আমি বীরাঙ্গনা বলছি - নীলিমা ইব্রাহিম - সিফাত, অনুরত - কণ্ঠ্য:বুয়েট

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 724

  • @estiakemon6132
    @estiakemon6132 5 ปีที่แล้ว +103

    সম্ভব হলে দাঁত দাঁত চেপে বলেছি 'জয় বাংলা'
    এমন প্রতিটি বীরাঙ্গনার ও মুক্তিযুদ্ধাদের আত্নত্যাগেই আমাদের স্বাধীনতা।
    জয় বাংলা❤

    • @subratachakraborty7405
      @subratachakraborty7405 5 ปีที่แล้ว +1

      কিন্ত কেনো যে দেশ ছেড়ে পালিয়ে আসতে হলো ,আজোও যানিনা ? কেও কি এর উত্তর দিতে পারে ?

    • @user-ws3tu2zc5b
      @user-ws3tu2zc5b 4 ปีที่แล้ว +1

      এত কষ্ট করে অর্জিত স্বাধীনতা আমরা কি রক্ষা করতে পেরেছি? লজ্জার বিষয় হলো এখনো স্বাধীন দেশে ধর্ষণের পরে জয়বাংলা শ্লোগান দেওয়া হয়। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন হায়রে অর্বাচীন জাতি।

    • @mdshakibmdshakib9235
      @mdshakibmdshakib9235 3 ปีที่แล้ว +1

      Joy bangla

  • @k.ebiswas8151
    @k.ebiswas8151 4 ปีที่แล้ว +15

    নমস্কার
    আপনাদের দু'জনার কবিতা আবৃতি খুব খুব সুন্দর হয়েছে।
    আপনাদের দেশ বাংলাদেশকে কখনো চোখে দেখার সৌভাগ্য হয়নি, তবুও মনে হয় আমি যেন আপনাদের দেশীয়। আপনাদের সুমধুর কন্ঠের স্বর শুনে মনে হচ্ছে আমি যেন সেই একাত্তরের পেক্ষা পটে সশরীরে উপস্থিত আছি, আর কবিতা শুনে মর্মাহত হলাম।

  • @PappuRoyCyclist
    @PappuRoyCyclist 4 ปีที่แล้ว +46

    আমি ভারতীয়।
    তবু এই কবিতা শুনে চোখে জল এসে গেলো।
    জয় বাংলা।

  • @greenscreen481
    @greenscreen481 5 ปีที่แล้ว +62

    আমার ভালো লাগছে কমেন্ট গুলো পড়ে।
    এ প্রথম আবার আশাবাদী হলাম।
    তবে একাত্তোর হারিয়ে যায়নি তরুণ হৃদয় থেকে।

  • @rajonzx4178
    @rajonzx4178 5 ปีที่แล้ว +118

    চোখের পানি ধরে রাখতে পারলাম না । হে বিরঙ্গনা তুমি আমার মা । আমরা প্রত্যেক বাঙ্গালী তোমার সন্তান ।

  • @mamunrana2541
    @mamunrana2541 ปีที่แล้ว +2

    বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও ৩০ লক্ষ শহিদদের প্রতি❤

  • @alamgirkabir2910
    @alamgirkabir2910 10 หลายเดือนก่อน +1

    এমন অনন্য আবৃত্তি যে শোনেনি সে অনেক কিছুই অনুভব করতে শিখেনি।
    গাঁয়ে কাঁটা দিয়ে ওঠে প্রতিটি মুহূর্তে।
    আবৃত্তি শিল্পীদ্বয় ও সংশ্লিষ্টজনদের সশ্রদ্ধ অভিবাদন।❤❤❤

  • @shuhanrizwan797
    @shuhanrizwan797 5 ปีที่แล้ว +7

    চমৎকার!
    সিফাত এবং অনুরতের কণ্ঠের বৈপরীত্যটা খুব দারুণ ফুটেছে। অরণ্যের বাঁশি বাজানোও ভারি সুন্দর।

  • @dr.badhan5648
    @dr.badhan5648 5 ปีที่แล้ว +29

    এত সুন্দর আবৃত্তি কমই শুনেছি।
    শুনতে শুনতে চোখে ভাসছিলো ঘটনাগুলো।

  • @debashishkar6075
    @debashishkar6075 5 ปีที่แล้ว +285

    কণ্ঠের প্রেমে পড়ে গেলাম। কিন্তু সংগ্রহে রাখতে সাহস হল না। গায়ে এত কাঁটা সহ্য করার মত শক্তি আমার নেই।।। এত লজ্জা ধারণ করার মত শক্তিও নেই। কি অক্ষম লজ্জা!!! হায় দূর্ভাগা বাংলা মা....

