একাকিত্ব কাটাবে কীভাবে ? How to overcome Loneliness ? Gourab Tapadar Motivational Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 564

  • @GourabTapadar
    @GourabTapadar  ปีที่แล้ว +30

    🔗-adda247.app.link/Lj1EyZqFazb
    👆 Prepare for Bengal Exams with Adda247 App 📲
    👉 Use my Code 'GOT17" for special discount

    • @NRFP
      @NRFP ปีที่แล้ว +4

      15 থেকে ২৬ বয়স পর্যন্ত একাকীত্ব অনুভব করছি..যা মানষিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে..এ নিয়ে দয়া করে একটা ভিডিও বানান দাদা
      Reply please admin

    • @Abdul_Alim77
      @Abdul_Alim77 ปีที่แล้ว

      এই ধরনের ভিডিও বেশি ভালো। এই ধরনের ভিডিও আরো বেশি বেশি আপলোড করবেন।

    • @mayabi09
      @mayabi09 ปีที่แล้ว

      Session ki kore nebo dada ..
      Pls bolo ..khub depressed 🫥
      Ami Tollygunj thaki ...

  • @soumadeepkarmakar7894
    @soumadeepkarmakar7894 ปีที่แล้ว +100

    একটা সময় নিজেকে একা মনে হতো কাউকে বলার মতো মানুষ খুঁজে পেতাম না, তারপর কলেজ লাইফটাও শেষ হলো বন্ধুদের সাথেও যোগাযোগ কমতে শুরু করল... খুব একা মনে হতো নিজেকে যাকেই ভালো লাগতো পরে দেখতাম সেই আবার অন্যকারো,আরো খারাপ লাগত ... অবশেষে নিজেকে ভালোবাসতে শুরু করলাম নিজের negetive দিকগুলো দেখতে দেখতে একাকিত্ব এখন খুব আপন, ভালোবাসি নিজের পরিবারকে, ভালোবাসি নিজের কাজ, ভালোবাসি নিজের স্বপ্নকে... এখন দিনশেষে খারাপ লাগে না, দিনশেষে ঘুমিয়ে পড়ি, পরদিন আবার নতুন উদ্যমে কাজ.... একাকিত্ব এখন খুবই আপন... 😊😊😊

    • @chandanbarik7951
      @chandanbarik7951 ปีที่แล้ว +8

      Sotti dada tomar comment ta valo kore porlam..... Khub valo laglo.... Sotti bolte.... Ei rakam o vaba Jay kono din vabte o parini kotha gulor modhye akta alada level er vab ache👌
      Ei rakam comment korar jonno dhonno bad.
      dada valo thakbe 👍.

    • @soumadeepkarmakar7894
      @soumadeepkarmakar7894 ปีที่แล้ว +5

      @@chandanbarik7951 thank you so much ❤️❤️❤️

    • @un4273
      @un4273 ปีที่แล้ว +2

      Same to you.Akakitto dur kore jokoni kawke valobesheci porokononoi dekeci se amk stti kokono valoibashe ni.ak rash kostoi sdu diye gse.tae sob fele aka takae sike gsi.Alhamdulillah akakittotak akn onk enjoy kori

    • @SubhojitBodhakSubho
      @SubhojitBodhakSubho 9 หลายเดือนก่อน +2

      আমি আমার জীবনে একা

    • @bonydutta-1357
      @bonydutta-1357 9 หลายเดือนก่อน

      Tomar golpo ta onek ta amar moton.......

  • @arisk2992
    @arisk2992 ปีที่แล้ว +116

    পুরোনো গৌরবদা কে আজ খুঁছে পেলাম ❤️ একরাশ ভালোবাসা😊

  • @bibeksardar7905
    @bibeksardar7905 ปีที่แล้ว +91

    একাকিত্ব কি সত্যিই কাটানোর প্রয়োজন?? একাকিত্ব ভীষণ সুন্দর.. শুধু একাকিত্বটাকে উপভোগ করতে জানতে হয়। ❤️

    • @ALONEBoY-x2r1l
      @ALONEBoY-x2r1l ปีที่แล้ว +1

    • @nazmulisthw
      @nazmulisthw ปีที่แล้ว +2

      একাকীত্ব উপভোগ করার বিষয় নয়।

    • @oythreechowdhury2260
      @oythreechowdhury2260 ปีที่แล้ว +1

      Right,tacharaw eka thakle brain k right way te kaje lagano jai🎉

    • @vlogzwithkalyan5504
      @vlogzwithkalyan5504 ปีที่แล้ว

      Kivabe...

