অসময়ে লেবুর ফলন বাড়াতে 5D প্রুনিং | 5D Pruning for the increasing the yield of Lemon at the off time

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #5D_প্রুনিং #লেবু #প্রুনিং
    অসময়ে লেবুর ফলন বাড়াতে 5D প্রুনিংঃ
    অামাদের দেশে সাধারণত বর্ষাকালে লেবু ফলন দেখা যায় অনেক বেশি কিন্তু এ সময় বাজারে লেবুর বাজার মূল্য কম থাকে এবং এ সময় পোকা মাকড়ের অাক্রমণ ও বেশি থাকে। কৃষক একদিকে মুনাফা কম পায়। কিন্ত কৃষক ভাইয়েরা একটু বুদ্ধি করে সিজনের ফলন নেওয়ার পাশাপাশি অসময়ে অর্থাৎ ফেব্রুয়ারী মাসে ফুল এবং এপ্রিল থেকে মে মাসে ফলন সংগ্রহ করে অধিক মুনাফা অর্জন করতে পারেন।
    5D প্রুনিংঃ
    1.D-Dead
    2.D-Damaged
    3.D-Diseases
    4.D-Deranged
    5.D-Deduction of Water sucker
    প্রুনিংকে সহজ করে উপস্থাপন করার লক্ষ্যে 5D প্রুনিং নামকরন।
    5D pruning to increase the yield of lemons untimely
    In our country, the yield of lemons is usually much higher during the monsoon season, but at this time the market price of lemons is lower and the infestation of insects and spiders is higher. Farmers on the one hand get less profit. But with a little ingenuity, the farmer brothers can earn more profit by harvesting the season as well as harvesting at the wrong time i.e. in February and harvesting from April to May.
    5D pruning
    1.D-Dead
    2.D-Damaged
    3.D-Diseases
    4.D-Deranged
    5.D-Deduction of Water sucker
    Naming 5D pruning to make pruning easier.
    Note: After pruning, copper oxychloride fungicide or Bordeaux paste must be used.
    বিঃদ্রঃ প্রুনিং এর পর অবশ্যই কপার অক্সি ক্লোরাইড জাতীয় ছত্রাক নাশক ব্যবহার করা অথবা বর্দুপেষ্ট ব্যবহার করা।

ความคิดเห็น • 429

  • @abuhenamostofakamal1813
    @abuhenamostofakamal1813 3 ปีที่แล้ว +19

    আমিও একজন কৃষিবিদ কিন্তু বর্তমানে ব্যাংকার: আপনার ভিডিওটি খুবই সুন্দর এবং অবশ্যই খুবই উপকারী। যেভাবে ব্যাখ্যা করেন সেটাও সুন্দর।

    • @VlogIsHere
      @VlogIsHere ปีที่แล้ว

      হালাল ছেড়ে হারামে গেলেন....

  • @andrewchisim6709
    @andrewchisim6709 3 ปีที่แล้ว +24

    আপনার উপস্থাপনা খুব সুন্দর! স্বল্প সময়ে, অতিরঞ্জিত বাক্য ব্যয় ছাড়াই প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে।

  • @prabirghosh9131
    @prabirghosh9131 4 ปีที่แล้ว +10

    ভীষন কাজে লাগার একটি উপস্থ্যাপনা, ভারত থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার গ্রহণ করবেন।

  • @md.abusufian2507
    @md.abusufian2507 2 ปีที่แล้ว +1

    গাছ প্রেমিক মানুষ এবং কৃষির সার্বিক উন্নয়নে বিভিন্ন গাছের পরিচর্যায় প্রুনিং করার জন্য আপনার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান এবং সহজ,সরল ও নান্দনিক উপস্থাপনা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
    মহান আল্লাহ, আপনাকে সুস্থ, নিরাপদ ও দীর্ঘ জীবন দান করুন। আমীন।