    • @subratachakraborty7405
      @subratachakraborty7405 5 ปีที่แล้ว +3

      আমি ভাই পারলাম না .

    • @moniislam3466
      @moniislam3466 5 ปีที่แล้ว +5

      ধন্যবাদ, এটাই সম্মান!

    • @ahtanvirahmed7154
      @ahtanvirahmed7154 5 ปีที่แล้ว

      😪😪💚

    • @snghosh8475
      @snghosh8475 4 ปีที่แล้ว

      th-cam.com/video/EnGgQriVte4/w-d-xo.html

    • @ChannelChokh
      @ChannelChokh 4 ปีที่แล้ว +1

      আমার স্বরচিত প্রেম বিরহের, বনলতা সেন কবিতা আবৃতি সেই সাথে আমরা বাপ মেয়ে গেয়েছি স্ব কণ্ঠে গান, করেছি প্রতিবেদন ভিডিও গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন plz তবে হ্যা ভিডিওটি কমপক্ষে ২+মিনিট দেখে তারপর সাবস্ক্রাইব করবেন না হলে চ্যানেল স্প্যাম করবে

  • @3tutulz
    @3tutulz 4 ปีที่แล้ว +2

    অপূর্ব ।অসাধারণ ।আবৃত্তি ।
    বাংলাদেশ ।ভালো থাক । জানিনা কবে হবে সেই নতুন ভোর ।

  • @sabihahasan9864
    @sabihahasan9864 5 ปีที่แล้ว +164

    আবৃত্তি এমন ই হওয়া উচিত,,যা মন্ত্রমুগ্ধের মতো শুনতে ইচ্ছা হবে, আর পশম দাঁড়িয়ে যাবে 😍😍😍😍
    আপু অনেক সুন্দর। আল্লাহ অনেক দূর এবং সফলাতার দারপ্রান্তে নিয়ে যাক আপনাদের।

    • @samiranstep1738
      @samiranstep1738 5 ปีที่แล้ว

      .

    • @masudmasud8917
      @masudmasud8917 4 ปีที่แล้ว +3

      এখনো অনেক জারজ সনতানেরা বলে থাকে পাকিসথান থাকাটাই ভালো ছিলো।কেন দেশ স্বাধীন করলে।। আমার মুখের আর যে সকল মা ও বোনেরা ১৯৭১ সালে তাদের সবচেয়ে দামী সমপদের বিনিময়ে স্বাধীনতা লাভ করেছে তাদের মুখের সব থু থু গুলোকে একাএ করে ঐ বেঈমান আর মীরজাফর কুলাঙারদের মুখে নিখেখপ করতে পারতাম।। মনে কিছুটা হলেও শান্তি অনুভব করতে পারতাম। সাভয়ার মাসুদ পারভেজ। কালিহাতী-টাংগাইল। বাংলাদেশ। প্রবাসে কুয়েতের মরুভূমির বুক থেকে

    • @shagorrana6300
      @shagorrana6300 4 ปีที่แล้ว

      ❤❤❤

    • @ChannelChokh
      @ChannelChokh 4 ปีที่แล้ว

      আমার স্বরচিত প্রেম বিরহের, বনলতা সেন কবিতা আবৃতি সেই সাথে আমরা বাপ মেয়ে গেয়েছি স্ব কণ্ঠে গান, করেছি প্রতিবেদন ভিডিও গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন plz তবে হ্যা ভিডিওটি কমপক্ষে ২+মিনিট দেখে তারপর সাবস্ক্রাইব করবেন না হলে চ্যানেল স্প্যাম করবে

