Jibone jodi deep - জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো - Satinath Mukherjee || Modern song || Videomix

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 1.2K

  • @Rupalidinergann2024
    @Rupalidinergann2024 ปีที่แล้ว +120

    26 বছরের জীবনে প্রেম কি জিনিস জানিনা। স্মার্ট যুগের ছেলে হয়েও এখনো আমি একা। এতটা দীর্ঘ সময় সিঙ্গেল থাকার পরেও বিরহ-বিচ্ছেদ কোনটাই ঘটেনি। কি কারণে জানিনা ছোটবেলা থেকেই এই গানগুলোর প্রতি একটা মোহ কাজ করে। হয়তো পারিবারিক না হয় সামাজিক যে কোন একটা কারণ তো রয়েছেই বলতে গেলে প্রকৃতিগত ভাবেই এটা আমার পাওয়া। ফলাফল স্বরূপ বলা যায় এই দিকটায় আমি অন্যান্য মানুষদের থেকে সম্পূর্ণই আলাদা। স্মৃতি রেখে গেলাম। যতদিন এই গানটি রবে ততদিন আমার এই ছোট চিরকুটটিও থাকবে। এই গানের প্রেমিকরা গান শুনতে এসে আমার কমেন্ট টিও আর তাতে দুই একটা লাইক ও করবে। নোটিফিকেশন পেয়ে আবারো সেই গানটি শুনতে আসব। তখন মনে মনে সেই পুরনো স্মৃতিগুলো বিচরন করবো। হয়তো তখন কাঁদবো না হয় হাসব।

    • @TanoMeher
      @TanoMeher 9 หลายเดือนก่อน +5

    • @kaziaynalhaque1697
      @kaziaynalhaque1697 6 หลายเดือนก่อน +3

      আন্তরিক ভালোবাসা নিও

    • @Bappa-h3l-o7q
      @Bappa-h3l-o7q 5 หลายเดือนก่อน +2

      💖

    • @MizanurRohman-b3o
      @MizanurRohman-b3o 2 หลายเดือนก่อน +2

      এতোদিনে আমার মতো করে আর কেউ কথা বললো।

    • @creativesanjit5721
      @creativesanjit5721 2 หลายเดือนก่อน +1

      আমিও আছি ভাই আপনার অনুসারী

  • @luckyjamal5947
    @luckyjamal5947 3 ปีที่แล้ว +36

    যতদিন বাংলা ভাষা, বাংলাগান, ততদিন গৌরি প্রসন্ন মজুমদারের গান। চির জাগরুক।

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

    • @shahadathossain4021
      @shahadathossain4021 ปีที่แล้ว

      ​@@Sonabeej❤

  • @feruzsarder7892
    @feruzsarder7892 2 ปีที่แล้ว +24

    চল্লিশ বছর আগে এই গানটি শুনে ছিলাম জীবনে প্রথম বার তখনও যেমন লেগে ছিল আজ আবার শুনলাম 40বছর ঠিক তেমনি লাগছে (অবশ্য গান শুনা ছেড়ে দিয়ে ছি ‌,, ইচ্ছে করে এই গান গুলো শুনি কিন্তু পরকালের কথা ভেবে শুনি না।

  • @uttamdhar4508
    @uttamdhar4508 3 ปีที่แล้ว +56

    প্রেমের স্বর্গীয় অনুভুতি। আজকালকার গীতিকারেরা কি এরকম ভাষা হারিয়ে ফেলেছেন। গীতিকার ও শিল্পীকে আমার প্রণাম।

    • @tightScheduleNiv
      @tightScheduleNiv 2 ปีที่แล้ว

      Ekhn r prem valobasa bole kichui nei

    • @neyazmahmud8862
      @neyazmahmud8862 2 ปีที่แล้ว

      সত্যি একটা কথা বলেছেন আপনি

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @salimreza4302
    @salimreza4302 3 ปีที่แล้ว +95

    ছোট বেলাই এ সব গান শুনতাম।অর্থ বুঝতাম না কিন্তু ভালো লাগতো।ভালো লাগতো গানের কথা, সুর, গায়কী। এখন বুঝি, আমাদের ভালোলাগা ভুল ছিলো না।ভুল ছিল না আমাদের রুচিবোধ। এখনো সেই সময়ের ভালো লাগা নিয়েই মন্ত্রমুগ্ধের মতো ফিরে যায় সেই সোনালী অতীতে। আহা কি ভালোই না ছিলো আমাদের ছোট বেলা।অহংকার বোধ হয় সেই ছোট বেলার জন্য।যে সমস্ত শ্রোতা এ গানে কমেণ্ট করেছেন তাদের প্রত্যেকের রুচিবোধের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 2 ปีที่แล้ว

      খুব সুন্দর দিনের গান

    • @nemaimondal7610
      @nemaimondal7610 ปีที่แล้ว +4

      ষাটের দশক থেকে নব্বই এর দশক পযন্ত্য "যা" আমি পেয়েছি - পর কোনো জন্মে আর পাবো কি না জানি না। যাঁরা মন্তব্য করেছেন তাঁদের জন্য রইলো অকৃপণ শ্রদ্ধা

    • @abdullahmasud8764
      @abdullahmasud8764 10 หลายเดือนก่อน

      হাজার বার শুনেও পুরনো হয় না

    • @ashrafulalam1760
      @ashrafulalam1760 9 หลายเดือนก่อน

      অশেষ কৃতজ্ঞতা ও শুভ কামনা

  • @nishattasnim9473
    @nishattasnim9473 2 ปีที่แล้ว +16

    আমি একবিংশ শতাব্দীর একজন মানুষ, নিজেই বিশ্বাস করতে পারছি না!
    নিজের ভেতর একটা প্রাগৈতিহাসিক অনুভূতি অনুভব করছি....
    জীবনটা অদ্ভুত। ভীষণ অদ্ভুত।

