অনিয়ম আর ভোগান্তির আরেক নাম রাইড শেয়ারিং সার্ভিস! | RIDE SHARE | Ekhon TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 170

  • @nafisfuadayon6832
    @nafisfuadayon6832 ปีที่แล้ว +18

    আমার অনেক উপকারে লেগেছে পাঠাও , বাস মালিকদের পক্ষ নিয়ে এমন প্রোপাগান্ডা চালাচ্ছেন মনে হয়

  • @arshadmd7702
    @arshadmd7702 ปีที่แล้ว +2

    রাইট। সবার ডাটা থাকা দরকার। মানুষের নিরাপত্তা দরকার।

  • @Miltonariyan8577
    @Miltonariyan8577 ปีที่แล้ว +21

    কোনো অবস্থায় নিবন্ধন ছাড়া রাইড চালনো উচিত নয়। যারা রাইড চালান,তাদেরও তো ভাই বোনরা রাইড এ চড়েন । তাই নিবন্ধন কৃত রাইড এ চড়াই ভালো। তবে ,এপ গুলোকেও আপডেট করা খুবই প্রয়োজন।😮

    • @AriyanChowdhury-ve3nz
      @AriyanChowdhury-ve3nz ปีที่แล้ว

      নিবন্ধন করতে গেলে ২/৩ মাস তাদের তেল মাজতে হয়, যার জন্য মানুষ ইচ্ছা থাকলেও এই কাজ থেকে বিরত থাকে

  • @MdRobinofficial443
    @MdRobinofficial443 ปีที่แล้ว +41

    যারা হালাল পথে উপার্জন করছে তাদের পিছনে না লেগে, যারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে তাদের নিয়ে রিপোর্ট করো।

    • @tuminol7426
      @tuminol7426 ปีที่แล้ว

      Sob kisu halal haram hisab korle to bhai hobe na, ai khep er jnno ato boro app gula nosto hoise ekane kto manush kaj krto janen?
      Ar ai khep er jnno kto accident hocce etao khoj rakhien....

  • @safkatTurza
    @safkatTurza ปีที่แล้ว +1

    বাংলাদেশের বাইকারা এমন ভাবে ভাড়া চায় মনে হয় টাকা ছাপানোর মেশিনতা আমার কাছে আছে, এজনই রাইডিং সার্ভিস বেস্ট😊

  • @babu48bp
    @babu48bp ปีที่แล้ว +16

    বাইকের চেয়ে রিক্সা ভাড়া বেশি
    তাই বাইক শেয়ার অপরিহার্য।

    • @lombo5293
      @lombo5293 ปีที่แล้ว +1

      কিছুদিন আগে মোটরসাইকেল এর আঘাতে বৃদ্ধ বাবা আহত হয়েছিল। তিনি ফুটপাতের উপর দাড়িয়েছিলেন৷ এই মোটরসাইকেল কমানো হোক। যেসব চালক আইন মানবে না তাদের শাস্তি দেয়া হোক।

  • @azharuldipu5509
    @azharuldipu5509 ปีที่แล้ว +14

    এটা ঢাকার জনগনের জন্য আর্শিবাদ।।

  • @mdsheikhfarid2550
    @mdsheikhfarid2550 ปีที่แล้ว +28

    রাইড শেয়ারিং সিস্টেমটি চালু আছে বলেই মানুষ অল্প সময়ে এই যানজটের শহরের দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে। রাইড শেয়ারিং এর মাধ্যমে লাখো বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে❤

    • @lombo5293
      @lombo5293 ปีที่แล้ว +2

      কিছুদিন আগে মোটরসাইকেল এর আঘাতে বৃদ্ধ বাবা আহত হয়েছিল। তিনি ফুটপাতের উপর দাড়িয়েছিলেন৷ এই মোটরসাইকেল কমানো হোক। যেসব চালক আইন মানবে না তাদের শাস্তি দেয়া হোক।

