Tomar Akash Duti Chokhe II Luipa II Seylon Music Lounge

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 4.7K

  • @subratapatra5441
    @subratapatra5441 2 ปีที่แล้ว +150

    ভাগ্গিস বাঙালি হয়ে জন্মেছি
    নাহলে হয়তো অর্থ টাই বুঝতে পারতাম না,
    আবার নতুন করে নব প্রজন্মের কাছে নব রূপে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
    আপনাদের প্রচেষ্টা কে অনেক অনেক অভিনন্দন জানাই,,যাতে আপনাদের প্রত্যেক প্রচেষ্টাই আগামী দিনে সফল হয়।
    Seylon music কে জানাই অনেক অনেক ধন্যবাদ।

    • @bonimallick8065
      @bonimallick8065 2 หลายเดือนก่อน +2

      Akdhom thik kotha bola cha

  • @HabibaNasrin-cq3ys
    @HabibaNasrin-cq3ys 8 หลายเดือนก่อน +88

    এই গানটা শুনলে অন্যরকম একটা ফিলিংস আসে,,, আজ থেকে দুই বছর আগে প্রথম শুনেছিলাম,,, আমার বয়ফ্রেন্ড পাঠিয়েছিলো,,, ভেসে ওঠে সেই স্মৃতি গুলো ❤❤❤❤❤❤❤❤

    • @kaziimtiazahammad1928
      @kaziimtiazahammad1928 8 หลายเดือนก่อน +6

      Dear Sister where are you from?

    • @mdalihossainripon2703
      @mdalihossainripon2703 3 หลายเดือนก่อน +3

      Hi

    • @Moinulislam2202
      @Moinulislam2202 2 หลายเดือนก่อน

      😢t? totctyrwevzd fbadd😢😢😢😢😢ttt😢t😢t😢😢😢 tttt 😢t😢😢😢😢😢😢ttt😢😢t😢😢😢😢😢😢t😢t😢😢ttt😢t😢😢 ttt ttttt😢😢😢ttttt😢😢😢😢😢@@kaziimtiazahammad1928😢

    • @MdMizan-be4bx
      @MdMizan-be4bx 2 หลายเดือนก่อน +2

      Tai

    • @swarupdas967
      @swarupdas967 2 หลายเดือนก่อน

      ​@@kaziimtiazahammad1928❤❤❤❤❤❤❤❤ ki ki❤W❤❤❤a❤❤❤❤w❤❤❤❤❤ww❤w❤ ar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤a❤❤q❤❤❤❤a❤ AA❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ki❤❤

  • @milonsamadder7004
    @milonsamadder7004 8 หลายเดือนก่อน +47

    বাহ! কি চমৎকার গান। মন জুড়িয়ে যায়।

  • @nayansarkar0127
    @nayansarkar0127 หลายเดือนก่อน +8

    সুরটা এতোটা মিষ্টি, যে ভাষায় প্রকাশ করার মতো না
    আর নজরুলের লিখা অসাধারণ শব্দগুলো শিল্পীর কণ্ঠে শুধু মুগ্ধতা ছড়ালো।

  • @mdmehedihasan4362
    @mdmehedihasan4362 2 ปีที่แล้ว +406

    তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা (x2)
    এই জীবন ছিল,
    নদীর মতো গতিহারা
    এই জীবন ছিল,
    নদীর মতো গতিহারা, দিশাহারা
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা।
    আগে ছিল শুধু পরিচয়,
    পরে হলো মন বিনিময় (x2)
    শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়,
    শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়।
    আজ যখনই ডাকি,
    জানি তুমি দেবে সাড়া
    এই জীবন ছিলো,
    নদীর মতো গতিহারা, দিশাহারা
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা।
    গানে নতুন করে এলো সুর,
    এ যেন আগের চেয়ে সুমধুর (x2)
    নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর,
    নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর।
    বয়ে চলেছে যে তাই,
    ভালবাসার একধারা।
    এই জীবন ছিলো,
    নদীর মতো গতিহারা, দিশাহারা।
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা,
    আমি হয়ে গেছি তারা।
    হম ম ম. . .আমি হয়ে গেছি তারা
    আ আ আ. . .আমি হয়ে গেছি তারা।

  • @for-smile-creation
    @for-smile-creation 12 วันที่ผ่านมา +11

    কখনো কেউ যদি আমার এই কমেন্টে রিয়াক্ট দিয়ে সরণ করিয়ে দেয় তবে গানটা আবারও শুনে নিবো....🌸🖤

  • @mdalamgirhossain9011
    @mdalamgirhossain9011 8 หลายเดือนก่อน +29

    মানসিক তৃপ্তি পাওয়ার মতো অসাধারন একটি গান। গায়িকা চমৎকার গেয়েছেন।

    • @MrChef-z3u
      @MrChef-z3u 22 วันที่ผ่านมา +1

      Right 😢😢😢

  • @biswajitpaul-ky9wx
    @biswajitpaul-ky9wx 6 หลายเดือนก่อน +9

    যিনি গল্পটা পাঠ করেছেন শুধু তার বাচন ভঙ্গী শুনে মনে হলো যে তিনি কাউকে সর্বদাই ধমকে চলেছেন। সম্পূর্ণ গল্পঃ পাঠ করা পর্যন্ত এই ত্রুটি টুকু ছিল। কিন্তু বাকিটা অসাধারন উপস্থাপন ছিল। আপনাদের প্রয়াস এইভাবে বজায় থাকুক। আর আমাদের মত শ্রোতাদের ক্রমশ আনন্দ প্রদান করুক।

  • @aponroy1940
    @aponroy1940 ปีที่แล้ว +138

    মিস করতেছি তোমাকে ❤খুব ভালোবেসেছিলাম ভাবি নেই যে এভাবে চলে যাবে , সৃতি হিসেবে রেখে গেলাম কেও লাইক করলে আবার নোটিফিকেশন পাবো তখন গান টা শুনবো

  • @ahammadali247
    @ahammadali247 ปีที่แล้ว +2770

    তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হতো না প্রিয়😊স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার ও শুনতে আসবো গানটা 🙂

    • @mdbayzid2086
      @mdbayzid2086 ปีที่แล้ว +42

      💖💖💖

    • @maishamoni6383
      @maishamoni6383 ปีที่แล้ว +24

      💓💓💓💓

    • @tonnihasan4660
      @tonnihasan4660 ปีที่แล้ว +29

      Onek ber sunaci 'ber ber sunta mon cay.

