অসময়ে নুতন মাছের রেনু / ডিম ছেড়ে অনেক বেশি টাকা আয় করুন।।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 113

  • @tripticlassicvlogs8405
    @tripticlassicvlogs8405 3 หลายเดือนก่อน +4

    অনাথ কাকা কেমন আছেন, আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে ♥️🎉♥️

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @mrityunjoysamanta3884
    @mrityunjoysamanta3884 3 หลายเดือนก่อน +4

    ধান ও সবজি, চাষে সাফল্য অনেক পেয়েছি। যদি গো পালন এর জন্য সবুজ ঘাসের চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তাহলে উপকৃত হব। আপনাকে শতকোটি প্রনাম জানাই।

  • @SUPRIYROYgood
    @SUPRIYROYgood 3 หลายเดือนก่อน +1

    অনেক ধন্যবাদ আপনাকে, আমার খুবই ভালো লাগলো উৎসাহিত করার জন্য আমাকে পাঠাবেন

  • @anirbanghosh1794
    @anirbanghosh1794 3 หลายเดือนก่อน

    Khub sundor❤❤❤❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      যদি পুকুর থাকে তাহলে নুতন মাছের চাষ করতে হবে। খুব চাহিদা আছে।।

  • @subhadipchakraborty8944
    @subhadipchakraborty8944 3 หลายเดือนก่อน

    Bottom fish farming নিয়ে একটা ভিডিও বানান

  • @sajalmodak-nc2hc
    @sajalmodak-nc2hc 3 หลายเดือนก่อน +2

    নমস্কার স্যার কেমন আছেন আপনি?
    শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      ভালো আছি।
      আপনাকে ও শুভেচ্ছা জানাই।

  • @habudolai4601
    @habudolai4601 3 หลายเดือนก่อน

    স্যার জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল । ভালো থাকুন সুস্থ থাকুন ।

  • @donotmindsm1201
    @donotmindsm1201 2 หลายเดือนก่อน

    অনেক ধন্যবাদ স্যার আপনাকে।
    স্যার অসীম বাবুকে WhatsApp এ ম্যাসেজ করেছিলাম গ্ৰুপে যুক্ত করে‌ দেওয়ার জন্য,উনি কোন রিপ্লাই দেননি।আরো একবার ম্যাসেজ করেছিলাম তাও উনি রিপ্লাই দেননি।

  • @amitpal-f8u
    @amitpal-f8u 3 หลายเดือนก่อน +1

    Sir তিল চাষের উপর একটা ভিডিও। দেন

  • @narayanduary6675
    @narayanduary6675 3 หลายเดือนก่อน +2

    স্যার আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই কিভাবে করবো একটু বলুন আমার প্রচন্ড চাষের সমস্যা হয়েছে

  • @AnirbanDas1999
    @AnirbanDas1999 3 หลายเดือนก่อน +3

    *নারকেল গাছের কাণ্ডে কি এখন চুনের প্রলেপ দেওয়া যাবে না বর্ষার পরে দেব?*

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน +1

      আর কিছুদিন দেরি করুন।
      এই ভাদ্র মাস টা যাক, তারপরে দেবেন। কারন এখন বৃষ্টি হবে বলছে, আবার ২৯ তারিখে বলছে নিম্নচাপ শুরু হবে।

  • @singha748
    @singha748 3 หลายเดือนก่อน

    স্যার থাইল্যান্ডের কাঁঠাল চারা নিয়ে আর একটা ভিডিও দিন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      এই চারাটা নিয়ে খুব লোক ঠকানো চলছে। সাবধানে কিনবেন এবং এই চারা এখন সমস্ত নার্সারিতে পাওয়া যাচ্ছে ।
      ষাট বা সত্তর টাকা থেকে শুরু ,তবে সব সময় বড় দেখে চারা কিনবেন ,
      এবং আমি বলবো কার্তিক বা অগ্রহায়ণ মাসের দিকে ঐ চারাতে ছোট ছোট কাঁঠাল ধরে আছে দেখে কিনুন।
      তাহলে ঠকতে হবে না।

  • @noyanmondal2976
    @noyanmondal2976 3 หลายเดือนก่อน +1

    সাহারান পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে বলছি আমি সিডলিং ট্রে তে করে টমেটো চারা ফেলেছি ওই চারায় ভিটামিন বা সার কিছু কি দিতে হবে আর শেয়ার বড় মাছের একটা ভিডিও দেখান

