ধৈর্যশীলতার সহিত অভিযান পরিচালনা করার জন্য ভোক্তা অধিদপ্তরের এই স্যার কে অত্যন্ত সাধুবাদ জানিয়ে বলতে চাই, তিনি খুবই নম্র ভদ্র একজন মানুষ। এমন মানুষকে আরও বেশি বেশি উৎসাহিত করা উচিৎ আমাদের সবাইকে। আল্লাহ যেন উনাকে সকল বিপদআপদ থেকে রক্ষা করেন।
মোল্লার দোর মসজিদ পর্যন্তই,ভালো কোন ব্রেন্ডের বাল ফেলারও খমতা নাই, বিদেশি কোন পন্মের মান যাচাই করে দেখাক, হোগাদিয়া বাশদিয়ে চাকরি খেয়েদিবে,কোকা কোলার সিক্রেট রেসিপিটা বেরকরে দেখাকতো😂,স্ট্রিট ফুডের কিসের মেয়াদ,এদের জন্য দেশের এয়াবস্থা,এদের জন্যই আমরা আজ ও বিদেশিদের উপর নির্ভরশীল,
মোল্লার দোর মসজিদ পর্যন্তই,ভালো কোন ব্রেন্ডের বাল ফেলারও খমতা নাই, বিদেশি কোন পন্মের মান যাচাই করে দেখাক, হোগাদিয়া বাশদিয়ে চাকরি খেয়েদিবে,কোকা কোলার সিক্রেট রেসিপিটা বেরকরে দেখাকতো😂,স্ট্রিট ফুডের কিসের মেয়াদ,এদের জন্য দেশের এয়াবস্থা,এদের জন্যই আমরা আজ ও বিদেশিদের উপর নির্ভরশীল,
স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।আমি ভারত থেকে এই ভিডিওটি দেখেছি। এবং ভাল লাগল বিভিন্ন রকম প্যাকেটজাত খাদ্য 'পানীয় সামগ্রীর প্রতিনিয়ত এইরকম তদন্ত হওয়া উচিৎ | ধন্যবাদ।
ভেজাল খাবারের কারণে মানুষের কিডনি লিভার সব নষ্ট হয়ে যাচ্ছে। চিকিৎসা করতে গিয়ে প্রতিটি পরিবার সর্বশান্ত হয়ে যাচ্ছে। এই অভিযান আরো জোরদার করা উচিত। ধন্যবাদ অফিসার কে।
এইটা সত্যি কথা বলেছেন🤗🥰🥰👍 কিন্তু এদেরও দোষ আছে 🙂 এরা কিন্তু এমন কোনো ব্যবস্থা করে দেয়নি, ব্যবসায়িকরা কোনো ব্যবসা করতে গেলে কীভাবে করা উচিত, এমন পরামর্শ নেওয়ার কোনো প্রতিষ্ঠান করে দেওয়া উচিত 🙂 তখন মানুষ জেনে ভুল করলে, তার বিচার করা উচিত 🙂👍
এভাবে প্রত্যেকটা দুকানে চেক করা প্রয়জন,যাতে আমাদের দেশে দুর্নীতি না হয়,এবং মানুষ ভালো খাবার খেতে পারে,এবং স্যারকে অন্তর থেকে দোয়া করি,আল্লাহ যেন স্যারকে আরো বেশি দেশের উন্নতি করার তাওফীক দান করেন
আপনার কথা ১০০% সত্যি। কিন্তু যেদেশে সরকার প্রধান ভালো না সেদেশে কিছুই সম্ভব না। উনারা যাদের ধরেন তাদের মাঝে কিছু নাবুঝে ভুল করে আর বেশিরভাগই সরকারের ছত্রছায়ায় কাজ করে যায়।
আরে ভাই উনাকে বলেন যে আরএফএল প্রাণ আকিজ ফ্রেশ ইত্যাদি এসব কোম্পানিতে রেড দেওয়ার জন্য উনার কতটুকু সাহস আছে কতটুকু বুঝবো /এবং লাই ব দেওয়ার জন্য মিষ্টি কুমড়ার জুস বানায়া বলে আমের জুস এটাতে ভেজাল নাই এটা এটাতো বড় কোম্পানি
মাননীয় স্যার এর কাজ গুলো আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু এতো ছোট ছোট হোটেলে অভিযান করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো ফাইভ স্টার বা থ্রি স্টার হোটেল গুলো তে অভিযান চালানো। বিশেষ করে খাবারের মূল্য এতো হবার কারনটা জানতে চাওয়া আমার ওবুঝ মন। ধন্যবাদ😊
যেখানেই অনিয়ম বা খারাপ কিছু হবে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা উচিত । এদের কারনে আজ বাংলাদেশের মানুষের এত অসুখ বিসুখ বা খারাপ অবস্থা । কোন ছাড় দেওয়া যাবেনা এদেরকে ।
