না ভাইয়া ব্যাংক জব পরিক্ষাতে বিজ্ঞান কখনোই ছিল না এনালেটিক্যাল এবিলিটি আগে ছিল কিন্তু বর্তমানে নেই। ইংরেজি, ম্যাথ, বাংলা, সাধারণ জ্ঞান এবং আইসিটি এই ৫টি বিষয়ের উপরে পরিক্ষা হয়ে থাকে।
এনালিটিক্যাল এবিলিটি এখন সরকারি ব্যাংক এক্সাম গুলোতে আসতে দেখা যায়না। তবে কিছু বেসরকারি ব্যাংক এর পরীক্ষায় আসে। আর বিজ্ঞান এর আলাদা অংশ না থাকলেও জিকে তে যে বিষয়বস্তুগুলো থেকে প্রশ্ন হয় তার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি ক্লাসে এটি আলোচনা করেছি। ধন্যবাদ
Vai book suggests korle onk help hoito.
না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখুন বই সাজেশ করা হয়েছে।
স্যার খুব সুন্দর আলোচনা
Thank You
Sir bank related onk kisu janlam.....❤
Thank you for understanding
স্যার, খুব উপকৃত হলাম এরকম ক্লাস আরো চাই।।
একটা প্রশ্ন, ব্যাংক এক্সামে সা. বিজ্ঞান বা মেন্টাল এবিলিটি থেকে প্রশ্ন হয় না??
না ভাইয়া ব্যাংক জব পরিক্ষাতে বিজ্ঞান কখনোই ছিল না এনালেটিক্যাল এবিলিটি আগে ছিল কিন্তু বর্তমানে নেই।
ইংরেজি, ম্যাথ, বাংলা, সাধারণ জ্ঞান এবং আইসিটি এই ৫টি বিষয়ের উপরে পরিক্ষা হয়ে থাকে।
এনালিটিক্যাল এবিলিটি এখন সরকারি ব্যাংক এক্সাম গুলোতে আসতে দেখা যায়না। তবে কিছু বেসরকারি ব্যাংক এর পরীক্ষায় আসে।
আর বিজ্ঞান এর আলাদা অংশ না থাকলেও জিকে তে যে বিষয়বস্তুগুলো থেকে প্রশ্ন হয় তার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ অংশ।
আমি ক্লাসে এটি আলোচনা করেছি।
ধন্যবাদ
Preliminary and written exam math a calculator use kora jai?
😍
Thank You
Alal's computer hours
Thank you
Vai apni boss 😂 apni real face gula tula dorasen
Thank you for understanding
ব্যাংকে নিবন্ধনের মতো নির্দিষ্ট পাস মার্ক নাই? জানাবেন স্যার এটা? বা সম্ভব্য কত পেলে রাখে ওরা?
ক্লাসে কাট-মার্ক অংশে এটি আলোচনা করা হয়েছে।
পুরো ক্লাস টি না টেনে দেখুন
Bank examination ki bagla version question hoi naki English version e hoi???
English version e hoi.
only Bangla subject Bangla version e hoi
আসসালামুয়ালাইকুম। এই সার্কুলারের এমসিকিউ পরীক্ষা কত মাস পরে হতে পারে? সামনে আমার মাস্টার্স পরীক্ষা সেজন্য জিজ্ঞেস করলাম
খুব দ্রুত হলেও জুন-জুলাই