৯১ বছর পুরোনো পুকুর ঘাটে আজও লেখা আমার পূর্বপুরুষদের নাম 🇧🇩 | পূর্বপুরুষের ভিটা | বাংলাদেশ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • ১ অক্টোবর,২০২২ । আমার জীবনের সব থেকে স্বরনীয় দিন। যে দিনটা মনে থেকে যাবে মৃত্যু অবধি। শেষমেশ আমি, দিব্য দা, Fahim দা গিয়ে পৌছালাম সেই গৌরীপাশা গ্রামে। কিন্তু তখনও আমি কনফিউশানে ভুগছিলাম যে আদৌ কি ওটা ঠাকুরদার গ্রাম!
    ৩ জন ওই গ্রামে ঘুরছিলাম আর সবার কাছে জিজ্ঞেস করছিলাম “এমন কোন বাড়ি আছে, যে বাড়ির পুকুরে অনেক পুরোনো পাকা ঘাট আছে?”( আমি শুনেছিলাম যে ঠাকুরদার বাবা তার বাবা আর মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটা ঘাট বানিয়েছিলেন।) জিজ্ঞেস করতে করতে একসময় মনে হচ্ছিলো হয়ত পাবোই না খুঁজে। ঠিক সেই সময় একজন জেঠ্যু জানালেন যে ওরকম ঘাট আছে ওই গ্রামেই এবং উনি নিজেই সেই বাড়ি নিয়ে গেলেন আমাদের। 🥺 তারপর আর কি! সেখানে গিয়ে চোখে পরলো সেই পাকা ঘাট। দিব্য দা আর ফাহিম দা দুজনে ঘাটের গায়ে শ্যাওলা পরিস্কার করতেই দেখা পেলাম আমার ঠাকুরদার ঠাকুরদা ও ঠাকুরমার নাম আর ঘাট তৈরি করার সাল (১৯৩২) । তারিখ হিসেব করে দেখলাম ঘাটের বয়স প্রায় ৯১ বছর। 😌
    তখন চখের জল আটকে রাখাটা মুশকিল হয়ে পরছিলো। কি করবো বুঝে উঠতে পারছিলাম না৷ অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে ওই বাড়ির বর্তমান যারা থাকেন তাদের সঙ্গে কথা বললাম। তারা প্রথমে একটু এরিয়ে চলছিলেন কিন্তু পরে ওনাদের ব্যবহার ছিল পরিবারের মত। হাতে ভাজা খই, নারকেল, চিনি খেতে দিলেন, দুপুরে খাওয়ার জন্য অনেক জোর করলেন আর ওই জায়গা ঘুরে দেখার অনুমতিও দিলেন। ওই গ্রামে গিয়ে MD Rayhan Akon ভাইকে ম্যাসেজ করেছিলাম। সঙ্গে সঙ্গে ভাইও আমার সঙ্গে দেখা করতে চলে আসে।
    পুরো জায়গাটা ঘুরে দেখলাম, পুকুরের জল খেলাম তারপরও ওই জায়গা থেকে ফিরে আসতে ইচ্ছেই করছিলো না তখনকার অনুভূতি একমাত্র আমি উপলব্ধি করতে পারছিলাম।কি যে একটা কষ্ট বুকে চেপে বসেছিলো! যেখানে আমার পূর্বপুরুষদের ছোট থেকে বড় হয়ে ওঠা সেই জায়গা থেকে ফিরে আসতে ইচ্ছে হয় কি করে! অবশেষে ফিরতেই হল। ওই ভিটা আর ঠাকুরদাদের নেই যে।🥺 কিন্তু এবারের যাওয়াটা প্রথমবার হলেও বেঁচে থাকলে ওই ভিটায় আবারও যাবো বারবার যাবো....
    ফেরার আগে MD Rayhan Akon ভাই তাদের বাড়িতে আমাদেরকে নিয়ে গিয়ে এত কিছু খাওয়ালো যে পেটে এক গ্লাস জল খাওয়ার মতও জায়গা ছিলো না ।
    বাংলাদেশের মানুষজনের আতিথেয়তা আর ভালোবাসা আমি কোনদিন ভুলবো না। আমার ১০-১১ দিনের বাংলাদেশ সফরে একবারের জন্য মনে হয়নি আমি অন্য দেশে আছি,পরিবার থেকে দূরে আছি। ❤️
    ইন্ডিয়া থেকে বাংলাদেশ গিয়ে ঠাকুরদার ভিটা খুঁজে পাওয়া সম্ভবই হত না যদি না কিছু মানুষের সঙ্গে পরিচয় হত। দিব্য দা, ফাহিম দা, তমা, কাকিমা, রায়হান ভাই আর বরিশালের একটা ফেসবুক গ্রুপ। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এত বছর পর আমাকে আমার পূর্বপুরুষের ভিটাতে পৌছে দেওয়ার জন্য ❤️ 🙏
    -----------------------------------------------------
    Music From Free To Use Music
    Track: Miss You Back by Nettson & RedBird
    • Pop No Copyright Songs...
    -----------------------------------------------------
    💁‍♂️ TH-cam Handle - / @hellochandan
    👉 Instagram : ...
    👉 Facebook Page : www.facebook.c...
    🇧🇩 BANGLADESH VLOGS 🇧🇩
    1) India to Bangladesh - • 🇮🇳 India to Bangladesh...
    2) How Bangladeshi Treat Indians - • 🇧🇩 How Bangladeshi Tre...
    3) Bangladesh Railway - • Bangladesh Railway 🇧🇩 ...
    4) Most Craziest First Night At Khulna- • Most Craziest First Ni...
    5) Khulna To Barisal By BRTC - • 🇮🇳 Khulna To Barishal ...
    6) Bangladeshi Sim Card For Tourists - • Bangladeshi Sim Card F...
    7) Durgapuja Of Bangladesh -
    • বাংলাদেশের দুর্গাপূজা ...
    8) Barishal Mahashamshan - • ৫ একর জমিতে রয়েছে ৬৫ হ...
    9) পূর্বপুরুষের ভিটায় যাওয়া ( Part - 1) - • 🇧🇩 ৭৫ বছর পর বাংলাদেশে... EqyM
    #bangladesh #bengalivlog #vlog #indianinbangladesh #bangladeshvlog #bangladeshtour

ความคิดเห็น • 6K

  • @annesadas
    @annesadas ปีที่แล้ว +613

    তোমার এই ভিডিও দেখে আমার প্রথম গ্রামের বাড়িতে যাওয়ার দিনটা মনে পড়ে গেলো। আমি তোমার অনুভূতি বুঝি।তুমি আমাদের বাড়ি এসেছিলে কত মজা করেছিলাম সবাই। তুমি মানুষটা অনেক ভালো খুব ভালো লেগেছিল তোমার সাথে পরিচিত হয়ে। খুব মিস করি তোমায় আবার এসো ❤️

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +90

      আমাকে পরিবারের মত আগলে রাখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভিনদেশে তোমাদের মত পরিবার পাবো ভাবি নি। ভালোবাসা নিও। ❤️

    • @TheObserver2024
      @TheObserver2024 ปีที่แล้ว +2

      😥👍❤️

    • @aldj2792
      @aldj2792 ปีที่แล้ว +16

      Brother if you live in a Muslim country as a non Muslim then there is no guarantee not to leave your motherland.

    • @SriHariBhakt
      @SriHariBhakt ปีที่แล้ว +1

      @@hellochandan লজ্জা নেই তোদের।ভিটা ছাড়া করলাম তোদের নিজ জন্মভূমি থেকে।২ দিন আগে আসতি দূর্গাপুজোর সময় দেখতি কেমন করতাম তোকে।৩০ লাখ হিন্দুদের হত্যা করেছি এটাই আমাদের গাজবায়ে হিন্দ।

    • @k.m.alaminbaqee
      @k.m.alaminbaqee ปีที่แล้ว +48

      @@aldj2792 তুমি বাংলাদেশে বেড়াতে এসো ভাই। নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করতে পারবে না। তোমার ধারণা বা জানা যে সম্পূর্ণ ভুল প্রমাণিত হবে এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাংলাদেশের যে কোন জায়গায় এসে ঘুরে যাও, তাছাড়া এখানে আড়াই মিলিয়ন ভারতীয় এখন কাজ করছে, যদি নিরাপত্তা না থাকে তাহলে এত ভারতীয় থাকে কিভাবে?

  • @azaharhossain4783
    @azaharhossain4783 ปีที่แล้ว +43

    আমি আসছি আমার বাবার জন্ম ভুমি নদীয়ায়।দাদীর নিকট হতে অনেক শুনেছি তাদের গ্রামের কথা।শুনেছি গঙ্গা আর ভাগীরথীর কথা এবং সেই নদীর সুস্বাদু মাছের কথা।আমি পাসপোর্ট রেডি করেছি কিন্তু সময় হচ্ছেনা, এবার আসবো ইনশাআল্লাহ।আমরা যে যেই ধর্মের হইনা কেন।আমাদের মাটি আর নারীর টান, মায়া আর ভালোবাসা একই রকম। আবার তুমি প্রমাণ করলে মাঝখানে কাটা তারের বেড়া পড়ে গেলেও নিজের মূলকে মানুষ কোন দিন ভুলতে পারেনা।ভালো থেকো ভাই।আবার আসবে। আমাদের এই ৪র্থ জেনারেশন যেন এই মূলকে ভুলে না যাই।

    • @nhrahat188
      @nhrahat188 ปีที่แล้ว

      ভাই বর্তমানে আপনারা কোথায় আছেন??

    • @nasimreza7318
      @nasimreza7318 4 หลายเดือนก่อน

      নদীয়া জেলাতে আমার বাড়ি। কোথায় পুরানো বাড়ি আছে আপনাদের।

  • @iearul
    @iearul 11 หลายเดือนก่อน +191

    ইতিহাসের কিছু ভয়ঙ্কর মানুষ দুই বাংলাকে একটা বর্ডার দিয়ে আলাদা করে দিয়েছে। কিন্তু যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা চিরকালই মন থেকে এক থাকবে।

    • @hellochandan
      @hellochandan  11 หลายเดือนก่อน +11

      ❤️❤️❤️❤️

    • @mdzahidulislam4108
      @mdzahidulislam4108 7 หลายเดือนก่อน

      Those evils are Hindu so called jaminder who were the slave of British. Both British and Hindu elites together had evicted Muslims from their land and occupied to established jamindari. In 1947 when their British friends left them alone. They all run away to west Bengle to safe place because they know they are the main criminals. Think before British how Muslim and Hindu lived peacefully. Hindu elite not only evicted Muslims from their great grand fathers property but also destroyed Muslim rulings. Any way people’s come and go but no peace. Only peace to understand the last message from God and to embrace it. Live together with high dignity and morals.

    • @user-of9go4fg7khggjk
      @user-of9go4fg7khggjk 6 หลายเดือนก่อน

      শুকরিয়া কর যে তারা আন্দোলন করে জীবন দিয়ে তোদের ভারতের হিন্দু জমিদারদের থেকে মুক্ত করে আলাদা রাষ্ট্র পাকিস্তান করে দিয়ে গেছিলো। ইতিহাস জানোস না বলেই তোরা তাদের প্রতি কৃতজ্ঞ না হয়ে ভয়ংকর কলছিস

    • @mohbubmiah955
      @mohbubmiah955 5 หลายเดือนก่อน +2

      True

    • @MARVELLOUS_007
      @MARVELLOUS_007 3 หลายเดือนก่อน +2

      মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল" আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না আনা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবেনা"
      ওই মানুষটা দাড়ি টুপি ওয়ালা হলেও কখনো ধর্মের ভিত্তিতে রাজনীতি করে নাই। আরেক আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী। যাকে আজ ইন্ডিয়া দুশমন হিসাবে ভাবে কিন্তু এই মানুষটাও অবিভক্ত বাংলার স্বপ্ন দেখতো। 😅

  • @soumitraguha839
    @soumitraguha839 7 วันที่ผ่านมา

    আমারও ঠাকুরদার বাড়ি বরিশালে। বহুবার যাব ভেবেছি, কিন্ত যাওয়া এখনও হয়ে ওঠেনি। অভিনন্দন আপনাকে, ভাবনা মত কাজ আপনি করে উঠতে পেরেছেন।

  • @AROUP3557
    @AROUP3557 7 หลายเดือนก่อน +1

    ভাই বাংলাদেশ থেকে বলেছি দেখে খুব ভালো লাগলো

  • @utsoshot3920
    @utsoshot3920 9 หลายเดือนก่อน

    একবার বিদায় দে মা ঘুরে আসি
    হাসি হাসি পড়বো ফাঁসি দেখবে জগৎবাসি!

  • @FoysalAhmedShojib
    @FoysalAhmedShojib 5 หลายเดือนก่อน

    নিজ জন্ম ভূমি থেকে নিজের মাটি থেকে চলে যাওয়ার মতো কষ্ট পৃথিবীতে আর কিছু আছে বলে আমার মনে না, যাঁরা কয়েক বছরের জন্য বিদেশে যায় তাঁরা ও মানতে পারে না আর যারা আজীবনের জন্য দেশ মাটি থেকে চলে যায় তাদের অবস্থা টা কি হয় যাঁরা যায় তাঁরায় বুঝে, ❤️🇧🇩❤️🇮🇳🙏😥😥😥😰

  • @amalendugoswami5653
    @amalendugoswami5653 3 หลายเดือนก่อน

    এতো ভালোবাসা পেলেন , ওরা খুবই ভালো .... তবে , ভালোবাসা ছেড়ে অন্য দেশে এলেন কেন ? ... এর উত্তর দেবেননা ... বোঝাই যায় দেশ ছাড়ার কারণ ! এভাবেই চলবে দেশ ছাড়ার ঘটনা

  • @MstHalima-dy5vb
    @MstHalima-dy5vb 5 หลายเดือนก่อน +173

    একটা জিনিস দেখলাম ভাইটির ইন্ডিয়ায় জন্ম হলেও তার ৯৯ ভাগ কথা বার্তা বলার ধরন বাংলাদেশিদের মত ❤
    এটাকেই বলে রক্তের টান😢

    • @arifuljakirmiah3738
      @arifuljakirmiah3738 4 หลายเดือนก่อน

      Oi furi tmr kita Indiar bepare idia ase pagol 6 ta Bangladeshr moto desh Indiar vitore ache sob age Bangladesh chilo pore British ra India kore dise oder

    • @animeshdas3683
      @animeshdas3683 4 หลายเดือนก่อน +6

      Tahole...tmr vai ke Bangladesh e niye nao

    • @rifatzisun6366
      @rifatzisun6366 3 หลายเดือนก่อน

      ​@@animeshdas3683ase poro amra ki bolsi oi Desh a thakte bd nijer desh vaba sikho

    • @bushranizam4722
      @bushranizam4722 3 หลายเดือนก่อน +4

      Diye den bangladeshe

    • @everyday_history
      @everyday_history 3 หลายเดือนก่อน +13

      ​@@animeshdas3683 Any Bengali Who identifies themselves as Bangladeshi can stay. Even if whole West Bengal people gets thrown out by India. We will give them shelter and food. Remember this is a land of Bengalis. No matter which Bengal you're from.

