আমি আসলেই ভাবতাম তুমি আমার সত্য,কিন্তু তুমি ছেড়ে গিয়ে নিজেকে মিথ্যে প্রমাণ করে দিলে। পেয়ে হারানোর সেই মর্মান্তিক ব্যাথা আমায় তুমি না দিলেও পারতে। তুমি ভালো করেই জানতে ভাঙ্গা মানুষকে দ্বিতীয় বার ভাঙ্গলে সে হয়তো জীবন্ত লাশ হয়ে বাচঁবে।😊
৩ বছর বা তার কিছুটা আগে গানটা প্রথম শুনা শুরু করি, তখন গানের ভিউ ছিল তিন লাখেরও কম। কিন্তু অবাক হতাম না , খুশি হতাম। এই গানটা অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। মনে হয় যেন চোখের সামনে ভাসছে। ভাবতাম গানটা শুনার মত লোক , আমার মত মানুষ খুব কম। আগামী আগামী সপ্তাহে হয়ত এক মিলিয়ন ভিউ হবে কেমন যেন লাগে, হয়ত তখনই ভালো ছিল যখন কিছু মানুষের কাছে গানটার পরিচিতি ছিল। আর মিলিয়ন ভিউয়ের কথা বললে, গানটার মানে এবং লুকানো আবেগ যদি সবাই বুঝতে পারত তাহলে গানটা দেশের বাইরেও পরিচিতি পেত। যাই হোক এক মিলিয়ন ভিউয়ের জন্য আগাম শুভেচ্ছা - কার্নিভাল।
আমি সব সময় বলতাম "আমি বেঁচে আছি তোমার স্পর্শে,তুমিই আমার সত্য" অথচ এতদিন পর বুঝলাম,আমার লাইফের সবচেয়ে বড় মিথ্যাটাই ছিলে তুমি 🙂 তবুও অনেক ভালোবাসি ❤️ যেখানে থাকো যার সাথে থাকো,ভালো থাকো
এখন রাত ১২:৩২ মিনিট আমি একজন বিগিনার গিটারিস্ট গিটার প্লে করছিলাম আর ফেইসবুক ঘাটছিলাম হঠাৎ এই গানের একটা কভার সামনে এলো তারপর ইউটিউব সার্চ করে এক অদ্ভুত অনুভূতির আবিষ্কার দেখতে পেলাম।
আগে বলতাম Karnival এর গান ভালো লাগে না । কিন্তু একদিন বন্ধু এই গানটা suggest করল , সত্যি গানটা আলাদা জগতে পাঠিয়ে দেয়। Karnival এর Fan হয়ে গেলাম। ( এই গানটার যেন অবসান না হয় কোনোদিন 😌💖 )
কিছু গান থাকুক না, হাজার হাজার কমেন্ট নেই, লাখ লাখ ভিউস নেই! গানের টেস্ট বোঝার লেভেলের মানুষ দের ই চেনা যায় এতে❤️ কিছু গান থাকুক একান্তই আমাদের ❤️❤️ এগিয়ে যাও কার্নিভাল
তুমি আমার আশেপাশে নেই, কিন্তু মিশে আছো আমার শ্বাস-প্রশ্বাসে। তোমাকে আমি সব সময় দেখতে পাই না, তবে তোমার চোখদ্বয় গেথে রয়েছে আমার মস্তিষ্কে। কেননা তোমার স্পর্শেই বেঁচে আছি, "আমার সত্য"-তে তোমাকে উপলব্ধি করে তোমাকেই ভালোবাসি।🔐
ওকে কখনো নিজের করে পাওয়া হবে না জেনেও নিজের থেকে শতগুণ বেশি ভালোবাসি, 😅 সে আমার না কখনো ছিল, না হবে তাও প্রতি নিয়তই তাকে হারানোর যন্ত্রণা ভোগ করচ্ছি গত ৮ টা বছর ধরে… হয়তো সে কখনো বলতেই পারবে না, দূর থেকেই তাকে একজন কতোটা ভালোবেসে যাচ্ছে প্রতি নিয়তই। ভালো থাকুক আমার না হওয়া সেই কল্পনার আমার প্রিয় মানুষটা আর ধন্যবাদ জানাই এই সব বাংলা ব্যান্ডদের যারা, আমাদের মতো one-sided lover- দের কে প্রতি নিয়তই বেঁচে থাকার জন্য নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছে…🙂 ভালোবাসায় অবিরাম ..🤝🫂
ভালোবাসার অনুভূতি সুন্দর কিন্তু তাকে পাবো না জেনেও ভালোবাসার অনুভূতি মারাত্মক সুন্দর। তাকে ভালোবেসেছি এমনই এক ফেব্রুয়ারিতে। তাকে পাওয়ার আর না পাওয়ার সম্ভাবনার অংক আজও মিলাই তবুও মিলে না, হয়তো কখনো মিলবেই না। তাও অসম্ভব ভাবে ভালোবাসি তোমাকে প্রিয়❤️🩹
Never fails to make me feel him. Have been listening for the past 1 year...আসলেই বেঁচে আছি তোমার স্পর্শে এখনো..আমার সত্য তুমি রবে চিরদিন,শুধু আমি তোমার মিথ্যে হয়ে রয়ে যাব...
