ভারত , পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা হিসাবে এই লোক সংগীত বহু শিল্পীর কণ্ঠে বহুদিন ধরে শুনে আসছি। বাংলাদেশের উত্তরবঙ্গ এলাকা ( রংপুর , বগুড়া ) এবং ভারত , পশ্চিমবঙ্গের উওরবঙ্গ এলাকা ( কোচ বিহার , জলপাইগুড়ি ) ভৌগলিক দুরত্ব হিসাবে খুব কাছাকাছি হওয়ায় ভাষারও নৈকট্য স্বাভাবিকভাবেই বর্তমান ৷ IPDC - র আমাদের গান এর উপস্থাপনায় এবং শিল্পী অংকন এর কণ্ঠে এটি ভিন্ন আঙ্গিকে শুনতে পাবো বলে নোটিফিকেশন পাওয়ার পর থেকে অধীর আগ্রহে ছিলাম। বিশেষ করে যন্ত্রানুসঙ্গী কুশলীদের সৃষ্ট সুরমুর্ছনা এবং সহ শিল্পীগণের ( কোরাস ) কণ্ঠ মেলবন্ধন এর জন্য এরূপ লোকসংগীত আলাদা মাত্রায় উপনীত হয়। নবরূপে " বাপুই চ্যাংড়ারে ..." শুনে খুব ভালো লাগলো। সমগ্র IPDC টীমকে অজস্র ধন্যবাদ।
Ami Kurigram er sontan hoye ei gan er jonno khubi gorbito.eti amader uttor bonger totha paschim bonger uttor anchol cooch bihar,jalpiguri elakar oittiho.dhonobad ipdc ke.
আবারো ত্রিপুরা থেকে আপনাদের গান শোনার জন্য এসে পড়েছি এত সুন্দর উপস্থাপনা ভাবা যায় না অনেক ভালো লাগে আপনাদের গান শুনতে এবং এইভাবে আপনারা আপনাদের গানগুলি আপনাদের এই চ্যানেলে পাবলিশ করতে থাকুন এবং আমরা মনোযোগ দিয়ে দেখতে থাকবো
ঠিক এভাবেই আরও হাজার হাজার বছর ধরে আপনাদের মনে গানের মালা গেঁথে রাখতে চাই আমরা। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। ❣️
উত্তর বঙ্গের সংস্কৃতিকে এভাবেই ছড়িয়ে দিতে হবে। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের সুর মাটির মানুষের নিজস্ব সুর।গায়িকার কন্ঠে মাধুর্য আছে।গায়কিতে "আধুনিক"হওয়ার চেষ্টা না করাই ভালো। খুব ভালো লাগলো। শিল্পীর আরও গান শোনার অপেক্ষায় রইলাম।
খুবই পছন্দের শিল্পী(গায়িকা)ইনি আমার। অনেক গান শুনেছি আমি এনার কন্ঠে।অন্য একটা মাধুর্য্য আছে গলায়। আরও গান শোনার আশা রাখি।'IPDC'র প্রতিটা শিল্পীই ভালো সঙ্গীতজ্ঞ ও প্রতিভার পরিচয় রাখেন।সকলকে শুভেচ্ছা ....সুব্রত দত্ত,জিরাট/হুগলী(বাংলা)। ধন্যবাদ। 4:08
ধন্যবাদ IPDC কে আমাদের ঐতিহ্যবাহী গানগুলোকে এত সুন্দর করে সংগীতায়োজন করে নতুন প্রজন্মকে উপহার দেবার জন্য। আর পার্থ বড়ুয়াকে স্পেশাল থ্যাংকস।অংকনের গায়কী বরাবরই ভালো লাগার মত।
ধন্যবাদ IPDC রংপুর অঞ্চলের ভাওয়াইয়া গানকে তুলে ধরার জন্য। আপনাদেরকে "ও কি গাড়িয়াল ভাই' গানটি রিমেক করার জন্য অনুরোধ করছি। এই গানের অন্যরকম এক অনুভূতি আছে৷ ❤️❤️❤️
সত্যি সুন্দর ভাষা রংপুর এবং গোয়ালপাড়া উভয়ের। খুব সুন্দর। আমি আসামে থাকি আমার ইঞ্জিনিয়ারিং পড়ার সময় গোয়ালপাড়ার পাশের জেলায় থাকতাম তাই ভাষাটাকে শিখেছি।
পৃথিবীতে হাজারো রকমের গান আছে,আছে হাজারো রকমের উপস্থাপনা।আর সব গানের মাঝে শুধুমাত্র আমার বাংলার গান আমার মনের কথা বলে,আমার প্রকৃতির কথা বলে।আর সেই কথাগুলো আমাদের মাঝে পৌছিয়ে দেয় আমাদের প্রিয় IPDC. মনের গভীর থেকে IPDC কে জানাই অসংখ্য ধন্যবাদ❤️
এত কষ্ট করে আমাদের খুঁজে বের করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আমাদের। আপনার কমেন্ট আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করব আমরা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Amader Gan Er Sobgoli Gan e Amar kache Vison valo lage... R valo to lagar e kotha """"আমাদের গাঁন বলে কথা""""!!!...R Ai Apur Konthe o Gan ta besh Maniyese... Sob Mile অসাধারণ!!!
