শাহ্ বণিকের বাঘের দুধের দোকান | Info Hunter

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • মেসার্স শাহ্ বণিকের দোকান পুরান ঢাকার নবাবপুরের রথখোলার প্রায় দুইশো বছর পুরোনো দোকান। এই হেকিমি দোকানটি একটি ঐতিহ্যবাহী এবং সবার কাছে একটি বিশ্বস্ত দোকান। রাণী এলিজাবেথ এর দেয়া শাহ্ বণিক উপাধি নিয়ে ছয় প্রজন্ম ধরে সুনামের সাথে চলছে এই দোকানটি। এখানে যা কিছু পাওয়া যায় তার বেশির ভাগই দুষ্প্রাপ্য বলা চলে।
    #বাঘের_দুধের_দোকান
    For More Visit:
    Website: infohunterbd.b...
    Facebook: / bdinfohunter

ความคิดเห็น • 656

  • @sultanmahamudsultanmahamud1325
    @sultanmahamudsultanmahamud1325 2 ปีที่แล้ว +240

    এত পুরোনো একটি প্রতিষ্ঠান এখন কেউ ধরে রাখতে চায় না এখন যিনি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ধরে রেখেছেন তিনি যেন এভাবে প্রতিষ্ঠান টি ধরে রাখতে পারেন শুভ কামনা রইলো

    • @InfoHunter
      @InfoHunter  2 ปีที่แล้ว +5

      thank you

    • @sifatmedia859
      @sifatmedia859 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/qOLyRj02T6qclTRLB6VDww.html

    • @touhidhossain9225
      @touhidhossain9225 2 ปีที่แล้ว +6

      Amra to vai 20-30 years hoilei mone Kori brand... really aigulai hoilo brand since 200 years ago

  • @forhadulkabir2572
    @forhadulkabir2572 2 ปีที่แล้ว +88

    ব্যাবসায়ী ভাইয়ের কথা বলার ধরন আধুনিক, দোকানের মতো পুরনো না, বিষয়টি আমার খুবই ভাল লেগেছে। উনি সুশিক্ষিত ওনার কথায় বুঝা যাচ্ছে। শুভকামনা থাকল।

    • @Ahale-hadis
      @Ahale-hadis 2 ปีที่แล้ว

      কেন আধুনিক মানেই ভালো কিছু

    • @jahangirchowdury492
      @jahangirchowdury492 2 ปีที่แล้ว

      Right

  • @bluestone6648
    @bluestone6648 2 ปีที่แล้ว +104

    দোকানদার দাদা খুবই বিনয়ী আর জ্ঞানী মনে হলো। ধন্যবাদ এধরনের কন্টেন্ট বানানোর জন্য

    • @InfoHunter
      @InfoHunter  2 ปีที่แล้ว +1

      thank you too

    • @sifatmedia859
      @sifatmedia859 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/qOLyRj02T6qclTRLB6VDww.html

    • @mdshiddikhossain5957
      @mdshiddikhossain5957 7 หลายเดือนก่อน

      ​@@InfoHunterআসসালামুয়ালাইকুম ভাইয়া ওনার ফোন নাম্বারটা প্লিজ দয়া করে দেন আমি একটা অসুস্থ অনেকদিন ধরে ভুগছি প্লিজ দয়া করে উনার ফোন নাম্বারটা দেন আমি একটু পরামর্শ নিতে চাই

  • @RimonImtiaz
    @RimonImtiaz 2 ปีที่แล้ว +148

    আগেরকার বংশীয় ঘরের মানুষগুলাই অন্যরকম সুন্দর, the owner is such a polite & educated person ❣️

    • @sifatmedia859
      @sifatmedia859 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/qOLyRj02T6qclTRLB6VDww.html