The person who used to be my very own "shotto" isn't with me anymore. I find myself sobbing every time while listening this song. It still makes me feel her presence. Thanks Karnival for this amazing creation ❤️
খুব কাছের একজন মানুষ আমাকে এই গানটি উৎসর্গ করেছেন। নিঃসন্দেহে এটি আমাদের মধ্যে কাজ করেনি। আমি তাকে হারিয়েছি, আমি বন্ধন হারিয়েছি। কিন্তু আমি শপথ করছি এই গানটিকে আমি মরতে দেব না। এটা আমাকে তাকে অনুভব করতে ব্যর্থ হয় না!😊
যদি পারতাম গানটাকে এত পরিচিতি পেতে দিতাম না। মনে হয় যেন নিজের প্রিয় গানের প্রিয় কিছু কথাগুলো জেনে যাচ্ছে সবাই। দুই বছর আগে যখন গানের ভিউ ২ লাখ ও ছিল না , ভালই ছিল।
তাকে বলতে চেয়েছিলাম অনেক কিছু কিন্তু আজও বলতে পারিনি।আর এই মনের কথা না বলতে পারায় সে অন্যের হয়েছিল। তার 'সে' আজ তাকে ছেড়ে চলে গিয়েছে। সবাই তার মায়া ত্যাগ করে ফেলেছে তবুও আমার মন থেকে তার নাম মুছতে পারছি না।সে ছিল আমার আলো,আজ তার জন্য আমার জীবন অন্ধকার।💗
A Masterpiece of Karnival. Most underrated rock bank in bangladesh. If someone feel the real taste of karnival songs just listen the below 4 songs: 1. AMAR SHOTTO 2.RUPKATHAR MAJHE 3.BHROM 4. ATTOTSHORGO 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
এই গানটা একেকজনের কাছে একেক অর্থে উপনীত হয়েছে। আমার ক্ষেত্রে গান টার প্রতিটি লাইন একজন কেই মনে পড়ায় যদিও সে আজ অন্যকারো হয়ে গেলো ৪ মাস।আজও এই গানটির মাধ্যমে তাকে নিয়ে সপ্ন বুনা হয় যদিও সে আমার নাহ।ভালো থাকুক সে
আমার প্রিয় মানুষটি আমাকে এই গানটি আমাকে ডেডিকেট করে গেছিলো। আজ হঠাৎ যখন ও আমার থেকে অনেক দূরে, এখন মনে হচ্ছে কেনো করেছিল। গানটা কিছু স্মৃতি মনে করিয়ে দিল🖤
The girl I used to love is gone but her memories aren't. These just come everyday alive & present in my head when I hear this masterpiece.♨️ Thankyou karnival 💕
আমি বেঁচে আছি তোমার স্পর্শে, তুমি আমার সত্য অথচ এতদিন পর বুঝলাম আমার লাইফের সবচেয়ে বড় মিথ্যাটাই ছিলে তুমি 🙂 তবুও অনেক ভালোবাসি 💔 যেখানে থাকো যার সাথে থাকো,ভালো থেকো
এডমিশন সিজন চলে, জীবনের হয়তো সবচেয়ে বাজে সময় এটাই। প্রেমের বিরহের চেয়েও বেশি কষ্ট লাগে মায়ের মুখের দিকে তাকালে, চোখে কত আশা! কিন্তু তার মেয়ে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে কিন্তু ফলাফল শূন্য। বার বার হেরে যাচ্ছি। কোথাও একটা সিট এর জন্য এতো কষ্ট করতে হবে! জীবন জানিনা কেমন হবে সামনে। হিরিয়ে ফেলেছি নিজের সত্য। এইসব বাস্তবতা থেকে পালাতেই বারবার কার্নিভাল এর আশ্রয় নিই। ভালো থাকুক কার্নিভাল।
Saw you guys sing this song yesterday (11 June, 2022) at St Joseph Higher Secondary School concert. When " তুমিই আমার সত্য" was loud in the sound boxes, I got huge goosebumps🖤
আমি এখনো তোমাকে অনেক মিস করি। জানিনা কি ভুলে তুমি এমন একটা সিদ্ধান্ত নিলে আমাকে ছেড়ে যাওয়ার। তুমি যেখানেই থাক ভালো থেকো। এই গান এর সন্ধান তুমি আমাকে দিয়েছিলে। গান তো সব সময় শুনতে পারব। তোমাকে আর পাওয়া হলো না😊
এই গান শুনলে নিজেকে সামলাতে পারিনা। খুব ওর কথা মনে পরে৷ এই গানটা খুব গাইতো আর বলতো এই গানটার মাঝে তোমায় খুঁজে পাই। কিন্তু আজ গানটাই শুধু রয়ে গেল সে আমার জন্য স্মৃতি হয়ে গেলো।
There is one bad side of the song is it ends😩 How could be a 3.56 minutes song so amazing 🙂❤️ Not even getting tired of it after listening for 20+ times!! Late night+Earphone+আমার সত্ব=♥️🔥 Love it ❤️
যে নারী মায়াবী তাকে ককনো ভূলা যায় নাহ, যদিও সে ভূলে যায়।😞😭 যে নারীর পায়ে ধরে কেধেছিলাম একটু ভালোবাসার জন্য একটু সুখের জন্য, সে নারী বুঝিয়ে দিল ভালোবাসা বলতে কিছু নেই,, আছে।শুধু মিছামিছি মায়া 😭 থাকে জীবনে কিছু অপূর্ণতার গল্প।। তুৃমি না হয় আমার পূর্নিমাসির চাদের মত অপূর্নতার আলো 😭🥀🌼
Most of the comments are about their love lives but am I the only one who is here just because he's fed up with his family and listening to this jam is that he can reduce the discomfort, if sorrow.
ঠোঁটে মালবোরো ছাই হচ্ছে - হেডফোনে "আমার সত্য" চলছে - চোখের কোনে এক ফোঁটা অশ্রুর সাথে তোমায় মনে পড়ছে। জীবন সুন্দর 😊💔 ২৬ জানুয়ারি ২০২২ 😊 রেখে গেলাম কমেন্ট 🌸
আমিও একজন কে অনেক বেশি ভালোবাসি কিন্তু কোন না কোন কারনে আজ সে আমার থেকে দূরে 😊 এর পর একদিন Facebook এ এই গান টা শুনি এর পর থেকে প্রতিদিন রাত এ এই গান সুনে তার কথা মনে করে গুমিয়ে পরি 😊... সে আমার বাস্তবে না হলেও কল্পনা তে সে সব সময় আমার
2:55 Am, 28th January 🙂 ধন্যবাদ সেই নারীকে যার জন্য এই গান শুনে নিজের কষ্টটুকু চাপা দিচ্ছি 😊 নয়তো এমন মাস্টারপিস চোখে পড়তো না, স্বাগতম রইলো 31 জানুয়ারি 2024 কুমিল্লায় আসবে কারনিভাল, সেখানে গলা মিলাবো😊👌
ssc exam amar ar 3din por, raat 2:43 e rekhe jacchi comment, ajke 10-11-2021, exam shuru 14-11-2021 theke. let's see after a year? [edited 20-06-2024] THE END of my favorite journey 💕 let's see after a year?
কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ক্লাস শেষ করে আড্ডা দেয়ার সময় আমার ফোনে রাহেনুল এই গানটি সার্চ দিয়ে শোনায় তারপর থেকে গানটি প্রিয় হয়ে যায়। এখন প্রায় গভীর রাতে এই গান টা শোনা হয়।
আমি ভালোবাসি তোমায় 😅, আমার পক্ষে কোনোদিন তোমাকে ভুলে থাকা সম্ভব নয়। শেষদিন পর্যন্ত প্রতিটা স্মৃতিতে তুমি আমার দখলে থাকো প্লীজ । আমি ভালোবাসি তোমায়,তুমি আমার সত্য।
সে আমকে বলে গেলো কারো সাথে কোনো ভালোবাসার সম্পর্কে যাবে না। অথচ এখন অন্য কাউরো সাথে ভালোই সময় পার করছে 😊😊 আমার ও বিশ্বাস ছিলো সে আমকে না ভালোবসুক অন্য কাউকে ভালোবাসবে না, অতঃপর বুঝলাম আমি কত বড় বোকা 😂😂 মনে হয় আমার কল্পনার ভালোবাসা কল্পনা পযন্তই থিক ছিলো বাস্তবতা খুবই কঠিন ও ভয়ংকর 😵💔 প্রিয় বাগানবিলাস 🥀
তোমার স্পর্শে এ স্বপ্ন সত্যের পথে এগিয়ে যাচ্ছে তোমার স্মৃতি আমায় দিচ্ছে আমার সত্য আমি বেঁচে আছি, তোমার স্পর্শে তুমি আমার সত্য আমি ভালোবাসি তোমায় তুমি আমার জানালার ফাঁকে স্বচ্ছ এ আকাশ তারাগুলো মুচকি হাসছে মিষ্টি বাতাসে নাড়া দিচ্ছে হৃদয় আজ আবার আমি বেঁচে আছি তোমার স্পর্শে তুমি আমার সত্য আমি ভালোবাসি তোমায় তুমি আমার আমি বেঁচে আছি তোমার স্পর্শে (স্পর্শে) আমি ভালোবাসি তোমায় তুমি আমার ও তুমি আমার ❤️
তোমার স্পর্শে এ স্বপ্ন সত্যের পথে এগিয়ে যাচ্ছে তোমার স্মৃতি আমায় দিচ্ছে আমার সত্য আমি বেঁচে আছি, তোমার স্পর্শে তুমি আমার সত্য আমি ভালোবাসি তোমায় তুমি আমার জানালার ফাঁকে স্বচ্ছ এ আকাশ তারাগুলো মুচকি হাসছে মিষ্টি বাতাসে নাড়া দিচ্ছে হৃদয় আজ আবার আমি বেঁচে আছি তোমার স্পর্শে তুমি আমার সত্য আমি ভালোবাসি তোমায় তুমি আমার আমি বেঁচে আছি তোমার স্পর্শে (স্পর্শে) আমি ভালোবাসি তোমায় তুমি আমার ও তুমি আমার
২৭.০৯.২৩ আজ ভার্সিটি লাইফের প্রায় আড়াই বছর পার হয়ে গেছে বাট আজকে হঠাৎ যখন এই গানটা শুনলাম আমার কেমন জানি না মনে হল প্রথম দিকে যখন একটা অনুভূতি একটা ভালোবাসা একটা টান কাজ করতো সেটা যেন আজকে হঠাৎ করে সে ভার্সিটির প্রথম দিকের অনুভূতি। শেষে "আমি বেচে আছি তোমার স্পর্শ"
A+ pawar sopno sopnoi roye gelo 😊...Je result korchi I have not any ability to show my face 😊.. Signing off from everything today..maybe It's the last day of mah life 😊😅..5 in SSC and 3.58 in HSC 💔...Last song I am hearing on my some last remaining days ❤
hoito ei songta onek agei sunci kintu oi vabe onuvob kori ni ... just jkn tmr pf declam ei songta notun kore sunlam ..hoito tomar jonnoi ei song er lyrics gulo prem ye pore gesi sathe tomar oh meghbalika
তোমার স্পর্শে এ স্বপ্ন সত্যের পথে এগিয়ে যাচ্ছে তোমার স্মৃতি আমায় দিচ্ছে আমার সত্য আমি বেচে আছি তোমার স্পর্শে তুমি আমার সত্য আমি ভালোবাসি তোমায় তুমি আমার জানালার ফাঁকে সচ্ছ এ আকাশ তারাগুলো মুচকি হাসছে মিষ্টি বাতাসে নাড়া দিচ্ছে হৃদয় আমার
আমি আসলেই ভাবতাম তুমি আমার সত্য,কিন্তু তুমি ছেড়ে গিয়ে নিজেকে মিথ্যে প্রমাণ করে দিলে। পেয়ে হারানোর সেই মর্মান্তিক ব্যাথা আমায় তুমি না দিলেও পারতে। তুমি ভালো করেই জানতে ভাঙ্গা মানুষকে দ্বিতীয় বার ভাঙ্গলে সে হয়তো জীবন্ত লাশ হয়ে বাচঁবে।😊
এখন রাত ২.৫৪ বাজে, একটা বন্ধু বলল এই গান টা না শুনে থাকলে শুনে আয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আর তার পরেই অন্যরকম এক আবিস্কার দেখতে পেলাম 🖤🎉
🖤💫
akhn 2.07 baje nije search kore shunchi
🤝🏼🤝🏼🤝🏼
ভাই কখনো ভাবিনি এভাবে দেখা হয়ে যাবে, আমি আপনার ফেসবুক ফ্রেন্ড। যাইহোক, দুইজনের প্রিয় গান একই। 🖤
এবং এখন আমার এখানে রাত ১:৫৮ 🤘🤘
৩ বছর বা তার কিছুটা আগে গানটা প্রথম শুনা শুরু করি,
