ความคิดเห็น •

  • @nirmalenduchakraborty7857
    @nirmalenduchakraborty7857 3 ปีที่แล้ว +98

    একি শুনলাম! যেমনি দেহাতি ভাষার দখল তেমনি উচ্চারণ- তেমনি আবেগ। সব মিলিয়ে এক হৃদয়স্পর্শী প্রাণবন্ত আবেদন।

    • @krishnachattopadhyay8779
      @krishnachattopadhyay8779 3 ปีที่แล้ว +2

      তোমার আবৃত্তি শুনতে শুনতে কখন যে , তুমি আমি আর মৃণাল এক হলাম , বুঝতেই পারিনি । ধন্য তুমি ।

    • @vedatrayeechatterjee3756
      @vedatrayeechatterjee3756 3 ปีที่แล้ว +1

      Motei na
      Dehati puruliar vasha ini prokrito bolte paren na.
      Jethok bolthok motei bola hoy na

    • @nirmalenduchakraborty7857
      @nirmalenduchakraborty7857 3 ปีที่แล้ว +2

      সত‍্যি কথা বলতে কী আমি দেহাতি ভাষা বা ওঁরা কীভাবে কথা বলেন জানিনা। তবে ওঁর দেহাতি
      উচ্চারণ ভালো লেগেছিল তাতেই ওই মন্তব্য লিখেছিলাম। তবে এটা তো ঠিক যে আবৃত্তিটা প্রানবন্ত।

    • @vedatrayeechatterjee3756
      @vedatrayeechatterjee3756 3 ปีที่แล้ว

      @@nirmalenduchakraborty7857 তা ঠিক...প্রাণবন্ত representation

    • @najmeenmukta182
      @najmeenmukta182 24 วันที่ผ่านมา

      hi​@@vedatrayeechatterjee3756

  • @tohourhossain2015
    @tohourhossain2015 5 ปีที่แล้ว +14

    মেধার আবৃত্তিতে যেকোন কবিতা একেবারে জীবন্ত হয়ে ওঠে, মন্ত্রমুগ্ধের মত শুনি । অসাধারন এক বাচিক শিল্পী , অভিনন্দন ।

    • @mrinalini9656
      @mrinalini9656 3 ปีที่แล้ว

      th-cam.com/video/flPP2IQVet0/w-d-xo.html

  • @sumiyaafrin2816
    @sumiyaafrin2816 3 ปีที่แล้ว +53

    দিদি আপনার আবৃত্তি শুনলে আমার মনে হয় কোনো জাগতিক কন্ঠ কোনোভাবেই এতো মোহনীয় হতে পারে না, এ যেন স্বয়ং দেবীর কন্ঠস্বর।।।

  • @tareqshaon404
    @tareqshaon404 4 ปีที่แล้ว +7

    আপনার আবৃতি মুগ্ধ হয়ে শুনি। কেমন যেন একটা টান অনুভব করে বুকের ভেতর। যেটা কবিতা পড়লে পাইনা। এটাকেই বুঝি বলে আবৃত্তিশিল্পী। কেমন একটা ঘোর লাগিয়ে দেন। বেঁচে থাকুন বাংলায়। বেঁচে থাকুন বাংলা কবিতায়। ধন্যবাদ আপনাকে।

  • @prashantamondal7897
    @prashantamondal7897 2 ปีที่แล้ว +33

    সত্যিই মেধা।মেধ্য না থাকলে এমন আবৃতি করা যায় না। পিতার দেওয়া নামটি সত্যিই সার্থক হয়েছে।

  • @sbbs_
    @sbbs_ 3 ปีที่แล้ว +9

    আপনার এই আবৃত্তি অসাধারণ হয়েছে। এত ভালো উচ্চারণ, অভিনয় ও আবেগ অসম্ভব নিদারুন।

  • @manikbhattacharya6374
    @manikbhattacharya6374 2 ปีที่แล้ว +11

    কি করে কর মা এত সুন্দর আবৃত্তি, বার বার শুনেও মন ভরে না।
    যেমন সুন্দর কবিতা, তেমনই আবৃত্তি।
    সত্যিই অসাধারণ...........