  • @mohonroy2585
    @mohonroy2585 9 หลายเดือนก่อน +155

    তুমি কত ভালো ছেলে, তোমার পূর্বপুরুষদের জন্মস্থানে চলে এসেছ। এটা তোমার মহাতীর্থ স্থান। এই ভূমির মাটি নিয়ে যাও।

    • @hellochandan
      @hellochandan  9 หลายเดือนก่อน +8

      ধন্যবাদ ❤️

    • @nandamitra7627
      @nandamitra7627 8 หลายเดือนก่อน +3

      ❤❤❤

  • @abuzahid2759
    @abuzahid2759 ปีที่แล้ว +132

    দেশভাগ না হলে এখানেই থাকতাম।কথাটা কলিজায় লাগছে ভাই।আমার ও পূর্ব পুরুষ কুচবিহার এ খুব যেতে ইচ্ছে হয় কুচবিহার যেতে।

    • @-bolboi1676
      @-bolboi1676 ปีที่แล้ว

      @@Phytology_learners_bd দরকার নাই

    • @ramanand_dubey
      @ramanand_dubey ปีที่แล้ว

      @@-bolboi1676 ভারত থেকেও তাহলে যাতে কেউ না আসে।

    • @akashdas9292
      @akashdas9292 ปีที่แล้ว

      @@ramanand_dubey ঐ জানোয়ার গুলোর জন্য আমরা মানুষে মানুষে ঝামেলা করবো না ভাই, আমরা বাঙালি আর কিছু কুলাঙ্গার তার কখনোই পরিবর্তন করতে পারবে না

    • @prakashroychowdhury9032
      @prakashroychowdhury9032 ปีที่แล้ว +5

      আসুন....কোচবিহারে ঘুরে যান।

    • @sumonchowdhury5189
      @sumonchowdhury5189 ปีที่แล้ว +6

      কুচবিহারে আমাদেরও পূর্ব পুরুষের বাস। এখনো নাকি অনেক আত্মীয়-স্বজন থাকে। কিন্তু আমরা বর্তমান প্রজন্ম কাউকে চিনি না। কিন্তু ছোটবেলায় আব্বার কাছে শুনেছি তারা নাকি প্রায়ই বেড়াতে যেতেন। একটা কাঁটা তার কীভাবে আমাদের রক্তকে আলাদা করে দিয়েছে।

  • @rohanahmed2137
    @rohanahmed2137 ปีที่แล้ว +824

    'দেশ ভাগ না হলে আমরাও এখানেই থাকতাম' কথাটার বিশ্লেষণ যে কতটা হৃদয় স্পর্শী হতে পারে তা শুধু ভুক্তভোগীরাই বলতে পারবে।

    • @amitmandal7417
      @amitmandal7417 ปีที่แล้ว +26

      😣😣 He Re Vai Desh Vaag Na HoLe Aamra Shoob Ek Shate Thaktam 😣😣😣

    • @ranjankar1952
      @ranjankar1952 ปีที่แล้ว

      Rajnoitik faida tulte desh ta bhag kore dilo, amra alada hoye gelam.

    • @shahanulislambhuiyan6538
      @shahanulislambhuiyan6538 ปีที่แล้ว +15

      Desh abar kon Desh Chilo ra Pondit??! 47 salar aga british Bharat chilo o Sobai british nagorik Chilo. British asar aga Obivokto Bharat/ Kono Desh kokhonoi chilo na.
      47 sala Hindhu ra Hindhu dominate Akkhondho Hindhustan/Bahrot caya Chilo.
      Ar Muslim ra Muslim dominate country cayacha. Ar Muslim ra sata paya Onak Khushi o sontusto.
      Jata hoyca Sadhron Public ar ecchar vhittita hoyca sakhana tmr Pondit ar Ha Hutash korar ki asa??!?
      Sadhin Sarbovvhomo Bangladesh bhalo na lagla Hindhustan/Bahrot cola jata paro

    • @alientertainment985
      @alientertainment985 ปีที่แล้ว

      @@shahanulislambhuiyan6538 তোর সমস্যাটা কি কেউ পূর্ব পুরুষের ভিটা বাড়ি নিয়ে আফসোস করতেই পারে এতে তোর চুলকানি কেন?

    • @shahanulislambhuiyan6538
      @shahanulislambhuiyan6538 ปีที่แล้ว +7

      @@alientertainment985 Ara Habla ami to vhita matir kotha Boli Nai amar comment a. Ami British Bharat Bivhokti ba main comment kari ar Desh vag nia bolchi. Ar jaka bolchi oi lok replay diba.
      Tor ato culkani uthca Kon jukti ta??!! Tui ki Hindhustani Dalal naki ja tor culkani uthca?!!
      Toder Dalal ra Atoi jokhon culkani Tui tor Bharat cola galai paris.

  • @mirsibli6711
    @mirsibli6711 11 หลายเดือนก่อน +52

    এই মূহুর্ত গুলো দেখলে চোখে জল চলে আসে।তুমি পূর্ব পুরুষদের কথা মনে রেখেছো ধন্যবাদ তোমায়।

    • @hellochandan
      @hellochandan  11 หลายเดือนก่อน +3

      আপনার কমেন্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ❤️

  • @fahimsojib1511
    @fahimsojib1511 9 หลายเดือนก่อน +174

    আমি একজন বাংলাদেশী মুসলমান ।আপনার আবেগ আমার হৃদয় ছুয়ে গেছে। আমরা বাঙ্গালী আমাদের আত্নার সম্পর্ক দুপারের বাঙ্গালীদের মধ্যে ।হিন্দু মুসলিম বিভেদ নিয়ে এসম্পর্ক খারাপ হওয়া উচিৎ না❤❤❤

    • @fahimsojib1511
      @fahimsojib1511 9 หลายเดือนก่อน +1

      @@chittaranjansarkar4026 শ্রদ্ধা জানবেন।জন্মভূমির প্রতি ভালোবাসা আপনার এবং আমাদের সবারই অটুট থাকুক।

    • @priyamdutta9328
      @priyamdutta9328 6 หลายเดือนก่อน +9

      Jodi eita apnar purbopurushra bujhten..

    • @RAJA-fv2ko
      @RAJA-fv2ko 6 หลายเดือนก่อน +7

      Sotti jodi mughol na asto ei Bharote ,, tahole hoyto emon hoto na

    • @FarjanaSupty01
      @FarjanaSupty01 6 หลายเดือนก่อน +4

      হ্যা আসলেই ❤

    • @tapasdatta2711
      @tapasdatta2711 5 หลายเดือนก่อน +3

      Amio dekhte chai purbajader vitamati narayanganj monohordi chaksekhar bilpar.

  • @nirmalenduroy5511
    @nirmalenduroy5511 ปีที่แล้ว +231

    দাদা আপনি খুব ভাগ্যবান যে আপনার ঠাকুরদার ভিটেতে পৌছাতে পেরেছেন,আমারও বাবা ও ঠাকুরদাদের পৈতৃক ভিটে ছিল ঝালকাঠীতে,কিন্তু দুঃখের বিষয় যে আমি ঝালকাঠীর সঠিক কোন জায়গায় ছিল সেইটা জানি না এবং আমাকে জানানোর জন্য আমার বংশে কেউ আর বেঁচে নেই। ধন্যবাদ আপনাকে আপনার ভিডিও দেখে মনে হচ্ছিল যে আমি ও আপনার সাথে আমার পূর্বপুরুষদের ভিটেতে ঘুরছি,তার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আপনার বাংলাদেশের বন্ধু ও সেই সকল নাগরিকদের যাদের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে,আমি তাদেরকে বলতে চাই আমাদের আদি পিতৃভূমির সাথে সাথে আপনাদের কেও আমরা খুব মিস করি,আমি তৃতীয় প্রজন্ম আমার জন্ম ভারতে তাই ভারত যদি আমার মাতৃভূমি হয় আমি মনে করি বাংলাদেশ আমার পিতৃপুরুষদের দেশ তাই বাংলাদেশ আমার পিতৃভূমি।🌷🌷🌷

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +18

      আপনার লেখা পড়ে আবেগে আপ্লূত হয়ে গেলাম দাদা। যেখানে গেলাম এটাও ঝালোকাঠি জেলা দাদা। আপনার জন্য কষ্ট হচ্ছে। যদি পারতাম খুঁজে দিয়ে 🥺

    • @gaffarabdur2739
      @gaffarabdur2739 ปีที่แล้ว +19

      একদম।
      বাংলাদেশ আপনার পূর্বপুরুষদেশ দেশ সুতরাং বাংলাদেশ আপনার দেশ । হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান মিলেই সম্প্রতির বাংলাদেশ । কিছু দুষ্ট চক্রের জন্য এপাড় ওপাড় বলে ভাগ হয়েছে।

    • @basherkhan5908
      @basherkhan5908 ปีที่แล้ว +12

      নিমলেন্দু- তুমি বাংলাদেশ বেরাতে এস ভাই, তুমি যতদিন চাও, আমাদের বাড়িতে থাকবে! I live in USA, but I will arrange your accommodation if you connect me before going to Bangladesh.

    • @nirmalenduroy5511
      @nirmalenduroy5511 ปีที่แล้ว +5

      @@basherkhan5908 ধন্যবাদ বাশারদা আমন্ত্রণ জানানো জন্য,আমি যদি পরে কোনও বাংলাদেশে যাই নিশ্চয়ই যোগাযোগ করব।🌷🌷🌷

    • @christophernolan2181
      @christophernolan2181 ปีที่แล้ว +4

      @@gaffarabdur2739 যদি এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের ওপর চড়কি ঘুরাতে চায় তখন দেশভাগ ছাড়া কোন পথ খুলা থাকেনা।

  • @najifatasnia1007
    @najifatasnia1007 ปีที่แล้ว +50

    আমার দাদাও ১৯৪৭ এ দেশ ভাগের পর ভারত থেকে বাংলাদেশে চলে আসেন। তারপর আর কারও সেখানে যাওয়া হয়নি। ২০২২ এর ডিসেম্বর এ ভারত থেকে আমার দাদার বাড়ির ২ জন বেড়াতে এসেছিলেন। অন্য রকম অনুভুতি ছিল।

    • @SayantanChakraborty-ub7ei
      @SayantanChakraborty-ub7ei 2 หลายเดือนก่อน

      Politician ra keu suffer kore na didi , sadharon manush e korechen amar apnar purbopurush der moto.😢

  • @protikreza8817
    @protikreza8817 ปีที่แล้ว +412

    চোখে জল এসে পড়লো। পৃথিবীর আর কোন জাতি বা মানুষকে যেন তার ভিটে ছাড়তে না হয়

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +13

      😔😔😔😔

    • @politicandculture1495
      @politicandculture1495 ปีที่แล้ว +2

      এটা কার ই কাম্য নয় ,নিজ ভিটা ছেড়ে অন্য দেশে বসবাস করা ,১৯৭১ এ অনেক এ চলে গেছে নিজে থেকে ফেরে আসে নাই ,তাদের আত্মীয় স্বজন রা জাল দলিল করে জমিন নিয়ে নিচে ,তাদের ইচ্ছা থাকলে এখন ও আইন এর আশ্রয় নিতে পারে সরকার সর্বাত্মক সজুগিতা করছে

    • @protikreza8817
      @protikreza8817 ปีที่แล้ว +2

      @@politicandculture1495 সরকারের এই বিষয়ে কোন প্রজ্ঞাপন তো চোখে পড়লো না

    • @politicandculture1495
      @politicandculture1495 ปีที่แล้ว +1

      @@protikreza8817 সরকার এখন আইন করতেছে যে যারা দখল করেতাঁরা মালিক হতে পারবে না আছে ,শুদু যাদের ই দলিল আছে তাঁরা ই মালিক হবে ,এখন ও ওনারা যদি বিক্রি না করে থাকে আইনই ব্যবস্থা নিতে পারেন

    • @protikreza8817
      @protikreza8817 ปีที่แล้ว +2

      @@politicandculture1495 এইটা কি বাংলাদেশ সরকার করছে? দুঃখিত,আপনি কোন দেশের কথা বলছেন বুঝিনি

  • @atpidus77
    @atpidus77 7 หลายเดือนก่อน +50

    বাবার সাথে একবার ফিরে দেখার সখ ছিল,বাবার জন্মভূমি । কত গল্প শুনেছি ,ঠাকুমার কাছে।কিন্তু বাবা ,বড্ড তাড়াতাড়ি চলে গেলেন, পৃথিবী ছেড়ে।

    • @sahadat.sourov
      @sahadat.sourov 4 หลายเดือนก่อน

      কোথায় ছিলো বলেছেন উনি?

    • @atpidus77
      @atpidus77 3 หลายเดือนก่อน

      @@sahadat.sourov ময়মনসিংহ

    • @mosharafsumon7952
      @mosharafsumon7952 หลายเดือนก่อน

      😭

  • @rafaelnadel
    @rafaelnadel ปีที่แล้ว +147

    *Im a Bengali Hindu, My grandfather's father was from Dhaka, and grandmothers family was from Barishal, all got separated from their motherland during partition. Its my dream also to visit their birthplace*

    • @SharminChowdhuri-y5b
      @SharminChowdhuri-y5b ปีที่แล้ว +2

      চলে আসেন

    • @nasiruddinhowlader9334
      @nasiruddinhowlader9334 ปีที่แล้ว +2

      welcome to Bangladesh

    • @tanvirmahamud5230
      @tanvirmahamud5230 ปีที่แล้ว +1

      You are always welcome ...