আমি কারো বিরোধীতা করছিনা। আমি ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাই,, সে তো দই বিক্রি করার জন্য তৈরি করে নাই। সে নিজের দোকনের লাচ্ছি বানানোর জন্য দই তৈরি করছে। তার জন্য কেনো BRT অনুমিত লাগবে,,,,? আর একটা বিষয়,,,মিনারেল পানির বোতল ১বারের বেশি ব্যবহার করা যাবে না,,,এটা কোন আইনে আছে,,,,আমরা কম বেশ সবাই মিনারেলের পানি পান করে সেই বোতলে পুনরায় পানি ভরে ফ্রিজে রাখি।
এখানে তো তাও যথেষ্ট নিয়ম আর স্বচ্ছতা দেখা যাচ্ছে, ভাই উনি তো যে জুস টা ইনটেক বোতলে পাইলো সেইটার বিএসটিআই অনুমোদন আছে তাইনা কিন্তু তা কিভাবে তৈরী করছে সেগুলো তে তো দেখতে যাচ্ছে না, শুনেছি ওসব মিষ্টি কুমড়া, পেঁপে এসব দিয়ে বানায় আবার সিজন ছাড়া সারা বছরেও পাওয়া যাচ্ছে ব্যাপার গুলো বড়ই হাস্যকর না
বিদেশে ডিপ্লোমা কোর্সের মাধ্যমে লাইসেন্স দেওয়া হয়, সেটা নাপিত/দারোয়ান থেকে শুরু করে A টু Z সব কিছুর কোর্স করতে হয়, পরবর্তীতে সবাই দক্ষ কারিগর হিসেবে গড়ে উঠবে, এটা করলে সরকার জনগণ উভয়ে লাভবান হবে, বিঃদ্রঃ লাইসেন্স বিহীন পণ্য নিষিদ্ধ করা হোক
ভাই কে ধন্যবাদ।😊 কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক সেটা হলো এই দোকান আমাদের এলাকার 😂😂😂। And আমি জানি যে এই দোকান এ juice এর দাম অনেক বেশি 😢। And কর্মচারী রা part time tiktoker 😂।
আসসালামু আলাইকুম, উনার অপারেশন গুলো ভালো লাগে কিন্তু জুস তৈরিতে এমন কোন ত্রুটি দেখা যায়নি। এর থেকে খারাপ অবস্থায় অনেক নামিদামি হোটেল বা রেস্টুরেন্টে খাওয়ানো হয়, সেগুলোর দিকে একটু নজর দিলে ভালো হতো।
Koto doi khailam jibone konodin kono dokane BSTI er onumodon dekhlam na. Ar ghorei to amra doi theke dudh diye doi pati tokhono ki BSTI er onumodon lagbe naki banaite?
জনাব, আপনি শিক্ষিত মানুষ, ভালো পদে আছেন, সম্মান রেখেই বলছি, আপনি অনেক বেশি বুঝেন। আপনার ক্ষমতা আছে তাই চাপিয়ে দিতে পারেন। আপনি সব কিছুর যেভাবে মেয়াদের কথা জিজ্ঞাসা করছেন, এটা কি ফেয়ার? উনি কিভাবে মেয়াদ দেবে? উনার কি ল্যাবরেটরি আছে? আপনাকে একটা প্রশ্ন করি, বাজারে যে আলু পটল, পেয়াজ আছে এগুলোর মেয়াদ লেখা থাকে তো? সব কিছুর কজ মেয়াদ লেখা থাকে? কিছু জিনিসের মেয়াদ আক্কেল দিয়ে যাচাই করতে হয় যেটা আপনার কম আছে মনে হচ্ছে। দই বানানোর জন্য বি এস টি আই এর অনুমোদন লাগবে মানে কি? এখন তো দেখি গ্রামে বেড়াতে গিয়ে ফুফুর হাতে বানানো দই খেতে গেলেও আগে বি এস টি আই এর অনুমোদন দেখতে হবে। নিরীহদের প্রতি অত্যাচার বন্ধ করুন। ক্ষমতা থাকলে জালিমদের শাস্তি দিন। ঐ মুরুদ তো দেখাতে পারবেন না।
ভোক্তা অধিকারে কাজগুলো অনেক ভালো লাগে।।কিন্তু এই প্রতিষ্ঠানটি দেখে যা বুঝলাম বাংলাদেশে এর থেকে সুন্দর করে লোকাল জায়গায় শরবত তৈরি করা হয় কিনা আমার জানা নেই। আমার মনে হয় অফিসার ভাইটি একটু বেশি বাড়াবাড়ি করছেন।। বড় বড় কোম্পানিগুলোতেও একটু নজরদারি করিয়েন পারলে।।। মুরগির দাম নিয়ে যে নাটকটায় না করলেন আপনারা কিছুইতো কমলো দুই একদিন একটু কমছিলো এখন দাম আরো বেশি হয়ে গেছে।। আপনি যদি কমেন্টটা দেখে থাকেন তাহলে আপনার সততা প্রমান করে দেখান পারলে বড় বড় প্রতিষ্ঠানগুলোই তদারকি করেন।।
