অভিনব প্র*তারণা ধরা, পেঁপে দিয়ে বানায় চেরি ফল | Daily Issues| Vokta odhikar | ভোক্তা অধিকার

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024

ความคิดเห็น • 438

  • @mdmotaher8951
    @mdmotaher8951 ปีที่แล้ว +25

    স্যারের অভিযান সব সময় ভালো হয়, ধন্যবাদ স্যার।

    • @emotionalsafeguard
      @emotionalsafeguard 8 หลายเดือนก่อน +1

      শাস্তিতো হয়না। বিষ খাচ্ছি আমরাও জানি। জরিমানা কোনো সমাধান নয়। মানুষ মারার অপরাধের মামলা করেন। শাস্তি চাই

  • @MasumBillal404
    @MasumBillal404 ปีที่แล้ว +21

    আমরা কি খাবো বলেন???? সব জায়গায় বেজাল. ধন্যবাদ স্যারকে. এমন অভিজান আরো বাড়িয়ে দিলে জনগণ উপকৃত হবে।

  • @user-gx2is7qk1j
    @user-gx2is7qk1j 5 หลายเดือนก่อน +1

    আমি এই স্যারকে মন থেকে স্যালুট জানাই,,এই স্যারের মত সব ভোক্তা অধিকার এর কাজ করতে পারতো তাহলে বাংলাদেশের সকল মানুষ ভেজাল মুক্ত খাবার খেতে পারতো,,।আল্লাহ স্যারকে সব সময় সুস্থ রাখুক,৷ ❤❤

  • @rockzulfikar315
    @rockzulfikar315 ปีที่แล้ว +16

    আলহামদুলিল্লাহ। স্যার আল্লাহ তায়ালা সুস্থতা ও নেক হায়াত দিন আমিন।

  • @mdbadshamiahiliborder
    @mdbadshamiahiliborder ปีที่แล้ว +16

    স্যার কে স্যালুট জানাই এত সুন্দর কাজগুলো করার জন্য❤

  • @callbangladesh71
    @callbangladesh71 ปีที่แล้ว +54

    কিসের ভিত্তিতে জরিমানা করা হয় বুঝলাম না, মানুষকে বিষ যারা খাওয়ায় তাদের তো সর্বোচ্চ শাস্তি হওয়া উচিৎ

    • @chowdhuryvai4322
      @chowdhuryvai4322 ปีที่แล้ว

      হ্যাঁ সর্বোচ্চ শাস্তি বাংলাদেশ সংবিধান এখন করা হয়েছে ভেজালবিরোধী আর খাদ্য পণ্য মজুদ লাগবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা শেখ হাসিনা বানিয়েছে কিন্তু কয়জনে সেটা মানতে তারপরও তো শেখ হাসিনা খারাপ

    • @mdriazulislam6826
      @mdriazulislam6826 ปีที่แล้ว +1

      চোরের দেশে এক চোরের বিচার যখন অন্য চোর করে
      তখন বিচার হয় চুরির মাল আমারেও কিছু দে
      এই ভিত্তিতে জরিমানা করা হয়

    • @mdSumon-me5ix
      @mdSumon-me5ix ปีที่แล้ว

    • @mdSumon-me5ix
      @mdSumon-me5ix ปีที่แล้ว +1

      তুমি বোঝনা। তোমার বাচ্চাকাচ্চারা যখন খেয়ে মরবে তখন তুমি বুঝবে। মাথামোটা কোথাকার।

    • @AhmadVlog19
      @AhmadVlog19 ปีที่แล้ว

      আরে ভাই তোর এত অল্প বয়সে এত জ্ঞান কিভাবে হলো ? তোর তো পাগল নাম পরতে বেশিদিন লাগবে না এই গরু ছাগলের দেশে | ছোটবেলা থেকে তোর মতই ছিলাম রে | এসব কথা না বলে হাম্বা হাম্বা করবি তাহলে অন্যরা তোর কথা বুঝতে পারবে |

