I can feel the song from my heart. I'm from Chittagong Hill Tracts, Bangladesh. CHT consists with 13 ethnic minority. I can feel Bikash, because I'm also existing like Bikash in my country.
My dear friend, You own this country, as much as every other citizen. I have many friends from CHT. We may have our differences in appearances, or culture, or religion. But, we are one from the core. Our core is our love and respect for humanity. Bangladesh loves you friend
Adri, there is going to be racism you know especially in a backward country like ours. We never learnt to respect differences and appreciate the beauty of diversity. But one thing i can tell you is that people who love you will always love you. I know a few chakma people who are my friends and they are the most welcoming, friendly and modest people i have ever met.
Hey, i love and respect you guys as like us. ❤️ There is no difference between you and me. Some ugly minded people create this but there are lot's of loving people who likes and respect you properly from heart. This number is greater then those people. ☺️
December e 12 bochor pore Darjeeling e gelam. Puro rastaye "khaade dharer reling ta" shunlam. Last koyekdin Facebook e Kanchenjunga dekhe khub mon dakchilo Darjeeling. Aaj ei gaan ta shune mon ta knadche. Darjeeling aar Anjan Dutta ke alada kora khub kothin. Dhonnobad abar firiye dewar jonnyo ❤️
Nobody loves Darjeeling with as much genuineness as that of Anjan Dutt. What a beautifully worded song n what a lovely tribute !! Great to hear his amazing voice after a long gap. ❤
অপূর্ব অপূর্ব.... বারবার ওই পাহাড়ি মানুষগুলোকে ফিরে পাই আর সঙ্গে ফিরে আসে সেই সব সময়। সেই ছোট থেকে শুনে আসছি আপনাকে, আজ বাবা থাকলে ভীষণ খুশি হতেন এই গান শুনে। ভালো থাকবেন 😊
I have fond memories of Cochrane place. It was a foodie's delight...and their service and warmth was unmatchable. And those rabbits and strawberries... 💕. Their tea trove Karma still lingers in my mind.
ধন্যবাদ নতুন গানের জন্য। আপনার সব সৃষ্টির মতোই সুন্দর। গানটা শুনে দুম করে মনে পড়ে গেল তেমনি একটা স্মৃতি আমারো আছে। আমি ও বেশ সময় কাটাতাম কলেজ জীবনে। প্রায় যাওয়া হতো সুগন্ধা বীচে। সেখানে সী-ইন নামে একটা রেস্টুরেন্ট ছিল। সেখানে কাজ করতো আজিজ। সে আমাকে বিকাশের মতোই জিজ্ঞেস করতো ভাইয়া, কেমন আছেন ? আমার পুরানো সে প্রায় ১৭/১৮ বছর আগের স্মৃতিকে জাগিয়ে দেবার জন্য ধন্যবাদ। আমি ও চেষ্টা করবো আজিজ কে নিয়ে লিখতে।
আপনার নতুন গান অসাধারণ। আপনার গান ভালোবাসি সেই ছেলেবেলা থেকে। আপনাকে শ্রদ্ধা করি এই খারাপ সময়েও শিরদাঁড়া শক্ত রাখার জন্য। সেই জন্যই আপনি অন্য অনেকের থেকে আলাদা।ভালো থাকবেন
অসম্ভব সুন্দর হয়েছে Sir ❤️❤️ আমার নিজের বড্ড প্রিয় দার্জিলিং । আপনার "চলো Let's Go" যখন দেখেছিলাম তখন থেকেই যেন অসম্ভব ভালোবাসা জন্মে গেছে দার্জিলিং এর জন্য । আমি কিন্তু তার আগে কখনও যায়নি দার্জিলিং । পরে গেছি বহুবার । আর এমন একবারের জন্যও হয়নি যখন দার্জিলিং মেলে উঠে ,"খাদের ধারের রেলিং" কিংবা "চলো let's go" শুনিনি । আপনি ভালো থাকবেন Sir , এই গান টাও ভীষণ ভীষণ কাছের হয়ে গেল আজ থেকে । "চলো Anjan" এর show এর ছবি গুলো আমাকেও অনেক গুলো বছর পিছিয়ে নিয়ে গেল । সত্যিই কতো বন্ধু বিকাশেরা দূরে চলে গেল আমার থেকে , আমাদের থেকে । বহুকাল আগে শোনা চলো let's go- র আপনার সংলাপ টাই মনে পরে গেল " শেষ পর্যন্ত রবীন চ্যাটার্জীর কথাই ঠিক হলো । মানুষ আমার পোষালো না" ।