তখন গানের ভিউ ছিল তিন লাখেরও কম। কিন্তু অবাক হতাম না , খুশি হতাম। এই গানটা অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। মনে হয় যেন চোখের সামনে ভাসছে। ভাবতাম গানটা শুনার মত লোক , আমার মত মানুষ খুব কম। আগামী আগামী সপ্তাহে হয়ত এক মিলিয়ন ভিউ হবে কেমন যেন লাগে, হয়ত তখনই ভালো ছিল যখন কিছু মানুষের কাছে গানটার পরিচিতি ছিল। আর মিলিয়ন ভিউয়ের কথা বললে, গানটার মানে এবং লুকানো আবেগ যদি সবাই বুঝতে পারত তাহলে গানটা দেশের বাইরেও পরিচিতি পেত।
যাই হোক
এক মিলিয়ন ভিউয়ের জন্য আগাম শুভেচ্ছা - কার্নিভাল।
মানুষের ভেতরের অনুভূতি বুঝার ক্ষমতা আছে ত আছে তুমার ভেতর
আমি ভালোবাসি, তোমায়
এই "তোমার" কথাটা এতো মায়া দিয়ে বলে যে, মন ভালো হয়ে যায় কিন্তু ভিতরটা পুরো খালি হয়ে যায়।
A message to the future generations: "DON'T LET THIS SONG DIE"
Ok.we are the torch bearer
got it bro , this song will always stay in the heart . ❤️
By the order of peaky blinders
@@shiprachowdhury702 Pp
@@shiprachowdhury702 Pp
আমি সব সময় বলতাম "আমি বেঁচে আছি তোমার স্পর্শে,তুমিই আমার সত্য" অথচ এতদিন পর বুঝলাম,আমার লাইফের সবচেয়ে বড় মিথ্যাটাই ছিলে তুমি 🙂 তবুও অনেক ভালোবাসি ❤️ যেখানে থাকো যার সাথে থাকো,ভালো থাকো
Us😊
Wow
aha💔
আমি বেচে আছি, তোমার স্পর্শে 🌻
tai ache to dukjho bilash
এখন রাত ১২:৩২ মিনিট
আমি একজন বিগিনার গিটারিস্ট
গিটার প্লে করছিলাম আর ফেইসবুক ঘাটছিলাম হঠাৎ এই গানের একটা কভার সামনে এলো তারপর ইউটিউব সার্চ করে এক অদ্ভুত অনুভূতির আবিষ্কার দেখতে পেলাম।
ভোর ৬:১০, সারারাত ঘুম হয় নি কোনো এক অজানা কারণে, তারপর কানে হেডফোন লাগিয়ে গানটি শুনছি আর হারাচ্ছি ।
আগে বলতাম Karnival এর গান ভালো লাগে না । কিন্তু একদিন বন্ধু এই গানটা suggest করল , সত্যি গানটা আলাদা জগতে পাঠিয়ে দেয়। Karnival এর Fan হয়ে গেলাম। ( এই গানটার যেন অবসান না হয় কোনোদিন 😌💖 )
কিছু গান থাকুক না, হাজার হাজার কমেন্ট নেই, লাখ লাখ ভিউস নেই!
গানের টেস্ট বোঝার লেভেলের মানুষ দের ই চেনা যায় এতে❤️
কিছু গান থাকুক একান্তই আমাদের ❤️❤️
এগিয়ে যাও কার্নিভাল
ঠিক বলছেন
100 percent right
আসসালামুআলাইকুম, ধন্যবাদ
R8....
বিশেষ মানুষ রা শুনেন এই গান।
এই গান গুলো একান্ত আমাদের থাকুক।
তুমি আমার আশেপাশে নেই,
কিন্তু মিশে আছো আমার শ্বাস-প্রশ্বাসে।
তোমাকে আমি সব সময় দেখতে পাই না,
তবে তোমার চোখদ্বয় গেথে রয়েছে আমার মস্তিষ্কে।
কেননা তোমার স্পর্শেই বেঁচে আছি,
"আমার সত্য"-তে তোমাকে উপলব্ধি করে তোমাকেই ভালোবাসি।🔐
bhai shera
ঐদিন গেছিলাম টি শার্ট কিনতে পরে একটা কার্নিভালের টি শার্ট কিনে আনলাম গায়ে পরা অবস্থায় শুনছি আহ এই কি অনুভুতি 😇🎧
ওকে কখনো নিজের করে পাওয়া হবে না জেনেও নিজের থেকে শতগুণ বেশি ভালোবাসি, 😅
সে আমার না কখনো ছিল, না হবে তাও প্রতি নিয়তই তাকে হারানোর যন্ত্রণা ভোগ করচ্ছি গত ৮ টা বছর ধরে…
হয়তো সে কখনো বলতেই পারবে না, দূর থেকেই তাকে একজন কতোটা ভালোবেসে যাচ্ছে প্রতি নিয়তই।
ভালো থাকুক আমার না হওয়া সেই কল্পনার আমার প্রিয় মানুষটা
আর ধন্যবাদ জানাই এই সব বাংলা ব্যান্ডদের যারা, আমাদের মতো one-sided lover- দের কে প্রতি নিয়তই বেঁচে থাকার জন্য নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছে…🙂
ভালোবাসায় অবিরাম ..🤝🫂
এরচেয়ে সুন্দর ভাষায় ভালবাসার বহিঃপ্রকাশ বোধহয় সম্ভব নয়। হ্যাটস অফ কার্নিভাল 🫡❤❤
ভালোবাসার অনুভূতি সুন্দর কিন্তু তাকে পাবো না জেনেও ভালোবাসার অনুভূতি মারাত্মক সুন্দর। তাকে ভালোবেসেছি এমনই এক ফেব্রুয়ারিতে। তাকে পাওয়ার আর না পাওয়ার সম্ভাবনার অংক আজও মিলাই তবুও মিলে না, হয়তো কখনো মিলবেই না। তাও অসম্ভব ভাবে ভালোবাসি তোমাকে প্রিয়❤️🩹
Never fails to make me feel him. Have been listening for the past 1 year...আসলেই বেঁচে আছি তোমার স্পর্শে এখনো..আমার সত্য তুমি রবে চিরদিন,শুধু আমি তোমার মিথ্যে হয়ে রয়ে যাব...