  • @musefahmed6383
    @musefahmed6383 ปีที่แล้ว +30

    ঢিলেঢালা আইনে হবে না খুব কঠিন আইন করলেই এই বিপদ থেকে দেশজাতি বাঁচবে।

  • @md.hassanhassan1531
    @md.hassanhassan1531 ปีที่แล้ว +30

    কিসের জরিমানা। ফাঁসি দেওয়া দরকার।

    • @sardarmohammadabdulahad4709
      @sardarmohammadabdulahad4709 ปีที่แล้ว +1

      কিসের ফাঁসি, শিরচ্ছেদ করে চিরিয়াখানার পশুর খাবার উৎপাদন করা উচিত।

    • @sohan2510
      @sohan2510 ปีที่แล้ว

      Deser sob bakery e off kore deya uchit
      99% e vejal

  • @lutforrahman7327
    @lutforrahman7327 ปีที่แล้ว +9

    খাবার জিনিশ উৎপাদন করা হয় যে সব প্রতিসঠানে সেখানে পরিছন্নতা খুব জরুরি।

  • @EnglishCornerwithSonnet
    @EnglishCornerwithSonnet ปีที่แล้ว +6

    বাংলাদেশের সবগুলো দুই নাম্বারিতে ভরপুর। ম

  • @sagorsas4774
    @sagorsas4774 ปีที่แล้ว +35

    ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যারা দাড়ি আর টুপিওয়ালা এদের কাছ থেকেই বেশি ধোকা খেতে হয়।

    • @MDAshrafOuddinBokl-hi8oz
      @MDAshrafOuddinBokl-hi8oz ปีที่แล้ว +3

      ভাই সবাই সমান নয়। কিছু খারাপ মানুষের জন্য সব দাড়ি টুপি ওয়ালারাদেরকে দোষ দেয়া উচিত না😢😢

    • @zahidhossain9166
      @zahidhossain9166 ปีที่แล้ว

      @@MDAshrafOuddinBokl-hi8oz কিন্তু বাংলাদেশে অধিকাংশ বাটপারই দাড়ি টুপি পড়ে মানুষ ঠকায়, আসুন দাড়ি টুপি ওয়ালা দেখে আমরা যেন গদগদ হয়ে বিশ্বাস না করি

    • @rofikmia3703
      @rofikmia3703 ปีที่แล้ว +2

      ভাই একজন মুসলিম হিসাবে এমন কথাটি বলতে পারলেন, তা হলে তো আপনি মুসলমান কাকে বলে সেটার মূল বিষয়ই জানেন না আমার মনে হলো, দুই চার জন দাঁড়িওয়ালার জন্য এমনটা বলতে পারেন না আশা করি উওর পেয়েছেন।

    • @mdriazulislam6826
      @mdriazulislam6826 ปีที่แล้ว

      দাড়ি টুপি মানেই সে ভালো মানুষ তা না
      বাঙালী নির্লজ্জ চোরের জাতি চুরির সুবিধার্থেও দাড়ি টুপি লাগায়
      ধর্মের কথা বলে

    • @shopno.amar-jannat19
      @shopno.amar-jannat19 ปีที่แล้ว

      We are Muslims
      Islam is perfect
      But we are not
      If we make a mistake
      Then blame us
      Not our religion or any rules of our religion
      Islam is against all form of corruption

  • @rnstri1164
    @rnstri1164 ปีที่แล้ว +12

    স্যারের অভিযান সব সময় ভালো হয়, ধন্যবাদ স্যার।
    🙏🙏🙏🙏

  • @juddin608
    @juddin608 ปีที่แล้ว +2

    এই টিম আমাদের মত সাধারন মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। তারা আমাদের বন্ধু ও দেশ প্রেমিক। তাদের জন্য অফুরন্ত ভালোবাসা।

  • @rajibchowdhury880
    @rajibchowdhury880 ปีที่แล้ว +3

    জরিমানা হওয়া উচিত কোটি টাকা, আর প্রতিষ্ঠানের মালিকের আমৃত‍্যু সশ্রম কারাদন্ড।এত কম জরিমানা হয় বলেই এ ধরণের অপরাধ কোনভাবেই বন্ধ হচ্ছে না।