    • @golammahiuddinkazi4510
      @golammahiuddinkazi4510 2 ปีที่แล้ว

      ঠিক বলেছেন। আগের দিন গুলো খুব ভালো ছিল। বুনিয়াদ মানুষ গুলোর আচরন নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল খুবই। তাদের মান সম্মানের ভয় ছিল। এখন আর মান নেই সন্মান নেই আর হৃদয় জুড়ে প্রতিক্ষণে কথা বলার ঢং ও নেই। এসব হচ্ছে আধুনিকতার নামে ঢ্যামনা মীর জায়গা খুঁজে পাওয়া। জান জানোয়ারের পর্যায় ক্রমে ক্রমে চলে যাচ্ছে। মানুষ মানুষের জ্ঞান।

  • @alipriyadutta620
    @alipriyadutta620 2 ปีที่แล้ว +65

    আমি কলকাতা থেকে আপনার ভিডিও টি দেখছি
    খুব ভালো লাগলো।
    আমি সেলুট জানাই ঐ দাদাকে। আজকের দিনে
    দাঁড়িয়ে ঐতিজ্যর সাথে
    পূর্ব পুরুষদের হাতে তৈরী
    করা একটি প্রতিষ্ঠান,বিনা
    সমস্করনের এগিয়ে নিয়ে
    চলেছেন।যেটা আজকের
    দিনে ভাবায়ায না। ধন্যবাদ ভালো থাকবেন 🙏🙏🙏🙏নমস্কার🙏🙏🙏🙏

  • @orakanowfel8067
    @orakanowfel8067 2 ปีที่แล้ว +52

    এমন ঐতিহ্যবাহী ও দুস্পাপ্য উপাদানের দোকান দেখে অনন্দিত হলাম ৷ মালিক ভাই যথেষ্ট স্মার্ট, ভ্লগারকে ধন্যবাদ ৷

    • @InfoHunter
      @InfoHunter  2 ปีที่แล้ว +1

      thank you

    • @sifatmedia859
      @sifatmedia859 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/qOLyRj02T6qclTRLB6VDww.html

  • @oindrilamajumdar6751
    @oindrilamajumdar6751 2 ปีที่แล้ว +10

    কি সুন্দর nostalgic আর আন্তরিক একটা ব‍্যাপার আছে video টার মধ্যে

  • @aka8503
    @aka8503 2 ปีที่แล้ว +76

    Owner of this shop is so polite, humble and also very knowledgeable.

    • @sifatmedia859
      @sifatmedia859 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/qOLyRj02T6qclTRLB6VDww.html

    • @bdbm859
      @bdbm859 2 ปีที่แล้ว +1

      Yeah

  • @nihitaghoshsrisha3826
    @nihitaghoshsrisha3826 2 ปีที่แล้ว +5

    উনি আমাকে বর্তমানে পড়াচ্ছেন। খুবই ভালো মনের মানুষ। অনেকবার আমাদের বাসা অনেকরকম জিনিস নিয়ে এসেছেন।

  • @tawfiqrazib9506
    @tawfiqrazib9506 2 ปีที่แล้ว +12

    ১০০ ভাগ খাঁটি বনিক। আশা করি উনি যে ভাবে পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন, পরবর্তী প্রজন্ম ও সে ভাবে এই ঐতিহ্য ধরে রাখবে।

  • @rajeshbishwas506
    @rajeshbishwas506 2 ปีที่แล้ว +23

    দোকানের ভাই টা খুব সুন্দর করে কথা বলেন। perhaps, highly educated 🥰, উনার প্রেজেন্টেশন টা খুব ভালো লাগছে

  • @md.ragibmahmud2429
    @md.ragibmahmud2429 2 ปีที่แล้ว +29

    দোয়া করি এই দোকান যেন পাচশত বছর টিকে থাকে।

    • @AhsanHabib-ec3ts
      @AhsanHabib-ec3ts 2 ปีที่แล้ว +6

      মাত্র পাঁচশো কেন ‼️ দোয়া করি, সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান মহান রাব্বুল আল-আমীনের অসীম রহমতে ইনশাআল্লাহ্ এই শাহ বনিক দোকান রোজ কিয়ামত পর্যন্ত বহাল তবিয়তে টিকে থাকে এবং উনারা যেন বংশ পরম্পরায় এভাবেই মানুষের সেবায় নিয়োজিত থাকেন। 👌👍
      কানাডার টরেন্টো থেকে।