    • @gyanershikodbd
      @gyanershikodbd 4 ปีที่แล้ว

      th-cam.com/video/btv3Sy8wwCQ/w-d-xo.html
      plz our chennel

  • @mthanks6104
    @mthanks6104 5 ปีที่แล้ว +6

    কণ্ঠ,কথা বলার স্টাইল আর ভেশে আসা বাঁশির সুর আমায় মুগ্ধ করেছে

  • @prithasaha1468
    @prithasaha1468 3 ปีที่แล้ว +3

    আজ স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি ।তাই আবার প্রিয় কবিতাটা শুনতে এলাম।
    জয় বাংলা ।

  • @sbshuvo5015
    @sbshuvo5015 2 ปีที่แล้ว +1

    বিনম্র শ্রদ্ধা জানাই বীরাঙ্গনা বীর নারীদের।
    জয় বাংলা

  • @Deepu_Tube
    @Deepu_Tube 5 ปีที่แล้ว +69

    অসাধারণ । কথাগুলো কাটার মতো বিধেছিলো ।নির্মম বাস্তবতার ছোয়া পেলাম । এইরূপ বীরাঙ্গনা দের প্রনাম 🇧🇩🙏
    এতো সুন্দর আবৃত্তির জন্য ভালোবাসা নিও । 🖤 (from India)

    • @snghosh8475
      @snghosh8475 4 ปีที่แล้ว

      th-cam.com/video/EnGgQriVte4/w-d-xo.html

    • @mdmazharulhasan8026
      @mdmazharulhasan8026 3 ปีที่แล้ว

      th-cam.com/video/9WNcaUoPT4o/w-d-xo.html&feature=share

    • @arefinhoosain654
      @arefinhoosain654 ปีที่แล้ว

      ঠিক

  • @md.akramhossain2768
    @md.akramhossain2768 5 ปีที่แล้ว +50

    কবে যে আমরা মানুষ হব! অসাধারন আবৃত্তি করেছেন দুই বোন সিফাত ও অনুরত । আর বাঁশিও বাজিয়েছেন দারুণ অরণ্য ভাই। ধন্যবাদ সবাইকে।

  • @rejiyakhatun714
    @rejiyakhatun714 5 ปีที่แล้ว +23

    কঠিন বাস্তব কথাগুলো আবৃত্তি শুনে মনে হচ্ছিল আমি যেন একাত্তরের সেই দিন গুলো দেখতে পাচ্ছি,
    সকল শ্রদ্ধেয় বিরঙ্গোনা দের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি,

  • @prodipsarkar417
    @prodipsarkar417 3 ปีที่แล้ว +1

    যতবার শুনি ততবার গায়ে কাটা দিয়ে ওঠে,চোখের কোনে ভিজে ওঠে অজান্তেই।অসাধারন।

  • @anonymouscorridor
    @anonymouscorridor 5 ปีที่แล้ว +36

    আবৃতি শুনেই বলি আমি মুগ্ধ ... "আমি পরম মুগ্ধ ।
    কিন্তু এই আবৃতি যতবার শুনেছি ...ততবারই গায়ের পশম দাড়িয়েছে ।
    ভেতরটায় কেমন যেন অক্সিজেনের অভাব লেগে যায় ।
    দীর্ঘ নিঃশ্বাসে বাঁচি ! বাঁচার প্রয়োজনে বাঁচি !!

  • @jahidkabir1783
    @jahidkabir1783 3 ปีที่แล้ว +1

    বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর -
    অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।।
    ।।।আপু অনেক অনেক শুভকামনা
    আপনাদের প্রতি।।।। যতবার এই যুগান্তকারী রচনা আবৃত্তি শুনি ততবারই দেশের প্রতি শ্রদ্ধা ও মমত্ববোধ কয়েকগুণ আকারে বৃদ্ধি পায়।।।।হয়তো যুদ্ধ দেখি নাই তবে আমার কলিজার টুকরা মা বোনের উপর শয়তানরুপি সেই হায়েনাদের ভয়াবহ, বিভৎস-ছোবলের প্রতিচ্ছবি দেখতে পায়।।।।যারা দেশের জন্য তাদের মহান জীবনকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করেন,,,,মহান আল্লাহ তায়ালা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক।।।।।

