitabrikho
    @Kobitabrikho 4 ปีที่แล้ว +10

    ৯০ দশকের শেষ দিকে আমার জন্ম উত্তরবঙ্গের এক ছোট্ট গ্রামে। সেই পুরোনো দিনের অনেক কিছুই আমার প্রজন্মের দেখা হয়নি, সুযোগ হয়নি। তবে ইন্টারনেট, ইউটিউব এর সৌজন্যে সেই পুরোনো দিনের আলোচিত বেশ কিছু নাটক দেখেছি, এখনো দেখছি। কোথায় সেই সোনালী গল্প, পরিপাটি রূপালী পর্দার ঝলক আজকে আর নেই। আমরা আধুনিক হয়েছি ঠিকই কিন্তু স্মার্ট হতে পারিনি বরং হয়েছি ক্রমশ নিম্নমুখী। আফসোস হয় একবিংশ শতাব্দীর এই সব বাজখাই পরিবর্তনের সাক্ষী না হয়ে যদি হতাম বিংশ শতকের কোন কবি কিংবা ঊনবিংশ শতকের কোন মুক্ত কোকিল। ভালো হত। হয়তো মুক্তির আনন্দ হত, যান্ত্রিকতার বেড়াজালে এভাবে মুখ থুববে পরতে হত না। মুক্ত আকাশের নিচে হেঁটে বেড়ানোর যা আনন্দ, তা রিক্সায় নেই, আবার যা রিক্সায় আছে তা আজকের মাইক্রোবাসে নেই। অনেক কিছুই মনে হয়, অনেক কিছুই হতে ইচ্ছে হয়।

  • @abdus9csongsalam234
    @abdus9csongsalam234 4 ปีที่แล้ว +21

    2020 সালে এসে কে কে দেখছেন এই নাটকটা ।
    সত্যিই ইউটিউব না থাকলে মনে হয় এতো ভালো ভালো নাটক দেখতে পেতাম না ।সেই বিটিভিতে দেখেছি নাটক গুলা খুবই মন ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় ।ক্লাসের পড়াশোনা রাতে না পড়ে। প্রতি সপ্তাহে একদিন করে দেখতাম মঙ্গলবার রাতে 8:30 বিটিভিতে সংবাদ শিরোনাম শেষে। আহ কি দিন ছিল আগে কত সুন্দর নাটক গুলা খুবই মন ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় ।অসাধারণ অভিনয় করেছেন সবাই ।যতই দেখি ততই ভালো লাগে নাটকটা খুব সুন্দর একটা গল্পের লেখা নাটক এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেল মনকে বুঝতে পারছি না।

  • @salauddinshuvo9634
    @salauddinshuvo9634 5 หลายเดือนก่อน +4

    আজ ও মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ নাটক গুলো মন ছুঁয়ে যায়

  • @abzet682
    @abzet682 3 ปีที่แล้ว +1

    অয়োময় নাটকটার ক্লিয়ারভাবে কোথায় দেখতে পাব?

  • @MuhammadTaimur
    @MuhammadTaimur 4 ปีที่แล้ว +32

    এই নাটকের শুরুটা কেন এখনকার সব নাটকের চেয়েও আধুনিক লাগল? আর সুরটা কেন প্রাণের গভীরতম স্থানটা ছুঁয়ে গেল? জানিনা।

    • @afrinjahananna9432
      @afrinjahananna9432 2 ปีที่แล้ว

      হুম

    • @TinTin-ir8wx
      @TinTin-ir8wx ปีที่แล้ว

      Btv te adhunik gaan er onustan dekato..sob gula pry osojjo silo..aitao mayb airokom jodio aita frst ..oigula last er abishkar

  • @JyotirmoyBiswas
    @JyotirmoyBiswas ปีที่แล้ว +3

    এত সুন্দর টাইটেল ট্র্যাক!👌

  • @sadiadisha1670
    @sadiadisha1670 2 ปีที่แล้ว +4

    শুরু করেছিলাম "আজ রবিবার" দিয়ে,
    এরপর 'নক্ষত্রের রাত' 'কোথাও কেউ নেই' 'বহুব্রীহি'
    শেষ করে, আজকে "এইসব দিনরাত্রি" শুরু করলাম। ❤
    হুমায়ুন আহমেদ একটা নেশার নাম! 🖤 ০৪/০৭/২০২২ইং...