    • @mdsheikhfarid2550
      @mdsheikhfarid2550 ปีที่แล้ว

      @@lombo5293 কয়েকজন উটকো রাইডারদের জন্য সকলকে দোষারোপ করবেন না, গণপরিবহনে বিশৃংখলার কারণে মানুষ নিজের স্বাচ্ছন্দের জন্য বাইক ব্যবহার করে।

    • @mehedeehasan8806
      @mehedeehasan8806 ปีที่แล้ว

    • @mehedeehasan8806
      @mehedeehasan8806 ปีที่แล้ว

    • @THE_FOOL2000
      @THE_FOOL2000 ปีที่แล้ว

      Apni to emon vabe boltesen ride sharing na to teleportation

  • @mdtapu8879
    @mdtapu8879 ปีที่แล้ว +1

    ঠিক ভাই।অনেক ভোগান্তি। সময় মত পাওয়া যায় না

  • @learnersbangladesh
    @learnersbangladesh ปีที่แล้ว +1

    একজন গ্রাহক যখন এ্যাপে কল দেয় তখন দেখা যায় কাছে এ্যাপ চালু করে বসে থাকা লোকটি কল পায়না দুরে অন্য কেউ কল পায়।এটা নাকরে সবচেয়ে কাছে যে রাইডার আছে সে যদি কল পেতো তাহলে রাইডার এবং গ্রাহক দুজনেই মূহুর্তের মধ্যে উপকার পেতো।গ্রাহককে সামনে এতো বাইক রেখে দুরের বাইকের জন্য অপেক্ষা করা লাগতো না

  • @MAKBLOGS7048
    @MAKBLOGS7048 ปีที่แล้ว +3

    CNG ড্রাইভার এর কি কোন আইডেন্টি আছে?তাতে কিভাবে ওঠেন

  • @MDSaheb-nc5ej
    @MDSaheb-nc5ej ปีที่แล้ว +8

    একজন মানুষ একটি ইঞ্জিল দেশের ক্ষতি সমাজের ক্ষতি ❤❤রাষ্ট্রের সম্পদের ক্ষতি

  • @tanvirasef3553
    @tanvirasef3553 ปีที่แล้ว +7

    People should not use bikes/cars without app. It's a safety concern too!

  • @anione8
    @anione8 ปีที่แล้ว +1

    কারণ এটা বাংলাদেশ এদেশের বেশির ভাগ মানুষ প্রচন্ড লোভী, উগ্র মনোভাবাপন্ন, অসাম্প্রদায়িক । তাই এদেশে এমনটাই হবে।

  • @pengaboypengonimum6489
    @pengaboypengonimum6489 ปีที่แล้ว +10

    তেল এর দাম বাড়ার সাথে সাথে যদি অ্যাপ্ এর ভাড়া কিছু টা বাড়িয়ে দেওয়া হতো , তাহলে সব কিছু ঠিক হয় !

  • @istoppedlaughing5225
    @istoppedlaughing5225 ปีที่แล้ว +5

    মোটরসাইকেলের জন্য আলাদা করে লেন দেওয়া যেতে পারে

  • @ImranKhan-vi7js
    @ImranKhan-vi7js ปีที่แล้ว

    সরকারি ভাবে সেবা নিশ্চিত করা হোক,, নির্দিষ্ট সীমিত হারে ভ্যাট নেওয়া হোক,, তাতে যাত্রীও খুশি রাইডারও খুশি,, এবং সবার জন্য নিরাপদ।

  • @monipurisari
    @monipurisari ปีที่แล้ว

    রাইড শেয়ারিং কোম্পানি গুলো রাইডারদের কাছ থেকে সর্বোচ্চ কতো টাকা কমিশন নিবে বা নেয়া বাঞ্চনীয় সেটাও BRTA কোম্পানি ও রাইডারদের সাথে আলোচনার মাধ্যমে ফিক্সড করে দিতে পারে!