  • @tuhinkhan9075
    @tuhinkhan9075 3 ปีที่แล้ว +2

    অসম্ভব সুন্দর, দারুণ ভীষণ ভীষণ ভালো লাগলো আবৃত্তি করা আর কথা গুলো।

  • @ankanpaul2961
    @ankanpaul2961 4 ปีที่แล้ว +3

    ভারতবর্ষ থেকে অনেক সেলুট জানায় ৭১ এর সেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী মা-দিদি-বোনেদের! আপনাদের দুজনের কন্ঠ ও অসাধারণ। পাকিস্তানী সেই সব শয়তান সেনাদের ভগবান হোক বা আল্লাহ কেউ যদি থেকে থাকেন কক্ষনো ক্ষমা করবে না।... জয় বাংলা! 😔

  • @sbsabbirhossain9452
    @sbsabbirhossain9452 ปีที่แล้ว

    সাহসী মুক্তিযোদ্ধাদের জীবনের আত্মত্যাগে আমরা এই বাংলা কে পেয়েছি। হাজারো হাজারো কৃতজ্ঞতা জানাই সাহসী যোদ্ধাদের

  • @banglafunnyvideo6145
    @banglafunnyvideo6145 5 ปีที่แล้ว +4

    জীবনের শ্রেষ্ঠ অাবৃত্তি শুনলাম, চোখে পানি এসে গেল...

    • @susmoypaal8950
      @susmoypaal8950 3 ปีที่แล้ว

      Shrestho abriti...bolar moto kichuy nay...

  • @RahnumaNoor
    @RahnumaNoor 2 ปีที่แล้ว +1

    মন ছোঁয়া পাঠ। আপনাদের দুজনের কন্ঠ আর উচ্চারণ এত স্পষ্ট, প্রতিটি শব্দের প্রকাশ বুকের ভেতরে গিয়ে গাঁথলো। আরো পাঠ শোনার অপেক্ষায় রইলাম। শুভকামনা

  • @mohadebagarwal6711
    @mohadebagarwal6711 3 ปีที่แล้ว +2

    2060 সালের জন্য কমেন্ট লিখে গেলাম। যেন বহুদিন পর কোন এক গোধুলীর লগ্নে আবার সেই কবিতাটি শুনি।
    মন ছুঁয়ে গেল। সবাই লাইক দেন।

  • @ismailhossenmanik1068
    @ismailhossenmanik1068 5 ปีที่แล้ว +12

    আকাশ পানে চেয়ে চেয়ে শুনেছিলাম 😍খুব অবাক হয়ে শুনছেলিয়াম

  • @haradhanghosh757
    @haradhanghosh757 5 ปีที่แล้ว +27

    অসাধারন কবিতা
    অসাধারন উপস্থাপনা ! !
    চোখে জল ধরে রাখতে পারলাম না ।

    • @gyanershikodbd
      @gyanershikodbd 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/btv3Sy8wwCQ/w-d-xo.html

  • @arefinhoosain654
    @arefinhoosain654 2 ปีที่แล้ว

    অপূর্ব। মন্ত্রমুগ্ধের মত শুনি আর মনটা খারাপ হয়ে যায়।

  • @anwarsadat53
    @anwarsadat53 5 ปีที่แล้ว

    অসাধারণ কবিতা । অসাধারণ আবৃতি। আমি মুগ্ধ আবার বিস্মীত এরপরও কিভাবে যুদ্ধাপরাধীরা এদেশে বেঁচে থাকে।সবগুলোকে দ্রুত ফাঁসি দেওয়া উচিত ।

  • @paprimandal2941
    @paprimandal2941 2 ปีที่แล้ว

    যতবারই শুনি গায়ে কাটা দিচ্ছে
    আবৃত্তি এতটাই সুন্দর।

  • @yousufkalu5573
    @yousufkalu5573 2 ปีที่แล้ว

    অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা আমাদের সেই সব বীরাঙ্গনা মা বোনদের প্রতি যাদের মহান ত্যাগের কাছে আামাদের মাথা অবনত করে সগৌরবে।
    জয়বাংলা
    জয়বঙ্গবন্ধু।

  • @md.rokonuzzaman9980
    @md.rokonuzzaman9980 5 ปีที่แล้ว +4

    সত্যি বলছি, এত আবেগে আপ্লুত কখোনো হইনি !

