Buddhadeb Bhattacharjee: সক্রিয় রাজনীতিতে থাকা মানে প্রতিদিন পতাকা কাঁধে নিয়ে লড়াই করা নয়: মীনাক্ষী

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • ABP Ananda LIVE: 'সক্রিয় রাজনীতিতে থাকা মানে প্রতিদিন ৪টি মিছিল, ১০টি মিটিং, পতাকা কাঁধে নিয়ে লড়াই করা নয়। বামপন্থী রাজনীতিটা রাজনীতি প্রতিদিনের। নিজের প্রতিদিনের চলা তাঁর আচরণ, তাঁর জীবনের মধ্য দিয়ে। দুর্নীতি না করা নিজেদের জায়গায় অনড় থাকা। তাই বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যই। অভিভাবককে হারিয়েছে স্বপ্নগুলিকে হারায়নি, স্বপ্নগুলিকে সত্যি করার যে জেদ, যে সাহস আমাদের মধ্যে উনি দিয়েগেছেন তা হারায়নি', বললেন মীনাক্ষী মুখোপাধ্যায়।
    #minakshimukjherjee #BuddhadebBhattacharjee #BuddhadebBhattacharjeeDemise #WestBengalformerchiefminiter #Buddhadeb
    #CPIM

ความคิดเห็น • 4

  • @prabirsabita3837
    @prabirsabita3837 หลายเดือนก่อน

    আজ আমার কাছে খুব দুঃখের দিন। আরও কষ্ট পেলাম বুদ্ধ বাবুর সাদা কাপড় কিছু অসৎ মানুষ আজ স্পর্শ করলো। খুশি হতাম যদি ওই অসৎ মানুষ গুলো বলতো আমরা বুদ্ধ বাবুর অসম্পূর্ণ কাজ গুলো আমার সম্পূর্ণ করবো।

  • @rameshdas8788
    @rameshdas8788 หลายเดือนก่อน +2

    Lal Selam

  • @muluchchandoproduction1096
    @muluchchandoproduction1096 หลายเดือนก่อน

    লাল সেলাম কমরেড

  • @rabiroy4656
    @rabiroy4656 หลายเดือนก่อน +3

    ওনার আত্মার শান্তি কামনা করি 😢🙏
    একজন অরাজনৈতিক ব্যাক্তি হয়ে বলছি মমতা দিদি তুমি সত্যিই মমতাময়ী মা...তীব্র রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য কে যেভাবে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানালেন - এর জন্য গোটা বাংলার মানুষ মমতা দির প্রতি চির কৃতজ্ঞ থাকবে। মমতা ব্যানার্জি - তৃণমূলের সঙ্গে তীব্র রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও এবং মমতা ব্যানার্জি ও তার দলের তীব্র রাজনৈতিক সমালোচনা করা সত্ত্বেও মমতা দিদি বরাবরই তার সেই তীব্র রাজনৈতিক সমালোচক দের প্রাপ্য সম্মান দেন, রাজনৈতিক সৌজন্যতা দেখান - এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মহানুভবতা। দলের ঊর্ধ্বে উঠে দিদি বারবার প্রমাণ করেন তিনি দলনেত্রী নন একজন মহান জননেত্রী, প্রকৃত অর্থেই মমতাময়ী মা ❤ দিদি প্রমাণ করেছেন - আগে মানবিকতা পরে রাজনীতি। আজ প্রত্যেকটা রাজনৈতিক দলকে রাজ ধর্ম এবং মানুষের পাঠ পড়িয়েছেন মমতা। অশিক্ষিত, জালি, চোর, এইট পাশ, মিথ্যেবাদী, পাপ্পু নরেন্দ্র মোদি - অমিত শাহ - যোগী - দিলীপ ঘোষ - সুজন চক্রবর্তী - শতরূপ - বিমান বসু দের মতো অশিক্ষিত, ছোটোলোক, অসভ্য, 420, ভদ্রতার 'ভ' , নম্রতার 'ন' না জানা চার আনা - আট আনা মিথ্যেবাদী ২ পয়সার নেতাদের এবং বিজেপি, সিপিএম এর সব নেতাদের - মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাজ ধর্ম এবং রাজনৈতিক সৌজন্যতা শেখা উচিত।
    .
    বাংলার আমাদের অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আজ বুদ্ধদেব ভট্টাচার্য কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান দিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ থাকা অবস্থায় তার শারীরিক চিকিৎসার সমস্ত খরচ সহ ব্যাক্তিগত ভাবে মমতা দিদি যেভাবে বুদ্ধদেবের পুরোনো ফ্লাট সারানো সমস্ত খরচ বহন করে সবসময় একজন মায়ের মতো বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে থেকেছেন - এবং সঙ্গে আমাদের কোলকাতা শহরের প্রিয় মেয়র তথা বাংলার প্রিয় মন্ত্রী ফিরহাদ হাকিম এবং প্রিয় মন্ত্রী অরূপ বিশ্বাস কে নির্দেশ দিয়েছেন যাতে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ কে সম্মান দিয়ে পিস হেভেনে রাখা হয় এবং আমাদের কোলকাতা পুলিশের সাহায্যে সমস্ত ব্যাবস্থা টাকে সুসম্পন্ন ভাবে দেখার জন্য - বাংলার মানুষ এইজন্য চিরকৃতজ্ঞ থাকবে মমতা দির উপর 💯❤।