    • @mdnaimhossain5697
      @mdnaimhossain5697 2 ปีที่แล้ว

      সবচেয়ে বেশি ভালো লেগেছে কোনটা?

    • @sadiadisha1670
      @sadiadisha1670 2 ปีที่แล้ว

      @@mdnaimhossain5697 বলা মুস্কিল! সব গুলো ই সেরা ❣

  • @thinkpositive3412
    @thinkpositive3412 3 ปีที่แล้ว +13

    হুমায়ুন আহমেদ স্যার একটি অনুভূতির নাম❤️❤️

  • @rongtulijol
    @rongtulijol 5 ปีที่แล้ว +44

    খুব ভালো। পুরোনো সব নাটক দেখতে চাই।

  • @abdukhader5687
    @abdukhader5687 3 ปีที่แล้ว +12

    উড়ে যায় বকপক্কী দেখার পর , কোথাও কেউ নেই , আজ রবিবার ও বহুব্রীহি দেখা শেষ করে আজ থেকে এই নাটকটা দেখা শরু করলাম

    • @sazzadhossain77
      @sazzadhossain77 2 ปีที่แล้ว +2

      নক্ষত্রের রাত আগে দেখেন

  • @yeasinarafat8614
    @yeasinarafat8614 3 ปีที่แล้ว +4

    আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, আসুন আমরা কথা বলার শুরুতে সালামে প্রচলোন করি একটা সুন্নত জিন্দা করি, আর যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত
    السلام عليكم ورحمة الله

  • @sanjidaislam1294
    @sanjidaislam1294 3 ปีที่แล้ว +2

    Oneke dislike keno korlo?

    • @imranahmed8822
      @imranahmed8822 3 ปีที่แล้ว +1

      Bc they are new generation

    • @foysolurrahman6311
      @foysolurrahman6311 3 ปีที่แล้ว +1

      হিরো আলম এর সমর্থক পার্টি

  • @sadia.38
    @sadia.38 8 หลายเดือนก่อน +3

    ২০.১.২৪
    ১৯৮৫ সালের নাটক ২০২৪ সালে এসে দেখছি❤ হুমায়ুন আহমেদের ধারাবাহিক নাটকের কোন তুলনা হয় না, বরাবরের মতোই অসাধারণ!!❤

  • @ritadutta529
    @ritadutta529 3 ปีที่แล้ว +17

    আজ প্রায় তিরিশ বছর পর এই সিরিয়াল দেখতে পেয়ে আমি অভিভূত। আমি আমার বাবার সাথে বসে এই সিরিয়ালটা দেখতাম।

  • @sanjidakabirmowzm7786
    @sanjidakabirmowzm7786 3 หลายเดือนก่อน +2

    একবার দেখছি আবার আজকে দেখতে আসলাম ❤❤মাস্টারপিস❤❤❤

  • @mdjosimuddin4460
    @mdjosimuddin4460 ปีที่แล้ว +8

    1985 সাল আমি তখন ক্লাশ ফাইভে পড়ি । আহা কোথায় গেলো আমার সেই 37 বছর আগের অতিত 😰

  • @whitehouse2024
    @whitehouse2024 6 หลายเดือนก่อน +4

    হুমায়ুন আহমেদের নাটক গুলি বরবরই আমার খুব পছন্দের।😇

  • @ibrahimkhalid2870
    @ibrahimkhalid2870 2 ปีที่แล้ว +10

    আহারে হুমায়ুন আহমেদ স্যার!
    আর কয়েকটি দিন বেচে থাকলে আরো কিছু নাটক-সিনেমার পেতাম। ❤️

  • @fakhrulislam7865
    @fakhrulislam7865 5 ปีที่แล้ว +42

    ভাত খেতে বসলেই এসব নাটক দেখী এখন কত যে রঙ্গিন দিন ছিলো । সততা আর ভালোবাসা ছিলো । এখন সব নকল আর বাজে । ওয়া দিলারা খালা কি ইয়াং ।

    • @touhidulhoque8601
      @touhidulhoque8601 4 ปีที่แล้ว +1

      Apni young koi dekhlen? A beti k ami kkno young dekhini..