  • @hafizislam6884
    @hafizislam6884 ปีที่แล้ว +1

    যতবার শুনি ততবারই গায়ে কাটা দেয়।

  • @anasristimithu8263
    @anasristimithu8263 หลายเดือนก่อน

    শুনতে শুনতে কখন যে দুই চোখ ভরা জল হয়ে গেছে,, বুঝতে পারিনি।এমন একটি কাহিনী শোনার পর লেখা কি কিছু যায়,,,,, জানি না। আমার হাত সরছে না,,, শুধু বলি,, অসাধারণ 🙏

  • @delowarhossainshohag7877
    @delowarhossainshohag7877 5 ปีที่แล้ว +5

    Love from heart...salute to all বীরাঙ্গনা

  • @shamimmimi3140
    @shamimmimi3140 4 ปีที่แล้ว

    আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। বিনম্র শ্রধ্বা আর ভালবাসা সকল বীরাঙ্গনাদের প্রতি। দেশের জন্য সতীত্ব দিয়েছো, দেশ তোমাদের কিছু দেয় নি। তবুও সালাম তোমাদের, তোমরা তবু এই দেশকে বাচিয়েছ। জয় বাংলা, জয় বঙ্গ বন্ধু। বিনম্র শ্রধ্বা আবারও। স্যালুট মা🙏🏼🙏🏼🙏🏼

  • @1201-v2j
    @1201-v2j 5 ปีที่แล้ว

    জিবনের প্রথম আমার শরীরের প্রতিটি লোমকুপ দাড়িয়ে গেল,,মানুষ এত সুন্দর কবিতা লিখতে পারে?এমন করে কেউ কবিতা আবৃতি করতে পারে,,,,এই বিংশ শতাব্দী এসেও আমি নিস্চুপ,,,শিহরিত,,,, অসাধারন,,,,

  • @ALAMGIRHOSSAIN-zm9zs
    @ALAMGIRHOSSAIN-zm9zs 5 ปีที่แล้ว +1

    অসম্ভব সুন্দর কবিতা আর অসাধারণ উপস্থাপন!! বুকের ভেতর টা নাড়া দিয়ে গেলো।

  • @fablihaahmed3591
    @fablihaahmed3591 5 ปีที่แล้ว +2

    এক কথায় অসাধারণ । কোন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।

  • @julys5393
    @julys5393 5 ปีที่แล้ว +6

    সত্যিই অসাধারণ..... চোখে জল ধরে রাখা যায় না

  • @roadsidewonder
    @roadsidewonder 5 ปีที่แล้ว

    ছবি ভেসে উঠেছে, শরীরে কাটা আজ চোখে জল।
    অসাধারণ লিখা আর আবৃতি

  • @nusratjahannova9624
    @nusratjahannova9624 5 ปีที่แล้ว +1

    আবৃত্তি এমন ই হওয়া উচিত,,যা মন্ত্রমুগ্ধের মতো শুনতে ইচ্ছা হবে, আর পশম দাঁড়িয়ে যাবে

  • @basudebsarker9736
    @basudebsarker9736 5 ปีที่แล้ว +2

    ভালবাসা প্রকাশের ভাষা নেই।
    নিরন্তর শুভকামনা।

  • @buetlovers
    @buetlovers ปีที่แล้ว +3

    আমি কান্না করে দিছি,,
    এতো সুন্দর আবৃত্তি,,
    সব প্রশংসাকে ই হার মানাবে।❤

  • @MAHMUDUL_HASAN1987
    @MAHMUDUL_HASAN1987 10 หลายเดือนก่อน

    বীরাঙ্গনাদের কী দুঃসহ জীবন। শ্রদ্ধা জানাই মা বোনকে

  • @sudiptaacharjee3244
    @sudiptaacharjee3244 4 ปีที่แล้ว +3

    অামি স্তব্ধ, নিথর। মনের অজান্তে চোখ ঝাপসা হয়ে এসেছে। কত মা বোনের ভাইদের অাত্মত্যাগ এই স্বাধীনতা।

  • @shuvoislam4627
    @shuvoislam4627 2 ปีที่แล้ว

    গা শিউরে উঠেছে। মনে হয় এক আর্তনাদ মা কিংবা বোনের চিৎকার কানে বাজতেছে। চোখে পানি ও এসেছে।