  • @uttamsahu7111
    @uttamsahu7111 ปีที่แล้ว +10

    হৃদয় নিংড়ানো অনুভূতি- আবেগ তাড়িত কন্ঠস্বর কবিতাটিকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। ভালো থাকুন কবি ভালো থাকুন আবৃত্তিকার।

  • @abduljalil4719
    @abduljalil4719 3 ปีที่แล้ว +11

    Excellent recitation.
    I love Bangla.
    I am 80 yrs old. I live in Sydney Australia Tomay Congratulatlom

    • @azizrana4805
      @azizrana4805 3 ปีที่แล้ว

      এখন কি করেন

  • @rumamukherjee8187
    @rumamukherjee8187 2 ปีที่แล้ว +20

    দিদি আপনার কন্ঠে আঞ্চলিক কবিতা আবৃত্তি শুনলে সত্যিই মুগ্ধ হয়ে যাই। যেমনি বাচনভঙ্গি তেমনি উচ্চারণ।

  • @krishnaganguly2090
    @krishnaganguly2090 4 ปีที่แล้ว +2

    যত বার শুনি শেষ পযর্ন্ত না শুনে ছাড়তে পারি না। মেধা এতটাই ভালো তোমার আবৃত্তি। এভাবেই তৃপ্ত করো আমাদের।

  • @dilipdutta4950
    @dilipdutta4950 6 ปีที่แล้ว +8

    মেধা দেবী আবৃত্তি পাঠে আপনি অনন‍্যা, শ্রেষ্ঠা। আপনার মত বাচিক শিল্পী বিরল। আপনার আবৃত্তি শুনলে গায়ে কাটা দেয়, অশ্রুসিক্ত হয়ে ওঠে চোখ দুটি। " জীবনে জীবন যোগ করা , নইলে ব‍্যর্থ হয় প্রানের পশরা" তাইতো আপনার আবৃত্তিতে এত প্রানের স্পন্দন। আপনার আরও কবিতা পাঠ শোনার প্রতীক্ষায় রইলাম ।

  • @shajahanyounusshajahanmahm2282
    @shajahanyounusshajahanmahm2282 3 ปีที่แล้ว +5

    অসাধারণ আবৃত্তি একদম মনটা ভরে গেলো।
    এবং ভীষণ ভালো হয়ে গলো কিছুক্ষন আগের মন খারাপ করা মন।

  • @kazibapan1622
    @kazibapan1622 7 ปีที่แล้ว +157

    আপনার আবৃত্তি আমাকে পাগল করে দেয়.এখন চোখে পানি আসে না। মুগ্ধ হয়ে শুনি।কারণ মানুষ শ্রেষ্ট জীব তারাই পারে এতো সুন্দর করে আবৃতি করতে।

  • @munsimdsaminuddin7310
    @munsimdsaminuddin7310 5 ปีที่แล้ว +10

    ' স্ত্রীর পত্রের' সঙ্গে অনুষঙ্গ রেখে কবিতাটা লেখা, সত্যি হৃদয় বিদারক সত্য কথার সমাহার কবিতাটা।একটা লাইন হৃদয়ে পুরো গেঁথে গেলো -"তোমাদের পা অত লম্বা লয়"।

  • @moumondal7595
    @moumondal7595 2 ปีที่แล้ว +1

    Ashadharan didi, mone hoi chokhe dekhchi ghatanata💕

  • @mirzahossain7780
    @mirzahossain7780 6 ปีที่แล้ว +8

    কবিতা এতো ভালো লাগবে ভাবি নাই কখনো! মেধার আবৃত্তি আর লোকজ কবি দেবব্রত সিংহ অসাধারণ লিখা মনকে আকুল করে . এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ . সেরকম মানুষ এখন খুঁজে পাওয়া যায় হয়তো খুব কম !

  • @syedabegum5955
    @syedabegum5955 3 ปีที่แล้ว +6

    অসাধারণ মন ছুঁয়ে গেল কবিতা শুনে ।

  • @udoymohanta1845
    @udoymohanta1845 3 ปีที่แล้ว +1

    মেধার অপু'ব সুন্দর আবৃতি সত্যিই মন কেড়ে নয়। দেখতে দেখতে যেমন ভালো লাগা, ভালোবাসা, তেমনি শুনতে শুনতেও যে ভালোলাগা, ভালোবাসা হয়ে যায় মেধার আবৃতি শুনে এবারই প্রথম সেটা বুঝলাম আমি।