    • @arishraza5986
      @arishraza5986 4 ปีที่แล้ว +1

      @@touhidulhoque8601 "A beti" what do u mean!
      Samman diye kotha bolun.

    • @carrot505
      @carrot505 3 ปีที่แล้ว +2

      @@touhidulhoque8601 Allah sobayke sundor kore baniyechen

    • @tasfiatasnim6035
      @tasfiatasnim6035 3 ปีที่แล้ว

      @@touhidulhoque8601 এ বেটি মানে? আপনি কী এমন করেছেন জীবনে যে একজন সম্মানী ব্যক্তিকে আপনি এমন করে বলছেন? আপনি কি পাবনা থেকে পালিয়ে এসেছেন?

  • @riazhossain2369
    @riazhossain2369 4 ปีที่แล้ว +9

    হুমায়ুন আহমেদের অন্যতম ফ্ললেস ও অননুকরণীয় সৃষ্টি হচ্ছে 'এইসব দিনরাত্রি নাটকটি। আমার জন্মেরও বহুআগে নির্মিত এই নাটকের প্রতিটি চরিত্রের সাথে বিস্ময়করভাবে অনেক একাত্মবোধ করি।
    বিশ্বময় ছড়িয়ে থাকা বাঙালির হৃদয় জিতে নিয়েছে এই নাটকটি।
    এই নাটকটার সবচেয়ে বড় গুন হচ্ছে ন্যাচারিলিটি। একদম রিয়েলিস্টিক। অভিনয়টাকে একবারও আমার কাছে অভিনয় মনে হয়নি। একবারে জীবন থেকে উঠে আসা আপাতদৃষ্টিতে ধীর কিন্তু, চরম বেগবান কাহিনী। হুমায়ূনের অন্য বহু জনপ্রিয়তম নাটকে কিছুটা হলেও ভাঁড়ামি বা কিঞ্চিৎ জোর করে হাস্যরস তৈরির চেষ্টা করা হয়েছে। এইসব দিনরাত্রি এই দুর্বলতা থেকে অনেকাংশেই মুক্ত।
    একটা মাস্টারপিস !

    • @hmarif242
      @hmarif242 3 ปีที่แล้ว +4

      হুমায়ূন আহমেদ স্যার এর কোন নাটকে জোর করে হাসানো বা ভাড়ামী নেই।

    • @নিতুহোসেন
      @নিতুহোসেন 2 ปีที่แล้ว +1

      @রিয়াজ আপনার কথাটা পুরো ভুল! হুমায়ুন আহমেদ স্যার কোনদিন জোর করে হাসানোর চেষ্টা করেননি।

  • @xmurshedz
    @xmurshedz 4 ปีที่แล้ว +15

    ২ হাজার টাকা তখন "অনেক টাকা "!!

    • @imranahmed8822
      @imranahmed8822 3 ปีที่แล้ว

      Thik bolchen vhi

    • @sohelarifin1280
      @sohelarifin1280 3 ปีที่แล้ว

      1985 sal bole khtha.

    • @majumdera005
      @majumdera005 3 ปีที่แล้ว

      এখনকার দিনের কত টাকার সমান।

    • @sufol20051
      @sufol20051 3 ปีที่แล้ว

      ২ লাখ

    • @foysolurrahman6311
      @foysolurrahman6311 3 ปีที่แล้ว

      এখনকার পরিবার এর অর্ধেক দিনের খরচ

  • @inhumanbeing1473
    @inhumanbeing1473 3 ปีที่แล้ว +1

    তখন আমার জন্মও হয় নাই

  • @soheltutul
    @soheltutul 5 ปีที่แล้ว +16

    ২০১৩-১৪ সালে যখন পূন প্রচার করা হয়ছিল তখন অনেক গুলা পর্ব দেখছি

  • @shafimahmed320
    @shafimahmed320 3 ปีที่แล้ว +5

    এই নাটকের কাহিনী হুমায়ূন আহমেদের লেখা মেঘ বলেছে যাবো যাবো এর সাথে মিলে যায়।

    • @atiaafrin5421
      @atiaafrin5421 3 ปีที่แล้ว +1

      আপনি কি হুমায়ুন আহমেদের সব উপন্যাস পড়েন?