একটা মানুষ যে অন্য একজন মানুষের পুরোপুরি ভালোলাগা গুলো নিয়ে এই পৃথিবীতে আসতে পারে অঞ্জন কে না জানলে ব্যাপার টাকে উপলব্ধি করা আর হতোনা।। অনেক ভেবেছি তাকে জানার পর কি আমার তার মতো মানুষ কে ভালো লেগেছে নাকি আমি চেয়েছিলাম পৃথিবীর কোথাও একটা এমন মানুষ থাকুক? নিজেকে অনেক প্রশ্ন করার পর বুঝতে পারলাম, একি রকম দেখতে যেমন কয়েকজন মানুষ থাকে ঠিক তেমনি কল্পনার মানুষ টিও কোথাও না কোথাও আছে।। কিভাবে সম্ভব? মানুষ টি দেখতেও সেরকমই আবার কাজেও সেরকমই, সাথে তার চলা বলা কাপড় পড়া সব মিলে যায়? এমনোতো হতে পারতো কোনো একটি ব্যাপার তার কম আছে। তবুও তো আমি মুগ্ধ হয়ে তার গান শুনতাম।। আরো অনেকিতো প্রিয় শিল্পী আছে।। সুমনের গান ও অনেক ভালোবাসি। কিন্তু মিল খুজেতো পাইনা?
Anjan da, I live in Dilaram..I might not know Bikash Tamang personally but I have experienced the hospitality , simplicity, and love of the people of Dilaram...am proud to serve them..next Dilaram e ele bolo..If I can help them I will..
Hotath kore ghum ta bhenge gelo aar ei gaan tar notification, ki osadharon srishti, golper choritrer moton apnar gaan gulo jibonto praner moton, antorik dhonyobad Anjan Dutta Sir ke amar moton aaro bohu manusher chelebelar songi howar jonno onar gaaner bhetor diye, sukh dukkho hasi kanna sokol somoyer sathi onar gaan 🙏🙏🙏
Poignant lyrics, tune touching the chords of heart... Yet one can sense the light at the end of the tunnel... What stands out? The human story, the candid photos, the not so happy ending coupled with hope or just the gorgeous melodious voice of Anjan Dutta - not able to figure out...
Notun ganer ashai bar bar asa jaoa korchi TH-cam e . Vablam 12:00 AM e release korbe. Onek onek choto apnar theke amar pronam neben. Khub kacher apni.Onek onek valobasha, ei valobasha sir ta sompurno onno rokom sir, likhte giyeo choke jol chole ase. Last presidency te dekha apnar sathe, Kolkata er baire ache tai 25th December er show miss kore jabo. Ekbar Apnar sathe samne dekha hoar ichha ache. Pronam neben sir.
পাহাড়,গান,আড্ডা ফেলে আসা স্মৃতি বন্ধুত্ব সব মিলেই অঞ্জন ,এই বাংলায় একজন ই আছেন যিনি নিজেকে গানের মানুষের থেকে বেশি মনে করেন মৃনাল সেন সত্যজিৎ এর উতরাধিকার , জয়তু অঞ্জন| এপার বাংলা থেকে ভালবাসা গ্রহন করুন,অঞ্জন যাত্রায় শুধু আপনার হাত ছুয়ে দেখার অনূভুতি সারা জীবন মনে থাকবে
This song disturbs me sir. It gives me a push from inside. Makes me feel guilty, don't know why. Yet I love this song. Listening for the nth time. Apnar moto sohoj yet gobhir bhabe kothagulo keu bolbe na aar.
Vabte obak lage Anjan Dutta er moto manush er channel er matro below 9k subscribers????? Ki korchen kolkata??? Pls do like share subscribe. Love you Anjan da... Apni valo thakun sustho thakun....onek onek din bachun....r aro valo valo gaan r cinema upohar din amader ..