    • @-ug5gh
      @-ug5gh 2 ปีที่แล้ว +2

      @@AhsanHabib-ec3ts ভাই আপনার কথাটা অনেক ভালো লাগলো

  • @rudrakashsumon1618
    @rudrakashsumon1618 2 ปีที่แล้ว +20

    সুজিত স্যার কে প্রনাম জানাই, আমি গাজীপুরের মানুষ, বাঘের দুধ গাজীপুর তৈরি হয় শুনে খুব খুব ভালো লাগলো, ইচ্ছা আছে একদিন এই দোকান দেখতে যাবো। ইনফু হানটারকে সাধুবাদ জানাই 🙏

  • @chandan-dev
    @chandan-dev 2 ปีที่แล้ว +12

    দোকান মালিকের প্রেজেন্টেশন অনেক সুন্দর। বিশেষ করে কন্ঠস্বর।

  • @musefahmed6383
    @musefahmed6383 2 ปีที่แล้ว +11

    ঐ দোকান ঐতিহ্যবাহী দোকান!খুবই ভালো।ধন‍্যবাদ।

  • @anjanasarkar7239
    @anjanasarkar7239 2 ปีที่แล้ว +2

    আমার বাবা মা সকলের আসল দেশ ঢাকা। ভিডিও টি দেখে একটা রক্তের টান অনুভব করছি। খুব ভালো লাগলো।

  • @shahiomranrahat
    @shahiomranrahat 2 ปีที่แล้ว +5

    অসাধারণ একজন মানুষ,,, দোকানদারের কথাগুলো মার্জিত এবং সুন্দর।

  • @jannat5483
    @jannat5483 2 ปีที่แล้ว +6

    💖💖দোকান মালিকের পূর্ব পুরুষদের জন্য সম্মান, ভালোবাসা, আন্তরিকতা দেখে সত্যি সত্যিই মনটা খুব ভারে গেল। আপনার পরতিও সমমান ভালো বাসা রইলো।💗💗

  • @abumusa1882
    @abumusa1882 2 ปีที่แล้ว +8

    প্রবীণদের প্রতি ভাইয়ের এমন শ্রদ্ধা ও ভালোবাসা দেখে ভালো লাগলো,

  • @dipakghosh5831
    @dipakghosh5831 2 ปีที่แล้ว +4

    বাঃ বেশ ভালো লাগলো। দোকানের পরিবেশ তার সাজ সব কিছুর মধ্যেই যেন অথেন্টিক কিছু ছোঁয়া পাওয়া যাচ্ছে 👍👍👍👍

  • @goutam4585
    @goutam4585 2 ปีที่แล้ว +10

    দোকানদার দাদার কথা শুনে মুগ্ধ হয়ে গেছি। ❤️❤️

    • @dipankarbhattasali188
      @dipankarbhattasali188 2 ปีที่แล้ว +2

      Amar dadur somoyer ukti "taka dile bagher chock paoya jai"

  • @rajibdutta5937
    @rajibdutta5937 2 ปีที่แล้ว +3

    পুরা ভিডিও টা দেখলাম খুব ভালো লাগলো,আর আমার ঠাকুরদার কথা মনে পরলো,আমার ঠাকুরদাদা র ও দেকান ছিলো,এমন টিনের পাএ,বোয়েম কাগজের ব্যগ, সওি অসাধারন।

  • @boroapu2168
    @boroapu2168 2 ปีที่แล้ว +12

    ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্য।।

  • @morsalinmia884
    @morsalinmia884 2 ปีที่แล้ว +5

    বাহ খুব ভালো লাগলো। আপনার ভিডিও মানেই নতুন কিছুর খোজ।দোকান দার টাও খুব টেলেন্ট। পুরনো ওইতিজ্য টিকে থাক।

  • @sahadathossain6970
    @sahadathossain6970 2 ปีที่แล้ว +3

    এই প্রতিষ্ঠানের ওনার যথেষ্ট জ্ঞানী ও অসাধারণ। উনার কথার বচন ভঙ্গির মাধ্যমে স্পষ্ট বুঝা যাচ্ছে বংশীয়।