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      বড় মাছের ভিডিও পরে দেখাবো ।
      ওই চারাতে আপনি স্প্রে করবেন ।
      গোড়ায় সার দেওয়ার দরকার নেই।
      NPK 20 20 20 প্রতি লিটার জলে এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন চার দিন ছাড়া ছাড়া পাঁচ বার।

  • @bikramghosh5660
    @bikramghosh5660 3 หลายเดือนก่อน +1

    Amistar top + 0.0.50 স্প্রে করা যাবে ফুলকপি গাছে। আপনি আগে একটা video তে বলেছিলেন swal company juniper + 0.0.50 spary করতে তাহলে এখন কোনটা করবো ? আজকে 15 থেকে 20 দিন হলো বসিয়েছি জমিতে দয়া করে একটু উত্তর দেবেন না হলে বৃষ্টিতে সব পচে যাচ্ছে ।

  • @rubaibag2815
    @rubaibag2815 2 หลายเดือนก่อน

    জয়ন্তী রুই মাছ চিনব কি করে অন্যান্য রুই মাছের মধ্যে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 หลายเดือนก่อน

      ঐ ফোন নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন।

  • @someng913
    @someng913 หลายเดือนก่อน

    আপনি বলেন poultry মল সবজিতে 2 বছর পচাতে যদি west decomser দিয়ে পচাব তবে কতদিন পর ব্যবহার করব।

  • @FoodForest19
    @FoodForest19 3 หลายเดือนก่อน

    স্যার, নার্সারি থেকে কিনে আনা নতুন কিছু লেবু গাছের মধ্যে, তিনটি গাছে ক্যাংকার রোগ হয়ে আছে। একটি গাছে বড্ড বেশি রোগটা আছে। কিনে আনার পরে পরেই সাফ ফাংগিসাইড স্প্রে করেছি, রুট হরমোন ও হিউমিক অ্যাসিড গুলে গোড়ায় ঢেলে দিয়েছিলাম। তার তিনদিন পর কপার অক্সিক্লোরাইড স্প্রে করেছি ও গোড়ায় ঢেলেছি। আরো তিন দিন পর কনিকা ও এসওপি স্প্রে করেছি এবং গোড়ায় ঢেলেছি। এর মধ্যে কিছু রোগগ্রস্ত পাতা ঝরে পড়ে গিয়েছে, কিন্তু গাছটিতে এখনো অনেক রোগ ওলা পাতা রয়ে গিয়েছে। অনবরত বৃষ্টি হচ্ছে, পাতাগুলো কেটে দিতে চাইছি। কিন্তু বুঝতে পারছি না এই বৃষ্টিপাতের মধ্যে পাতাগুলো কেটে আবার ফাংগিসাইড স্প্রে করবো কিনা ?
    পরামর্শ দিয়ে সাহায্য করবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน +1

      রোগে আক্রান্ত পাতা কাটতে হবে।
      ভালো আবহাওয়া আসুক তারপরে কাটবেন।
      এখন কিছু করতে যাবেন না।

  • @abbasmondal7213
    @abbasmondal7213 3 หลายเดือนก่อน

    স্যার আমার প্রশ্নের উত্তর পেয়ে সত্যিই খুব খুশি। স্যার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর জানা খুবই প্রয়োজন, ওয়েস্ট ডি কম্পোজার দিয়ে আখের পাতা পচানো হয়,, তাহলে শতকরা কি পরিমান নাইট্রোজেন ফসফেট পটাস পাওয়া যাবে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน +1

      পাতা পচানো সারে নাইট্রোজেন ওয়ান পার্সেন্ট, ফসফেট ওয়ান পারসেন্ট ,পটাশ
      টু পার্সেন্ট। কিন্তু এর মধ্যে আপনি জৈব পদার্থ পাবেন ,যেটা হিউমাস বৃদ্ধিতে সাহায্য করবে, মাটির জীবাণুকে বৃদ্ধি করতে সাহায্য করবে ,মাটিকে আলগা করবে গাছকে খাদ্য গ্রহণ করতে বেশি সাহায্য করবে। রাসায়নিক সারের চাইতে দীর্ঘদিন ধরে ওই কম পরিমাণ খাদ্য জুগিয়ে যাবে অর্থাৎ যে খাবারটা পাতা পচানো সার দিয়ে আপনি দেবেন অনেকদিন গাছকে সবুজ রাখবে। যেটা রাসায়নিক সার পারবেনা।

  • @rahulmondal-tg7cc
    @rahulmondal-tg7cc 3 หลายเดือนก่อน

    কাকু পুকুরে প্রচুর ছোট ছোট পনা হয়ে ভর্তি হয়ে গেছে।উপায় কি ??chempa আগাছানাশক কি দিতে পারি???

