এক গাছেই প্রচুর আঙ্গুর ধরাবেন যেভাবে || How to produce a lot of grapes in one tree

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 เม.ย. 2021
  • #grape #আঙ্গুর #মাছ_ধোয়া_পানি
    ড্রাগনের হাতপরাগায়নঃ
    • হাত পরাগায়নের মাধ্যমে ...
    টব / ড্রামের মাটি তৈরি করবেন যেভাবে-
    • টব/ড্রামের মাটি তৈরী ক...
    বাংলাদেশে আঙ্গুর চাষের সম্ভাবনা
    কান্ড ছাঁটাই রোপনের পরবর্তী বছরের ফেব্রুয়ারী মাসে মাচায় ছড়িয়ে থাকা আঙ্গুর গাছের কান্ড ছাঁটাই করতে হবে। অধিকাংশ খামারিরই প্রশ্ন গাছে ফুল হয় কিন্তু ফল হয় না। এর কারণ কি? কান্ড ছাঁটাই -এর মাধমে আঙ্গুর গাছের ফলন বৃদ্ধি হয় এবং ফুল ঝরে পড়া কমে যায়। ছাঁটাইয়ের ৭ দিন আগে এবং পরে গোড়ায় হালকা সেচ দিতে হয়। গাছ রোপনের পর মাচার ওঠা পর্যন্ত প্রধান কান্ড ছাড়া অন্য সকল পার্শ্বের শাখা ভেঙ্গে ফেলতে হবে।
    থম ছাঁটাই মাচায় কান্ড ওঠার ৩৫/৪৫ সে.মি. পর প্রধান কান্ডের শীর্ষদেশ কেটে দিতে হবে যাতে ঐ কান্ডের দুই দিক থেকে দুটি করে চারটি শাখা গজায়।
    দ্বিতীয় ছাঁটাই গজানো চারটি শাখা বড় হয়ে ১৫-২০ দিনের মাথায় ৪৫/৬০ সে.মি. লম্বা হবে তখন ৪টি শীর্ষদেশ কেটে দিতে হবে যেখানে থেকে আরও পূর্বের ন্যায় দুটি করে ১৬টি প্রশাখা গজাবে।
    তৃতীয় ছাঁটাই এই ১৬টি প্রশাখা ১৫/২০ দিনের মাথায় ৪৫/৬০ সে.মি. লম্বা হবে তখন আবার এদের শীর্ষদেশ কেটে দিতে হবে যাতে প্রতিটি প্রশাখরে দুদিকে দুটি করে ৪টি নতুন শাখা এবং এমনিভাবে ১৬টি শাখা থেকে সর্বমোট ৬৪টি শাখা গজাবে। অবশ্য সর্বক্ষেত্রেই যে ৬৪টি শাখা গজাবে এমন কোনো কথা নেই। এই শাখার গিরার মধ্যেই প্রথমে ফুল এবং পরে এই ফুলমটর দানার মত আকার ধারণ করে আঙ্গুল ফরে রূপান্তরিত হবে। প্রথম বছর ফল পাবার পর শাখাগুলোকে ১৫/২০ সে.মি. লম্বা রেখে ফেব্রুয়ারী মাসে ছেঁটে দিতে হবে ফলে বসন্তের পক্কালে নতুন নতুন শাখা গজাবে এবং ফুল ধরবে। এই পদ্ধতি ৩/৪ বছর পর্যন্ত চলবে এবং ফলের স্থিতি লাভ করবে।
    ল ছাঁটাইয়ের পর গাছে সার দেয়া ভালো। গাছের সুষ্ঠু বৃদ্ধির জন্য পটাশজাতীয় সারের প্রয়োজন খুব বেশি। পটাশের অভাবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ডাল ভঙ্গুর প্রকৃতির হয় এবং ফল ফেটে যায় ও ফলের মধ্যকার মিষ্টি কমে যায়। প্রথম বছর গাছপ্রতি ১০-১৫ কেজি জৈব সার, ১০০ গ্রাম ইউরিয়া, ১০০ গ্রাম টিএসপি এবং ২৫০ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হয়। এরপর প্রতি বছর পাঁচ কেজি জৈব সার, ১০ গ্রাম হারে ইউরিয়া ও টিএসপি এবং ২০ গ্রাম এমওপি সার দিতে হয়। পটাশ সার দু’বারে দিতে হয়। শীতের আগে ডাল ছাঁটাই করার পর অর্ধেক এবং
    শীতের শেষে নতুন ফল ধরতে আরম্ভ করলে বাকি অর্ধেকটুকু। জৈব সার ও টিএসপি ছাঁটাই করার পরপরই প্রয়োগ করতে হয়। ইউরিয়ার এক-তৃতীয়াংশ ছাঁটাইয়ের সময়, এক-তৃতীয়াংশ ফল ধরার পরপরই এবং শেষটুকু ফল মাঝারি আকারের হলে গাছের গোনটি জাতই গ্রীষ্মকালীন এবং পরে তিনটি রংয়ে রূপান্তরিত হয়ে যথাক্রমে হালকা বাদামি, কালো ও করমচা রং ধারণ করে। ফলন আসতে সময় লাগে প্রায় দু’বছর। মিষ্টতার পরিমাণ ১৮ থেকে ২০ শতাংশ । মাটির পিএইচ ৬.৫-৭.৫ হলে আঙ্গুর দ্রুত মিষ্টি হয়। গাছের দীর্ঘায়ু বিবেচনা করে মাচায় লোহার তারের ব্যবস্থা করা ভালো। মাচায় ওঠা পর্যন্ত আঙুর গাছের পার্শ্ব শাখা ভেঙে দিতে হবে। আর যা যা করবেন তা হলো মাচায় প্রথম ডগা উঠবার মুহূর্তে তা ভেঙে দিতে হবে যাতে কর্তনকৃত অংশের নিচ থেকে দুটি কচি ডগা ইংরেজি ‘ভি’ আকারে মাচায় ওঠে এবং ৫০ সেন্টিমিটার লম্বা হবে।