  • @manikbiswas8406
    @manikbiswas8406 ปีที่แล้ว +5

    ওরা যখন মানুষের জীবন নিয়ে খেলা করেছে এইরকম একজনকে ফাঁসির মঞ্চে দাঁড়া করানো উচিৎ তাহলে অন্য মালিকরা সোজা হয়ে যাবে

  • @user-nm9bi9id1l
    @user-nm9bi9id1l ปีที่แล้ว +6

    জরিমানা করে লাভ নাই দোকান সিলগালা করে দেয়া উচিত সাথে বড় অংকের জরিমানা

  • @ShafiqulIslam-vy8xy
    @ShafiqulIslam-vy8xy ปีที่แล้ว +1

    আপনার কাজ খুবই প্রশংসনীয়। কিন্তু জরিমানা এত কম দিলে এদের কোন প্রবলেম হবে মনে হয় না। জরিমানা পরিমাণ এমন পরিমাণ করেন, যাতে দুর্নীতি করতে এদের চিন্তা করতে হয়।

  • @drishtibissas2266
    @drishtibissas2266 ปีที่แล้ว

    Sir aap bohot ache Kam karteho aap jeysa insan har deshmei honi chahiye Allah bless you ❤

  • @shadow90847
    @shadow90847 ปีที่แล้ว +6

    ei tupiwala hujurgulai marattok level er protarok😂😂

    • @jamalpatwary6009
      @jamalpatwary6009 ปีที่แล้ว

      রাতের ভোটের আমুলিক জালেম সরকারের ইসলাম বিরোধী অবৈধ ভোক্তা অধিকারের নাটক।

  • @MILECHO
    @MILECHO ปีที่แล้ว +9

    জীবনে এরা চেরি ফল দেখছে কিনা সন্দেহ আছে! আবার হোটেলে চেরি ফল খাওয়ায়।

  • @Shottershoynik
    @Shottershoynik ปีที่แล้ว +3

    স্যার বাংলাদেশের সবাই অনেক বেশি ভালোবাসি🙏🙏🙏🙏🥰🥰🥰🥰

  • @youtubetiger7023
    @youtubetiger7023 ปีที่แล้ว +2

    সার আপনাকে অনেক ধন্যবাদ ❤❤❤❤❤❤❤❤❤

  • @masud660
    @masud660 ปีที่แล้ว +22

    শুধু জরিমানা করে কোন লাভ হবে না, তাদেরকে জেল হাজতে না পাঠালে কোন উপকারে আসবে না। আপনারা যদি তাদের এই প্রতারনা মানুষের জীবন নিয়ে ছিলিমিলি করা ব্যাবসায়ীদের জেল হাজতে না পাঠান তাহলে আবার আগের মতোই চলতে থাকবে, তাহলে এই অভিযানের কি লাভ হবে।

    • @jamalpatwary6009
      @jamalpatwary6009 ปีที่แล้ว

      রাতের ভোটের আমুলিক জালেম সরকারের ইসলাম বিরোধী অবৈধ ভোক্তা অধিকারের নাটক।

    • @mdkharul8050
      @mdkharul8050 ปีที่แล้ว

      সত্যি৷ বলেছেন

  • @user-gh8dh3pt9p
    @user-gh8dh3pt9p 6 หลายเดือนก่อน

    এমন শাস্তি দেওয়া উচিত।যা আর জীবনে ভেজাল দেওয়া চেষ্টা করবে না

  • @nurolamin8022
    @nurolamin8022 ปีที่แล้ว +3

    লোভ মানুষকে কোন পযার্য় নিয়ে যায় এটাই বাস্তবতা

  • @user-sh6ry6mp2r
    @user-sh6ry6mp2r ปีที่แล้ว +1

    আমরা এমনটা দেশে বাস করি যে দেশে অপরাধ করে অনায়াসে পার পাওয়া যায়।।খাদ্যপণ্যে যারা ভ্যাজাল দেয় তারাতো সবচেয়ে বড় অপরাধী। তাদের সবচেয়ে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেয়া।।