  • @goldisold3612
    @goldisold3612 3 ปีที่แล้ว +90

    মন প্রাণ ভরে গেলো।।।বেঁচে থাকুক দীর্ঘদিন এই পুরোনো দিনের গান গুলো।মানুষ এখন প্রায় অন্তরহীন, বাঙালী ভাবাবেগও শুন্যপ্রায়।।

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว +3

      অনেক ধন্যবাদ এ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা আপনাকে।

    • @AbulKalamAzad-fu9om
      @AbulKalamAzad-fu9om 2 ปีที่แล้ว +2

      Lk

    • @jagodishbiswas8190
      @jagodishbiswas8190 ปีที่แล้ว

      ​@@AbulKalamAzad-fu9omaa 4:03

    • @shirinakhter6501
      @shirinakhter6501 ปีที่แล้ว +1

      Khob vhalo mon vora gelo

  • @shiblymahmood2401
    @shiblymahmood2401 ปีที่แล้ว +25

    এমন আবেগ পূর্ণ কন্ঠস্বর ❤, কোথায় সেই গীতিকার মহোদয়।।।।
    স্মৃতিকথা গাঁথা মালা, সবই জগদীশ্বরের অশেষ ❤ লীলা খেলা। মানবতাই বড় ধর্ম ❤❤❤❤

  • @smaranikadas1486
    @smaranikadas1486 3 ปีที่แล้ว +26

    অাহা যেমন শরৎ অামার প্রিয় তেমনি দেবদাস....অতুলনীয় একটা গান উপহার দিলেন শিল্পী....সত্যিই কিছু যন্ত্রণা মুখে না বলে গানেও বুঝিয়ে দেওয়া যায়....

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว +1

      ধন্যবাদ গানটি শোনার জন্য এবং চমৎকার কমেন্টের জন্য।

  • @luckyjamal5947
    @luckyjamal5947 3 ปีที่แล้ว +39

    যতদিন বাংলা ভাষা আছে বাঙ্গালীর গান আছে ততদিন গৌরীপ্রসন্ন মজুমদেরের গান আছে থাকবে। চির জাগরুক হয়ে

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @saifulanower7858
    @saifulanower7858 3 ปีที่แล้ว +57

    এমন শিল্পী আর জন্ম নিবেনা, আর আসবেনা ৯০ শতকের ফেলে আসা মন কাড়া গান গুলী,
    যৌবনের শেষ পারম্বে এই গান গুলোই পুজি হয়।পরম আনন্দ দেয়। গানতো নয় যেন
    একটা ইতিহাস!!!ছোট বেলাকার গান গুলো শুনে মন টা ভরে গেলো ‌।1980
    সালে ও শুনলাম আবার২০২১ সালে ও শুনলাম। একটা কমেন্ট রেখে গেলাম,, life time
    সালের জন্য।। এ গান কখোনো পুরাতোন হবে না, সেই কত বছর আগে থেকে এই গান
    গুলা শুনে আসতাছি তবুও মনে হয় এই প্রথম শুনলাম।

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว +2

      অনেক ধন্যবাদ চমৎকার কমেন্টের জন্য এবং গানটি শোনার জন্য। আমি অভিভূত আপনার কমেন্টে।

    • @mathuoskar1558
      @mathuoskar1558 2 ปีที่แล้ว

      @@Sonabeej f

    • @latifajahan
      @latifajahan ปีที่แล้ว

      Latifa Mohammad

  • @antubiswas23
    @antubiswas23 2 หลายเดือนก่อน +4

    বর্তমানে এমন নতুন সৃষ্টি হয় না। কথা, সুর আর কন্ঠের একটা অনন্যতা লক্ষনীয়। আমি প্রায় প্রতিদিন গানটি শুনি।

  • @MohamadsohidulislamMohamadsohi
    @MohamadsohidulislamMohamadsohi ปีที่แล้ว +12

    এই গান জীবনে প্রথম বার শুনেছিলাম এক অন্ধ লোকের কন্ঠে, তখন বয়স কত হবে আট দশ বছর, আর আজ হাফ সেঞ্চুরির কাছাকাছি এসে ও যতবারই এগান শুনি তবুও শুনার সাধ মিটেনা। ❤

  • @abusufian8135
    @abusufian8135 3 ปีที่แล้ว +121

    শরীর শিহরিত হয়ে যায়। অসাধারণ একটি গান। গর্বিত বাঙালি জাতি। আগের দিন ভালো ছিল। চীর অমর হয়ে থাকবে এই গান।

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว +7

      ধন্যবাদ গানটি শোনার জন্য এবং আবেগময় চমৎকার কমেন্টটির জন্য।

    • @shamsuddinahmed5221
      @shamsuddinahmed5221 3 ปีที่แล้ว

      @@Sonabeej.

    • @dr.krishnendusengupta6649
      @dr.krishnendusengupta6649 3 ปีที่แล้ว +2

      Proud to be a Bengali listening to this song

    • @dulaldebnath405
      @dulaldebnath405 3 ปีที่แล้ว

      6 by Fri

    • @mayatahi6803
      @mayatahi6803 3 ปีที่แล้ว

      ঠিক

  • @utsavmanna1839
    @utsavmanna1839 3 ปีที่แล้ว +62

    "বিরহে হব জানি বরণীয়"সত্যিই বাংলা ভাষা অনন্য, অসাধারণ। ছোটোবেলায় গানগুলো শুনেছি না বুঝে কিন্তু এখন এই পুরানো দিনের গানগুলোর মানে বুঝতে পেরে মনে হয় সত্যি তখনকার গীতিকাররা হয়তো নিজেদের উপলব্ধিকে গানের কথায় প্রকাশ করতেন। এখনকার মানুষের আর মন বলে কিছু নেই, তাই সেই উপলব্ধিও নেই। এটা ভেবেই সান্ত্বনা পাই যে,এখন নেই তো কি হয়েছে , আগে তো ছিল। অর্থাৎ অতীতকে বাদ রেখে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব না।

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว +5

      গানটি শোনার জন্য ও চমৎকার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিন।