    • @SADDAMHOSSAIN-lv3dp
      @SADDAMHOSSAIN-lv3dp ปีที่แล้ว +4

      👏

    • @ahammadali247
      @ahammadali247 ปีที่แล้ว +10

      @@tonnihasan4660 হুম শুনে নিবেন মন চাইলে

  • @RakibulIslam-sz7mg
    @RakibulIslam-sz7mg 2 ปีที่แล้ว +21

    রিলিজ হওয়ার একদিন পর গানটি শুনতে হচ্ছে বলে দুঃখ হচ্ছে। মিষ্টান্নের স্বাদ যে জিহ্বা ছাড়া কান দিয়েও নেয়া যায়, লুইপার কন্ঠ তার জলন্ত প্রমাণ।

    • @sanjaysen5206
      @sanjaysen5206 2 ปีที่แล้ว

      অসাধারণ বলেছেন।

    • @inzamulshaikat622
      @inzamulshaikat622 2 ปีที่แล้ว

      বাহ দারুণ বলেছেন

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL ปีที่แล้ว

      🥰

  • @amirulislam8975
    @amirulislam8975 5 หลายเดือนก่อน +243

    2024 এ এই গান টি যারা শুনছেন তারা লাইক দিয়ে যাবেন যাতে আবার গান টি শুনতে পারি

    • @beparielectronicandfurnitu6531
      @beparielectronicandfurnitu6531 3 หลายเดือนก่อน +1

      যে পর্যন্ত জীবিত থাকবো সালের দরকার নেই যাদু মাখা এই গান না শুনে কি পাড়া যায় যতোই শুনি ততই আরো শুনতে মন চায়

    • @RathinKarmokar-l4f
      @RathinKarmokar-l4f 3 หลายเดือนก่อน +1

      আমি

    • @RathinKarmokar-l4f
      @RathinKarmokar-l4f 3 หลายเดือนก่อน

      th-cam.com/play/PLf3BSGNFT0QvXFBtmup2Y1TQV2sgyEfaR.html&si=iKD7GwLHRtUzhKco

    • @EzazHossain-hv4bl
      @EzazHossain-hv4bl 2 หลายเดือนก่อน +1

      17oct2024 mot Kato bar sunechi amar mone nei tabe ganta puro mukhosto hoye geche😊😊😊😊😊😊

  • @Mr.Pabnaff
    @Mr.Pabnaff ปีที่แล้ว +42

    ২০৫০ সালের জন্য কমেন্টটা রেখে গেলাম । যারা গানটা শুনতে আসবে । অব্যসই একটা লাইক দিবে❤❤❤

  • @ashisdas1474
    @ashisdas1474 ปีที่แล้ว +34

    অনুগ্রহ করে পুরোনো গানের এই উপস্থাপনা চালিয়ে যান. অপূর্ব.

  • @Autopsy_of_ENGLISH_with_Sem
    @Autopsy_of_ENGLISH_with_Sem ปีที่แล้ว +287

    একটা কমেন্ট রেখে গেলাম স্মৃতি হিসেবে। যখন এই ছোট্ট মানুষটির কমেন্ট টি কারো চোখে পড়বে ও একটা লাইক দিয়ে যাবে আমার ফোনে তখন একটা নোটিফিকেইশন বেজে উঠবে, সেটা দেখে হলেও আমি একবারের জন্যে গানটি শুনে যাব। যতদিন বেঁচে থাকব আর চোখের দৃষ্টির সাথে শ্রবণ শক্তি সচল থাকবে।..... ❤️

    • @mosfiquzzamanmiju1488
      @mosfiquzzamanmiju1488 ปีที่แล้ว +8

      কপি পেস্ট মারার আগে দেখে নেবেন গান টা রোমান্টিক গান নাকি বিরহের গান।
      আপনার কমেন্ট অনুযায়ী গান টি বিরহের, কিন্তু গান টি তো রোমান্টিক 😂

    • @Autopsy_of_ENGLISH_with_Sem
      @Autopsy_of_ENGLISH_with_Sem ปีที่แล้ว

      ছাগলের ৩ নাম্বার বাচ্চার আবির্ভাব দেখে আশ্চর্য.... ভাই ছাগলের ৩ নাম্বার বাচ্চা, আমি কি বিরোহী মানুষ নাকি যে স্মৃতি রেখে যাব বিরহের গানে। গানটা ভালো লাগে তাই শুনি, আর সেজন্যে কমেন্ট করছি।
      আর তোর মত ছাগলের তিন নম্বর বাচ্চা এসে বলে কপি পেস্ট করছি।
      আরে আগে লেখার অর্থ বুঝবি তারপর কাউকে নিয়ে কিছু বলবি।
      তুই বাংলা অর্থ না বুঝেই ছাগলের তিন নম্বর বাচ্চা নামক উপাধি নিয়ে গেলি। লজ্জা আর পরিবারের সম্মান থাকলে ভুল ভাল রিপ্লাই দিয়ে নিজেকে জারজ প্রমাণ থেকে বিরত থাকিস। এমনভাবে ফলতাম না, না বুঝে রিপ্লাই দেয়ার জন্য সামান্য উপহার দিয়ে গেলাম।
      এটাও স্মৃতি হয়ে থেকে যাবে।
      যতবার কেউ লাইক কমেন্ট করবে ততবার তোর মত আবাল আর ছাগলের তিন নম্বর বাচ্চার কমেন্টও দেখে যেতে পারব।
      জারজ সন্তান হয়ে জন্ম নিয়ে থাকলে আবার রিপ্লাই দিবি আবার গালি খাবি, তবে পরেরবার এমন গালি দিব তোর পরিবারের কাউকে বাদ দেব না।
      অতএব রিপ্লাই না করে চুপচাপ পড়ে চলে যা। এতে বুঝতে পারব তুই ভদ্র আর কমেন্টের রিপ্লাই টা তুই কপি পেস্ট করছিস না পড়ে।।।। ।।।।