এখানে তো তাও যথেষ্ট নিয়ম আর স্বচ্ছতা দেখা যাচ্ছে, ভাই উনি তো যে জুস টা ইনটেক বোতলে পাইলো সেইটার বিএসটিআই অনুমোদন আছে তাইনা কিন্তু তা কিভাবে তৈরী করছে সেগুলো তে তো দেখতে যাচ্ছে না, শুনেছি ওসব মিষ্টি কুমড়া, পেঁপে এসব দিয়ে বানায় আবার সিজন ছাড়া সারা বছরেও পাওয়া যাচ্ছে ব্যাপার গুলো বড়ই হাস্যকর না
মাদারচুদ, না জেনে কথা বলিস।একটু পড়াশোনা কর। এটা মোহাম্মদপুর, টাউন হল মার্কেটের সবচেয়ে জনপ্রিয় জুসবার। এখানে দিনে ৫-৭ লাখ টাকার জুস বিক্রি হয়।আমার নিজের এলাকায় এটা।
ধৈর্যশীলতার সহিত অভিযান পরিচালনা করার জন্য ভোক্তা অধিদপ্তরের এই স্যার কে অত্যন্ত সাধুবাদ জানিয়ে বলতে চাই, তিনি খুবই নম্র ভদ্র একজন মানুষ। এমন মানুষকে আরও বেশি বেশি উৎসাহিত করা উচিৎ আমাদের সবাইকে। আল্লাহ যেন উনাকে সকল বিপদআপদ থেকে রক্ষা করেন।
উনি বেশী বোঝে ভোক্তা অধিকার ৷
উনাকে অবশ্যই বেশি বুঝতেই হবে,,
কেননা আমরা সাধারণ মানুষ এসব তেমন বুঝিনা বিদায় দোকানদাররা প্রতিনিয়ত আমাদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে। এটা কি ঠিক
বিএসটিআই লাইসেন্স নেয়া বড় বড় ফ্যাক্টরিগুলো একটু ভিজিট করতে বলেন তো। বড় প্যাকেট প্যাকেট নিয়ে আবার যেন ফিরে না আসে।
মোল্লার দোর মসজিদ পর্যন্তই,ভালো কোন ব্রেন্ডের বাল ফেলারও খমতা নাই, বিদেশি কোন পন্মের মান যাচাই করে দেখাক, হোগাদিয়া বাশদিয়ে চাকরি খেয়েদিবে,কোকা কোলার সিক্রেট রেসিপিটা বেরকরে দেখাকতো😂,স্ট্রিট ফুডের কিসের মেয়াদ,এদের জন্য দেশের এয়াবস্থা,এদের জন্যই আমরা আজ ও বিদেশিদের উপর নির্ভরশীল,
❤❤❤
এমন সৎ অফিসার বাংলাদেশের প্রতিটি জেলায় চাই!!! ❤💚💜
Thik
আমরা যে শুধু শিক্ষিত সমাজ শিক্ষিত সমাজ বলি,একজন শিক্ষিত মানুষের ব্যাবহার কেমন হওয়া উচিত এই স্যারের কাছে শেখা উচিত।
বাংলাদেশের সাধারণ মানুষ এ ধরনের অভিযানকে সর্বাত্মক সমর্থন করে!
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এ ধরনের অভিযানের প্রয়োজন।
হুম ঠিক বলেছেন
অফিসারটা অনেক ধৈর্যশীল..সহজে ধৈর্য হারিয়ে বিরক্ত হয় না..এমন লোক বেশী প্রয়োজন আমাদের দেশে
ঠিক
মোল্লার দোর মসজিদ পর্যন্তই,ভালো কোন ব্রেন্ডের বাল ফেলারও খমতা নাই, বিদেশি কোন পন্মের মান যাচাই করে দেখাক, হোগাদিয়া বাশদিয়ে চাকরি খেয়েদিবে,কোকা কোলার সিক্রেট রেসিপিটা বেরকরে দেখাকতো😂,স্ট্রিট ফুডের কিসের মেয়াদ,এদের জন্য দেশের এয়াবস্থা,এদের জন্যই আমরা আজ ও বিদেশিদের উপর নির্ভরশীল,
ওনার বাড়িতে গিয়ে দেখো ওনি ফ্রিজে দুধ কিসে রাখে
@@lastman1840 right
বিনা পয়সার জন্ম নিবন্ধন এ যখন ৭০০ টাকা আদায় করে ইউনিয়ন পরিষদের সচিব তখন তাকে কি বলার ক্ষমতা উনার আছে, আসলে এটা আইওয়াশ মাত্র
স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।আমি ভারত থেকে এই ভিডিওটি দেখেছি। এবং ভাল লাগল বিভিন্ন রকম প্যাকেটজাত খাদ্য 'পানীয় সামগ্রীর প্রতিনিয়ত এইরকম তদন্ত হওয়া উচিৎ | ধন্যবাদ।
স্যার আপনার মতো একটা মানুষ দরকার পুরো বাংলাদেশে।❤️❤️❤️❤️
l9
@@mahmudaakternusaiba5403 😊😊