  • @Orthonortho
    @Orthonortho ปีที่แล้ว +1

    The market determines what will stay and what will not

  • @marufhossain646
    @marufhossain646 ปีที่แล้ว +3

    ঢাকার বেশিসংখ্যক পাম্পে তেল কম দেয়। এছাড়া বাইকের পার্টস এর দাম বেশি। পণ্যদ্রব্যের দাম বেশি।কিভাবে ভাবে চলবো এগুলো নিয়ে রিপোর্ট করেন। আমি ঢাকা কলেজ থেকে মাস্টার্স শেষ করেছি আমার চাকুরীটা কই এদেশে।আর যদি চাকরী না দেয় উদোক্তা হওয়ার জন্য লোনের ব্যবস্থা কোথায়। প্লিজ এগুলো ও নজরে আনেন।আমাদের সাথে ও পেট আছে। বৃদ্ধ মা বাবা,সংসার আছে।

    • @mrittikarei
      @mrittikarei 4 หลายเดือนก่อน

      ঠিক বলেছেন ভাইয়া।

  • @Gost_Rider000
    @Gost_Rider000 ปีที่แล้ว +2

    ঢাকার যানজটের প্রধান কারন ম্যানুয়ালি সিগনাল ব্যাবস্থা। সরকার এই দিকে যদি একটু দৃষ্টি দিতো।

  • @akibulhasannizam9961
    @akibulhasannizam9961 ปีที่แล้ว +5

    সরকার চাইলে, নিজেই সরকারি ভাবে এরকম এপস্ ডেভলপ করে, হেসেল হীন যাতায়ত ব্যবস্থা করলেই হয়

  • @mdsharifulislam7649
    @mdsharifulislam7649 ปีที่แล้ว +9

    শতকরা 15 টাকা দিতে রাইডারদের অনেক কষ্ট হচ্ছে । একটা কোম্পানি চালায় যে কি পরিমান পেড়া । যাদের অ্যাপস আছে তারাই জানে।

    • @timefornotuel
      @timefornotuel ปีที่แล้ว +2

      আপনাদেরকে ফ্রি করতে দিলেই মনে হয় খুশি হবেন তাই না??

    • @csnoorbd
      @csnoorbd ปีที่แล้ว

      10 % is the most...

    • @mdsalauddin2691
      @mdsalauddin2691 ปีที่แล้ว

      উভার এখন যেই সিস্টেম করছে তাতে যদি দৈনিক দেড় লাখ বাইকার ও ৭০৳ করে দেয় তাহলে তা দারায় ১ কোটি ৫০ লাখ টাকা দৈনিক তাদের প্রফিট।এইটা কি কম ইনকাম।তাও ৭০৳ করে নিলে বাইকাররা খুশি মনে এপস চালাতে পারতো।কিন্তু তারা এইটা না করে ১৫% করে কমিশন নিবে এতে করে যদি এপস দিয়ে রাইড শেয়ার করে তাহলে দৈনিক ১৫ টা ট্রিপে ১৫৳ করে +২ টাকা ভ্যাট=১৭৳ করে নেয় তাহলে তা দারায় ২২৫৳ এপসের একজন বািকার থেকেই ইনকাম যদি ১ লক্ষ বাইকার ও এপস চালায় ২ কোটি ২৫ লাখ দৈনিক ইনকাম,কিন্তু তা তো হয় না কারন বাইকাররা এপস ইউস করে না তাদের বেশি মুনাফার জন্য।
      দৈনিক ইনকাম ১৫০০-এপস কমিশন ২২৫=১২৭৫-৩৫০৳ তেল বাবদ=৯৭৫৳ থাকে। ১৫০০৳ ইনকাম করতে ১৫০০÷১৫ টাকা এপস ভাড়া =১০০ কিলো বাইক চালাতে হয় তার সাথে আরোহী কে গলির ভিতর ২/৩ কিঃমিঃ ভিতরে নামিয়ে খালি ফিরে আসা লাগে যার কোনো ভাড়া হয় না তাহলে মোট প্রায় ১২০/১২৫ কিঃমিঃ বাইক রাইড করা লাগে যদি ৯৭৫৳ কেউ ইনকাম করতে চায়।আর এটা ইনকাম করতে প্রায় ১৪/১৬ ঘন্টা লেগে যায়।এইখানে অনেক বাইকার আছে যারা পারশোনাল বাইক চালায় তাদের কাছে প্রশ্ন প্রতিদিন ১২৫ কিলো বাইক চালানো কি পসিবল।মানে প্রতিদিনই ১২০ কিলো চালালে তার শরীরের কি উপর দিয়ে কি যেতে পারে।