    • @NoyienMira-dt3fp
      @NoyienMira-dt3fp ปีที่แล้ว +3

      We

    • @ashistalukder5130
      @ashistalukder5130 ปีที่แล้ว +2

      ❤❤❤

    • @PriyankaDas-r5e
      @PriyankaDas-r5e 10 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤

  • @md.zarif2222
    @md.zarif2222 15 วันที่ผ่านมา +2

    এসব গান সব যুগে সব কালে সব বয়সের মানুষের কাছে প্রিয় গান হবে, যতদিন থাকবে এ গান মানুষ শুনবে ?

  • @pagla0306
    @pagla0306 2 ปีที่แล้ว +12

    কি অপূর্ব সমধুর সৃতির মণিকোঠায় এই গান। লুইপা আর সঙ্গীরা চমতকার গেয়েছে। লুইপা র গলা দুলিয়ে গাওয়াটা মনে ধরেছে। আবারো শুনবো।

  • @tasmirripon2461
    @tasmirripon2461 ปีที่แล้ว +193

    মনে পরে গেলো সেই পুরনো স্মৃতি,,,,, কেউ লাইক দিলে আবারও শুনতে আসবো এই গানটা

  • @DHUMketu90
    @DHUMketu90 6 หลายเดือนก่อน +67

    👉 মানুষ প্রেমে পড়লে গান শুনে, আর বিচ্ছেদ হলে গানের অর্থ বুঝে। 👍

    • @KamalKhan-gt1ci
      @KamalKhan-gt1ci 6 หลายเดือนก่อน +1

      রাইট 😊

    • @DHUMketu90
      @DHUMketu90 6 หลายเดือนก่อน +1

      @@KamalKhan-gt1ci হ ভাই

    • @MohammadAbuMonsur
      @MohammadAbuMonsur 4 หลายเดือนก่อน

      সুন্দর বলেছেন

    • @priyasaha3802
      @priyasaha3802 4 หลายเดือนก่อน

      Hmm

    • @AlviFerdos
      @AlviFerdos 4 หลายเดือนก่อน

      ঠিক ❤

  • @madinakabasharifmtv
    @madinakabasharifmtv 9 หลายเดือนก่อน +26

    তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতোনা প্রিয়। স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে যখন মানুষ গানটি শুনতে আসবে তখন লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি বারবার শুনতে আসব প্রিয় গানটা❤❤

  • @jsk53328
    @jsk53328 11 หลายเดือนก่อน +243

    2024 এ এসেও যারা গানটি শুনতেছেন লাইক দেন ❤

    • @DigantoMondal-rl7nw
      @DigantoMondal-rl7nw 6 หลายเดือนก่อน +3

      🎉🎉

    • @jewelbairagi9640
      @jewelbairagi9640 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@DigantoMondal-rl7nw

    • @zaaranudrat2009
      @zaaranudrat2009 5 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉

    • @NishaAkter-xi2ni
      @NishaAkter-xi2ni 3 หลายเดือนก่อน +1

      Ami🎉

    • @srsamrat3269
      @srsamrat3269 หลายเดือนก่อน +1

      Ami❤

  • @murshedaakter3486
    @murshedaakter3486 10 หลายเดือนก่อน +113

    ২০২৪ সালে শুনতেছি, খুব সুন্দর গানটি❤❤❤

    • @sojoniakter7042
      @sojoniakter7042 7 หลายเดือนก่อน +1

      আমি ও

    • @sojoniakter7042
      @sojoniakter7042 7 หลายเดือนก่อน +1

      আপনি কি ভালো আছেন ও কি করেন আর বাড়িটা কোথায় ❤❤

  • @mdsunny5187
    @mdsunny5187 7 หลายเดือนก่อน +2

    সেই ছোটবেলা থেকে গানগুলো শুনে শুনে বড় হয়েছি। 3:32 2024 এ এসে গানগুলো শুনে আবারো ফিরে পেলাম স্মৃতিগুলো। এই গানগুলো অবিস্মরণীয়, যতদিন বাঙালি বলে নিজেকে পরিচয় দিতে পারবো, ততদিন এই বাংলা গানগুলো চিরজীবী হয়ে থাকবে।

  • @arpanmitra96
    @arpanmitra96 ปีที่แล้ว +59

    আমি যে মেসে ভাড়া থাকতাম সেখানে মাসির ফোনের রিংটোন ছিল এই গানটা,, যখনই খিদে পেত রান্নার জন্য মাসি কে ফোন করতাম আর এই রিংটোনটা শুনতাম,, এখন এই গানটা যখনই শুনি মনটা আনন্দে ভরে উঠে❤❤❤