    • @MaishaFairuj
      @MaishaFairuj 10 หลายเดือนก่อน

      Asoleiii❤

  • @jorejaoapata2278
    @jorejaoapata2278 ปีที่แล้ว +53

    একাকিত্ব জীবন অনেক সুন্দর না কোনো জামেলা না কোনো fake friend আসলে জীবনে fake friends ,fake love থাকার থেকে একাকীত্বের পথ বেছে নেওয়া শ্রেয় ❤

  • @MomentsTV__
    @MomentsTV__ ปีที่แล้ว +64

    এ জগতে কেউ কারোর না, একা এসেছি একাই যাবো তো একা থাকতে কি সমস্যা আমি একাই একশো। বাবা মহাদেব বাবা বাজরাংবালি সর্বদা আমার সাথে আছে 💪🏻🕉️🚩

  • @preronadhar7763
    @preronadhar7763 ปีที่แล้ว +23

    প্রত্যেকটা সময় মনে হয় নিজেকে শেষ করে দি ।পারি না।কাউকে মনের কথা বলে কষ্ট গুলো দুর করব তাও পারি না।ভিতরে ভিতরে একেবারেই শেষ করে দিচ্ছে এই একাকীত্ব টা

    • @ItsmeShatarupa
      @ItsmeShatarupa ปีที่แล้ว

      Heyyyyy will you be my friend ❣️

    • @biku1677
      @biku1677 ปีที่แล้ว

      Nijek ses krleo sob ses hbe na... struggle tai jibon...ei vabei amader cholte hbe bondhu...হাল ছেড়ো না বন্ধু,বরং কণ্ঠ ছাড়ো জোরে
      দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে

    • @ashiqur99
      @ashiqur99 10 หลายเดือนก่อน

      Same😢

  • @199Jasprit
    @199Jasprit ปีที่แล้ว +13

    সত্যিই একাকীত্ব জীবনের বড় একটা যুদ্ধ 😐

  • @mrigankya
    @mrigankya ปีที่แล้ว +30

    একাকিত্ব ভীষণ সুন্দর.. শুধু একাকিত্বটাকে উপভোগ করতে জানতে হয়।💟✨

  • @mst.nadirahgayen2938
    @mst.nadirahgayen2938 7 หลายเดือนก่อน +3

    নিজেকে খুব একা মনে হচ্ছে..অনেক লো ফীল হচ্ছে.. চোখ থেকে আপনাআপনি জল গড়িয়ে পড়ছে..গৌরব দার ভিডিও দেখে অনেক টা শান্তি পেলাম..সাথে কমেন্ট বক্স দেখে রিয়েলিটি টা কিছুটা বেশি ফীল করতে পারছি , কমেন্ট করা মানুষ গুলোর সাথে নিজেকে রিলেট করে এখন হালকা লাগছে অনেক❤

    • @Pre_Monk
      @Pre_Monk 2 หลายเดือนก่อน

      নিজেকে সামলাও।❤

  • @ishitamondal1390
    @ishitamondal1390 ปีที่แล้ว +7

    কারো কাছ থেকেই কিছু আশা না করাই ভালো।যার জন্য যতই করো কোন লাভ নেই। তাই কর্তব্য টুকু করে একা থাকাই ভালো। খুব ভালো লাগলো গৌরব দা। ভালো থাকবেন ❤

  • @pritamajana5685
    @pritamajana5685 ปีที่แล้ว +48

    সত্যিই আমরা এত ই স্বার্থপর যে নিজের ভালো থাকার জন্যে মানুষ খুঁজি তা সে বন্ধুত্ত্ব হোক কিংবা ভালোবাসা ! এটা ঠিক নয় বুঝতে পারলাম আর একা থেকে ই ভালো থাকার চেষ্টা করছি আর করবো ও !!❤️☺️

  • @subhajitbanerjee4633
    @subhajitbanerjee4633 ปีที่แล้ว +10

    -°•° মানুষ কখনো একা থাকতে পারে না।। কারণ মানুষের কল্পনাই হলেও কেউ একজন থাকে।। ❤‍🩹🌻⚡💫

    • @Alhamdulilah570
      @Alhamdulilah570 8 หลายเดือนก่อน

      Kolponatao nijeke niye krte hbe

  • @meghkundu3394
    @meghkundu3394 ปีที่แล้ว +7

    শিশু মনের পবিত্রতা যখন অভিজ্ঞতার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে বড় হতে থাকে তখন একটা সময় পর মানুষ তার জীবনের পাওয়া না পাওয়ার হিসেব করতে করতে নিজেকে মনের এক কোণে বন্দি করে দেয়। এবং সেই একাকীত্ব এর মধ্যেই মুক্তির সুখ খুঁজতে থাকে । আজকের video টা সত্যিই তোমার গলার আওয়াজ এ মনকে নাড়া দিয়ে গেল ধন্যবাদ আপনাকে ❤️❤️❤️

  • @NRFP
    @NRFP ปีที่แล้ว +14

    15 থেকে ২৬ বয়স পর্যন্ত একাকীত্ব অনুভব করছি..যা মানষিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে..এ নিয়ে দয়া করে একটা ভিডিও বানান দাদা

  • @meherab_Vai111
    @meherab_Vai111 ปีที่แล้ว +1

    সত্যি দাদা একাকিত্ব মধ্যে সুখ ও আছে কষ্ট আছে সবটা নিজের উপর ইচ্ছে।

  • @basudeb1998
    @basudeb1998 ปีที่แล้ว +9

    খুব সুন্দর কথাগুলো দাদা মন ছুঁয়ে গেলো আর প্রতিটা কথাগুলো বাস্তভিত্তিক দাদা❤❤❤
    অনেক অনেক ভালোবাসা দাদা
    অনেকটা রেলাক্স ফিল করলাম 🥺😌☺️☺️