পার্থ দা আমি প্রবাস হতে দেখছি, কিছু দিন আগে গানটা একটু করে দেখে রেখে দিলাম যেনো ডিউটি শেষে রাতে শান্তি মনে দেখবো কিন্তু মনটাই খারাপ হয়ে গেলো, রাতে গিয়ে দেখি আপনাদের চ্যানেলে ঐগান আর নেই মনটাই খারাপ হয়ে গেলো,
আমার জন্মস্থান লালমনিরহাট জেলায় আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন সবাই মিলে একসাথে এই গানগুলো মনপ্রাণ খুলে গাই। অনেক ভালো লাগে এই গানগুলো শুনলে মনে পড়ে গ্রামের কথা।কারণ এই গানগুলো শহরে শোনা যায় না। অনেক ধন্যবাদ ipdc কে।
অনেক চেষ্টা করলেন মোটামুটি হইছে ভালো লাগল,,, তবে এটা সত্যিই বাংলা লোক সংগিতের সবচেয়ে কঠিন ধারার একটা ভাওয়াইয়া,,, ভাওয়াইয়া গাইতে হইলে কন্ঠে জোর থাকা লাগে,,,,,,, অরিজিনাল ভাওয়াইয়া রংপুর আসি শুনি যান❣️❣️❣️
Bhai Please see the videos of this channel for one time. Tumi ekbar dekhle subscribe na kore tumi thakte parbe na eta amar biswas. jodi tomar valo lage tahole like dio. Valo na lagle like dita hobe na and subscribe kisui korte hobe na. #jibonerjonnogaan
IPDC amar Ekta khub priyo channel.aro bhalo bhalo gaan soner asha Rakhi. Tar sathe amader group o perform korte aagrahi.amra kolkater group, India te thaki.
Ipdc মানেই পুরাতন কে নতুন করে সবার মাঝে উপস্থাপন করা। গানের পরিবেশনা আর মিউজিকের কোন তুলনা হয়না। ধন্যবাদ ipdc সকল কলাকৌশলীকে আমাদের মাঝে এত সুন্দর গানের পরিবেশনা উপহার দেওয়ার জন্য
বাংলার সংস্কৃতির ইতিহাস এবং ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে আরও অনেক বছর ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️
@@IPDCআমাদেরগান আপনাদের সকল আয়োজনই অনেক সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপন করা হয় যা প্রশংসার দাবিদার ❤❣️ আমরা চাই আপনাদের এরকমন পুরোনো গানের নুতনভাবে আয়োজন অব্যাহত থাকুক এই কামনায় 💗
অসাধারণ অসাধারণ অসাধারণ অতুলনীয় খুব ই ভালো হয়েছে এই গানটি আমার অনেক প্রিয় একটি গান আপুর সুমধুর কন্ঠস্বুরে এই গানটি শুনে খুব ই ভালো লাগলো আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ❤️❤️💝💝♥️♥️💖💖💕💕❤❤💛💛💚💚👍👍👌🏻👌🏻👌🏻🌷🌷🥀🥀💐💐🌺🌺🎉🥳🥳🥰🥰😍😍💘💞💗💗🎈🎈
বাসা বলেই তো ভাষার ১২ টা বাজিয়ে দিলেন!!! বাসা না বলেন বাড়ি।বাসা হলো ঢাকা শহরের খুপরি ঘর।যারা ভাড়া থাকে তারা বাসা বলে।নাটক সিনেমা বাসা শব্দটা প্রচলিত করেছে। গ্রামের বাড়ি বাসা না আপনার বাড়ি আপনার ঘর।
বাংলার সংস্কৃতির ইতিহাস এবং ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে আরও অনেক বছর ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️
অংকন, নাদিয়া ডোরার গান আগে আমর ওতো একটা বেশি শোনা হতো না। এখন ওদের গান না শুনলে আমার ভালো লাগে না, দিন যত ওনারা আমার প্রিয় হয়ে উঠছে। আহ যত শুনি ততই ভালো লাগে।
তাই বাংলার সংস্কৃতির ইতিহাস এবং ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে আরও অনেক বছর ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️
রংপুরের গান মানেই আগুন, আমার প্রানের শহর, ভাওয়াইয়ার গানের শহর রংপুর, ভাওয়াইয়া গানকে তথা রংপুরের গানকে এভাবে প্রেজেন্ট করার জন্য ধন্যবাদ ❤