  • @jalilurrahmanchowdhury1039
    @jalilurrahmanchowdhury1039 ปีที่แล้ว +1

    Comishon koman shob taka nia jassa comirion.aga adika nojor din .10% korun.sob thik hoya jaba.

  • @md.emdadullah57
    @md.emdadullah57 ปีที่แล้ว

    বেস প্রাইস ২৫ টাকা+মিনিমাম ভাড়া ৫০ টাকা দিতে হবে এবং এই টাকাটা দূরত্বের সাথে এ্যাডজাস্ট হবেনা। এটা কেমন আইন? যে কোনো দূরত্বের পথেই এই ৭৫ টাকার সাথে প্রতি কিলো ১৫ টাকা+ ০.৫০ পয়সা।

  • @MdRobinofficial443
    @MdRobinofficial443 ปีที่แล้ว +4

    রাইড শেয়ারিং এর কারণে বেকারত্ব কমছে,, অনেক নেশাখোর ছেলেরা হতাশাগ্রস্ত ছেলেরা রাইড শেয়ারিং উসিলায় তারা এখন ভালো আছে।

  • @csnoorbd
    @csnoorbd ปีที่แล้ว +2

    Beshi KHAITE chaile ja hoy AR ki

  • @smrafaethossain
    @smrafaethossain ปีที่แล้ว

    অ্যাপ ছাড়া সার্ভিস বন্ধ করা হোক

  • @grr2429
    @grr2429 ปีที่แล้ว +1

    বাংলাদেশে কোনো কিছুর বারোটা না বাজানো পর্যন্ত ছাড়বে না। আসে পাশের দেশে দিব্যি চলছে অ্যাপে কিন্তু বাংলাদেশে বানিয়ে ফেললো খ্যাপ।

  • @rifathossain1112
    @rifathossain1112 ปีที่แล้ว +8

    দেশের এক ছিটের ডিজিটাল রিক্সা ।

    • @tanvirrahat4642
      @tanvirrahat4642 ปีที่แล้ว

      তুই যে পাগল তোর বাড়িতে জানে 😂

  • @abumusa7377
    @abumusa7377 ปีที่แล้ว +1

    ভাড়া অনেক কম আসে এ্যপসে

  • @MahadiHasan-e9p
    @MahadiHasan-e9p ปีที่แล้ว

    Ahare Hambadik tar koto kosto ride sharing niye ! Ride sharing chalur por shob ceye khoti holo bus malikeder tai tara kokhonoi ride sharing rakhte chay na ar eshob Hambadik der tk diye report koray! But ride sharing ta app ei houya ucit and app commision 5% er besi hote parbe na. tahole amar mone hoy ar kew khep marbe na...

  • @jafranmehedi8491
    @jafranmehedi8491 ปีที่แล้ว +4

    Rider gula app use kore na cz commission deta chai na agula jontrona suru korse dhaka shojor e. Ride sharing off kore dewa uchith

  • @shahintalukdar9829
    @shahintalukdar9829 ปีที่แล้ว +1

    অ্যাপ রাইড, অনলাইন কেনাকাটা সহ আরো অনেক ডিজিটাল সার্ভিস এগুলো উন্নত দেশের জন্য, কাঙালি বাঙালিদের জন্য নয়, বাঙালিদের জন্য মুড়ির টিনই যথেষ্ট।

  • @md.morshedmorshed547
    @md.morshedmorshed547 ปีที่แล้ว

    এখন যদি কিছু বাইক কমে ভ্রাম্যমাণ আদালত নামলে কেননা ঢাকা শহরে হওয়া মুশকিল হয়ে যায় বাইকের জন্য

  • @rdxkoushik1956
    @rdxkoushik1956 ปีที่แล้ว +2

    Bike Ride share ar jonno nirdisto dress dawa dorkar

  • @ahsanhabib6123
    @ahsanhabib6123 ปีที่แล้ว +3

    CNG app a jai?