  • @ziniaskitchen11
    @ziniaskitchen11 2 ปีที่แล้ว +3

    আমার শশুর বাসা পুরান ঢাকার নবাবপুর এ, এই রথখোলা দিয়ে সবসময় যাতায়াত করি কিন্তু মনযোগ দিয়ে দেখিনি কখন ও আপনার ভিডিও দেখে আমার জামাই বলল যে তারাও এই দোকান থেকে কেনাকাটা করেছে, ভালো লাগলো আপনার ভিডিও দেখি মাঝে মাঝে তবে আজকে এই ভিডিও টি দেখে বেশ ভালো লাগলো যে আমার বাসার কাছেই ২০৩ বছরের ঐতিহ্যেবাহী দোকান তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া দোয়া করি এই রকম আরো ঐতিহ্যেবাহী ইতিহাস বা জিনিস পত্র আমাদের সামনে তুলে ধরতে পারেন

  • @nadiyarahman4389
    @nadiyarahman4389 2 ปีที่แล้ว +2

    আসসালামুয়ালাইকুম ভাইয়া।আপনার এমন কোনো ভিডিও নেই যেটা আমি দেখি নি।কিন্তু কমেন্ট আজ প্রথম করলাম।এইরকম তথ্যবহুল ভিডিও তৈরী করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

  • @mahadebpal7696
    @mahadebpal7696 2 ปีที่แล้ว +7

    নমস্কার মহাশয়।আমি India থেকে বলছি।আপনার এই ভিডিও টা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি দারুন দারুন subject ছিল আর বাংলাদেশের সঙ্গে আমার একটা অন্তরের টান লুকিয়ে আছে,কেন সেটা জানি না।খুব খুব ভালো লাগলো এই ভিডিও টা আর দয়া করে যদি সম্ভব হয় তাহলে ওই দাদার মানে দোকানদারের contact number টা দেন কিম্বা ওনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম দেন তাহলে খুবই উপকৃত হয়।

  • @a.chakraborty6024
    @a.chakraborty6024 2 ปีที่แล้ว +3

    সর্বকালের সেরা মূল্যবান তথ্য সমৃদ্ধ একটি অমূল্য ভিডিও 🙏

  • @AdheeshBhattacharjee
    @AdheeshBhattacharjee 2 ปีที่แล้ว +25

    পুরানো ঐতিহ্য আগলে রাখা সহজ ব্যাপার নয়, কয়জন পারে? কত যত্ন, ভালোবাসা, পুরনো প্রজন্মের প্রতি শ্রদ্ধা সন্মান এর নিদর্শন এই দোকান।
    অনেক ধন্যবাদ এই ভিডিওটি আমাদের সাথে share করার জন্য।

  • @MDAkash-ic8tp
    @MDAkash-ic8tp 2 ปีที่แล้ว +14

    অভিনন্দন
    আমাদের সাভার নামাবাজারেও আছে এরকম প্রতিষ্ঠান "পোদ্দারের দোকান "

  • @aayataayat124
    @aayataayat124 2 ปีที่แล้ว +4

    ইউটিউবে অনেক ভিডিও দেখি অনেক ভিডিও দেখলাম কিন্তু এই ভিডিওটা অনেক ভালো লাগলো ।বিশেষ করে দোকানদার এবং উপস্থাপনা খুবই খুবই ভালো লেগেছে আর দোকানদার ভাইয়ের যে অভিজ্ঞতা আর জিনিস সম্পর্কে যেধারণা সেটা খুবই খুবই ভালো এবং যাকে বলে বোঝাতে পারবো না। এরকম একটা ভিডিও দেখার ।এত পুরানো দোকান আসলে মনটা ভালো হয়ে গেল সময় পেলে অবশ্যই ঘুরতে আসবো।

