বিচ্ছেদের আজ প্রায় ৪বছর। কেন জানি তার জন্য এখনো অনুভূতির কোন কমতি নেই। তার যায়গায় অন্য কাউকে ভাবতেও পারিনা। ভেবেছিলাম সেও হয়তো আমাকে অনুভব করে দূর থেকে। কিন্তু আজ জানলাম সে অনেক আগেই অন্য কারো হয়ে গেছে।হয়তো সেখানেই নিজের সুখ খুঁজে পেয়েছে। পূর্নতা না পাওয়া এ ভালোবাসা সৃতি হয়ে থাকবে চিরদিন এ হৃদয়ে ভালো থাকুক ভালোবাসা
নিসন্দেহে লিজা একজন গুণী শিল্পী। লিজার কন্ঠে এই গানটির শুনার পর আমি হতবাক!!!! এতো ভালো কেমনে গায়!!!! তবে এই গানটি শ্রোতা মহলে অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য এই গানের রের্কডিং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ। আশাকরি সিলন এরুপ ভালো ভালো গান আরও উপহার দিবে আমাদের দর্শকবৃন্দকে।
জীবনে কাউকে পাশে পাইনি , নিজেও কোনো দিন কাউকে ভালোবাসিনি তবুও এই গানটা শুনলে মনে হয় জীবনে কেউ আসছিল বুজতে পারিনি । সত্যি এই অসাধারণ গানগুলি কখনো ভুলার নয় । এই গানটি এভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ।😪🥲
🎤🎺🎷🎻 স্যারের কন্ঠে যেকোনো গান শুনলে মনে হয় প্রকৃতপক্ষে তিনিই সেই গানের শিল্পী... আঞ্চলিক,রবীন্দ্র সঙ্গীত,নজরুল সঙ্গীত, লালনগীতি,পল্লীগীতি,আধুনিক, দেশাত্মবোধক, ছায়াছবিসহ সকল গানেই স্যার সাবলীল ও প্রাণবন্ত...মহান সৃষ্টিকর্তা স্যারের মঙ্গল করুন! 🤲🤲🤲🤲
হৃদয় মন ছুঁয়ে যাওয়া এমন সুন্দর গান এখনো সঙ্গীত গুণীরা অনেকেই সৃষ্টি করে থাকেন। প্রতারকের প্রতারণায় তা রুচিশীল শ্রোতাদের থেকে কুকৌশলে সরিয়ে রাখা হয়। এবং বাজে কথা বাজে সুরের রমরমা প্রচারে শ্রোতাদের মন বা রুচি পরিবর্তন ঘটানো বরাবর চলে থাকে। আর বিজ্ঞাপনে বলা হয় শ্রোতারা এখন এরূপ খায় বা চায়। যুক্তি মানতে টিভি চ্যানেলের রিয়ালিটি শো দেখা দর্শক শ্রোতাদের কাছ থেকে মতামত লক্ষ্যণীয়। অংশগ্রহণ কারী শ্রোতাদের কাছে এখনো স্বর্ণযুগের শিল্পীদের গানগুলো শুনতে চাওয়া হয়।বা ট্রেডণারদের সেভাবেই তালিম দিতে বলা হয়।
হারিয়ে ফেলেছি ১২ বছর আগে। সংসার হয়েছে বাবা হয়েছি, দায়িত্ববান স্বামী হয়েছি তবু সে কেমন আছে তা জানতে মন চায়।শুধু একটিবার যদি জানতে পারতাম সে কেমন আছে তাহলে আর বুকের ভেতরের চাপা কষ্টটা থাকতো না।
Vii amro thik amonti mone hay ami harieci ¥¥juthi ¥¥ ke pray 18 years ago akhono tar kaha vebe make moddhe kadi asoleki vii amrai jiteci sabaiki r vlo baste pare..valobasar majaeto birahe..