    • @mehrazuddin5047
      @mehrazuddin5047 ปีที่แล้ว +2

      Uber app a cng ase

    • @makisekurisu4674
      @makisekurisu4674 ปีที่แล้ว

      Gari tou ashe na

    • @nasar_paid_agent
      @nasar_paid_agent ปีที่แล้ว

      Uber এ CNG পাবেন,,,
      তবে এপে বেশি নেয়,,, এপ ছাড়া গিলে কেই যাওয়া যায়,,,

  • @alkawsarpanjabi7475
    @alkawsarpanjabi7475 ปีที่แล้ว

    Motor chycle ride share bondo kora hok

  • @doel7699
    @doel7699 ปีที่แล้ว +9

    এপস এর বাইরে চালাতে দেওয়া উচিত নয়

  • @rebekasultana1725
    @rebekasultana1725 ปีที่แล้ว

    Ekta Manush na kheye thakle keu ese take khawabena ....even tr family o keu khawabena....Tara honest Tara hardworker .....lockdown ER pr theke koto Manush je job haraise bebsa bondho hoice tr khobor ke naee.....r ETA brtoman je janjpt ER jonne khub dorkar e bebostha so.....

  • @alammridha8385
    @alammridha8385 ปีที่แล้ว

    Sanghatik vai onek kisu na jenei report korsen. Uber 25 percent ney seta vule gelen. R km er je hisab dilen ta pura tai vul.
    25% comission kotota jukti songgoto

  • @abdulmatin1567
    @abdulmatin1567 ปีที่แล้ว

    আপনারা তো সবাই বাইকের কমিশনের কথা বললেন আমাদের গাড়িগুলো থেকে ৩০% এরও বেশি কমিশন নেওয়া হচ্ছে

  • @ridoyriya108
    @ridoyriya108 ปีที่แล้ว

    দেশে কোন জিনিসটার দাম কমেছে আপনি সেটা বলেন আমাকে রাইট শেয়ার এ কোন অ্যাপ কত টাকা ভাড়া দেয় আপনি জানেন ম্যাক্সিমাম সময় তারা ভাড়া অনেক কম দেয় কালকে মিরপুর 60 ফিট থেকে উত্তরা 11 নাম্বার সেক্টর এ গেছি ভাড়া এসেছে 218 টাকা প্রায়ই 14 কিলো 15 কিলো রাস্তা

  • @gamemania2611
    @gamemania2611 ปีที่แล้ว

    Tenara purata khaya felte chay.
    Ajonno app a jayna.

  • @shakilscreativezone
    @shakilscreativezone ปีที่แล้ว

    Motor cycler sohor hoye jasse Dhaka 😢

  • @lombo5293
    @lombo5293 ปีที่แล้ว

    কিছুদিন আগে মোটরসাইকেল এর আঘাতে বৃদ্ধ বাবা আহত হয়েছিল। তিনি ফুটপাতের উপর দাড়িয়েছিলেন৷ এই মোটরসাইকেল কমানো হোক। যেসব চালক আইন মানবে না তাদের শাস্তি দেয়া হোক।

    • @ABUTURABHOSSAIN
      @ABUTURABHOSSAIN ปีที่แล้ว

      কোন কম্পানির বাসের স্টাপ আপনি। বাস ট্রাক হাজার হাজার মানুষ মারছে তার দিকে নজর নাই পড়ছে বাইক দিয়ে।