Sir,take love and good wishes singer-songwriters are such a blessing to this world, when its about being honest on sharing own feelings sharing own vision in the most expressive way,with rest of the world People like you has blessed this form of art called music in the ways you cannot imagine Sir, wish you all you wishes for your own,take love
গানটার কথা শুনেছিলাম সুমন দাদার কাছে। উনি বলেছিলেন গানটা হঠাত নাই হয়ে গেলো ইউটিউব থেকে। পরে এটা নিয়ে আলাপ হয়।এই গানটার ডিলিটের ব্যাপারে পড়লাম অঞ্জন দার ফেইসবুক রিপ্লেতে। এখন বুঝলাম কেন উনি অভিমান করেছিলেন। অঞ্জন দা আরো বেচে থাকো আমাদের মাঝে। ❣️❣️❣️❣️
পাহাড় থেকে লিখছি। ইচ্ছে ছিল চিঠি লিখবো, অনেক কিছুর মতো এটাও হলো না। এই যে আপনি আমাদের ছোটবেলা থেকে শহরকে দেখতে শিখিয়েছেন, কি বলবো। আপনি কি কমেন্ট পড়েন? আপনার কি মনে পড়ছে আমার বাড়ি যাওয়ার জন্য আপনাকে ফোন করেছিলাম। না মনে পড়লে এইবার আপনাকে এসে নিয়ে যাবো। যে।স্বপ্ন আপনার হাত ধরে বড় হয়েছে কলকাতার ছেলে মেয়ে গুলোর, তার ভাগ দিতে এসেছি।
একে তো বিকাশের অস্তিত্ব যেন তৈরি হল আমার মাঝে...সাব ক্যয়সে হো মনে হচ্ছে বহুকালের চেনা আওয়াজ...আমিই যেন ছিলাম বিকাশের সাথে🖤...... আর গানের লাইনটাই অঞ্জন দা কেও বলা যায়... তোমার মতো... এইভাবে কেউ বলে না জীবনের কথাগুলো আর🖤.........
Agerta delete kore abar re-upload keno? Jai hok, "Chalo berie pori Anjan" show ta ekta oti priyo television program chhilo amader. Maa r Ami dekhtam. Shurur gaan ta aj o mone lege achhe.. "Berate chae pran, Berate chae mon Hatchhani dae abar Kanchan Dakchhe pahar, Dakchhe jongol Cholo berie pori Anjan" Onek purono smriti, r sei chena mukh Bikash ke eksathe peye bhalo lagchhe. :)
I can feel the song from my heart. I'm from Chittagong Hill Tracts, Bangladesh. CHT consists with 13 ethnic minority. I can feel Bikash, because I'm also existing like Bikash in my country.
My dear friend, You own this country, as much as every other citizen. I have many friends from CHT. We may have our differences in appearances, or culture, or religion. But, we are one from the core. Our core is our love and respect for humanity. Bangladesh loves you friend
Adri, there is going to be racism you know especially in a backward country like ours. We never learnt to respect differences and appreciate the beauty of diversity.
But one thing i can tell you is that people who love you will always love you. I know a few chakma people who are my friends and they are the most welcoming, friendly and modest people i have ever met.
Hey, i love and respect you guys as like us. ❤️ There is no difference between you and me. Some ugly minded people create this but there are lot's of loving people who likes and respect you properly from heart.
This number is greater then those people. ☺️
More power to you guys. Love, respect, and solidarity from India❤
December e 12 bochor pore Darjeeling e gelam. Puro rastaye "khaade dharer reling ta" shunlam. Last koyekdin Facebook e Kanchenjunga dekhe khub mon dakchilo Darjeeling. Aaj ei gaan ta shune mon ta knadche. Darjeeling aar Anjan Dutta ke alada kora khub kothin. Dhonnobad abar firiye dewar jonnyo ❤️
Nobody loves Darjeeling with as much genuineness as that of Anjan Dutt. What a beautifully worded song n what a lovely tribute !! Great to hear his amazing voice after a long gap. ❤
অপূর্ব অপূর্ব.... বারবার ওই পাহাড়ি মানুষগুলোকে ফিরে পাই আর সঙ্গে ফিরে আসে সেই সব সময়। সেই ছোট থেকে শুনে আসছি আপনাকে, আজ বাবা থাকলে ভীষণ খুশি হতেন এই গান শুনে। ভালো থাকবেন 😊
Bikash Tamang ra Sara jibon beche thakbe pahar e pichiye pora manush der odhikar er andolon er sakkhi hoye..