  • @arnabchakraborty1640
    @arnabchakraborty1640 2 หลายเดือนก่อน

    স্যর আমি বাড়িতে জিওল মাছ চাষ করবো আমাকে সাহায্য করুন প্লিজ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 หลายเดือนก่อน

      ঐ ভিডিও তে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন।

  • @RAJU-gi4ye
    @RAJU-gi4ye 3 หลายเดือนก่อน

    sir, আমাকে আপনার সেই বড় গাছ এর ভেন্ডি/ঢ্যাঁড়স এর বীজ থাকলে , দেবেন প্লিজ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน +1

      এখন বীজ বুনলে গাছ হবে না।
      আপনাকে বীজ নিতে হবে ফাল্গুন,
      চৈত্র মাসে। তখন পাবেন।

    • @RAJU-gi4ye
      @RAJU-gi4ye 3 หลายเดือนก่อน

      @@farmingadviseranathhalder7579 ঠিক আছে স্যার ঐ সময় তাহলে খবর করব।

  • @swapanshit9356
    @swapanshit9356 2 หลายเดือนก่อน

    স্যর পুকুরে ভাল উদ্ভিজ কনা ও প্রানি কনা কি ১৯:১৯;১৯ফলিয়ার sprayদিয়ে করা যায় কিংবা অন্য কোন ফলিয়ার spray দিয়ে করাগেলেভাল হবে জানাবেন। ৩৩শতকে পরিমান বলবেন

  • @PujaSarkar-ih4ju
    @PujaSarkar-ih4ju 3 หลายเดือนก่อน

    😮সীডলি্্ টে তে টমাটোর চার তৈরি করবো একটা হোলে কটা বীজ দেবো, একটা না দুইটা

  • @udayadityamaiti997
    @udayadityamaiti997 3 หลายเดือนก่อน +3

    জয়ন্তী রুই এর ধানি পোনা কোথায় পাবো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      অসীম এর কাছে পাবেন ।
      ফোন করে জেনে নিতে পারেন।
      অথবা
      অন্য জায়গায় খোঁজ করুন।

  • @subratamondal3069
    @subratamondal3069 3 หลายเดือนก่อน +1

    স্যার লেবুগাছে হঠাত করেই পাতা হলুদ হয়ে ঝড়ে যাচ্ছে,আর রাত্রির দিকে কোন পোকাতে খেয়ে নিচ্ছে এর পতিকার কি?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      হঠাৎ জল বেশি হওয়ার কারণে পাতা হলুদ হয়ে যেতে পারে ।
      আর পোকার জন্য সবচাইতে ভালো হবে কাইট প্রতি লিটার জলে দেড় মিলি মিশিয়ে করবেন বিকাল বেলায়।

  • @85_SUMiT
    @85_SUMiT 3 หลายเดือนก่อน +1

  • @sajalmodak-nc2hc
    @sajalmodak-nc2hc 3 หลายเดือนก่อน

    নমস্কার স্যার ধানে fungicide ,Boron, insecticide and miraculan কি একসঙ্গে মিশিয়ে স্প্রে করা যাবে ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      হ্যাঁ করা যাবে ।
      তবে সব ওষুধের সঙ্গে মেশানো যাবে না।
      এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে আপাতত দেখুন তারপর মেশাবেন।

  • @glossygarden9473
    @glossygarden9473 3 หลายเดือนก่อน

    চাষের সিস্টেমটা সম্পূর্ণ বলে দিলে ভালো হতো। কোথায় পাবো কিভাবে??

