শিবাজী দা, সানগড়ের বিস্তীর্ণ তৃণ ভূমির ভিডিওটা দারুণ হয়েছে! 🌄 তীর্থন থেকে সানগড় পর্যন্ত ট্রেকটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আপনার অফবিট হিমাচলের এই সফরের অংশগুলো আরও দেখতে মুখিয়ে আছি!
অসাধারণ কাজ শিবাজী দা! 🌄 সানগড়ের বিস্তীর্ণ তৃণ ভূমির প্রাকৃতিক সৌন্দর্য এবং তীর্থন থেকে সানগড়ের অফবিট ট্রেকটা সত্যিই মনোমুগ্ধকর। আপনার ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারি। আরও এমন ভিডিওর জন্য অপেক্ষায় থাকব!
ওটা সিদ্ধি পাতার গাছ। ঐ পাতা বেটেই তৈরি হয়। আমাদের উত্তর কাশির আশ্রমে চারদিকে হয়ে থাকে। যাই হোক, দুর্দান্ত ভিডিও। টিভিতে দেখছি মা সহ। কবে যে যেতে পারবো জানি না।
প্রাকৃতিক পরিবেশ এর মধ্যে পাহাড়ি পথে হারিয়ে গেলেও দুঃখ হবে না, আগে ও বলেছি এইরকম জায়গার ভিডিও চাই ,একটি অপরিচিত ,অজানা জায়গার ভিডিও আমার কাছে আনন্দ দেয় ,খুব ভাল লাগল ভাল থাকবেন
সানগড় বিস্তীর্ণ তৃণভূমি পাখির চোখে অপূর্ব সুন্দর। তবে চই ঝর্ণা ধারা যাওয়ার রাস্তার চারি পাশে র যেমনটি সুন্দর তেমনি কষ্ট কর । কাঠের তৈরি মন্দিরের কারুকার্য এবং দশ অবতার এর মূর্তির ছবি অসাধারণ। বেশ ভালো লাগছে এই ভ্রমণ টা। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ রাত্রি।
ভীষণই সুন্দর ভিডিও এবং সাথে আমার প্রিয় পৃথ্বীর ওই টিপ্পনী গুলো।আসলে পুরো হিমাচল কে বলা হয় দেব ভূমি।এখানে সর্বত্রই এমন ডলী নিয়ে পরিক্রমা করা হয়।এরা আবার মাছ এবং কচ্ছপ কেও পুজো করেন।
খুব ভাল লাগছে অফবিট হিমাচল সিরিজ। আমার সবচেয়ে প্রিয় জায়গা এই হিমাচল। গতবছর তীর্থান ভ্যালীতে দুদিন কাটালেও চই ওয়াটার ফল্স যাইনি, আজ আপনাদের দৌলতে সেটাও দেখা হয়ে গেল। অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনাদের।
আপনাদের বিদেশের ভিডিও দেখেছি এবং এনজয় করেছি। কিন্তু আমাদের ভারতের মত সব গিরি সিন্ধু মরু পাহাড় সমুদ্রের বৈচিত্র্য এত বেশি আমার মতে পৃথিবীর কোথাও এত সৌন্দর্য নেই। একটা বাষয়ে একমত যে এখানে মেইনটেনেনস এবং মিনিমাম সুবিধা নেই বলেই বিদেশের মানুষ এখানে কম আসে। আমি বিশেষত পাহাড়ে বহু ঘুরেছি এবং ভাবি এই সুন্দর প্রকৃতি আমাদের হাতে লাঞ্ছিত হয়েছে। এই ব্যাপারে আপনাদের সঙ্গে একমত।
অসাধারণ লাগলো, সত্যি কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য, আপনার চোখ দিয়ে দেখলাম, কোনদিন যাওয়া হত না, অনেক অনেক আন্তরিক ধন্যবাদ, সবসময় এরকমই সদাহাস্য ময় থাকবেন, ভালো থাকবেন❤❤❤❤❤
অফ বিট হিমাচল ভ্রমন খুব ভালো লাগছে , প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার , তবে কয়েকটা দিন পরে গেলে বরফ সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিত , ভালো থাকুন সুস্থ থাকুন পরের পর্বের অপেক্ষায় রইলাম , ধন্যবাদ ।
পল ভাই খুব ঠাণ্ডা মাথার ছেলে বলে মনেহয়,খুব ধীর স্থির,ট্যুরিস্ট কে বেস্ট টা দেওয়ার চেষ্টা করে। নিজেকে জাহির করার বিন্দুমাত্র চেষ্টা নেই।ভালো লাগলো। একবার ওনার সঙ্গে ঘুরতে যাওয়ার ইচ্ছে রইলো।
একটা কথা মনে হয় ভারতের সব দর্শনীয় স্থান ছিল ধর্মীয়, মানুষ কষ্ট না করলে পূন্য হবে না এই বিশ্বাস ছিল, তাই সব জায়গায় ভ্রমণার্থীদের সুবিধা, আরামের চিন্তা করা হয়নি।
I always follow your vlog and also your subscriber. You are the best travel vlogger. I am just amazed & all your vlog are excellent & beautiful. Offbeat Himachal exploration is also mind-blowing. Thanks to you both. With best wishes.