আমিও বেচে আছি তার স্পর্শে 🙂
I thought girls move on easily
@@prathayanchoudhury1025 wish you were true
The person who used to be my very own "shotto" isn't with me anymore. I find myself sobbing every time while listening this song. It still makes me feel her presence. Thanks Karnival for this amazing creation ❤️
খুব কাছের একজন মানুষ আমাকে এই গানটি উৎসর্গ করেছেন। নিঃসন্দেহে এটি আমাদের মধ্যে কাজ করেনি। আমি তাকে হারিয়েছি, আমি বন্ধন হারিয়েছি। কিন্তু আমি শপথ করছি এই গানটিকে আমি মরতে দেব না। এটা আমাকে তাকে অনুভব করতে ব্যর্থ হয় না!😊
যদি পারতাম গানটাকে এত পরিচিতি পেতে দিতাম না। মনে হয় যেন নিজের প্রিয় গানের প্রিয় কিছু কথাগুলো জেনে যাচ্ছে সবাই। দুই বছর আগে যখন গানের ভিউ ২ লাখ ও ছিল না , ভালই ছিল।
(২)
@@Aimansarker_fr Artist er kothao chinta koiren, onader o th income er dorkar ase
@@fahimshahriar7562 Fr
তাকে কখনো স্পর্শ করিনি!
But this line hits different.😊💔
🎼 Amar Shotto || N ❤🩹
Karnival proved that just 1 line can Explain how how how how much you care about He/Her...
আমি বেচে আছি তোমার স্পর্শে🥺❤️
never got a chance to express it to her
তাকে বলতে চেয়েছিলাম অনেক কিছু কিন্তু আজও বলতে পারিনি।আর এই মনের কথা না বলতে পারায় সে অন্যের হয়েছিল। তার 'সে' আজ তাকে ছেড়ে চলে গিয়েছে। সবাই তার মায়া ত্যাগ করে ফেলেছে তবুও আমার মন থেকে তার নাম মুছতে পারছি না।সে ছিল আমার আলো,আজ তার জন্য আমার জীবন অন্ধকার।💗
A Masterpiece of Karnival. Most underrated rock bank in bangladesh.
If someone feel the real taste of karnival songs just listen the below 4 songs:
1. AMAR SHOTTO
2.RUPKATHAR MAJHE
3.BHROM
4. ATTOTSHORGO
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
sheishob din ratri
shadakalorongdhonu
rirongsha,bikhoto
mohomukti
otopor
agulo to og
bro u forgot mohomaya
এই গানটা একেকজনের কাছে একেক অর্থে উপনীত হয়েছে। আমার ক্ষেত্রে গান টার প্রতিটি লাইন একজন কেই মনে পড়ায় যদিও সে আজ অন্যকারো হয়ে গেলো ৪ মাস।আজও এই গানটির মাধ্যমে তাকে নিয়ে সপ্ন বুনা হয় যদিও সে আমার নাহ।ভালো থাকুক সে
সেলুনের দোকানে চুল কাটার সময় দোকানে বাজছিল। লিরিক্স মনে রেখে সার্চ দিলাম❤️ অনেক আন্ডাররেটেড☹️
ভাই এইটা কোন সেলুনে হইসিলো? আমি ঐ সেলুনে চুল কাটাইতে চাই।
সেরা
@@okapi9111 নজরুল এভিনিউ, কুমিল্লা।
@@ashnatsusan6404 বেশ দূরে ভাই। যাইতে কষ্টই আসে।
Vaia nazrul Avenue er kon shelun tay?
আমি হয়তো একদিন থাকবো না তবুও থেকে যাবে এই লিরিক্স, নতুন প্রজন্ম তোমরা জেনে রাখো আমিও এসবের মাঝেই ছিলাম। আমার অস্তিত্ব রেখে যাচ্ছি এসবের মাঝে ❤
আমার প্রিয় মানুষটি আমাকে এই গানটি আমাকে ডেডিকেট করে গেছিলো। আজ হঠাৎ যখন ও আমার থেকে অনেক দূরে, এখন মনে হচ্ছে কেনো করেছিল। গানটা কিছু স্মৃতি মনে করিয়ে দিল🖤
Us
এই গান প্লেলিস্টে রাখার নয়!
প্লেলিস্টে রাখলে সস্তা হয়ে যাবে।
ডাটা ইউজ করে যখন শুনি তখন মনে হয় প্রকৃত সম্মান করছি ❤
The girl I used to love is gone but her memories aren't.