  • @lutforrahman1791
    @lutforrahman1791 2 ปีที่แล้ว +5

    অত্যন্ত ভালো একটি দোকান এর সন্ধান পেলাম ধন্যবাদ সবাই কে।

    • @InfoHunter
      @InfoHunter  2 ปีที่แล้ว

      thank you

    • @ahidmiah4387
      @ahidmiah4387 ปีที่แล้ว

      কোথায় দোখান দাদা

  • @manzurchowdhury481
    @manzurchowdhury481 ปีที่แล้ว +1

    Vodrolok onek talented. Onek knowledge rakhen MashaAllah

  • @mdnoyon4489
    @mdnoyon4489 2 ปีที่แล้ว +3

    অসম্ভব সুন্দর একটা ভিডিও উপহার দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আপনার ভিডিওটা দেখে আমার সেই ছোট্ট বেলার একটা কথা মনে হলো আমার এক দাদুর দোকান থেকে ১০ পাই দিয়ে সনপাপরী খাবার কথাটা খুব মিস করছি।

  • @Sinha6099
    @Sinha6099 2 ปีที่แล้ว +5

    এত সুন্দর ভাবে কথা বলেন 😮
    incredibile!

  • @TechTouhed
    @TechTouhed 2 ปีที่แล้ว +31

    ব্যবসা আসলেই উঁচু মানের, যদি আপনি ব্যবসা করতে জানেন।ব্যবসায়ীর বাচনভঙ্গিই বলে দেয় উনি আসলেই জাত ব্যবসায়ী।

  • @dolarahman3338
    @dolarahman3338 2 ปีที่แล้ว +7

    ভাই আপনাকে ধন্যবাদ। এতো প্রয়োজনীয় একটা জায়গা দেখানোর জন্য।

  • @himadrighosh2862
    @himadrighosh2862 2 ปีที่แล้ว +18

    দোকানদার অনেক জ্ঞানী অনেক আউট নলেজ রাখানে বলে মনে হচ্ছে।
    আমদের দেশের ব্যবসায়ীরা সাধারণত ব্যবসায়ী ও আর্থিক জ্ঞান বাদে অন্য জ্ঞান নেই বললেই চলে বাট উনি অনেক জ্ঞানী মনে হচ্ছে।

  • @riponkhan8759
    @riponkhan8759 2 ปีที่แล้ว +1

    ঐতিহ্যবাহী দু'শো বছরের এই পুরোনো হেকেমি দোকাটির ভিডিওটি দেখে আমি মুগ্ধ, আরও মুগ্ধ হয়েছি দোকানদারের পরিচ্ছন্ন বর্ণনায়। সময় করে একদিন যাবোই।

  • @riponahmed2693
    @riponahmed2693 2 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো ভিডিওটা দেখে মন চাচ্ছে এসে একবার দেখে তার সাথে কথা বলি দাদা শুভকামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন হয়তো একদিন দেখা হবে কথা হবে

  • @sabyasachimazumder5074
    @sabyasachimazumder5074 2 ปีที่แล้ว +4

    Really shah banik can only retain their old tradition.salute sir khub nostalgic .matter.valo thakben India 🇮🇳 theka deklam.

  • @AhsanHabib-ec3ts
    @AhsanHabib-ec3ts 2 ปีที่แล้ว +35

    সদরঘাট মোড়ে অবস্থিত ঢাকা কলেজিয়েট হাই স্কুল ১৮৩৫ সনে প্রতিষ্ঠিত এবং শাহ বনিক এই দোকান ১৮২০ সনে অর্থাৎ ঢাকা কলেজিয়েট স্কুল থেকেও আরও ১৫ বছর পূর্বের থেকেই ব্যবসা আরম্ভ করে আজ পর্যন্ত ২০৩ বছর পার হতে চললেও বংশানুক্রমে আজও সে-ই রকমভাবেই ঐতিহ্য ধরে রেখেই যেভাবে বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তা সত্যি'ই বিস্ময়কর বিষয়ই বটে ❗👌👌👌👍👍👍

    • @takiaakter4893
      @takiaakter4893 ปีที่แล้ว

      রিকশা ওয়ালা মামা কে কি বলেলেই হবে যে সদরঘাট কলেজিয়েট স্কুল? আর এই স্কুলের আশে পাশেই কি এই দোকান?