উনিও বাংলাদেশে আর এটা তো বাংলাদেশী। বলার উচিত ছিল, আপনার মতন আরো অনেক ভালো অফিসার দরকার।
শুধু একজনে কিছুই হবে না সবাইকেইই এর মতো হওয়া উচিৎ
আমার জীবনে এই প্রথম সরকারি কর্মকর্তা দেখলাম,যিনি এত সুন্দর করে কথা বলেন এবং সুন্দর করে মানুষকে বুঝিয়ে দিচ্ছেন
ভেজাল খাবারের কারণে মানুষের কিডনি লিভার সব নষ্ট হয়ে যাচ্ছে। চিকিৎসা করতে গিয়ে প্রতিটি পরিবার সর্বশান্ত হয়ে যাচ্ছে। এই অভিযান আরো জোরদার করা উচিত। ধন্যবাদ অফিসার কে।
একমত,,
বালের কথা!কেউ ত ডাক্তার রা কি করছে সেটার ব্যাখ্যা দিতে পারেনা!মানুষ যে হইরানিতে আছে ডাক্তার নিয়ে সেটার ত কেউ সাহস করেনা
😢 akdom sotti kotha amdro same obostha
খাদ্য সন্ত্রাস সম্পর্কে মনে হয় জানেন না।একটু ঘাটাঘাটি করেন।
এইটা সত্যি কথা বলেছেন🤗🥰🥰👍 কিন্তু এদেরও দোষ আছে 🙂 এরা কিন্তু এমন কোনো ব্যবস্থা করে দেয়নি, ব্যবসায়িকরা কোনো ব্যবসা করতে গেলে কীভাবে করা উচিত, এমন পরামর্শ নেওয়ার কোনো প্রতিষ্ঠান করে দেওয়া উচিত 🙂 তখন মানুষ জেনে ভুল করলে, তার বিচার করা উচিত 🙂👍
এভাবে প্রত্যেকটা দুকানে চেক করা প্রয়জন,যাতে আমাদের দেশে দুর্নীতি না হয়,এবং মানুষ ভালো খাবার খেতে পারে,এবং স্যারকে অন্তর থেকে দোয়া করি,আল্লাহ যেন স্যারকে আরো বেশি দেশের উন্নতি করার তাওফীক দান করেন
আপনার কথা ১০০% সত্যি। কিন্তু যেদেশে সরকার প্রধান ভালো না সেদেশে কিছুই সম্ভব না। উনারা যাদের ধরেন তাদের মাঝে কিছু নাবুঝে ভুল করে আর বেশিরভাগই সরকারের ছত্রছায়ায় কাজ করে যায়।
এমন স্যারকে স্যালুট স্যার অনেক ভাল মনের মানুষ দোয়া এবং ভালবাসা রইল স্যারের প্রতি❤
অনেকদিন দিন বেঁচে থাকুক এমন মানুষ দেশেরই দশের প্রয়োজন..
এই স্যারের অভিযান সর্বশ্রেষ্ঠ মানবিকপূর্ন অভিযান
তাহলে আপনি স্যার সারোয়ার আলমের অভিযান দেখেনই এখনও। যে কোন কিছু ও কারো সাথেই আপোষ করতো না। যে কারণে তাকে বদলি করা হয়েছে।
ইনি হারাম খোর
tomar ei bokachoda sir Hakaw fined koray...nije bebsha korle bujto😂😂😂😂
উনাকে স্বাধীনতা পুরষ্কার দেওয়া হোক।
স্যার আপনার মতো একটা ভালো মানুষ যদি সব জেলায় থাকতো তাহলে বাংলাদেশের কিছু দুর্নীতি কমানো সম্ভব হতো।
এই কর্মকর্তা অনেক ভালো মানুষ, আল্লাহপাক ওনাকে উত্তম প্রতিদান দিক,
এই স্যার টাকে আমার অনেক ভালো লাগে অনেক ভালো একটা মানুষ
এই কর্মকর্তা অনেক পরিশ্রম করে আমাদের ভালো রাখার জন্য কিন্তু আমাদের অসাধু ব্যবসায়ীরা কোনোদিনই ভালো হবে না
অফিসারটা অনেক ধৈর্যশীল..সহজে ধৈর্য হারিয়ে বিরক্ত হয় না..এমন লোক বেশী প্রয়োজন আমাদের দেশে
এহয়েছে বরো কমম্পানির প্রডাক্ট
আরে ভাই উনাকে বলেন যে আরএফএল প্রাণ আকিজ ফ্রেশ ইত্যাদি এসব কোম্পানিতে রেড দেওয়ার জন্য উনার কতটুকু সাহস আছে কতটুকু বুঝবো /এবং লাই ব দেওয়ার জন্য মিষ্টি কুমড়ার জুস বানায়া বলে আমের জুস এটাতে ভেজাল নাই এটা এটাতো বড় কোম্পানি
Sstyhjgfgy@@kamrulislamjoy1998
আমি ভাবতেই পারতেছিনা আজকের দিনে দাঁড়ায় এত সুন্দর ভাষার একজন অফিসার। আপনাকে অনেক ধন্যবাদ স্যার।
এই অফিসার টা অনেক ধৈর্যশীল।এবং অনেক ভালো একজন মানুষ❤
আল্লাহ স্যারকে হেফাজতে রাখেন আমিন