  • @senha4369
    @senha4369 ปีที่แล้ว +161

    জন্ম থেকে শুনছি,অথচ আজও নতুন লাগে,আহ্ বাংলা! গান,বার বার শুনতে ইচ্ছে হয়।❤

  • @mdhasemali28
    @mdhasemali28 10 หลายเดือนก่อน +17

    তুমি আছো আজো আমার মনের মাঝে । তোমায় না পাওয়ার বেথা এখনো আমায় কাদায়।।।।খুব ভালোবাসি তোমায়,,,,,যদি কখনো আমার এই লেখা তোমার চোখে পড়ে তাহলেতো একবার আমার কথা তোমার মনে পড়তে পারে। এটাই আমার শান্তি,,,,,, ভালো থাকুক সবার প্রিয় মানুষ।।।।।।।। 😢❤

  • @MohammadIsmail-g8z
    @MohammadIsmail-g8z 2 หลายเดือนก่อน +11

    2024 এ এই গান টি যারা যারা শুনচেন তারা শুধু লাইক দিয়ে যান যাতে আবার শুনতে পারি ❤

  • @mujibK
    @mujibK 2 ปีที่แล้ว +49

    দারুন চমৎকার পরিবেশনা। একদম পুরোনো দিনগুলোতে নিয়ে যায়। কন্ঠশিল্পীর পাশাপাশি যন্ত্রশিল্পীদের নামগুলোও জানতে চাই। সবাই খুবই সুন্দর কাজ করছে, প্রতিটা গানেই।

    • @tanjiaakter7332
      @tanjiaakter7332 2 ปีที่แล้ว +1

      Guitarist cheletar nam Bishal.. O amr frnd er husband hoi

  • @sujonkhan3886
    @sujonkhan3886 ปีที่แล้ว +5

    আজ যখন আমি এই গানটা শুনতেছি তখন আমার ভালোবাসার মানুষটা আমার পাশে আছে আর তাই হয়তো গানটা শুনতে এতো ভালো লাগতেছে, তাই বলতে ইচ্ছে করছে যে তোমাকে পেয়ে গেছি বলেই গানটা এতো ভালো লাগতেছে প্রিয় আর যদি কোন কারণে তোমাকে না পাইতাম তাহলে হয়তো এতো সুন্দর গানটার মর্ম কখনো বুঝতে পারতাম না।
    বেঁচে থাকুক সত্যি কারের ভালোবাসা গুলো পৃথিবীতে যুগ যুগ ধরে এই কামনাই করি।
    ❤️আল্লাহ হাফেজ ❤️

  • @akhiaktar3473
    @akhiaktar3473 9 หลายเดือนก่อน +9

    আমার মতো কে কে ২০২৪ সালে এই গানটি শুনতে এসেছো❤❤

  • @AbdusSalam-qi4cz
    @AbdusSalam-qi4cz ปีที่แล้ว +870

    ২০২৩ এ আমার মতো গানটি কে কে শুনছেন তাঁরা শুধু লাইক দিন

  • @NaimForazi-j4f
    @NaimForazi-j4f ปีที่แล้ว +117

    এই গানগুলো মানুষের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকুক।

  • @ranjurafiqul9675
    @ranjurafiqul9675 2 ปีที่แล้ว +32

    অসম্ভব সুন্দর একটি গান। লুইপা চমৎকার গেয়েছেন। ধন্যবাদ, শিল্পীসহ কলাকৌশলীদের।

  • @dancedipanwita_98
    @dancedipanwita_98 2 หลายเดือนก่อน +39

    আজ কে কে এই গানটা শুনছো❤

    • @Rajababu-xj1ni
      @Rajababu-xj1ni หลายเดือนก่อน +5

      আমি শুনছি 🥰

    • @SudiptaVVloger
      @SudiptaVVloger หลายเดือนก่อน +2

      আমি শুনছি 🥰

    • @tapasacharjee102
      @tapasacharjee102 หลายเดือนก่อน +1

      তুমি কে গো প্রিয়?

    • @nezamuddin2364
      @nezamuddin2364 หลายเดือนก่อน

      আমি শুনছি😊

    • @mdmursadkhan8156
      @mdmursadkhan8156 หลายเดือนก่อน

      ami

  • @beparielectronicandfurnitu6531
    @beparielectronicandfurnitu6531 2 ปีที่แล้ว +30

    জীবনের প্রথম একটা শিল্পী পেলাম যে কিনা আসল শিল্পীকেও হার মানিয়েছে সত্যি অসাধারণ সুর সংগীত গলার টোন

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL ปีที่แล้ว +1

      🙏

    • @beparielectronicandfurnitu6531
      @beparielectronicandfurnitu6531 10 หลายเดือนก่อน

      আপনার গলায় এমন কি আছে কেনো এই গান না শুনলে ঘুম হয় না কি যাদু মাখা মুখে এই গান গেয়েছিলেন আসল রহস্য টা কি

    • @parimalkrishnachowdhury7754
      @parimalkrishnachowdhury7754 8 หลายเดือนก่อน +1

      Right

  • @rakeshdas4536
    @rakeshdas4536 10 หลายเดือนก่อน +217

    2024 কে কে শুনছো ❤❤❤❤

    • @YT-iu1ik
      @YT-iu1ik 9 หลายเดือนก่อน +9

      আমি

    • @InnocentCells-lw8bz
      @InnocentCells-lw8bz 9 หลายเดือนก่อน +4

      আমি

    • @BilkisAkhter-m8f
      @BilkisAkhter-m8f 8 หลายเดือนก่อน +1

      ভাইয়ো মুই

    • @Mirazofficials07
      @Mirazofficials07 8 หลายเดือนก่อน

      Ami❤

    • @JogeshMondal-m6m
      @JogeshMondal-m6m 8 หลายเดือนก่อน

      আমি যোগেশ মন্ডল কলকাতা

  • @md.shahadathossain8435
    @md.shahadathossain8435 2 ปีที่แล้ว +16

    মাহতিম সাকিব এর কন্ঠে প্রথম গান টা ♪ শুনেছিলাম , ভালো লেগেছিলো।
    বাট এখন লুইপা আপুর কন্ঠে শুনার পর মনে হচ্ছে বাংলা দেশে জন্মে সার্থক।
    তা নাহলে এমন মধুমাখা সুর মিস করতে হতো..
    Love u apu 🥰