    • @bipradaschakrabarty378
      @bipradaschakrabarty378 2 ปีที่แล้ว +4

      এখন অনেক প্রকৃত সংগীত অনুরাগী আছেন ভাই।

    • @sojibshaikh5539
      @sojibshaikh5539 2 ปีที่แล้ว +2

      সহমত প্রকাশ করছি

    • @talukdarsamru7043
      @talukdarsamru7043 2 ปีที่แล้ว +2

      @@Sonabeej চমৎকার

    • @bappynath3122
      @bappynath3122 ปีที่แล้ว

      😢😢😢😢

  • @rahulsarkar1521
    @rahulsarkar1521 24 วันที่ผ่านมา +1

    অসাধারণ নিদর্শন।। ভালো বাসার জগতে যদি প্রাপ্তি বলে কিছু থাকে তার নাম বেদনা।।

  • @MuhammadAkkasurRahman
    @MuhammadAkkasurRahman 3 หลายเดือนก่อน +28

    জীবনে প্রেম কি জিনিস জানিনা ছোটবেলা থেকেই এই গানগুলোর প্রতি একটা মোহ কাজ করে। হয়তো পারিবারিক না হয় সামাজিক যে কোন একটা কারণ তো রয়েছেই বলতে গেলে প্রকৃতিগত ভাবেই এটা আমার পাওয়া। ফলাফল স্বরূপ বলা যায় এই দিকটায় আমি অন্যান্য মানুষদের থেকে সম্পূর্ণই আলাদা। স্মৃতি রেখে গেলাম। যতদিন এই গানটি রবে ততদিন আমার এই ছোট চিরকুটটিও থাকবে। এই গানের প্রেমিকরা গান শুনতে এসে আমার কমেন্ট টিও আর তাতে দুই একটা লাইক ও করবে। সোনাখুলী সৈয়দপুর তমি দীর্ঘজীবি হও এই মোর কাম্য। বেঁচে থাকা অবদি বহু স্মৃতিগুলো মনে পড়বে ,হয়তো তখন কাঁদবো না অন্যের চোখকে ফাঁকি দিয়ে আঁড়ালে অবশ্যই কাঁদব।

  • @thanos6608
    @thanos6608 2 หลายเดือนก่อน +1

    আহা! কি অদ্ভুত সুন্দর গানের ভঙ্গি। যেন মিশে রয়েছে গভীর বেদনাময় না পাওয়ার আকুলতা আর ব্যাকুল মন..

  • @gautamkumardas6412
    @gautamkumardas6412 3 ปีที่แล้ว +50

    গানের কথা, সুর ও গায়কের কণ্ঠ এককথায় অসাধারণ। এই গান মানুষের মনে চিরকাল অমর থাকবে।

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว

      ধন্যবাদ কমেন্টের জন্য।

    • @bipradaschakrabarty378
      @bipradaschakrabarty378 2 ปีที่แล้ว

      সহমত আপনার সাথে। অসাধারণ মন্তব্য আপনার !!!

  • @BabulMembar
    @BabulMembar 9 หลายเดือนก่อน +2

    সত্যি সত্যি এ-ই গান ঠান্ডা মাথায় শুনতে শুনতে অটোমেটিক ঘুম চলে আসবে এবং বাঝে চিন্তা মুক্ত হবে যারা গান গুলো তৈরি করেন ও সুরকার ডিউক তাদের জন্য রহিলো আমার হাজারো দোয়া ও ভালো বাসা

  • @nurulislamkhan299
    @nurulislamkhan299 3 ปีที่แล้ว +12

    যতই শুনি, কিন্তু মনের ক্ষুধা মিটে না। কি অসাধারণ গান। কি ভাবে ও কত দরদ দিয়ে এ গান রচিত হয়েছে এবং গাওয়া হয়েছে তার তুলনা নাই।

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @shantaislam8059
    @shantaislam8059 2 ปีที่แล้ว +10

    আহা.... কি দরদ কি অনুভূতি
    জীবন্ত আবেগ গুলোর এত সুন্দর স্পষ্ট
    এ গান যেন প্রানের কথা বলে....❤️❤️

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে ধন্যবাদ চমৎকার এ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য। প্লিজ অন্যদেরকেও শেয়ার করুন গানটি। শুভেচ্ছা।

  • @usdersk292
    @usdersk292 3 ปีที่แล้ว +23

    দেবদাসের জীবন চরিত্রের সঙ্গে গানটা অনেকটাই মিল এবং দৃশ্যগুলো খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে | গানটিতে ভালই ছিল দৃশ্যগুলো গান খানাকে আরো প্রাণবন্ত করে তুলেছে |

  • @fatematujjohura9932
    @fatematujjohura9932 3 ปีที่แล้ว +128

    বাবার প্রিয় গান ছিলো এটি,, বাবা প্রায় প্রতিদিন এই গানটা আর `মরমিয়া তুমি চলে গেলে' এই দুটো গান শুনতেন। আমার পাঁচ বছর বয়সে তিনি চলে যান। এরপর মা যখনই এই দুটো গান চালাতেন কেবলই বাবার কথা মনে পড়তো। ওটুকু বয়সেই ভাবতাম বাবা কি অন্য জগৎ থেকেও শুনতে পাচ্ছে তার প্রিয় গান!! এখনও যখনই গানদুটো শুনি, শুধুই বাবার কথা মনে পড়ে ❤️❤️

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว +3

      ধন্যবাদ।

    • @firozahmed5307
      @firozahmed5307 3 ปีที่แล้ว +4

      Fatima maa love u as dad.as my daughter.allah devoted soul 0f your father as jannaty aameen.be fine and safe at home.ok dear.from Dhaka Bangladesh on 13.06.2021.