    দুটি ডগার মাথা পুনরায় ৫০ সেন্টিমিটার দূরে ভেঙে দিতে হবে, যাতে প্রতি শাখার উভয় পার্শ্বে অনধিক দুটি করে চারটি প্রশাখা গজায় এবং তা পুনরায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত বড় হবে।
    উত্পাদিত আটটি প্রশাখা ৫০ সেন্টিমিটার বড় হওয়ার পর তা আবার মাথা ভেঙে দিতে হবে এবং এরপর গাছ যথারীতি বড় হতে থাকবে।
    গাছ রোপণের উপযুক্ত সময় মার্চ থেকে মে। তবে আগস্ট মাস পর্যন্ত রোপণ করা যাবে। এরপর গাছের সতেজতা কমে যাবে। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত গাছ ঘুমন্ত অবস্থায় থাকবে এবং পাতা ঝরে যাবে। বছরে দু’বার ফুল আসবে। মার্চ ও জুলাই মাসে তা আঙুরে রূপান্তরিত হবে। ফুল আসার পর থেকে আঙুর মিষ্টি হতে সময় লাগবে ১২০ দিন বা চার মাস। নির্দিষ্ট সময়ের আগে আঙুর কাটলে ‘টক’ লাগবে। ফুল আসার ৭০-৮০ দিনের মধ্যে সবুজ অবস্থায় আঙ্গুর স্পঞ্জের ন্যায় নরম হবে। এটা আঙুরের পরিপকস্ফতা বুঝায়। পরবর্তীকালে ৪০ দিন সময় নিবে আঙুর মিষ্টির পর্যায়ে যেতে।
    ৭০-৮০ দিনের সময় গাছপ্রতি ২০ গ্রাম পটাশ পানির সঙ্গে মিশিয়ে দিলে আঙুর দ্রুত মিষ্টির পর্যায়ে চলে যায়। ফুল থেকে আঙুর মুগ ডালের মতো আকার হলে জিবরেলিক এসিড ছিটিয়ে প্রয়োগ করলে আকারে ও আকৃতিতে বড় হয়। ফুল থাকা অবস্থায় কীটনাশক ওষুধ প্রয়োগ নিষেধ। আঙুরের থোকায় হাত লাগানো উচিত নয়, এতে চামড়ার উপরের সাদা পাউডার হাতের ছোঁয়ায় উঠে যায় এবং পোকার আক্রমণ সহজতর হয়। থোকায় আঙুুর যখন মুগ ডালের আকারে থাকে তখন ছোট অবস্থায় কিছু আঙ্গুর বাছাই করে ফেলে দেয়া ভাল যাতে আঙ্গুরের সাইজ সুন্দর থাকে। আঙ্গুর পাকার সময় বৃষ্টি হবার সম্ভাবনা থাকায় মাচার উপরে ‘পলিথিন সীট’ দিয়ে আবৃত করে দিতে হবে যাতে গাছে বৃষ্টির পানি না লাগে। লাগলে পাকা আঙ্গুর ফেটে যাবার সম্ভাবনা থাকে। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে তিনটি কাজের পরিচর্যা নিয়মিতভাবে করতে হবে।
    এগুলো হলো:
    (ক) প্রতি বছর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মদ্যে গাছের গোড়ায় মাটি হালকাভাবে কুপিয়ে আলগা করে তাতে অনুমোদিত সার প্রয়োগ করে শুধুমাত্র একবার বেশি করে পানি দিতে হবে।
    (খ) জানুয়ারি মাসের ৪র্থ সপ্তাহে ঘুমন্ত গাছের শাখা-প্রশাখা ছাটাই করে দিতে হবে। ছাটাইকৃত ডালগুলো কেটে পরে মাটিতে পুতে পানি দিলে পুনরায় নতুন গাছ হবে।
    (গ) ফেব্রুয়ারি মাসের ১ম সপ্তাহে সামান্য গরম আরম্ভ হবার সাথে সাথে গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে, যে পর্যন্ত না বৃষ্টি হয়। পানি দেবার ১০ দিনের মধ্যে গাছে নতুন শাখা-প্রশাকা গজাবে এবং তাতে ফুল দেখা দিবে যা পরবর্তীতে আঙ্গুরে রূপান্তরিত হবে।’
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 487