আপনার ইমেইল অথবা হোয়াটছেপ দিয়েন । আপনাকে আরো লোকগীতির লিংক পাঠাবো আসামের। সত্যি গান আর ভাষা দেশের সীমানা ছাড়িয়ে যায় ।
thanks
ভারত , পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা হিসাবে এই লোক সংগীত বহু শিল্পীর কণ্ঠে বহুদিন ধরে শুনে আসছি। বাংলাদেশের উত্তরবঙ্গ এলাকা ( রংপুর , বগুড়া ) এবং ভারত , পশ্চিমবঙ্গের উওরবঙ্গ এলাকা ( কোচ বিহার , জলপাইগুড়ি ) ভৌগলিক দুরত্ব হিসাবে খুব কাছাকাছি হওয়ায় ভাষারও নৈকট্য স্বাভাবিকভাবেই বর্তমান ৷ IPDC - র আমাদের গান এর উপস্থাপনায় এবং শিল্পী অংকন এর কণ্ঠে এটি ভিন্ন আঙ্গিকে শুনতে পাবো বলে নোটিফিকেশন পাওয়ার পর থেকে অধীর আগ্রহে ছিলাম। বিশেষ করে যন্ত্রানুসঙ্গী কুশলীদের সৃষ্ট সুরমুর্ছনা এবং সহ শিল্পীগণের ( কোরাস ) কণ্ঠ মেলবন্ধন এর জন্য এরূপ লোকসংগীত আলাদা মাত্রায় উপনীত হয়। নবরূপে " বাপুই চ্যাংড়ারে ..." শুনে খুব ভালো লাগলো। সমগ্র IPDC টীমকে অজস্র ধন্যবাদ।
ভাই, ভারতীয় বাংলাভাষীদের কমেন্টে কেমন জানি লাগে। খুবই প্রানবন্ত একটা অনুভুতি।। ❤️
@@sujan870 ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
জলপাইগুড়ির স্থানীয় ভাষা কি সিলেটি?
@@mahichy7849 না। উত্তরবঙ্গের ভাষা।
@@mahichy7849 জলপাইগুড়ি আর কোচবিহারের ভাষা রংপুরী।
অপূর্ব অনেকে গানটি করলেও আজ অংকন গানটার ভাবকে সঠিক রূপ দিয়াছে, মনভরে শুনলাম,অভিনন্দন ও শুভকামনা প্রিয় অংকন ও IPDC কে।
এসব গানের মর্ম আমাদের উত্তর বঙ্গের মানুষরা ঠিকি জানে💝💝💝
আপনি খুব মনোযোগ সহকারে গানটি শুনেছেন। তাই গানের মর্ম ধরতে পেরেছেন।
আমিও ওই উত্তর বঙ্গের ছোল।
@@IPDCআমাদেরগান plz add english subtitle😤
Ekdom...amder uttorbonger gan eta
গানটাই উত্তর বঙ্গের
Ami Kurigram er sontan hoye ei gan er jonno khubi gorbito.eti amader uttor bonger totha paschim bonger uttor anchol cooch bihar,jalpiguri elakar oittiho.dhonobad ipdc ke.
উত্তরবঙ্গের জনপ্রিয় ভাওয়াইয়া গান।
দারুন সুন্দর হয়েছে।❤️❤️❤️
আবারো ত্রিপুরা থেকে আপনাদের গান শোনার জন্য এসে পড়েছি এত সুন্দর উপস্থাপনা ভাবা যায় না অনেক ভালো লাগে আপনাদের গান শুনতে এবং এইভাবে আপনারা আপনাদের গানগুলি আপনাদের এই চ্যানেলে পাবলিশ করতে থাকুন এবং আমরা মনোযোগ দিয়ে দেখতে থাকবো
ঠিক এভাবেই আরও হাজার হাজার বছর ধরে আপনাদের মনে গানের মালা গেঁথে রাখতে চাই আমরা। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। ❣️
ps😢😅🎉😂😂😮😮😅😅🎉❤
আমার রংপুরের গান❤️
উত্তর বঙ্গের সংস্কৃতিকে এভাবেই ছড়িয়ে দিতে হবে। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের সুর মাটির মানুষের নিজস্ব সুর।গায়িকার কন্ঠে মাধুর্য আছে।গায়কিতে "আধুনিক"হওয়ার চেষ্টা না করাই ভালো। খুব ভালো লাগলো। শিল্পীর আরও গান শোনার অপেক্ষায় রইলাম।
আপনাদের আগ্রহ, ভালোলাগা এবং বিচক্ষণতাই আমাদের গানকে আরও সমৃদ্ধ করে তুলবে। আশা করি পরবর্তীতে তাঁকে আবার দেখতে পাবেন। ধন্যবাদ আপনার মতামত শেয়ারের জন্য।
অসাধারণ এই না হলে আমরা বাঙালি আর আমারদের বাংলা সংস্কৃতি!!