  • @krishiBondhu
    @krishiBondhu 4 ปีที่แล้ว +11

    অসাধারণ স্যার

  • @RealmeC-rz2fy
    @RealmeC-rz2fy 22 วันที่ผ่านมา

    খুবই দরকারী একটি ভিডিও। এই ভিডিও ফলো করলে গাছে প্রচুর ধরবে ইনশাআল্লাহ।

  • @ইসলামেরদাওয়াত-ঝ৯ফ

    স্যার আপনার মত নির্ভর যোগ্য বিশেষ করে একজন কৃষিবিদের পরামর্শ সবাই চায়। আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন।

  • @HafizHasan268
    @HafizHasan268 4 ปีที่แล้ว +4

    ওয়াটার সাকার ডালগুলোর বৈশিষ্ট সুন্দরভাবে ব্যাখ্যা করায় অনেক ধন্যবাদ। বিষয়টা আজ নিশ্চিত হতে পারলাম কোনটা ওয়াটার সাকার

  • @erfanmunir9727
    @erfanmunir9727 4 ปีที่แล้ว +2

    ভিডিওটি দেখার আগে কমেন্ট করলাম।
    আপনার ভিডিও গুলো আমাকে অনেক সাহায্য করেছে।
    লেবু গাছের উপর একটা ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  4 ปีที่แล้ว +2

      ইনশাআল্লাহ

    • @sumonhazary1831
      @sumonhazary1831 ปีที่แล้ว

      স্যার আপনার নাম্বার যদি দিতেন অনেক উপকার হোতো

  • @kalyanikundu7566
    @kalyanikundu7566 2 ปีที่แล้ว +1

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। এত কম কথায় এত সুন্দর কর বোঝালেন খুব ই উপকৃত হলাম।

  • @sudiptadebnath7993
    @sudiptadebnath7993 3 ปีที่แล้ว

    আমি আপনার কাছে কৃতজ্ঞ স্যার। ধন্যবাদ আপনাকে ভারত থেকে। ভালো থাকবেন স্যার।

  • @imranlaskar8450
    @imranlaskar8450 4 หลายเดือนก่อน

    আপনার তথ্য উপস্থাপন করার পদ্ধতি খুবই সুন্দর ও আধুনিক। আমি আসামের শিলচর থেকে আপনার ভিডিও নিয়মিত দেখি। ভবিষ্যতে টবের মাটি তৈরির একটি ভিডিও বানানোর অনুরোধ রহিল। ধন্যবাদ

  • @baidyanathdatta7113
    @baidyanathdatta7113 2 ปีที่แล้ว +1

    মূল্যবান পরামর্শ|

  • @rokeyabegum7661
    @rokeyabegum7661 3 ปีที่แล้ว

    আপনার উপস্থাপন করা খুবই ভালো, আপনি সংখেপে খুব সূন্দর গুরুত্বপূর্ন বিষয় বলছেন।
    আপনাকে ধন্যবাদ মামা।।।।।

  • @mridulshongkhochil5129
    @mridulshongkhochil5129 ปีที่แล้ว

    আপনার উপস্থাপনা যথেষ্ট সুন্দর ভাই।

  • @mohammadidris1733
    @mohammadidris1733 2 ปีที่แล้ว

    ধন্যবাদ আপনি আমাদের কে সময় দেওয়ার জন্য ইদ্রিছ রাংগুনিয়া

  • @MomtazGarden
    @MomtazGarden 4 ปีที่แล้ว +1

    ধন্যবাদ অনেক সুন্দর একটি ভিডিও উপহার দেয়ার জন্য:)

  • @brokenhart5732
    @brokenhart5732 3 ปีที่แล้ว

    অনেক কিছু জানলাম এবং ভাল লাগলো

  • @riadarefin2994
    @riadarefin2994 3 ปีที่แล้ว +1

    স্যার পরামর্শ গুলো পেয়ে খুবই উপকৃত হয়েছি।

  • @Khantunejannatfatema2412
    @Khantunejannatfatema2412 2 ปีที่แล้ว

    MashAllah, Alhumdulillah zajakAllah khoiran.