  • @mdsirajulhaque1774
    @mdsirajulhaque1774 5 ปีที่แล้ว +9

    অসাধারণ। মুগ্ধ হয়ে গেলাম। পশ্চিমবঙ্গ

  • @rituparnahalder766
    @rituparnahalder766 5 ปีที่แล้ว +2

    Anekdin pore khub valo 1ta kobita sunlam..thank you so much

  • @pethome2289
    @pethome2289 2 ปีที่แล้ว

    অসাধারণ হয়েছে, এই প্রথম শুনলাম কবিতাটা আর শুনতে শুনতে সেই সময়ের দৃশ্য কল্পনায় ভেসে ওঠে। সাহস পেলাম নারী হয়ে হার না মানার এগিয়ে যাওয়ার।

  • @hassanmahmud3349
    @hassanmahmud3349 4 ปีที่แล้ว +1

    মা গো আমরা তোমাদের ১৮ কোটি সন্তান,তোমরা বেঁচে থাকবে শতাব্দীর পর শতাব্দী আমাদের হৃদয়ে। আবৃতিকার দুজনকেও অনেক অনেক শ্রদ্ধা।

  • @medha6455
    @medha6455 4 ปีที่แล้ว +8

    অসাধারণ।❤️জয় হোক নারীত্বের।

  • @siamhossen5832
    @siamhossen5832 4 ปีที่แล้ว

    কবিতার কথাগুলো হৃদয়ে কাটা দিয়ে ওঠে।
    আর আবৃত্তিটা হৃদয়ছোয়া ছিল।

  • @muslimanwar1780
    @muslimanwar1780 5 ปีที่แล้ว +16

    ফেরদৌসী প্রিয়ভাষিণী আন্টির কথা খুব মনে পরছে😢😢😢,,,হে আল্লাহ তুমি ভালো রেখো সেই সব বীরাঙ্গনাদের,,,আর এই দুই আপুকেও ভালো রেখো,,,দোয়া রইলো সব শহীদদের জন্য😢😢💜💚💕

  • @shilpimondol941
    @shilpimondol941 4 ปีที่แล้ว

    অসাধারণ বুক কেঁপে উঠলো. খুব ই সুন্দর

  • @মোঃলায়নইসলাম
    @মোঃলায়নইসলাম 5 ปีที่แล้ว +4

    বীরাঙ্গনা,
    আমাদের অহংকার.....।।।।

  • @aslamhossain4428
    @aslamhossain4428 3 ปีที่แล้ว +1

    হৃদয় স্পর্শী , অনেক ধন্যবাদ

  • @ChannelUjan
    @ChannelUjan 2 ปีที่แล้ว

    সত্যি অসম্ভব সুন্দর কণ্ঠ মুগ্ধতা নিয়ে গেলাম ভালবাসা দিয়ে গেলাম।

  • @mosiulislam2112
    @mosiulislam2112 5 ปีที่แล้ว +3

    প্রতিটি বীরাঙ্গনা মাকে জানায় বিনম্র শ্রদ্ধা।

  • @Last4053
    @Last4053 3 ปีที่แล้ว

    সকল বীরাঙ্গনাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
    জয় বাংলা।

  • @ahmedmasum6677
    @ahmedmasum6677 2 ปีที่แล้ว +1

    অসম্ভব সুন্দর আবৃত্তি করলেন দুজনে....ভালোবাসা ।

  • @Jenny-fm9jm
    @Jenny-fm9jm 5 ปีที่แล้ว +1

    দুই বোনকে কি যে বলবো ভাষা নেই মনটা ভরে গেল ভাল থেক তুমরা

  • @riyadhossain9696
    @riyadhossain9696 2 ปีที่แล้ว +1

    জানিনা কেন যেন ,যতবারই শুনি ততবারই মনের ভেতরটা কেন যেন ঢুকরে কেঁদে উঠে।

  • @shakilsarkar6759
    @shakilsarkar6759 5 ปีที่แล้ว

    অসাধারণ কণ্ঠ মুগ্ধতা প্রকাশ করি। কবিতা আব্রত্তি অসাধারণ। তার সাথে ভাজনা ভালো লাগছে। কবিতা।

  • @h-imostahid3564
    @h-imostahid3564 2 ปีที่แล้ว

    চোখের পানি ধরে রাখতে পারলাম না। অসাধারণ কন্ঠ।
    শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্যের স্বীকার সকল মা বোনদের ♥️