  • @papiyanag7731
    @papiyanag7731 2 ปีที่แล้ว +1

    Onek information pelam ey video ta theke.. Ekdomi alada kintu khub khub valo toh lagloi r onek kichu janao gelo.. Thanks Dada...

  • @robinalamin8466
    @robinalamin8466 2 ปีที่แล้ว +17

    ভাইয়া কে ধন্যবাদ দাদার স্রিতি ধরে রাখার জন্য। ইনশাআল্লাহ দেখা করব।

  • @tutunchanda7656
    @tutunchanda7656 2 ปีที่แล้ว +1

    Ashadharan dristibhangi natun prajonmer.....khub bhalo laglo onar onubhuti gulo upolobdhi kore

  • @debrajroy4017
    @debrajroy4017 2 ปีที่แล้ว +4

    অসাধারণ লাগলো....অনেক ভালোবাসা....ভারত থেকে।

  • @md.nazmulhasanbhuiyanfarid4164
    @md.nazmulhasanbhuiyanfarid4164 2 ปีที่แล้ว +1

    Oshadharon durlov oitihashik jinish dakhlam onek kisu janlam . Dhonnobad.

  • @radharanient
    @radharanient 2 ปีที่แล้ว +1

    BAH KHUB EE SUNDOR, MON BHORE GALO. SUBHO KAMONA ROYLO.

  • @amaderprotidin8863
    @amaderprotidin8863 2 ปีที่แล้ว +2

    বাহ! ইতিহাসের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। খুব ভালো লাগল।

  • @hussainarab3111
    @hussainarab3111 2 ปีที่แล้ว +2

    অসাধারণ চমৎকার একটা ভিডিও

  • @tamimhasanjoker
    @tamimhasanjoker 2 ปีที่แล้ว +20

    এমনই থাকুক। looks change করার দরকারই নাই। এই প্রাচীন গন্ধটা, ফ্লেভারটা, ঐতিহ্যটা টিকে থাকুক আদিরূপেই। এম্নিতেই আমরা পুরনো ঢাকার রাস্টি ফ্লেভার নষ্ট করে ফেলেছি অলরেডি। সবকিছু ঝাঁ- চকচকে করতে নেই।

  • @SaifulIslam-qe7kh
    @SaifulIslam-qe7kh 2 ปีที่แล้ว +3

    ঐতিহ্য ধরে রাখার জন্য ধন্যবাদ। একদিন দেখতে আসবো।

  • @mrmiss675
    @mrmiss675 2 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগল ভিডিও টা

  • @tanvirhosan2543
    @tanvirhosan2543 2 ปีที่แล้ว +2

    dokandar vaita kubi sundor vaba protakta jinis bujai dissa.. Nic vai

  • @ambarishdebgupta7762
    @ambarishdebgupta7762 2 ปีที่แล้ว

    Durdanto laglo video ta, tar shonge dokan er malik er kothabarta o!!

  • @abdussalam7254
    @abdussalam7254 2 ปีที่แล้ว +5

    সুন্দর, খুব উপভোগ করলাম

  • @BeastlyGorilla
    @BeastlyGorilla 2 ปีที่แล้ว +1

    bah onek shundor laglo.

  • @tahsinrahman9393
    @tahsinrahman9393 2 ปีที่แล้ว +3

    আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ভালবাসি। প্রত্যেকটি ভিডিও আমি দেখি। খুবই ভালো লাগে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ভাই।
    গোয়ালন্দ উপজেলা, রাজবাড়ী।

  • @zak3077
    @zak3077 2 ปีที่แล้ว +1

    Darun ekta vlog dekhlam

  • @GoodBoy-bc8fg
    @GoodBoy-bc8fg 2 ปีที่แล้ว +6

    তার কথা বলার ধরন ভালো বংশের পরিচয় বহন করে।মালদ্বীপ থেকে দেখছি।

  • @LifeisBeautiful-pr8yk
    @LifeisBeautiful-pr8yk 2 ปีที่แล้ว +2

    ভালো লাগলো রিপোর্ট টি।

  • @rakibarahman7848
    @rakibarahman7848 2 ปีที่แล้ว +7

    দারুণ লাগলো ❤️

  • @MAMuqsith
    @MAMuqsith 2 ปีที่แล้ว +4

    Old is Gold Always...Thanks

  • @hasanbhuiya5248
    @hasanbhuiya5248 2 ปีที่แล้ว +2

    Education- study....... fair...... good thanks 👍......