    • @shafimahmed320
      @shafimahmed320 3 ปีที่แล้ว

      @@atiaafrin5421 Ji pori.

    • @atiaafrin5421
      @atiaafrin5421 3 ปีที่แล้ว

      আমি এই উপন্যাসের কিছু অংশ প্রতিদিন পড়ি

    • @shafimahmed320
      @shafimahmed320 3 ปีที่แล้ว +1

      @@atiaafrin5421 oh acchah! Ami humayun Ahmed er shob uponnash porechi.... Sheta kine hok....kingba dhar kore othoba pdf pore.... Ami porechhi! Apnio porun... Happy reading!

    • @atiaafrin5421
      @atiaafrin5421 3 ปีที่แล้ว

      @@shafimahmed320 apni Humayun Ahmed er boi poren shune valo laglo. Ami class 6 theke uner boi pori

  • @naimulislambijoy
    @naimulislambijoy ปีที่แล้ว +1

    ২০২৩-এ এসে এই নাটক কে কে দেখছেন..?

  • @DRNOOB-zp1fz
    @DRNOOB-zp1fz 3 ปีที่แล้ว +2

    দারিদ্র হল গুণনাশিণী

  • @a_kaiyum10
    @a_kaiyum10 9 หลายเดือนก่อน +3

    রুচি যাদের তারাই খুঁজে খুঁজে বারবার এইগুলা দেখবে ❤️

  • @amranahmed7539
    @amranahmed7539 5 ปีที่แล้ว +10

    প্লিজ সব গুলা এপিসোড যেনো দেওয়া হয়৷!!

  • @lutfunessabristy9221
    @lutfunessabristy9221 4 ปีที่แล้ว +11

    নাটকটা দেখা শুরু করলাম,পুরানো নাটক গুলো দেখতে খুব ভালো লাগে,হুমায়ন স্যারের,

  • @mrmrsgoogly4808
    @mrmrsgoogly4808 4 ปีที่แล้ว +8

    আহ্ নাটকটা শুরুর মিউজিক শুনেই মনে হয়ে গেল ছোট বেলার কথা😭😢আল্লাহ্ রাব্বুল আলামিন যদি আমাকে আবার ঐসময়গুলোতে পাঠিয়ে দিত😢ভালো লাগেনা আধুনিক যুগ😢কত কত আপনজন চলে গেল দুনিয়া ছেড়ে😭😢খুব ভালো লাগলো ❤আগের দিনের নাটক,নাটকের পুরনো কালের গ্রাম ও শহরের দৃশ্যগুলো দেখলে মন ভরে যায়❤মনে হয় কেন এতো আধুনিক পৃথিবী হচ্ছে!কতোই না সুন্দর ছিল ৯০,৮০ বা তারও আগের দশকগুলো❤😢😭আমার দেখা ৯০ দশকের দিন গুলোতে আবার ফিরে যেতে ইচ্ছে হয়😢😭❤

    • @imranahmed8822
      @imranahmed8822 3 ปีที่แล้ว +1

      Vhiya Apnr likha pore amr Kanna pachche

  • @wahidulalamsohel6237
    @wahidulalamsohel6237 5 ปีที่แล้ว +9

    হ‌ুমায়ূন অাহ‌মে‌দের এই একটা নাটকই অামার দেখা বা‌কি। বহ‌ুবার খুঁ‌জে‌ছি। ভাল প্রিন্ট পাইনি। এটাও যে খুব ভাল হ‌বে তাও বলা যা‌চ্ছে না।