  • @manasbhattacharyya5588
    @manasbhattacharyya5588 ปีที่แล้ว

    Khub sahoj bakhya good

  • @touhidulislam1372
    @touhidulislam1372 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম । কেমন আছেন স্যার?ধন্যবাদ স্যার আপনা এমন ভিডিওর জন্য

  • @blackcobrabite2023
    @blackcobrabite2023 4 ปีที่แล้ว +1

    *খুবই পরিষ্কার আলোচনা। এইজন্যই আপনার ভিডিওর অপেক্ষায় থাকি। আজ যেমন Water Sucker এর ব্যাপারটা সম্পর্কে একটা ধারণা হল। ধন্যবাদ Sir. কলকাতা থেকে অনেক ভালোবাসা জানালাম আপনাকে। একটা প্রশ্নের উত্তর চাইছি। আমার টবের লেবুগাছে এখনও ফল আছে। তাহলে শীতের আগে কখন শেষবারের মতো সার প্রয়োগ করবো? কারন এই ফল তৈরী হতে হতে শীত প্রায় এসে যাবে। পরে সার দিলে বসন্তে ফল পাবোনা, শুধু গাছের বৃদ্ধিই হবে। June আর August মাসের শেষে সার দিয়েছিলাম।*

  • @shahjabbaria1868
    @shahjabbaria1868 3 ปีที่แล้ว

    আমার সালাম নিবেন ভাইজান আপনার ভিডিও গুলা খুভ অগুরুত্বপূর্ণ ভাল লেগেছে ধন্যবাদ 🌹👍

  • @zamanz726
    @zamanz726 3 ปีที่แล้ว

    আপনার উপস্থাপনা সুন্দর।।

  • @tarekthm3150
    @tarekthm3150 2 ปีที่แล้ว

    সত্যি আপনার উপস্থাপনা খুবই ভালো

  • @dipankarchakraborty2648
    @dipankarchakraborty2648 ปีที่แล้ว

    Khub valo laglo

  • @arrobin5597
    @arrobin5597 3 ปีที่แล้ว

    ধন্যবাদ জানাই আপনাকে অনেক উপকার হলাম।

  • @mizanbonpara3601
    @mizanbonpara3601 3 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো

  • @greatsalvation362
    @greatsalvation362 2 หลายเดือนก่อน

    ধন্যবাদ সহজ আলোচনার জন্য।

  • @alindeepbiswas4359
    @alindeepbiswas4359 4 ปีที่แล้ว +3

    Thank you sir, for this informative Vedio.I have learned many things from your previous vedios and eagerly waiting for your next Vedio.

  • @yeaminali9998
    @yeaminali9998 2 ปีที่แล้ว

    جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا
    May Allah reward you [with] goodness.

  • @mahmudhasan9973
    @mahmudhasan9973 2 ปีที่แล้ว

    Valobasa roylo vai

  • @azharsaif1428
    @azharsaif1428 3 ปีที่แล้ว

    মাশাআল্লাহ,,, হযরত যদি আমাদেরকে শাসা কিভাবে চাষ করবো,, এ বিষয়ে একটা বিডিও বানালে,, আমরা অনেক উপকৃত হতাম

  • @syedfaisal3495
    @syedfaisal3495 4 ปีที่แล้ว +1

    বেশ ভালো বলেছেন, ধন্যবাদ ও সালাম

  • @ahmedranal7407
    @ahmedranal7407 2 ปีที่แล้ว

    ভাল লাগলো ভাই।

  • @moonroman625
    @moonroman625 ปีที่แล้ว

    খুবই সুন্দর

  • @sulusharangi8977
    @sulusharangi8977 2 ปีที่แล้ว

    Asadharan

  • @adilahmed143
    @adilahmed143 4 ปีที่แล้ว +1

    Sir, আরো বেশী বেশী ভিডিও চাই

    • @hozoraelahy6102
      @hozoraelahy6102 4 ปีที่แล้ว +2

      We need important videos not "beasi, beasi"..