Osadharon composition..
I have fond memories of Cochrane place. It was a foodie's delight...and their service and warmth was unmatchable. And those rabbits and strawberries... 💕. Their tea trove Karma still lingers in my mind.
ধন্যবাদ নতুন গানের জন্য। আপনার সব সৃষ্টির মতোই সুন্দর। গানটা শুনে দুম করে মনে পড়ে গেল তেমনি একটা স্মৃতি আমারো আছে। আমি ও বেশ সময় কাটাতাম কলেজ জীবনে। প্রায় যাওয়া হতো সুগন্ধা বীচে। সেখানে সী-ইন নামে একটা রেস্টুরেন্ট ছিল। সেখানে কাজ করতো আজিজ। সে আমাকে বিকাশের মতোই জিজ্ঞেস করতো ভাইয়া, কেমন আছেন ? আমার পুরানো সে প্রায় ১৭/১৮ বছর আগের স্মৃতিকে জাগিয়ে দেবার জন্য ধন্যবাদ। আমি ও চেষ্টা করবো আজিজ কে নিয়ে লিখতে।
আপনার নতুন গান অসাধারণ। আপনার গান ভালোবাসি সেই ছেলেবেলা থেকে। আপনাকে শ্রদ্ধা করি এই খারাপ সময়েও শিরদাঁড়া শক্ত রাখার জন্য। সেই জন্যই আপনি অন্য অনেকের থেকে আলাদা।ভালো থাকবেন
অসম্ভব সুন্দর হয়েছে Sir ❤️❤️ আমার নিজের বড্ড প্রিয় দার্জিলিং । আপনার "চলো Let's Go" যখন দেখেছিলাম তখন থেকেই যেন অসম্ভব ভালোবাসা জন্মে গেছে দার্জিলিং এর জন্য । আমি কিন্তু তার আগে কখনও যায়নি দার্জিলিং । পরে গেছি বহুবার । আর এমন একবারের জন্যও হয়নি যখন দার্জিলিং মেলে উঠে ,"খাদের ধারের রেলিং" কিংবা "চলো let's go" শুনিনি । আপনি ভালো থাকবেন Sir , এই গান টাও ভীষণ ভীষণ কাছের হয়ে গেল আজ থেকে । "চলো Anjan" এর show এর ছবি গুলো আমাকেও অনেক গুলো বছর পিছিয়ে নিয়ে গেল । সত্যিই কতো বন্ধু বিকাশেরা দূরে চলে গেল আমার থেকে , আমাদের থেকে । বহুকাল আগে শোনা চলো let's go- র আপনার সংলাপ টাই মনে পরে গেল " শেষ পর্যন্ত রবীন চ্যাটার্জীর কথাই ঠিক হলো । মানুষ আমার পোষালো না" ।
❤
স্যার, 🇧🇩 এপার বাংলার শ্রদ্ধা আর ভালবাসা নেবেন!
আপনার সঙ্গীতের গভীরতা আমায় ভীষণভাবে টানে!
❤❤❤
"স্বাচ্ছন্দ্যের থেকে অনেক বড় অস্ত্বিত্ব" - আহা অঞ্জন দত্ত ই পারে এমন।
পাহাড় কে যে ভালোবাসতে শেখায়....... কিছু ভাষা নাই স্যার শুধু আবেগ গায়ে কাঁটা দেই.....