খুবই পছন্দের শিল্পী(গায়িকা)ইনি আমার। অনেক গান শুনেছি আমি এনার কন্ঠে।অন্য একটা মাধুর্য্য আছে গলায়। আরও গান শোনার আশা রাখি।'IPDC'র প্রতিটা শিল্পীই ভালো সঙ্গীতজ্ঞ ও প্রতিভার পরিচয় রাখেন।সকলকে শুভেচ্ছা ....সুব্রত দত্ত,জিরাট/হুগলী(বাংলা)। ধন্যবাদ। 4:08
আপনার মনকে পূর্ণতা দিতে পেরে আমরা বেশ আনন্দিত বোধ করছি। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। 💚
এযুগে ' সঙ্গীত-ইন্সট্রুমেন্টাল' ও প্রচার মিডিয়ার অনেক ব্যাপ্তি ঘটেছে। তবুও 'কিছু ভবিষ্যদ্বানী করা যায়' যে অংকন একদিন রুনা লায়লাকেও ছাঁপিয়ে যাবেন !..... SDUTTA,Jirat.
অনেক বড় বাক্য বলে আশীর্বাদ করেছেন
আমি শুধু দায়িত্ববোধ থেকে ভালো করার চেষ্টা করবো
আপনাকে ধন্যবাদ 🙏
@@ankoniasmenofficial আপনার চ্যানেল টা খুঁজছিলাম, আপনার কমেন্ট দেখে পেয়ে গেলাম। ভালো থাকুন, আরও সুন্দর গান আমাদের উপহার দিয়ে যান।
সত্যি জলপাইগুড়ি কোচবিহার এর অনেক শিল্পী দের কাছে এই গ্ন শুনেছি আজ বাংলাদেশি একজন শিল্পীর গলায় সত্যি দারুন লাগলো❤
আমাদের রংপুরের গান এটা। আমাদের রংপুরে অনেক জনপ্রিয়। কিন্তু এই মেয়ে "দুইডা" উচ্চারণ করেছে কিন্তু এখানে দুইটা হবে।
@@tasirlohanihridoy7438দুইডা দক্ষিণবঙ্গের ভাষা।
ধন্যবাদ IPDC কে আমাদের ঐতিহ্যবাহী গানগুলোকে এত সুন্দর করে সংগীতায়োজন করে নতুন প্রজন্মকে উপহার দেবার জন্য। আর পার্থ বড়ুয়াকে স্পেশাল থ্যাংকস।অংকনের গায়কী বরাবরই ভালো লাগার মত।
আপনাদের কাছ থেকে প্রশংসা পেলে আমাদেরও বেশ আনন্দ অনুভূত হয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ❤
আহ্! রংপুরের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া। শুনে হৃদয় জুড়িয়ে গেল ❤️❤️
পশ্চিমবঙ্গের সংগীত জগৎ বাঁচিয়ে রেখেছেন এটাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
এটা আমাদের বাংলাদেশের রংপুরের রংপুরী ভাষার গান
❤️Love from North Bengal 🇮🇳🇮🇳
আপনার কন্ঠে আরও মাটির গান শুনার অপেক্ষায় রইলাম
দর্শকদের হৃদয়ে স্থান করে নেওয়াতেই আমাদের স্বার্থকতা। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে।
রাজবংশী উপভাষার ভাওয়াইয়া গানের ধাম-
হামারে বাহে রংপুর আর কুড়িগ্রাম🥰😍
🎉🎉
ধন্যবাদ IPDC রংপুর অঞ্চলের ভাওয়াইয়া গানকে তুলে ধরার জন্য। আপনাদেরকে "ও কি গাড়িয়াল ভাই' গানটি রিমেক করার জন্য অনুরোধ করছি। এই গানের অন্যরকম এক অনুভূতি আছে৷ ❤️❤️❤️
আপনার অনুরোধটি আমরা বিবেচনায় রাখবো এবং চেষ্টা করবো পরবর্তীতে গানটি উপহার দেওয়ার জন্য। আমাদের সাথেই থাকবেন।
আমাদের উত্তরবঙ্গের গান সব সময় সেরা হয় । অনেক দিন পর শুনলাম । ভালো লাগল । পঞ্চগড় থেকে ।
আসামের অভিবক্ত গোয়ালপারা জিলার ভাষা এইটাই । সত্যি দেশ বিভাগ হলেও ভাষা আর লোকগানের টানে আমরা এক হয়েই যাই। ধন্যবাদ IPDC .
যেমন এটা গোয়ালপারার তেমন বাংলাদেশের রংপুরের ভাষা এটা
@@tasirlohanihridoy7438 হ্যা ।
আপনি গোয়ালপাড়ার?