  • @mdabdussalam6041
    @mdabdussalam6041 ปีที่แล้ว

    এরকম অসাধ্য ব্যবসায়ীদের এক লক্ষ টাকা জরিমানা দরকার এক লক্ষ টাকা ধরেন স্যার আপনাদের অসংখ্য ধন্যবাদ ❤❤❤

  • @MdSamim-lw2ls
    @MdSamim-lw2ls ปีที่แล้ว +3

    Sir order jell den order karone khaber khati voy lage

  • @DinIslam-yh9vu
    @DinIslam-yh9vu ปีที่แล้ว +2

    এদের কে ফাসি দেওয়া জরুরি প্রয়োজন হয়ে পরেছে দেশ ও জাতির বৃহৎ সার্থে

  • @toriqultareq8396
    @toriqultareq8396 ปีที่แล้ว

    এটাই শেখ হাসিনার ডিজিটাল উন্নয়ন ভাই এরকমই হবে

  • @jakirahmed9191
    @jakirahmed9191 ปีที่แล้ว +5

    Jori Pana na Kore soja jele patia den,sar,jibone r korbe na,

    • @proticchaya2825
      @proticchaya2825 ปีที่แล้ว

      জরি পানা নাকি জরিমানা গাধা?

  • @RubenaBegum-lr8hn
    @RubenaBegum-lr8hn ปีที่แล้ว

    , ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়

  • @rebekasultana8229
    @rebekasultana8229 ปีที่แล้ว +5

    যে দেশের সরকার ৩ নম্বর, সে দেশে এমন অবস্থা তো হবেই ।

    • @user-vo1jy9hg8l
      @user-vo1jy9hg8l 4 หลายเดือนก่อน

      Vai ami valo na sarkar er ki dos
      Manusher manosik mullobodh, monushotto koi???

  • @shantoroy3358
    @shantoroy3358 ปีที่แล้ว

    Sir, carey on....

  • @shakhordebnath1071
    @shakhordebnath1071 ปีที่แล้ว +1

    এদেরকে কঠোর বিচারের আওতায় আনা হোক

  • @chomokstudeo8234
    @chomokstudeo8234 ปีที่แล้ว

    সর্বোচ্চ শাস্তি হওয়া উচিৎ

  • @alaminrony4452
    @alaminrony4452 ปีที่แล้ว

    Thank you vai... Carry-on

  • @shiblymahmood2401
    @shiblymahmood2401 ปีที่แล้ว +1

    দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি । মেয়াদ উত্তীর্ণ খাবার বা বিষ প্রয়োগে করে সাধারণ মানুষ কে রোগাক্রান্ত এবং অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করছে। কোথায় মানবতা ? সুশাসন প্রতিষ্ঠার বিকল্প কিছু নেই।

  • @mdnizamuddin2636
    @mdnizamuddin2636 ปีที่แล้ว +1

    ধন্যবাদ সত্যি কথা বলতে হবে

  • @mdbashir1617
    @mdbashir1617 ปีที่แล้ว +1

    সবাই কে দশ বছরের সাজা দেওয়া হক আর পাঁচ লাখ টাকা জরিমানা করা হক

  • @toriqultareq8396
    @toriqultareq8396 ปีที่แล้ว +1

    হিরো আলম আর মমতাজ লীগ আর শেখ হাসিনার শিক্ষাগত যোগ্যতার বেশি ব্যাবধান নেই বলে আমি মনে করি

  • @fahimaparvin1151
    @fahimaparvin1151 ปีที่แล้ว +1

    সৎ মানুষ দের জন্য শ্রদ্ধার আসন পারলে আকাশে দেই !!

  • @stevenjb338
    @stevenjb338 ปีที่แล้ว +1

    Keep up the good work sir respect you

  • @shopno.amar-jannat19
    @shopno.amar-jannat19 ปีที่แล้ว

    We are Muslims
    Islam is perfect
    If we make a mistake
    Then blame us
    Not our religion...
    Islam is always against all form of corruption...

  • @TheKauddin
    @TheKauddin ปีที่แล้ว +1

    Great idea, let them to do that, creative, excellent.