চই ঝর্নার স্বর্গীয় সুর আর সানগড়ের তৃণভূমির অনন্ত বিস্তার-এই দুটি ভিন্ন প্রকৃতির ছবি শিবাজী ও পৃথ্বী র শিল্পকর্মে যেন জীবন্ত হয়ে উঠেছে। ঝর্ণার ঝরে পড়া জলে যখন পাহাড়ের বুকে ধ্বনিমাধুর্য বাজে, তখন মন হারিয়ে যায় এই স্রোতের বহমানতার মাঝে। এ এক শীতল নির্মলতা, যা সমস্ত ক্লান্তি মুছে দিয়ে নতুন করে জীবন জাগিয়ে তোলে। হই চই না করলেও শান্ত নির্মলতা বিরাজ করছে l আর সানগড়ের তৃণভূমি যেন প্রশান্তির এক অবারিত প্রান্তর। সেই দিগন্তবিস্তৃত সবুজে সূর্যের আলো যখন মিশে যায়, তখন প্রকৃতির অলৌকিক সুষমা এক অনির্বচনীয় প্রশান্তি এনে দেয়। এ দুই জগতের মহিমা শিবাজী আর পৃথ্বীজিতের ক্যামেরায় প্রাণ পেয়েছে, যা শুধু দেখার নয়-মন দিয়ে অনুভব করার মতো। এই কৃতিত্ব নিছক একটি ভিডিও নয়, এটি যেন প্রকৃতির এক দ্যোতনা, যা মানুষের হৃদয়কে স্পর্শ করে। এই প্রয়াসের নেপথ্যশিল্পী এই দুই মহারথী ও উৎপলের কাছে আমাদের কৃতজ্ঞতা। প্রকৃতির প্রতি এই ভালোবাসা ও শিল্পিত সৃষ্টিকে কুর্নিশ জানাই। এই মহতী প্রয়াসের মধ্য দিয়ে তোমরা জীবনের যে সৌন্দর্যকে প্রকাশ করলে, তা চিরকাল দর্শকদের হৃদয়ে এক সঙ্গীত হয়ে বাজবে। পরের আরও অনবদ্য সৃষ্টির প্রত্যাশায় আমরা পথ চেয়ে থাকব।
Prithijit da THE Ultimate. তার বাংলা গভীরতা সত্যি প্রনমো
হাওড়ার বড় ঘড়ির তলায় অপেক্ষা,তারপর সবাই এসেগেলে ওখানে খবরের কাগজ পেতে খাওয়া,,, আহা সে এক দারুন অভিজ্ঞতা।
দুর্দান্ত লাগলো।
শিবাজী দা, সানগড়ের বিস্তীর্ণ তৃণ ভূমির ভিডিওটা দারুণ হয়েছে! 🌄 তীর্থন থেকে সানগড় পর্যন্ত ট্রেকটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আপনার অফবিট হিমাচলের এই সফরের অংশগুলো আরও দেখতে মুখিয়ে আছি!
অসাধারণ কাজ শিবাজী দা! 🌄 সানগড়ের বিস্তীর্ণ তৃণ ভূমির প্রাকৃতিক সৌন্দর্য এবং তীর্থন থেকে সানগড়ের অফবিট ট্রেকটা সত্যিই মনোমুগ্ধকর। আপনার ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারি। আরও এমন ভিডিওর জন্য অপেক্ষায় থাকব!