  • @rishovghosh6673
    @rishovghosh6673 ปีที่แล้ว +4

    একাকিত্ব উপভোগ করা যায়,কিন্তু সেটা বেশিক্ষণ না।।একাকিত্ব দিনের পর দিন , ঘণ্টার পর ঘণ্টা, চলতে থাকলে সেটা মানুষ কে অনেক গুমরে দেয়,খুশি থাকতে গেলে কারোর প্রয়জন নেই,একাই বাঁচা যায়,একাই ঘোরা যায়,এসব সত্যিই জ্ঞানের কথা।।প্রত্যেকটা মানুষ চায় তার সাথে কথা বলার,ভালোবাসার কোনো সঙ্গী হক,বলছিনা সেটা শুধু gf হতে হবে,যে কেও হতে পারে,কিন্তু থাকাটা খুব জরুরী।।যাদের আছে তারাই এসব জ্ঞান দেয় বেশি একা থাকো,একা মজা করো....কিন্তু যাদের নেই তারা feel করে it hurts

  • @pujamondal3500
    @pujamondal3500 ปีที่แล้ว +14

    সত্যিই আজকের topic টা just হৃদয় ছুঁয়ে গেলো ,মানে সত্যিই কথা গুলোর মধ্যে নিজেকে যেনো পুরোপুরিভাবে খুঁজে পেলাম 😌😌😌😌

    • @biku1677
      @biku1677 ปีที่แล้ว

      Akdom 😢

  • @rumi21404
    @rumi21404 ปีที่แล้ว +15

    Solitude is the best thing ❤️

  • @nupursantra
    @nupursantra ปีที่แล้ว +14

    একাকীত্ব কে উপভোগ করতে জানলে..একাকীত্বও অনেক সুন্দর....😌😌

    • @ChirontorSaha
      @ChirontorSaha ปีที่แล้ว

      দিদি তুমি একদম ঠিক কথা বলেছেন

  • @SarajitSarajit-ie7qi
    @SarajitSarajit-ie7qi ปีที่แล้ว +1

    ব্যস্ত শহর যেমন আছে তেমনি থাকবে বদলে যাবে কিছু স্মৃতি 🙂আমাদের আবার দেখা হবে কোন এক স্বপ্নের শহরে🖤

  • @chlorophyllghosh9350
    @chlorophyllghosh9350 ปีที่แล้ว

    একাকীত্ব ভালোবাসার সব চেয়ে বড় কারন আর আরো অনেক ভালোবাসার তাগিদ দেয়।। আমার কাছে এটা একটা বিরল শক্তি।

  • @emanhaque6788
    @emanhaque6788 ปีที่แล้ว +1

    অনেকদিন পরে গৌরব দার এমন একটা ভিডিও দেখে মন খুব ভালো হয়ে গেলো।
    মনে পড়ে গেলো পুরনো দিনের কথা প্রত্যেক শনিবার বিকাল 4:30 তে নতুন ভিডিও আসার কথা।

  • @diyahazra39
    @diyahazra39 ปีที่แล้ว +2

    তোমার কথা গুলো শুনে বুঝলাম, আমি বাকি দের থেকে আলাদা আমার চিন্তা ভাবনা ও আলাদা !.❤😊

  • @Mou4official
    @Mou4official 18 วันที่ผ่านมา

    একাকৃত্ব কখনো জীবন থেকে আনন্দো কারে না বরং একা কিভাবে আনন্দের সাথে জীবন কাটানো যায় সেটাই শেখাই❤

  • @souma321
    @souma321 ปีที่แล้ว +12

    একা থাকাই ভালো কারণ শেষে তুমি একাই মরবে তোমার প্রিয় মানুষ ও তোমার জন্য মরতে যাবে না 🙌

  • @skifraj8650
    @skifraj8650 ปีที่แล้ว +5

    সত্যি দাদা আমার মনের মতো topic এটা ।
    একাকীত্ব সবথেকে কঠিন । কেমন আছো দাদা ?
    একদিন দেখা করবো অবশ্যই আর আমার কিছু topic নিয়ে আলোচনা করবো ভালো থেকো ❣️❣️

    • @NRFP
      @NRFP ปีที่แล้ว +2

      same

  • @paramitaduary
    @paramitaduary ปีที่แล้ว +4

    জীবনে আত্মিক সম্পর্ক খুব কম মানুষের সাথেই হয়।

  • @shreyakarmakar1801
    @shreyakarmakar1801 ปีที่แล้ว

    একাকিত্ব এর থেকে বড় কঠিন আর কিছুই নেই।
    তুমি যেই কথা গুলো বললে ছোটো বেলা থেকে নিলে গেলো, কখন একা থাকতে থাকতে অভ্যেস এ পরিনত হয়ে গেলো বুঝতে পারলামনা।
    প্রথম প্রথম খুব কষ্ট হতো ভাবতাম আমার কেও নেই কেনো খুব কাঁদতাম বাকিদের দেখে , খুব কষ্ট পেতাম, মেশার চেষ্টা করলেও পারিনি। তারপর আজ এতটা সস্তি বোধ হয় এই একা থাকতে, হ্যাঁ overthinking হয় প্রচুর কিন্তু শান্তি অনেক এই একা থাকার মধ্যে ।❤