  • @mostlovelyakter7072
    @mostlovelyakter7072 3 หลายเดือนก่อน +4

    আজ রিমঝিম বৃষ্টি হচ্ছে , মনটাও তেমন একটা ভালো । রুম এর মধ্যে ভালো লাগছে না , তাই বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতেছি আর কানে ইয়ারফোন দিয়ে গান শুনতেছি । হটাৎ করেই আমার কানে এই গানটা বেজে উঠলো , প্রথম কলিতেই আমি বৃষ্টি আর গানের কল্পনায় ঢুকে গেলাম । এক কাপ চা দিয়ে গেলো মা , চায়ের কাপে ঠোঁট , বাহিরে বৃষ্টি , আর আমার কানে এই গান ।আমাকে এক অন্য জগতে নিয়ে গিয়েছে । আসলেই ভালোবাসা মনে হয় তখনই সুন্দর হয় যখন এক হৃদয়ের সিগন্ধতা অন্য হৃদয়কে ছুঁয়ে যায় । ভালোবাসা সুন্দর হয়ে আসুক সবার জীবনে, কমেন্টটা আজ রেখে গেলাম , যদি কোনো দিন বেঁচে থাকি তাহলে 15 বছর পরে আসবো। এই গানটা কতজন শুনেছেন আর আমার কমেন্টটা কতজন দেখেছেন । আমি আমার ছেলে কিংবা মেয়ের জন্য উৎসর্গ করলাম তারা যেনো তার বাবার মতো ভালোবাসতে জানে।

  • @MdJahangir-ep9ky
    @MdJahangir-ep9ky 2 ปีที่แล้ว +548

    2022 এ এসেও এখনো যারা এই গানটা শুনছেন তাদের জন্য আমার অবিরাম ভালোবাসা ❤️❤️🌹

  • @subhas4699
    @subhas4699 2 ปีที่แล้ว +1869

    ভাগিস বাঙালি হয়ে জন্মেছি না হলে এই গান গুলি মিস করতাম

  • @mdsaifurrahaman2652
    @mdsaifurrahaman2652 2 ปีที่แล้ว +9

    আহারে লুইপা,,, আল্লাহর দেওয়া কন্ঠ কত মধুর💖💖💖

  • @MahimHasan100
    @MahimHasan100 6 หลายเดือนก่อน +4

    আমার এই কমেন্টা ভবিষ্যত প্রজন্মের জন্য রেখে গেলাম। আমার এই কমেন্টটা করার পর থেকে এই কমেন্টে যত বেশি লাইক হবে আমি মনে করব এই গানটা ততো বেশি ভালো ছিল। 😊😊😊😊😊😊❤❤❤❤❤

  • @anindyabakshi2010
    @anindyabakshi2010 2 ปีที่แล้ว +6

    দারুণ দারুণ দারুণ ❤️❤️❤️❤️
    অসংখ্য ধন্যবাদ আপনাদের উপহার দেবার জন্য

  • @md.tohaislam372
    @md.tohaislam372 2 ปีที่แล้ว +436

    এই গানগুলো যারা শুনে তারাও এক ধরনের বিশেষ মানুষ।❤️❤️❤️❤️

  • @armansaidee
    @armansaidee ปีที่แล้ว +6

    'সিলন টি' কে ধন্যবাদ এমন সুন্দর গান উপহার দেওয়ার জন্য

  • @InnocentBlueLake-fv3yb
    @InnocentBlueLake-fv3yb 24 วันที่ผ่านมา +1

    আপনি আমার না হন তাও আপনি সুখে থাকেন শান্তিতে থাকেন সব সময় ভালো থাকেন। আপনাকে ভালো না বাসলে জানা হইতো না ভালোবাসা এতো সুন্দর। জানা হইতো না ভালোবাসার অপর নাম বিচ্ছেদ 😅💔
    আমার না হওয়া মহারাজ আপনার হাসি খুসি মুখ খানায় এতো মায়া ছিলো যে বিচ্ছেদের এতো দিন পরে ভুলতে পারিনি। আর কোনদিন পারবোও না।
    I miss u 😭
    H🫶

  • @redoanolhoque6630
    @redoanolhoque6630 2 ปีที่แล้ว +54

    সারাজীবন এই গানগুলো প্রিয় হয়ে থাকবে 🥰🥰

  • @sabikulnahar8586
    @sabikulnahar8586 ปีที่แล้ว +10

    আহ যেমন গান তেমনই কন্ঠ সব মিলিয়ে অসাধারণ ❤️❤️

  • @mdsomonkhanmdsomonkhan8352
    @mdsomonkhanmdsomonkhan8352 2 ปีที่แล้ว +6

    আমি কিভাবে বুঝাবো এই গানটা যে আমার কত ভালো লাগে যতবার শুনি ততবার ই মুগ্ধ হয়ে যায় উপস্থাপক ও শিল্পী কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান উপহার হিসেবে দেওয়ার জন্য

  • @gourangamukherjee5316
    @gourangamukherjee5316 5 หลายเดือนก่อน

    অপূর্ব সঙ্গীতের অনবদ্য পরিবেশনা! অঙ্কিতাকে অনেক অভিনন্দন! ঐ অসভ্য ভাবে শাড়ি পরিহিতা অতিরিক্ত স্মার্ট সঞ্চালিকাকে একটু ভদ্র বাঙালী মহিলা রূপে সঞ্চালনার ব্যাপারে শিক্ষিত হতে হবে!