  • @sudhamoysarkar4102
    @sudhamoysarkar4102 3 ปีที่แล้ว +2

    বাচিক শিল্পী কে অস্্খ ধন্যবাদ ও অভিনন্দন। এমন ভাবে উপস্থাপনা করেছেন ‌মনটা ভারাক্রান্ত করে দিল।

  • @user-me5kv4gg8i
    @user-me5kv4gg8i 3 ปีที่แล้ว +3

    অসাধারণ আবৃত্তি। প্রাণবন্ত।
    মুগ্ধ দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখি আর মুগ্ধতা নিয়ে শুনি।🥰🥰🥰

  • @user-xb5yf5vf1v
    @user-xb5yf5vf1v 4 ปีที่แล้ว +5

    তোমার অসাধারণ প্রতিভা দিদি।
    কাঁটাতারের এপার থেকে অনেক ভালোবাসা রইলো...😍🇧🇩

  • @bulumondol438
    @bulumondol438 ปีที่แล้ว +1

    আমার কখনো মন খারাপ হয়, তখন মেধা দিদির কবিতা শুনি । জীবনের বাস্তবতা আপনার সুন্দর আবৃত্তি দিয়ে বুঝিয়ে দেন । অসাধারণ সত্যি মুগ্ধ হয়ে যাই ।

  • @debjitgupta9188
    @debjitgupta9188 3 ปีที่แล้ว +8

    লেখক আর আবৃত্তিকার দুজনেই অসাধারণ ! এইরকম আঞ্চলিক ভাষায় লেখা কবিতা আর তার এইরূপ উপস্থাপনা.., সত্যি বাকরুদ্ধ !! শুনেই subscribe করে ফেলেছি | 👌👍

  • @tohourhossain2015
    @tohourhossain2015 6 ปีที่แล้ว +17

    মন ছুঁয়ে গেল, গত ২ সপ্তাহে কয়েকবার শুনেছি তারপরও বার বার শূনতেই ইচ্ছা করে , শ্রদ্ধা ও ভালবাসা রইল আবৃতি কারের জন্য ।

    • @ColorsByMehjabin
      @ColorsByMehjabin 3 ปีที่แล้ว

      আমার কবিতা গুলো শোনার অনুরোধ রইলো।
      th-cam.com/channels/uXx5X-XyTZCPjgCVGsthSw.html

  • @PETERPARKER-ro9jk
    @PETERPARKER-ro9jk 2 ปีที่แล้ว +3

    I’m a Bengali but I never used to listen Bengali poetry .....but your recitation and also the poems changed my perspective.

  • @sutapachakraborty4189
    @sutapachakraborty4189 3 ปีที่แล้ว +2

    চোখে জল চলে এলো এমন তোমার বলার ভঙ্গিমায়👌💝অপূর্ব

  • @brindakarmakar9087
    @brindakarmakar9087 3 ปีที่แล้ว +3

    এত সুন্দর কবিতাটা পাঠ ,যেন চোখের সামনে ঘটনা গুলো দেখতে পাচ্ছি ।

  • @vidyeshwarprasad6895
    @vidyeshwarprasad6895 3 ปีที่แล้ว +9

    TREMENDOUS! Salute to the poet! Salute to you for capturing the soul of the poetry with varied emotions : vulnerability, hope, hopelessness, trust, murder of trust, retrieval of life of dignity after the horrifying experience called marriage..marriage founded not on love but on colour prejudices!!🙏🙏

  • @alokchowdhury3671
    @alokchowdhury3671 2 ปีที่แล้ว +5

    This is heart rending. I find my eyes moist & throat muscles ache. Such is the beauty & truth in what you recited just now. Bless you.

  • @ranaabdulzaber247
    @ranaabdulzaber247 3 ปีที่แล้ว +2

    দিদি আপনার কবিতা আবৃত্তি অসাধারণ। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।👌👌👌👌

  • @mioman383
    @mioman383 2 ปีที่แล้ว +1

    আমাকে এই আবৃত্তিটা পাগল করে দেয়।৫ বছর হলো আমি কবিতার ভক্ত। এই লোকটার আবৃত্তি শোনে আমি প্রথম কবিতার প্রেমে পড়ছিলাম। ভালোবাসা নিবেন আফা বাংলাদেশ থেকে ❤️❤️

  • @showkatosmanchowdhury4154
    @showkatosmanchowdhury4154 8 ปีที่แล้ว +14

    এখন চোখে পানি আসে না। মুগ্ধ হয়ে শুনি।কারণ মানুষ শ্রেষ্ট জীব তারাই পারে এতো সুন্দর করে আবৃতি করতে।