  • @abhijitmistry9409
    @abhijitmistry9409 ปีที่แล้ว +2

    একাকীত্ব জীবনের সেরা মুহূর্ত❤❤❤❤❤

  • @naimulhasan2993
    @naimulhasan2993 ปีที่แล้ว +21

    একটা সময় অনেক হাসি খুশি ছিলাম আমি, এখন একাকিত্ত সময়ের মাঝে কাটে আমার প্রতিটা মুহুত্ত,

  • @bongtechnature
    @bongtechnature ปีที่แล้ว

    খুব খাঁটি কথা বলেছেন। প্রতিটি কথাই অত্যন্ত নিষ্ঠুর সত্য।

  • @shibanidas5234
    @shibanidas5234 ปีที่แล้ว

    তোমার বলা কথাগুলো ভালো লাগল। কারণ আমি নিজেও এভাবেই ভাবি। এনজয় করি আমার একাকীত্ব কে...
    অবশ্য এভাবে ভেবেও মানুষের দ্বারা বিদ্বিষ্ট হয়ে মাঝখানে বেশ ভেঙ্গে পড়ে অনেক শারীরিক কষ্ট ভোগ করেছি। আমি এক ২৬ বছরের বিদেশে থাকা মেয়ের মা । যে নিজেও এখনো একা।

  • @jyotilifestyle2034
    @jyotilifestyle2034 ปีที่แล้ว +3

    দাদা আমি একা থাকতে ভালোবাসি । আর জীবনে যে মানুষের কাছে গেছি তাদের থেকে কষ্ট পেয়েছি । তাই এখন একা থাকতে খুব ভালোবাসি । আর আমি একা থাকলে খুব ভালো থাকি আর খুব Enjoy করি । একা থালে সব থেকে খুশি থাকি ।

    • @ChirontorSaha
      @ChirontorSaha ปีที่แล้ว +2

      দিদি তুমি একদম ঠিক কথা বলেছেন

  • @dipankarsantra9744
    @dipankarsantra9744 2 หลายเดือนก่อน

    "কারো মিথ্যা ভালোবাসার নাটকের গল্পে হ‌ওয়ার থেকে
    একা থাকা অনেক ভালো 😊❤

  • @srimantamondal4878
    @srimantamondal4878 ปีที่แล้ว

    অনেক দিন পর তোমার মুখে এত সুন্দর কথা শুনে সত্যি ভালো লাগছে আরো এই রকম সুন্দর সুন্দর কথা বলতে থাকো আমি শুনছি তোমার কথা আমি ও একা কিত্ত জীবন কাটা ছি কিন্তু একা কিত্ব জীবন আমায় একদম ভালো লাগে না মন টা বলে কেউ যদি থাকতো যার সাথে একটু কথা বলতে পারতাম।। কিন্তূ সেই রকম আমার কেউ নেই

  • @imavijitdey
    @imavijitdey ปีที่แล้ว +1

    আমি না দাদা জীবনটাকে একটা সংগ্রাম মনে করি। আমি আমার বন্ধুদের, আমার থেকে ছোট কিন্তু আমার কাছে ওর দুঃখের কথা শোনায়, যে ওর প্রিয় মানুষটা ওকে কষ্ট দিয়ে চলে চলে গেছে, তখন ওদেরকেও এই কথাটাই বলি। হ্যাঁ তোমার মত হয়ত কাউকে এত্তো সুন্দর ভাবে মোটিভেট করতে পারিনা তবুও যখন কোনো বন্ধুদের একাকীত্বে ভুগতে দেখি তখন ওকে আমি এই কথাগুলোই আমার মত করে বলি। ইনফ্যাক্ট আজকেও একটা বন্ধুকে এই কথা গুলোই বললাম তারপরই তোমার এই বিষয়টি নিয়ে ভিডিও দেখে নিজেও কিছুটা অনুপ্রাণিত হলাম। আর তোমার এই ভিডিও টা ওকে শেয়ার করার পর কমেন্টটা করলাম। ❤❤
    আর তোমার কন্ঠটা আমার খুব ভালো লাগে। কানে হেডফোন লাগিয়ে তোমার কোনো ভিডিও দেখতে থাকলে তোমার কন্ঠ শুনে সারাদিনের অনেক দূষণ মূলক শব্দের থেকে কানটা ক্ষনিকের জন্য ক্লান্তি মুক্ত হয়। ভালোবাসা নিও দাদা তোমার এই ছোট ভাইয়ের থেকে। ❤❤❤❤❤

  • @mdmasudpervesrana5464
    @mdmasudpervesrana5464 ปีที่แล้ว +1

    এই গৌরবদা কেই সবাই চাই পুরোনোদিনের সেই গৌরবদা👌

  • @arpitamondal5647
    @arpitamondal5647 ปีที่แล้ว

    Ondhokar bedroom,Kane headphones r Gourab dar ay motivational speech.....uff osadharon 😌😌