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน +1

      ঐ ফোন নাম্বারে যোগাযোগ করুন,
      সব জানতে পারবেন।

  • @abhijitbarman752
    @abhijitbarman752 3 หลายเดือนก่อน +1

    Sir ,,kemon achen?
    ধনে পাতা গাছ পিজিআর দিয়ে ও বাড়ছে না প্লাষ্টিক দিয়ে চাষ করছি,,shade net o use করছি,,,কি করবো sir ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      NPK 20 20 20 প্রতি লিটার জলে দু গ্রাম সেই সঙ্গে পি জি আর দু মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।

  • @byasdevjana1809
    @byasdevjana1809 2 หลายเดือนก่อน

    স্যার, আমি রেনু ছাড়তে চাই | কিভাবে করব বলবেন

  • @sknurnabi8396
    @sknurnabi8396 3 หลายเดือนก่อน

    স্যার পুকুরের জল কি ভাবে সবুজ করবো। দয়া করে বলবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      সরিষার খোল ব্যবহার করবেন সেই সঙ্গে
      সিঙ্গল সুপার ফসফেট সার , কম করে
      ইউরিয়া সার ও পটাশ সার ব্যবহার করবেন।

    • @swapanshit9356
      @swapanshit9356 2 หลายเดือนก่อน

      স্যার ফসপেট , ইউরিয়া ও পটাশেএর ৩৩শতকে অনুপাত বলবেন।

  • @mehedihasson4233
    @mehedihasson4233 3 หลายเดือนก่อน

    ভাই তিন দিন ধরে প্রচন্ড বৃষ্টি হয়েছে যার কারনে দুইদিন জল আটকে আছে।এক ফিট এখন কি মরিচ খেত বাঁচানোর কোনো উপায় আছে ভাই দুই বিঘা খুব সুন্দর হয়েছে।সবে ফল এসেছে। ভাই একটু জানাবেন প্লিজ। খুব অসুবিধা হলে যাবে

  • @aparnaaparna6951
    @aparnaaparna6951 3 หลายเดือนก่อน +1

    স্যার পুকুরে ইউরিয়া, আমিনো অ্যাসিড, বা কি কি ভিটামিন প্রয়োগ করতে পারি যেগুলি ধান বা সবজিতে দেয়া হয়।
    অনুগ্রহ করে বলবেন স্যার,,,,প্রণাম নেবেন ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      কিছু কিছু ওষুধ চলবে।

    • @aparnaaparna6951
      @aparnaaparna6951 3 หลายเดือนก่อน

      ধন্যবাদ স্যার

    • @aparnaaparna6951
      @aparnaaparna6951 3 หลายเดือนก่อน

      অনুগ্রহ করে ওই গুলির নাম বলবেন স্যার আপনার যখন সময় হবে,,,

  • @narayanhalder967
    @narayanhalder967 3 หลายเดือนก่อน

    Cheti khol ,ar tricodarma, sudomonash flurosis, ekhon barsha kale paner boroje deya jabe ki ,3000 gach ache, koto debo,cheti khol, ar, tricodarma, sudomonash,

    • @narayanhalder967
      @narayanhalder967 3 หลายเดือนก่อน

      Cheti khol pochiea ekhon borsha kale, tricodarma sudomonash ek sathe, paner boroje

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      এখন গাছ জল খেতে চাইবে না।
      প্রচুর বৃষ্টি হলো। আরেকটু অপেক্ষা করতে হবে।
      মাটির শুকনো হলে তবে ব্যবহার করবেন ।

  • @SocialWork-l1i
    @SocialWork-l1i 3 หลายเดือนก่อน

    স্যার, দেশি রসুন চাষে বীজ থেকে বীজের দূরত্ব ও লাইন থেকে লাইনের দূরত্ব কত দিতে হবে??

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      তিন ইঞ্চির মধ্যে আর সারি থেকে সারির দূরত্ব নয় ইঞ্চি।
      একেবারে ফাইনাল ভাটি দিয়ে দেবেন।

  • @pitampanja5147
    @pitampanja5147 3 หลายเดือนก่อน +1

    স্যার আমার আমন ধানের বয়স 20 দিন হল কি দেবো পাশ কাঠি বাড়ানোর জন্য 30 টা থেকে 40 টা যেন আসে