  • @theharekrishnaboy
    @theharekrishnaboy 2 ปีที่แล้ว

    thanks , ata sotti kaj kore ami fol paichi

  • @subrav43
    @subrav43 3 ปีที่แล้ว

    Ami Kolkata theke. Khub sundor bojhan apni. Thank You. Tob e Mango r upor akta video holee bhalo hoi. Monthly fertilization r chart , medicine r hormone er chart o lagbe.

  • @roisuddin4425
    @roisuddin4425 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ

  • @mirzatradelink7150
    @mirzatradelink7150 3 ปีที่แล้ว

    Dear farmer, thanks.

  • @malaykumarchakraborty875
    @malaykumarchakraborty875 2 ปีที่แล้ว

    ধন্যবাদ দাদা ৫D টা শিখলাম

  • @rokeyabegum7661
    @rokeyabegum7661 3 ปีที่แล้ว

    আপনাকেও ধন্যবাদ,,,,,

  • @mohammedyounus6682
    @mohammedyounus6682 2 ปีที่แล้ว

    ভাই আপনার ভিডিও গুলি অনেক ভাল লাগল ভাই হাটহাজারী তে কোন জাগাই লেবু বাগান আছে ভাই একটু জানাবেন

  • @romaprosadhalder689
    @romaprosadhalder689 2 ปีที่แล้ว +1

    দারুণ।

  • @najmulhasan5801
    @najmulhasan5801 4 ปีที่แล้ว +2

    কাতার থেকে নাজমুল হাসান

  • @mdmosharofhossain1023
    @mdmosharofhossain1023 4 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটি ভিডিও স্যার। স্যার একটি প্রশ্ন দয়া করে উত্তর টা দিবেন। স্যার এখন কি পেয়ারা গাছে প্রুনি করা যাবে আর ছত্রাকনাশক হিসেবে আপনি বদুমিক্সার তৈরি করেছেন এটি কিভাবে পেস্ট করব।

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  4 ปีที่แล้ว

      প্রুনিং করা যাবে, পেষ্ট তৈরীতে এক লিটার পানি + ১০০গ্রাম চুন + ১০০ গ্রাম তুঁত।

  • @rukonuddinkasemi7486
    @rukonuddinkasemi7486 4 ปีที่แล้ว +1

    সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  4 ปีที่แล้ว

      রোকন ভাই ধন্যবাদ। পেঁপে এবার দেওয়া লাগবে অামাকে।

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  4 ปีที่แล้ว

      রোকন ভাই ধন্যবাদ। এবার অাপনার বাগানের পেপে দেওয়া লাগবে কিন্তু।

  • @rifatrafi8425
    @rifatrafi8425 4 ปีที่แล้ว

    অনেক informative একটা ভিডিও☺️☺️

  • @abulmiah6201
    @abulmiah6201 4 ปีที่แล้ว +1

    অাপনাকে ও ধন্যবাদ

  • @khaledulislam1755
    @khaledulislam1755 3 ปีที่แล้ว

    Nice

  • @taposh100
    @taposh100 3 ปีที่แล้ว

    Very very happy to know this important tips.

  • @rajibhasan7138
    @rajibhasan7138 3 ปีที่แล้ว

    ধন্যবাদ এত সুন্দর ভিডিও এর জন্য। এই প্রুডিং কাটার টার নাম কি, কোথায় পাবো, দাম কেমন পড়বে

  • @abulhssnat3348
    @abulhssnat3348 4 ปีที่แล้ว

    Very good video. JajaAllah Khairan

  • @gamerlife6035
    @gamerlife6035 3 ปีที่แล้ว +1

    লেবু গাছে পাতা কুকরে যাচ্ছে কোন কীটনাশক দিতে পারি ইউটিউব থেকে দেখলাম এটা নাকি লিপলাইনার পোকার ফলে হয় এ সম্পর্কে একটা ভিডিও দেন প্লিজ