  • @ahlanvi2110
    @ahlanvi2110 ปีที่แล้ว +11

    ৫টাকা দিলে ভালো হত। আর কিলোমিটার ৩০টাকা হলে সবারই ভালো হইত

  • @sultanpatuary1850
    @sultanpatuary1850 ปีที่แล้ว +1

    Lots of people jobless so it it's good 👍

  • @Baniprochar
    @Baniprochar 5 หลายเดือนก่อน

    ঢাকার জন্য বাইক জরুরি,
    এটা বন্ধ করা অসম্ভ

  • @rfmedia395
    @rfmedia395 ปีที่แล้ว +1

    ভাই যেই ভাবে কমিসন খায় আ্যপ গুলো মানুষ কি ইনকাম করবো আর কি তেল বরবো রাইডার দের মানুষ ই মনে করে না।

    • @sohelshobuz7440
      @sohelshobuz7440 ปีที่แล้ว

      যারা রাইট শেয়ার করে তারা মানুষ না আগে মোটরসাইকেল ছাড়া মানুষ চলে নাই

    • @mdsalauddin2691
      @mdsalauddin2691 ปีที่แล้ว

      ​@@sohelshobuz7440আগে তো মানুষ চিঠি দিয়ে মনের ভাষা আদান প্রধান করতো এখন তাহলে মোবাইল চালান কেন ভাই।শুধু চিঠি দিয়েই কমিনিউকেশনে করতে পারবেন এখন,মোবাইল ছাড়া চলতে পারবেন এখন?

  • @InsightBoxTV
    @InsightBoxTV ปีที่แล้ว

    এপ ভিত্তিক ছাড়া রাইড শেয়ারিং মোটেও নিরাপদ না। আর উশৃংখলতা বেশি।

  • @lyricsdirector9960
    @lyricsdirector9960 ปีที่แล้ว +2

    এপ ছাড়া বাইক রাইড বন্ধ করা আবসসক, এটা আইন করা দরকার

  • @kamruzzamannoor6850
    @kamruzzamannoor6850 ปีที่แล้ว

    যন্ত্রণা

  • @mahmudulelhim1854
    @mahmudulelhim1854 ปีที่แล้ว

    যন্ত্রণা এখন বিশেষ করে এমাউন্ট অনেক বেশি

  • @AlaminAsif-k4y
    @AlaminAsif-k4y 10 หลายเดือนก่อน

    আমাদের রাইটারদের সবচাইতে বেশি সমস্যা হয়েছে পুলিশের হয়রানি পুলিশ ট্রাফিক সার্জেন্টের

  • @mdarifulislam6093
    @mdarifulislam6093 4 หลายเดือนก่อน

    cng এর বিষয় নিরাপত্তা কি

  • @estiaque234
    @estiaque234 ปีที่แล้ว

    এখন দেখি খ্যাপেই কম টাকায় যাতায়াত করা যায়। Aps এ বেশি টাকা আসে

  • @mostufashoid1941
    @mostufashoid1941 ปีที่แล้ว

    ১৫% থেকে কমিয়ে ১০% করা হউক

  • @Rajibhaijaan
    @Rajibhaijaan ปีที่แล้ว +1

    এখন কি করবে তারা.?

  • @ratulhossain1215
    @ratulhossain1215 ปีที่แล้ว

    Pathao 15% nibe keno.. oder kono khoroch ei nai seikhane 15% kivabe ney... 10% o besi.. oil amar mobil amar. Net bill amar seikhane 100te 15taka dile amar thaklo ki... And request ase 2kilo 3kilo dur theke oi request accept kore passenger uthate gele 2 3 kilo ei vara ta ki pathao amake dibe!!? Dey toh na... Pathao faltu service dicchey

  • @Shilpianis
    @Shilpianis ปีที่แล้ว +1

    সরকারের নিয়ম জরুরি

  • @parthozahirul
    @parthozahirul ปีที่แล้ว +1

    Rickshawala ra bike chlaile to ei obosthay hoibo.

  • @villagelifezsvlogs
    @villagelifezsvlogs ปีที่แล้ว

    Hondar dos na....private car komate hobe

  • @lizu47
    @lizu47 ปีที่แล้ว

    Total Market ta nosto korche Pathao.
    Pathao Beshi khaite Jaiya ajke Total Dhaka Masud diya bhora.