  • @poulamikandar8459
    @poulamikandar8459 ปีที่แล้ว +1

    Akta somy jibone prochur bondhu chilo jibone onek anondo chilo...akhon pray 4 years dhore ami vison aka...tobe ami eta vison vabe enjoy kori...aka thakar modhye akta alada madokota ache❤️❤️

  • @SukhenduKuilya-ir5lk
    @SukhenduKuilya-ir5lk ปีที่แล้ว

    আজকের টপিক টা মন ছূ৺য়ে গেলো। সত্যি আমি এই সমস্যা টা এখনও পার করছি আগে এসব কিছুই মনে হতো না। আমি একজন কে মন থেকে ভীষণ ভালোবেসে ফেলে ছিলাম সেই আগে এসেছিল আমার জীবনে ওই শিখিয়ে ছিল ভালোবাসা আবার ওই একা করে আমায় চলে গেছে এখনি অনুভব করছি একাকিত্ব😢💔

  • @shan98-z3o
    @shan98-z3o ปีที่แล้ว

    জীবনের অনেক সময় অনেক কে দিয়া ফেলেছি।।।। এক্ষণ একাকিত্ত টাই খুব ভালো লাগে।।।।কাউকে আর akhon বিশ্বাস করতে পারিনা।।।যাকেই বিশ্বাস করেছি সেই ঠকিয়া ছে।।।একা এসেছি একাই চলে যাব।।।তাই একা থাকাই ভালো।।❤❤❤

  • @kovitas2173
    @kovitas2173 ปีที่แล้ว +3

    দাদা জীবনে এরকম কথা প্রথম বার শুনলাম আপনার মুখে দাদা একা থাকা যে কত আনন্দের অনেকে বোঝেনা তাই অনেক রকমের কথা বলে ভালো থাকবেন ❤🙏

  • @subhanaskar7374
    @subhanaskar7374 ปีที่แล้ว

    দাদা আজকে তোমার যত গুলো কথা শুনলাম আমার জীবনের সাতে সব মিলে গেছে সতি তোমার কথা গুলো সব বাস্তব অনেক পুরানো কথা মনে পড়ে যাচ্ছে

  • @pritamajana5685
    @pritamajana5685 ปีที่แล้ว +4

    দাদাভাই সত্যিই মনের অনেক না বলা কথাগুলো মিলে গেলো , আসলে কথা সোনার মতো কেউ নেই!🙁 তোমার বলা school r college life এর সব কথা তেই নিজের সাথে relate করতে পারছি ।। যতই ভাবি সব ঠিক আছে ,ঠিক হবে তাতে কিছুক্ষণের জন্য মন ভালো হয়ে গেলে ও long time থাকে না ।🙂😔
    আর সাধারণ kichu niye o khub besi vabi !😔 অনেক ধন্যবাদ দাদাভাই কথা গুলো খুব ভালো লাগলো life e apply korbo 😊 . Ei topic niye r akta 2 to vdo hole valo hoto, & overthinking er bisoy ta niye o Please 🙂❤️

    • @ChirontorSaha
      @ChirontorSaha ปีที่แล้ว +2

      দিদি তুমি একদম ঠিক কথা বলেছেন

  • @skifraj8650
    @skifraj8650 ปีที่แล้ว +8

    আমিও একটা topic নিয়ে আলোচনা করতে চাই ।
    এখনকার generation এর মানুষদের ব্যবহার নিয়ে ।

  • @MdMilon-t9d
    @MdMilon-t9d 11 หลายเดือนก่อน

    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি,
    আমি আপনার একজন পুরাতন সাবস্ক্রাইবার এবং আপনার ভিডিও প্রতিনিয়তই দেখি,
    আপনার ভিডিও অসাধারণ তুলনা হয়না যে ভিডিও

  • @neharay1382
    @neharay1382 ปีที่แล้ว

    আমরা সবাই একা, সেই তো আজকে যার সাথে এতো মিল, কোনো না কোনো কারনে সেই মানুষটা আজই খুব ব্যাস্ত। তোমার কাছে সময় আছে সব কথা শোনানোর জন্য কিন্তু তার কাছে নেই। আসলে এই emotion এমন ই একটা জিনিস যেখানে কোনোদিন আমরা ঠিক mathamatics মতো calculate করে বলতে পারবো না কোনটা ঠিক, কোনটা ভুল। যেখানে কোনো না কোনো কারনেই এই একাকিত্বের সম্মুখীন হতে হবে, তাহলে কেনো আমরা শিখবো না, একাকিত্বের মাধ্যমে বেচে থাকার উপায়।❤️