  • @mahabuburrahman1894
    @mahabuburrahman1894 3 ปีที่แล้ว

    অসাধারণ উপস্থাপন

  • @krishibidmostafapatwary
    @krishibidmostafapatwary 3 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ ভাই

  • @munshikhalilurrahman8486
    @munshikhalilurrahman8486 ปีที่แล้ว

    Thank you brother

  • @drrowshan3464
    @drrowshan3464 11 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম,গাছের গোড়ায় হওয়া ক্যারা পোকা কিভাবে নির্মুল করা যায়,সমাধা্ন দিলে উপকৃত হব।

  • @cbanglatv3329
    @cbanglatv3329 3 ปีที่แล้ว +1

    এই বাগানের আরেকটু পরে আমার বাগান

  • @kingsportstv1899
    @kingsportstv1899 4 ปีที่แล้ว

    স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
    স্যার কাঠিমন আম গাছ নিয়ে একটা প্রতিবেদন তৈরী করুন প্লিজ 🙏 গাছের পাতা পোকামাকড় থেকে শুরু গাছ বেড়ে উঠার জন্য কি কি প্রয়োজনীয় সকল উপকরণ একসঙ্গে করে একটা ভিডিও দিলে উপকৃত হতাম 🙏

  • @muztabachowdhury2482
    @muztabachowdhury2482 2 ปีที่แล้ว

    Assalamualikum
    Can I do this is in the grafted lemon tree? Please answer me. Thanks

  • @rifatrifat6848
    @rifatrifat6848 3 ปีที่แล้ว

    Onk vlo laglo

  • @BlackPanther-ee7ue
    @BlackPanther-ee7ue 3 ปีที่แล้ว

    *Sir, আমার টবের লেবুগাছে এই November পর্যন্ত অনেক লেবু ছিল ও তাতে এখনো কিছু লেবু আছে। ফলে আমি কোন Repotting করতে পারিনি যদিও তাকে আরো বড়ো টবে Repotting করা উচিত। গাছ এখন শীতঘুমে, আবার January এর শেষে বা February এর প্রথম থেকে ফুল আসতে শুরু করবে। তাহলে আমি কখন এটা Repotting ও root pruning করতে পারি যাতে গাছের তেমন shock না লাগে? কলকাতা থেকে নমস্কার জানাচ্ছি ও আপনার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।*

  • @mahadihasan9004
    @mahadihasan9004 3 ปีที่แล้ว

    আসসালামুআলাইকুম হুজুর আপনার কথা শুনে আমার কাগজি লেবু গাছে ডাল ছাটাই করেছিলাম, এখন লেবু গাছে ফলন কমে গেছে, এখন কি করা যাই, দয়া করে জানাবেন প্লিজ

  • @AbdullahAlNoman-bt5bs
    @AbdullahAlNoman-bt5bs 3 ปีที่แล้ว

    tnks sir

  • @arpitaelcwork3256
    @arpitaelcwork3256 2 ปีที่แล้ว

    স্যার
    লেবু গাছের কাটিং থেকে গাছ জন্ম হওয়া সম্ভব
    যদি সম্ভব হয় তাহলে একটু জানাবেন তাহলে খুব উপকৃত হবো
    নমস্কার

  • @shahidparvez7235
    @shahidparvez7235 3 ปีที่แล้ว

    Septmber /october মাসে কি কমলা গাছ ছাটাই করা যাবে কি না । গাছ বেশি লম্বা হয়েছে , এই সময় মাথা ছেটে দেওয়া যাবে কি না ?

  • @obosorband1361
    @obosorband1361 3 ปีที่แล้ว

    May Allah bless u Sir.