  • @md.shaifulislam4482
    @md.shaifulislam4482 2 ปีที่แล้ว +18

    এ ঐতিহ্যবাহী দোকান-টি বংশপরম্পরায় ধরে রাখার জন্য শাহ বণিক পরিবারের সকল সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।

  • @mirzamoni7332
    @mirzamoni7332 2 ปีที่แล้ว +3

    এখান থেকে আয়ুর্বেদ এর অনেক উপাদান আমি আমার গুরুর নির্দেশে এখান থেকে নিয়ে থাকি, দেশের বাইরেও যায়।❤️

    • @MdArif-cc4lj
      @MdArif-cc4lj 2 ปีที่แล้ว

      Vai dohakandear number ta ke aca thakala send plz

  • @ArmanKhan-vb8kz
    @ArmanKhan-vb8kz 2 ปีที่แล้ว +3

    দাদা খুব ভালো মনের একটা মানুষ

  • @raimunbinsuleman2234
    @raimunbinsuleman2234 2 ปีที่แล้ว +2

    Wøooowwww KhuB Bhalo laglO 😊😊💚💝🇧🇩👍👍👍👍

  • @baishakdey7620
    @baishakdey7620 2 ปีที่แล้ว +5

    Sujit Sir you are such a genius person. Your knowledge about medicine gives me goosebumps. Lord Krishna bless you. I hope I will meet you very soon.

  • @jkdeb3822
    @jkdeb3822 2 ปีที่แล้ว +7

    Shakib bhai, wonderful presentation to your viewers!

  • @OmarVlog01611700007
    @OmarVlog01611700007 2 ปีที่แล้ว +2

    ভাই ভিডিওটি দেখে মন জুড়িয়ে গেল.... বরাবরের মতই আপনার ভিডিওগুলি অসম্ভব রকম সুন্দর হয়... ভাই আপনার সাথে একদিন দেখা করা দরকার 💖💖💖💖

    • @InfoHunter
      @InfoHunter  2 ปีที่แล้ว +1

      dekha hobe vi insha allah

  • @JAMINIROYHD
    @JAMINIROYHD 2 ปีที่แล้ว +1

    *‌দে‌খে অ‌নেক ভাল লাগল*

  • @tabreznazir6265
    @tabreznazir6265 2 ปีที่แล้ว +2

    চমৎকার একটা ভিডিও হয়েছে ভাই

  • @businesswithashfaqur8775
    @businesswithashfaqur8775 2 ปีที่แล้ว +1

    দেখতে যাবো ইনশাআল্লাহ

  • @mridhanashir8191
    @mridhanashir8191 2 ปีที่แล้ว +1

    নাইছ দেখে ভাল লাগল

  • @riponbakali7417
    @riponbakali7417 2 ปีที่แล้ว +5

    আমি নিজেও কোনো একসময় অনেক সময় দিয়েছি এই দোকানে, সেই সময়টা এখোনো অনুভব করি ❤️❤️❤️❤️❤️

  • @Taohidun_Nur
    @Taohidun_Nur 2 ปีที่แล้ว +2

    খুব ভাল লাগল ভিডিওটা দেখে

  • @faysalrayhan3148
    @faysalrayhan3148 หลายเดือนก่อน

    কিছুদিন আগে গিয়েছিলাম, তাদের ব্যবহার যথেষ্ট ভালো।

  • @princeomar9150
    @princeomar9150 2 ปีที่แล้ว

    Ango elakar,posharir dokan😍😍
    Choto theke nei eikhan Theke sodai😍😍❤️❤️

  • @FaiyazAyaz
    @FaiyazAyaz 3 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ
    আমরা আজকে এই দোকানে গিয়েছিলাম 🎉