    • @biku1677
      @biku1677 ปีที่แล้ว

      Sarajibon tai struggle krte hbe..atai amader jibon😢

  • @ArghyaEditzX
    @ArghyaEditzX ปีที่แล้ว +7

    অনেক দিন পর আবার মোটিভেশন ভিডিও পেয়ে খুশি হলাম ❤

  • @LovelyMondal-vh4vm
    @LovelyMondal-vh4vm ปีที่แล้ว +3

    সত্ত্যি বাস্তব কথা ❤😌

  • @ankitadebnath6714
    @ankitadebnath6714 ปีที่แล้ว +2

    Ai somoi video ta khub dorkar chilo❤❤Khub sundor chilo kthagloo🥰

  • @pabitrakapri845
    @pabitrakapri845 ปีที่แล้ว

    নিজেকে নিজের বন্ধু বানানো সবচেয়ে ভালো!!😊

  • @jahanarakhatun5628
    @jahanarakhatun5628 ปีที่แล้ว

    আমিও একা থাকি । আমার মনে হয় - আমার আমি ভীষণ দামী ।

  • @ahannasarkar5807
    @ahannasarkar5807 ปีที่แล้ว

    Vison low feel korchilam majh raat e ... tokhon tomar ei video ta samne elo....valolaglo khub sune❤thanks

  • @djvai2088
    @djvai2088 ปีที่แล้ว +18

    Old gourab da is back 🌸❣️

  • @abhishekmondal6542
    @abhishekmondal6542 ปีที่แล้ว +1

    দাদা আমি যতবার কোনো ভালো বন্ধু পেয়েছি তাকে হারিয়েছি এমন কি আমার, খুব কাছের মানুষ ভালো বন্ধু+ভালোবাসার মানুষ তাকেও আজ হারালাম । আজ আবার খুব একলা হয়ে গেছি । এ জন্মে নিজের প্রিয়মানুষ গুলোকে আর কাছে পেলাম না । দাদা তোমার ভিডিও গুলো অনেক ভালো লাগে। অনেক সব কিছু শেষ মনে হয় তখন তোমার ভিডিও অনেক আশা দেয় । ভালো থেকো দাদা ❤❤❤

  • @sutapabarik4344
    @sutapabarik4344 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ স্যার কথাগুলো শুনে ভালো লাগলো কিন্তু আমি যেই একাকীত্ব মধ্যে দিয়ে যাচ্ছি সেটা থেকে বেরোতে পরছি না। আপনার ভিডিও দেখে কিছুটা উপায় পেয়েছি ।তার জন্য অসংখ্য ধন্যবাদ ।

  • @Its_ani_21
    @Its_ani_21 ปีที่แล้ว +7

    খুব দরকার ছিল দাদা এই প্রশ্নের উত্তর।
    ভালোবাসা নিও দাদা ❤️

  • @bhaswatimondal5604
    @bhaswatimondal5604 ปีที่แล้ว +1

    Proti ta kotha, proti ta shobdho sothik... puro video tai relate korte parlam

  • @rahulpatra08
    @rahulpatra08 10 หลายเดือนก่อน

    দাদা শনিবার বিকেলে ৪:৩০ এ সেই অপেক্ষায় থাকা আর এই রকম একটা ভিডিও পাওয়ার আনন্দটাই আলাদা ছিলো ❤

  • @subhankarmondal5942
    @subhankarmondal5942 ปีที่แล้ว +3

    আমি নিজেই কেন over thinking থেকে move on করতে পারিনা?? তোমাদের মত motivational speaker এর দরকার কেন পড়ে আমার!!!!!!

  • @malachakraborty5890
    @malachakraborty5890 ปีที่แล้ว +1

    সত্যিই মনের কথা তোমার ভিডিও দেখলে মনে খুব জোর পাই আর মনটা ভালো হয়ে যায় 🌹🌹

  • @ArunimaDatta10
    @ArunimaDatta10 ปีที่แล้ว +5

    অসাধরন গৌরব ভাই কি সুন্দর বললে তুমি পুরো আমার মনের কথাগুলো তোমার মুখে তোমার ভাষায় প্রকাশ পেলো। খুব ভাল লাগলো। সত্যিই তো আমরা সবাই সমাজে থেকেও শত কাজের মাঝখানে থেকেও দিনের শেষে কোথাও না কোথাও আমরা প্রত্যেকেই একা। যে ae একাকীত্বের সঙ্গে অভ্যস্ত হয়ে যেতে পারবে শেষ পর্যন্ত সে সবথকে সুখী। দারুন বলেছ

    • @biku1677
      @biku1677 ปีที่แล้ว

      সবকিছুকে মেনে নিলেই, সবকিছু ঠিক হয়ে যাবে জীবন এ 😢 কিন্তু আমরা সেটাই করতে পারি না, আমারও রক্তমাংসে গড়া মানুষ😢

  • @momisarkar5350
    @momisarkar5350 ปีที่แล้ว

    Kotha golo ekdom sotti 😊

  • @taraksen4553
    @taraksen4553 ปีที่แล้ว +1

    একাকীত্ব একটা অনুভূতি---যে মনকে সঠিক ভাবে পরিচালিত করতে পারে --- তার কাছে কোন সমস্যা নেই । মনকে ইতিবাচক ভাবনা ও কাজে কেউ ডুবিয়ে রাখলে----মানসিক ভাবে কেউ খারাপ থাকে না ।