    • @ManimalaRudra
      @ManimalaRudra 5 ปีที่แล้ว

      প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন প্রতি মুহূর্ত ।
      *th-cam.com/video/RK6KWn0WZdo/w-d-xo.html*

  • @harun6171
    @harun6171 4 ปีที่แล้ว +12

    অসাধারণ কন্ঠ ও আবৃত্তি 😍
    এভাবে অনর্গল আঞ্চলিক ভাষায় আবৃত্তি সত্যিই অসাধারণ!!
    আপনার কন্ঠে মজে গেলাম😘

    • @mrinalini9656
      @mrinalini9656 3 ปีที่แล้ว

      th-cam.com/video/flPP2IQVet0/w-d-xo.html

  • @dr.sukantadas7959
    @dr.sukantadas7959 9 หลายเดือนก่อน

    এইসব কবিতা মনে একটা আলাদা অনুভূতি এনে দেয়, আপনার আবৃত্তি কি বলবো? চমৎকার গায়ের লোম খাড়া হয়ে যায়,

  • @lakshmankumardas7307
    @lakshmankumardas7307 3 ปีที่แล้ว +1

    অপূর্ব সুন্দর । যার কোনো কথা হবে না । কি সুন্দর আঞ্চলিক ভাষার সাবলীল উচ্চারণ ভঙ্গি । মন ছুঁয়ে গেল দিদিভাই ।

  • @tinasaha6402
    @tinasaha6402 7 ปีที่แล้ว +18

    osadharon go Medha di,,,,tmr kobitar mdhye osadharon akta prem acheee,,,tmr thke ro kobita sonar ichcheee roilo

    • @riponmondal6517
      @riponmondal6517 6 ปีที่แล้ว +2

      আমি ও পারি কিন্তু আপনি মানুষ না অন্য গ্রহের মানুষ...

    • @tanmaysarkar4687
      @tanmaysarkar4687 6 ปีที่แล้ว +1

      Tina Saha আমিও করি abritti তবে আমার গুরু মা.. Satti মা

    • @atiqurrahaman
      @atiqurrahaman 3 ปีที่แล้ว

      শৈল্পিক আবৃত্তি, আমি কেমন নেশাখোর হয়ে গেছিনু!!!

  • @rakhimallick2380
    @rakhimallick2380 3 ปีที่แล้ว +3

    Khub vlo laglo medha dii.. Full of emotions.. Chokhe jol jole asechilo.. Amader ancholik vashay just awesome divai.. Love from Bankura District.. Love u dii

  • @tusharsmate
    @tusharsmate 6 ปีที่แล้ว +1

    অসাধারন। এতো জীবন্ত মনে হয় কবিতাগুলো শুনলে! প্রতিটি কবিতাকেই যেন দেখতে পাচ্ছি জীবনের রঙ্গে। আপনার প্রতিটি কবিতাই বার বার শুনছি আর মুগ্ধ হচ্ছি। অদ্ভুত সুন্দর।

  • @mehdiak7451
    @mehdiak7451 2 ปีที่แล้ว +2

    অ সা ধা র ণ ! আপনার প্রতিটা আবৃত্তি মনে হয় মূল চরিত্রে আপনিই শুধু আপনি।পুরোটা না শুনতেই কোথাও যেন হারিয়ে যাই,তাই আপনাকে শোনা কখনো শেষ হয়না!💜💙💚🧡❤

  • @aryanalif.8288
    @aryanalif.8288 4 ปีที่แล้ว +7

    The true reflection of bengal's ill cultures and the way you recite Medha di..tears me, just astonishing 🌷.