" 'স্বাচ্ছন্দ্যের থেকে অনেক বড় অস্তিত্ব' ---- বিকাশ তামাং "
---- অঞ্জন দত্ত
সেরা গাইলেন দাদা, আপনি চিরকাল আমার মিউজিকাল ইন্সপিরেশন হয়ে থাকবেন। যুগ যুগ বেঁচে থাকুন।
Ahh.....nice composed দাদা। 👍 আমাদের বন্ধু বিকাশ/ আমিও বিকাশ। থেন্কস দাদা।
একটা মানুষ যে অন্য একজন মানুষের পুরোপুরি ভালোলাগা গুলো নিয়ে এই পৃথিবীতে আসতে পারে অঞ্জন কে না জানলে ব্যাপার টাকে উপলব্ধি করা আর হতোনা।। অনেক ভেবেছি তাকে জানার পর কি আমার তার মতো মানুষ কে ভালো লেগেছে নাকি আমি চেয়েছিলাম পৃথিবীর কোথাও একটা এমন মানুষ থাকুক? নিজেকে অনেক প্রশ্ন করার পর বুঝতে পারলাম, একি রকম দেখতে যেমন কয়েকজন মানুষ থাকে ঠিক তেমনি কল্পনার মানুষ টিও কোথাও না কোথাও আছে।। কিভাবে সম্ভব? মানুষ টি দেখতেও সেরকমই আবার কাজেও সেরকমই, সাথে তার চলা বলা কাপড় পড়া সব মিলে যায়? এমনোতো হতে পারতো কোনো একটি ব্যাপার তার কম আছে। তবুও তো আমি মুগ্ধ হয়ে তার গান শুনতাম।। আরো অনেকিতো প্রিয় শিল্পী আছে।। সুমনের গান ও অনেক ভালোবাসি। কিন্তু মিল খুজেতো পাইনা?
Anjan da, I live in Dilaram..I might not know Bikash Tamang personally but I have experienced the hospitality , simplicity, and love of the people of Dilaram...am proud to serve them..next Dilaram e ele bolo..If I can help them I will..
@@subhankarbasak9133 kindly help me connect with Vikash
Eigan ta ageo sunechilam apnar golai
Aaj onekdin por bes bhalo laglo ganta sune
Mon bhore galo ei bristi bheja rat e
Sir Dutta..... Bringing smiles since 3 decades... May b 4
Hotath kore ghum ta bhenge gelo aar ei gaan tar notification, ki osadharon srishti, golper choritrer moton apnar gaan gulo jibonto praner moton, antorik dhonyobad Anjan Dutta Sir ke amar moton aaro bohu manusher chelebelar songi howar jonno onar gaaner bhetor diye, sukh dukkho hasi kanna sokol somoyer sathi onar gaan 🙏🙏🙏
Poignant lyrics, tune touching the chords of heart... Yet one can sense the light at the end of the tunnel... What stands out? The human story, the candid photos, the not so happy ending coupled with hope or just the gorgeous melodious voice of Anjan Dutta - not able to figure out...
Notun ganer ashai bar bar asa jaoa korchi TH-cam e . Vablam 12:00 AM e release korbe. Onek onek choto apnar theke amar pronam neben. Khub kacher apni.Onek onek valobasha, ei valobasha sir ta sompurno onno rokom sir, likhte giyeo choke jol chole ase. Last presidency te dekha apnar sathe, Kolkata er baire ache tai 25th December er show miss kore jabo. Ekbar Apnar sathe samne dekha hoar ichha ache. Pronam neben sir.
এই তো সেই একঘেয়ে সুর। আহা। ❤️
স্বাচ্ছন্দ্যের থেকে অনেক বড় অস্তিত্ব ❤️
ভালোবাসা আবেগ এসব সত্যিই অনন্য সম্পদ।
অনেক ভালো লাগল গান টা। স্রষ্টাকে অনেক শ্রদ্ধা এবং ভালবাসা।
পাহাড়,গান,আড্ডা ফেলে আসা স্মৃতি বন্ধুত্ব সব মিলেই অঞ্জন ,এই বাংলায় একজন ই আছেন যিনি নিজেকে গানের মানুষের থেকে বেশি মনে করেন মৃনাল সেন সত্যজিৎ এর উতরাধিকার , জয়তু অঞ্জন| এপার বাংলা থেকে ভালবাসা গ্রহন করুন,অঞ্জন যাত্রায় শুধু আপনার হাত ছুয়ে দেখার অনূভুতি সারা জীবন মনে থাকবে
This song disturbs me sir. It gives me a push from inside. Makes me feel guilty, don't know why. Yet I love this song. Listening for the nth time. Apnar moto sohoj yet gobhir bhabe kothagulo keu bolbe na aar.