  • @জলছবিনয়ন
    @জলছবিনয়ন 2 ปีที่แล้ว +8

    ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা😍😍অসাধারণ কণ্ঠের সাথে কালজয়ী গান💝

  • @user-mb6gd3kk2em
    @user-mb6gd3kk2em 9 หลายเดือนก่อน +24

    মনটা খারাপ তাই গানটা শুনছি,,,খুব ভালো লাগে গানটা,,,2024 সালে কমেন্ট করে গেলাম

  • @banibratasaha6139
    @banibratasaha6139 2 ปีที่แล้ว +5

    আহা!! কি অসাধারণ গান। কন্ঠ অতুলনীয় । এই রকম গান সোনার জন্য অপেক্ষায় থাকলাম।

  • @Binduthekeshindhu8109
    @Binduthekeshindhu8109 5 หลายเดือนก่อน

    এই রকম ধরনের লতা,আশা,আরতি, সন্ধ্যা,নির্মলা দিদিদের গান গুলি শুনতে চাই আপনার কন্ঠে, ভালো লাগবে। আপনার কন্ঠে এতো ভালো লেগেছে গানটি যে বারবার শুনি। অসাধারণ, মিউজিসিয়ান দাদারা। ধন্যবাদ *সেলন টি* কে

  • @tanmaymukherjee502
    @tanmaymukherjee502 2 ปีที่แล้ว +7

    নির্মলা মিশ্রকে স্মরণ করছি।
    পার্থ এন্ড কোং কে মুল সুর এবং মিউজিক ধরে রাখার জন্য অশেষ ধন্যবাদ।

  • @tanjimadnan3690
    @tanjimadnan3690 2 ปีที่แล้ว +10

    লুইপা আপু এই ধরনের গান শুনলে গ্রাম বাংলার কথা মনে পরে যায়। গান শুনলে মনটা অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু

  • @dipakdas7346
    @dipakdas7346 2 ปีที่แล้ว +327

    বাঙালী হয়ে জন্মেছি বলেই জীবনে অনেক অনেক ভালো কিছু উপলব্ধি করতে পারছি🌷🌷বাঙালি না হলে এত সুন্দর গানের অর্থই বুঝতাম না❤️❤️আমি একদিন থাকবোনা কিনতু আমার লেখা কমেন্ট থেকেই যাবে✍️

    • @hillncer1
      @hillncer1 2 ปีที่แล้ว +9

      বেশ ভালোই কবি কবি ভাব আপনার ভেতরে :)

    • @sabujsen9498
      @sabujsen9498 2 ปีที่แล้ว +6

      আহারে

    • @m.a.quashem1989
      @m.a.quashem1989 2 ปีที่แล้ว +2

      Dipak Das, Apnar upoloddhi ekdom shathik.Bhalo Thakben.

    • @ComputerVisionR
      @ComputerVisionR 2 ปีที่แล้ว +4

      onek valo bolesen

    • @bonnamondal2594
      @bonnamondal2594 2 ปีที่แล้ว

      th-cam.com/video/fNuNlcavcRE/w-d-xo.html

  • @jan-florinzamfiroiu5088
    @jan-florinzamfiroiu5088 หลายเดือนก่อน +3

    One of my Favorite Video Song from This Excellent Label Seylon Music Lounge......(!) Respect from France.....!

  • @sanjaysen5206
    @sanjaysen5206 2 ปีที่แล้ว +11

    Seylon Tea এর পক্ষ থেকে আজ অনবদ্য উপস্থাপন।👏👏👏
    এমনিতেই এই গানটি আমার প্রিয় গানগুলোর মধ্যে একটি। আজ লুইপা কাঁপিয়ে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ।

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 2 ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ 🙏❤️

    • @anayetandroid4037
      @anayetandroid4037 2 ปีที่แล้ว

      @@LUIPAOFFICIAL Valo gaisen ? Amader kono ekta program e apnake invite korbo, from zp gaibandha

    • @n.santra3585
      @n.santra3585 16 วันที่ผ่านมา

      Thank you

  • @blueskyksa7864
    @blueskyksa7864 2 ปีที่แล้ว +20

    মানুষ হারিয়ে যায়। কিন্তু থেকে যায়। তার কিছু কথা।আর রেখে যেতে পারে যদি কিছু অসাধারন গান।

  • @dipakkundu2707
    @dipakkundu2707 2 ปีที่แล้ว +4

    Mon ta just vore galo, darun darun darun, onek valobasa roylo

  • @bijaykumarraj7971
    @bijaykumarraj7971 9 หลายเดือนก่อน +1

    পরিচয় থেকে মন বিনিময় হয়েছিল, কিন্তু শুভ পরিণয় সবার ভাগ্যে হয় না😢😢

  • @marufhosen7235
    @marufhosen7235 2 ปีที่แล้ว +19

    আমি এই গান গুলা.. চিনি না.. তবে আমার দাদা আমার কাছে বলে একদিন এই গানের কথা আমি youtube search দেই তার পর থেকে আমরা দুই জনই শুনতাম...🥰 ২০২২ সালে। দাদা বলতো গানের মানে বুঝতে হবে।
    তবে দাদা আর বেঁচে নেই.... এখন আমিই শুনি একা একা.. অনেক ভালো লাগে আমার কছে । 💗

  • @rujinaakter3281
    @rujinaakter3281 ปีที่แล้ว +27

    এই গান গুলো কখনো পুরনো হবার নয়।।যত শুনি ততই ভালো লাগে 😊😊

  • @jahidhasan4897
    @jahidhasan4897 2 ปีที่แล้ว +22

    আহা লুইপা,গান টির রিএরেঞ্জ পূর্নতা পেল আপনার জাদুকরী কোমল কন্ঠে। একটানা অনেকক্ষণ ধরে শুনতেছি

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 2 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত করলেন এতো সুন্দর করে লিখে 🙏