ওটা সিদ্ধি পাতার গাছ। ঐ পাতা বেটেই তৈরি হয়। আমাদের উত্তর কাশির আশ্রমে চারদিকে হয়ে থাকে। যাই হোক, দুর্দান্ত ভিডিও। টিভিতে দেখছি মা সহ। কবে যে যেতে পারবো জানি না।
প্রাকৃতিক পরিবেশ এর মধ্যে পাহাড়ি পথে হারিয়ে গেলেও দুঃখ হবে না, আগে ও বলেছি এইরকম জায়গার ভিডিও চাই ,একটি অপরিচিত ,অজানা জায়গার ভিডিও আমার কাছে আনন্দ দেয় ,খুব ভাল লাগল ভাল থাকবেন
আহা পৃথ্বী দার কথায় সত্যি ভার ওজন আছে, রোজকার দেখা পুটি আর পুজোতে মেক ওভার করা পুটি সত্যিই আলাদা, বলা বাহুল্য সবই কসমেটিক্সের দান ❤🥰🙏 পৃথ্বী দা এভাবেই চালিয়ে যাও তোমার টক ঝাল মিষ্টি কথার মাধ্যমে আরও জমে উঠুক ভ্রোমোমান টুর, শিবাজী দা এবং পৃথ্বী দার জন্য অনেক শুভেচ্ছা রইলো 🎉
Pahar sob somoy e valo laga ar tar songa sir kotha bolar dhoron ta o mon chuya jai amar❤❤❤❤
সানগড় বিস্তীর্ণ তৃণভূমি পাখির চোখে অপূর্ব সুন্দর। তবে চই ঝর্ণা ধারা যাওয়ার রাস্তার চারি পাশে র যেমনটি সুন্দর তেমনি কষ্ট কর । কাঠের তৈরি মন্দিরের কারুকার্য এবং দশ অবতার এর মূর্তির ছবি অসাধারণ। বেশ ভালো লাগছে এই ভ্রমণ টা। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ রাত্রি।
অসাধারণ এই ভিডিওটি। মনে হল আমিও রয়েছি এই টুরে। ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি... পৃথ্বিজীতের লিটারেচারের জ্ঞ্যান টাও বেশ ভালো।
পৃথ্বী র ডায়লগ অসাধারণ, দারুন গার্নিশ করে ব্লগ গুলো র।
আমাদের প্রকৃতি অগোছালো সুন্দর,দারুন দারুন।❤❤
ভীষণই সুন্দর ভিডিও এবং সাথে আমার প্রিয় পৃথ্বীর ওই টিপ্পনী গুলো।আসলে পুরো হিমাচল কে বলা হয় দেব ভূমি।এখানে সর্বত্রই এমন ডলী নিয়ে পরিক্রমা করা হয়।এরা আবার মাছ এবং কচ্ছপ কেও পুজো করেন।
God made country,
Man made town.
You are travelling in country.