    • @kongkonsarkar4153
      @kongkonsarkar4153 3 ปีที่แล้ว +4

      আপনার মন্তব্যটা পড়েই কেমন জানি বুকটা কেপে উঠলো।। কত কষ্ট নিয়ে আপনি ও আপনার মা বেচে আছেন!! ভাবতেই চোখে জল এসে যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, গড আপনাদের সহায় হোন।

    • @BiswajitSarkar-kj4cq
      @BiswajitSarkar-kj4cq 3 ปีที่แล้ว +2

      😭😭😭 🙏🙏🙏

    • @sproutingdream9510
      @sproutingdream9510 ปีที่แล้ว +2

      Amio shunshi ganta edaning..
      Ganta amar babar o prio chilo..
      Baba chale gelen...kasto

  • @PriyankarRoy
    @PriyankarRoy 2 ปีที่แล้ว +57

    জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো
    সমাধি পরে মোর জ্বেলে দিও।
    এখনো কাছে আছি তাই তো বোঝনা
    আমি যে তোমার কত প্রিয়।।
    হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম
    বুঝিতে তুমি ওগো কি যে তারি দাম
    আমি যে অসহায় আমার এ অপরাধ
    পার তো ক্ষমা করে নিও।।
    যেদিন চিরতরে হারায়ে যাব আমি
    ভাঙিবে ভুল তব তোমারে পাব আমি।
    সেদিন ডাক যদি এ নাম ধরে হায়
    রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়
    তবুও আমায় পাবে না খুঁজে আর
    বিরহী হব জানি বরণীয়।

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว +1

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

    • @s.sarker95
      @s.sarker95 ปีที่แล้ว

      ধন্যবাদ।

    • @MdsayimAbir
      @MdsayimAbir ปีที่แล้ว +2

      একটা মজার বিষয় হচ্ছে এখন রাত্র দুইটা বাজে। আমি এখন মোশারফ করিমের বাজি নাটক দেখতেছি, ওই সময় এই গানের মিউজিকটা চলছিল নাটকের ভিতরে।তখন মনে খুব স্বাদ যাগচ্ছল যে এই গানটা শুনবো। তাই শুনতে ছিলাম, আসলে যেমন ভাবছিলাম গানটা হবে তার চাইতে অধিক সুন্দর হইছে। আর গানটা আমার খুব মনে ধরেছে। 2023 সালের 26 শে জুলাই রাত 2:15 মিনিটে আমি কমেন্ট করে রেখে গেলাম। আমার জীবনের সবচাইতে সুন্দর একটা গান❤

    • @babairoy1587
      @babairoy1587 ปีที่แล้ว

      ❤❤❤❤❤

    • @parimalchakroborty2322
      @parimalchakroborty2322 ปีที่แล้ว

      Bhalo teko ♥️🙏

  • @chandandevnath8106
    @chandandevnath8106 7 หลายเดือนก่อน +1

    অসাধারণ গানটি, কোন কিছু বলার নেই, বলতে গেলেই কোন এক জায়গায় ব্যথা লাগে। নিজেকে বড় অসহায় একা লাগে।

  • @mudaswaralam6106
    @mudaswaralam6106 3 ปีที่แล้ว +40

    আমার মতে সর্বকালের সেরা অভিনেত্রী সুচিত্রা সেন। মৃত্যুর পরেও এই অভিনেত্রী আজকের এই যুগের লক্ষ কোটি যুবকের অন্তরে ঝড় তুলে!

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว +1

      ধন্যবাদ গানটি শোনার জন্য এবং চমৎকার কমেন্টটির জন্য।

    • @dhmjahid8335
      @dhmjahid8335 3 ปีที่แล้ว +1

      রাইট বলছেন

    • @mudaswaralam6106
      @mudaswaralam6106 3 ปีที่แล้ว

      @@Sonabeej ওয়েলকাম

    • @mudaswaralam6106
      @mudaswaralam6106 3 ปีที่แล้ว +1

      @@dhmjahid8335 থ্যাংক্স

    • @souvikghosh3001
      @souvikghosh3001 2 ปีที่แล้ว

      Suchitra Sen and Uttar kumar chirodin e bangalir ontare biraj korbe
      ..

  • @prakashpalit1599
    @prakashpalit1599 3 ปีที่แล้ว +24

    বাংলা গানের জগতে এই গানটা অত্যন্ত ব্যতিক্রমি গান। গানের লিরিক্স ও সুর এতটাই হৃদয়াশ্রিত যে গানটা শোনার পরও অনেকক্ষণ এর পরশ মনে থেকে যায়।
    সতীনাথ মুখোপাধ্যায়ের মত দরদী গায়ক ও শিল্পী শুধু বাংলা সঙ্গীত জগতে নয় ভারতবর্ষের সঙ্গীত জগতে অতি বিরল। অসম্ভব মিষ্টি মধুর আওয়াজ ও দরদী গায়কী যে কোন গানের লিরিক্সকে অত্যন্ত প্রাণবন্ত করে তোলে।

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว

      অনেক সুন্দর কমেন্ট করেছেন। একমত আপনার সাথে। ধন্যবাদ।

    • @prakashpalit1599
      @prakashpalit1599 3 ปีที่แล้ว

      আপনার উত্তরের জন্য ধন্যবাদ।
      কিন্তু আপনাকে চেনা ও জানা গেল না।
      যদি সম্ভব হয় আমার জানার ইচ্ছেটা পূর্ণ করতে সচেষ্ট হবেন।

  • @ovidas9154
    @ovidas9154 ปีที่แล้ว +6

    আহা গৌরীপ্রসন্ন মজুমদার 😍
    বাংলার অমূল্য সম্পদ,আর কিহে পাব এমন গুণিজন!