    • @the_andamanis
      @the_andamanis ปีที่แล้ว +2

      Same feeling and kokhono nichoi jabo. But apnara ata bhaben na je jaiga nite achese

    • @Ashad_Ripon
      @Ashad_Ripon ปีที่แล้ว +1

      welcome to Bangladesh ❤️🇧🇩 Bangla ❤

  • @showkotali6328
    @showkotali6328 ปีที่แล้ว +34

    কে বলেছিল দেশটাকে ভাগ করতে।
    হায়রে মানুষ সামান্য স্বার্থের জন্য নীজের মাকে ভাগ করতে দ্বিধা করে না।
    তবে আমার বিশ্বাস আমরা একদিন সবাই এক হব।
    শিকরের সন্ধান করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

    • @sakuraharuno4667
      @sakuraharuno4667 11 หลายเดือนก่อน

      British ra je sudhu Hindu der educate korto beshi ar west er dike e sob korto.. East pichiye porto.. manushke ushke deoar kaj oder chilo baki jinish manushera nijerai korechen... tobe ja hoy Valor jonnoi hoy... etei hoyto valo chilo

    • @MayaTina-fc4mh
      @MayaTina-fc4mh 9 หลายเดือนก่อน

      Thik

    • @syedushaebun653
      @syedushaebun653 8 หลายเดือนก่อน

  • @Faria651
    @Faria651 ปีที่แล้ว +157

    ছোটবেলায় আমাদের পাশের বাড়ি হিন্দু বাড়ি ছিল।ওনাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল।এরপর ওনারা ভারত চলে গেলো। আর দেখা হয় নি।খুব মিস করি তাদের। দোয়া করি তারা যেখানেই থাকুক না কেন ভালো থাকুক।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +8

      ❤️

    • @scCBRRRTRrider
      @scCBRRRTRrider ปีที่แล้ว

      ❤👍

    • @pritam9473
      @pritam9473 11 หลายเดือนก่อน +28

      😂apnader Ottayachar theke bache etai sob cheye valo upay..karon bengali hindu ra terrorist hote chay na😊

    • @Faria651
      @Faria651 11 หลายเดือนก่อน

      @@pritam9473 ছাগল এর মতো কথা বলবেন না। আপনি এসে দেখেছিলেন যে অত্যাচার করা হয়েছে কিনা?অত্যাচার করা হলে তাদের নিয়ে এত ইমোশন কাজ করতো না।যারা ছিল তাদের বেশির ভাগ আত্মীয় ভারতে ছিল তাই তারা সেখানে চলে গিয়েছিল।যতসব থার্ড ক্লাস চিন্তা ভাবনা।

    • @odhvut49somaj
      @odhvut49somaj 11 หลายเดือนก่อน

      ​@@pritam9473আপনি আসেন দেখেন এই দেশ, এই।দেশের মানুষ তার পর মন্তব্য করবেন।শুধু শুধু RSS এর রাজনৈতিক কথা বলবেন না।

  • @das2001able
    @das2001able 5 หลายเดือนก่อน +19

    পশ্চিমবঙ্গের যা অবস্থা আমরা আরেকবার ভাগের দিকে এগোচ্ছি..........

    • @Zero_The_Ultimate_Goal
      @Zero_The_Ultimate_Goal 2 หลายเดือนก่อน

      Akdom thik bolechen. Amra nirlojjo. Amader lojjao nei. Sikkhao nei. Bangladeshi dhukiye dhukiye Poschimbongo ta aj pray seser dike. Barir niche diye bangladesh jaoyar surongo... Amra hindu ra sudhrabo na...

  • @ok-uj9pf
    @ok-uj9pf ปีที่แล้ว +123

    পূর্ব পুরুষের ভিটায় আবেগময় কিছু মূহুর্ত দেখলাম। দেশ বিভাক ভূমিকে দ্বিখণ্ডিত করলেও, আত্মাকে খন্ডিত করতে পারেনি। শিকড়ের টানকে সবাই এড়িয়ে যেতে পারেনি। শুভ কামনা রইলো.......

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +2

      ধন্যবাদ দাদা ❤️❤️❤️

  • @NiazYou
    @NiazYou ปีที่แล้ว +60

    তোমার ভিডিওটা দেখে খুব ভাল লাগল, এবং তোমার অন্তরের কষ্ট টা অনুভব করতে পারছি। আমার নিজেরও চোখ দিয়ে পানি গাড়িতে পড়লো।
    আমি ঢাকা থেকে দেখছি। আমার দাদারাও চব্বিশ পরগনার, টিটাগরে থাকতেন। ১৯৫১ এর দিকে বাড়ি exchange করে ঢাকায় চলে আসেন।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +2

      কোনদিন ইন্ডিয়া আসুন। অপেক্ষা করবো।

    • @jahidsikdar7034
      @jahidsikdar7034 ปีที่แล้ว

      ভাই বরিশাল কোন জায়গা

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +1

      @@jahidsikdar7034 Nalchity, Gouripasha

    • @mukterhossain8741
      @mukterhossain8741 ปีที่แล้ว

      ভাই আমি Portugal থেকে দেখছি দেখছি। আমি অনেক বার কোলকাতা গেছি আপনার ব্যাবহার অনেক ভালো লাগলো।

    • @sonybiswas9237
      @sonybiswas9237 ปีที่แล้ว

      দাদা যেই সময় মনে চাইবে,বাংলাদেশে চলে আসবে

  • @shuvrarahman2816
    @shuvrarahman2816 ปีที่แล้ว +566

    ১৯৭১ সালে বাংলাদেশের উদ্বাস্তু মানুষদের পশ্চিম বাংলার বাবা মা দাদা বৌদিরা যেভাবে বুকে টেনে আশ্রয় দিয়েছিলেন-খাবার দিয়েছিলেন, সেই ঋণ কোনদিন শোধ হবার নয় । পূর্ব পুরুষের ভিটার সঙ্গে মানুষের যে আবেগ যে বেদনা ও শিহরণ মিশে থাকে -সেই মহৎ অনুভূতিকে আমি সালাম জানাই কিন্তু সেই ভাবাবেগ ও অশ্রুধারা আমাকে খুব কষ্ট দেয় । আমিও আমার পূর্ব পুরুষের শিকড় খুজতে বাংলাদেশ থেকে পশ্চিম বাংলার বীরভূমে যেতে চাই, হয়ত একদিন আমারও মনের আশা পূর্ণ হবে!

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +38

      Obossoi asun... Purbopurush er vita dekhar moddhe je koto sukh jodi knodin ese dkhen taholei feel krben. Kono help lgle amk bolben ❤️ thank you

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +53

      আপনি কি জানেন ফেসবুকে বঙ্গভিটা নামে একটা পেজ আছে। ওখনে সবার পূর্বপুরুষের ভিটা খুঁজে দেওয়া হয়। আপনি ওই পেজ থেকে ঘুরে আসুন। ❤️

    • @abhra_jit
      @abhra_jit ปีที่แล้ว +11

      @@shuvrarahman2816 Didi amar bari Birbhum , West Bengal, India

    • @shuvrarahman2816
      @shuvrarahman2816 ปีที่แล้ว +19

      @@abhra_jit খুব ভালো লাগলো আপনাকে পেয়ে। বীরভূমের শেখ ও ভূঁইয়া পরিবারের উত্থান সম্পর্কে আপনার কাছে যদি কোন তথ্য থাকে- আমাকে জানাবেন প্লিজ।

    • @uddinfarhad9121
      @uddinfarhad9121 ปีที่แล้ว +2

      Apu satha amak niya jayo. Amar kub eicha.

  • @advocatemuhammadmuhiburrah8046
    @advocatemuhammadmuhiburrah8046 9 หลายเดือนก่อน +28

    আমি একজন বাংলাদেশি আমার জন্মস্থান সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতকে। আপনার পূর্ব পুরুষের ভিটা আপনি দেখতে এসে যেভাবে আবেগ আপ্লুত হয়েছেন আমার চোখেও জল এসে গেছে! তবে এটা সত্য আপনি যতটা আবেগ আপ্লুত এবং যতটা হৃদয়ে ব্যথা অনুভব করছেন আমি হয়তো ততটা নই কিন্তু আমারও চোখে জল এসেছে!!! যেখানেই থাকুন ভালো থাকুন আর আমরা বাঙালি আমরা মানুষ আমরা সবাই এক মানব মানবী থেকে জন্মগ্রহণ করেছি।।।

  • @krishnachakraborty632
    @krishnachakraborty632 ปีที่แล้ว +42

    আমার মা বাবা ১৯৪৭ সালে ভারতে চলে আসেন। বাবার কাছে শুনেছি আমাদের বাড়ি পটুয়াখালী মুরাদিয়া গ্রামে। এখন মামাতো ভাইরা ওখানে থাকে। কিন্তু কারো সঙ্গে যোগাযোগ নেই। আজ তোমার ভিডিও দেখে চোখে জল চলে এল। আমাদের বাড়ির নাম ঘোষাল বাড়ি।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +11

      ফেসবুকে বঙ্গভিটা নামে একটা পেজ আছে, ওখানে জানান। অবশ্যই হেল্প পাবেন দাদা ❤️

    • @bithisa
      @bithisa ปีที่แล้ว +6

      আমারও দাদুর বাড়ি পটুয়াখালীতে ছিল।

    • @Khaled-if4xs
      @Khaled-if4xs ปีที่แล้ว +5

      মামাতো ভাই নিজের লোক তো এখন ও আছে ঘুরে আসছো না কেন?

    • @mokshdulsardar2571
      @mokshdulsardar2571 7 หลายเดือนก่อน +1

      আমার বাড়ি পটুয়াখালী বাংলাদেশ থেকে বলছি চোখে পানি চলে এসেছে 😢

    • @rrrofficial1
      @rrrofficial1 6 หลายเดือนก่อน

      Kmon aso

  • @moziburrahman682
    @moziburrahman682 ปีที่แล้ว +22

    ভাই তোমাদের বংশদের বাড়ী বাংলাদেশে, অর্থাৎ শিকড় এ দেশে, তোমরা যেখানেই থাক না কেন, তোমাদেরকে এ দেশেরই বলে মনে করি। শুভেচ্ছা রইল।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +2

      ধন্যবাদ দাদা। আমিও বাংলাদেশকে আমার আগের জন্মের দেশ মনে করি।❤️

  • @mhmehedi2551
    @mhmehedi2551 ปีที่แล้ว +106

    কলকাতায় আমার দাদুর বাড়ি ছিলো।আমার দাদু কলকাতার বড় কালি মন্দিরের পুরোহিত ছিলো।ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাধ্য হয়ে পূর্ব বাংলায় এসেছিলো।এখনো আমার দাদু জীবিত আছে।দাদুর বয়স ১০৭+।২য় বিশ্বযুদ্ধের কথা বলতে পারছেন।আমাদের অনেক গল্প শুনিয়েছে।
    ধন্যবাদ ভাইয়া আপনাকে

    • @merayhanislam6895
      @merayhanislam6895 ปีที่แล้ว +16

      ভিটা ছাড়া ব্যাপারনা বাট দাদুকে ধন্যবাদ দিতে পারেন ইসলামটাকে গ্রহন করার কারনে, নাহয় আজকে না জানি আপনাদের অবস্থান কোথায় থাকতো!!

    • @suryarajputsher6870
      @suryarajputsher6870 ปีที่แล้ว +8

      @@merayhanislam6895 😂😂

    • @rupakkumarchattopadhyay2572
      @rupakkumarchattopadhyay2572 ปีที่แล้ว +16

      Bhat boka koman...
      Boro Kali Bari...bara muslim der atai somossa...
      Are bhai tora arab thaka asasni...nijar history ta por...ujbuj sob

    • @nibeditamukhopadhyay9541
      @nibeditamukhopadhyay9541 ปีที่แล้ว +7

      @@rupakkumarchattopadhyay2572 mittye bala eder pesa r nesha !

    • @leonardodicaprio9184
      @leonardodicaprio9184 ปีที่แล้ว +12

      হেদুদের পিত্তি জ্বলে যাচ্ছে আপনার ঘটনা শুনে ভাই।

  • @atiqurrahman9325
    @atiqurrahman9325 9 หลายเดือนก่อน +62

    আহ কি যে কষ্ট নিজের বাপ দাদার ভিটে মাটি ফেলে চলে যাওয়া, সত্যি খুব কষ্ট 😢😢

  • @Mijan-qd1jh
    @Mijan-qd1jh 11 หลายเดือนก่อน +107

    দেশ ভাগ না হলে এখানেই থাকতাম। কথাটা শুনে চোখ দিয়ে পানি এসে গেলো😢

    • @saymahasanlifestyle9938
      @saymahasanlifestyle9938 9 หลายเดือนก่อน +1

      😢amar o

    • @desmundtututransvaal450
      @desmundtututransvaal450 9 หลายเดือนก่อน +1

      😭

    • @suhelchowdury9169
      @suhelchowdury9169 8 หลายเดือนก่อน +1

      ওকে দেখেই আমার কান্না আসছে,মন ছাইছিলো আটকে রাখি আর বলি ওরা চলে গেছে আমাদের কে ফেলে কিন্তুু তোকে যেতে দিবো না।

    • @mohbubmiah955
      @mohbubmiah955 5 หลายเดือนก่อน

      Come and visit Bangladesh please. No doubt this land was your ancestral home.

    • @jonyasr-lp7bj
      @jonyasr-lp7bj 5 หลายเดือนก่อน

      😢

  • @momentsofsurprise7526
    @momentsofsurprise7526 ปีที่แล้ว +41

    আমাদেরও বাড়ি বাংলাদেশের বরিশালে ছিল, কিন্তু অনেক খুঁজেও মেলেনি 😔 কিন্তু আমি খুবই খুশি হলাম তোমাদের বাড়ি খুঁজে পেয়েছো👍

    • @Hasib845
      @Hasib845 ปีที่แล้ว +1

      বরিশালের কোন জায়গায়??

    • @momentsofsurprise7526
      @momentsofsurprise7526 ปีที่แล้ว +1

      @@Hasib845 BM College road যেটা Hospital Road নাম হয়েছে একটু আগে গিয়ে, যে খানে অমৃত লাল দে মহাবিদ্যালয় এরিয়াতে. অনেক খুঁজেও মেলেনি 😔

    • @Tanjib-NLL
      @Tanjib-NLL ปีที่แล้ว

      আমার বাসা হসপিটাল রোডেই

    • @akash143743
      @akash143743 ปีที่แล้ว

      Apnar daadar Dadar name ki silo?

    • @Khaled-if4xs
      @Khaled-if4xs ปีที่แล้ว +1

      গ্রাম আর বাড়ির নাম মনে থাকলে খুঁজে পাওয়া সম্ভব

  • @mostofa2274
    @mostofa2274 ปีที่แล้ว +156

    দুই বাংলার মানুষ যদি 'আমরা বাঙালি ' এই মনোভাব নিয়ে থাকতাম তাহলে এই বাংলা ভেঙে যেত না। বড়ই আফসোস এই হিন্দু মুসলিম ধর্মান্ধতাই আজ এই বাংলা নামের হৃদপিণ্ডটা কে
    দ্বি-খন্ডিত করেছে।

    • @Fahim31371
      @Fahim31371 ปีที่แล้ว

      ধুর সালা

    • @SubhaMandal-ur2oj
      @SubhaMandal-ur2oj ปีที่แล้ว +8

      Basir bhag Muslman Dada Thakur dar Hindu

    • @remakesongs3634
      @remakesongs3634 ปีที่แล้ว

      সত্য কথা বলেছেন।।
      কবে বুঝবে জানি না।
      😔

    • @Akr-sy2hh
      @Akr-sy2hh ปีที่แล้ว

      ধর্মই তো চোদানোর আছে সবকটাই তো নেড়িকুত্তা গু খেকো ভিখারি

    • @souradipbanerjee1312
      @souradipbanerjee1312 ปีที่แล้ว

      tar jonno oparer jihadi Muslim ra dai , History porun bujhe jaben ! tarai alada desh cheyechilo , r vag hoe vlo hoeche , nahole oi jihadi der chokkore amra ses hoe jetam ! that's why no friendship with those kanglu culprits !