এটা বাংলাদেশের রংপুর জেলার গান, এভাবেই রংপুরের মানুষ কথাও বলে,
সত্যি সুন্দর ভাষা রংপুর এবং গোয়ালপাড়া উভয়ের। খুব সুন্দর। আমি আসামে থাকি আমার ইঞ্জিনিয়ারিং পড়ার সময় গোয়ালপাড়ার পাশের জেলায় থাকতাম তাই ভাষাটাকে শিখেছি।
পৃথিবীতে হাজারো রকমের গান আছে,আছে হাজারো রকমের উপস্থাপনা।আর সব গানের মাঝে শুধুমাত্র আমার বাংলার গান আমার মনের কথা বলে,আমার প্রকৃতির কথা বলে।আর সেই কথাগুলো আমাদের মাঝে পৌছিয়ে দেয় আমাদের প্রিয় IPDC.
মনের গভীর থেকে IPDC কে জানাই অসংখ্য ধন্যবাদ❤️
এত কষ্ট করে আমাদের খুঁজে বের করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আমাদের। আপনার কমেন্ট আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করব আমরা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
@@IPDCআমাদেরগান সবসময় আপনাদের পাশে আছি।
কারন ভালোবাসার অন্য নাম IPDC❤️
এই সুন্দরী একটা খুনি!
রূপে গুণে মহা মাধুরী দিয়ে হৃদয় টা হরণ করে নিয়ে যায়।🥰
🥰😝🥰😜
IPDC তে আমি শুধু অনকন কে চাই জানি তার মাঝে কি মায়া আছে কি মধু আছে তার সুরে।
আপনাদের কাছ থেকে প্রশংসা পেলে আমাদেরও বেশ আনন্দ অনুভূত হয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ❤
Amader Gan Er Sobgoli Gan e Amar kache Vison valo lage... R valo to lagar e kotha """"আমাদের গাঁন বলে কথা""""!!!...R Ai Apur Konthe o Gan ta besh Maniyese... Sob Mile অসাধারণ!!!
আইপিডিসি এবং সংগীত পরিচালক পার্থ বড়ুয়াকে অসংখ্য ধন্যবাদ। অন্কনের গায়কি ছিল অসাধারণ
আপনার মতামত সামনে আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।
উত্তরবঙ্গের ভাওয়াইয়া
উত্তরের মানুষ প্রাণে লালন করে এই ভাওয়াইয়া
ধন্যবাদ IPDC কে
বাংলা সংস্কৃতির এই গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার অবিরাম প্রয়াস আমাদের। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে।
@@IPDCআমাদেরগান ধন্যবাদ
পার্থ দা আমি প্রবাস হতে দেখছি, কিছু দিন আগে গানটা একটু করে দেখে রেখে দিলাম যেনো ডিউটি শেষে রাতে শান্তি মনে দেখবো কিন্তু মনটাই খারাপ হয়ে গেলো, রাতে গিয়ে দেখি আপনাদের চ্যানেলে ঐগান আর নেই মনটাই খারাপ হয়ে গেলো,
আমিও জলপাইগুড়ি থেকে শুনছি। সেই ছোটবেলা থেকে এই গানটা শুনে আসছি। নতুন আঙ্গিকে ভালো লাগল।
আমার জন্মস্থান লালমনিরহাট জেলায় আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন সবাই মিলে একসাথে এই গানগুলো মনপ্রাণ খুলে গাই। অনেক ভালো লাগে এই গানগুলো শুনলে মনে পড়ে গ্রামের কথা।কারণ এই গানগুলো শহরে শোনা যায় না। অনেক ধন্যবাদ ipdc কে।
বাংলা সংস্কৃতির এই গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার অবিরাম প্রয়াস আমাদের। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমাদের সাথেই থাকবেন।
আমারও বারি লালমনিরহাটের মহেন্দ্র নগর ইউনিয়নে
@@rishadhossain3483 কোথায়
মহেন্দ্র নগর ইউনিয়নের বুরির বাজারে
@@rishadhossain3483 আমার বাড়ি দেউতিরহাট
অনেক চেষ্টা করলেন মোটামুটি হইছে ভালো লাগল,,,
তবে এটা সত্যিই বাংলা লোক সংগিতের সবচেয়ে কঠিন ধারার একটা ভাওয়াইয়া,,,
ভাওয়াইয়া গাইতে হইলে কন্ঠে জোর থাকা লাগে,,,,,,,
অরিজিনাল ভাওয়াইয়া রংপুর আসি শুনি যান❣️❣️❣️
সত্যি ভাই, ভাওয়াইয়ার ফিল পাওয়া যাচ্ছে না।
@@aftabulislam3079 জী ভাই গান ভালো লাগল কিন্তু ঠিল ভাওয়াইয়া হইল না।
হামার রংপুর এর গান 💜
ধন্যবাদ IPDC
Bhai
Please see the videos of this channel for one time. Tumi ekbar dekhle subscribe na kore tumi thakte parbe na eta amar biswas. jodi tomar valo lage tahole like dio. Valo na lagle like dita hobe na and subscribe kisui korte hobe na.