  • @saifnasir4720
    @saifnasir4720 4 ปีที่แล้ว +12

    শৈশবের দিনগুলো কি সুন্দর ছিল। তখন মানুষগুলোও ভালো ছিল। নাটকেও তার প্রতিফলন ছিল।

  • @nahidayesmin1425
    @nahidayesmin1425 5 ปีที่แล้ว +24

    সেই সোনালী দিনগুলি সত্যি খোৰ সুন্দৱ সময় ও নাটকটাও তেমনি সুন্দৱ ছিলো আজ দেখে চোখ ভিজে উঠছে । আমি তখন কিশোৱি ।মা ছিলেন কোন চিন্তাই ,কসট কিছুই ছিলো না জানতামই না কসট দুঃখ কি মা ছিলেন ।ভাই ৰোনেৱ মাঝেও কতো মিল ছিলো আজ সৰ শেষ ....

    • @Bigbooter32
      @Bigbooter32 5 ปีที่แล้ว

      Tokhon sobai selo aj kaw nai

    • @arshadasad8330
      @arshadasad8330 4 ปีที่แล้ว +1

      বেহেশতো দেখি নাই, তবে আমার শৈশব যে বেহেশতেরই একটা অংশ তা মনে হয় ভূল না

    • @maryamyasmin585
      @maryamyasmin585 2 ปีที่แล้ว

      Tik bolasen apu amar o apnar moto kosto Allah jano amader purono kota soron rakar towfiq dan.

    • @AnsarUddinKonok
      @AnsarUddinKonok 6 หลายเดือนก่อน

      39 বছর পেরিয়ে গেছে,
      সাদা কালা টিভিতে দেখতাম
      আমাদের এলাকায় কোনো টিভি ছিল
      শুধু আমাদের বাড়িতে ছিল
      আনন্দ রাখার জায়গা নে

  • @fibrinogen_n
    @fibrinogen_n 2 ปีที่แล้ว +8

    বুকের ভিতরটা কেমন যেন হুহু করে উঠলো!! 🍁
    আমি বিংশ শতাব্দীর মেয়ে,হুমায়ুন আহমেদ মারা যাবার পর বিটিভিতে আবার এটা দেখানো শুরু করা হয় ২০১৩সালে।আমিও মন ভরে দেখতে থাকি পড়াশোনা আগে আগে গুছিয়ে।এখন মনে পড়ে কেমন দিন ফেলে এলাম!

    • @smatikulislam
      @smatikulislam ปีที่แล้ว

      ২০১৩ সালে আমিও প্রত্যেকটা পর্ব দেখেছি।মনে আছে? একটি পর্ব প্রায় ২ মাস পরে দেখিয়েছিলো অন্যান্য জরুরি অনুষ্ঠান বিটিভিতে প্রচারের কারনে।

  • @ArifulIslam-pk8lk
    @ArifulIslam-pk8lk 3 ปีที่แล้ว +1

    আজ ২৪.০৮.২০২১ এ দেখা শুরু করলাম। দেখি

  • @bdpolicemonir_vlogs1054
    @bdpolicemonir_vlogs1054 5 หลายเดือนก่อน +2

    একদম বাস্তবিক অর্থেই মধ্য বৃও জীবনে সাথে দেখা। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবারের জন্য অপেক্ষা করতাম বিটিভি পর্দার ছবি আর নাটক দেখতে

  • @NirjharAhmed0
    @NirjharAhmed0 3 ปีที่แล้ว +2

    Eta koto shaleer keo bolte parben?

  • @alif4634
    @alif4634 4 ปีที่แล้ว +8

    " বিশ্বাস " সিরিজটি আপলোড করার অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনকে।
    ২০১০ সাল থেকেই নাটকটি আমার মনে গেথে আছে ।
    আমার মতে বাংলাদেশের সেরা ধারাবাহিক নাটক ছিল সেটা ।
    শুনলাম BBC নাকি নাটকটি hide করে রেখেছে ।
    কিন্তু এতো সুন্দর একটি নাটক জনগণের কাছে প্রকাশিত না করার মানে কি আমি বুঝি না ।
    প্লিজ, দোয়া করে ২৪ পর্বের এই নাটকটি ( বিশ্বাস ) আপলোড করুন ।

    • @tariqulhasan9103
      @tariqulhasan9103 4 ปีที่แล้ว +3

      হাইড করে রেখেছে কেনো??