  • @b2bfilms415
    @b2bfilms415 ปีที่แล้ว +1

    একাকিত্ব জিনিষটা যে কি সেটা এখন বুজতে পারছি
    3 মাস হতে চল্লো কাছের মানুষটি ছেড়ে চলে গেছে তাকে যে অনেকটা ভালোবাসি আমি সেটা সে বুঝতে পারলো না এখন সে আমার থেকে মুক্তি চায় 😔
    আমার থেকে দূরে যেতে চায় কিছু না বলেই হটাৎ কথা বলা বন্ধ করে দিলো তারপর সে ছেড়ে দিলো আমাকে
    সে বলতো আমাকে অনেক ভালোবাসে কিন্তু সব কিছু হয়তো মিথ্যে ছিল
    যাই হোক তাকে এখনো ভালোবাসি
    যতই একাকীত্ব ঘিরে থাকুক তবুও তাকেই ভালোবেসে যাবো😔

  • @tajmulhossain6404
    @tajmulhossain6404 ปีที่แล้ว

    গৌরব দা কে প্রায় অনেক দিন ধরেই আনসাবস্ক্রাইব করে রেখেছিলাম। কিন্তু আজকে আবারও পুরনো দিনের কথা মনে পড়ে গেল তাই আবার ও সাবস্ক্রাইব করে নিলাম 😊❤🎉।

  • @AlponaAfrin-c8y
    @AlponaAfrin-c8y ปีที่แล้ว

    সত্যি ভাইয়া একা কিত্ত এত কষ্ট দেই বলে বুজাতে পারবনা,,,,,,, খুব কষ্ট হয় কান্না আসে,,,,,, হাজার মানুষ এর মাঝে থাকলেও মনে হয় আমার পাশে কেউ নাই 😔😔😔😔

  • @utshobutshob2456
    @utshobutshob2456 9 หลายเดือนก่อน

    অনেকাংশেই জীবনের সাথে মিলে গেল ভাই কথাগুলো ❤️💥

  • @prasenjitdas8201
    @prasenjitdas8201 ปีที่แล้ว

    Purono sei Gourab Tapadar channel ta khuje pelm..❤️😌

  • @itsanu4537
    @itsanu4537 ปีที่แล้ว

    Ekdom moner kotha bolle dada.tobe from few months back i already started enjoying my loneliness 😊😊

  • @avirajdey4308
    @avirajdey4308 ปีที่แล้ว

    প্রত্যেকটা কথা মন ছুয়ে গেল ❤

  • @biswajitpatra9852
    @biswajitpatra9852 ปีที่แล้ว

    Kotha gulo just suney mon ta onk halka hoya galo 😌☺️

  • @mdgolamrabbane9074
    @mdgolamrabbane9074 ปีที่แล้ว +1

    একদম মনের কথাগুলো বলছো ভাই,,, ❤️❤️❤️❤️👍👍👍👍🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @krishanudey1426
    @krishanudey1426 ปีที่แล้ว

    খুব ভাল লাগল দাদা। একদম আমার সামনে একটা আয়না দেখছি মনে হলো। ঠিক এই রকম ভাবেই আমি একা হয়ে যাই। অনেকটা inspiration পেলাম। ধন্যবাদ 🙂🙏

  • @DurjoyPanday-r3s
    @DurjoyPanday-r3s ปีที่แล้ว

    আপনার কথার সাথে আমার জিবন মিলে যায়

  • @Rsahar
    @Rsahar ปีที่แล้ว +1

    Dada sotti tomake je ki bole donnobad janaboo ato valo kore kotha bolo tumii uffff sotti Mon taa onek valo hoye jayyy tomar kotha sunleeeee😇!!

  • @riponali8559
    @riponali8559 ปีที่แล้ว +5

    আপনার ভিডিও খুব ভালো লাগে আমি নিয়মিত দেখি 🥰🥰

  • @gitamahara7044
    @gitamahara7044 ปีที่แล้ว +1

    Tomar kono dosh nei tumi khub khub valo

  • @freebirds99
    @freebirds99 ปีที่แล้ว +2

    Ajker weather টা না ঠিক আমারই মতন, এত দিন যেমন বুকে পাথর নিয়ে কঠোর ভাবে চারিপাশে অসহ্য গরম আজকে আর পারলো না, সেই তো কঠিন মন টা অঝোরে ঝরছে চারিদিকে....বৃষ্টি হয়ে ☺️...

  • @brishtimondal490
    @brishtimondal490 ปีที่แล้ว

    দাদা সারাদিনে বন্ধু বান্ধবী সবাই থাকলে ও দিনের শেষে সেই একাই।

  • @SabbirHossain-h1i
    @SabbirHossain-h1i 10 หลายเดือนก่อน

    জীবনে অনেক অভিজ্ঞতার সিড়ি পেরিয়ে সর্বশেষ একাই ভালো আছি।

  • @arindamsarkar7976
    @arindamsarkar7976 ปีที่แล้ว

    Kintu dada ami akai valo a6i no love no depressed and happy my life thank you ato sundor kore video bananor jonno ❤❤❤❤❤