অপূর্ব সুন্দর দৃশ্য। দারুন লাগলো l❤❤❤
খুব ভাল লাগছে অফবিট হিমাচল সিরিজ। আমার সবচেয়ে প্রিয় জায়গা এই হিমাচল। গতবছর তীর্থান ভ্যালীতে দুদিন কাটালেও চই ওয়াটার ফল্স যাইনি, আজ আপনাদের দৌলতে সেটাও দেখা হয়ে গেল। অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনাদের।
খুব সুন্দর লাগল প্রাকৃতিক সৌন্দর্য
Darun..... Choi jhornar rasta chhilo apurbooo.... Khub bhalo lagche apnader ei off beat H. P. tour .... Khub bhalo thakben apnara ❤❤
দুই ভাই। অসাধারন দাদা।।
যেরকম relaxing music video দেখে relax হৈ...সেইরকম ই তোমাদের ভিডিও দেখেও পুরো relax হয়ে যাই ....ব্লগার হিসেবে তোমরা একশো তে একশ❤
প্রাকৃতিক সৌনদর্যমন্ডিত ভিডিওটি খুবই ভালো লাগলো👌👌👌👌
দারুন সুন্দর খুব সুন্দর সান গড়ের ভ্যালি অপূর্ব মন ছুঁয়ে গেল।❤
অসাধারণ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩👍
অপূর্ব সুন্দর ,,,,খুব ভাল লাগছে। আমার মনে হয় আপনাদের এই Trip টা one of the best blog
মন ভরে গেল দেখে খুব সুন্দর
সানগড়ের ড্রোনশট গুলো অসাধারণ.. গায়ে কাঁটা দিচ্ছিল পুরো.. অনেক শুভকামনা আপনাদের জন্যে
খুব সুন্দর দৃশ্য,অভিনন্দন ওশুভেচ্ছা রইল।
আপনাদের বিদেশের ভিডিও দেখেছি এবং এনজয় করেছি। কিন্তু আমাদের ভারতের মত সব গিরি সিন্ধু মরু পাহাড় সমুদ্রের বৈচিত্র্য এত বেশি আমার মতে পৃথিবীর কোথাও এত সৌন্দর্য নেই। একটা বাষয়ে একমত যে এখানে মেইনটেনেনস এবং মিনিমাম সুবিধা নেই বলেই বিদেশের মানুষ এখানে কম আসে। আমি বিশেষত পাহাড়ে বহু ঘুরেছি এবং ভাবি এই সুন্দর প্রকৃতি আমাদের হাতে লাঞ্ছিত হয়েছে। এই ব্যাপারে আপনাদের সঙ্গে একমত।
Har Har Mahadev. Khub bhalo laghlo.
দারুণ লাগল মনেহয় আমি নিজে ঘুরছি
Ki ashadharon jaega khub khub bhalo laglo bhai
Daroon.......... Apurba.......... awesome............!
Khub sundar laglo ❤
দাদা আপনার ব্লগ দেখতে দেখতে ফুলকপি র বড়া, গোবিন্দ ভোগ চালের ভুনা খিচুড়ি দিয়ে ডিনার সারলাম, দারুন দুর্দান্ত উপভোগ করলাম। ধন্যবাদ🙏💕
Khub khub sundor jayga ekta natun jayga janno ❤
অপূর্ব, অদ্ভূত সুন্দর আপনাদের অফবিট হিমাচল ভ্রমণ, আপনাদের চোখদিয়ে আমাদেরও দেখা হল, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আরো সুন্দর সুন্দর অচেনা অদেখা স্থানের দৃশ্য উপস্থাপন করুন, আগামীতে সকলের মঙ্গল কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন - ধন্যবাদ
ভালো জায়গা সুন্দর পরিবেশ ভালো লাগলো ভালো থাকবেন সবসময় পরবর্তি ভিডিও জন্য অপেক্ষা করছি
Darrun.....
Mhadever dola dorsnhan r prikrama advut sundor o bisesh pauna❤
Khoobi bhalo laglo video ta. Uncut and original, excellent 👍. Do keep us all entertained in this manner please. All the best to you all.
মন্দির টা খুউব সুন্দর ❤❤
অসাধারণ লাগলো, সত্যি কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য, আপনার চোখ দিয়ে দেখলাম, কোনদিন যাওয়া হত না, অনেক অনেক আন্তরিক ধন্যবাদ, সবসময় এরকমই সদাহাস্য ময় থাকবেন, ভালো থাকবেন❤❤❤❤❤
Very nice, I like your offbeat himachal,Thanks a lot.
দারুন এক্সপেরিমেন্ট।
দারুন দারুন দারুন খুব সুন্দর লাগছে অফবিট হিমাচল অতুলনীয়
পাখির চোখে দেখা সত্যিই অপরুপ।
অফ বিট হিমাচল ভ্রমন খুব ভালো লাগছে , প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার , তবে কয়েকটা দিন পরে গেলে বরফ সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিত , ভালো থাকুন সুস্থ থাকুন পরের পর্বের অপেক্ষায় রইলাম , ধন্যবাদ ।
খুবই সুন্দর ভালো লাগলো এমন নতুন জায়গা আরো দেখতে চাই
দারুন লাগছে দাদা এক এক জায়গা র আচার আচরণ রীতিনীতি দেখতে খুব ভালো লাগছে।
এ কি কথা শুনলাম আজ পৃথ্থিজীৎ দাদুর মুখে মাইরী আমি অন্তলোকে চলে গেলুম ।
(ভারতবর্ষ দেখা মানেই পুরো পৃথিবী দেখা কথাটা ১০০% সত্য)
প্রচন্ড হিংসা ভাল লাগা হচ্ছে কারন যেতে পারছি না কিন্তু দেখে ভাল লাগছে । দারুন সুন্দর পকৃতি ।
Awesome drone and time lapse
Superb....just awesome
apurbo jharna, asadharon paharer soundarjyo, pine bone dhaka paharer kole apurbo trinobhumi
সত্যিই দাদা এককথায় অসাধারণ লাগলো। পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম দাদা।❤❤ 🙏🙏
Sotti Darun. Your vlogs simply awesome.