  • @md.munirulislam9070
    @md.munirulislam9070 ปีที่แล้ว

    Security er jonno App chara aisob ride share banned kora hok.

  • @MaximumRana
    @MaximumRana ปีที่แล้ว

    Er vitor.. govet abar ride sharing service er app e chalaite registration fee deuwa lage. Ay gula faltu

  • @rajusheikh4350
    @rajusheikh4350 9 หลายเดือนก่อน

    ভাই এখানে অবৈধ কিছু নেই

  • @mdnizamuddin8957
    @mdnizamuddin8957 ปีที่แล้ว +1

    সবকিছুর জন্যই করোনা দায়ী।

  • @rfhossain3762
    @rfhossain3762 ปีที่แล้ว

    যন্ত্রনার আরেক নাম রাইড শেয়ার।নিরাপত্তার অনেক অবেলা রয়েছে।

  • @সোনারবাংলা-থ৯ঘ
    @সোনারবাংলা-থ৯ঘ ปีที่แล้ว +2

    প্রতি ট্রিপে ৫ টাকা পাবে পাঠাও

  • @saifulislamrifat5318
    @saifulislamrifat5318 ปีที่แล้ว

    04:06 ৫%-৭% পেলেও তো অনেক। ১৫% অনেক বেশি।

  • @mrlogic873
    @mrlogic873 ปีที่แล้ว

    Age private car off kore dekhan.

  • @mdruhulamin5871
    @mdruhulamin5871 ปีที่แล้ว

    Ride sharing company doesn’t follow their fare policy for Motorbike riders.They don’t payment appropriate fare.There are many problems ride sharing company.That is why rider is not use apps.

  • @MDSAGOR-ej9vm
    @MDSAGOR-ej9vm ปีที่แล้ว

    এর থেকে অনেক বড় বড় ঝুকিতে সাধারণ মানুষের জানবাহনে চলাচল করতে হয়।।অতএব এই ছোট বিষয় নিয়ে মাতামাতি বাদ দেন।

  • @Al-Qaeda7490
    @Al-Qaeda7490 ปีที่แล้ว

    বিশ্বের সবচেয়ে গরীব ভিখারি শহর হলো" সামনে খোলা পিছনে ফাঁকা" তার নাম ঢাকা

  • @Gamer_plush
    @Gamer_plush ปีที่แล้ว +3

    এই রাইড শেয়ারিং বাইক গুলো বন্ধ করা দরকার আছে।

  • @kazikazi3209
    @kazikazi3209 ปีที่แล้ว

    আপ্যে বাইক চালালে। ,,ভাত ভর্তা ত দুরের কথা ,,,উলটো প্রতি মাসে বিশ হাজার টাকা রিন হইবে ,,,আমার গাড়ি আমার তেল ,,যাত্রী উঠাতে হইবে ,,জাত্রির বাথ্রুমে গিএ ,,,অকটেন ১৩০ ,,মবিল ৬৫০ ,,,ভাড়া আসে পঞ্ছাশ ,টাকা ৭কিলো তে ,,,

  • @midul_khalifa
    @midul_khalifa ปีที่แล้ว

    we break the rules then we face the probs then we complain.... we are just bunche of argggg

  • @sohelshobuz7440
    @sohelshobuz7440 ปีที่แล้ว

    মোটরসাইকেল গুলো এখনো ফুটপাতে চলে এত বিরক্ত লাগে মনডায় কয় ধইরা আছার দেই

  • @arist7998
    @arist7998 ปีที่แล้ว

    সরকাররে বল যে বেকার দের চাকরি দিতে

  • @ataurrahman5805
    @ataurrahman5805 ปีที่แล้ว +3

    এরা এখন গলার কাঁটা ।

  • @mahabublog1993
    @mahabublog1993 ปีที่แล้ว

    ১৫ ℅ যে আপনি নিবেন কেন নিবেন?. আপনার খরচ টা কি?. আপনি একটা এ্যাপস দিয়ে ১৫% কাটবেন আর জীবনের ঝুকি সব কিছু নিজের টাকায় কিনে আপনাকে কেন তারা ১৫% দিবে।