মাননীয় স্যার এর কাজ গুলো আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু এতো ছোট ছোট হোটেলে অভিযান করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো ফাইভ স্টার বা থ্রি স্টার হোটেল গুলো তে অভিযান চালানো। বিশেষ করে খাবারের মূল্য এতো হবার কারনটা জানতে চাওয়া আমার ওবুঝ মন। ধন্যবাদ😊
apnar 3 star r 5 star er chaye basi manus jekhane jay shaikhane age thik howa darkar bole uni emon ovijan porichalona koresen. Thanks
Amio akmot
Onek din por amr moto akjon k dekhlam vai mon santi holo😊😊😊
স্যার পুটি না ধরে বোয়াল আগে ধরা প্রয়োজন।আপনার প্রতিটা অপারেশন অনেক ভালো লাগে।❤❤
অফিসার অনেক ধ্যয সিল।অনেক অনেক শুকরিয়া।
ধন্যবাদ আপনাদেরকে। এভাবে মাঝে মাঝে অভিযান করলে এই সকল ব্যবসায়ীরা সতর্ক হয়ে যাবে
আপনাকে ধন্যবাদ স্যার।
ভোক্তা অধিকারের এই কর্মকর্তা আমাদের জনগণের সত্যিকারের হিরো স্যালুট তাকে।
স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আমরা স্যালুট করি আপনার মতই সব মানুষ হয়তো এরকম নীতিবান তাহলে দেশটা আরো উন্নত হইত ❤️❤️❤️❤️❤️
স্যার, আপনি মাছের বাজার, ফলের বাজার , সবজির বাজারে যান। দয়া করে।।।।
কর্মীগুলো অনেক মালিক ভক্ত তার মানে মালিক তাদের অনেক ভালোবাসে,,,,এটা ভালো লাগলো।
খাওয়ানো যায় বেলা করবে তারাও শিক্ষা দেওয়ার দরকার বড় ধরনের কিন্তু পুটি মাছ ছেড়ে বোয়াল মাছ গুলো কে আগে ধরার দরকার তাদেরকে বড় শাস্তি দেওয়া দরকার
Thik bolechen.
Kintu amra sadharon Manush Ra putimach beshi Khai.
Boyal mach er shamortho sobar thake na.
Tai puti mach and boyal mach dutokei dhorte hobe.
Kaukei char deya jabe na.
Ader dekhe Jodi bakira savdhan hoy, kichu shikhte pare and valo hoy .
Tahole atai hobe sarthokota.
বড় আর ছোট নেই অপরাধ তো অপরাধই
কি বালছাল লিখছেন একবার তো নিজে পড়ে দেখবেন
বুয়েট থেকে চারুকলা পড়লে এমনি হয়
কি বাল লিখেছেন একটু নিজে পড়ে দেখেন তো ভাই।
আজকের ছোটরাই কাল বড় হবে! তাই ছোট বড় সবাইকে আইনের আয়তায় আনা উচিৎ।
আসলেই অফিসার একজন ধৈর্যশীল মহান মানুষ তাকে দেখতে ভালই লাগলো।
যেখানেই অনিয়ম বা খারাপ কিছু হবে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা উচিত । এদের কারনে আজ বাংলাদেশের মানুষের এত অসুখ বিসুখ বা খারাপ অবস্থা । কোন ছাড় দেওয়া যাবেনা এদেরকে ।
স্যারকে আমার অনেক ভালো লাগে উনি অনেক ধৈর্যশীল মানুষ উনার প্রোগ্রাম আমি দেখি
স্যালুট স্যার❤️
খুব বিনয়ী, নম্র, ভদ্র। বিশেষ করে স্যার খুবই ধৈর্যশীল।
স্যার আপনি আমাদের নোয়াখালীতে আসেন আপনার মত একজন ব্যক্তি আমাদের দরকার
স্যার কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই
ঐ অফিসারের জায়গায় আমি হলে কখনো এতোটা ধৈর্য ধরতে পারতাম না। উনি খুব সুন্দর করে বুঝিয়েও দিচ্ছেন 👍🏻
আমি কারো বিরোধীতা করছিনা।
আমি ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাই,,
সে তো দই বিক্রি করার জন্য তৈরি করে নাই। সে নিজের দোকনের লাচ্ছি বানানোর জন্য দই তৈরি করছে। তার জন্য কেনো BRT অনুমিত লাগবে,,,,?