  • @farhadhossain8172
    @farhadhossain8172 ปีที่แล้ว +6

    এদের কে ধরে জরিমানা করা হউক যাতে করে আর কোনদিন এ কাজ করতে সাহস না করে ধন্যবাদ ভোক্তা অধিকার ধন্যবাদ

  • @md.moslemuddin7868
    @md.moslemuddin7868 ปีที่แล้ว +1

    আল্লাহ তুমি এইসব অসাধু ব্যবসায়ীকে হেফাজত কর।

  • @tdcirsjoedyh
    @tdcirsjoedyh ปีที่แล้ว

    স্যার আপনাকে গোপন তথ্য দিয়ে সহায়তা করতে চাই প্লীজ স্যার

  • @fazlehasanrabby9983
    @fazlehasanrabby9983 ปีที่แล้ว +1

    এদের ৫/১০/২০ হাজার জরিমানা করে লাভ নাই। জরিমানা করতে হবে এমন যাতে ভিক্ষায় বসতে হয়। মানুষ ঠকানোর শাস্তি এমনই হওয়া উচিত।

  • @user-oq3ne1ef1y
    @user-oq3ne1ef1y ปีที่แล้ว +1

    শুধু জরিমানা নয় বেতের আঘাত ও প্রয়োগ করা হোক।

  • @abmtv2411
    @abmtv2411 ปีที่แล้ว

    আপনি সারা জীবন অভিজান চালিয়ে কখনো এটা বন্ধ করতে পারবেন না, যদি বদ্ব করার পরিপূর্ণ ইচ্চা থাকে, তাহলে টানা 1 সাপ্তাহ গোষনা করেন, এই 1 সাপ্তাহের মধ্যে যারা পরিবর্তন হবে, আর যারা হবে না, তাদের খারনখানা / ফ্যাক্টরি বদ্ব হবে, না হয় মোটা অংকের জরিমানা,সাথে 2 বছরের জেল, এ ভাবে কথা বললে সারা জীবন অভিজান চালিয়েও কিচ্ছু করতে পারবেন না, দেখছেন তো এ ভাবে কথা বললে তর্ক বিতর্ক করতে হবে, আইন হবে আইনের মত, ডাইরেক কথা, তর্ক বিতর্ক ছাড়া জরিমা /ফ্যাক্টরি বন্ধ, জেল, ধন্যবাদ

  • @salmanal-hasan1262
    @salmanal-hasan1262 ปีที่แล้ว +1

    এই কাজটা বাংলাদেশে সব দোকান করে থাকে...

  • @sanjibroy791
    @sanjibroy791 ปีที่แล้ว

    Right step is taken by government

  • @AminulIslam-gu5nw
    @AminulIslam-gu5nw ปีที่แล้ว +2

    আরে ফাসি দেন মিয়া

  • @ummeyatiya5148
    @ummeyatiya5148 ปีที่แล้ว +1

    এটা তো চেরি না,ট্রুটি ফ্রুটি। এটা পেপে/কুমড়া দিয়েই বানানো হয়.অনেকেই এভাবে ই বাসায় বানায়। পেপে সেদ্ধ করে ফুড কালার দিয়েই তৈরি করা হয়

  • @mdabdulmotin2928
    @mdabdulmotin2928 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার

  • @anamuddinanamuddin3889
    @anamuddinanamuddin3889 ปีที่แล้ว +2

    অনুরুদ করছি ছার সিলেটের কানাই ঘাট থানা ৫নং বড়চতুল ইউনিয়ন চতুল বাজারে একটু অবিজানটা দেন ছার

  • @solaimanali8368
    @solaimanali8368 ปีที่แล้ว +9

    ২০হাজার টাকা জরিমানা করলেই হবেনা সাথে ২০ বৎসরের জেল দেন তানাহলে এরা ২নম্বারি পথ থেকে ফিরে আসবেনা।

  • @jibankhan76
    @jibankhan76 ปีที่แล้ว

    যে ভাবে দুর্নীতিবাজ ব্যাবসায়ীদের ধরছেন ঠিক এভাবে যদি ভূমি অফিস, এসি ল্যান্ড ,বিচারকদের দুর্নীতি ধরতেন আপনাকে আমি অস্কার দিতাম