  • @ramgopalsikder5934
    @ramgopalsikder5934 10 หลายเดือนก่อน +38

    একজন মানবতাবাদ তার মনোভাব অহিংসা সারাবিশ্বের কোন দেশেই যেতে তার ভয় নেই ভারত থেকে বলছি জয় হিন্দ

    • @hellochandan
      @hellochandan  10 หลายเดือนก่อน +1

      ❤️❤️

  • @selimparvez4696
    @selimparvez4696 ปีที่แล้ว +109

    হোক সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান আমরা সব্বাই রক্তমাংসের মানুষ আমরা সবার সাথে যথা সম্মান ভালো সম্পর্ক রাখবো মিলেমিশে বসবাস করা ও বিপদ আপদে পাশে থাকা এইটা একজন মানুষের দায়িত্ব কর্তব্য ।

    • @pratikkundu5489
      @pratikkundu5489 ปีที่แล้ว +6

      Then ami namaz porbo ! Apni amar sathe mondire ba church e pujo dite jaben to ?

    • @pachmisali123
      @pachmisali123 ปีที่แล้ว +3

      @@pratikkundu5489 আপনার আমার স্রষ্টা একজনই। তাঁকে আমরা নানাভাবে ভক্তি করি উপাসনা করি৷ প্রশ্ন হলো তার কাছে সঠিক ভাবে উপাসনা করছি তো? আমরা তার বিধি বিধান অনুযায়ী জীবন পরিচালনা করছি কি? আমাদের জীবন মৃত্যু ও ভাগ্যে মালিক আমাদের কোন উদ্দেশ্য নিয়ে আমাদের সৃষ্টি করলেন তা আমরা জানি কি?

    • @mitabiswas3372
      @mitabiswas3372 11 หลายเดือนก่อน

      Ato valo valo Katha bolte lajja kore na,jekhane ajo saman vabe hindura attacharito hoi.

    • @EMTMZ
      @EMTMZ 9 หลายเดือนก่อน +5

      কিছু মানুষের ধর্মউন্মাদনার জন্য দেশ ভাগ হল।

    • @mdhafizul8930
      @mdhafizul8930 7 หลายเดือนก่อน +1

      আপনাদের মোদিজি কি এভাবে চিন্তা করে?

  • @mahabuburrahman7386
    @mahabuburrahman7386 ปีที่แล้ว +389

    ভাই আমি একজন বাঙ্গালী মুসলমান, তোমার এপিসোডটা দেখে মনে খুবই আঘাত পেলাম, নিজের আপন ভিটেমাটি ছেড়ে যাওয়ার মতো এতো বড়ো কষ্ট মনেহয় পৃথিবীতে আর কিছু নেই।
    আমরা সবাইকে নিয়ে মিলেমিশে সুখে শান্তিতে জীবনের বাকী দিন গুলো কাটাতে চাই।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +52

      যাদের চেতনা আছে দাদা তারাই আমার কষ্ট বুঝবে। যেমন আপনি। দাদা ধন্যবাদ ❤️💛❤️

    • @sivaji2802
      @sivaji2802 ปีที่แล้ว

      তোমাদের অত্যাচারের জন্যই তো চলে যেতে হয়েছিল

    • @mahabuburrahman7386
      @mahabuburrahman7386 ปีที่แล้ว +19

      @@sivaji2802 ভাই রক্তে মাংসে গড়া মানুষ সবাই একরকম না, আল্লাহ সবাইকে হেপাজত করেন আমিন।

    • @sivaji2802
      @sivaji2802 ปีที่แล้ว

      @@hellochandan sei din ay chinta vabna kothay 6ilo...Jadin amader Hindu maa bon der ...Rape kore khun kora ho66ilo...Hindu der bari te agun lagano h66ilo..Hindu mondir vanga.. Ho66ilo...Tokhon tomader aysob ..Niti gaan kothay 6ilo....Tomrai to amader Hinduder upor ato ottachar kore6ile...Ta tokhon ki ..tomader Allah aysob korte bole6ilo.....tai asob bondo kotha akhon r bole lav nei....Joy shree Ram

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +12

      @@mahabuburrahman7386 haa dada. Sobai soman hole to hoyei jeto. ❤️❤️❤️❤️ apnake onk dhonnobad dada

  • @papiyabiswas7568
    @papiyabiswas7568 ปีที่แล้ว +38

    আমিও গল্প শুনেছি আমার ঠাকুরদার বাড়ি ছিলো গোপালগঞ্জ আমার অনেক ইচ্ছা ছিলো বাংলাদেশে যাবো কিন্তু এখন ঐ দেশে কেউ নেই কোথায় যাবো কার কাছে যাবো তার থেকে বড় কথা সেই ঠিকানা আমার বাবা জানতেন কিনা শুনিনি তিনি মারা গেছেন আর দাদু যখন মারা গেছেন তখন আমি অনেক ছোট সেই বয়স হয়নি তখন ঠিকানা শুনবো বা ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা হবে।😔তবে হয়তো যাওয়া হবে না তাও মনে মনে অনেক ভালোবাসি বাংলাদেশকে 🥰🥰

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️❤️🥺🥺🥺

    • @khalilashraf2282
      @khalilashraf2282 ปีที่แล้ว +1

      Welcome to Bangladesh. I will help u dear.

    • @khalilashraf2282
      @khalilashraf2282 ปีที่แล้ว +1

      We bangladeshi people always from friendly to Indian.

    • @masummolla2071
      @masummolla2071 ปีที่แล้ว

      @@khalilashraf2282 sala amader Bangladeshe kichu kichu manush ache,,🤪🤪

    • @masummolla2071
      @masummolla2071 ปีที่แล้ว +1

      @@khalilashraf2282 🤪🤪🤪😆

  • @AshrafulIslam-zn5ze
    @AshrafulIslam-zn5ze 9 หลายเดือนก่อน +17

    সত্য কিছু বলার নাই 😭😭আমিও ভিডিওটা দেখে আমার চোখে পানি আসলো,,,,,চোখের পানি ধরে রাখতে পারলাম না,,,😭😭😭আপনারা আবার আসবেন বাংলাদেশ নেমন্তন্ন রইল বা দাওয়াত রইলো 💜💜💜

  • @suhridbiswas8946
    @suhridbiswas8946 ปีที่แล้ว +139

    " মোদের পিতৃ - পিতামহের চরন ধূলি কোথায় রে,সে আমাদের বাংলাদেশ আমাদের ই বাংলা রে" । ভীষন আবেগময় অনুভূতি ।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +4

      ❤️❤️❤️❤️

    • @sro356
      @sro356 ปีที่แล้ว +7

      বাংলাদেশ আসলে সব বাঙালির। আমি বাংলাদেশী কিন্তু মনে করি সব বাঙ্গালী আসলে একই জাতি। বিদেশে আসলে বুঝা যায় যে নিজের জাতির সাথে চলা যে কত প্রশান্তির।

    • @shaheenahmed7174
      @shaheenahmed7174 ปีที่แล้ว +2

      কিন্তু দুঃখের বিষয় আমাদের দাদারা ভারতে গিয়ে ভুলেই গিয়েছেন, যে আমরাও তাদেরই আত্নীয়-স্বজন। তাই আর কিছু না হলেও ভালোবাসা ও ভালো ব্যবহারটাই চাই কিন্তু সেটা পাইনা তাদের থেকে। তবুও দোয়া করি মনে প্রাণে ভালো থাকুক সবসময় আমার ওপার বাংলার প্রতিটি পরিবার ও ভাই-বোনেরা আর এটাই চাওয়া বাঙালি হিসেবে হোকনা সে মুসলিম বা হিন্দু কিংবা অন্য কোনো ধর্মের।
      বাংলাদেশ থেকে ভাই হিসেবে সারাজীবন উজাড় করে সবটুকু ভালোবাসা যত্নের সাথে দিয়ে যাবো ইনশাআল্লাহ।

    • @akashdas9292
      @akashdas9292 ปีที่แล้ว

      @@shaheenahmed7174 এই ফেসবুকের হিংসার রোষ জনমানসে ছড়িয়ে গিয়েছে যদিও একসময় আমার মনে আছে cricket এ ইন্ডিয়ার পর আমি বাংলাদেশকে সাপোর্ট করতাম শুধু মাত্র আমি বাঙালি আর আমার পূর্বপুরুষের দেশ বলে। আপনাদের মত মানুষ আমার সেই বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করেছে তাই বাংলাদেশ আমার দ্বিতীয় দেশ।

    • @pritam1167
      @pritam1167 10 หลายเดือนก่อน

      ​@@shaheenahmed7174 Dada keu shokhe Desh chere jay na, jodi kono shomosha na thake, Praner bhoy boro bhoy, Ghorer mohila der shomman shorbopori.

  • @dilipkumarroy3101
    @dilipkumarroy3101 ปีที่แล้ว +12

    খুবই বেদনা দায়ক ঘটনা, চিরস্থায়ী কিছুই নেই এই পৃথিবীতে। অথচ এই পৃথিবীতে মানুষের মাঝে শুধু, শুধু অশান্তি সৃষ্টি করে, কিছু মানুষ। বহু শিক্ষা মুলক পোস্ট ভাল লাগল।

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 ปีที่แล้ว +17

    পূর্বপুরুষের ভিটা দেখার অভিজ্ঞতা ঠিক তোমার মত আমারও হয়েছিল।. সাজানো সংসার বাড়িঘর পুকুর ঘাট চাষের জমি বাবার ডাক্তার-খানা সব ফেলে রেখে মান সম্মান বাঁচাতে ইন্ডিয়ায় চলে আসি. ৫০ বছর পর আমি খুঁজে খুঁজে কুমিল্লা জেলার একটি প্রান্তিক গ্রামে আমাদের বাড়ি খুঁজে পেয়েছিলাম🌹 ঠিক তোমার মতই খালি পুকুরঘাটা ই ছিল বাকি লোকাল লোকেরা দখল করে অনেক বাড়ি বানিয়েছে এবং মসজিদ ও বানিয়ে ছে। ওই লোকেরা আদর আপ্যায়ন ও করেছিল এবং বলেছিল আমরা অনেক টাকা দিচ্ছি আপনি আমাদের লিখে দিয়ে যান শুনে আমি অবাক এবং ভয় পেয়ে গেলাম উত্তরে বলেছিলাম আমাকে একমুঠো মাটি তুলে দাও আমাদের আর কিছু চাই না তোমরা নিশ্চিন্ত মনে বসবাস কর 🌹 তোমায় মতোই এই মিষ্টি মধুর অভিজ্ঞতা নিয়ে ফিরে এলাম কুমিল্লা শহরে এবং কদিন পর কলকাতায় সব যেন স্বপ্নের মত মনে হচ্ছে আজও 🌹 এক অসাধারণ বিরল অভিজ্ঞতা যা কখনোই ভোলা যাবে না 🙏

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว

      🥺🥺🥺🥺🥺❤️❤️🥺🥺🥺🥺🥺

    • @palashbanerjee2751
      @palashbanerjee2751 ปีที่แล้ว +3

      Razakar ra pakisthani army der songo niye jevabe gono hotta chaliyechilo hinduder opor tar biboron sunle keo chokher jol atke rakhte parbena , r bakider jor purbok dormantoron korabo hoyechilo.... Bangladesher 99%manush hindu e chilen kalkrome Tara nijeder muslim bole porichoy den ...
      Kharap lage eta vebe j jara ottachario hoye nijer vite mati chere Bharat e esechen Tara nijeder saculler bole porichoy dan , tader besi hiduttobadi hobar kotha .. kintu durvaggo ... Din din west bengal er ja porinoti hocche Tate agami din ki hote choleche ta hoyto somoy bolbe..
      Video ti dekhe chokhe jol ese galo .. mone pore galo sei kalimalipto voyonkor itihaser kotha..

    • @sabyasachipal8459
      @sabyasachipal8459 ปีที่แล้ว +1

      খুব খারাপ লাগলো

    • @syasminneha3357
      @syasminneha3357 ปีที่แล้ว

      Dukkhojono holeo shotti je kichu kichu jaiga ekhono rajakar der bonshodhor der dokhole aache. Apnara obosshoi phire ashben, nijer deshe...matribhumite.

    • @shahnewazsaikat3286
      @shahnewazsaikat3286 4 หลายเดือนก่อน

      কুমিল্লার কোথায়? গ্রামের নাম কি? আমি কুমিল্লায়ই থাকি। আমাদের গ্রামেও অনেক হিন্দু বসতি আছে। আশেপাশের গ্রামেও থাকে।

  • @smartyyt8623
    @smartyyt8623 ปีที่แล้ว +4

    আপনার পূর্বপুরুষের ভিটায় মুসলিম বাস করছে দেখে খুব খারাপ লাগলো😥😥

    • @sabyasachipal8459
      @sabyasachipal8459 ปีที่แล้ว +2

      আমারো সেম

    • @sabyasachipal8459
      @sabyasachipal8459 ปีที่แล้ว +3

      এই দৃশ্য এখানেও দেখতে হবে মনে হয়😥

    • @smartyyt8623
      @smartyyt8623 ปีที่แล้ว +2

      @@sabyasachipal8459 ভুল হচ্ছে জেনেও ভুল করাটা পাপ। সচেতন হোন❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳

  • @jibonjuddhesangramibalok.4761
    @jibonjuddhesangramibalok.4761 ปีที่แล้ว +259

    বাংলাদেশের সবার প্রতি আমার আহ্বান নিজের ভিটা বাড়ী ছেড়ে যেনো আর কোনো মানুষ অন্য দেশে না যায়
    সে হিন্দু হোক বা অন্য জাতি,,,
    বাংলাদেশ সবার জন্য সমান

    • @xtasktaste0
      @xtasktaste0 ปีที่แล้ว +10

      Exactly. You just spoke my heart.

    • @freefiregaming-ek4em
      @freefiregaming-ek4em ปีที่แล้ว +16

      @@md.tanvirhasananik3717 kintu Bangladesh a ekhono Hindu der onek ottachar Kora hoi

    • @animeshdas7059
      @animeshdas7059 ปีที่แล้ว +5

      @@md.tanvirhasananik3717
      Tumi sab bhebe bolcho kathata

    • @empresskashyapm9951
      @empresskashyapm9951 ปีที่แล้ว

      @@md.tanvirhasananik3717 আর প্রতিবছর পুজোর সময় যে দেব দেবীর মূর্তি ভাঙ্গা হয় সেটা কি নাটক? প্রতিদিন এত হিন্দু শরণার্থী প্রাণ ভয়ে ভারতে আসে কেনো?