  • @arpahaque6890
    @arpahaque6890 2 ปีที่แล้ว

    কেঁদে ফেললাম অবশেষে।
    গায়ে কাঁটা দিয়ে উঠছিল,,,
    অসাধারণ 👌

  • @BitastaMukherjee
    @BitastaMukherjee 4 ปีที่แล้ว

    Ato opurbo kobita ti... R apnara dujonei ato sundor path korechen gaye kata diye uthlo..purota sunte badhyo holam.. Osadharon.... Joy bangla🙏🙏

  • @unreal_truth-bd
    @unreal_truth-bd 5 ปีที่แล้ว +3

    মনের অগোচরে দু’চোখে জল আসছে!
    সত্য বলতে আবৃত্তি টা মর্মস্পর্শী!
    ❤❤❤❤

  • @rifathshuvo4110
    @rifathshuvo4110 4 ปีที่แล้ว +3

    প্রাণের দাবী, বীরাঙ্গনাদের শ্রদ্ধা জানানোর জন্য একটা মিনার তৈরি করা হোক এবং একটি দিনকে বীরাঙ্গনা দিবস হিসেবে পালন করা হোক।

    • @gyanershikodbd
      @gyanershikodbd 4 ปีที่แล้ว

      th-cam.com/video/btv3Sy8wwCQ/w-d-xo.html

  • @sudipdebnath9321
    @sudipdebnath9321 5 ปีที่แล้ว +114

    যে দেশ নারীকে সম্মান করে না সেই দেশ কখনও উন্নতি করবে না।

    • @snghosh8475
      @snghosh8475 4 ปีที่แล้ว

      th-cam.com/video/EnGgQriVte4/w-d-xo.html

  • @md.alamgirhossain4723
    @md.alamgirhossain4723 3 ปีที่แล้ว

    আমার জীবনের প্রথম
    সেরা কোনো আবৃত্তি
    দেখা 💖💖💖💖💖💖
    ভালোবাসা অবিরাম হে প্রিয় গণ

  • @gajjalybhuiyan8948
    @gajjalybhuiyan8948 3 ปีที่แล้ว +2

    নতুন প্রজন্ম কি জানে ? কতো কিছুর বিনিময়ে আমাদের স্বাধীনতা পেয়েছি, সবাই কে জানানো দরকার। হাজার সালাম ঐ বিরঙ্গনারদের জন্য। শহীদ ও মুক্তিযোদ্ধার জন্য। ক্ষমা কর হে বিরঙ্গনা ,

  • @mamanik8889
    @mamanik8889 5 ปีที่แล้ว +1

    এটা শুধু কবিতা নয় ,আমার হৃদয় প্রিয় বাংলাদেশ ।অনন্য আবৃত্তি 💖

    • @animeshhazra7953
      @animeshhazra7953 4 ปีที่แล้ว

      Amara kobeta dekhibar amontoron roelo bondu

  • @karthikbarmon9990
    @karthikbarmon9990 2 ปีที่แล้ว +1

    অসাধারণ 😥✌️

  • @anitadatta1303
    @anitadatta1303 5 ปีที่แล้ว

    অসাধারণ আবেগ মথিত আবৃত্তি মনকে ছুঁয়ে যায় এবং রেখে যায় এক অফুরান বেদনার পরশ !

  • @rakeshsushil4296
    @rakeshsushil4296 5 ปีที่แล้ว +1

    ব্যাকগ্রাউন্ড এ " জয় বাংলা " শুনে গায়ের লোমগুলো দাড়িয়ে গেলো৷ হাইরে বাংলাদেশ, কত প্রাণ, কত আত্মত্যাগের বিনিময়ে আমার এ দেশ৷ প্রিয় বাংলাদেশ। 🇧🇩
    " জয় বাংলা " " জয় বঙ্গবন্ধু "
    আপনাদের অসংখ্য ধন্যবাদ৷ কৃতঙ্গতা প্রকাশ ভাষা নেই৷

