৯ম ক্লাস l আলেকজান্দ্রিয়ায় জ্ঞানচর্চা l Epistemology in Alexandria l Euclid l Ptolemy l Archimedes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2024
  • আলেকজান্ডারের পতনের পর মেসিডোনিয়ার শ্রেষ্ঠত্বের জায়গাটা শেষ হলো-সর্বোচ্চ শিখরে পৌঁছালো টলেমিক সভ্যতা। যার গোড়াপত্তন মিশরে একটি সিটিকে কেন্দ্র করে-নাম আলেকজান্দ্রিয়া ।এখানে সাহিত্য, গণিত, ইতিহাস, অডিটরি, জ্যোতির্বিদ্যা , বিজ্ঞান ইত্যাদি বিষয়ের চরম উৎকর্ষ সাধিত হয়। এটাকে বলা হয় পৃথিবীর ইতিহাসের প্রথম সত্যিকারের বিশ্ববিদ্যালয়।
    আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের মজার বিষয় হল ওখানে কোন দর্শনের বিভাগ ছিল না।
    এখানে চর্চা করেছেন ইউক্লিড এবং জ্যামিতির অসাধারণ কাজগুলো তিনি এখানে করেছেন । পৃথিবীর প্রথম পরিধি মেপেছেন ইরাটোস্থেনিস তিনিও ছিলেন এই আলেকজান্দ্রিয়ার । গ্যালেন যিনি প্রথম রক্তের সংবহনতন্ত্র নিয়ে কাজ করছেন তিনিও আলেকজান্দ্রিয়ার একজন শিক্ষক । পৃথিবী সব কিছুর কেন্দ্র এবং অন্য সবকিছুই এটিকে ঘিরে আবর্তিত হচ্ছে এই তত্ত্ব দিয়েছিলেন টলেমি তারও কর্ম পরিধি ছিল আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়কে ঘিরে।
    এখানে যার কথা না বললেই নয় তিনি হলেন আর্কিমিডিস । একজন গণিতবিদ এবং বিজ্ঞানী । তিনি গণিতের অনেক সূত্র থেকে শুরু করে বিজ্ঞানের অনেক তত্ত্ব দিয়েছেন যা এখনো মানুষ ব্যবহার করছে ।এরকম অনেক মনিষীর উজ্জ্বল আলোর আভায় উৎকর্ষিত হয়েছে আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয় যার রশ্মি ছড়িয়েছে রেনেসাঁতে এবং পরবর্তীতে সমগ্র বিশ্বে।

ความคิดเห็น •