  • @satyagopaldas5141
    @satyagopaldas5141 3 ปีที่แล้ว +117

    স্যার আমি পশ্চিমবঙ্গ থেকে সত্য গোপাল দাস ,আপনার একজন একনিষ্ঠ ভক্ত। আমি আপনার প্রতিটা ভিডিও দেখি । আমি একটি কালো আঙুরের গাছ লাগিয়েছি। মাত্র দুটো শাখা বেরিয়েছে। আপনার ভিডিও দেখে খুব উপকৃত হলাম। আপনি সুস্থ থাকুন ও দীর্ঘজীবী হউন।

    • @PTV209rashtriyRajanlug6hg
      @PTV209rashtriyRajanlug6hg 3 ปีที่แล้ว

      কৃষি নিয়ে কোনো পরামর্শ

    • @Channel-oe4td
      @Channel-oe4td 3 ปีที่แล้ว +1

      @@PTV209rashtriyRajanlug6hg খাটো জাতের হাইব্রিড সুপারি বাগান করার নিয়ম, পরিচর্যা ও উন্নতমানের চারা প্রাপ্তি নিয়ে একটি ভিডিও করবেন আশা করি।

    • @mdrofiqulislam2614
      @mdrofiqulislam2614 3 ปีที่แล้ว +2

      bhai apnar bebohar khob sondar

    • @muniraferdous6779
      @muniraferdous6779 3 ปีที่แล้ว

      *j=

    • @krishicitrotv
      @krishicitrotv 3 ปีที่แล้ว

      সুন্দর

  • @bapibiswas6548
    @bapibiswas6548 2 ปีที่แล้ว +37

    দাদা আমি ইন্ডিয়া থেকে বলছি,আপনার ভিডিও খুব ভালো লাগে, বিশেস করে আপনার সংযত ভাসাজ্ঞান দারুন লাগে শুনতে

  • @mdfaridahmed8523
    @mdfaridahmed8523 2 ปีที่แล้ว +8

    আপনার গাছের মাচা দেওয়া এমনকি পেচিয়ে পেচিয়ে সার্কেল সিস্টেমে এত অল্প জায়গায় মাচা স্থাপনের পদ্ধতি টা খুবই খুবই ভালো লাগছে। যাইহোক এমন পদ্ধতি টা আপনার কাছ থেকে শিখে নিলাম। আল্লাহ আপনাকে আরও হায়াত দান করুক যাতে আপনার দ্বারা আমরা আরও অন্যান্য পদ্ধতি শিখতে পারি।