আর একটা বিষয়,,,মিনারেল পানির বোতল ১বারের বেশি ব্যবহার করা যাবে না,,,এটা কোন আইনে আছে,,,,আমরা কম বেশ সবাই মিনারেলের পানি পান করে সেই বোতলে পুনরায় পানি ভরে ফ্রিজে রাখি।
এখানে তো তাও যথেষ্ট নিয়ম আর স্বচ্ছতা দেখা যাচ্ছে, ভাই উনি তো যে জুস টা ইনটেক বোতলে পাইলো সেইটার বিএসটিআই অনুমোদন আছে তাইনা কিন্তু তা কিভাবে তৈরী করছে সেগুলো তে তো দেখতে যাচ্ছে না, শুনেছি ওসব মিষ্টি কুমড়া, পেঁপে এসব দিয়ে বানায় আবার সিজন ছাড়া সারা বছরেও পাওয়া যাচ্ছে ব্যাপার গুলো বড়ই হাস্যকর না
bhai saler bolse ami nije doi banai.. age valo kore video deken .
ধন্যবাদ স্যারকে এতো নিখুঁত ভাবে ভুল গুলোকে ধরিয়ে দেওয়ার জন্য 👌👌👌
শুধু রানিং😅! স্যার ও রানিং শুনতে শুনতে শেষ 😊।
এরকম অভিযান আরও দেখতে চাই
স্যার আপনাকে ধন্যবাদ আমাদের প্রাকৃতিক জুস সম্পর্কে সতর্ক করার জন্য।
It is very important to .... Good 👍 Job's
বিদেশে ডিপ্লোমা কোর্সের মাধ্যমে লাইসেন্স দেওয়া হয়, সেটা নাপিত/দারোয়ান থেকে শুরু করে A টু Z সব কিছুর কোর্স করতে হয়, পরবর্তীতে সবাই দক্ষ কারিগর হিসেবে গড়ে উঠবে, এটা করলে সরকার জনগণ উভয়ে লাভবান হবে, বিঃদ্রঃ লাইসেন্স বিহীন পণ্য নিষিদ্ধ করা হোক
আরে বাই এটা বাংলাদেশ সরকার হলো বরো দুরনিতি বাজ।। আর আপনি আসচ্ছেন লাইসেন্স।
Mr triple r army op ❤love from Gopalgonj
এরকম অভিযান সব সময় যদি চলে তাইলে আমরা ভেজাল থেকে মুক্তি থাকব ধন্যবাদ
ভাই আপনার কথা, চলার স্টযাইল সব কিছু আমার খুব ভালো লাগে
ভাই কে ধন্যবাদ।😊
কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক সেটা হলো এই দোকান আমাদের এলাকার 😂😂😂।
And আমি জানি যে এই দোকান এ juice এর দাম অনেক বেশি 😢।
And কর্মচারী রা part time tiktoker 😂।
আপনি কোথায় থাকেন?আর এই দোকানটা কোথায়?
মোহাম্মদ পুর টাউন হল শওকত তেহারী ঘরের পাসে
ভোলা জেলায় এমন একজন অফিসার চাই
এই স্যার খুব ভালো একজন ব্যাক্তি আর আমাদের সব দিকে খেয়াল রেখে খাবার যাচাই বাচাই করে কোনটা ভালো কোনটা খারাপ তা সহজে বুঝি এবং সচেতন হই😮😮😮😮😮😮
ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধৈর্য ধরার জন্য😮😮😮😮😮
ভেকতা অধিদপ্তরের উপ-পরিচালক কে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য 🎉🎉
😂
এমন সুন্দর ব্যবহার স্যারকে আল্লাহ তায়ালা নেক হায়াত দান করুন।
মানুষ হয়ে মানুষকে ঠকানো। আল্লাহ এদের বিচার করো। আমীন।
অনেক ভালো একজন অফিসার,,, 🌹🌹🌹🌹🌹🌹
আসসালামু আলাইকুম, উনার অপারেশন গুলো ভালো লাগে কিন্তু জুস তৈরিতে এমন কোন ত্রুটি দেখা যায়নি। এর থেকে খারাপ অবস্থায় অনেক নামিদামি হোটেল বা রেস্টুরেন্টে খাওয়ানো হয়, সেগুলোর দিকে একটু নজর দিলে ভালো হতো।
উনি একজন ভালো শিক্ষক হতে পারতেন। অনেক ধৈর্য্যশীল। কোনো আইনি লোক এত ধৈর্য্য রেখে তাদের জেরা করার সুযোগ দেন না।
ভাই সাহেব অনেক সুন্দর অভিযান শুরু করেছেন।সারা দেশের মানুষ বিশ্ খাইতেছে।সকল কর্মকর্তা কি করেন কিছু দেখা যায় না।
সার আপনাকে ধন্যবাদ
😂😂😂... বেডারা ফকিন্নীর পুলাপানের দোকানে হানা দেয়!! কিন্তু বড়লোক্স হোটেল শেরাটন... ওয়েস্টিন...এগুলাতে যায় না! ওই হোটেলের খাবারের দাম শুনলে পেটের ভিতর গ্যাস ... বেলুন... হয়া ক্ষুধা পালায় !!!😂😂😂
দাম যেমন মান ও তেমন 😅
oi shob jaigar khabar boro lok der jonno .. shadharon public er jonno na ... !!