  • @shankar388
    @shankar388 5 ปีที่แล้ว

    অসম্ভব সুন্দর আবৃতি। আমাদের গৌরবগাঁথা শুনলাম অপলক অশ্রু সিক্ত নয়নে।

  • @atikabanu3016
    @atikabanu3016 3 ปีที่แล้ว

    এত আবেগ আপ্লুত হয়ে যাই,চোখের পানি আড়াল করতে পারি না। আমরা ইতিহাস ভুলে গেছি

  • @mithukhan2383
    @mithukhan2383 4 ปีที่แล้ว +1

    অসাধারণ, অসাধারণ, অসাধারণ এবং অসাধারন।

  • @mrsjahanarakhatunlipi180
    @mrsjahanarakhatunlipi180 3 ปีที่แล้ว +1

    ভাষায় হারিয়ে ফেলেছি

  • @farhanaislam4761
    @farhanaislam4761 2 ปีที่แล้ว

    অসাধারণ কবিতা এবং আবৃত্তি, চোখের পানি ধরে রাখতে পারলাম না।

  • @morshedulislam5639
    @morshedulislam5639 2 ปีที่แล้ว +1

    যতবার এই আবৃতি শুনি ততবার চোখ ভিজে যায়।

  • @abukalam2496
    @abukalam2496 6 ปีที่แล้ว +2

    কি লিখবো। ভাষা হারিয়ে ফেলেছি। এটা ঐ অনেক দুঃখে আমাদের বাংলাদেশ। সেলুট তাদের যারা তাদের জীবন দিয়া। আমাদের। সাধীন করেছেন। তোমাদের ঐ আমার নিজের মা মনে করি

  • @masumabdulla2825
    @masumabdulla2825 4 ปีที่แล้ว +1

    অসাধারণ। শুনে চোখে পানি চলে আসছে 👍

  • @simaakthersimaakther303
    @simaakthersimaakther303 4 ปีที่แล้ว

    আবৃত্তি খুব সুন্দর। বলার ভাষা হারিয়ে ফেললাম

  • @lectureadvice5499
    @lectureadvice5499 4 ปีที่แล้ว

    darun darun
    আমার চোখের জল ধরে রাখতে পারলাম না।

  • @BiswasHafij
    @BiswasHafij 4 ปีที่แล้ว +1

    অনন্য আবৃত্তি! হৃদয় তোলপাড় হয়ে যায়..

  • @87.fahimaakter57
    @87.fahimaakter57 2 ปีที่แล้ว

    বার বার শুনলেও কেন যেন মন ভরে না, আবার শুনতে ইচ্ছা করে।

  • @hasankhan9782
    @hasankhan9782 3 ปีที่แล้ว +1

    বাংলার শ্রেষ্ঠ মহানায়ক শেখ মুজিব।

  • @masudrana9274
    @masudrana9274 5 ปีที่แล้ว +1

    অসাধারণ আবৃত্তি। চোখের পানি ধরে রাখতে পারলাম না।

  • @pathanamni6459
    @pathanamni6459 3 ปีที่แล้ว

    শরীরে কাটা দিয়ে ওঠে😥
    কলিজায় দাগ কাটার মত😢
    অসাধারণ আবৃত্তি!

  • @rahimullah498
    @rahimullah498 4 ปีที่แล้ว +1

    সত্যি অসাধারণ শুনে অনেক ভালো লাগলো

  • @mdwasi9653
    @mdwasi9653 5 ปีที่แล้ว +5

    আমার দেখা সেরা আবৃত্তি।❤

  • @subhashizda
    @subhashizda 5 ปีที่แล้ว +1

    প্রতিটি বীরঙ্গনার চরনে শত কোটি প্রনাম।

  • @tassumi1865
    @tassumi1865 5 ปีที่แล้ว +1

    মনে হলো ঘটনা গুলো দেখছি 😭 অসাধারণ আবৃত্তি

  • @BIRAJ123ify
    @BIRAJ123ify 4 ปีที่แล้ว

    Khub Sundor abriti ..2 golden starts ...good wishes for both of you ..

  • @ParitoshBiswasUGS
    @ParitoshBiswasUGS 5 ปีที่แล้ว +1

    শুধুই কাঁদলাম!! এ জাতির অনেক অনেক ঋণ তোমাদের কাছে হে মাতৃকুল।

  • @hamidurrahmanhamid3824
    @hamidurrahmanhamid3824 4 ปีที่แล้ว +2

    সকল বিরঙ্গনার প্রতি আমার সালাম৷