  • @semamollik7319
    @semamollik7319 2 ปีที่แล้ว

    স্যার আসসালামু আলাইকুম। টবে লেবু গাছের ভেঙে গিয়েছিল আমি মায়া করে হলুদ গুড়া প্রলেপ দিয়ে পলিথিনদিয়ে ভাঙা জায়গা বেধে দেই।সেই ডালে পাতা ও দুই একটা লেবু ধরেছে।কেটে দিব কি?গাছের পাতা হলুদ হয়েগেছে।ডের বছর বয়স ফুল ফল খুব কম।।তবে নতুন পাতা আসছে।গাছের প্রো নিং করব কি? জানাবেন।ভালো থাকবেন।

  • @samadbhuiyan584
    @samadbhuiyan584 2 ปีที่แล้ว

    স্যার, আমার লেবু গাছের সব পাতা ঝরে গেছে। এখন গাছ ভর্তি ফুল এসেছে। গাছের কয়েকটি ডালে ক্যাংকার রোগ হয়েছে, গত ১৫ দিন আগে পিজিআর স্প্রে করেছিলাম। ফুল ঝরা রোধে এবং গাছের সার্বিক পরিচর্যায় এখন আমি লেবু গাছে কি প্রয়োগ করতে পারি?

  • @ansarulislam8502
    @ansarulislam8502 2 ปีที่แล้ว

    এই 5D প্রুনিং গুলি কি যখনই গাছে দেখা যাবে তখনই করতে হবে, নাকি কোনো মাস নির্দিষ্ট আছে ?

  • @haquekazi1
    @haquekazi1 3 ปีที่แล้ว

    স্যার ডাল কাটার পর কি কাটা জায়গায় কোন প্রকার পেস্ট বা এন্টি ফাংগাস কিছু দিতে হবে কি জানাবে

  • @Mahmudulhasan-me8tl
    @Mahmudulhasan-me8tl 3 ปีที่แล้ว

    আসসালামু ওয়ালাইকুম ভাই, আমার লেবুগাছে একধরনের বিষেশ পোকার আক্রমণ হয়েছে, যার ফলে গাছে ডাল কেটে ফেলছে, গাছের মজ্জা খেয়ে ফেলায় লেবুর মধ্য সাদা কস ভাব দেখা যাচ্ছে। নতুন ফোট দিলে পোকা খেলে গাছের মজ্জায় প্রবেশ করে ডাল কেটে ফেলছে, ফল ঝরে যাচ্ছে।

  • @nurulalamnurulalam2842
    @nurulalamnurulalam2842 11 หลายเดือนก่อน

    স্যার এ-ই মাসে কি লেবু চারার ডাল ছাটা যাবে নাখি একটু জানাবেন

  • @bengalilivingfoodz8203
    @bengalilivingfoodz8203 3 ปีที่แล้ว

    October month a ki purning kora jabe

  • @mdlmranhossainsiddikiy6892
    @mdlmranhossainsiddikiy6892 2 ปีที่แล้ว

    মারহাবা

  • @sayedishak4737
    @sayedishak4737 4 ปีที่แล้ว

    ভাই ভিডিও টা দেওয়ার জন্য ধন্যবাদ। ভাই আমি আপনাকে একটা সমস্যা র জন্য একটা ভিডিও দিছিলাম সমাধান জানাবেন বলছিলেন। আসা করি উত্তর পাভ

  • @ImranKhan-dt3do
    @ImranKhan-dt3do 3 ปีที่แล้ว

    আমড়া গাছের কলম কিভাবে করা যাই এটার একটা ভিডিও দেন

  • @subrataroy3102
    @subrataroy3102 4 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ

  • @mdyakubali1241
    @mdyakubali1241 4 ปีที่แล้ว

    sir apni naga moricer akta video diben jate jante pari kiba be besi folon hoi

  • @Anny0176
    @Anny0176 3 ปีที่แล้ว

    একই পদ্ধতি কি মাল্টা এবং কমলাতেও প্রয়োগ করা যাবে? এবং কোন সময়ে করা উচিত?

  • @tusherkantidey7170
    @tusherkantidey7170 3 ปีที่แล้ว

    দাদা আমি নেবু গাছ repoting করেছি। এই সময় আমি কি ভাবে probing করব।

  • @lipikarashid8228
    @lipikarashid8228 2 ปีที่แล้ว

    Bhai khub valo laglo vdo. Koekdin holo ami Akti hybrid lebu gaach kinechi.
    Gaache koekti lebu ache. Gaachti repot korechi
    Amr question holo ai lebugulu ki kete baad debo??