    • @ananyamaitra2831
      @ananyamaitra2831 ปีที่แล้ว +13

      @@md.tanvirhasananik3717 আমি আপনার আবেগকে সম্মান করি। এটা একেবারেই সত্য যে প্রতিটি দেশেই ভালো এবং মন্দ লোকের অস্তিত্ব রয়েছে। ভারত বিশাল জনসংখ্যার একটি বিশাল দেশ এবং ভারতে 25 কোটি মুসলমান রয়েছে। সামগ্রিকভাবে ভারত এবং এর জনসংখ্যা মুসলিম বিরোধী নয় কিন্তু কিছু রাজনৈতিক নেতা। মুসলিম এবং আমরা এই ধরনের রাজনীতিবিদদের ঘৃণা করি। সম্পূর্ণ সত্য না জেনে অনুগ্রহ করে একটি দেশকে স্টেরিওটাইপ করবেন না।

  • @sohelahmmed5390
    @sohelahmmed5390 ปีที่แล้ว +26

    আমার বাবা এবং চাচার মুখ থেকে শুনেছি। আমার দাদার বাপের বাড়ি নাকি ভারত আসামে ছিল। কিন্তু তারপরে আর কেউ কোনদিন ভারত থেকে কেউ আসে নাই। বাংলাদেশ থেকে ভারতে কেউ যায় নাই। যার কারণে যোগাযোগ আর নাই। এবং আমার দাদা তৎকালীন কলকাতা থেকে মেট্রিক পাশ করেছিলেন। আমার খুব কষ্ট হয় আমার পূর্বপুরুষ গন এখনো ভারত আসামে আছেন। হয়তো তারা আমাদের চিনবে না আমরাও তাদের চিনব না। এটাই স্বাভাবিক।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +8

      চলে আসুন আপনিও দেখে যান পূর্বপুরুষের শহর। আশা করি ভালো স্মৃতি নিয়ে ফিরবেন ❤️

    • @raja-vr8sw
      @raja-vr8sw ปีที่แล้ว +2

      Ami assam thake bolci

    • @MDIsmail-cl9jy
      @MDIsmail-cl9jy ปีที่แล้ว

      @@hellochandan ❤️❤️❤️from Bangladesh

    • @MDIsmail-cl9jy
      @MDIsmail-cl9jy ปีที่แล้ว

      @@raja-vr8sw ❤️❤️❤️from Bangladesh

    • @raja-vr8sw
      @raja-vr8sw ปีที่แล้ว +1

      Asun apni amader barite takben joto din taken hoi to peye jate paren apnader apon der ke

  • @nipasikder9052
    @nipasikder9052 2 หลายเดือนก่อน +11

    আমি বাংলাদেশী।আমার বাড়ি বরিশালে। ভিডিও টা দেখে একদম কান্না না করে থাকাতে পারলাম না।দেশ ভাগ হওয়াটা কখনোই মন থেকে আমি মেনে নিতে পারিনি।দেশ ভাগ না হলেই ভালো হতো।

    • @mdbabul7936
      @mdbabul7936 หลายเดือนก่อน

      সেইম

    • @gamingzoneworld6896
      @gamingzoneworld6896 หลายเดือนก่อน

      Desh vag hoyese bole aj apnara valovabe bache asen.

  • @smrityroy4778
    @smrityroy4778 ปีที่แล้ว +19

    একটাই উঠোন ছিলো আমাদের যাকে ভাগ করেছে সাতচল্লিশ, উঠোনে মাটি আজো হয়নি দ্বিখন্ডিত। একাকার হয়ে মিসে আছে একাত্তর। গোটা পৃথিবীটাই আমাদের মানুষের।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +3

      একদম ঠিক বলেছেন 🥺🥺

    • @barunmondal6861
      @barunmondal6861 ปีที่แล้ว

      Khub valo bolechen

    • @Khaled-if4xs
      @Khaled-if4xs ปีที่แล้ว

      জ্বি👍

  • @pachmisali123
    @pachmisali123 ปีที่แล้ว +46

    তোমার ভিডিও দেখে আমিও ইমোশনাল হয়ে গেলাম। যদিও আমি বাংলাদেশী মুসলিম কিন্তু রক্তের দিক থেকে তুমি আমার আত্মীয়। আমরা সবাই এক আদমের সন্তান কিনা!!! আজ যেমন পূর্ব পুরুষ এর ভিটেমাটি দেখে গেলে একদিন তোমার সকল পূর্ব পুরুষ যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের সাথেও দেখা হবে এক সাথে বিচার দিবসে। ভালো থাকো🙏

    • @rudra3676
      @rudra3676 3 หลายเดือนก่อน +4

      Sei... Sobai ek e Manu-Satarupa r sontan amra❤️

  • @riazpublicschool3188
    @riazpublicschool3188 ปีที่แล้ว +42

    ধন্যবাদ বাংলাদেশ ভ্রমন এবং আপনার পূর্ব পুরুষদের স্মৃতি বিজড়িত এবং জন্মস্থান ঘুরে বেরিয়ে ভারতের নতুন প্রজন্মের কাছে বাংলাদেশকে তুলে ধরার জন্য। বাংলাদেশের মানুষ অতিথি পরায়ন।

    • @Debopriya1316
      @Debopriya1316 9 หลายเดือนก่อน +2

      Sei jonno hinduder palate hoyechilo

    • @ahammedreza5990
      @ahammedreza5990 9 หลายเดือนก่อน +2

      ​@@Debopriya1316hindu der marse* Pakistani shena ra Bangladeshi ra na. Asha kori positive hoben

    • @GaziAbdulAwalSaboj
      @GaziAbdulAwalSaboj 8 หลายเดือนก่อน +1

      দাদা,সুখেন্দু,দিলীপ ঘোষ, সুকান্তরা আমাদের ভালোবাসার বুকে চাকু মারছে ওদের সাইজ করুন। দাদা,সম্ভব হলে গাজিপুরে আমার বাসায় বেড়াতে আসেন। আপনার ভালো লাগবে। কিছুদিন আগে অসিত বাড়ৈ,গিরিন ঘোষ,শ্যামলাল স্যানেল আমার বাসায় বেড়িয়ে গেছেন।

    • @SirajSikdar-c9l
      @SirajSikdar-c9l 2 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @MadhusudanRoy-ih9sk
    @MadhusudanRoy-ih9sk 5 หลายเดือนก่อน +8

    তোমার এই প্রতিবেদনের মাধ্যমে আমার কিছুটা আশা পূরণ হলো। আমাদের পূর্বপুরুষের ভিটে ছিল
    বরিশালে ঝালোকাঠি। মনে হচ্ছে আমি ওইখানে পৌঁছে গেছি তোমার এই প্রতিবেদনের মাধ্যমে।

  • @mithunroy6403
    @mithunroy6403 ปีที่แล้ว +187

    শেকড়ের টানে আমাদের বাংলাদেশে স্বাগত 🇧🇩❤️

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +3

      ❤️❤️ ধন্যবাদ দাদা ❤️❤️

    • @anujdasofficial8218
      @anujdasofficial8218 ปีที่แล้ว +6

      দাদাভাই মোর বাপের বাড়িও বরিশাল কিন্তু মুই একটু যামু ভাবছিলাম আপনাদের কথা শুনে আমার আবার জাগান দিছে যে

    • @mithunroy6403
      @mithunroy6403 ปีที่แล้ว

      @@anujdasofficial8218 চলে আসবেন।

    • @sivaji2802
      @sivaji2802 ปีที่แล้ว +1

      যদিনা তোমরা সেদিন অত্যাছার করে তাড়িয়ে দিতে তাহলে এই দিনটা দেখতে হ্তনা

    • @suvrakundu4101
      @suvrakundu4101 ปีที่แล้ว +2

      আমারও বাবা ঠাকুর দাদার জন্মভিটা ছিল বাংলাদেশ ঢাকা। সব ছেড়েছুড়ে যখন আমার বাবা পশ্চিমবাংলায় চলে এসেছিল আমরা দেখতাম যে বাবা খুব কষ্ট ভোগ করত যেসব ছেড়ে এসেছে দেখে খুব কষ্ট পেত আমার বাবা

  • @Surojit_Mallick17
    @Surojit_Mallick17 ปีที่แล้ว +15

    তোমার আবেগটা খুব ভালো ভাবে অনুভব করতে পারি। এসব ভাষায় প্রকাশ করা যায়না।
    তুমি ভাগ্যবান, তুমি অন্তত ভিটেটা ছুঁয়ে আসতে পেরেছ।
    খুব ভালোলাগলো।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +3

      এক অন্যরকম অনুভূতি। সত্যি এ ভাষায় প্রকাশ করা যায় না।

  • @mohammedrahman9044
    @mohammedrahman9044 ปีที่แล้ว +22

    অনেক ভালো লাগলো ।আমার দাদাও এলাহাবাদ থেকে বাংলাদেশে এসেছিল ।আমারও ইচ্ছা করে দাদার জন্মস্থান এলাহাবাদ যাই ।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +5

      আসুন দাদা। ঘুরে যান। পূর্বপুরুষের ভিটা দেখার সুখ আর কোন কিছুতে পাবেন না

  • @huma978
    @huma978 10 หลายเดือนก่อน +9

    রাইহান কে তোমার ভাই ছাড়া অন্য কিছু মনে হয় না। দুজনের মুখের দারুন মিল। বংশ তালিকা পেলে হয়তো দেখা যাবে কয়েক পুরুষ আগে একই বংশোদ্ভূত। শুধু ধর্মের কারণে , ক্ষমতালোভী নেতাদের জন্য দেশভাগ, দেশ ভাগের যন্ত্রণা।

  • @discoveryb8013
    @discoveryb8013 ปีที่แล้ว +86

    আমি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কোন ধর্মের লোক ঘৃণা করি না আমি তার সব ধর্মকে শ্রদ্ধা করি সম্মান করি

    • @jahidbd2194
      @jahidbd2194 ปีที่แล้ว +2

      ভায়া, সব লোক নয় কিছু লোক আছে সব ধর্মেই যাদের জন্য, এক ধর্মের মানুষের সাথে অন্য ধর্মের বিবাদ

    • @rozariosd
      @rozariosd 11 หลายเดือนก่อน

      But Muslim kill Hindu Christian Buddhist

    • @pritam9473
      @pritam9473 11 หลายเดือนก่อน +2

      😂ei korte giye dhormer name muslim ra 2 to desh niye chole gelo..r amra respect krte krte jibon katiye dilam😂😂

    • @sajalkumarmandal6659
      @sajalkumarmandal6659 11 หลายเดือนก่อน

      হা ঠিক আছে এরপর পশ্চিমবঙ্গ থেকে যাবি আর অন্য রাজ্যে গিয়ে বলবি সব ধর্মের লোক সমান।

    • @lex_yt_7-0
      @lex_yt_7-0 10 หลายเดือนก่อน

      ​@@pritam9473ভারতের অবস্থা তো তা বলে না। নিজেরা মুসলিম দের মেরে এখন আবার মুসলমানদের উপর এ দোষ দিচ্ছেন 😂😂

  • @biswajitdey6563
    @biswajitdey6563 ปีที่แล้ว +18

    দেখে খুব ভালো লেগেছে দাদা। আমার ঠাকুর দাদারও ঘর বাংলা দেশের নোয়াখালীতে থানা রামগঞ্জ গ্রামের নাম বরগা। এবার যাবো । বাংলা দেশের সংস্কৃতি কালচার অনেক ভালো লাগে । আমার মনে অনেক টানে নিজের ঠাকুর দাদার জমিতে যাবার মনটা বের বের ছুটে যায় দেশে যাবার জন্য । তোমার ভিডিও দেখে আমারও চোখে জল এসে গেছে। আমার অখনো এরকম অনুভূতি হয় বাংলা দেশ টা আমাদেরই দেশ ।

    • @raselgazi9450
      @raselgazi9450 ปีที่แล้ว +1

      হুম দাদা বাংলাদেশ আমাদের আপনাদের সবার আসবেন আমন্ত্রণ রইল আর যদি সম্পত্তি থাকে তাহলে সব কিছু পিড়ে পাবেন

    • @akashdas9292
      @akashdas9292 ปีที่แล้ว

      @@raselgazi9450 সম্পত্তির দরকার নেই ভাই তোমরা শুধু এভাবেই ভালোবাসা দিও আর আগলে রেখো আমাদের পূর্বপুরুষের স্মৃতি গুলো কে যেনো আমরা আমাদের ফেলে আসা ভিটেমাটিতে গিয়ে কখনো শান্তির নিঃশ্বাস নিতে পারি।

    • @biswajitdey6563
      @biswajitdey6563 ปีที่แล้ว

      @@raselgazi9450 নিশ্চয়ই দাদা আসবো। সম্পত্তি লাগবেনা দাদা শান্তি ও ভালোবাসা পেলেই হবে আমরা এটাই চাই ।অনেক অনেক ধন্যবাদ দাদা।

  • @takikmohammadabir5847
    @takikmohammadabir5847 ปีที่แล้ว +8

    ভাইয়া বাংলাদেশে আবার আসলে নরসিংদী আসার জন্য আমন্ত্রণ রইল।চেস্টা করবেন দুর্গাপূজার সময়ে আসার।অনেক ভালো লাগবে।আমাদের শহরে দুর্গাপূজা অনেক জাকজমকপূর্ণভাবে হয়।
    আসলে ঘুরানোর দায়িত্ব আমার😊

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +1

      অবশ্যই যাবো আবার। আপনাদের আতিথেয়তায় মুগ্ধ দাদা। ❤️

    • @appstore8557
      @appstore8557 ปีที่แล้ว

      @@hellochandan ভাই আপনেকি কলকাতা থাকেন। আর আপনার নাম্বারটা দিবেন। আমার নানা বাড়ি কলকাতা কিন্তুু আমার মা আর নানি কেউ কখনো কলকাতা যায়নি। আমার নানা বাংলাদেশে চাকরি করতেন

  • @user-gayes420
    @user-gayes420 6 หลายเดือนก่อน +14

    আমার দাদু ভারত থেকে বাংলাদেশে এসেছেন একদম এক‌ই ইতিহাস। ভারতের আলিপুরদুয়ার স্বপ্ন ও আবেগের সেই জায়গায়। আপনার আবেগ অনুভব করতে পারি😢

    • @ar4661
      @ar4661 3 หลายเดือนก่อน

      আমরা মালদাহ থেকে।

    • @Hamidul572
      @Hamidul572 3 หลายเดือนก่อน

      এখন বাংলাদেশ কোথায় থাকেন?