  • @Nurzida_isayeda
    @Nurzida_isayeda ปีที่แล้ว

    বাংলাদেশের মানুষদের অনেক ধন্যবাদ

  • @tareqahmed1711
    @tareqahmed1711 2 ปีที่แล้ว +3

    দোকানদার খুব ভালো মনের মানুষ,

  • @abunoman7319
    @abunoman7319 4 หลายเดือนก่อน +1

    আমার খুব ভালো লাগে

  • @Rehan-eg9eh
    @Rehan-eg9eh 2 ปีที่แล้ว +1

    বিশ্বাস করেন ভাই ভিডিওটা অসাধারণ হয়েছে???

  • @friendsdesignsolution9827
    @friendsdesignsolution9827 2 ปีที่แล้ว +2

    চট্টগ্রামের প্রিতম বাদশার দোকান। আসাদগঞ্জ
    আর ভাইয়ার কথা গুলা শুনতে চমৎকার।

  • @Mdalamin-fv3wz
    @Mdalamin-fv3wz 2 ปีที่แล้ว +1

    Valo lagsey vdo ta plus dokan taw

  • @Bloggerbhat
    @Bloggerbhat 2 ปีที่แล้ว +1

    Ki apurbo, ai manushti ato gayn er vandar🙏🙏🙏

  • @David-he1ni
    @David-he1ni ปีที่แล้ว +2

    I loved the fact that how Mr Sujit explains the term of 'tiger's milk' as a metaphor and natural herbal elixir of bamboo milk as a reality. There's no clash.

  • @dailylife22l
    @dailylife22l 2 ปีที่แล้ว +7

    দোকানী ভাইয়ার নলেজ দেখে আমি অবাক হয়ে গেছি জাস্ট!!!! রেসপেক্ট টু হিম ❤️

    • @InfoHunter
      @InfoHunter  2 ปีที่แล้ว

      thanks

    • @cylon_aspect6474
      @cylon_aspect6474 2 ปีที่แล้ว +3

      Uni Bangalore theke pora likha koresen and he is basically a teacher has his own school ...dokan ta unar family business.

  • @syedaafrosejahan3876
    @syedaafrosejahan3876 2 ปีที่แล้ว +5

    Excellent presentation!!!!!

  • @jahurulislam8390
    @jahurulislam8390 2 ปีที่แล้ว +1

    অসাধারণ ভালো লাগা একটা রিপোর্ট

  • @স্বদেশইউনানীফার্মা

    ইউটিউবে অনেক ভিডিওর মাঝে কিছু ভিডিও ভালো লাগার তার মধ্যে এই ভিডিও একটি ।

  • @bandramihouse678
    @bandramihouse678 2 ปีที่แล้ว +15

    আমাদের চট্টগ্রামেও একটা এরকম দোকান আছে যেটা আন্দরকিল্লায়। নাম হলো প্রীতম বর শাহর দোকান। এটাও অনেক পুরনো

    • @Luminoso93
      @Luminoso93 2 ปีที่แล้ว

      সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওতে দেখেছি।

  • @antisatanismintelligence6636
    @antisatanismintelligence6636 2 ปีที่แล้ว +1

    Thanks Info Hunter for this Information

  • @tamalikamitra119
    @tamalikamitra119 2 ปีที่แล้ว +3

    Darun

  • @badhonbanik
    @badhonbanik 2 ปีที่แล้ว +1

    Valo laglo

  • @dondonbadshah6243
    @dondonbadshah6243 2 ปีที่แล้ว +1

    দোকানদার এর কথা গুলো অনেক সুন্দর

  • @nepaljana9810
    @nepaljana9810 2 ปีที่แล้ว +3

    স্যার খুব ভালো

  • @tuhinsarkar4352
    @tuhinsarkar4352 2 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো ❤️