  • @abdurrahmannizam4563
    @abdurrahmannizam4563 4 ปีที่แล้ว +1

    হারভেস্ট পরবর্তী মাল্টা গাছের পরিচর্যা সম্পর্কে জানতে চাই,ধন্যবাদ

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  4 ปีที่แล้ว

      শীঘ্রই অাসছে ইনশাআল্লাহ

  • @akramullah7057
    @akramullah7057 3 ปีที่แล้ว

    ধন্যবাদ,

  • @saemahmed122
    @saemahmed122 3 ปีที่แล้ว

    ভাই আপনার কাছ থেকে কি বিভিন্ন ফলের চারা সংগ্রহ করা যাবে? করা গেলে কোথায় যেতে হবে?

  • @masudrahman8242
    @masudrahman8242 3 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই

  • @mahiahmed4583
    @mahiahmed4583 ปีที่แล้ว

    লেবুু কাটিং করেছি একমাস হয়েছে এখন কুশিবের হয়েছে এবার কি জমিতে রোপন করবো না কি

  • @Badhon143
    @Badhon143 3 ปีที่แล้ว

    শিত কালে করা যাবে কি।

  • @qumrulmozaheed407
    @qumrulmozaheed407 3 ปีที่แล้ว

    শোষক ডাল কি মাতৃ গাছ থেকে গজায় নাকি কলমের অংশেও গজায়। গোলাপ গাছে মাতৃগাছ থেকে যে শাখা বের হয় তাকে বলে এলা ডা্ল আপনার ওয়াটার ছাকার কি তেমনি এলা ডাল!
    পরামর্শ পেলে বাধিত হবো।

  • @shikhakundu8200
    @shikhakundu8200 3 ปีที่แล้ว

    Thoka ganda fuler theke ki kre seed ber toiri kra jbe?jeta theke next year e seedling ber kra jbe?

  • @abdulawal9872
    @abdulawal9872 4 ปีที่แล้ว

    আমার একটি লেবু গাছের একটি ডালে কেবল কিছু লেবা ও ফুল আসছে, বাকি ডালে কোন ফুল ও আসে না, করনিয় কি? অনুগ্রহ করে জানাবেন।

  • @tabzidkhan1483
    @tabzidkhan1483 3 ปีที่แล้ว

    আমার লেবু গাছ আছে কিন্তু ফলন হয় না গাছ একটা কিন্তু যার থেকে আনসি তার লেবু জাম্বুরার সামান এখন আমি কি করবো আর কি করলে লেবু এবং ফলন বেশি পাবো বললে কৃতজ্ঞতা থাকবো

  • @Jasmin-pl3nv
    @Jasmin-pl3nv 3 ปีที่แล้ว

    ভাই আপনি কি চট্টগ্রাম থেকে?
    আপনার কি নার্সারি আছে?

  • @syedfaisal3495
    @syedfaisal3495 3 ปีที่แล้ว

    আসসালামুআলাইকুম, আজ ১১ই জুন ২০২১ প্রতি দিন কম বেশি বৃষ্টি, ড্রামে ১৪টি পাতি লেবু গাছ আছে, মাত্র দুটি গাছে কাগজী লেবু হয়েছে, বাকি ১২টি গাছে কোন ফুলই নাই, এখন কি প্রনিং করতে পারি ? জানালে বড়ই খুশি হবো, ধন্যবাদ ফয়সাল

  • @sankarbaskey9163
    @sankarbaskey9163 3 ปีที่แล้ว

    মুউসুম্বি গাছে ও কি করা যাবে

  • @superpopogamesaad4229
    @superpopogamesaad4229 2 ปีที่แล้ว

    ভাইয়া ঢেরস গাছ লাগাতে চাই বিস্তারিচ জনাবেন প্লিজ