  • @tahseenmahmood2014
    @tahseenmahmood2014 ปีที่แล้ว +33

    এই এক গানে সতীনাথ যতটা দুঃখ ঢেলে দিলেন, তার সুধা পান করা যাবে গোটা এক জীবন।

    • @bholasirdar6453
      @bholasirdar6453 ปีที่แล้ว

      এক কেন অনেক অনেক জীবন

    • @JaydeepDatta
      @JaydeepDatta 9 หลายเดือนก่อน

      অসম্ভব ভালো কথা বললেন।

  • @dilipkumarchowdhury1825
    @dilipkumarchowdhury1825 3 ปีที่แล้ว +150

    এ গান আর পুরাতন হবেনা , আমি ছোট বেলা থেকেই শুনে আসছি , পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে এবং সভ্যতা সংস্কৃতি এবং ভালো বাসার সঙ্গে এই গান শুনতে হবেই ।

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว +5

      ধন্যবাদ কমেন্টের জন্য।

    • @fazlulhaque8487
      @fazlulhaque8487 3 ปีที่แล้ว

      K

    • @nandadulalsaha6247
      @nandadulalsaha6247 3 ปีที่แล้ว

      To g

    • @neyazmahmud8862
      @neyazmahmud8862 2 ปีที่แล้ว +3

      একটা সেরা কমেন্ট করেছেন আপনি

    • @md.mishal4369
      @md.mishal4369 2 ปีที่แล้ว

      এমন কথা আমার তোমার মধ্যে,মানাই না,***না হাজার, কোটি, বিলিয়ন কে ভালো বেসেছো,আমি একজনকেই বেসেছি, আকাশের একপ্যনত থেকে অন্য প্রান্তে, রেখা্্্

  • @Shibom654
    @Shibom654 2 ปีที่แล้ว +32

    এতো দরদ, আবেগ আর মনের মাধুরী মিশিয়ে গেয়েছেন যা হৃদয় ছুঁয়ে গেলো ❤️🙏

    • @bipradaschakrabarty378
      @bipradaschakrabarty378 2 ปีที่แล้ว

      অসাধারণ মন্তব্য !!!

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @SushantaPaulCareerAdda
    @SushantaPaulCareerAdda 3 ปีที่แล้ว +466

    যত দিন যাচ্ছে, আমাদের মস্তিষ্ক ও বোধ তত‌ই ভোঁতা হচ্ছে। এমন একটি গান এখনকার গীতিকাররা শত সাধনাতেও লিখতে পারেন না।

    • @rasheedsharif
      @rasheedsharif 2 ปีที่แล้ว +20

      এখন কি আর সাধনা আছে? ওদের সাধনা তো এখন সুর নকল করা।

    • @ashokmazumdar9123
      @ashokmazumdar9123 2 ปีที่แล้ว +19

      সত্যি এরকম গান লেখা কঠিন । আমার সৌভাগ্য হয়েছিল ওনাকে দেখার কারন ওনার বাড়ির কাছেই আমি থাকতাম । উনি বাংলা ও ইংরেজিতে master degree করেছিলেন ।

    • @nikhilranjanbanerjee3021
      @nikhilranjanbanerjee3021 2 ปีที่แล้ว

      With compose & style of presentation by the vocalist may pl be acknowledged.

    • @Rohit_Garai
      @Rohit_Garai 2 ปีที่แล้ว +1

      Yes।

    • @learningearning1973
      @learningearning1973 2 ปีที่แล้ว +5

      কি বলবো দাদা বর্তমান দিনের শিক্ষায় এদের কলমে এত জোর নেই

  • @hridoykhen9369
    @hridoykhen9369 2 ปีที่แล้ว +24

    কয়েক হাজার বার শুনেছি তার পরে ও বার বার বুকের মাঝে বেজে ওঠে।

  • @uttamkumarrajak671
    @uttamkumarrajak671 2 ปีที่แล้ว +5

    গীতিকার, সুরকার ও শিল্পী সকলের কাছে আমরা চিরকালের জন্য কৃতজ্ঞ রইলাম। এ গান চিরন্তন।

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।

  • @shiblymahmood2401
    @shiblymahmood2401 ปีที่แล้ว +12

    হৃদয়ে গেঁথে আছে সুমধুর সুরে সতীনাথ মুখোপাধ্যায় জীর গানটা।
    কিংকর্তব্যবিমূঢ় !!!!!!❤❤❤❤❤❤

  • @pallairoy8850
    @pallairoy8850 2 ปีที่แล้ว +14

    চোখের জল বাঁধ মানে না।তবুও সব মেনে নিতে হয়।তারউপর অসাধারণ গায়কী।

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @rathinpan3367
    @rathinpan3367 3 ปีที่แล้ว +11

    একটি অবিস্মরণীয় গান সেই ছোটবেলা থেকেই শুনে আসছি। এ গান কখনও পুরনো হবে। আমাদের স্বাস প্রশ্বাসে শরীরের রন্ধে রন্ধে মিশে আছে।

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @arponchakraborty5119
    @arponchakraborty5119 2 ปีที่แล้ว +6

    আহা কি গান। আর এখনের গান গুলো শুনলে গা জলে যায়।

  • @topicsandopinions5818
    @topicsandopinions5818 ปีที่แล้ว +2

    এত ভালো কথা ও সুর কেনো আজকের প্রজন্ম কে আকর্ষিত করতে পারে না!! অবাক লাগে !

  • @tapanhazra3608
    @tapanhazra3608 3 ปีที่แล้ว +15

    আমার প্রিয় শিল্পী স্বরণীয় গান শিল্পী কে অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম জানাই 🙏🙏🙏

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว

      ধন্যবাদ কমেন্টের জন্য।

  • @RaJo-e2d
    @RaJo-e2d 3 หลายเดือนก่อน

    হে শুদ্ধতম ফুলপ্রেমী তুমি তোমার শুদ্ধতম জীবনের প্রদীপ জ্বেলে রাখিও। তোমার শুদ্ধস্বরে সুখের কথা বইলো। তোমার জন্য দোয়া রইলো ❤️

  • @anilbarman4257
    @anilbarman4257 3 ปีที่แล้ว +7

    অসাধারণ একটি গান ! যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে। গানের কথা, সুর ও শিল্পীর কন্ঠ বার বার হৃদয় ছুঁয়ে যায়।

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @sanchita782
    @sanchita782 ปีที่แล้ว +2

    আজ ও এই গান শুনলে গা কাটা দিয়ে ওঠে,চোখ দিয়ে জল এসে যায়,কিন্তু আজ আর সে রকম গান কেউ লিখতে পারেনা সুর দিতে পারেনা,যা শুনে আপনা থেকেই অশ্রু নির্গত হয় চোখ থেকে।