The best travel vlog of India.
Darun timming ❤
Khub sundor laglo video khana ❤❤❤❤🎉🎉
Khub sundor jaigai gulo
খুব সুন্দর, কি নেই এই দেশে।❤
Apurbo laglo❤❤
Darun laglo. Real exploration holo choi water falls dekhte giye
পল ভাই খুব ঠাণ্ডা মাথার ছেলে বলে মনেহয়,খুব ধীর স্থির,ট্যুরিস্ট কে বেস্ট টা দেওয়ার চেষ্টা করে। নিজেকে জাহির করার বিন্দুমাত্র চেষ্টা নেই।ভালো লাগলো। একবার ওনার সঙ্গে ঘুরতে যাওয়ার ইচ্ছে রইলো।
Offbeat Himachal darun, chok o moner Aram hochhe.
অসাধারণ হয়েছে।
Darun bhalo laglo.
Darun…… I too love traveling. Tumader choke ar akta darun hidden treasure dekhlam !! 😊
সানগড়ের অনুভূতি স্মৃতির সরনিতে রয়ে গেল। আসলে কিছু ভ্রমনের কোনো বর্ননা হয়না, উপলব্ধি করতে হয় হৃদয় দিয়ে। ভালো থেকো দাদারা । ❤❤❤❤❤❤❤❤❤❤
👌💐💐💐💐 খুব ভালো লাগলো
এ যেন আলাদা অনুভূতি খুব সুন্দর লাগলো ভিডিও ❤❤❤❤
একটা কথা মনে হয় ভারতের সব দর্শনীয় স্থান ছিল ধর্মীয়, মানুষ কষ্ট না করলে পূন্য হবে না এই বিশ্বাস ছিল, তাই সব জায়গায় ভ্রমণার্থীদের সুবিধা, আরামের চিন্তা করা হয়নি।
Tirthan To Shangar Offbeat & Himachal Prodesh Episode-9 dekhchi khubEnjoyKorchi. Thanks To Explorer Shibaji Dada With Prithijit Dada O Pal Dada. 🌹🌹🌹👌😍
অসাধারণ লাগলো দাদা❤
Khub sundar. Chhabi tei ato monoram samne theke nischoi aro sundar
ঘ্রানেন অর্ধভোজনমের মতো দর্শনেন অর্ধ উপভোগম, ধন্যবাদ শিবাজী, পৃত্থীজিত,পল।
Darun darun laglo
Khub sundor jayga....
Magnificent wood work ❤❤❤❤❤🎉🎉
I always follow your vlog and also your subscriber. You are the best travel vlogger. I am just amazed & all your vlog are excellent & beautiful. Offbeat Himachal exploration is also mind-blowing. Thanks to you both. With best wishes.