  • @MESGlobalit
    @MESGlobalit 2 ปีที่แล้ว +45

    "অসাধারণ একটা গান, আর আপনার মিষ্টি কন্ঠে সেটা আরো সুমধুর হয়েছে ।।।"

  • @abdullatif886
    @abdullatif886 2 ปีที่แล้ว +71

    আজকের দিনটির স্মৃতি হিসেবে
    কমেন্ট টি রেখে গেলাম😘😇
    ২৫/০৫/২০২২
    😍😍😍

  • @saptarshimajumdar1502
    @saptarshimajumdar1502 2 ปีที่แล้ว +10

    Saylon Tea কে আমার অনেক ভালোবাসা ভারত থেকে ❤🇮🇳 এরকম গান গুলির মূল সৌন্দর্য কে একদম সঠিক ভাবে সঠিক ভাবে প্রদর্শনের জন্য ❤ আরো অনেক উপহার এর আশা করছি 🌼

  • @proharimoniruzzaman
    @proharimoniruzzaman หลายเดือนก่อน +1

    চমৎকার গান প্রহরী মনিরুজ্জামান 🌸

  • @tahminahuqe5673
    @tahminahuqe5673 ปีที่แล้ว +15

    ঠিক কতো বার শুনেছি আর কতো বার শুনলে মন ভরবে আমার জানা নাই❤️❤️❤️

  • @mahzarinnuzhat3163
    @mahzarinnuzhat3163 2 ปีที่แล้ว +9

    Ufffh amar priyo ekta gaan❤️ khub sundor hoieeche and seylon r cover dekhe vallagche!

  • @competitivechannel1476
    @competitivechannel1476 2 ปีที่แล้ว +6

    সত্যিই দিদি ভাই এর গলা টা এতো মিষ্টি .....অসাধারণ....❤️❤️❤️

  • @RaonafRehan
    @RaonafRehan 6 หลายเดือนก่อน +6

    Happy birthday 2 u.... Aj ei din ta r o sundor hok tomar......onnnek onnek happy thako...😔😔😔tomar shuto bacca...lilima

  • @abhridoy566
    @abhridoy566 2 ปีที่แล้ว +108

    যাদের মধ্যে প্রকৃত ভালোবাসা আছে শুধু তারাই এসব গান শুনে

    • @Innocent1230
      @Innocent1230 2 ปีที่แล้ว +1

      একদম ঠিক বলেছেন
      আমি ভীষন ভালোবাসি এই রকম গান

    • @eibrahimeibrahim7781
      @eibrahimeibrahim7781 2 ปีที่แล้ว

      Anik besi valo basi

    • @shaimislam486
      @shaimislam486 2 ปีที่แล้ว

      হুম

    • @azminakhanam7210
      @azminakhanam7210 ปีที่แล้ว +1

      ১২ বছর প্রেম তারপর বিয়ে দোয়া করিয়েন এখন ও এক সাথে আছি দু জন,,,,সারা জীবন এই ভাবে যেন পার করতে পারি

    • @hridoykhan7547
      @hridoykhan7547 ปีที่แล้ว

      মনের কথা বলছেন ❤❤

  • @komolroy3933
    @komolroy3933 ปีที่แล้ว +9

    আহা😊
    গায়িকার গলার সুরে যেন মধু আছে❤️❤️
    অসাধারণ 😍😍

  • @mahburrahman4735
    @mahburrahman4735 ปีที่แล้ว +19

    29-11-2023 এসে ও শুনলাম।
    অসম্ভব সুন্দর একটি গান❤

  • @ToffazzelSaidy
    @ToffazzelSaidy 3 วันที่ผ่านมา +1

    গান টা অনেক ভালো লাগে কেন জানি নাহ,,দিনে না হলেও দশ তো শুনবই,কেও যদি ২০২৪লাইক দেয় তো আবার আসবো শুনতে,

    • @ToffazzelSaidy
      @ToffazzelSaidy 3 วันที่ผ่านมา

      আহ!কি ভালো লাগলো

  • @Indranil111
    @Indranil111 2 ปีที่แล้ว +4

    যতই ভালো বলবো ততই কম হবে❤️
    ধন্যবাদ এতসুন্দর উপহার দেওয়ার জন্য।❤️

  • @saifulislamrakib2805
    @saifulislamrakib2805 2 ปีที่แล้ว +8

    বাঙালি হতে পারে গর্বিত। বাংলাদেশের বাঙালির কন্ঠে ওপার বাংলার কালজয়ী গান। অসাধারণ

  • @Bristi-G7ix
    @Bristi-G7ix 7 หลายเดือนก่อน +26

    ওগো আমার হাসান কথা বলো না বলো ছায়া হয়ে তবু পাসে রোইবো😢😢😢😢😢জান তোমাকে খুব ভালোবাসি "" আমি (সিন) কখনো জেনো তুমি আমার এই কমেন্ট টা চোখে পড়ে 😢😢😢😭😭

    • @kawsarkazi1092
      @kawsarkazi1092 6 หลายเดือนก่อน +1

      হাসান ভাই নেই

    • @mdsajib614
      @mdsajib614 6 หลายเดือนก่อน +2

      Manush dat thakte dater mormo bojhena

    • @MdIsmail-zq5hl
      @MdIsmail-zq5hl 5 หลายเดือนก่อน

      Tumar motion kore Jodi Kew amay balo basto

  • @demochawdhory8325
    @demochawdhory8325 2 ปีที่แล้ว +9

    বংশিবাদক আপুকে অনেকদিন পর দেখলাম, অনেক সুন্দর বাজিয়েছেন। লুইপা অনেক ভাল গেয়েছে। অনেকদিন পর সিলনের গান পেলাম।

  • @mdmurad1867
    @mdmurad1867 2 ปีที่แล้ว +153

    এই গান গুলো কোন দিন পুরোন হবে না। চমৎকার গেয়েছেন, মাশাআল্লাহ।

    • @hilmikato169
      @hilmikato169 2 ปีที่แล้ว +1

      Abar, keu, keu kritodas hoye gache

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 2 ปีที่แล้ว

      ধন্যবাদ 🙏

    • @aahnafiya
      @aahnafiya 2 ปีที่แล้ว +6

      mashallah sob jaygay bola zay na

    • @ZakirHossain-gy5dd
      @ZakirHossain-gy5dd 2 ปีที่แล้ว

      @@aahnafiya Allah subhanahu ta'la give you "Hayat e taiyeeba ". In sha Allah.