  • @sanyartmedia4199
    @sanyartmedia4199 ปีที่แล้ว

    sob jokhon meyad shesh tahole jorimanar sasthir meyadta bariye den sir

  • @pc-kv8wk
    @pc-kv8wk ปีที่แล้ว

    পশ্চিমবঙ্গে বারুইপুরে করমচা থেকে চিনি ও রং দিয়ে চেরীফল তৈরি করে বিক্রি করে। পেঁপে সিদ্ধ করে লাল সবুজ রং করে টুটি ফ্রুটি কেক তৈরি করে।করমচা দেখলেই বোঝা যাবে।

  • @dtigcomm9581
    @dtigcomm9581 ปีที่แล้ว +4

    Hujur er Bowe bhagbe,,

    • @chowdhuryvai4322
      @chowdhuryvai4322 ปีที่แล้ว

      এই যারাজ সন্তানের বাচ্চা উনার পরিবার নিয়ে কথা বললি কেন, তোর মাকে নিয়ে কথা বলতেছি তারপর কেমন লাগছে তুর

  • @user-oq4kj4dt5g
    @user-oq4kj4dt5g 6 หลายเดือนก่อน

    Congratulations

  • @atkhasan8626
    @atkhasan8626 ปีที่แล้ว

    উনাকে খুব ভাল লাগে আমার

  • @delta3black563
    @delta3black563 ปีที่แล้ว

    জরিমানার পরিমাণ আরো বেশি করা উচিত

  • @JoySumonta
    @JoySumonta ปีที่แล้ว

    Hujur

  • @salimahmad6067
    @salimahmad6067 ปีที่แล้ว

    Je desher sorker je rokom se desher Manus she rokom.

  • @tamannaahmed4156
    @tamannaahmed4156 ปีที่แล้ว +1

    ধন্যবাদ ❤

  • @piya_chowdhury
    @piya_chowdhury ปีที่แล้ว +1

    কম করে হলেও 20 লক্ষ টাকা জরিমানা করা আর সাথে সাথে 5 বছর জেল দেয়া হোক প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, জনগণের সাথে অনেক দিন ধরে এটি করে আসছে,, 😢😢

  • @giasuddinansaree6110
    @giasuddinansaree6110 8 หลายเดือนก่อน

    আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে এই ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসার এর সাথে RAB দেওয়ার অনুরোধ করছি, আমি বুঝেশুনে অনুরোধ করছি ওনার সন্মান ও ইজ্জত নষ্ট হচ্ছে।
    এটা দেশের প্রশাসন এর জন্য ভালো না ভালো না। ভোক্তার অধিকার সংরক্ষণ করতে যেয়ে একজন সন্মানী ব্যক্তির এবং প্রশাসনের লোকজন এর সন্মান এবং সর্বোপরি আমাদের দেশের প্রশাসন এর ও দেশের সন্মান নষ্ট হচ্ছে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ আল্লাহর ওয়াস্তে ভোক্তার অধিকার সংরক্ষণ টিম এর সাথে আর্মি দেন অথবা এনাদের মান সম্মান সংরক্ষণ এর ব্যবস্থা করুন।

  • @mamunalam7321
    @mamunalam7321 ปีที่แล้ว

    এই সকল অভিজান / জরিমানা মোটেও যথেষ্ট নয়।এই সব যুগ যুগ ধরে দেখছি এরা পুনরায় সব শুরু করে।

  • @zaheed73
    @zaheed73 ปีที่แล้ว

    এটা তো অনেক পুরনো টেকনিক। ছোটবেলা থেকে তো আমরা চেরি ফল মনে করে করমচা খেয়েই বড় হয়েছি।

  • @HarounBhuiyan-hj9vv
    @HarounBhuiyan-hj9vv ปีที่แล้ว +1

    খাদ্যে ভেজাল কারীদের ক্রশ ফায়ারে দেওয়া হউক।

  • @user-cr4ir7go5l
    @user-cr4ir7go5l 5 หลายเดือนก่อน

    Really sad

  • @ranaranu8569
    @ranaranu8569 ปีที่แล้ว +1

    দাড়ি টুপি সুন্নতি লেবাসে মানুষকে খাওয়াচ্চে বিশাক্ত খাবার।জরিমানাটা কম হয়েছে স‍্যার।