দারুন। সমস্ত পরবো গুলো দেখছি ভাষায় বলা যায় না। আপনারা ভালো থাকুন।
অসাধারণ ❤❤❤। প্রতিটি ভিডিও ই খুব সুন্দর।❤❤❤
আমার মানস ভ্রমণ আপনাদের চোখে ❤❤❤
Khub shundar jaiga👌👌👌👌👌
Thank you very nice 👍 darun 🎉
অসম্ভব সুন্দর জায়গা। ভিডিওটা দেখে একেবারে নেশা লেগে যাচ্ছে। আরও একটি অফবিট জায়গা হলো উত্তরাখন্ডের "জাগেশ্বর" ধাম পারলে দেখে আসবেন তার আশপাশের গ্রামগুলি। ভীষণ ভালো লেগেছিল জায়গাটি। ওখানকার মানুষরাও ভীষণ আন্তরিক।
পরের পর্বের অপেক্ষায় রইলাম।
অসাধারণ দাদা ❤❤❤
অপূর্ব, যদিও আয়াসসাধ্য। পৃথ্বীজিতের কথায় রবীন্দ্রনাথের একটি গানের অনুরণন পেলাম: "আমার এই পথ চাওয়াতেই আনন্দ"।
অসাধারন দৃশ্য
মিডোজ আর সানগড়ের মন্দিরটা খুব সুন্দর।
Ami Himachal geyechi dada kintu eta jano kono ono himachal darun darun
Shibaji babu apnar vlog khub valo lagcha
অসম্ভব সুন্দর শিবাজী দা ❤❤❤
1:11
Darun laglo
সানগড়ের তৃণভূমির রূপ অপূর্ব ❤️🙏
চই ঝর্নার স্বর্গীয় সুর আর সানগড়ের তৃণভূমির অনন্ত বিস্তার-এই দুটি ভিন্ন প্রকৃতির ছবি শিবাজী ও পৃথ্বী র শিল্পকর্মে যেন জীবন্ত হয়ে উঠেছে। ঝর্ণার ঝরে পড়া জলে যখন পাহাড়ের বুকে ধ্বনিমাধুর্য বাজে, তখন মন হারিয়ে যায় এই স্রোতের বহমানতার মাঝে। এ এক শীতল নির্মলতা, যা সমস্ত ক্লান্তি মুছে দিয়ে নতুন করে জীবন জাগিয়ে তোলে। হই চই না করলেও শান্ত নির্মলতা বিরাজ করছে l
আর সানগড়ের তৃণভূমি যেন প্রশান্তির এক অবারিত প্রান্তর। সেই দিগন্তবিস্তৃত সবুজে সূর্যের আলো যখন মিশে যায়, তখন প্রকৃতির অলৌকিক সুষমা এক অনির্বচনীয় প্রশান্তি এনে দেয়। এ দুই জগতের মহিমা শিবাজী আর পৃথ্বীজিতের ক্যামেরায় প্রাণ পেয়েছে, যা শুধু দেখার নয়-মন দিয়ে অনুভব করার মতো।
এই কৃতিত্ব নিছক একটি ভিডিও নয়, এটি যেন প্রকৃতির এক দ্যোতনা, যা মানুষের হৃদয়কে স্পর্শ করে। এই প্রয়াসের নেপথ্যশিল্পী এই দুই মহারথী ও উৎপলের কাছে আমাদের কৃতজ্ঞতা। প্রকৃতির প্রতি এই ভালোবাসা ও শিল্পিত সৃষ্টিকে কুর্নিশ জানাই। এই মহতী প্রয়াসের মধ্য দিয়ে তোমরা জীবনের যে সৌন্দর্যকে প্রকাশ করলে, তা চিরকাল দর্শকদের হৃদয়ে এক সঙ্গীত হয়ে বাজবে। পরের আরও অনবদ্য সৃষ্টির প্রত্যাশায় আমরা পথ চেয়ে থাকব।
❤️❤️❤️
খুবই সুন্দর vlog। ট্রেককিংটা একটু risky। তবে enjoyable। একটা কথা contradictory লাগলো। বলছো "offbeat", আবার খুঁজছো চা কফির দোকান 😂। এতো বিস্তীর্ণ meadow তে গড়াগড়ি খেতে ইচ্ছে করলোনা 🤔? তোমাদের মাটিকে হাত দিয়ে স্পর্শ করতে কমই দেখি😅। তবে তোমাদের চোখ দিয়ে অনেক কিছুই উপলব্ধি করি। তুমি একদম solid হোমওয়ার্ক করে vlog করো। অনেকেই করে, তবে তোমাদের কথার ছলে কথা বলাটা ace class: সকলের মনকে নাড়িয়ে দেয়। দারুন, দারুন। থ্যাংক্স 🎉❤
🙏🙏🙏❤️❤️❤️
View marvellous
খুব ভালো ❤
Darun ❤
Shibaji da upnar vedio gulo oshadharon Lage. Onk Valo upnar presentation. Phithijit da k onk Valo Lage.
Apurba laglo Shibaji