  • @ziaurrahaman1142
    @ziaurrahaman1142 3 ปีที่แล้ว +10

    মাশাআল্লাহ্ হুজুর জাযাকাল্লাহ্ খাইর

  • @shawkatulislambabor9827
    @shawkatulislambabor9827 ปีที่แล้ว

    জাযাকাল্লাহ খাইরান,ভাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি আলহামদুলিল্লাহ।

  • @MdKashem-cu5kz
    @MdKashem-cu5kz 2 วันที่ผ่านมา

    শিক্ষনীয় বিষয় ধন্যবাদ আপনাকে

  • @DURGAPURDARPAN
    @DURGAPURDARPAN 2 ปีที่แล้ว +1

    ভীষণ সুন্দর একটা ভিডিও । ধন্যবাদ

  • @charliestark5111
    @charliestark5111 2 หลายเดือนก่อน +1

    Amar gacher fol mishti hoyeche ! Alhamdulillah! Apnake thank you ❤

  • @IbrahimKhalil-dk4ve
    @IbrahimKhalil-dk4ve 3 ปีที่แล้ว +24

    মাশাহ আল্লাহ খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাই।

  • @mdfaridahmed8523
    @mdfaridahmed8523 2 ปีที่แล้ว +3

    খুব সুন্দর করে আপনি আমাদেরকে তথ্য দিয়েছেন।

  • @Tasrifislam90
    @Tasrifislam90 3 ปีที่แล้ว +4

    thank you ❤️❤️, very informative video.

  • @kalyanikundu7566
    @kalyanikundu7566 3 ปีที่แล้ว +4

    আমার ছাদে আঙুর গাছ আছে। এই ভিডিও টার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @MDIbrahim-fx1iz
    @MDIbrahim-fx1iz 3 ปีที่แล้ว

    ধন্যবাদ অনেক কিছু অজানা তথ্য জানতে পারলাম।

  • @mybangladesh1728
    @mybangladesh1728 3 ปีที่แล้ว +4

    মাশাল্লাহ চমৎকার

  • @user-jt8zs9lj5r
    @user-jt8zs9lj5r 2 ปีที่แล้ว +7

    আপনার কথা গুলো অনেক সুন্দর,বুঝতে কোন কষ্ট হয়না।

  • @mahshaon5837
    @mahshaon5837 2 ปีที่แล้ว

    অনেক কিছুই জানতে পারলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @monishankarbiswas
    @monishankarbiswas 2 ปีที่แล้ว

    অসাধারণ ধন্যবাদ

  • @nadiaakter4412
    @nadiaakter4412 3 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ ভিডিও টার জন্য

  • @mdfaridahmed8523
    @mdfaridahmed8523 2 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @monirkhan-ef9ze
    @monirkhan-ef9ze 2 ปีที่แล้ว +2

    মাশাহ আল্লাহ ভালো লাগছে ভাই

  • @happygachgachari8067
    @happygachgachari8067 2 ปีที่แล้ว

    হ্যাপি গাছগাছারী পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বানানোর জন্য

  • @dr.armanislam2981
    @dr.armanislam2981 3 ปีที่แล้ว +1

    Thanks for your informative video

  • @sulamanahmed4899
    @sulamanahmed4899 3 ปีที่แล้ว +2

    ধন্যবাদ আপনাকেও

  • @namitasarkar4250
    @namitasarkar4250 2 ปีที่แล้ว +1

    Khub valo laglo.. onk dhonnobad 🙏

  • @ALHERAMultimediaBD
    @ALHERAMultimediaBD 3 ปีที่แล้ว +2

    Mash-Allah Vai sundor, Kolkatar Abalder video theke hajar gune valo

  • @warrior...c....w...
    @warrior...c....w... 3 ปีที่แล้ว +1

    Congratulations ..... Success will be yours, .... Carry on ... 🤗😊

  • @mamunhaider1505
    @mamunhaider1505 9 หลายเดือนก่อน +1

    মাশা আল্লাহ ❤❤❤

  • @bikramkesharinayak9104
    @bikramkesharinayak9104 3 ปีที่แล้ว +3

    Sir your advice very nice....make video on how to identify different guava with its leaves.