  • @manasbanerjee2765
    @manasbanerjee2765 3 ปีที่แล้ว +17

    গানটাতো চিরকালীন সুন্দর, আপনি ভিডিওটিও অসাধারন সহমর্মী হয়ে তৈরি করেছেন।
    চোখের কোন ভিজে উঠল।

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว

      সুন্দর ধন্যবাদ কমেন্টের জন্য।

    • @subhajitroy3644
      @subhajitroy3644 ปีที่แล้ว

      সত্যিই... অশ্রুসিক্ত হয়ে গেলাম

  • @Tahura-lt3jw
    @Tahura-lt3jw 8 หลายเดือนก่อน

    অসাধারণ
    অতুলনীয়
    এখন আর কোন দাবি নাই
    ডেসটিনি র টাকা ফেরত চাই

  • @arunkumarroy4948
    @arunkumarroy4948 3 ปีที่แล้ว +10

    আপনি অসাধারণ একটি কাজ করছেন, আপনাকে ধন্যবাদ , ভবিষ্যৎ আপনার সঠিক মূল্যায়ন করবে

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুবই অনুপ্রাণিত হলাম।

    • @tushar.kmondal5355
      @tushar.kmondal5355 3 ปีที่แล้ว +2

      আপনাকে ধন্যবাদ

    • @arunkumarroy4948
      @arunkumarroy4948 3 ปีที่แล้ว

      @@tushar.kmondal5355 welcome

  • @mdrabiul1707
    @mdrabiul1707 7 หลายเดือนก่อน

    চির সবুজ গান
    আমার জীবনের শ্রেষ্ঠ একটি গান।
    এ গান কখনোই পুরোনো হবে না।
    বারবার শুনতে মন চায়।
    এখন আমার বয়স ৫৮ বছর।
    তারপরও...

  • @mdhimu911
    @mdhimu911 3 ปีที่แล้ว +27

    সত্যি আমাদের বর দুর্ভাগ্য যেন জে ৮০ দশকে জন্ম নেই নাই । বড় কষ্ট হয় বর্তমান সমাজ দেখলে। এই গান যারা শুনে সত্যি তারা অনেক ভালো মনের হয়। ভালো মন না হলে এই গান শুনতে পারে না। এই গানের মাঝেই বেচেঁ থাকতে চাই সারাজীবন।

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও সুন্দর এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

    • @shihabmahamud833
      @shihabmahamud833 2 ปีที่แล้ว

      সহমত পোষণ করছি 🌼🌸

  • @musixchanel
    @musixchanel ปีที่แล้ว

    Khub valo gaan. Dukkher gaan. Heart touching song. Satinath Mukherjee amar brother in law er relative. Khub valo geyechhen Satinath Mukherjee.

  • @mdgolammostafa7097
    @mdgolammostafa7097 ปีที่แล้ว +6

    হারানো দিনের মর্মস্পর্শী গানের কথা/ বুঝার মত মন ও জ্ঞান এখন আর কারো মাঝে দেখা যায় না। সকলেই রং তামাশা নিয়ে ব্যাস্ত। তার স্থায়িত্ব নেই বললেই চলে।

  • @poushiarefin1757
    @poushiarefin1757 2 หลายเดือนก่อน

    অনেকদিন পৱ এই পছন্দের গানটি শুনলাম।খুব ভালো লাগলো।

  • @anitadatta1303
    @anitadatta1303 3 ปีที่แล้ว +14

    কালজয়ী এ গান কখনো মুছে যাবেনা । বহুকাল আগে প্রতিদিন এ গান শুনতাম ।

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว

      ধন্যবাদ গানটি শোনার জন্য।

  • @sanchitaroy7719
    @sanchitaroy7719 2 หลายเดือนก่อน +1

    চরম অবসাদের মধ্যেও আশার আলো দেখায়, এই সব কালজয়ী গান 🎉🙏

  • @sikharoy1039
    @sikharoy1039 2 ปีที่แล้ว +6

    সত্যিই পুরোনো দিনের গান গুর কি অপূর্ব আর কথাগুলো এত সুন্দর যে বার বার শুনলেও মন ভরে না।

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @RuhulAminHowlader-k6c
    @RuhulAminHowlader-k6c 2 หลายเดือนก่อน +1

    চমৎকার। অসাধারণ।

  • @bholasirdar6453
    @bholasirdar6453 3 ปีที่แล้ว +32

    সতীনাথ মুখার্জি ছিলেন তাঁর সময়ের ভারতে একজন অন্যতম শ্রেষ্ঠ গজল গায়ক। Sad romantic গানের একজন অমর শিল্পী।

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว

      ধন্যবাদ গানটি শোনার জন্য এবং চমৎকার কমেন্টের জন্য।

    • @gobindoadhikary1075
      @gobindoadhikary1075 ปีที่แล้ว

      মুখোপাধ্যায় হবে।

  • @sarmisthadewan341
    @sarmisthadewan341 ปีที่แล้ว

    Mon vore gelo... Onek onek din por gaan ta sunlam... Thank you

  • @mdzahirulislam8419
    @mdzahirulislam8419 3 ปีที่แล้ว +18

    আমার প্রিয় কিংবদন্তী ভারতীয় বাংলা গান!

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว

      গানটি শোনার জন্য অনেক ধন্যবাদ।

    • @swapanbose1231
      @swapanbose1231 ปีที่แล้ว

      .