    • @mrinalini9656
      @mrinalini9656 3 ปีที่แล้ว

      th-cam.com/video/hxYYbZ6YMXs/w-d-xo.html

    • @anupamajana3909
      @anupamajana3909 2 ปีที่แล้ว

      @@mrinalini9656 Hii

  • @saibalsarkar353
    @saibalsarkar353 3 ปีที่แล้ว +5

    আপনার আবৃত্তি খুব ভালো লাগে,আঞ্চলিক কবিতা গুলো

  • @dilipkumardakua9475
    @dilipkumardakua9475 2 ปีที่แล้ว +1

    মেধাদেবী ধন্যবাদ। আপনার কবিতা পাঠ শুনতে শুনতে স্তব্ধ, নির্বাক হয়ে যেতে হয় ।

  • @ratanchoudhary2866
    @ratanchoudhary2866 3 ปีที่แล้ว

    Man ta bhare gelo go tumar abriti sune, dame bhal laglo👃

  • @hitlargemarak9477
    @hitlargemarak9477 4 ปีที่แล้ว +125

    2020 তে কে কে শুনেছ এই কবিতা টি

    • @nabildewan1172
      @nabildewan1172 4 ปีที่แล้ว

      প্রায় রোজ ই শোনা হয়

    • @samirdutta9120
      @samirdutta9120 4 ปีที่แล้ว +1

      Samir dutta

    • @sudhansusamanta866
      @sudhansusamanta866 3 ปีที่แล้ว

      @@samirdutta9120 সসসসসসসসসসসসঞ্জঞসঞসঞঞসঞসঞসঞসঞসঞসঞসঞসঞসঞসঞসঞস্তঞসঞস্তঞসঞসঞস্তঞস্তঞস্তঞসঞসঞসঞঞসঞসঞস

    • @rekhapanja9130
      @rekhapanja9130 3 ปีที่แล้ว +1

      অসাধারণ মেধা, তোমার তুলনা হয়না।

    • @nasrinnessa6931
      @nasrinnessa6931 3 ปีที่แล้ว

      নাছরীন নেছা রোজই কবিতা শুনি

  • @chandanpaul9868
    @chandanpaul9868 3 ปีที่แล้ว +4

    দিদিভাই এর কবিতা গুলি বলার ভঙ্গিমা অতি সুন্দর খুব ভালো লাগলো।

  • @sukumarmaity3336
    @sukumarmaity3336 5 ปีที่แล้ว +1

    সত্যিই দিদি আপনার মুখে আবৃত্তি শুনলে গায়ে কাঁটা দেয়। Asadharan
    Thank you Didi

  • @hasanshahidferdous5731
    @hasanshahidferdous5731 3 ปีที่แล้ว

    আমাদের রংপুরের আঞ্চলিক ভাষার সাথে অনেক মিল খুঁজে পাওয়া যায়। ভালো লাগলো।

  • @ankheedeb3473
    @ankheedeb3473 7 ปีที่แล้ว +12

    Medha aapni sarthak nama ! aapnake pronaam kori !

  • @nemaipaul4935
    @nemaipaul4935 7 ปีที่แล้ว +15

    যত বার শুনি চোখে জল আসে....

    • @kadas8012
      @kadas8012 2 ปีที่แล้ว

      tui ke re

  • @nabanitachanda9409
    @nabanitachanda9409 ปีที่แล้ว

    দিদি আপনাকে এবং আপনার প্রতিভা কে দূর থেকে প্রণাম জানাই🙏🏿

  • @dipaklodh3253
    @dipaklodh3253 2 ปีที่แล้ว

    প্রান মন ছুঁয়ে গেল৷ চোখের সামনে ভেসে উঠল এমনই হাজার লক্ষ কদর্য পুরুষের মুখ৷ মুখোশের অন্তরালের মানুষের মুখ!

  • @abrarsadman159
    @abrarsadman159 5 ปีที่แล้ว +3

    আপনার কবিতা কেমন জানি মনের ভিতর একটা অনুভূতি সৃষ্টি করে।
    প্রতিবার প্রেমে পড়ে যাই কবিতার

  • @tapos1992
    @tapos1992 7 ปีที่แล้ว +5

    মানুষ এত্ত সুন্দর করে আবৃত্তি করতে পারে!মুগ্ধ হলাম

    • @mrinalini9656
      @mrinalini9656 3 ปีที่แล้ว

      th-cam.com/video/flPP2IQVet0/w-d-xo.html

  • @gautammajumdar1446
    @gautammajumdar1446 2 ปีที่แล้ว +1

    অপূর্ব আপনার আবৃত্তি । আমি সন্মহিত হয়ে যাই আপনার এই পরিবেশনা শুনে ।

  • @sahityermanimukta111.
    @sahityermanimukta111. ปีที่แล้ว

    বলার মত কোনো বিশেষণ খুঁজে পাচ্ছি না , অসাধারণ অসাধারণ।

  • @srilalpoddar2266
    @srilalpoddar2266 3 ปีที่แล้ว +7

    I am so excited to hear your voice.