    • @hasannazmul70
      @hasannazmul70 ปีที่แล้ว

      হাসিনা ও নির্বাচন আসলে তজবি, হিজাব পড়ে নেয়, তাহাজ্জুদের উসিলা দেয়, কোরান সামনে নিয়ে ফোটশুট করে, আপনারা তখন ইচ গার্ড ইউজ করেন চুলকানি কন্ট্রোল করার জন্য। শুধু দাড়ি টুপি দেখলেই আপনাদের চুলকায় হিন্দুত্ববাদিদের মত।

  • @ParbinParbin-fe6qh
    @ParbinParbin-fe6qh 11 หลายเดือนก่อน

    শাস্তি এবং জরিমানা দুইটা করুন

  • @farhana15ful
    @farhana15ful ปีที่แล้ว

    Sir plz ektu Cocola stick noodles e vokta Odhikar er gondho nokol gola noidles ee rohossho udghaton kore den .upokrito khsybo

  • @j.medicinecom712
    @j.medicinecom712 ปีที่แล้ว

    ভোক্তা অধিকার কর্মকর্তার এতো মিষ্টি ভাষায় কথা বললে আর সামান্য টাকা জরিমানা করলে এই বিবেকহীন শয়তান গুলো কোনো দিন ভালো হবে না।

  • @mamunrashid6783
    @mamunrashid6783 ปีที่แล้ว +1

    ভেজাল কারীদের ফাঁসির দাবি জানাই

  • @abdussohid3716
    @abdussohid3716 ปีที่แล้ว

    এই সব অসাধু ব্যবসায়ি কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হউক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাছে বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি

  • @user-tp4ij4pq8h
    @user-tp4ij4pq8h ปีที่แล้ว +1

    এসবে কোনো কিছু হবে না যত বেজাব খাবার সব বাংলাদেশে আছে আপনি কিসের জরিমানা করেন ওদের ১২ বছরের জেল দেন এবং দোকান একেবারে বহিষ্কার করা হক সরকার ও নিরাপত্তা বাহিনী কে আকুল আবেদন করছি কিসের ডিজিটাল বাংলাদেশ দাবি করছি আমরা

  • @azizulhaq6320
    @azizulhaq6320 ปีที่แล้ว

    সাধীনতার ৫২ বছর শেষ। ওরা আর কবে হইবে মানুষ

  • @user-hn8sz9ij1h
    @user-hn8sz9ij1h ปีที่แล้ว +1

    ভাই আমাদের মুন্সিগঞ্জে
    শেখর নগর গ্রামে সব জিনিস পএ
    অতিরিক্ত দাম নেয় এর কিছু করুন
    দয়া করে

  • @MdAlam-le7qm
    @MdAlam-le7qm ปีที่แล้ว +2

    কি করবেন ? কিছু টাকা পয়সা জরিমানা নিয়ে ছেড়ে দিন। তানাহলে আম ও যাবে ছালা ও যাবে। কাল সকালে ওরা মুক্ত হয়ে ঘুরবে।

  • @baledinansari9444
    @baledinansari9444 ปีที่แล้ว +1

    দাড়ি আরটুপি ঠিক মতন. আছে।

    • @hasannazmul70
      @hasannazmul70 ปีที่แล้ว

      হাসিনা ও নির্বাচন আসলে তজবি, হিজাব পড়ে নেয়, তাহাজ্জুদের উসিলা দেয়, কোরান সামনে নিয়ে ফোটশুট করে, আপনারা তখন ইচ গার্ড ইউজ করেন চুলকানি কন্ট্রোল করার জন্য। শুধু দাড়ি টুপি দেখলেই আপনাদের চুলকায় হিন্দুত্ববাদিদের মত।

  • @azadmullah4384
    @azadmullah4384 ปีที่แล้ว

    জরিমানা না করে কারখানা বন্ধকরে ওদেরকে কারাগারে পাঠানো উচিৎ ছিল তাহলে ই ওরা মানুষের জিবন নিয়ে ছিনিমিনি খেলা করতোনা