স্মৃতিগুলো কখনো পুরনো হওয়ার মতো নয়। তাকে নিয়ে বাঁচার স্বপ্নটা আজ স্মৃতি হয়ে বেঁচে আছে, বুকের গহীনে। মাঝে মাঝে স্মৃতিগুলো নাড়া দিয়ে ওঠে, আর চোখ থেকে ঝরে পড়ে অজস্র জল রাশি। তবুও ভরসা হয়ে ওঠে একাকিত্বের মাঝে, এই গানগুলো। মহান আল্লাহ ভালো রাখুক প্রিয় মানুষটাকে।
আমি গর্বিত তোমাকে নিয়ে লিজা আপু! তুমি চিত্রা সিং এর গান করার সাহস করেছ। জাস্ট একটা কড়া সমালোচনার জন্য গানটা শুনতে গিয়ে পুরা ফিদা হয়ে গেলাম. এই প্রথম দেখলাম মুল শিল্পীর সাথে হুবহু মিল রেখে গানটি গাওয়া হয়েছে। সাথে মিউজিক ও অসাধারণ হয়েছে। আহা কোথায় যেনো হারিয়ে গেলাম। মুগ্ধতা এত্তগুলা, শুভকামনা রইলো লিজা আপু🙏
দুটি মন আর নেই দুজনার দুটি মন আর নেই দুজনার রাত বলে আমি সাথী হবো যে ফাগুনের রাতে আমি রূপকথা হয়ে কাছে রবো যে দুটি মন আর নেই দুজনার ফুল বলে রঙে আর ছেও না পাখি বলে আর গান গেও না ফুল বলে রঙে আর ছেও না পাখি বলে আর গান গেও না আমাদের মিতালীর মায়াতে কানে কানে কতো কথা কবো যে দুটি মন আর নেই দুজনার শুকতারা বলে আমি আছি তো দিশাহারা হতে আর ভয় কি শুকতারা বলে আমি আছি তো দিশাহারা হতে আর ভয় কি পাছে ঘুম ঝরে পড়ে দু'চোখে হাসি মুখে তাই জেগে রবো যে দুটি মন আর নেই দুজনার রাত বলে আমি সাথী হবো যে ফাগুনের রাতে আমি রূপকথা হয়ে কাছে রবো যে দুটি মন আর নেই দুজনার দুটি মন আর নেই দুজনার দুটি মন আর নেই দুজনার
সাধারণতঃ এই চিরসবুজ ও হারানো দিনের গানগুলোকে নতুন করে কেউ গাইলে সেটা অন্য কিছু একটা হয় বা বিকৃত হয়ে যায় অথবা মূল গানটি থেকে অনেক দুরে সরে যায়। সেটা কন্ঠশিল্পী ও যন্ত্রশিল্পী উভয়ের অদক্ষতার কারণেই হয়ে থাকে। তখন গানটি শুনতে আর ভাল লাগে না। তবে এবার তার ব্যতিক্রম দেখছি। Seylon Music Lounge এর প্রতিটি গান খুব সুচারু ও মানসম্পন্নভাবে রিমেক করা হয়েছে। যা খুব শ্রুতিমধুর লাগে। প্রতিটি গানেই চমৎকার সঙ্গীতায়োজন এর ছাপ লক্ষ করা যায়। এক্ষেত্রে পার্থ দা অনেক বড় একটি ধন্যবাদ ও কৃতিত্বের দাবী রাখেন। খুব প্রশংসনীয় উদ্যোগ। অনেক ভাল লেগেছে। সবশেষে একটি ছোট তথ্য যোগ করতে চাই। তা হল, এই গানটি শিল্পী চিত্রা সিং এর "সবুজ সুরময়ী" এ্যালবাম এর। "কথা ছিল দেখা হবে" গানটি সেই "সবুজ সুরময়ী" এ্যালবামেরই একটি গান। এটা কোনো এ্যালবাম নয়। অতি সম্প্রতি চিত্রা সিং এর "সবুজ সুরময়ী" এ্যালবাম এর গানগুলো কোনো তৃতীয় পক্ষ বাজারে ছেড়েছে এই নতুন নাম দিয়ে। বিভ্রান্তির শুরু এখান থেকেই। মূল এ্যালবামটি প্রকাশিত হয়েছিল আশির দশক এর প্রথম দিকে। সবশেষে, এই আয়োজনের সঙ্গে জড়িত সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা !!