  • @nichasoheldewan4744
    @nichasoheldewan4744 3 ปีที่แล้ว +3

    I just can't control my tears.God bless u.

  • @md.luthfulhossain1382
    @md.luthfulhossain1382 3 ปีที่แล้ว +1

    অপুর্ব আবৃতি মন ছুয়ে গেল। বারবার শুনেও শুনা শেষ হচ্ছে না।

  • @md.anayetkhan1037
    @md.anayetkhan1037 3 ปีที่แล้ว

    মল্লিকা দিদি তোমার আবৃত্তি যতই শুনি ততই ভালো লাগে। তবে এতো মলিন ভাসা। বুঝাতে পারি না। দিদি তোমার আবৃত্তি জড়িয়ে রাখে ভালো বাসার চাদরে মোড়ানো। তুমি বেচে থাকো এ-ই ভাবে। দিদি অসাধারণ।

  • @tareshalin5248
    @tareshalin5248 7 ปีที่แล้ว +26

    খুব ভাল লাগে আপনার আবৃতি,মন কাড়ার মত

    • @agnishikhabrown261
      @agnishikhabrown261 6 ปีที่แล้ว +1

      Ashadharon......

    • @mdmonirkhan2058
      @mdmonirkhan2058 5 ปีที่แล้ว +2

      এই কবিতার মাঝে অনেক বেশি আবেগ লুকিয়ে আছে, যা শুনলে নিজেকে আর ঠিক রাখা যায় না।

    • @ColorsByMehjabin
      @ColorsByMehjabin 3 ปีที่แล้ว

      আমার কবিতা গুলো শোনার অনুরোধ রইলো।
      th-cam.com/channels/uXx5X-XyTZCPjgCVGsthSw.html

  • @omerfaruk7570
    @omerfaruk7570 3 ปีที่แล้ว +4

    অসাধারণ!! আবৃত্তি, বাচনভঙ্গি এবং উচ্চারণ একদম অনবদ্য। মোহিত করে আমারে। মোহিত হতে মন চায় বার বার।

  • @falakfalak5602
    @falakfalak5602 2 ปีที่แล้ว

    পৃথিবী র আয়না তুমি,
    এত সুন্দর কথা,কে দিল?
    যা মন কাড়া,
    বিবেক হয় খাড়াৃ।
    ডাঃএনামুল হক
    কুষ্টিয়া

  • @nepalmal1373
    @nepalmal1373 6 หลายเดือนก่อน

    আদিবাসী ভাষা রপ্ত করা খুব কঠিন। প্রতিভা অসাধারণ।

  • @letsthink5832
    @letsthink5832 6 ปีที่แล้ว +6

    I love the way Medha recites. . . Wonderful!!!

  • @emdadulhuq6108
    @emdadulhuq6108 8 ปีที่แล้ว +5

    এক কথায় অসাধারণ।

  • @rajnandini2781
    @rajnandini2781 3 ปีที่แล้ว

    Apnar gola sunlei Gaye kata daye !.... Just perfect!

  • @triptidutta714
    @triptidutta714 4 ปีที่แล้ว +2

    অসাধারণ, অপূর্ব 👏👏বার বার শুনতে ইচ্ছে হয় 👍👍

  • @chandrimamukherjeesen2901
    @chandrimamukherjeesen2901 8 ปีที่แล้ว +14

    medha..amader medha😃😃😃

  • @OmarFaruk-ij4cy
    @OmarFaruk-ij4cy 6 ปีที่แล้ว +10

    আমার মন চায় সারাদিন ধরে একটি মন্তব্য লিখি । কিন্তু তাও কম হয়ে যাবে আপনার আবৃত্তির কাছে । শুভেচ্ছা নিবেন দিদি ।

    • @animeshhazra7953
      @animeshhazra7953 4 ปีที่แล้ว

      Amara kobeta dikhar amontoron roilo bondu

  • @taposhmitra5849
    @taposhmitra5849 2 หลายเดือนก่อน

    যেমনি কবিতা তেমনি আবৃত্তি ! অদ্ভুত ।বাংলাদেশ থেকে উভয়কেই শ্রদ্ধা ও অভিবাদন ।

  • @pkbasak525
    @pkbasak525 3 ปีที่แล้ว +1

    খুবই সুন্দর আবৃতি!
    অসাধারণ!💐💐💐💐💐💐💐💐

  • @suchetaghosal2327
    @suchetaghosal2327 5 ปีที่แล้ว +7

    Wow. It's beautiful.