#jibonerjonnogaan
রাজবংশীদের মাটির গান।
অসাধারণ গায়কী আর সুর টাও বেশ চমৎকার। বাদ্যযন্ত্র যারা বাজিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
Aha Ki modhur kontho 🥰🥰🥰🥰
ছোট বেলায় এই গান অনেক শুনেছি যতই শুনি ততই মনটা ভোরে যায়। ❤️❤️🇧🇩
আসসালামুয়ালাইকুম, জনাব আপনার মন ভরে যায়, বিশ্ব জয়ী হাফেজদের তিলাওয়াত শুনলে আপনার মন ভরে না? কোরআন তেলাওয়াতে প্রশংসা একবারে তো করেন না।
আমাৰ দেশী ভাষাৰ গান দেহং । ভাল নাগিল। শুভেচ্ছা থাকিল।
Singer Hishebe (Ankan) Ashadaran & Sampurno Onno Rakom Level Akjon Singer...
অনেক দিন যাবত ভাবছিলাম অংকনের গান আসে না কেন। অবশেষে এসেই পড়ল। দারুন লাগল
অঙ্কন এর গানটি সত্যিই অসাধারণ হয়েছে। আপনার অপেক্ষা স্বার্থক হয়েছে ধন্যবাদ আপনার ভালোলাগার মত শেয়ার করার জন্য।
IPDC amar Ekta khub priyo channel.aro bhalo bhalo gaan soner asha Rakhi.
Tar sathe amader group o perform korte aagrahi.amra kolkater group, India te thaki.
হেডফোনের ফুল ভলিউম দিয়ে শুনতেছি অটোমেটিক রক্ত উপশিরায় এর ধাছ্ গুলো লাগতেছে। এক কথায় অসাধারণ।❤🎉
IPDC কে অসংখ্য ধন্যবাদ ❤️❤️
গানটাকে এতো সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছে আর তার সাথে অংকন আপুর অসাধারণ গায়কী সব মিলে চমৎকার ছিলো ❤️❤️
অঙ্কন এর গানটি সত্যিই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনার ভালোলাগার মত শেয়ার করার জন্য। ❤️
আমি খুব শুনছি আপনাদের গান এবং সুরের ঝংকার । এত ভাল লাগছে যা ভাষায় বলতে পারছি না ।
আমার প্রানের উত্তরবঙ্গের জনপ্রিয় গানের মধ্যে একটি!❤️ধন্যবাদ IPDC ও শিল্পীকে🥰
Ipdc মানেই পুরাতন কে নতুন করে সবার মাঝে উপস্থাপন করা। গানের পরিবেশনা আর মিউজিকের কোন তুলনা হয়না। ধন্যবাদ ipdc সকল কলাকৌশলীকে আমাদের মাঝে এত সুন্দর গানের পরিবেশনা উপহার দেওয়ার জন্য
বাংলার সংস্কৃতির ইতিহাস এবং ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে আরও অনেক বছর ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️
Darun ❤ love from West Bengal Alipurduar
প্রথমই ভাবছিলাম সিলেটের বাউল সম্রাট আব্দুল করিমের গান।
ড্রিস্ক্রিপশনে সব কিছু লিখাতে অনেক ভালো হইছে।
গানের জন্য শুভ কামনা রইল
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ IPDC কে। এতো সুন্দর ভাবে পরিবেশন করার জন্য। ❤️❤️❤️১০০%।
IPDC এর সংগ্রহে বাংলার মাটির গান গুলো শুলেই মন জুড়িয়ে যায়। কারন শিল্পী ও কলাকৌশলীরা গানগুলোর স্বকীয়তা বজায় রেখেছে।
ছোট সময় এ গান গুলো শুনে বড় হয়েছি, তখন এত বুজতাম না বা ভালো লাগত না। কিন্তু এখন মধুর মত লাগে।
অংকন, আমাদের চাঁপাইনবাবগঞ্জ এর গর্ব ❤❤😊
I P D C এর এ আয়োজন এক কথায়
অসাধারণ। 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩
রামু,কক্সবাজার।
Pt school cox's Bazar Sadar thky Vai
Ai channel ar sab guli gan khub khub valo lage 🤟🤟
Abiram valobasa roilo ❤️❤️💚💚
Love from # Tripura 🇮🇳
Thank you for listening to our music from so far away. We appreciate your valuable words. Stay connected with us. 💚
কে কে এই গান শুনে মুগ্ধ হলেন!