These just come everyday alive & present in my head when I hear this masterpiece.♨️
Thankyou karnival 💕
us bro
Hi5
Same bro😅
We
আমি বেঁচে আছি তোমার স্পর্শে, তুমি আমার সত্য অথচ এতদিন পর বুঝলাম আমার লাইফের সবচেয়ে বড় মিথ্যাটাই ছিলে তুমি 🙂 তবুও অনেক ভালোবাসি 💔 যেখানে থাকো যার সাথে থাকো,ভালো থেকো
আমার সত্য গানটার ১ মিলিয়ন ভিউ।
ভালোবাসা কার্নিভাল তোমাদের জন্য। ❤️🖤🥀
ঘড়ির কাঁটায় সময় ঠিক রাত ২ টা ২৬ মিনিট আমার বদ্দা বললো আপু একটা গান শুনো
তারপর এই যে আমার সত্য।
আসলেই জীবনের সাথে সত্যিই মিলে গেল।🙃💛🖤
আমি বেঁচে আছি তার স্পর্শে 🙃
সে আমার সত্য 💔
এডমিশন সিজন চলে, জীবনের হয়তো সবচেয়ে বাজে সময় এটাই। প্রেমের বিরহের চেয়েও বেশি কষ্ট লাগে মায়ের মুখের দিকে তাকালে, চোখে কত আশা! কিন্তু তার মেয়ে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে কিন্তু ফলাফল শূন্য। বার বার হেরে যাচ্ছি। কোথাও একটা সিট এর জন্য এতো কষ্ট করতে হবে! জীবন জানিনা কেমন হবে সামনে। হিরিয়ে ফেলেছি নিজের সত্য। এইসব বাস্তবতা থেকে পালাতেই বারবার কার্নিভাল এর আশ্রয় নিই। ভালো থাকুক কার্নিভাল।
amio admission candidate.. HSC 24 ( BCKRUET ASPIRANT).. MATHS & BAND SONG = perfect life
Admission candidate 😅
কিছু গান আন্ডাররেটেড থাকায় ভালো। সবার শোনার দরকার নেই।যে গানটার মর্ম বুঝবে সে এমনিতেই সার্চ করে শুনবে🖤
The very song that made me fall in love with Karnival! ❤️
Yap, same here 🤟
Sem bruh
Can't agree more
কিছু স্মৃতি + কিছু কষ্ট + অন্ধকার ও স্তব্ধ রুম + হেডফোন + ' আমার সত্য ' = বেদনার বিদায় ও এক অন্নভুবনে চারণ,,🙂🥀🥀💖
Saw you guys sing this song yesterday (11 June, 2022) at St Joseph Higher Secondary School concert. When " তুমিই আমার সত্য" was loud in the sound boxes, I got huge goosebumps🖤
i was there too
Lucky asf
হয়তো কোনোদিন আমি থাকবো না, তুমিও নাও থাকতে পারো। কিন্তু রোকসানা, তুমি আমার সত্য। আজীবন তুমিই আমার সত্য থাকবে
আমি বেঁচে আছি তোমার স্পর্শে!💞
This line hit different!🖤
আমি এখনো তোমাকে অনেক মিস করি। জানিনা কি ভুলে তুমি এমন একটা সিদ্ধান্ত নিলে আমাকে ছেড়ে যাওয়ার। তুমি যেখানেই থাক ভালো থেকো। এই গান এর সন্ধান তুমি আমাকে দিয়েছিলে। গান তো সব সময় শুনতে পারব। তোমাকে আর পাওয়া হলো না😊
ধন্যবাদ Karnival এসব গান দেয়ার জন্য 💝
এই গান শুনলে নিজেকে সামলাতে পারিনা। খুব ওর কথা মনে পরে৷
এই গানটা খুব গাইতো আর বলতো এই গানটার মাঝে তোমায় খুঁজে পাই। কিন্তু আজ গানটাই শুধু রয়ে গেল সে আমার জন্য স্মৃতি হয়ে গেলো।
So much underrated.
You guys deserve more views!
আমার মানুষ টা নেই আমার মাঝে তবু ও আমি বেঁচে আছি তোমার স্পর্শে তুমি আমার সত্য..
আমি ভালোবাসি তোমায় তুমি আমার..🙂
There is one bad side of the song is it ends😩 How could be a 3.56 minutes song so amazing 🙂❤️
Not even getting tired of it after listening for 20+ times!!
Late night+Earphone+আমার সত্ব=♥️🔥
Love it ❤️
এই গানটাই আমাকে মনে করিয়ে দিবে বার বার আমি এখনো তোমাকেই ভালবাসি!!!
তুমি যেখানেই থাকো ভালো থেকো সবসময়!!💛💛
I can listen this song 30 times daily and never get bored💙
যে নারী মায়াবী তাকে ককনো ভূলা যায় নাহ,
যদিও সে ভূলে যায়।😞😭
যে নারীর পায়ে ধরে কেধেছিলাম একটু ভালোবাসার জন্য একটু সুখের জন্য, সে নারী বুঝিয়ে দিল ভালোবাসা বলতে কিছু নেই,,
আছে।শুধু মিছামিছি মায়া 😭
থাকে জীবনে কিছু অপূর্ণতার গল্প।।
তুৃমি না হয় আমার পূর্নিমাসির চাদের মত অপূর্নতার আলো 😭🥀🌼
ফেসবুক পেইজ থেকে গান টা শুনছিলাম। পরে youtube এ সার্চ দিয়ে পুরো গানটা শুনলাম। গান টা শুনে karnival এর ফ্যান হয়ে গেলাম। লিরিক্স অসাধারন।
Most of the comments are about their love lives but am I the only one who is here just because he's fed up with his family and listening to this jam is that he can reduce the discomfort, if sorrow.
ঠোঁটে মালবোরো ছাই হচ্ছে - হেডফোনে "আমার সত্য" চলছে - চোখের কোনে এক ফোঁটা অশ্রুর সাথে তোমায় মনে পড়ছে।
জীবন সুন্দর 😊💔
২৬ জানুয়ারি ২০২২ 😊 রেখে গেলাম কমেন্ট 🌸
💞 আমি বেঁচে আছি, তোমার স্পর্শে
তুমি আমার সত্য,
আমি ভালোবাসি তোমায়
তুমি আমার....💞
আমি কখনও তোমাকে স্পর্শ করি নি But this line hits different.😊💔 (তুমি ভালো থেকো অন্য কারো স্পর্শে।💫🖤
রাত বেশি নাহ মাত্র ৩:৩৭ বাজে। হঠাৎ করে কেন জানি তোমার কথা মনে পড়ে গেল। শুধু একটা কথায় জানি "আমি বেঁচে আছি তোমার স্পর্শে"💜😅
Why Karnival is so underrated 😍😍😍
Coz ai Gaan ta only legend Jonno✌️
আমিও একজন কে অনেক বেশি ভালোবাসি
কিন্তু কোন না কোন কারনে আজ সে আমার থেকে দূরে 😊
এর পর একদিন Facebook এ এই গান টা শুনি এর পর থেকে প্রতিদিন রাত এ এই গান সুনে তার কথা মনে করে গুমিয়ে পরি 😊...
