Are you mentally sick or not | তোমার মানসিক স্বাস্থ্যর কি খবর | Barun Kanti Ghosh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 มี.ค. 2022
  • ✅✅কোচিংয়ে বা কোন প্রাইভেট টিউটরের কাছে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়ার দিন প্রায় শেষ। যুগ বদলে গেছে। শিক্ষাকে সল্প মূল্যে সবার কাছে পৌছাতে হবে।
    প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
    সেই শিক্ষার্থী অসাধারণ যার কখনো কোনো কোচিং বা প্রাইভেট পড়ার দরকার হয়নি। তুমি যদি এই শ্রেণীর হও, তোমায় অসংখ্য ধন্যবাদ।
    কিন্তু এছাড়াও বর্তমান শিক্ষা কারিকুলাম অনুযায়ী কোনো শিক্ষার্থীর একজন মেন্টর থাকা খুবই জরুরী, যে তাকে পড়াশোনার সাথে সাথে জীবনের সঠিক দিক দেখাতে পারে। কোন শিক্ষার্থী যদি HSC Physics 1st/2nd Paper or Admission পড়ার জন্য কোন টিউটরের দ্বারস্থ হয় তবে দেখা যায় গড়ে ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা খরচ হয় শুধু একটা বই শেষ করার জন্য। কিন্তু শতকরা ৯০% ক্ষেত্রে শিক্ষার্থী শেষ
    পর্যন্ত কিছুই পায় না। কারণ এ ক্লাস গুলো সব হাওয়ায় মিলিয়ে যায় এবং দৌড়ঝাঁপ করে জ্যাম ঠেলে হাজার হাজার টাকা ভাড়া দিয়ে ক্লাসরুমে কোনরকমে সামান্য জায়গায় বসে ঐ শিক্ষকের থেকে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা আসলে খুব মুশকিল হয়ে যায়। এ বিষয়ে আমি ছোটবেলা থেকেই লক্ষ্য করেছি।
    আর আমার কথা বিশ্বাস না হলে তোমার নিজেকে একটা প্রশ্ন করো, প্রায় সমস্ত শিক্ষার্থী কোন না কোন শিক্ষকের কাছে অথবা কোচিং এ লক্ষ লক্ষ টাকা খরচ করে ভর্তি হয়। কিন্তু ভালো করে কত শতাংশ ?
    এর মূল কারণ ক্লাসে বইয়ের সব কিছুই গভীর ভাবে শিক্ষার্থীকে অনুধাবন করিয়ে আসলে কোন শিক্ষকের পক্ষে পড়ানো সম্ভব হয়না। কারণ তার একটার পর একটা ব্যাচ থাকে এবং মাথায় এই প্রোগ্রাম চলে যে কোনরকমে এই ব্যাচটি বের করে দিলে এর পরের ব্যাচের ঢুকবে এবং এই টানাপোড়েনের মধ্যে উনি কখন যে পড়ানোর পরিমাণ কমিয়ে দেন বা স্টুডেন্টের সামান্য কিছু জিনিস পড়িয়ে ছেড়ে দেন তা তিনি নিজেও খেয়াল করেন না। এই ঘটনা 99% ক্ষেত্রে কোচিং এবং প্রাইভেট টিউটর দের ক্ষেত্রে ঘটে। এছাড়াও আরও একটা সমস্যা রয়ে গেছে। সেটি হলো বাংলাদেশের ইন্টারমিডিয়েটে যত শিক্ষার্থী সাইন্স পড়ে তার শতকরা ২০% শিক্ষার্থী ভালো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শিক্ষার্থী গুণগত মানসম্পন্ন শিক্ষকের সান্নিধ্যে নেই।
    কিন্তু যুগ পরিবর্তনের সময় চলে এসেছে, সমস্ত সেবা এর মূল্য সময়ের সাথে সাথেকমে গেছে। কিন্তু তার মান বৃদ্ধি পেয়েছে। যেমন ধরো একটা সময় মোবাইল ফোনের কল রেট মিনিট প্রতি 10 টাকা ছিল এবং নেটওয়ার্ক ছিল খুব দুর্বল কিন্তু এখন কল রেট মিনিট প্রতি 1 টাকারও কম এবং নেটওয়ার্ক অনেক শক্তিশালী। যুগ মানুষকে বাধ্য করে পরিবর্তন হতে এবং বর্তমানের কোটি কোটি টাকার যে কোচিং বাণিজ্য হয় আগামী কয়েক বছরের মধ্যেই চার ভাগের এক ভাগে নেমে আসবে। কারণ ১-২% শিক্ষার্থী ছাড়া তোমার আমার মত প্রতিটি শিক্ষার্থী চায় খুব সামান্য অর্থের বিনিময় গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে। আমি যে প্যাকেজ কোর্স তোমাকে অফার করছি তা ধরে নিতে পারো এই যুগ পরিবর্তনের প্রাথমিক ধাপের মধ্যে একটি ধাপ। সঠিক এবং গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জনের জন্য দূরত্ব কোনো বাধা নয়। তুমি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যেকোনো স্থানে থাকো না কেন, তোমাকে সর্বোচ্চ গুণগত মানের শিক্ষা প্রদান করা আমার দায়িত্ব।
    Full Course Teacher
    ------------
    Barun Kanti Ghosh (16 Years’ Experience in Admission Test Teaching)
    EEE (BUET-2006), Ex-Notre Dame College (Group-4)
    MBA (IBA, University of Dhaka)
    Facebook ID: / baruneee
    Facebook Page: / barun.oraska
    ------------------
    ✅✅Course No-201(HSC First Paper Physics Foundation Course): Fee-2500
    🔷Course Content: ক্লাস ভিডিও: 145 টি (Duration-112 Hours), ১ ঘন্টার সৃজনশীল পরিক্ষা: 20 SET(With Solve Sheet) , ১ ঘন্টার MCQ পরিক্ষা: 20 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 1136139100560337
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal)
    ✅✅Course No-202(HSC Second Paper Physics Foundation Course): Fee-2500
    🔷Course Content: ক্লাস ভিডিও: 119 টি (Duration-104 Hours), ১ ঘন্টার সৃজনশীল পরিক্ষা : 21 SET (With Solve Sheet) , ১ ঘন্টার MCQ পরিক্ষা : 21 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 1241944279548377
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal)
    ✅✅Course No-203 (BUET/Dhaka University Physics Admission Program): Fee-3000
    🔷Course Content: ক্লাস ভিডিও: 167 টি (Duration-131 Hours), ভর্তি পরিক্ষার উপযুক্ত Written পরিক্ষা : 25 SET (With Solve Sheet) , ভর্তি পরিক্ষার উপযুক্ত MCQ পরিক্ষা : 24 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Admission Test Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 889120498423276
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal)
    ✅✅Course No-204 (BUET/Dhaka University Physics Admission (Short Syllabus-HSC-2021) Program): Fee-1500
    🔷Course Content: ক্লাস ভিডিও: 94 টি (Duration-75 Hours), ভর্তি পরিক্ষার উপযুক্ত Written পরিক্ষা : 12 SET (With Solve Sheet) , ভর্তি পরিক্ষার উপযুক্ত MCQ পরিক্ষা : 12 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 4 SET, Homework, Admission Test Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 294123559319175
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal)
    ভর্তির নিয়ম: পে করে গ্রুপে লিংকে যুক্ত হতে হবে । যুক্ত হউয়ার সময় যে নাম্বার থেকে পেমেন্ট করেছো তার শুধু বিস্তারিত দিতে হবে। বেস হয়ে গেল। তুমি গ্রুপে Join Request দিলে আমরা ১৫ মিনিটের মধ্যে সব কিছু চেক করে তোমায় Join করিয়ে দিবো। গ্রুপ Join করলেই বাকি সব কিছু কোর্সটি শুরু করতে পারবে।