Asadharon... Vintage Anjan da❤️❤️🙏 aro chai... You are evergreen as always 👌
খুব ভালো লাগলো, এতো সুন্দর ভাবে কথা গুলো লেখা ❤️❤️
আমার প্রথম ভালো লাগা আপনার বেলা বোস 😀
ভালো থাকবেন
Vabte obak lage Anjan Dutta er moto manush er channel er matro below 9k subscribers????? Ki korchen kolkata??? Pls do like share subscribe. Love you Anjan da... Apni valo thakun sustho thakun....onek onek din bachun....r aro valo valo gaan r cinema upohar din amader ..
Anjan babu..❤️❤️
Eto xundor gaan.. ekbaar Assam ghurte ashun..
Sir sir osadhraron,,, shobder moddhe oshadon shadrissyo ❤❤,,, bhalobasa neben sir onek ❤❤❤
Golatai chumu...Anjan Da, Chonda di & bluetooth dada love you all ❤️❤️❤️❤️❤️...mohamari katlei dekha korte chaiiiiii.....
জানিনা কেন ইদানিং হঠাৎ কান্না পায়, গানটা শুনতে গিয়ে বারবার চোখ ভিজে যাচ্ছে।
Sir,take love and good wishes
singer-songwriters are such a blessing to this world,
when its about being honest on sharing own feelings sharing own vision in the most expressive way,with rest of the world
People like you has blessed this form of art called music in the ways you cannot imagine
Sir, wish you all you wishes for your own,take love
এত বড় একটা সমস্যা, জানি না দাবি ভুল না ঠিক, কিন্তু এত সহজে, এত আন্তরিকভাবে বোঝাতে কেউ পারবে না। এখানেই আপনি অঞ্জন দত্ত 🙏🙏
এটা শুধু একটা গান না। বন্ধুত্বের অভিমানী অভিব্যক্তি। দুই বন্ধুর রাজনৈতিক সচেতনতার প্রেক্ষিতে।
Sir you are my idol and inspiration since childhood.
I am like your son.
Apurbo!
Mon chhuye gelo!☺️♥️💕
সত্যি আপনি মানুষকে এভাবেই মুল্যায়ন করেন
আপনি আমার কাছে ভগবান
Ei bhabei likhe jao❤️. Covid time ..khub sabdhane thakben.
Love you
ধন্যবাদ স্যার, এই গান টা ফিরিয়ে দেওয়ার জন্য
গানটার কথা শুনেছিলাম সুমন দাদার কাছে। উনি বলেছিলেন গানটা হঠাত নাই হয়ে গেলো ইউটিউব থেকে। পরে এটা নিয়ে আলাপ হয়।এই গানটার ডিলিটের ব্যাপারে পড়লাম অঞ্জন দার ফেইসবুক রিপ্লেতে। এখন বুঝলাম কেন উনি অভিমান করেছিলেন।
অঞ্জন দা আরো বেচে থাকো আমাদের মাঝে। ❣️❣️❣️❣️
হ্যাঁ কেনো delete করেছিলেন যদি জানেন একটু জানান না please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
স্যার অসাধারণ, আপনার মত এইভাবে কেউ বলে না কথাগুলো।🙏👍❤️
❤
স্যার কলা মন্দির এ 28th December আর এক লিয়ার দেখলাম। আপনার আর এডমন্ড এর অভিনয় অতুলনীয়।
❤️❤️❤️ HOW ARE YOU 🤍 ? Sir ? কলোরাডোতে বসে শুনছি ❤️ presidency এর দিনগুলো খুব মনে পরছে 🤍❤️🤍
Mizo boy to Bekash journey ❤
He is a very great artist. His artistic instincts are very decent.
Mon bhore gelo. Legend
Awesome and feeling sad as you deleted it earlier. Thanks for the song... SAAB KAICO HOOO....Jotil...
অঞ্জন অঞ্জন অঞ্জন
আমার প্রিয় #অঞ্জন
Tumi sustha thako...♥️♥️♥️♥️valo thako
Tumi proti barer moton ii fatiye diyecho 🔥❤
Darun laglo sir...