সে আমার বাস্তবে না হলেও কল্পনা তে সে সব সময় আমার
আসলেই সত্য কিন্তু বলা যায় না😄
❝আমি ভালোবাসি তোমায়...
তুমি আমার❞
❣️❣️❣️
Unfortunately my 'তুমি' lives in my imagination only 🖤
Masterpiece 🖤💯
The word 'তোমায়' untold emotions 💞
Ar "Tumi Amar"!!!!!
2:55 Am, 28th January 🙂 ধন্যবাদ সেই নারীকে যার জন্য এই গান শুনে নিজের কষ্টটুকু চাপা দিচ্ছি 😊 নয়তো এমন মাস্টারপিস চোখে পড়তো না, স্বাগতম রইলো 31 জানুয়ারি 2024 কুমিল্লায় আসবে কারনিভাল, সেখানে গলা মিলাবো😊👌
গানটার একটা মারাত্মক সমস্যা হলো এটি ৩ মিনিট ৫৬ সেকেন্ড পরে শেষ হয়ে যায়!!!😅🌼
সে আপনি ভালোবাসেন, বা নাই বাসেন
- আপনি আমার সত্য, আপনিই! 🍁
ssc exam amar ar 3din por, raat 2:43 e rekhe jacchi comment, ajke 10-11-2021, exam shuru 14-11-2021 theke.
let's see after a year?
[edited 20-06-2024]
THE END of my favorite journey 💕
let's see after a year?
Kemon korlen bhai?
@@shamimanasrin461 alhamdulillah bhalo, got good marks too 👌
bhae ekhon kon univeresity te?
কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ক্লাস শেষ করে আড্ডা দেয়ার সময় আমার ফোনে রাহেনুল এই গানটি সার্চ দিয়ে শোনায় তারপর থেকে গানটি প্রিয় হয়ে যায়।
এখন প্রায় গভীর রাতে এই গান টা শোনা হয়।
আজ ৭/১/২৩ রাত ৩টায় মনটা ভালো নেই হঠাৎ কার্নিভাল এর কথা মনে পরায় এই আবিস্কার। চিহ্ন রেখে গেলাম হয়তো বার বার দেখাহবে মনখারাপের সময় 💔
আমি ভালোবাসি তোমায় 😅, আমার পক্ষে কোনোদিন তোমাকে ভুলে থাকা সম্ভব নয়। শেষদিন পর্যন্ত প্রতিটা স্মৃতিতে তুমি আমার দখলে থাকো প্লীজ । আমি ভালোবাসি তোমায়,তুমি আমার সত্য।
লিকিক্স এর প্রতিটি শব্দ মগজের মাঝখানে গিয়ে ঠেকল, হাজার বছর বেঁচে থাকুক এই মগজ দিগ্বিজয়ী গানগুলো।
লাইকে ঠোকা দেন যাতে বার বার এসে এই গানটি শুনতে পারি।
তাকে পাওয়ার সম্ভাবনা খুবই কম, -তবুও তার মায়াতেই আসক্ত এই অবুঝ মন!”💔💔💔
ভালোবাসি মেঘবালিকা 💙
তুমি আমার সবসমই সত্য, আমার স্পর্শ,খেয়াল রেখো..
💙💙💙💙💙
এ যেন ছিদ্র হওয়া হৃদয়, নির্বাক হওয়া মগজ! আহা কি সুন্দর লিরিক্স ❤
❤
আমি বেঁচে আছি তোমার স্পর্শে, তুমি আমার সত্য। 💝
সে আমকে বলে গেলো কারো সাথে কোনো ভালোবাসার সম্পর্কে যাবে না।
অথচ এখন অন্য কাউরো সাথে ভালোই সময় পার করছে 😊😊
আমার ও বিশ্বাস ছিলো সে আমকে না ভালোবসুক অন্য কাউকে ভালোবাসবে না, অতঃপর বুঝলাম আমি কত বড় বোকা 😂😂
মনে হয় আমার কল্পনার ভালোবাসা কল্পনা পযন্তই থিক ছিলো বাস্তবতা খুবই কঠিন ও ভয়ংকর 😵💔
প্রিয় বাগানবিলাস 🥀
এইসব গান সবাই বুঝে না সেটাই ভালো, কিছু কিছু গান আন্ডাররেটেড থাকাই ভালো, শুধু লিজেন্ডরাই শুনবে,
ভালোবাসা একরাশ আপনাদের জন্য 🖤🤟
Karnival🖤
তোমার স্পর্শে এ স্বপ্ন
সত্যের পথে এগিয়ে যাচ্ছে
তোমার স্মৃতি আমায় দিচ্ছে
আমার সত্য
আমি বেঁচে আছি, তোমার স্পর্শে
তুমি আমার সত্য
আমি ভালোবাসি তোমায়
তুমি আমার
জানালার ফাঁকে স্বচ্ছ এ আকাশ
তারাগুলো মুচকি হাসছে
মিষ্টি বাতাসে নাড়া দিচ্ছে হৃদয়
আজ আবার
আমি বেঁচে আছি তোমার স্পর্শে
তুমি আমার সত্য
আমি ভালোবাসি তোমায়
তুমি আমার
আমি বেঁচে আছি তোমার স্পর্শে (স্পর্শে)
আমি ভালোবাসি তোমায়
তুমি আমার
ও তুমি আমার
❤️
আজ হইতো বন্ধু গানটা সিয়ার না করলে কখনও সুনতাম না। কিছু বলার নাই বাংলা গানে💗💗💗😌
আমি বেঁচে আছি তোমার স্পর্শে। আমি ভালোবাসি তোমায়, তুমি আমার... ❤️ This line hits me...