  • @monowarhossain1600
    @monowarhossain1600 3 ปีที่แล้ว +13

    মাশা আল্লাহ

  • @sherinakter6594
    @sherinakter6594 2 ปีที่แล้ว +1

    আমার এই উপদেশ দরকার ছিল। খুব ভালো হলো

  • @mujakkiralamrafan
    @mujakkiralamrafan 3 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই -

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 3 ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম আঙ্গুর গাছ ছাদ বাগানে কিভাবে পরিচর্যা করতে হবে সে বিষয়টা জেনে অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ

  • @shiladutta3561
    @shiladutta3561 3 ปีที่แล้ว

    nice your advice thankyou

  • @krishomanus5220
    @krishomanus5220 3 ปีที่แล้ว +6

    ভালো হয়েছে ভিডিও টা ভাই জান 🌹🌹🌹🌹🌹🌹

  • @arifulhaque7440
    @arifulhaque7440 3 ปีที่แล้ว +43

    আসসালামু আলাইকুম। আঙ্গুর গাছের জন্য মাটি প্রস্তুত প্রণালী ভিডিও দিলে উপকৃত হব।

    • @Stdfam
      @Stdfam 3 ปีที่แล้ว

      Very good
      #mragriculturalfarm
      #mragriculturefarm

    • @jobaierfatah3499
      @jobaierfatah3499 3 ปีที่แล้ว

      আমি চাচ্ছি দেখতে।

  • @amarchadbagan8667
    @amarchadbagan8667 3 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগল ভালো থেকো সাথে থেকো

  • @riponmondal6878
    @riponmondal6878 3 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো

  • @mahmudarahman4913
    @mahmudarahman4913 3 ปีที่แล้ว +6

    মাশাল্লাহ্
    ধন্যবাদ স‍্যার এত সুন্দর তথ্য জানানোর জন্য।

  • @sanjitkumarbala5866
    @sanjitkumarbala5866 2 ปีที่แล้ว

    many many thanks.

  • @sajedabegum180
    @sajedabegum180 2 หลายเดือนก่อน

    অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিও অনেক সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ হুজুর কে ❤❤❤❤❤

  • @anushkagaain2736
    @anushkagaain2736 3 ปีที่แล้ว

    Very nice information thanks

  • @shahinurrahmanshuhan350
    @shahinurrahmanshuhan350 3 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার 💕
    উপকৃত হলাম।

  • @mdashikkhan492
    @mdashikkhan492 3 ปีที่แล้ว +1

    Jajakallahukhair,

  • @mdmajaharulahmed7481
    @mdmajaharulahmed7481 3 ปีที่แล้ว

    Valo laglo video ta🥰

  • @biswasshasidul9984
    @biswasshasidul9984 3 ปีที่แล้ว

    অনেক ধননোবাদ ভাল থাকেন আমিন

  • @debashischakraborty2320
    @debashischakraborty2320 3 ปีที่แล้ว +1

    Sundor

  • @sotterjoy6030
    @sotterjoy6030 2 ปีที่แล้ว

    Oh darun video

  • @user-of9xu4he4z
    @user-of9xu4he4z 3 ปีที่แล้ว +1

    মাশাআল্লাহ

  • @mdjahid-ox9ck
    @mdjahid-ox9ck 3 ปีที่แล้ว +3

    অনেক ভালো কোয়ালিটির একটা ভিডিও৷ উপস্থাপক ও ইউটিউবারকে অসংখ্য ধন্যবাদ৷

  • @litonliton1359
    @litonliton1359 3 ปีที่แล้ว

    ভাল লাগলো

  • @princebabu4089
    @princebabu4089 ปีที่แล้ว

    Darun laglo

  • @ibrahimsheikh7050
    @ibrahimsheikh7050 10 หลายเดือนก่อน

    Mashaallah 🍒💝

  • @DmstudioMisty
    @DmstudioMisty 3 ปีที่แล้ว +1

    Eid Mubarak Bhi

  • @kabirhossain30
    @kabirhossain30 3 ปีที่แล้ว +8

    মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কমেন্টের উত্তর দিলে ভিডিও দেখব ইনশাআল্লাহ

  • @mohivai950
    @mohivai950 11 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ।

  • @skjafar3962
    @skjafar3962 2 ปีที่แล้ว

    Nice vidio. Tnx

  • @debashischakraborty2320
    @debashischakraborty2320 3 ปีที่แล้ว +3

    অনেক কিছু অজানা তথ্য জানতে পারলাম।

  • @Quraner_Alo707
    @Quraner_Alo707 2 หลายเดือนก่อน

    বারাকাল্লাহু ফিকুম

  • @bangladeshikitchentour-momotaj
    @bangladeshikitchentour-momotaj 3 ปีที่แล้ว

    ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ স্যার ।

  • @sharminafrozvlogandcooking4680
    @sharminafrozvlogandcooking4680 2 ปีที่แล้ว +1

    MashAllah

  • @rumonrs6599
    @rumonrs6599 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাই আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে

  • @fazlulhaque5556
    @fazlulhaque5556 3 ปีที่แล้ว

    খুব ভালো

  • @KjhgdDjsjw-nv9zw
    @KjhgdDjsjw-nv9zw ปีที่แล้ว

    Love you vai

  • @ibrahimsheikh7050
    @ibrahimsheikh7050 2 ปีที่แล้ว

    masha-allah

  • @parvejmolla1517
    @parvejmolla1517 ปีที่แล้ว

    মাশা-আল্লাহ আল্লাহ নেক হায়াত দান করুক আমিন ভাই আমি ঢাকা কলেজে থেকে বলছি

  • @drabusufian6467
    @drabusufian6467 2 ปีที่แล้ว

    Thanks

  • @PremiumFruits
    @PremiumFruits 2 ปีที่แล้ว

    বাহ চমৎকার। আমরা বিভিন্ন রকম দেশি বিদেশি ফল নিয়ে কাজ করছি। আপনাদের জন্য শুভকামনা রইলো।

  • @littlearpan123
    @littlearpan123 3 ปีที่แล้ว

    Valo laglo

  • @bhajondutta3664
    @bhajondutta3664 ปีที่แล้ว +1

    ধন্যবাদ ভাই। এত সুন্দর করে বোঝানোর জন্য

    • @saefunnajat6033
      @saefunnajat6033 7 หลายเดือนก่อน

      Allah huakbar smgat Abi

  • @sahalmiah1122
    @sahalmiah1122 2 ปีที่แล้ว

    Masallah

  • @plantloverz.f.2983
    @plantloverz.f.2983 2 ปีที่แล้ว

    Mashallah, very informative video 👍

  • @spinningstars9425
    @spinningstars9425 2 ปีที่แล้ว

    ধন্যবাদ

  • @yh85x
    @yh85x 10 หลายเดือนก่อน

    ❤ধন্যবাদ ❤

  • @mdabuchalam5218
    @mdabuchalam5218 2 ปีที่แล้ว

    Tnx vai

  • @hozoraelahy6102
    @hozoraelahy6102 3 ปีที่แล้ว +1

    Assalamo alai kum. Wao.
    Make more quality for Audio & Vedio.

  • @bithiakter3942
    @bithiakter3942 2 ปีที่แล้ว +11

    ভাই আঙুরের ফুল ফল যে ঝরে পড়ে যায় তার জন্য কি করতে হবে কি দিতে হবে গাছের গোড়ায় একটু দয়া করে জানাবেন প্লিজ ভাই।

  • @SaifulIslam-zk6wv
    @SaifulIslam-zk6wv 2 ปีที่แล้ว

    sir thx

  • @mohsinmiah3208
    @mohsinmiah3208 3 ปีที่แล้ว +1

    ইনশাল্লাহ আমার গাছে ও ফল ধরবে

  • @srmkentertainment545
    @srmkentertainment545 2 ปีที่แล้ว

    আপনার ভিডিও দেখার পর আপনার পরামর্শ অনুসরন করে আমার গাছে আঙ্গুর ফল ধরেছে

  • @baganbilashuk2269
    @baganbilashuk2269 3 ปีที่แล้ว

    Masha Allah
    Wonderful sharing

  • @chittaranjanmondal8370
    @chittaranjanmondal8370 3 ปีที่แล้ว +2

    আপনার এই ভিডিও টি খুব খুবই ভালো লাগলো । আপনার কথাগুলো উপস্থাপন করা, অনেকের থেকে অনেক অনেক ভালো লাগে। আমি জানি না, আপনার পেশাগত কি , তবে আমার মনে হয়, আপনি একজন শিক্ষক ( SCHOOL ) .....
    আপনার কথা বলার ধরনটাই একদমই আলাদা । একবার শুনলেই সকলের মাথার মধ্যে সেট হয়ে যাবে । যাইহোক, আমি WEST BENGAL , ER DIST. NORTH 24-PARGANAS , PS. BASIRHAT , INDIA .....
    আপনি ভালো থাকুন এবং আপনার বাড়ীর সকলেই ভালো থাকুন .........