  • @WBknowledgeHUb2345-zi8nh
    @WBknowledgeHUb2345-zi8nh 3 หลายเดือนก่อน

    স্যার আমার বাড়ির পাশে একটা ১০*১০ ফিট এর একটা গোবর ডোবা ছিলো এখন সেটাতে আর গোবর ফেলা হয়না সারা বছর ডোবা টাতে জল থাকে কারণ আমার সম্মেরসিবল এর জল সেখানে জমা হয় ওই ডোবাতে কি বাড়ির খাবার জন্য মাছ পনা ছাড়তে পারি যদি ছাড়া যায় তবে কি জল চুন দিয়ে সোধন করব,

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      অসীম এর সঙ্গে কথা বলে এগিয়ে চলুন।

  • @swapanshit9356
    @swapanshit9356 3 หลายเดือนก่อน

    স্যার সারা বছর চাষের জন্য ৩৩শতকে ৪ইনচি মাছ কত পরিমান ফেলব?রুই,কাতলা মৃগেল,বাটা মাছ একসঙ্গে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      33 শতক পুকুরে সব মিলিয়ে 1200 পিস মাছ ছাড়া যাবে।

  • @smartKRISHI6633
    @smartKRISHI6633 3 หลายเดือนก่อน

    Dadu palan pata kukre ja66e ki debo ektu bolben please boyos 30din hoyeche r copy er Kanda pacha legeche ki debo ektu bolben

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      কপি তে ক্যাবরীও টপ প্রতি লিটার জলে দু গ্রাম সেই সঙ্গে এক গ্রাম NPK 0 0 50 মিশিয়ে স্প্রে করবেন আকাশের অবস্থা ভালো দেখে তিন দিন ছাড়া দুবার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      পালং এর পাতায় ঐ ওষুধ সেইসঙ্গে
      কাইট এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।

    • @smartKRISHI6633
      @smartKRISHI6633 3 หลายเดือนก่อน

      ধন্যবাদ আপনাকে।।
      বলছি কেবরীয় টপের সাথেই জেলোরা দিলে কি ভালো কাজ হবে নাকি zampro debo

  • @BIPLABDAS-rm1vo
    @BIPLABDAS-rm1vo 3 หลายเดือนก่อน

    এখন মাছের রেনুপোনা ছাড়লে পোনার গ্রোথ প্রথম হ্যাচিং এর মতো আসবে না ..সামনে শীত আসছে তবে এটা র।বলান করে রাখা যেতে পারে।।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      দেখা যাক কেমন হয়।
      এটা তো নুতন মাছের নুতন চাষ।

  • @abbasmondal7213
    @abbasmondal7213 3 หลายเดือนก่อน

    স্যার আমি জানতে চাইছি যে, 4/ 5 শতকের ,চার ফুট গভীরতায় পুকুর/ খালে মাছ উৎপাদন করা সম্ভব? সম্ভব হলে কি,কি মাছ চাষ করা যাবে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      অবশ্যই সম্ভব।
      এই বিষয়ে অসীমকে ফোন করে বিস্তারিত জানুন।

  • @udayadityamaiti997
    @udayadityamaiti997 3 หลายเดือนก่อน

    পুকুরে সাদা মাছের সাথে ডিম পোনা ছাড়া যাবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      ঐ নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন।

  • @chinmoyguria6225
    @chinmoyguria6225 2 หลายเดือนก่อน

    Apnar no ta aktu dinna,,,khub darkar,,,ami akjon tomato chasi,,aktu katha bolte chai,,, please sar,,,

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 หลายเดือนก่อน

      কিছু মনে করবেন না এখানে ফোন নাম্বার দিলে আমি খুব অসুবিধায় পড়ে যাবো।
      টমাটো চাষের উপরে আমার চ্যানেলে ভিডিও করা আছে আপাতত দেখুন আশাকরি সব বুঝতে পারবেন।

  • @mehedihasson4233
    @mehedihasson4233 3 หลายเดือนก่อน

    ভাই পানি জমে ছিল এক ফুট পর্যন্ত। কিন্তু এখন পানি চলে গেছে। দুই দিন জমিতে ছিল। এই মরিচ গাছের গোড়ায় কি স্পেরে করব একটু জানাবেন প্লিজ।আর আপনার সাথে সরাসরি কথা বলতে চাই । আপনার হটস এ্যাপ নাম্বার পাওয়া যাবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      Xelora প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করবেন।
      না পাওয়া গেলে zenet প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে ঐভাবে স্প্রে করবেন।
      প্রথম টা বেশি কাজ পাবেন।