😂😂😂😂😂
@@officiallyaddabazz Hmm bhai ogolo amader shadde nai 😅
@@SHYBOY909 tai bolsi !
এই প্রথম শুনলাম দধি তৈরি করতে বিএসটির অনুমতি লাগে😂😂😂😂😂
আল্লাহ সবাইকে হেফাজত করুক আমীন
পুরো দেশে এমন অফিসার চাই ✊✊✊✊
আমি জানিনা উনি মুসলিম না সনাতন ধর্মাবলম্বী তবে উনার জন্য দোয়া করি মনের অন্তস্থল থেকে।
উনি মুসলিম, ওনার নাম আব্দুল জব্বার মন্ডল।
@@starchannel8448baler Muslim ar hindu lagas sob jagat beda lojaa lage ni re
@@faizai35680wxgdbgg খান খির ছেলে তুই
সাধুবাদ জানাই অফিসার কে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য
জনগণকে সচেতন হতে হবে যদি জনগণ সচেতন হয় তাহলেই সব ঠিক
সেই বিনোদন পেলাম😂🤣
এই স্যার এর মত যদি বাংলাদেশের প্রতিটি পুলিশ হতো তাহলে আমার সাধারণ মানুষ শান্তি পেতাম
God bless you sir💕🇧🇩
বিএসটিআই অনুমোদন নিয়ে দই বানাতে হবে, তাইলে মিস্টির দোকান কেমনে দই বানাবে। মাঝে মাঝে অতিরিক্ত কথা বলে
Koto doi khailam jibone konodin kono dokane BSTI er onumodon dekhlam na. Ar ghorei to amra doi theke dudh diye doi pati tokhono ki BSTI er onumodon lagbe naki banaite?
আপনার কার্য গুলা সত্যিই ভাল লাগে....
RESPECT HIM FROM USA🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
এমন অফিসার সারাদেশেই প্রয়োজন❤
হাসিমুখে সৎভাবে অপরাধ খুজে আবার হাসিমুখে শাস্তি সহ বোঝায় দিলেন😊
যেখানে নকল জুস বানানো হচ্ছে, সে সব খুঁজে বের করে, সে সব বন্ধ করেন,,এবং শাস্তি দেন,,
জনাব, আপনি শিক্ষিত মানুষ, ভালো পদে আছেন, সম্মান রেখেই বলছি, আপনি অনেক বেশি বুঝেন। আপনার ক্ষমতা আছে তাই চাপিয়ে দিতে পারেন। আপনি সব কিছুর যেভাবে মেয়াদের কথা জিজ্ঞাসা করছেন, এটা কি ফেয়ার? উনি কিভাবে মেয়াদ দেবে? উনার কি ল্যাবরেটরি আছে? আপনাকে একটা প্রশ্ন করি, বাজারে যে আলু পটল, পেয়াজ আছে এগুলোর মেয়াদ লেখা থাকে তো? সব কিছুর কজ মেয়াদ লেখা থাকে? কিছু জিনিসের মেয়াদ আক্কেল দিয়ে যাচাই করতে হয় যেটা আপনার কম আছে মনে হচ্ছে। দই বানানোর জন্য বি এস টি আই এর অনুমোদন লাগবে মানে কি? এখন তো দেখি গ্রামে বেড়াতে গিয়ে ফুফুর হাতে বানানো দই খেতে গেলেও আগে বি এস টি আই এর অনুমোদন দেখতে হবে।
নিরীহদের প্রতি অত্যাচার বন্ধ করুন। ক্ষমতা থাকলে জালিমদের শাস্তি দিন। ঐ মুরুদ তো দেখাতে পারবেন না।
ভোক্তা অধিকারে কাজগুলো অনেক ভালো লাগে।।কিন্তু এই প্রতিষ্ঠানটি দেখে যা বুঝলাম বাংলাদেশে এর থেকে সুন্দর করে লোকাল জায়গায় শরবত তৈরি করা হয় কিনা আমার জানা নেই। আমার মনে হয় অফিসার ভাইটি একটু বেশি বাড়াবাড়ি করছেন।। বড় বড় কোম্পানিগুলোতেও একটু নজরদারি করিয়েন পারলে।।। মুরগির দাম নিয়ে যে নাটকটায় না করলেন আপনারা কিছুইতো কমলো দুই একদিন একটু কমছিলো এখন দাম আরো বেশি হয়ে গেছে।। আপনি যদি কমেন্টটা দেখে থাকেন তাহলে আপনার সততা প্রমান করে দেখান পারলে বড় বড় প্রতিষ্ঠানগুলোই তদারকি করেন।।
আপনার কমেন্ট দেখে মনে হল চোরকে ধরা যাবেনা, ডাকাতকে ধরো
@@md.tuhinahmed9451 এখানে চুরির কি দেখলেন,দেখান তো
এখানে তো তাও যথেষ্ট নিয়ম আর স্বচ্ছতা দেখা যাচ্ছে, ভাই উনি তো যে জুস টা ইনটেক বোতলে পাইলো সেইটার বিএসটিআই অনুমোদন আছে তাইনা কিন্তু তা কিভাবে তৈরী করছে সেগুলো তে তো দেখতে যাচ্ছে না, শুনেছি ওসব মিষ্টি কুমড়া, পেঁপে এসব দিয়ে বানায় আবার সিজন ছাড়া সারা বছরেও পাওয়া যাচ্ছে ব্যাপার গুলো বড়ই হাস্যকর না
@@md.tuhinahmed9451 শুশিলের ভাব ধরছো?