    • @mrinalini9656
      @mrinalini9656 3 ปีที่แล้ว

      th-cam.com/video/flPP2IQVet0/w-d-xo.html

  • @dipachakraborty455
    @dipachakraborty455 7 ปีที่แล้ว +4

    eto sundor kichu bolar vasa nei.

    • @mrinalini9656
      @mrinalini9656 3 ปีที่แล้ว

      th-cam.com/video/flPP2IQVet0/w-d-xo.html

  • @mohammadharunalrashid2690
    @mohammadharunalrashid2690 3 หลายเดือนก่อน

    কবিতার স্বার্থকতা কবির শব্দ চয়নে যতটা জরুরী তার থেকে ঢেড় বেশী পাঠক পাঠিকার পঠন মাধুর্য্যে । সন্মাননীয়া শিল্লীর আবৃত্তি অভিনয় মন ছূঁয়ে গেছে। সত্যিই তিনি মেধাবী ।

  • @Dinerpothe291
    @Dinerpothe291 6 ปีที่แล้ว

    Koto bar j sunechi seta ami nije o bolte parchina.. Kobita ta sune chokhe jol chole esheche r jotobar sunechi totobar chokh vijeche amr... Medha didi apnake hajaro salam janacchi. Kokhono atota mugdho hoini. Apnr abriti oshadharon. Mon vulani, Mon karani.... Onek onek onek suvho kamona roilo didi.....

  • @mdelias3515
    @mdelias3515 3 ปีที่แล้ว +7

    আপনারা আবৃতি মনোমুগ্ধকর, উচ্চারণ ভংগিমা চমৎকার, কন্ঠস্বর অসাধারণ। আপনার আবৃতি পাঠ শুনতে শুনতে সৃতিচারণ করতে করতে নিজেকে হারিয়ে ফিরি। সেই দিনগুলো কি আর কখনও ফিরে পাওয়া যাবে?
    আরও জীবন ধর্মী কবিতা আবৃতি শুনার অপেক্ষায়।
    শুভ কামনা অবিরাম আপনার জন্য।

    • @reazahmad1549
      @reazahmad1549 ปีที่แล้ว

      অসম্ভব সুন্দর আবৃত্তি

  • @happilyhuman6648
    @happilyhuman6648 7 ปีที่แล้ว +3

    মন ছুঁয়ে গেল , অপূর্ব

    • @mrinalini9656
      @mrinalini9656 3 ปีที่แล้ว

      th-cam.com/video/flPP2IQVet0/w-d-xo.html

  • @hsroy1751
    @hsroy1751 3 ปีที่แล้ว +1

    Exciting Recitation ........ চমৎকার ...... 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @shoroshi345
    @shoroshi345 5 ปีที่แล้ว +1

    ও!সুন্দর সত‍্যিই সুন্দর।একদম মুগ্ধ হয়ে গেছি দিদি!

  • @bhaswatsarkar2863
    @bhaswatsarkar2863 7 ปีที่แล้ว +3

    শুধু এটুকুই বলবো অসাধারণ.....

    • @mrinalini9656
      @mrinalini9656 3 ปีที่แล้ว

      th-cam.com/video/flPP2IQVet0/w-d-xo.html

  • @shantorahman4575
    @shantorahman4575 7 ปีที่แล้ว +10

    ঘুম থেকে উঠেই আপনার একটি আবৃতি না শুনলে দিনটাই মাটি হয়ে যায়।

  • @sachinmahata859
    @sachinmahata859 12 วันที่ผ่านมา

    মনটা ভরে গেল ম্যাডাম 🙏 পুরুলিয়া থেকে শুনছি ভালোবাসা নেবেন

  • @newtestnewaz4621
    @newtestnewaz4621 6 ปีที่แล้ว

    অসাধারণ প্রকাশ, খুব ভাবনা লাগে মানুষের অদম্য মেধা সত্যিকারে এত ভাল লাগে? শাহ,নেওয়াজ নড়াইল !!

  • @dipikakumar1803
    @dipikakumar1803 3 ปีที่แล้ว +3

    মেধার কবিতা আবৃত্তি শ্রোতাকে এক কঠিন সত‍্যের মুখোমুখি দাঁড় করায়।প্রতিটি নারীকে যে অগ্নি পরীক্ষা আজ এই একুশ শতকেও প্রতিদিনই দিয়ে যেতে হচ্ছে নানাভাবে ঘরে এবং বাইরে তারপরেও সমাজে তার স্থান ঠিক কোথায়?আদৌ কোনো জায়গা কি তার জন্য আছে?