  • @riyadhmoinuddin5718
    @riyadhmoinuddin5718 ปีที่แล้ว +1

    মনে হচ্ছে গানটি আমি আমার প্রিয়তমার উদ্দেশ্যে গাচ্ছি। এতো দরদ ও মায়া ভরা কন্ঠে,,,,,,, অসাধারণ ❤️

  • @mozibulsalim8432
    @mozibulsalim8432 2 ปีที่แล้ว +4

    ১৯৭৭-৭৮ সালের দিকে সবচেয়ে জনপ্রিয় গান ছিল এই টি। তখন বন্ধুরা কয়েকজন মিলে বুধবার রাতে অনুরোধের আসর শুনতাম। সেই দিনগুলি মনে হলে
    অশ্রু ধরে রাখতে পারি না। কাওকে বলতে ও পারি না। কারন সবাই সৃতি।

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว +1

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @kalambhuyain5467
    @kalambhuyain5467 ปีที่แล้ว +1

    জীবনে এতো কঠিন গান শুনিনি। শিল্পীর প্রতি আমার ভালোসা চিরকাল অটুট থাকবে। ঢাকা থেকে কালাম

  • @mohammadrazibhassan9711
    @mohammadrazibhassan9711 3 ปีที่แล้ว +12

    Opurbo আমার মায়ের প্রিয় গান ❤️
    ছোটবেলায় বহুবার শুনেছি মায়ের গলায়!🙂

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว +1

      ধন্যবাদ আপনাকে।

  • @SabitriDas-m2s
    @SabitriDas-m2s หลายเดือนก่อน

    অসাধারন। এর কোন তুলনা হয় না। ❤❤যতই শুনি ততটাই ভালো লাগে ❤❤🎉🎉

  • @sanurrahomansannur3781
    @sanurrahomansannur3781 3 ปีที่แล้ว +4

    সেলুট ভাই গানটা রাখার জন্য,

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ ভাই গানটা শোনার জন্য।

  • @mandirasarkarchowdhury5398
    @mandirasarkarchowdhury5398 9 หลายเดือนก่อน +1

    কি সব গান এই গান টা তো কখনো শুনিনি। শুভ রাত্রি ❤

  • @mousumiroy9539
    @mousumiroy9539 11 หลายเดือนก่อน +12

    আমি ভারত থেকে দেখছি। এখন আমি 56,আমার নাতি নাতনী ও দেখবে।আজ20,2,2024

  • @hasnabegum2197
    @hasnabegum2197 ปีที่แล้ว +1

    আহা! কি গানের কথা আর সুর, যতই শুনি মনের তৃষ্ণা মিটে না। কারো বিরহে বরণীয় হওয়ার ভাগ্য কজনেরই বা হয়।

  • @subratasinharay459
    @subratasinharay459 2 ปีที่แล้ว +6

    অসাধারণ। চোখের জল আটকানো যায় না। যতবার শুনি মনে হয় আরও একবার শুনি। আমার বড় ই প্রিয় শিল্পী ছিলেন....

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @samitsaha2700
    @samitsaha2700 ปีที่แล้ว

    মান্না দে সাহেব সবরকম গানে কি সাবলীল। অপূর্ব। যে গান অন্তরে দাগ কাটে, সেটাই তো দীর্ঘ স্থায়ী হয়। এই গানটি তারই একটি।

  • @ashutoshsarkar6213
    @ashutoshsarkar6213 3 ปีที่แล้ว +4

    শরীর শিহরিত হয়ে যায় ।গৌরিপ্রসন্ন মজুমদারের অসাধারণ একটি গান । সতীনাথ মুখোপাধ্যায়ের কন্ঠে অসাধারণ গান এইদিন গুলি আর ফিরে আসবেনা

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য।

  • @jagannathbiswas8478
    @jagannathbiswas8478 2 หลายเดือนก่อน +1

    এক দিন আমিও হারাব, এ নাম রয়ে যাবে।
    ইতি জগন্নাথ।

  • @neelmoni8885
    @neelmoni8885 ปีที่แล้ว +4

    হৃদয় ভাঙ্গা লোকদের জাতীয় সঙ্গীত এটা। সবসময় নতুন মনে হয় গানটা😢😢

  • @ronyroy6566
    @ronyroy6566 2 ปีที่แล้ว +2

    Osadharon gannn❤

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      Thank you very much.

  • @salimreza4302
    @salimreza4302 3 ปีที่แล้ว +4

    সোনালী অতীতে এই সকল মধুমাখা কণ্ঠের গান শুনেই আমাদের সোনালী অতীত পার করেছি।

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว +1

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @ArkaBanerjee-s5g
    @ArkaBanerjee-s5g 5 หลายเดือนก่อน +1

    এই গান টা যতবার শুনি আমার বাবা কে মনে পরে যাই। আমার বাবা এই গানটা খুব ভালোবাসতেন। তিনি গত ৩০. ৫. ২৪ এ হটাৎ আমাদের ছেড়ে চলে গেছেন l

  • @helaluddinbhuiyan1003
    @helaluddinbhuiyan1003 3 ปีที่แล้ว +3

    গান নয় যেন কলিজা ছিদ্র করা কোন কবিতার পক্তিমালা?
    হেলাল উদ্দিন ভূঁইয়া 💕💕

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว +1

      ঠিক তাই।

    • @riponmrchowdhury7338
      @riponmrchowdhury7338 3 ปีที่แล้ว +2

      Love You very very much ❤️💜

  • @sumonajamansumi6983
    @sumonajamansumi6983 8 หลายเดือนก่อน +1

    একটানা ৪ বার শুনলাম মনে হয় শুনতেই থাকি।

  • @masud892
    @masud892 2 ปีที่แล้ว +13

    ১৯৬৮ সালে শিশু কালেে সতীনাথ মুখোপাধ্যায়ের গান শোনা৷ শুরূ করি।তারপর দিনে দিনে total immersion ঘটেছে। এই রেকর্ড টি পাটুয়া টুলী থেকে কিনেছিলাম৷। সুর,গায়কী,বাদদযনতর আর আবেশ মিলে তাঁর অনেক গান মনে অমোচনীয় হয়ে আছে।। হেমন্ত,মান্না দে,মানবেন্দ্র আার শেমল মিত্র র সারিতে তিনি ইতিহাস এর অংশ। তাঁর সাথে সামনাসামনি কথা বলার বিরল সৌভাগ্য আজীবন মনে থাকবে। এখানে একজন সারাংশ টেনেছেন" সারা জীবন চেসটা করেও এমন একটি গান আর রচনা করা যাবেে না"।

  • @tapansingha1016
    @tapansingha1016 ปีที่แล้ว +1

    সত্যিই কি সুন্দর কথা, আর সুর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে।😢😢