  • @pintughorui1472
    @pintughorui1472 3 หลายเดือนก่อน

    স্যার নমস্কার❤ওই মহিলার আমার পাশের গ্রামে বাড়ি কিন্তু ভিডিও টা হয়েছে কোন জায়গায়। স্যার পটল নাকি কোন ওষুধ জলে ধুয়ে নেয় বলে পচেনা । সত্যিই কি এমন কোনো ওষুধ আছে । করলা চিচিঙ্গা এখন একদিন থাকলেই পচে যাচ্ছে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      হাইড্রোজেন পার অক্সাইড 20%
      প্রতি লিটার জলে দু মিলি মিশিয়ে ঐ জলে সবজি ডুবিয়ে ছায়াতে শুকনো করে নেবেন।

  • @debabratabiswas-ux7bs
    @debabratabiswas-ux7bs 3 หลายเดือนก่อน

    60 takar khatal gach 200 taka niyeche

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      প্রথম ভিডিও ছাড়ার কয়েক দিনের মধ্যে আমি আপনাদের সচেতন করে দিয়েছি ।
      ওখান থেকে চারা কিনতে নিষেধ করেছি।
      পরের ভিডিও টা দেখুন আশাকরি সব বুঝতে পারবেন।

  • @arafatdhabak8530
    @arafatdhabak8530 3 หลายเดือนก่อน

    স্যার কার্তিক মাসে একটা উঁচু জমি লিজ নিচ্ছি। শীতের শুরুতেই তাতে পটল চারা বসিয়ে দেবো ভাবছি। ভালো হবে তো?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      অবশ্যই ভালো হবে। তাড়াতাড়ি বাজারে ফসল আনতে হবে ।
      ভালো দাম পাওয়া যাবে।

  • @apurbamondal6724
    @apurbamondal6724 2 หลายเดือนก่อน

    Jaynti rhui r dhani pona nibo ph number ta din

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 หลายเดือนก่อน

      ঐ ভিডিও তে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন।

  • @anandaghosh4299
    @anandaghosh4299 3 หลายเดือนก่อน

    স‍্যার গাধা ফুল গাছে জল বেধে গিয়েছিল এখন গাছ বাচনার জন্য কি করবো স‍্যার বলেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      Xelora প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন গাছের গোড়ায়।

  • @RAFIKMANDAL-rb2qy
    @RAFIKMANDAL-rb2qy 3 หลายเดือนก่อน

    এই জ য়ন্তী রুই কোথায় পাওয়া যাবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      অসীম কে ফোন করুন।
      আশাকরি পেয়ে যাবেন।

  • @BikromGayen
    @BikromGayen 28 วันที่ผ่านมา

    Dadu ami fish farming ar training nite chi. Apnader contact number ta din

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  26 วันที่ผ่านมา

      মাছ চাষের ভিডিও গুলো দেখুন সব জানতে পারবেন।

  • @idrishali2390
    @idrishali2390 3 หลายเดือนก่อน

    Dada apnar phone number janaben please

  • @bikramghosh5660
    @bikramghosh5660 3 หลายเดือนก่อน

    Amistar top + 0.0.50 স্প্রে করা যাবে ফুলকপি গাছে। আপনি আগে একটা video তে বলেছিলেন swal company juniper + 0.0.50 spary করতে তাহলে এখন কোনটা করবো ? আজকে 15 থেকে 20 দিন হলো বসিয়েছি জমিতে দয়া করে একটু উত্তর দেবেন না হলে বৃষ্টিতে সব পচে যাচ্ছে ।

  • @bikramghosh5660
    @bikramghosh5660 3 หลายเดือนก่อน

    Amistar top + 0.0.50 স্প্রে করা যাবে ফুলকপি গাছে। আপনি আগে একটা video তে বলেছিলেন swal company juniper + 0.0.50 spary করতে তাহলে এখন কোনটা করবো ? আজকে 15 থেকে 20 দিন হলো বসিয়েছি জমিতে দয়া করে একটু উত্তর দেবেন না হলে বৃষ্টিতে সব পচে যাচ্ছে ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      প্রথম যেটা বলেছেন ঐ টা স্প্রে করবেন।