    • @alif4634
      @alif4634 4 ปีที่แล้ว +2

      @@tariqulhasan9103 এটা ওরাই ভালো জানে ।

  • @himaloyshadhin9958
    @himaloyshadhin9958 2 ปีที่แล้ว +1

    কোথাও কেউ নেই,,বহুব্রীহি, আজ রবিবার- এর পর নক্ষত্রের রাত, kintu eisob dinratrir kotha hoyto onekei vule gese

  • @ArifAhmed-bd5en
    @ArifAhmed-bd5en 3 ปีที่แล้ว +4

    ৩০১ নাম্বার কমেন্ট করলাম ৩১/১/২০২১ ইং আগের নাটক গুলা দেখার চেষ্টা করি ভালো লাগে পুরানো সব কিছুই সহজ সরল সাবলীল কি সুন্দর অভিনয়! আগের নাটক ছবি গুলার মধ্যে কোন অশালীনতা ছিল না!!

  • @mahfuzaislam5237
    @mahfuzaislam5237 3 ปีที่แล้ว +1

    দেখা শুরু করলাম!
    Friday, September 3, 2021 at night 10pm

  • @RakibulHasan-wn6gt
    @RakibulHasan-wn6gt 2 ปีที่แล้ว +2

    কোথাও কেউ নেই,উড়ে যায় বকপক্ষী,আজ রবিবার, নক্ষত্রের রাত, বহুব্রীহি, শেষ করে
    এটা শুরু করলাম।

  • @rahibhasan8671
    @rahibhasan8671 ปีที่แล้ว +1

    কোথাও কেউ নেই, আজ রবিবার, নক্ষত্রের রাত, বহুব্রীহি, তারপর এখন এই নাটকটি দেখতে আসলাম।

  • @jahidhasanraju6001
    @jahidhasanraju6001 4 ปีที่แล้ว +18

    ভিডিওর কথাগুলো আটকে পড়ে। এই নাটকগুলোকে আরও যত্ন সহকারে সংরক্ষণ করা উচিত ছিল।

  • @salmamina2757
    @salmamina2757 3 ปีที่แล้ว +1

    aj suru korlam

  • @whitehouse2024
    @whitehouse2024 2 ปีที่แล้ว +7

    নাটকের শুরুর ব্যাকগ্রাউন্ড মিউজিক টা শুনলেই মন ভরে আসে।❤️
    আহ কি নাটক😊❤️
    হুমায়ুন স্যার কি সৃষ্টি করে গেলেন।😊

  • @MehediHassan-ur4cm
    @MehediHassan-ur4cm 2 ปีที่แล้ว +1

    এইসব দিনরাত্রি ❤️
    তারিখঃ ২৭ অক্টোবর ২০২১

  • @hassanbinnur2414
    @hassanbinnur2414 5 ปีที่แล้ว +16

    অনেক অনেক ধন্যবাদ আমার অনুরধটি রাখার জন্য............।

  • @চান্দসওদাগর
    @চান্দসওদাগর 2 ปีที่แล้ว +4

    খালাম্মা অনেক ঘরম মেজাজি, প্রেম করারও চান্স দেন না 😢

  • @mahmudaarephin695
    @mahmudaarephin695 2 ปีที่แล้ว +1

    A sirial er onek manush az zibito nei dekhe ato khrap laglo ze ami kede fellam r oneke desher bire 😥😥 so sad

  • @majumdera005
    @majumdera005 3 ปีที่แล้ว +9

    আগেরকার দিনের নাটকগুলোয় শুদ্ধ উচ্চারণ হত....এই ব‍্যাপারটা খুব ভালো লাগল একজন কলকাতার দর্শক হিসাবে।

  • @golamrabbany2421
    @golamrabbany2421 ปีที่แล้ว +1

    এই নাটকের প্রতিটা দর্শকই ছিল রুচিশীল, ভদ্র ও মার্জিত।