    • @Beautyofnaturetuba
      @Beautyofnaturetuba ปีที่แล้ว

      সত্যিই কি সুন্দর,আর সুর।

  • @mdshimul9058
    @mdshimul9058 3 ปีที่แล้ว +9

    সেই ১৯৮৭ সাল কবে কার কথা, স্কুল জীবনে আমার বন্ধু এই গানটি স্কুল চত্বরে গেয়েছিলো । গানটি গেয়ে প্রথম পুরস্কার পেয়েছিলো। সেই পুরস্কার টিও আমাকে দিয়ে দিলো। আজ গানটা শুনে তার স্মৃতিচারণ মনে পড়লো। সে আজ নেই পৃথিবীতে । মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৫ সালে চলে গেলো না ফেরার দেশে ।

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว +2

      করুণ ঘটনা।
      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @prashanta365
    @prashanta365 ปีที่แล้ว +1

    এই সংস্কৃতিই কি বর্তমানের অপসংস্কৃতির ধারক ? বার বার শুনি আর ভাবি । কোথায় চলেছি আমরা!

  • @juliandcruze8878
    @juliandcruze8878 3 ปีที่แล้ว +16

    ৮০ দশকে কলের গানের মাধ্যমে শুনতাম। যদিও বিরহের গান তথাপি মনে দাগ কাটে। কতবার শুনেছি, কিন্তু বারবার শুনতে মন চায়।

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว

      ধন্যবাদ গানটি শোনার জন্য।

  • @kiranpatra9328
    @kiranpatra9328 2 ปีที่แล้ว +2

    আহা কি দরদ... চোখে জল চলে এলো

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।

  • @trinankurmukherjee5370
    @trinankurmukherjee5370 3 ปีที่แล้ว +3

    Bah!!! Ei na holey Bangali Sentiment ; Jamon sur tamon-i kothha ; Oshadharon !!!🙏🏻🙏🏻🙏🏻

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว +1

      গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

  • @DillkhusCartoon
    @DillkhusCartoon ปีที่แล้ว

    আমি আপনার চ্যানেলের বড় ভক্ত।পুরনো গান এবং সিনেমা আমার প্রাণ।

  • @অজয়কর-ত৯দ
    @অজয়কর-ত৯দ 11 หลายเดือนก่อน +11

    সতীনাথ মুখার্জির এই গান শুনলে মনে হয় পাষাণেরও হৃদয় গলে যাবে

  • @nirjhorscanvas7134
    @nirjhorscanvas7134 2 ปีที่แล้ว +1

    এত আবেদন এত মাধুর্য চঞ্চল প্রাণ জুড়িয়ে যায়!!.......আহা!💙💙

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।

  • @gobindaganguly2616
    @gobindaganguly2616 3 ปีที่แล้ว +4

    এইসব গান শুনলেই মন কোথায় যেন হারিয়ে যায় - কি অসাধারণ এই হৃদয়গ্রাহী গান *

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว

      ঠিক বলেছেন।

  • @TithiMondal-b9l
    @TithiMondal-b9l 9 วันที่ผ่านมา

    এই সব গান কখনো পুরনো হবে না, জন্মের পর থেকে এই গান গুলো শুনে আসছি,,কিন্ত সেই ভালো লাগা এখনো আগের মতো।বর্তমান যুগের মানুষ হয়েও এই সময়ের গান গুলো অনেক প্রিয় ❤

  • @shyampadodaindain2127
    @shyampadodaindain2127 3 ปีที่แล้ว +12

    পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত এ গান মানুষের কাছে প্রিয় থাকবে।

  • @diliproy2423
    @diliproy2423 3 ปีที่แล้ว +2

    অসাধারণ ভালোবাসা, ভাষায় প্রকাশ করা যায় না❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ চমৎকার কমেন্টের জন্য এবং গানটি শোনার জন্য।

  • @pranobbarua7971
    @pranobbarua7971 ปีที่แล้ว +3

    অভিমানি সুর।মুহূর্ত টা কিন্তু বুক কাঁপানো। এসব গান কালে কালে পুরানো হবার নয়।

  • @awladhossain6583
    @awladhossain6583 ปีที่แล้ว +1

    আহা কি গান অন্তর জুরিয়ে যায়।

  • @mdhdgeg2273
    @mdhdgeg2273 3 ปีที่แล้ว +3

    আহা কিযে সুন্দর হারিয়েছি অন্তর ভাষাকেই নেই ------

    • @riponmrchowdhury7338
      @riponmrchowdhury7338 3 ปีที่แล้ว +1

      Love You very very much ❤️💜

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য।

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য।

  • @mohiuddinahmed7340
    @mohiuddinahmed7340 ปีที่แล้ว +2

    অমর হয়ে রবে এই গান ❤

  • @hashiburrahaman8558
    @hashiburrahaman8558 3 ปีที่แล้ว +4

    যে-দিন থেকে প্রথম শুনলাম। তারপর থেকে শুনে যাচ্ছি...... ❤️

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว

      ধন্যবাদ কমেন্টের জন্য।

  • @bikez_Tawhid
    @bikez_Tawhid 3 ปีที่แล้ว +2

    আহ একি শুনিলাম
    স্তব্ধ হয়ে গেলাম

    • @Sonabeej
      @Sonabeej  2 ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।

  • @mojumder6846
    @mojumder6846 3 ปีที่แล้ว +5

    একশত বারের বেশি শোনা হয়ে গেছে। যত শুনি তত ভালো লাগে।

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว +1

      খুব ভালো লাগলো এটা জেনে যে এটা আপনার খুবই প্রিয় গান। অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য।

  • @mintumondal8169
    @mintumondal8169 3 ปีที่แล้ว +2

    সত্যি এতো চির অমড় গান টি এতো সুন্দর ভাবে ভিডিও টি বানানো হয়েছে যা ভাবা যায় না।

    • @Sonabeej
      @Sonabeej  3 ปีที่แล้ว +1

      এমন মূল্যায়নের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।