এক হাজার বার শোনার পরও বিরক্ত লাগে না এই গান।
Iccha roilo Vikash jeno gaan ta sone.......
thanks for the reupload
দারুন হয়েছে স্যার ❤❤❤❤😊😊
Beautiful
অসাধারন ♥️♥️ যদি সম্ভব হয় এবার বছর ২৩ পর বেলাকে ফিরিয়ে আনুন স্যার গানে, বেলা এখন কেমন আছে ? অপেক্ষায় আপামর বাঙালী♥️
Nice lyrics! Valo thkuk darjeeling er sobai ❤
Your songs never gets old ... time passes by...❤️
❤❤❤❤❤
কি ভালো লাগলো।
Darun ..
আহা
সেই অসাধারণ মায়া সুর..
কাঞ্চনজঙ্ঘা র স্মৃতি কে এক্সটেন্ড করবে এই কাজ।
ধন্যবাদ অঞ্জন বাবু। ভালো থাকুন।
Oshadharon sir ❤
Oshadharon
এতততততত সুন্দর 💚💚
Ektu age... Facebook a porchilam... Ar unexpectedly eta elo Gift hisebe
হ্যাঁ কেনো delete করেছিলেন যদি জানেন একটু জানান না please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ur soul is still in Darjeeling...
Excellent Anjan Da
অনেকদিন আগে শোনা আর বহুবার।
খুব ভালো লাগল😄😄😄🌹🌹🌹
Another song, another story .... ❤️❤️❤️
Bacha galo,,,,,finally pawa gache ferot
আপনার সাথে দার্জিলিং এর সম্পর্কটাকে আবার একবার ঝালিয়ে নিলাম স্যার, ভালো থাকবেন।
darun!!!! rajniti dermuhe moto jobab
পাহাড় থেকে লিখছি। ইচ্ছে ছিল চিঠি লিখবো, অনেক কিছুর মতো এটাও হলো না। এই যে আপনি আমাদের ছোটবেলা থেকে শহরকে দেখতে শিখিয়েছেন, কি বলবো। আপনি কি কমেন্ট পড়েন? আপনার কি মনে পড়ছে আমার বাড়ি যাওয়ার জন্য আপনাকে ফোন করেছিলাম। না মনে পড়লে এইবার আপনাকে এসে নিয়ে যাবো। যে।স্বপ্ন আপনার হাত ধরে বড় হয়েছে কলকাতার ছেলে মেয়ে গুলোর, তার ভাগ দিতে এসেছি।
Apnar gaaner golpo gulo etota sotti kikore hoy ? ❤️
BOSS 🇧🇩🇧🇩 LOVE YOU ❤️😍
Amar bondhur naam o Vikash Tamang... o darun gaan gai, guitar o bajai...
🇧🇩 থেকে কে কে শুনছি আমরা?
শুনছি
🖐🖐
th-cam.com/channels/dVC_atDNGHLNbY9VcP7Y-Q.html
Kano??
ওটা ভারত হয়ে যাবে কিছুদিন পর৷
friends forever.......💕
আবারও পাগল হলাম - আবারও ভালোবাসলাম দাদা আপনাকে।
ফিরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ...
Ufff!!!
একে তো বিকাশের অস্তিত্ব যেন তৈরি হল আমার মাঝে...সাব ক্যয়সে হো মনে হচ্ছে বহুকালের চেনা আওয়াজ...আমিই যেন ছিলাম বিকাশের সাথে🖤......
আর গানের লাইনটাই অঞ্জন দা কেও বলা যায়...
তোমার মতো...
এইভাবে কেউ বলে না
জীবনের কথাগুলো আর🖤.........
much loved voice!!!! 💐
Ami shopno theke bolci,Sokal na hok....
Agerta delete kore abar re-upload keno?
Jai hok, "Chalo berie pori Anjan" show ta ekta oti priyo television program chhilo amader. Maa r Ami dekhtam.
Shurur gaan ta aj o mone lege achhe..
"Berate chae pran, Berate chae mon
Hatchhani dae abar Kanchan
Dakchhe pahar, Dakchhe jongol
Cholo berie pori Anjan"
Onek purono smriti, r sei chena mukh Bikash ke eksathe peye bhalo lagchhe. :)
এবার একটা পার্ক স্ট্রিট হয়ে যাক।
Great song ❤❤
Mon chuye jaoa gaan
খুব সুন্দর।
Today we met Mr. Bikash at Dilaram
Mr. Bikash is a wonderful person...his smile can melt anyone
অনবদ্য ❤️
Osadharon
Besh govir...
Loveliest