    • @papriislam6021
      @papriislam6021 2 หลายเดือนก่อน

      আমরা আসাম🥹

  • @shibanisamaddar6160
    @shibanisamaddar6160 ปีที่แล้ว +19

    বেদনা দায়ক স্মৃতি। আমার মা জীবনের শেষ সময় পর্যন্ত খুলনায় আমার মাতুল দাদুর কথা বলতে বলতে দুচোখ ভরে যেত জলে। সমস্ত কিছু ছেড়ে চলে এসেছিল ।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +1

      একবার খুলনা থেকে ঘুরে আসুন মাসিমার জন্য।

    • @arifracecom7929
      @arifracecom7929 7 หลายเดือนก่อน

      আমি খুলনা র বটিয়াঘাটা থাকি।আপনার দাদুর ভিটা কথায়।আমাকে বলেন।আমি সব ই চিনি।

  • @joybarua6128
    @joybarua6128 ปีที่แล้ว +143

    আমার বাংলাদেশ টা ছোট হলে খুব আবেগময় একটা দেশ আসবেন আবার বার বার এসে দেখে যাবেন আপনার মনের আকুতি গুলো এসে মিঠিয়ে যাবেন বাংলার মাঠিকে ধন্যবাদ সেই আগের বাপ দাদার ভিটা এসে দেখে যাওয়ার জন্য এটাই হল বাংলার টান যেখানে উপার এপার যতই দূরত্ব হোক যতই বারাবারি হোক
    কিন্তুু দিন শেষে আমরা বাংলী
    ❤️❤️❤️❤️❤️
    ভালোবাসা রইলো এপার থেকে

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +11

      একদম দাদা। অনেক ভালো লাগলো আপনার লেখা। প্রনাম নেবেন ❤️

    • @gggjjjj3958
      @gggjjjj3958 ปีที่แล้ว

      দাদা আপনিও ভারতে চলে আসুন।নইলে আপনার প্রতিবেশীরাই আপনাকে কেটে টুকরো করবে।

    • @chandonanaskar2114
      @chandonanaskar2114 5 หลายเดือนก่อน +1

      যদি বাংলাদেশ ভালো হতো তাহলে আজ এই মানুষ গুলো কে দেশ ছাড়তে হতো না ।।

    • @villagelivewithtania89
      @villagelivewithtania89 4 หลายเดือนก่อน

      বাংঙ্গালীদের জন্য এনারা দেশ ছেড়েছেন ওনি কি একবারও বলেছেন ইতিহাস জেনে কথা বলবেন ভাই বাংঙ্গালী তো তাই কষ্ট লাগলো

    • @ahm3796
      @ahm3796 4 หลายเดือนก่อน

      ​​@@chandonanaskar2114১৯৪৭ সালে দেশ বিভক্তির পর, বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে (পাকিস্তান,ইন্ডিডয়া ও বাংলাদেশ)গেছে----এটা স্বাভাবিক। হ্যাঁ অবশ্যই অনেক লোকের ও ক্ষতি হয়েছে 😢😢😢😢😢😢😢
      আমার ক্লোজ অনেক মুসলিম তারা ভারত থেকে বাংলাদেশে আসছে, ভারতের হিন্দুদের অত্যাচার এর জন্য😢😢😢😢😢😢।
      তারা বলছিল তাদের ভারতে অনেক ভালো জমি ছিল, কিন্তু সব রেখে চলে আসতে হয়েছে😢😢😢😢।

  • @md.shafiqulislam8121
    @md.shafiqulislam8121 ปีที่แล้ว +14

    বিদায় মূহুর্তে দর্শক হিসেবে আমারও খুব কষ্ট অনুভব হল। নিজের পূর্ব পুরুষদের ঠিকানা সেত নিজেরই ঠিকানা । তবুও দূরে চলে যেতে হচ্ছে !

  • @প্রকৃতিপ্রেমী-প১ছ
    @প্রকৃতিপ্রেমী-প১ছ 4 หลายเดือนก่อน +7

    এখনকার ছেলেপুলে রা গ্রামের বাড়ি বিক্রি করে শহরে বসাবসে বেশি আগ্রহী।তাই পূর্ব পুরুষদের ভিটার কথা ভুলে ই যায়। কিন্তু তোমাকে দেখে খুব শান্তি পেলাম যে কিনা পূর্বপুরুষের ভিটা মাটি খুঁজতে এতদূর গিয়েছো। ভালো থাকো আর তোমাকে দেখে এই যুবসমাজ যেন কিছু শিখতে চায়।

  • @Abdullah902
    @Abdullah902 ปีที่แล้ว +50

    চোখের জল আটকে রাখতে পারছি না 😥😥
    যদি ব্রিটিশরা আমাদের হিন্দু -মুসলিমদের মধ্যে সামপ্রদায়িকতা তৈরি না করতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না😥
    আর যদি অখণ্ড বাংলা হতো তাহলে আত্যন্ত বাঙগালির ইমোশন দাম পেত। এখন আমি Honours first year এ পড়ি।ছোট মানুষ বলা চলে। যদি ভবিষ্যতে বড় কিছু হতে পাড়ি তাহলে Relation of East Bengal and west Bengal নিয়ে কাজ করবো।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +4

      Onk dhonnobad tmk.. Egiye jaao. Vlobasa roilo ❤️

    • @VIRATIAN718
      @VIRATIAN718 ปีที่แล้ว +12

      No bro it's not fall of British it's fall zinnah or zihadi Muslim logo ka

    • @AnanyaDas10
      @AnanyaDas10 ปีที่แล้ว

      British ra shudhu help korechhe ashol shomoshya toh Muslim Der ...ora Bharat bhanglo Muslim nation Pakistan toiri Korte !!!

    • @mfq753zgo
      @mfq753zgo ปีที่แล้ว +2

      @@VIRATIAN718 hmm agree with you

    • @rejwanulhaque475
      @rejwanulhaque475 ปีที่แล้ว +3

      তাদের লাগানো ঝামেলা নিয়ে আজও আমরা মারামারি করছি !!!!

  • @sunitbanerjee8147
    @sunitbanerjee8147 ปีที่แล้ว +68

    চোখে জল চলে এলো। আমার ও ঠাকুরদার বাড়ি বরিশাল।শুনেছি বাবা তার জেঠুর সাথেই ৭ বছর বয়সে নিজের জায়গা দেখে এসেছিলেন। আমার ও একবার যেতে ইচ্ছে করে।

    • @Hasib845
      @Hasib845 ปีที่แล้ว +3

      আসেন বরিশালে
      যতটা পারি হেল্প করব

    • @mdmasudrana7586
      @mdmasudrana7586 ปีที่แล้ว +3

      Asen vi
      Amra help korbo

    • @arunroy9715
      @arunroy9715 ปีที่แล้ว +3

      কেন তাদের নীজের দেশ ছেড়ে আসতে হয়েছিল একটু জানাবেন

    • @maksudarrahman6513
      @maksudarrahman6513 ปีที่แล้ว +2

      @@arunroy9715 It was totally political polices than religious issues.

    • @Green-ou4cg
      @Green-ou4cg ปีที่แล้ว +2

      @@maksudarrahman6513 it was religious issue that successfully made by the some 'great' political leader

  • @animeshsaha2864
    @animeshsaha2864 ปีที่แล้ว +15

    হ্যাঁ এটাই আমাদের বাংলাদেশ।

  • @ahmedulazam2324
    @ahmedulazam2324 ปีที่แล้ว +51

    অনেক ভালোবাসা রইলো দাদা। বাংলাদেশে বার বার ঘুরে যাবেন। বাংলাদেশ আপনার পূর্বপুরুষের বাসভূমি। ভালোবাসা জানাই সেইসব মানুষদের প্রতি যারা তাদের জন্মভূমি ছেড়ে চলে গিয়েছিলেন।

    • @swapanpal9801
      @swapanpal9801 ปีที่แล้ว

      দখল বৃত্তান্ত / দেবাশিস লাহা
      বাড়ি জমি অনেক উপায়েই দখল করা হয়। বহুল প্রচলিত দুটি পদ্ধতি ---
      ১) মৌলবাদীরা আপনাকে থ্রেট করে, আগুন লাগিয়ে, অস্ত্র চালিয়ে ঘরছাড়া করতে পারে। চাচা আপন প্রাণ বাঁচা বলতে বলতে আপনি ঘটি বাটি যা হাতের কাছে পাবেন বেঁধে নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়বেন৷
      ২) এই জাতীয় দুর্দিনে আপনাকে পাশের বাড়ির কেউ আশ্রয় দিতে পারে। দু তিন দিন রেখেও দিতে পারে বাবা বাছা করে। তারপর একদিন ---
      সুনীলদা, অনিলদা, শ্যামদা (ইত্যাদি) আপনাদের এখানে থাকা নিরাপদ নয়। আমরা আর কতদিন লুকায়ে রাখব। আপনারা বরং -- চলেন আমিই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি।
      অতএব আপনিও নিরাপদ ভূখণ্ডের সন্ধানে বেরিয়ে পড়লেন। সঙ্গে আপনার আশ্রয়দাতা। আহা কিই ভালই না বাসেন আপনাকে! ওই দেখুন বিদায় কালে আপনাকে জড়িয়ে ধরে কি কান্না! আপনার চোখেও জল। কী অপরূপ মানবতার স্মৃতি নিয়ে আপনি ভিটেমাটি ছাড়লেন৷ সারা জীবন ভুলতে পারলেননা।
      কিন্তু সেই দৃশ্যটি থেকে আপনি চিরবঞ্চিতই রয়ে গেলেন। নিজের চোখে যদি একবার দেখতেন -- কোন দৃশ্য!
      ওই দেখুন যারা আগুন লাগিয়েছিল এবং যারা আশ্রয় দিয়েছিল দু পক্ষই আপনার উঠোনে। একেবারে জমাটি আড্ডা। সঙ্গে পরবর্তী কার্যক্রমের আলোচনা। কে আগুন দেবে, কে ফাগুন!

    • @AKBARSHEIKH-z2e
      @AKBARSHEIKH-z2e ปีที่แล้ว

      Amr piyo desh bangladesh amr desher manusher achar bebohar masallah ❤france theke i love u desh

  • @Er.bibekmondalofficial
    @Er.bibekmondalofficial ปีที่แล้ว +6

    দাদা তোমার মতো এক ই ভূক্তভোগী। সবই কট্টর ইসলাম এর ফল।

    • @MDSalauddin-hr1qo
      @MDSalauddin-hr1qo ปีที่แล้ว

      ইসলাম তোর মাকে চুদছে

  • @biplabchakdaha9950
    @biplabchakdaha9950 ปีที่แล้ว +10

    আমার জন্ম বাংলাদেশে। বর্তমানে ভারতের নদীয়া জেলায় থাকি। দেশে থাকতে দেশের টানটা বুঝি নি। এখন প্রতিটি মূহুর্তে বুকের ভিতর টা কুরে কুরে খায় 😞। এই ভিডিও দেখার পর নিজেকে আর আটকে রাখতে পারলাম না। 🙃

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว

      🥺🥺🥺🥺

    • @itzarghyababy
      @itzarghyababy ปีที่แล้ว

      তোদের বাঙাল হিন্দু গুলো হিন্দুই না। তোরা কুলাঙ্গারের জাত। এভাবে আবেগ না দেখিয়ে নিজেদের বঞ্চনাকে ক্রোধে পরিনত করা উচিৎ।

  • @RAMKRISHNAJODDAR
    @RAMKRISHNAJODDAR 6 หลายเดือนก่อน +26

    আমি ও বাংলাদেশী ছিলাম দাদা, চলে এসেছি, খুলনা জেলায় ছিলাম, এখন দক্ষিণ চব্বিশ পরগনায় আছি, নিজের দেশটা ছাড়ার কষ্টটা আমি বুঝি দাদা, নিজের পূর্ব পুরুষদের ভিটা ছাড়ার কষ্ট 😢😢

    • @sadikatahsin8043
      @sadikatahsin8043 4 หลายเดือนก่อน

      Ami Khulna thaki

    • @aritramajumder2268
      @aritramajumder2268 2 หลายเดือนก่อน

      ​@@sadikatahsin8043আমরাও খুলনা থেকে

  • @Black_Knight2306
    @Black_Knight2306 ปีที่แล้ว +91

    My grandfather is from Barisal moved to Kolkata in 1939. He told me they lived in the banks of Meghna river Vola Zila . I live in Canada and parents live in Shantiniketan, Birbhum. One day I’ll go to Barisal to see where I came from. 😅

    • @seamahmed2833
      @seamahmed2833 ปีที่แล้ว +3

      it's bhola it's a district from barisal division. come to visit.. always welcome

    • @MOHAMMEDYOUSUFOFFICIAL
      @MOHAMMEDYOUSUFOFFICIAL ปีที่แล้ว +1

      welcome man.

    • @sohelsheikh9294
      @sohelsheikh9294 ปีที่แล้ว +1

      I think I visited your grandfathers village ..it's now Vola district but division is Barishal ..