ความคิดเห็น • 280

  • @fatimatul6123
    @fatimatul6123 2 ปีที่แล้ว +59

    আপনার ভিডিওটি সত্যিই চোখ খুলে দেবার মত ছিল। এই ভিডিও টি বাংলাদেশ এর বেশির ভাগের কাছে পৌঁছে যাবার দরকার। কিন্তু গাণিতিক ভাবে মাত্র দশ লাখের মধ্যে একজন করে দেখেছে ( কেননা ভিউজ এখন ২৮২১)। তাই ভিডিও টি যেনো প্রতি ১০০ জনের মধ্যে ১০ জন কমপক্ষে দেখতে পারে তাই এইটি আমাদের ট্রেন্ডিং করতে হবে। কেননা ভিডিওর এই ম্যাসেজ টা সমগ্র বাঙ্গালী জাতীর জানা প্রয়োজন।

  • @chandanasamul1851
    @chandanasamul1851 2 ปีที่แล้ว +4

    আমি আপনার বেশ কিছু ভিডিও ফলো করে সত্যি বলছি মুগ্ধ হয়ে গেছি।

  • @zahidislam3358
    @zahidislam3358 2 ปีที่แล้ว +34

    ভাইজান, আমি ৩১ বছর সরকারি চাকুরী করি। কেনো যেনো মনে হচ্ছে --- প্রতিটা সরকারি চাকুরীজীবিকে এই ক্লাস গুলো বাধ‍্যতামুলক করানো উচিৎ।

  • @bangladeshiedit460
    @bangladeshiedit460 2 ปีที่แล้ว +30

    আসলেই কথা গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ❤️❤️

  • @shubhabepari5237
    @shubhabepari5237 2 ปีที่แล้ว +28

    Lessons:

  • @sadiarahmansaje150
    @sadiarahmansaje150 2 ปีที่แล้ว +7

    বাস্তব কথা বলছেন স্যার। আমি তো সবসময়ই ডিপ্রেসড থাকি। এর থেকে নিজে নিজেই বের হতে চাচ্ছি। কিন্তু কষ্ট হচ্ছে, পারছি না। একটু সুখ খুজতে চাই শুধু।

  • @youtubeetc1655
    @youtubeetc1655 2 ปีที่แล้ว +14

    11 min 51 s এ জীবনের পথের সাবলীল শিক্ষা দিয়ে গেলেন৷ যা হয়তো অনেকদিনের প্রাতিষ্ঠানিক বা পারিবারিক স্কুলেও আজকাল বিরল।

  • @mdbazlurrahman7311
    @mdbazlurrahman7311 2 ปีที่แล้ว +1

    কথাগুলো শুনে আমার মনটা খুবই ভালো লাগলো। অত্যান্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ কথা।

  • @bdtutor24com11
    @bdtutor24com11 2 ปีที่แล้ว +9

    ভাই চরম সত্যি একটা বিষয় নিয়ে কথা বলছেন। এই টপিকটা পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা উচিত।

  • @m.a.mahmod419
    @m.a.mahmod419 2 ปีที่แล้ว +3

    You are absolutely right. You have opened my eyes. I want to be a honest man by my good mental thinking and hard working. Plz everyone pray for me.

  • @SyedAli-xq3hg
    @SyedAli-xq3hg 2 ปีที่แล้ว +6

    Your words are all true sir... We need to change our mindset Because if we can't change our mindset then our next generation The same mistake and the same mentality will remain.. 🙂

  • @bitulchakraborty1816
    @bitulchakraborty1816 2 ปีที่แล้ว +3

    95% sick!!!!!!You're absolutely right. Spiritual development is urgently needed for our people.

  • @himovro1356
    @himovro1356 2 ปีที่แล้ว

    I'm 💯 percent agree with you..we are mentally sick!!!! You are not wrong at all!❣️❣️❣️

  • @tarikomar8598
    @tarikomar8598 2 ปีที่แล้ว

    খুবই গুরুত্বপূর্ণ আর মহামূল্যবান কিছু কথা বলেছেন আপনি !!! তবে এই হিংসাপরায়নতা আর অহংকারী মনোভাব শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, সমগ্র দুনিয়াতেই বিদ্যমান, এজন্যই পৃথিবীর ৯৫% মানুষ অসুখী !!! মানুষের মধ্যে ইতিবাচক মনোভাবের চেয়ে নেতিবাচক মনোভাবটাই বেশী কাজ করে-সবকিছুই নতুন করে ঢেলে সাজানো উচিত বলে আমি মনে করি !!! সততার চেয়ে বড় কিছু নেই, এটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো ততো তাড়াতাড়িই আমাদের মংগল হবে আর প্রকৃতির বিচার-ওটাতো আছেই, এর হাত থেকে কারোরই রেহাই নেই 👍👍👍🌹🌹🌹✌️✌️✌️❤️❤️❤️

  • @138.samiakhan
    @138.samiakhan 2 ปีที่แล้ว +11

    Our country would be a much better place if people really knew- HARD WORK AND HAPPINESS OF BEING HONEST .

  • @aganimelandbd4722
    @aganimelandbd4722 2 ปีที่แล้ว +20

    স্যার ,আমি জানতে চাই জীবনে সফলতা বলতে আসলে কি বোঝায়? বুয়েট মেডিকেলে পড়তে পারাই কি জীবনের সফলতা? তাহলে একজন বাস ড্রাইভারকে কি আমি সফল মানুষ বলবো না? হ্যাঁ, এটা ঠিক যে ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হয়।তাহলে আমাদেরকে কী সবাইকে এটা শেখানো উচিত যে ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে তুমি জীবনে সফল না?কারণ তা না হলে কেউ সম্মান দেয় না। আসলে আমি পড়াশোনা করছি কিসের জন্য?

  • @Nomad_874
    @Nomad_874 2 ปีที่แล้ว +5

    Great to see someone discussing the most important but most underrated and neglected issue of our country.

  • @aminurislam6233
    @aminurislam6233 2 ปีที่แล้ว

    অত্যান্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনেক ধন্যবাদ ভাইয়া।

  • @narayandas9191
    @narayandas9191 2 ปีที่แล้ว

    স্যার আপনার এই কথাগুলো বর্তমান সমাজে প্রতিফলন হওয়া খুব দরকার

  • @rafiqulislam4494
    @rafiqulislam4494 2 ปีที่แล้ว +1

    অসাধারণ শিক্ষা পেলাম । ধন্যবাদ ।