দেখতে চাই✍️✍️✍️
🖐️
অসাধারণ গানের সঙ্গে কি যে সুন্দর অভিনয়ের মাধ্যমে গানটিকে উপস্থাপন করেছে,,,, খুবই মনোমুগ্ধকর। ❤️
গানের সাথে সাথে গানের পেছনের মানুষদের পরিচিতি তুলে ধরার জন্য ধন্যবাদ। অংকন যে ভালো গেয়েছে তার প্রমাণ হল একদিনেই প্রায় ৪৭ হাজার ভিউ!
অংকন আপুর গান মানেই অসাধারণ কিছু। এখন পর্যন্ত কমপক্ষে ২০ বার গানটা সম্পূর্ণ শুনলাম এবং দেখলাম
অংকন আপুর প্রতিটি গান হৃদয় ছুয়ে যাওয়ার মতো,,নতুন করে আর বলার কিছু নেই🥰
ধন্যবাদ DPDC কে অংকনকে আমন্ত্রণ জানানো জন্য আমি তার খুব বড়ো ভক্ত
সত্যিই অনবদ্য প্রশংসনীয় উদ্যোগ,,,, যতই প্রশংসা করি না কেন কম বলা হবে।
অঙ্কন আপুর প্রতিটি গানই হৃদয় ছোঁয়া৷নতুন করে বলার আর কিছু নেই
এই গুলাহ আমাদের বাংলার সংস্কৃতিক গান ❤️
❤❤❤🎉🎉🎉🎉🎉 veri nice
যুগ থেকে যুগান্তর শেষ হয়ে যাবে কিন্তু এই গানগুলোর কদর কখনো শেষ হবে না বাংলা গানের হৃদয়স্পন্দন কালজয়ী গান গুলো
শুভ কামনা রইল অন্কনের প্রতি। অন্কন অনেক দূর যাবেন।
আহার রংপুরিয়া গান ভাওয়াইয়া
এখনকার শিল্পী হয়েও অসাধারণ গাইছেন
এই গানটার সাথে ৪/৫ বছর বয়সের আবেগ জড়িয়ে আছে। আহারে বাচ্চা কাল 😥
আপনার ছোটবেলার পুরোনো স্মৃতি মনে করিয়ে দিতে পেরে আমরা আনন্দ বোধ করছি। আশা করি পরবর্তীতেও আমাদের সাথে থাকবেন।
@@IPDCআমাদেরগান আপনাদের সকল আয়োজনই অনেক সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপন করা হয় যা প্রশংসার দাবিদার ❤❣️
আমরা চাই আপনাদের এরকমন পুরোনো গানের নুতনভাবে আয়োজন অব্যাহত থাকুক এই কামনায় 💗
অঙ্কনের গানটি ভালো লাগলো তাঁকে ধন্যবাদ
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️
অসাধারণ অসাধারণ অসাধারণ অতুলনীয় খুব ই ভালো হয়েছে এই গানটি আমার অনেক প্রিয় একটি গান আপুর সুমধুর কন্ঠস্বুরে এই গানটি শুনে খুব ই ভালো লাগলো আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ❤️❤️💝💝♥️♥️💖💖💕💕❤❤💛💛💚💚👍👍👌🏻👌🏻👌🏻🌷🌷🥀🥀💐💐🌺🌺🎉🥳🥳🥰🥰😍😍💘💞💗💗🎈🎈
আহা কি বাংলা গানের মধু ......।গান গুলোই বাংলার ঐতিহ্য...
বাংলা সংস্কৃতির এই গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার অবিরাম প্রয়াস আমাদের। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে।
দিন দিন ভালো গান গুলো সরে যাচ্ছে
তুই এখানে কি করো,তোর ধর্মে তো গান নাই,এটা দেখth-cam.com/video/rBdGXRq29aI/w-d-xo.html
অসাধারণ গেয়েছেন আপু,,, "IPDC আমাদের গান" কে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের গান উপহার দেওয়ার জন্য। সামনে এইরকম আরো গান উপহার দিবে এই আশায় রইলাম। ❤️💜💚
হামরা উত্তরবঙ্গের বাহে।। অসাধারণ হয়েছে
Ankhon ke diye aro gaan chai please ❤ ipdc ke thank you ei rokom valo maner gaan awojon koray ❤
অসাধারণ ,,পশ্চিমবঙ্গের উওরবঙ্গের ডুয়ার্স থেকে উওরবঙ্গের জনপ্রিয় গান
আপনাদের কাছ থেকে প্রশংসা পেলে আমাদেরও বেশ আনন্দ অনুভূত হয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ❤
অনেক ধন্যবাদ আমাদের ভাওয়াইয়া গান পরিবেশন করার জন্য
আজ থেকে ১৯ বছর আগে, আমি আমার দাদুর মুখে এই গানটি শুনেছিলাম।কিন্তু আমার দাদু আর জীবিত নেই, তবে গানটি এখনো আছে।
আপনার কমেন্ট করার জন্য ধন্যবাদ।
অরে রে এ তো দেখি আমাদের সেই প্রিয় ভাবি।।।
এতোদিন খুব মিস করেছি ভাবি।।।
𝑳𝒐𝒗𝒆 𝒚𝒐𝒖 𝑩𝒉𝒂𝒃𝒊... 𝑨𝒏𝒅 𝒃𝒆𝒔𝒕 𝒐𝒇𝒇 𝒍𝒖𝒄𝒌
বাংলা লোকগান ভাওয়াইয়া নিয়ে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ আইপিডিসি
আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।
আগে একবার শুনছি কিন্তু এখন আবার দেখি 1 ঘন্টা আগে আপলোড ।🤔🤔🤔
তাইলে আমি কি স্বপ্নে শুনছিলাম ।
I m ত অবাক।
আমাদের গান এ চ্যানেলের গান মানেই অসাধারণ কিছু
ঠিক যেন তাঁর অভিব্যক্তির মাধ্যমেই সুরের মূর্ছনায় হারিয়ে যাই আমরা !