    • @SharminChowdhuri-y5b
      @SharminChowdhuri-y5b ปีที่แล้ว +1

      চলে আসবেন দেখতে কেমন

    • @Billa...372
      @Billa...372 ปีที่แล้ว

      Ei sala rajakar er baccha 😢😢😢😢😢

  • @shadhubanglamedia7140
    @shadhubanglamedia7140 ปีที่แล้ว +25

    আপনিতো এসে আপনার ঠাকুরদার ভীটা দেখে গেলেন। আমাদেরও কাদিয়ে দিয়ে গেলন। ৪৭ না হলে হয়তো আপনিও এই গ্রামেরই ছেলে থাকতেন। যতক্ষণ ইউটিউবে ছিলেন সারাক্ষণ চোখের পানি ফেলেছি। কি আর বলবো ভাষা হারিয়ে ফেলেছি।। দোয়া করি ভালো থেকো দাদু। পারলে আবরো এসো। আমি ঢাকায় থাকি।।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +4

      আপনারা এত ভালোবাসলে যে বাড়িতে মন টিকছে না। আবার বেরিয়ে যেতে ইচ্ছে করছে বাংলাদেশ। আবারও দু চোখ ভরে পূর্বপুরুষের ভিটা দেখতে ইচ্ছে করছে। আপনি প্রনাম নেবেন 🙏 অনেক অনেক ভালোবাসা রইলো। ভালো থাকবেন। ঢাকায় পরের বার গেলে দেখা করবো। ❤️❤️❤️

  • @sonalibanerjee3663
    @sonalibanerjee3663 ปีที่แล้ว +13

    আমার পূর্বপুরুষ ও থাকতো বাংলাদেশে, আপনার ভিডিও দেখে আমার যাবার ইচ্ছা টা বেড়ে গেলো ♥️ কনো দিন যেতে পারবো কি জানি না 🧡

    • @SMMILONMiah-p6w
      @SMMILONMiah-p6w 8 หลายเดือนก่อน +1

      কোন জেলায় ছিল,,

  • @TaslimaAkter-oh5ty
    @TaslimaAkter-oh5ty 7 หลายเดือนก่อน +30

    আহা, কত মুসলিম ভারত থেকে ভিটেমাটি ছেড়ে চলে এসেছে , কত হিন্দু চলে গিয়েছে 🥺তারা কিভাবে নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কষ্ট সহ্য করতে পেরেছিল 🥺
    💚 from 🇧🇩

    • @ripan1990
      @ripan1990 6 หลายเดือนก่อน +6

      Bharat theke kono Muslim bidesh e jayni

    • @TaslimaAkter-oh5ty
      @TaslimaAkter-oh5ty 6 หลายเดือนก่อน

      @@ripan1990 আপনার তথ্যে ভুল আছে। নিরপেক্ষ ভাবে পড়াশোনা করুন,আপনিও স্বীকার করবেন; অবশ্য যদি আপনার ব্যাক্তিত্বের অভাব না থাকে ।
      হিন্দুরা আমাদের ভাই,,যারা চলে যেতে বাধ্য হয়েছে তাদের জন্য আমরা সমব্যাথী । আমাদের আশেপাশে এমন অগণিত মুসলিম আছে যারা দেশ ভাগের সময় বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে । বাংলা সাহিত্যের অনেক জায়গায় আপনি ভারতীয় মুসলিমদের বাংলাদেশে আসার কথা পাবেন; যেগুলো ঐ সময়ে রচিত হয়েছিল।আপনি কি জানেন আমাদের জাতীর পিতা আপনাদের কলকাতায় পড়াশোনা করতেন এবং সেখানেই তার রাজনীতিতে হাতেখড়ি,,, দেশভাগের কারণে তিনি ঢাকায় আসতে বাধ্য হন এবং উনার অনেক আত্মীয় স্বজন - যারা কলকাতায় স্হায়ী ছিলেন তারা সব ছেড়ে আসতে বাধ্য হয়। এটা তো মাত্র একটা উদাহরণ,,,,তবে আমরা কাউকে দোষারোপ করি না,,কারণ পরিস্থিতিটাই ওরকম ছিল ।

    • @sandipanpanda1123
      @sandipanpanda1123 6 หลายเดือนก่อน +3

      1 JON HOITO MUSLIM GECHE AR SEI RATIO TE 100 JON ESECHE

    • @TaslimaAkter-oh5ty
      @TaslimaAkter-oh5ty 6 หลายเดือนก่อน +3

      @@sandipanpanda1123 হ্যাঁ,, আপনাদের ভাষায় ।

    • @afrinrahman1997
      @afrinrahman1997 5 หลายเดือนก่อน

      ​​@@ripan1990আপনি কি জন্মেছিলেন সেই সময়? এত কনফিডেন্টলি মিথ্যা বলতে পারেন না! বিহার থেকে অনেক মুসলিম এসেছে এখানে। আর তো বাদই দিলাম।

  • @saikatthakurta4689
    @saikatthakurta4689 ปีที่แล้ว +5

    আমার পূর্ব পুরুষের ভিটে ছিল ফরিদপুর মাদারীপুর sub division বলে শুনেছি। খুব ঘুরে আসতে ইচ্ছে করে 😔

    • @niloybala4789
      @niloybala4789 ปีที่แล้ว

      Madaripur er kothay vi

    • @saikatthakurta4689
      @saikatthakurta4689 ปีที่แล้ว

      @@niloybala4789 সেটা ঠিক জানিনা। 🥺

  • @scarfacemr1460
    @scarfacemr1460 ปีที่แล้ว +76

    আমার ঠাকুরদার বাড়ি ছিল বাংলাদেশে । বার বার তিনি মাতৃভূমির কথা বলতেন যেতে চাইতেন । Love from 🇮🇳🇮🇳

    • @AD83521
      @AD83521 8 หลายเดือนก่อน +3

      বাংলাদেশের কোথায়? 😊

    • @aliraniza
      @aliraniza 7 หลายเดือนก่อน

      কোথায় চিল

    • @MDRashedKhan-p5e
      @MDRashedKhan-p5e 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤

    • @21taniasultana92
      @21taniasultana92 23 วันที่ผ่านมา

      অনেক বেদনাদায়ক ব্যাপার তার মন মৃত্যুর আগ পর্যন্ত মাতৃভূমির জন্য পুড়ছে টানছে..আহা কি যন্ত্রণার,কষ্টকর😭😭

    • @mintudas-py3nr
      @mintudas-py3nr 17 วันที่ผ่านมา

      আপনার ঠাকুরদার বাড়ি কোন জায়গায় ছিলেন ঠাকুরদার নাম কি ছিলেন গ্রামের নাম কি ছিলেন ইতিহাস তো বললেন না

  • @dolonbiswas4072
    @dolonbiswas4072 ปีที่แล้ว +11

    সত্যি বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগলো। আমার স্বপ্ন যেটা তা তুমি পূরণ করলে। আমারও একটাই ইচ্ছা বাবা মা কে বাংলা দেশ এর ঢাকা জেলার মানিকগঞ্জ আমার বাবার জন্ম ভিটায় যাওয়া l

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว

      ❤️❤️❤️ ধন্যবাদ দাদা। আপনার কমেন্ট পড়ে আবেগে আপ্লূত হয়ে গেলাম

  • @snsworld7591
    @snsworld7591 9 หลายเดือนก่อน +10

    দাদা আমি একজন বাংলাদেশী তারপরেও তোমার কথাগুলি শুনে অনেক কষ্ট লাগছে দেশভাগ না হলে এখানেই থাকতেন। শেষ সময়টা যখন এখান থেকে বের হচ্ছিলেন তখন আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল ভালো থাকবেন দাদা।

  • @sauravhossain8302
    @sauravhossain8302 ปีที่แล้ว +43

    এই আবেগের দাম অমূল্য !
    শিকড়ের প্রতি যে সব মানুষের এত আবেগ, ভালোবাসা, তারাই খাটি মানুষ।
    ভালোবাসা রইলো 💙

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা। প্রনাম নেবেন ❤️

  • @sunilmallick6925
    @sunilmallick6925 ปีที่แล้ว +11

    দা দা আমাদের আদীবাড়ী ছিলো বরিশালে বাগদার মন্ডল বাড়ি । আমার জন্ম এখানে হলেও খুব ছোটো বেলায় একবার ওখানে গিয়েছিলাম যে সুন্দর স্মৃতি মনের মনিকোঠায় বহন করে এনেছিলাম তা এখনও বিরাজ করছে। আপনার কথা শুনে ভালো লাগলো।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা ❤️

  • @md.polashmia6150
    @md.polashmia6150 ปีที่แล้ว +59

    বাংলাদেশ থেকে ভারতে গেলে খুব একটা রেসপন্স পাওয়া যায় না।
    কিন্তু ভারতের মানুষ বাংলাদেশ এ আসলেই যথেষ্ট রেসপন্স করে আদর ভালোবাসা পায়।

    • @MizanurRahman-xw8tt
      @MizanurRahman-xw8tt ปีที่แล้ว +5

      Dada kheye eshesen, nami jeye khaben?

    • @md.polashmia6150
      @md.polashmia6150 ปีที่แล้ว

      @@MizanurRahman-xw8tt hmm you are wright

    • @shelenaahmrdrima4703
      @shelenaahmrdrima4703 ปีที่แล้ว

      16:00 মানুষ যে কতো সার্থপর হতে পারে তার প্রমান ঐ মহিলা, তার পুর্বপুরুষের ভিটায় তোমরা থাকছো অথচ লোকটাকে একটু আপ্যায়ন করারও আগ্রহ দেখালো না,
      আমাদের সিলেটে একটা প্রবাদ আছে,
      "কার হগদা খাও গো বেটি ঠাকুর চিনোনা"
      ভরতে গেলে তেমন একটা রেসপন্স পাবে কি করে, কাউকে খুশি মনে বিদায় দিলে তারও ভালো লাগে ? নয়তো তার কাছে কখনো গেলে লাথি মারবে, আদর করবে না।

    • @sambit99able
      @sambit99able ปีที่แล้ว

      ​@@MizanurRahman-xw8tt জীবনের ৩০টা বছর পশ্চিমবঙ্গে কাটিয়ে দিলাম! জীবনে কাউকে এই বস্তা পঁচা dialogue বলতে শুনিনি...অতিথিদের যথেষ্ট অ্যাপায়ন করা হয়! পশ্চিমবঙ্গের মানুষের প্রতি, যে কোনো কারণেই হোক, ঘৃণার ফলেই কথা গুলো বলে থাকেন কিছু মানুষজন। এত ঘৃণা কিসের ভাই?

    • @sambit99able
      @sambit99able ปีที่แล้ว +8

      ​@@md.polashmia6150 বাংলাদেশ থেকে অনেকেই তো vlog করছে কলকাতায় এসে। দেখবেন তো কত পশ্চিমবঙ্গের মানুষজনের ইতিবাচক comment থাকে তাদের vlog এ...এতেই বোঝা যায় বাংলাদেশী vlogger ভাই বোনদের ও সমান আদর দেয় পশ্চিমবাংলার মানুষজন....

  • @shahinaakterlubna855
    @shahinaakterlubna855 7 หลายเดือนก่อน +8

    আমাদের দেশের মানুষ যেমন আন্তরিক ভারতের মানুষ এতটা আন্তরিক নয় যা তুমি অকপটে স্বীকার করলে, ধন্যবাদ।

    • @jitgoswami5807
      @jitgoswami5807 2 หลายเดือนก่อน

      এতটাই আন্তরিক যে নিজের ভিটে মাটি ছেড়ে এত এত মানুষকে তারা চলে যেতে বাধ্য করে। বাংলাদেশ থেকে যত মানুষ কে অত্যাচার করে ভারতে আসতে বাধ্য করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে তার অর্ধেককেও পাঠানো যেতে পারত তাহলে আজকে পশ্চিমবঙ্গের এমন অবস্থা হতো না

  • @nitadhua3775
    @nitadhua3775 ปีที่แล้ว +9

    সত্যি সত্যি তোমার সঙ্গে আমার ও চোখে জল এসে গেল। আমি তোমার থেকে অনেক বড়। আমার মা বাবা দেশ ভাগের সময় ভারতে চলে আসেন। ওনাদের মুখে অনেক গল্প শুনেছি ওপার বাঙলার। 71 এর যুদ্ধের সময় আমি আমি ছোট ছিলাম। তবে কিছু স্মৃতি মনে আছে। তবে তোমার মতো আমার ও মনে হয় দেশটা ভাগ না হলে আমিও ঢাকা শহরে থাকতাম। ভালো থেকো। অনেক শুভেচ্ছা রইল।

  • @mrakbar3178
    @mrakbar3178 ปีที่แล้ว +16

    বাংলাদেশের মানুষ আত্মীয়তা প্রবণ।আপনার পূর্ব পুরুষের ভিটা দেখতে আসায় অসংখ্য ধন্যবাদ।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা ❤️❤️❤️

  • @bbk491
    @bbk491 ปีที่แล้ว +8

    চোখে জল নিয়েই ভিডিও টা দেখছি... Jethur জন্য পুকুরের জল নিয়ে আসতে parte...... Jedin থেকে আমিও শুনেছি বাংলাদেশের vite মাটির কথা সেদিন থেকেই মনের মধ্যে এই আশা নিয়ে আছি একদিন যাবো.. পাসপোর্ট রেডি vagoban সঙ্গ দিলেই rouna hobo... Samoi পেলেই ma babar mukhe bangladesr galpo শুনি😢😢

    • @Khaled-if4xs
      @Khaled-if4xs ปีที่แล้ว

      ❤️❤️❤️👍

  • @suhitas7327
    @suhitas7327 6 หลายเดือนก่อน +12

    চোখে জল চলে এলো। আমারও পূর্বপুরুষেরা ভিটেমাটি ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হয়েছিলেন। আমার মায়ের দেশের জন্য সবসময় প্রাণ কাঁদতো । মায়ের মুখে বাংলাদেশের কথা শুনে শুনে বড় হয়েছি। আমি আপনার অনুভূতিটা বুঝতে পারছি। খুব ভালো লাগলো vlog টা ❤

    • @hellochandan
      @hellochandan  6 หลายเดือนก่อน +1

      ❤️ dhonnobad dada

    • @sabihasaifa8202
      @sabihasaifa8202 หลายเดือนก่อน

      বরিশালে কোথায় এটা

    • @sabihasaifa8202
      @sabihasaifa8202 หลายเดือนก่อน

      মানে কোথায় এ জাগাটা

    • @mintudas-py3nr
      @mintudas-py3nr 17 วันที่ผ่านมา

      আপনার ঠাকুরদার ইতিহাস বলে যান, আমরা ঠাকুরদার নাম আপনাদের গ্রামের নাম জেলার নাম, এসব ইতিহাস শুনতে ভালই লাগে , প্লিজ ইতিহাস জানাবেন

  • @tufayeltapader1922
    @tufayeltapader1922 ปีที่แล้ว +18

    পুরনো ঐতিহ্য তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং বাংলাদেশে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!!❤❤

  • @gopabagchi573
    @gopabagchi573 ปีที่แล้ว +12

    আমারও খুব দেখতে ইচ্ছা করে আমার ঠাকুরদার বাড়ি যেখানে আমার বাবা শৈশব কাটিয়েছে কিন্তু সুযোগ হয়নি আপনি সৌভাগ্যবান যে নিজে গিয়ে দেখে আসলেন ,ভালো থাকুন 👍

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว

      Ami apnar kono kje lgle bolben ❤️

    • @ASIATRAVEL-xh4ey
      @ASIATRAVEL-xh4ey หลายเดือนก่อน

      এসে দেখে যান

  • @swapanbiswas6647
    @swapanbiswas6647 ปีที่แล้ว +24

    চোখে জল আসার মত স্মৃতি আমাদের পূর্বপুরুষ বাংলাদেশ এখনো আছে

    • @imranulhaqueakib4699
      @imranulhaqueakib4699 ปีที่แล้ว

      কোথায় ব্রাদার?