  • @yasirsabuj7199
    @yasirsabuj7199 ปีที่แล้ว +1

    কোন জরিমানা না করে, মালিক পক্ষকে মিনিমাম ১+ বছর জেল দেওয়া দরকার।

  • @maidulislam1039
    @maidulislam1039 ปีที่แล้ว +1

    মানুষের জীবন নিয়ে খেলছে এরা। শাস্তি মৃত্যু দন্ড না দিয়ে ২০০০০ টাকা জরিমানা??? এদের এক দিনের ইনকাম এর চে বেশি।

  • @Jahangiralam-zh5cy
    @Jahangiralam-zh5cy ปีที่แล้ว

    খাবারের মান যাই হোক দেহের মান চমৎকার ।

  • @shirinzaman4886
    @shirinzaman4886 5 หลายเดือนก่อน

    কোন দেশে বাস করছি আমরা?? যেখানে খাদ্যের নিরাপত্তা নেই। জীবনের নিরাপত্তা দেই। ধিক্কার জানাই বাঙালি কে। এটা কি বঙ্গবন্ধুর সোনার বাংলা?????

  • @sadruddinahmed558
    @sadruddinahmed558 ปีที่แล้ว +1

    Well-done 👏👏👏👏👏👏

  • @dreambig8747
    @dreambig8747 ปีที่แล้ว

    আপনাদেরকে আমাদের ভারতেও চাই, এসে একবার দেখে যান এখানকার কি অবস্থা, মানুষকে কি খাচ্ছে। আমি আমার সন্তানকে হয়তো না জেনে বিশ ই দিচ্ছি।

  • @d.m.akteruzjaman4063
    @d.m.akteruzjaman4063 ปีที่แล้ว

    এদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

  • @MdRony-be9ys
    @MdRony-be9ys ปีที่แล้ว

    স্যার আপনাদের জন্যে এরা বার বার অপরাধ করার সুযোগ পায়😢 এমন জরিমানা করেন যা তাদের ১/২ দিনের ইনকাম। সেটা না করে ডাইরেক্ট জেল এবং সিল গালা চালু করেন, তাহলে সব ঠিক হবে যাবে।👍👍

  • @ahmadotaibi6136
    @ahmadotaibi6136 ปีที่แล้ว +3

    আসুন আমরা সবাই মিলে পাঁচ ওয়াক্ত নামাজ পরি।

    • @masummiah1553
      @masummiah1553 ปีที่แล้ว

      Dukandar tu pasoakto namaj pore r dekhen ki korteche. Jai kori na keno namaj Amader ke porte hobe.

  • @Mru2899
    @Mru2899 ปีที่แล้ว

    ফাসি চাই

  • @foridahmed8615
    @foridahmed8615 ปีที่แล้ว +2

    স্যার ওদেরকে নুন্যতম ২ লাখ টাকা জরিমানা করেন

  • @md.ashekkhan6958
    @md.ashekkhan6958 7 หลายเดือนก่อน

    স্যার, যতদিন এই কাজ করছেন তাতে তো ভেজাল উঠে যাওয়ার কথা। কিন্তু যাচ্ছে না। আমার মনে হয় পানিশমেন্ট বাড়িয়ে দেওয়া উচিৎ।

  • @GALLERYSHOW9999
    @GALLERYSHOW9999 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @architectmunawarhabibtuhin5350
    @architectmunawarhabibtuhin5350 ปีที่แล้ว +2

    হুজুর মানুষ তারপরও এই অবস্থা

    • @hasannazmul70
      @hasannazmul70 ปีที่แล้ว

      হাসিনা ও নির্বাচন আসলে তজবি, হিজাব পড়ে নেয়, তাহাজ্জুদের উসিলা দেয়, কোরান সামনে নিয়ে ফোটশুট করে, আপনারা তখন ইচ গার্ড ইউজ করেন চুলকানি কন্ট্রোল করার জন্য। শুধু দাড়ি টুপি দেখলেই আপনাদের চুলকায় হিন্দুত্ববাদিদের মত।