তোমার স্পর্শে এ স্বপ্ন
সত্যের পথে এগিয়ে যাচ্ছে
তোমার স্মৃতি আমায় দিচ্ছে
আমার সত্য
আমি বেঁচে আছি, তোমার স্পর্শে
তুমি আমার সত্য
আমি ভালোবাসি তোমায়
তুমি আমার
জানালার ফাঁকে স্বচ্ছ এ আকাশ
তারাগুলো মুচকি হাসছে
মিষ্টি বাতাসে নাড়া দিচ্ছে হৃদয়
আজ আবার
আমি বেঁচে আছি তোমার স্পর্শে
তুমি আমার সত্য
আমি ভালোবাসি তোমায়
তুমি আমার
আমি বেঁচে আছি তোমার স্পর্শে (স্পর্শে)
আমি ভালোবাসি তোমায়
তুমি আমার
ও তুমি আমার
💝💝
আমি বেচেঁ আছি তোমার স্পর্শে...hits tooooooo deep!💙
রাত ৩.৩১ আর আমি ভালোবাসি তোমায় আর তুমি আমায়...
Another masterpiece from our country 🇧🇩🇧🇩
২৭.০৯.২৩
আজ ভার্সিটি লাইফের প্রায় আড়াই বছর পার হয়ে গেছে বাট আজকে হঠাৎ যখন এই গানটা শুনলাম আমার কেমন জানি না মনে হল প্রথম দিকে যখন একটা অনুভূতি একটা ভালোবাসা একটা টান কাজ করতো সেটা যেন আজকে হঠাৎ করে সে ভার্সিটির প্রথম দিকের অনুভূতি। শেষে
"আমি বেচে আছি তোমার স্পর্শ"
"DON'T LET THIS SONG DIE"
এই গানটাতে হারিয়ে যাই বহুদূরে। অার হ্যা ভালোকথা তিনু ভাই লোকটাকে খুব ভালিলাগে ! ♥️🙏
Tinu Rashid Bhai🖤
A+ pawar sopno sopnoi roye gelo 😊...Je result korchi I have not any ability to show my face 😊.. Signing off from everything today..maybe It's the last day of mah life 😊😅..5 in SSC and 3.58 in HSC 💔...Last song I am hearing on my some last remaining days ❤
1 joint + karnival 🤘
hoito ei songta onek agei sunci kintu oi vabe onuvob kori ni ...
just jkn tmr pf declam ei songta notun kore sunlam ..hoito tomar jonnoi ei song er lyrics gulo prem ye pore gesi sathe tomar oh meghbalika
আমার সত্য কি পাবো কখনও?
Na Bhai❤
Na bhai 😅 baad den
এই সত্য সব সময় পাবার নয় বরং মানারও
পাইবে, পাইবে
তুমি আমার সত্য 💔কিন্তু তুমি তো দূরের এক ধ্রুবতারা..
আমি ভালবাসি তোমায়..❤
can't say why but i love this one most out of all Karnival songs ❤️
🖤🖤🖤
২০২০ করোনা ভাইরাস থেকে শুরু এখনো চলমান। ধন্যবাদ কার্নিভাল ❤️
তোমার স্পর্শে এ স্বপ্ন
সত্যের পথে এগিয়ে যাচ্ছে
তোমার স্মৃতি আমায় দিচ্ছে
আমার সত্য
আমি বেচে আছি তোমার স্পর্শে
তুমি আমার সত্য
আমি ভালোবাসি তোমায় তুমি আমার
জানালার ফাঁকে সচ্ছ এ আকাশ
তারাগুলো মুচকি হাসছে
মিষ্টি বাতাসে নাড়া দিচ্ছে
হৃদয় আমার
💖💖
তোমার সেই স্পর্শ আমায় আজও ভুলাতে পারে নি ❤️
কিন্তু প্রিয় মুনু নামক মানুষ টা অন্য কারও হয়ে আছে
হঠাৎ করে হারিয়ে যাওয়া মানুষ গুলা একটু বেশি মায়বী হয় ❤️🩹
রাত একটা বত্তিতিশ। কেউ না থাকা সত্বেও গানটা আবার শুনতে এলাম।🤍
আমি বেচেঁ আছি তোমার স্পর্শে
তুমি আবার সত্য!!
After listening this song i fall in love with karnival...it's just awesome. .
Just feel it with moon shining night. ..😇😍
আমার সত্য এই না যে আমি তোমায় পাইনি
আমার সত্য এই যে আমি তোমায় ভালোবাসি।
'I love you' is not enough
So i send this song to him♡♡
And this is all i wanna say to him♡♡
Haha, a nice way to confess your love not gonna lie! Good luck sister...
I can't sing but I sing this song to my 11 months son almost everyday! :D
Love you man
♥️
❤️🙏
❤❤❤❤❤
Real hero ❤️
আসলেই? এরকম অন্য লেভেলের একটা ব্যান্ড আছে বাংলাদেশে জানতামনা। ইমপ্রেসড ম্যান হ্যাটস অফ টু দ্যা টিম
পৃথিবী যতদিন সত্য হয়ে থাকবে,
বেচে থাকবো তোমার আশায়
যত ঘুনে ধরা গান আর আয়েশের সুর
সব হয়ে থাকবে তুমি, শুধু আমার হয়ে।
ভালোবাসি তোমায়। ❤️❤️🖤🖤
বললো এক বন্ধু গানটা শুনতে হঠাৎ করে। গান শুনে বুকে শিহরণ জেগে উঠেছে। ধন্যবাদ প্রিয় বন্ধু। ❤️