  • @SimaShortvideo486
    @SimaShortvideo486 ปีที่แล้ว

    সম্পূর্ণভাবেই আমার ছোটবেলায় এরকম কেটেছে 100% মিলে গেছে

  • @nehadeysarkar5606
    @nehadeysarkar5606 ปีที่แล้ว

    Ekdom dada ja bolecho sobi amder moner kotha😊😊

  • @manojit240
    @manojit240 ปีที่แล้ว +1

    Gourap da একটা সঠিক TH-cam চেনেল বানাব কি রকম করে and সেটা শুরু করব কি রকম করে , যদি একটা video বানাও তাহলে অনেক উপকার হয় দাদা , শুভ রাত্রি ।।

  • @madhumitachakraborty8548
    @madhumitachakraborty8548 ปีที่แล้ว

    আপনাকে অনেক ধন্যবাদ। এইরকম একটা অসাধারণ ভিডিও বানানোর জন্য। কিন্ত মাঝে মাঝে একা থাকতে খুব ভালো লাগে। আমার মনেহয় একা থাকলে নিজেকে অনেক বেশি জানা যায় মাঝে মাঝে নিজেকে সময় দিতে হয়। আর একটা কথা আরও মনে হয় একা থাকলেই একাকিতত কাটে। তাই একা থাকাটা খুব enjoy ই করি।

  • @Your_Sourav.
    @Your_Sourav. ปีที่แล้ว

    সব কথা আমার সাথে একদম মিলে গেছে দাদা 🥰🥰

  • @Raghu_Nath07
    @Raghu_Nath07 ปีที่แล้ว

    একরাশ ভালোবাসা ❤️🌸

  • @yourstudyguide4220
    @yourstudyguide4220 ปีที่แล้ว

    Onekdin por dadar thake ai dhoroner video palam jegulo amar fav❤

  • @kaliyanmandal8820
    @kaliyanmandal8820 ปีที่แล้ว

    Gourav tomar message bastober anubhuti . Thanks anek bhalo theko

  • @tanushreesahoomaity2327
    @tanushreesahoomaity2327 ปีที่แล้ว

    Tmr kotha gulo sotti mone choyar moto.... 😊❤

  • @mrose1565
    @mrose1565 ปีที่แล้ว

    এভাবেই থাকো, অন্য ভাবে চাইনা

  • @THECRAZYWORLD-j3z
    @THECRAZYWORLD-j3z ปีที่แล้ว

    একসাথে মিলেমিশে কাজ করলে সফলতা পাওয়া যায় ঠিকই কিন্তু, তারও অনেক সাইডএফেক্ট থাকতে পারে সেটাকে ব্যালেন্স করাটা কিছু কিছু ক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে পড়ে, ফাটা বাঁশের মধ্যে পড়ে গেলে তখন যেন মনে হয় কাজটা একা করলেই ভালো হতো, সমাজে পরক্রিয়া অনেকটা বৃদ্ধি পেয়েছে, আসলে একটা কথা কি জানো তো মানুষ কোন কিছুতেই সন্তুষ্ট না সব সময় মনে হয় কাজটা এইভাবে না করে ওই ভাবে করলে হয়তো ভালো হতো! দুনিয়াতে বিশ্বস্ত মানুষের খুব অভাব সবাইকে গিরগিটি মনে হয়, কিন্তু বিশ্বাস না করে ও আর উপায় কি! মহিলারা চাকরি করবে এর বিরুদ্ধে আমি ঠিকই তবে মাজের মধ্যে ভালো কোনো যায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা খুব ভালো।

  • @Subhajit1703
    @Subhajit1703 ปีที่แล้ว +1

    সত্যি দাদা কি বলব বুঝতে পারছি না,,,স্কুল জীবন আর কলেজ জীবনের গল্প টা একদম আমারই গল্প ,,,, একাকীত্ব টা মাঝে মাঝে মধুর মনে হলেও মাঝে মাঝে সেটা নেওয়া যায় না,,,এত কিছু চলতে থাকে না কি বলব,,,,,খুব খারাপ লাগে তখন এত বড় পৃথিবীতে আমি একা একদম একা সত্যি এই feelings টা বড্ড বাজে,,,, কি করব কোথায় যাব কিছু জানিনা,,,,,দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছি জানিনা কি হবে আমার 🙃😓😖😫

  • @sutapasarkar8374
    @sutapasarkar8374 ปีที่แล้ว

    Darun...amio khub enjoy kori ekakittya ...amr moner manush achey ...se amk khub bojhey ....seo amr eka thaka ta khub pochondo kore...onk onk sommossar sommokhin aj ami but majhey majhey eka thaka ta khub enjoy kori....

  • @dishabanerjee1050
    @dishabanerjee1050 ปีที่แล้ว

    Mon chuye gelo dada asadharan jeno mone hoche nijer jiboner kotha sunlam Thank you so much 🙏😊❤️

  • @ritamnandy4143
    @ritamnandy4143 ปีที่แล้ว +1

    স্যার আপনার ভিডিও মাধ্যমে অনেক কিছু শিখতে পারি 🙏❤️

  • @Riudutta
    @Riudutta ปีที่แล้ว +3

    Tomar video gulo onk help hoy😌