  • @alauddinalazad2502
    @alauddinalazad2502 8 ปีที่แล้ว +10

    মেধা,আপনার আবৃত্তি আমাকে পাগল করে দেয়

    • @mrinalini9656
      @mrinalini9656 3 ปีที่แล้ว

      th-cam.com/video/flPP2IQVet0/w-d-xo.html

  • @rumabhattacharjee9026
    @rumabhattacharjee9026 3 ปีที่แล้ว

    অপূর্ব দিদি।গায়ে কাঁটা দেবার মত অনবদ্য তোমার ভঙ্গিমা।

  • @biplobmallik8108
    @biplobmallik8108 6 ปีที่แล้ว +1

    কি চমৎকার আবৃতি...!!! মন্ত্রমুগ্ধের মত শুনলাম...♥♥♥ মেধা বন্দ্যোপাধ্যায় এর তুলনা তিনি নিজেই..

  • @jhumaroy3431
    @jhumaroy3431 6 ปีที่แล้ว +3

    দারুণ, দারুণ।

  • @asadullahalgaleb5314
    @asadullahalgaleb5314 7 ปีที่แล้ว +5

    অসাধারণ

  • @haradhanghosh757
    @haradhanghosh757 6 ปีที่แล้ว +1

    এই ভাষায় কবিতা গুলো আবৃতি করাটা তোমাকেই মানায় ॥ ভীষন ভালো লাগে ॥

  • @raquibs.m.a4330
    @raquibs.m.a4330 3 ปีที่แล้ว

    ভগবান সবাইকে সব যোগ্যতা দেয় না। মুগ্ধ আমি মুগ্ধ।

  • @sanchitadey2241
    @sanchitadey2241 6 ปีที่แล้ว +15

    অদ্ভুত। বাইরে র আওয়াজ কানে ঢোকে না। মন্ত্র মুগ্ধ হয়ে যাই।

    • @IndrajitSajib
      @IndrajitSajib 6 ปีที่แล้ว

      মেঘ বালিকার জন্য রূপকথা th-cam.com/video/tmqQWzr52kE/w-d-xo.html

    • @ranjitsmessagedeb2766
      @ranjitsmessagedeb2766 5 ปีที่แล้ว

      সত্যি অসাধারণ।

    • @smritidinda2971
      @smritidinda2971 5 ปีที่แล้ว

      Sathi tai

  • @rehanarahmanrenu8939
    @rehanarahmanrenu8939 7 ปีที่แล้ว +12

    আমি কবিতা আবৃত্তি পছন্দ করতামনা,কিন্তু এখন করি শুধু মেধা দিদির আবৃত্তির জন্যই।

  • @user-db8ul8pc7g
    @user-db8ul8pc7g 4 หลายเดือนก่อน

    It's a extraordinary, uncomplicatable, unique resitation which has no comparison.Bangla language has a special thing which others are either present or nothing.All over its a special category which is unbelievable, incomparable, delicious, therefore I couldn't express in words,Iam exhausted to hear the recitation of the poem of coloquel language like Bangla.

  • @somachakraborty1906
    @somachakraborty1906 3 ปีที่แล้ว

    Gaye kata diye uthlo didi...oshadharon...chok e jol ase galo...gaye kata dia dai tomar abritti.

  • @khansujon3144
    @khansujon3144 7 ปีที่แล้ว +9

    Salute from the deep core of my heart!!!!

    • @mrinalini9656
      @mrinalini9656 3 ปีที่แล้ว

      th-cam.com/video/hxYYbZ6YMXs/w-d-xo.html

  • @madhurimasaha1075
    @madhurimasaha1075 7 ปีที่แล้ว +5

    Apurbo

  • @fayazuddin4488
    @fayazuddin4488 6 ปีที่แล้ว +1

    এত সুন্দর আবৃত্তি,কি বলব 'ভাষা হারিয়ে ফেলেছি::::::::::::।

  • @ratnachakraborty5134
    @ratnachakraborty5134 3 ปีที่แล้ว

    Oh mon chhuye japa kobita. Chokhe jal ase. Tks for entertaining.