আমাদের জেলার শিল্প বলে কথা, গানে কন্ঠটা খুব ভালো লাগলো
বেশ সুন্দর গেয়েছে অঙ্কন।
সহযোগীদের কাজও প্রশংনীয়।
অঙ্কন এর গানটি সত্যিই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনার ভালোলাগার মত শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ সুন্দর ভাওয়াইয়া গান পরিবেশন করার জন্য
আমি গর্বিত, আমরা বাসা উওরবঙ্গ
আপনি একজন সঙ্গীতপ্রেমী, তাই আপনি ঠিক জানেন।
বাসা বলেই তো ভাষার ১২ টা বাজিয়ে দিলেন!!!
বাসা না বলেন বাড়ি।বাসা হলো ঢাকা শহরের খুপরি ঘর।যারা ভাড়া থাকে তারা বাসা বলে।নাটক সিনেমা বাসা শব্দটা প্রচলিত করেছে।
গ্রামের বাড়ি বাসা না আপনার বাড়ি আপনার ঘর।
IPDC আমাদের গান কে অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলার ঐতিহ্য কে দরে রাকার জন্য
খুব Sundor hoisa viral hobe ata amr biswash..
অসম্ভব রকমের সুন্দর হয়েছে গানটি।
আপনিও আমাদের মতো একজন সঙ্গীতপ্রেমী।
অসাধারণ অনবদ্য অতুলনীয়!♥
'তরে বানাইয়া রাই বিনোদিনী ' গানটির অনুরোধ রইল।
আমরা রংপুরবাসী গর্বিত,
আমাদের ভাষা, সংস্কৃতি অসাধারণ 😍💗💗
বাংলার সংস্কৃতির ইতিহাস এবং ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে আরও অনেক বছর ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️
অংকন, নাদিয়া ডোরার গান আগে আমর ওতো একটা বেশি শোনা হতো না। এখন ওদের গান না শুনলে আমার ভালো লাগে না, দিন যত ওনারা আমার প্রিয় হয়ে উঠছে।
আহ যত শুনি ততই ভালো লাগে।
এসব গান হচ্ছে আমাদের ঐতিহ্য।
তাই বাংলার সংস্কৃতির ইতিহাস এবং ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে আরও অনেক বছর ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️
রংপুরের গৌরব ভাওয়াইয়া 🤩🤩
চমৎকার উপস্থাপন
কার কার ছোট বেলার কথা মনে পড়ে গেলো গান টা শুনে । আমার কিন্রতু খুব মনে পড়ে গেলো
আপনার ছোটবেলার পুরোনো স্মৃতি মনে করিয়ে দিতে পেরে আমরা আনন্দ বোধ করছি। আশা করি পরবর্তীতেও আমাদের সাথে থাকবেন।
@@IPDCআমাদেরগান অবশ্যই
By far the best cover that I've ever heard ❤
অনেক অপেক্ষার পড়ে 😍😍
❤ from Norway. Didn't understand properly but i like the music composition. Excellent vocal & composition.
Its Bangladeshi popular song...
উত্তর বঙ্গের গান ❤❤❤❤
আমিও একজন উত্তরবঙ্গের মানুষ ।আর এই গান গুলি আমাদের প্রাণ
আপনিও আমাদের মতো একজন সঙ্গীতপ্রেমী। আশা করি, আমরা আপনার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবো।
আপনার কন্ঠে এসব গানগুলো শুনতে খুবই ভালো 💝💝🥀
অংকন এর গানটি সত্যিই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনার ভালোলাগার মত শেয়ার করার জন্য।
ওকি ও মোর দুলা ভাই..... এই গান টি শুনতে চাই
আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ। আমরা বিষয়টি মাথায় রাখবো।