  • @emrankhan2146
    @emrankhan2146 ปีที่แล้ว

    এই রাইট শেয়ার বাইক যারা চালায় তাদের ব্যবহার রিকশাওয়ালাদের থেকেও নির্মমুখী।

  • @Seemore-to
    @Seemore-to ปีที่แล้ว

    শতকরা ৫ টাকা কমিশন এবং এ্যাপস আপডেট জরুরি। এর কোন বিকল্প নেই।

  • @kazikazi3209
    @kazikazi3209 ปีที่แล้ว

    কিলো মিটার ৫০ এবং ,কমিশ্ন ৫ টাকা হলে ঠিক আছে

  • @gmnurulbayes6673
    @gmnurulbayes6673 ปีที่แล้ว

    Ki koy mamla dite bolee char daiii 😂😂😂😂

  • @rahbarkarim671
    @rahbarkarim671 ปีที่แล้ว

    App chara kono bhabe ii ride sharing korte dewa uchit na.
    Batpar shob rastay ulta palta chalai

  • @aladinemu
    @aladinemu ปีที่แล้ว +4

    অনিরাপদ এবং ঝুকিপূর্ণ। গণপরিবহন ভাল করলে বাইক সার্ভিস লাগবেনা।

  • @ahmedchowdhury1208
    @ahmedchowdhury1208 ปีที่แล้ว +1

    Rickshaw and CNG should be banned from Dhaka

  • @sajjadhosen1707
    @sajjadhosen1707 ปีที่แล้ว

    এজন্যই তো এখন এ্যাপে আর রাইড পাওয়া যায়না।

  • @businesshappylife1495
    @businesshappylife1495 ปีที่แล้ว +4

    Jontro na .. chih .. riksawala der moto kaz ..

  • @aftabtanjil2751
    @aftabtanjil2751 ปีที่แล้ว

    Khub e jalaya khay..bhai koi jaben koi jaben

  • @shahinsarkar11
    @shahinsarkar11 ปีที่แล้ว +1

    ভুয়া সাংবাদিক না জেনে অনেক কথা বলেছি

    • @nafisfuadayon6832
      @nafisfuadayon6832 ปีที่แล้ว

      বাস মালিকের টাকা খেয়েছে sure

  • @jafranmehedi8491
    @jafranmehedi8491 ปีที่แล้ว

    Onk somossa. Business korte parlo na kisu bangalo sekse akta ride sharing bt ata r jonno j shadharon manusher koto khoty hocche . Bastota to shobar e naki j car e chole tar theke bike jara ride share kore tader bashe dorkar ? Energy na thakleo rastae dhuke bike chalai r onner khoty kore 😡agula bondho kora uchith ato bike rasta ghat e cholle kmne hobe ??

  • @raazsheikh6008
    @raazsheikh6008 ปีที่แล้ว

    গলার কাঁটা

  • @Lamisha2423
    @Lamisha2423 ปีที่แล้ว

    Chora koi ki ?

  • @Arifin0000
    @Arifin0000 ปีที่แล้ว

    Pathao batpar app

    • @alomgirkobir8308
      @alomgirkobir8308 7 หลายเดือนก่อน

      ভালো কোন এ্যাপ,,

  • @sohelshobuz7440
    @sohelshobuz7440 ปีที่แล้ว

    মোটরসাইকেল বয়কট করা হোক

  • @asifnoshiniyana
    @asifnoshiniyana ปีที่แล้ว +1

    ফালতু । ডাকাত

  • @md.morshedmorshed547
    @md.morshedmorshed547 ปีที่แล้ว

    এখন যদি কিছু বাইক কমে ভ্রাম্যমাণ আদালত নামলে কেননা ঢাকা শহরে হওয়া মুশকিল হয়ে যায় বাইকের জন্য