তোমরাই দেশটার গোয়া মেরে ছেড়ে দিছো।
মাদারচুদ, না জেনে কথা বলিস।একটু পড়াশোনা কর। এটা মোহাম্মদপুর, টাউন হল মার্কেটের সবচেয়ে জনপ্রিয় জুসবার। এখানে দিনে ৫-৭ লাখ টাকার জুস বিক্রি হয়।আমার নিজের এলাকায় এটা।
6:36 অসাধারণ
এদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল
এই এই ছারাটা যদি একবার গাজীপুর মাওনা শহরে আসতো আমার মনে হয় এখানকার অনেক ব্যবসায়িক সচেতন হত,, এখানকার অবস্থা খুবই ভয়াবহ
অনেক সুন্দর মনমানসিকতার মানুষ এ-ই স্যার ❤
ভাই দই বানাতে বি এস টি আই লাগে জানতামনা।এরুকুম ভালতু অপারেশনের দরকার নেই
আমাদের দেশের ব্যাবসা ও খাদ্য ভেজাল এই রকম খারাপ মানুষ আর কোন দেশে নাই এদের কঠিন শাস্তি দেয়া দরকার
স্যারের অনেক ধৈর্য।
মাশাআল্লাহ ❤অফিসারের ধৈর্য্য দেখে আমি অভিভূত!! আপনাকে আরও বেশি কঠোর হতে হবে,,দোকানীরা বেয়াদব এদের শাস্তি দেওয়া উচিৎ।
ধন্যবাদ স্যার ❤
ভোক্তা অধিকার কর্তৃপক্ষকে অভিনন্দন এগিয়ে যান আপনারা। জেলা-উপজেলা পর্যায়ে কার্যক্রম চালু করা দরকার সব জায়গায় অসৎ মানুষের ছড়াছড়ি
হেআল্লাহ্ সবাইকে হেদায়েত দিন আমিন🤲🤲🤲
ছি ছি মানুষ এতো খারাপ হতে পারে দুঃখ জনক ঘটনা সবার সচেতন হওয়া উচিত আমাদের এমন আইন দরকার আমাদের সকলের সবাই ধন্যবাদ
স্যার আপনার ধৈর্য্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয়
আমিতো এদের বড় কোন অপরাধ দেখিনা। এরা তো দেশের অন্যান্য খাবার হোটেল রেস্টুরেন্ট হিসেবে অনেক ভালো
যারা অভিযান চালিয়েছে তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই।সবাই যদি এত একটিভ হতো তাহলে আমাদের দেশটা অনেক এগিয়ে যেত এবং খুবই সুন্দর হতো।
ভাই দই তো অনেকেই তৈরী করে লাইসেন্স ছাড়া। এসব ছোট ব্যবসায়ীদের ধরলে খুব কি লাভ হয়? প্রাণ বা ফ্রেশ এর মত বড় কোম্পানি একটু ধরে দেখান
Thik bhai
স্যার আপনি অনেক ভালো মানুষ আপনার জন্য অনেক দোয়া রইল আমাদের পরিবারের পক্ষ থেকে এত ভালো ভালো ভিডিও
যে যাই বলেন এই স্যারের ধৈর্য এবং নম্র ভদ্রের ব্যাপারটা সত্যিই প্রশংসার যোগ্য
হে আল্লাহ এমন একটা কর্মকর্তা যদি এ দেশে আরও থাকতো তাহলে এদেশ টা সত্যিই সোনার বাংলা হতো
দেশটাই মাঝে মাঝে মনে হয় রানিং 😂😂😂
অনেক অনেক অনেক ভালো কাজ করে জাস্ছেন l আপনাকে thx
এই ভিডিও আমি কালকে দেখছি।আজকে ৭১ টিভিতে দেখতেছি 😂😂😂😂😂😂😂😂
আরে ভাই সব কিছু তৈরী করতে যদি আমার সরকারি অনুমতি লাগে। তাহলে আমি কিসের স্বাধীন । 😢😢😢😢