    • @krishiBondhu
      @krishiBondhu 3 ปีที่แล้ว +1

      তিনি একজন কৃষিবিদ

    • @Something-rz9hy
      @Something-rz9hy 3 หลายเดือนก่อน +1

      তিনি উপজেলা কৃষি অফিসার।

  • @user-iq9nj6mp5j
    @user-iq9nj6mp5j 3 ปีที่แล้ว +2

    স্যার আপনার ভিডিও গুলো একদম চমৎকার ও উপকার জনক 🙏🙏

  • @jahidislam3555
    @jahidislam3555 2 หลายเดือนก่อน

    Nice

  • @mdbablu1393
    @mdbablu1393 3 ปีที่แล้ว

    ভাই আপনাকে আমার খুব ভাল লাগে কারণ আপনি গাছ প্রেমি। আমি ও তাই। কিন্তু জায়গায় আর সামার্থ না থাকায় এসব করতে পারছিনা। কিন্তু ভিডিও গুলো দেখলে খুব ভাল লাগে।আপনি চালিয়ে যান

  • @sohebahmed6799
    @sohebahmed6799 2 ปีที่แล้ว

    স্যার, আপনার প্রত্যেকটা ভিডিও ভাল লাগে

  • @rajver1158
    @rajver1158 2 ปีที่แล้ว

    স্যার আরও অনেক ভিডিও দেন

  • @handicraft301
    @handicraft301 2 ปีที่แล้ว

    nice

  • @mdrabbisadiazaman830
    @mdrabbisadiazaman830 2 ปีที่แล้ว +2

    ভাই আংগুর গাছ কি আপনি বিচি থেকে লাগিয়েছেন নাকি চারা কিনে লাগিয়েছেন

  • @jahangirhossen2465
    @jahangirhossen2465 2 ปีที่แล้ว

    Apnake onek onek dhonnobad 🤗🤗 amr gachgulote ful theke fol na asar karon khuje pacchilam na.apni sob clear kore dilen.. Ekhon try korbo. Asa kori tips gulo kaje asbe

  • @mdtamber7853
    @mdtamber7853 3 ปีที่แล้ว +1

    এবার আসলে দেখব ইনশাআল্লাহ

    • @rexonaroy9879
      @rexonaroy9879 2 ปีที่แล้ว

      আগস্ট মাসে প্রুনিং করা যাবে কিনা।১ বছর আগে লাগানো গাছ।

  • @user-sq8jg3bz3w
    @user-sq8jg3bz3w 5 หลายเดือนก่อน

    ❤❤

  • @MDAmanullah-xl1ww
    @MDAmanullah-xl1ww 8 หลายเดือนก่อน

    হুজুর কথা গুলো সব সঠিক বলে

  • @user-vd7en7pb7f
    @user-vd7en7pb7f 2 ปีที่แล้ว

    🧡🧡মাসআল্লাহ্🧡🧡

  • @shafiqulislamshafiqulislam4316
    @shafiqulislamshafiqulislam4316 ปีที่แล้ว

    মাশাআল্লাহ অনেক অনেক দোয়া রইল , আমি আজকে ৩/৮/২০২২ ছাদের টবে একটি আঙ্গুর চাড়া লাগিয়েছি, হযরত জানার বিষয় হল আনুমানিক কতদিন পরে ফুল আসতে পারে ??

  • @onlinehomeopathictrainingc7886
    @onlinehomeopathictrainingc7886 2 ปีที่แล้ว

    ওয়ালাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহ বারাকাতুহ

  • @truefalse6427
    @truefalse6427 3 ปีที่แล้ว +1

    কমলা বা লেবু গাছের পাতা খাওয়া রোগ এর প্রতিকার নিয়ে একটা ভিডিও বানান। প্লিজ

  • @aneesurrahman2538
    @aneesurrahman2538 3 ปีที่แล้ว

    MashaAllah very nice
    Liquid konsa hai????
    English words help for understanding

  • @kazimorshed2614
    @kazimorshed2614 3 ปีที่แล้ว

    ❣❣❣❣

  • @abakashofficial-bhojpuri682
    @abakashofficial-bhojpuri682 3 ปีที่แล้ว

    Nc

  • @mdsadikulislam3297
    @mdsadikulislam3297 3 ปีที่แล้ว

    অনেক ভালো লাগছে