    • @zamansarkar36169
      @zamansarkar36169 ปีที่แล้ว +2

      ঘুরতে আসেন। ভালো লাগবে

    • @wweshorts188
      @wweshorts188 10 หลายเดือนก่อน

      আমাদেরও নিজের অনেক মানুষজন বাংলাদেশে আছে।

  • @pranatimondal1559
    @pranatimondal1559 7 หลายเดือนก่อน +7

    ভিডিওটা দেখে আমার মনটাই কেমন করে উঠলো....বুঝতে পারছি পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত জায়গায় গিয়ে আপনারও একটা আলাদা আবেগ কাজ করছিল...সত্যি দেশভাগ না হলে আজ আপনি আপনার পরিবার সবাই ওখানেই থাকতেন ❤❤

    • @AmritShil-n6k
      @AmritShil-n6k 2 หลายเดือนก่อน

      আমি ও বাংলাদেশে কিছু পরে পরে আসি ভালো লাগে

  • @Shima-kc8yp
    @Shima-kc8yp ปีที่แล้ว +15

    পৃথিবীর কোন‌ দেশের মানুষকে জন্মভূমি ত্যাগ করার মত পরিস্থিতি কখনো যেন না হয় স্রষ্টার নিকট এটাই চাওয়া।

  • @abdullaemon9732
    @abdullaemon9732 ปีที่แล้ว +16

    আমার পুর্বপুরুষরা মুর্শিদাবাদের ভগবানগোলা থানার আখেরিগন্জ পোঃ,বেণীপুর গ্রামের বাসিন্দা 👍কোন একদিন নাড়িরটানে বাপ দাদার ভিটাতে জাই তাহলে আপনার মত চোখে জল আসবে😭😭 সেই আশায় রাজশাহীতে পড়ে আছি 🇧🇩❤️🇮🇳বাংলাদেশে আবার আসবেন দাদা❤️❤️

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว

      অবশ্যই বাংলাদেশ যাবো। আপনি ইন্ডিয়া এসে ঘুরে যান। দেখে যান সেই ভিটা। অনেক আনন্দ পাবেন ❤️❤️❤️

    • @abdullaemon9732
      @abdullaemon9732 ปีที่แล้ว

      @@hellochandan বাপ দাদার ভিটাবাড়িতে জাবার ইচ্ছা আছে।আপনার সাহায্য দরকার হবে,আমি আপনার চ্যানেলের সাথেই থাকছি দাদা👍🇧🇩❤️

    • @shohelynaznin4272
      @shohelynaznin4272 ปีที่แล้ว +1

      আমাদের পরিবার সব বাংলাদেশি। কিন্তু আমার অনেক relative আছে যাদের বাড়ি মুর্শিদাবাদ ছিল।দেশ ভাগের সময় চলে আসছে।তাদের অনুভূতি ও হয়ত এমন e হবে।

    • @filixx1545
      @filixx1545 ปีที่แล้ว

      আমি মুর্শিদাবাদ জেলায় থাকি

    • @abdullaemon9732
      @abdullaemon9732 ปีที่แล้ว

      @@shohelynaznin4272 ঠিক বলেছেন 😪😭😭

  • @nanigopaldas304
    @nanigopaldas304 ปีที่แล้ว +7

    ভাইরে আমার পূর্ব পুরুষদের বাড়ী ভোলা জেলার অন্তর্গত মনপুরা উপজেলায় ছিল যাহা বতর্মানে মেঘনা নদীর পেটে রয়েছে। তুমি ভাগ্য মান তোমার পূর্ব পুরুষদের ভিটে মাটি দেখতে পেয়েছ।

    • @khairulislamkhairulislam-y5x
      @khairulislamkhairulislam-y5x 4 หลายเดือนก่อน

      বরিশাল আমার বাসা,,ভোলা একদম ই কাছে আমাদের থেকে

  • @anilchandrabiswas8620
    @anilchandrabiswas8620 9 หลายเดือนก่อน +3

    ভাই, তোমাৰ এই ভিডিও টি দেখে আমাৰ ও ঠাকুৰ দাৰ ভিটে বাড়ীৰ দৃশ্য গুলো দৃষ্টি মনিকূটে ভেসে উঠল,আমিও ১৯শে সেপ্টেম্বৰ/২০২৩ ইং বাংলাদেশেৰ ঠাকুৰ দাৰ ভিটে বাড়ীৰ দৃশ্য গুলো দেখে আবেগে ভেঙ্গে পৰেছিলাম।
    আমাদেৰ ঠাকুৰ দাৰ বাসা বৰ্তমান গাজি পুৰ জেলাৰ কাথা চূড়া গ্ৰামে ছিল।গাছ বাড়ী মামাদেৰ বাসা।
    বাংলাদেশেৰ আত্মীয়ৰা অত আপ্যায়ন কৰতে জানে কল্পনা কৰা যায় না,ভূলাৰ মত নয়,সত্যি।

  • @abhijitdebnath95
    @abhijitdebnath95 ปีที่แล้ว +4

    ধন্যবাদ ভাই। আমার দাদুর বাড়ি ও বাংলাদেশ এ নোয়াখালী তে ছিল। এখন আমরা আসামে আছি। যদি এমন সুযোগ পাই কোনোদিন তাহলে যাবো ঘুরতে।

    • @raihanshofi6453
      @raihanshofi6453 ปีที่แล้ว +1

      নোয়াখালীর কোন থানা কোন গ্রাম? এড্রেস কি মনে আছে?

    • @abhijitdebnath95
      @abhijitdebnath95 ปีที่แล้ว

      @@raihanshofi6453 ধন্যবাদ ভাই কমেন্ট এর জন্য।
      হ্যা মনে আছে। আমার ঠাকুরমা থেকে সব ডাটা নিলাম।
      দাদুর বাড়ি ছিল - নাটেস্বর গ্রামে, দাদুর বাড়ির পিছনে ছিল হাজী বাড়ি, 1950 - 1955 এর কথা।
      ঠাকুরমার বাড়ি ছিল - হাজীপুর, কয়েক পরিবার দেবনাথ ছিল। অনেক বড় বাড়ি ছিল। বাড়িতে অনেক অর্জুন গাছ ছিল, আর আম, জাম, বাদাম এগুলো ও ছিল। পাশে চৌমুনি বাজার ছিল। উত্তরে চৌমুনি রেল স্টেশন ছিল। ওখান থেকে রেল মাইজদী রেল স্টেশন যেত। ওদের বাড়ির পেছনে শরীফপুর ছিল।
      ওদের পাশে মন্দার বাড়ি, তালুকদার বাড়ি, জালফা বাড়ি ছিল।
      একটু দূরে ছিল চাঁদপুর, চাঁদপুর থেকে স্টিমার চড়ে গোপালনন্দ যেত।

    • @raihanshofi6453
      @raihanshofi6453 ปีที่แล้ว +1

      @@abhijitdebnath95 ওহ, নাটেশ্বরের ওদিকে বাড়ি এমন কেউ হলে এক্সাক্ট তথ্যটা নেয়া যেতো। আমি ভিন্ন থানার। নাটেশ্বরের ওদিক সম্পর্কে তেমন আইডিয়া নেই। ফেইসবুকে নোয়াখালীর কিছু গ্রুপ আছে। ওগুলোতে পোস্ট করে দেখতে পারেন

    • @abhijitdebnath95
      @abhijitdebnath95 ปีที่แล้ว

      @@raihanshofi6453 Ok. Thank you.

    • @dilrubayesmen5178
      @dilrubayesmen5178 ปีที่แล้ว

      Noyakhali Kon jaygay.ami Noyakhalir manus

  • @shamimgazi1651
    @shamimgazi1651 ปีที่แล้ว +19

    পশ্চিমবঙ্গ মালদা জেলা ছিল আমাদের পূর্বপুরুষদের জন্মস্থান। ১৯৪৭ সালের দেশভাগের সময় পূর্ববঙ্গ চলে আসে আমার পিতামহ সবাই। ভালো থেকো মালদা জেলা। ভালো থেকো পশ্চিমবঙ্গ।

    • @Shyamol.Saha.08
      @Shyamol.Saha.08 ปีที่แล้ว +2

      Malda kothai go... Amio maldai thaki

    • @saddam3279
      @saddam3279 8 หลายเดือนก่อน +1

      Bangladeshe apnar bari kothy

  • @tahisev5756
    @tahisev5756 ปีที่แล้ว +14

    চোখে পানি চলে এসে গেল। কী আবেগঘন! দেশ ভাগে অসংখ্য হিন্দু মুসলমান মানুষের প্রতি অন্যায় করা হয়েছে।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +1

      🥺

    • @utsabbanerjee2770
      @utsabbanerjee2770 ปีที่แล้ว

      Achha musolman er proti onnaye hoyeceh?? Korlo Kara.
      E sei ek e kotha -"Kashmir e terrorism er Jonno onek muslimm o mara geche".

    • @utsabbanerjee2770
      @utsabbanerjee2770 ปีที่แล้ว

      @@hellochandan Achha musolman er proti onnaye hoyeceh?? Korlo Kara.
      E sei ek e kotha -"Kashmir e terrorism er Jonno onek muslimm o mara geche".

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +3

      @@utsabbanerjee2770 dada desh vage hindu - muslim sbi udbastu hoyeche. Hinduder songkha besi r muslim der kom etai tofat sudhu. Des vag ekta khato jaa knodin sukobe na. Amra muslim der dosarop kori, muslim ra amader kore kintu keu ki des vag ke dosarop kore? Keu bole je desh vaag naa hoye kauke morte hoto na, palate hoto na, ghar bari chere onno kothao chole jete hoto na..

    • @EMTMZ
      @EMTMZ 9 หลายเดือนก่อน

      ​@@hellochandanকিছু রাজনৈতিক নেতা আজও জাত পাট নিয়ে পাগলামি করে যাচ্ছে।

  • @sumitmallik4923
    @sumitmallik4923 6 หลายเดือนก่อน +4

    ভাই এই ভিডিও দেখে চোখে জল চলে আসলো। পূর্বপুরুষের ভিটে মাটি দেখে তোমার কেমন অনুভূতি হলো বুঝতে পারছি। তোমার এই চ্যানেল আমাকে প্রেরণা দিচ্ছে বাংলাদেশে যাবার.. আমার পূর্বপুরুষের জন্মস্থান দেখার। 🙏🏻

  • @sanaulsani1833
    @sanaulsani1833 ปีที่แล้ว +99

    বাংলাদেশের মানুষ কত ভালো। তা না হলে আপনার দাদু স্মৃতি বিজরিয়। ঐ নেমফলক পাথর টি এতোদিন থাকতো না।
    ধন্যবাদ আপনাকে।

    • @MovieTease
      @MovieTease ปีที่แล้ว

      ঠিক। তবে এই জাতি নারী, সম্পত্তি, ক্ষমতার জন্য জঘন্য জঘন্যতম কাজ করতে ও দিধা করে না।

    • @niladrisekharray5750
      @niladrisekharray5750 ปีที่แล้ว +10

      শুধুই ঐটাই আছে। বাকি সব গেছে।

    • @mdsajib1883
      @mdsajib1883 10 หลายเดือนก่อน

      ​@@niladrisekharray5750এটা সাভাবিক,,,, এতোবছর পর এতোকিছু থাকেনা

    • @TusarShikder-w2c
      @TusarShikder-w2c 7 หลายเดือนก่อน

      ​@@niladrisekharray5750 বিক্রি করেছে হয়ত বা। ছিনিয়ে নেয়নি তো। না জেনে মন্তব্য করেন কেন?

    • @chandonanaskar2114
      @chandonanaskar2114 5 หลายเดือนก่อน +6

      😂😂 এত ভালো যে সমূলে উৎপাটিত করে ভিটেমাটি ছাড়তে বাধ্য করেছে

  • @symumakbar948
    @symumakbar948 ปีที่แล้ว +5

    আমাদের জমিদার বাড়ি এখন ও ইন্ডিয়া তে আছে,, ইনশাল্লাহ যাব একদিন

    • @ataullahtalukder7013
      @ataullahtalukder7013 ปีที่แล้ว

      জমিদার বাড়ির নাম কি?

    • @symumakbar948
      @symumakbar948 ปีที่แล้ว

      @@ataullahtalukder7013 ইলশি মারি, নদীয় জেলা তে,, বাড়ি নাম টা এখন বলতে পারছি না, তবে উনার বিশ্বাস টাইটেল এর,,,

  • @math_coding8354
    @math_coding8354 ปีที่แล้ว +21

    দেশ ভাগ না হলে আমরাও আজ বাংলাদেশী হতাম।❤

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +16

      দেশ ভাগ না হলে সবাই ইন্ডিয়ান হতাম। পাকিস্তান বা বাংলাদেশের জন্মই হত না। ❤️

    • @hanifgul5664
      @hanifgul5664 10 หลายเดือนก่อน +2

      ​@@hellochandan😂 এই জন্যই ভারত ভাগ হয়েছে। আমরা বাঙালিরা বাঙালিই থাকতে চাই, ভারতীয় হতে চাই না... আপনার ঠাকুর দা রাও বাঙালি হওয়ার চেয়ে ভারতীয় হওয়াটাকে প্রেফার করেছে বলেই ভারতে চলে গিয়েছিল। আপনিও তাই মনে করছেন।
      অযথাই এখানে এসে শুধু মায়াকান্না করলেন!!

    • @pritam1167
      @pritam1167 10 หลายเดือนก่อน +5

      ​@@hanifgul5664 Obibhakto Bharat hole Dhormo niropokho desh hoto kindu Obibhakto Bangladesh hole Muslim desh hoto tai Jonne amra Bharatbashi gorber sathe boli Amader Netaji, Binoy badal Dinesh, khudi Ram era pran deache sudhu Banglar jonne na puro Bharat er jonne, Netaji Azad Hind Fauz banay tai ami bolbo prokito Desh bhager day Muslim der, Direct Action Day shobai jane r Shrawardi ki korte chaychilo shobai jane.

    • @bdmaza6710
      @bdmaza6710 9 หลายเดือนก่อน

      @@hanifgul5664 ভারতীয় হওয়াটাই তো বাঞ্চনীয় ছিল। কেন বাঙ্গালী‌দের জন্য আবার আলাদা দেশ হ‌তে হ‌বে ? আবার কেনই বা হিন্দু‌দের জন্য ভারত আর মুস‌লিম‌দের জন্য পা‌কিস্তা‌ন হ‌তে হ‌বে ? এক‌টি দেশ থাকাটাই তো বাঞ্চনীয় ছিল। পা‌কিস্তান হ‌য়ে‌ছে ব‌লেই তো হিন্দু, মুস‌লিম, বা বাঙ্গালী ব‌লে এত চর্চা। য‌দি শুধু এক‌টি রাষ্ট্র ভারতই হত তাহ‌লে তো আর এতকিছু বিভক্ত এত ধর্ম নি‌য়ে ভেদা‌ভেদ হতনা। তাই এক‌টি রাষ্ট্র ভারত হওয়াটাই উ‌চিত ছিল। আ‌মি একজন বাংলা‌দে‌শি মুস‌লিম হি‌সে‌বেই কথাগু‌লো বললাম।

  • @riyadulzannat000
    @riyadulzannat000 13 วันที่ผ่านมา +1

    বাংলা ভাষা ও জাতি পৃথিবীর যেখানেই থাকুক এক ও অভিন্ন 😊