    • @aahnafiya
      @aahnafiya 2 ปีที่แล้ว +1

      @@ZakirHossain-gy5dd you too

  • @subhankarsing8234
    @subhankarsing8234 2 ปีที่แล้ว +8

    আমি একজন এমন বাঙালী যে তার জীবনে প্রথম বার বাংলা গান শুনছে 🙂 । মেলা গিয়েছিলাম গান টা শুনে বুকে লাগলো তাই youtube এ এসে search না করে থাকতে পারলাম না ।

  • @keralabengalifamily7710
    @keralabengalifamily7710 16 วันที่ผ่านมา

    গানটি শুনে মন জুড়িয়ে গেল দিদি আপনি ভালো থাকবেন খুব সুন্দর গান খুব সুন্দর হয়েছে❤❤❤❤❤

  • @Uttam_Kumar_Chandra
    @Uttam_Kumar_Chandra ปีที่แล้ว +4

    শুধু সিঙ্গার কে বললে ভুল হবে, এই মিউজিক টিমের পারফরম্যান্স অদ্ভুত।

  • @shamimaakterjui9425
    @shamimaakterjui9425 2 ปีที่แล้ว +4

    আমি বাঙালি ঘরে জন্মগ্রহণ করে গর্ভবোধ করছি কারণ😇.যদি আমি বাঙ্গালি ঘরের সন্তান না হতাম তাহলে এতো সুন্দর সুন্দর বাংলা গান গুলো মিস করতাম..🥰😊 ২৭/৬/২০২২

  • @anamikatithi848
    @anamikatithi848 2 ปีที่แล้ว +9

    এই জিবন ছিলো নদীর মত গতীহারা,,,,,
    গানের লাইনটা অসম্ভব সুন্দর ❤️❤️❤️

  • @SreeBormon
    @SreeBormon 4 หลายเดือนก่อน

    ধন্য তুমি মাধবীলতা এই গান গেয়ে উপহার দেওয়ার জন্য ❤

  • @mdmonnaf4630
    @mdmonnaf4630 ปีที่แล้ว +7

    বাংলায় এত সু মধুর গান আছে বাহ অসাধারণ

  • @pksaha9545
    @pksaha9545 9 หลายเดือนก่อน +3

    Every single but of stroke is original 💖

  • @MdRasel-sp8ey
    @MdRasel-sp8ey 2 ปีที่แล้ว +13

    গানটা শুনি আর আমার প্রিয় মানুষটাকে নিয়ে কল্পনায় কোথায় যেন হারিয়ে জায়💖💖💖

  • @craftangle7843
    @craftangle7843 2 หลายเดือนก่อน +1

    শুভ্র ❤️❤️❤️❤️ তোমার জন্য আমাদের ভালোবাসা বেঁচে থাকুক আজীবন ❤️❤️❤️ Love You Dear❤️

  • @ranilata-j4s
    @ranilata-j4s 11 หลายเดือนก่อน +4

    অসাধারণ

  • @hanjalabhuiyan7054
    @hanjalabhuiyan7054 2 ปีที่แล้ว +25

    এই গানটা শুনার পর কোথায় যেনো হারিয়ে গেলাম 🥰🥰আহ কি গানের গলা🥰

  • @ReazMahmud-kx7dz
    @ReazMahmud-kx7dz ปีที่แล้ว +5

    আমি বলে বুঝতে পারবো না লুইপার কত বড় ফ্যান আমি।তার কন্ঠে কত মধু, আমি যখনি শুনি তার গান শুধু ভাবি কত মধুর কন্ঠ

  • @dipaksarkar1955
    @dipaksarkar1955 2 หลายเดือนก่อน

    আসলে বাঙালি না হলে হয়তো এত সন্ধুর গান গেলো বুজতে পারতাম না।।সত্যি আমরা অনেক গর্বিত।

  • @BangkimBiswas-tg3td
    @BangkimBiswas-tg3td ปีที่แล้ว +4

    2023 এসে কে কে গানটি শুনেছেন ,, আমার প্রিয় একটি গান,,, তুমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা,,❤❤

  • @sabinaafrozkitchen
    @sabinaafrozkitchen ปีที่แล้ว +5

    গানের লাইনটা অসম্ভব সুন্দর ❤❤❤

  • @sumsislam1316
    @sumsislam1316 7 หลายเดือนก่อน +325

    ২০২৪ এসে কে কে শুনছেন

    • @nannunannu5229
      @nannunannu5229 6 หลายเดือนก่อน +14

      আমি❤

    • @MiaLatif-ll4ox
      @MiaLatif-ll4ox 6 หลายเดือนก่อน +8

      আমি

    • @Asrufajahan
      @Asrufajahan 6 หลายเดือนก่อน +2

      Ame

    • @PannaIslam-vi2xo
      @PannaIslam-vi2xo 6 หลายเดือนก่อน +2

      Ami.....

    • @FariyaIslam-qb7jj
      @FariyaIslam-qb7jj 6 หลายเดือนก่อน

      অনেক ভালো লাগে আমার কাছে

  • @ShamsunNahar-wt8sf
    @ShamsunNahar-wt8sf 3 วันที่ผ่านมา +1

    আমার যখন🎉 মনে হয় তখনই শুনি!!!