আমার পছন্দের একটি গান। লিজাকে ধন্যবাদ সুন্দর গাওয়ার জন্য। আর পার্থ দাকে অসংখ্য ধন্যবাদ মিউজিক রিঅ্যারেঞ্জম্যান্ট এর জন্য। সিলন টি ও পুরো টিমকে ধন্যবাদ।
আমার অনেক পছন্দের একটি গান। শুরুতে একটু ভয় পেয়েছিলাম গানটি ভালো করে গাইতে পারবে কিনা। কিন্তু শিল্পী সহ music এ যারা আছেন, তারা খুব খুব ভালো কাজ করেছেন। খুবই ভালো লেগেছে। ভালোবাসা রইলো।।।💕💕
চাইলেই হয়তো সবকিছু সম্ভব হয়না ,এমন কিছু জিনিস আছে যা বলতে গিয়েও বলতে পারি না,কাছের মানুষ এর কাছে থেকেও দূর তবু ভালো থাকুক প্রিয় মানুষ গুলো দোয়া করি আল্লাহর কাছে🥰🥰
❤️❤️অসমাপ্ত প্রেম ও গল্পের কোন শেষ হয় না কারণ... এই দুটির কোনটিই ভুলে থাকা সম্ভব নয় কোন এক নক্ষত্রের রাতে মনে পরবেই... ইতি.... ""তোমাকে ভুলে না থাকতে পারা আমি।❤️❤️
আমরা যখন প্রেম করতাম তখন ডেটিং ই একটা রেস্টুরেন্টে আমরা বসে গানটা দু জনে খুবই উপভোগ করছিলাম! আলহামদুলিল্লাহ আজ আমাদের বিয়ে হয়েছে এক বছর, যখনই গানটা শুনি তখনি আগের কথা মনে পড়ে যায়!
ছোটবেলা থেকে এই গানটা শুনে আসছি। 2021 এও শুনছি। এর আবেদন কখনোই ফুরাবে না। একটানা সারারাত এই গানটা শুনলেও একঘেয়ে লাগেনি কখনো। শিল্পী লিজা সহ সকল কলাকুশলীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা ❤️❤️
কমেন্ট গুলো দেখে খুবই খারাফ লাগলো, সবারই একজন না একজন প্রিয় মানুষ আছে, অনেকে পেয়েছে আবার অনেকে হারিয়েছে, হারানোর কষ্ট খুবই বেশি যন্ত্রনা দায়ক হয়, ভালো থাকুক সব প্রিয় মানুষ গুলো ❤❤
" তোমার হয়তো আজো খুব করে মনে আছে একদিন সন্ধ্যায় ফুচকার টেবিলে শক্ত করে আমার হাত ধরেছিলে আমাদের ক্লোজারে!' যমুনার পাড়ে' দুজন দুজনের দিকে তাকিয়ে এই গান শুনতে ছিলাম! আমরা খুব ভালো করে করে জানতাম আমাদের এই পরিবার সমাজ, রাষ্ট্র, ধর্ম কেও কখনো মেনে নিবে না! ভালোবাসলে যে জাত, রাষ্ট্র, ধর্ম ,লিঙ্গ সবকিছু দৃষ্টির বাইরে থাকে সেটা কখন বুঝবে এই সমাজ ? কোন দিন দেখা হলে একটা ডাইরি যত্নে রেখেছি! তারপরও দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতাম! তুমি এখন ভিন্ন আমিও ভিন্ন! তবে তোমার জন্য এখনও আমি ' যমুনার পাড়ে ' বসে থাকি হয়তো তুমি আসবে হয়তো আসবে না!
ভালবাসার মানুষকে হারিয়ে ফেলার কষ্ট কতটা তা শুধু তারাই বুঝে যারা সত্যিকার অর্থে কাউকে ভালবেসে তাকে হারিয়ে ফেলেছে😭 ভুল করে ভুল মানুষকে ভালবাসা যায় কিন্তু ভুল করে কখনো সেই মানুষটাকে ভুলে যাওয়া যায় না 💔
iiiiiiiiiiiuiiijjk8iiiiiiiiiiiiiiiii8iiiiiiiiiuiiijjk8iii8iiiiui8, i Iu8iikiii i i iiiiiiiiiiiii hybrid iii, j ji i j jjijj j Jill join j: i i Jimi j I Jill i i j i I j i ujj8;I: ujj8;I:e dz
দুটি মন আর নেই দুজনার ।। রাত বলে আমি সাথী হব যে ফাগুনের রাতে আমি রূপকথা হয়ে কাছে রব যে।। দুটি মন আর নেই দুজনার । ফুল বলে রঙে আর ছেও না পাখি বলে আর গান গেও না ।। আমাদের মিতালীর মায়াতে কানে কানে কত কথা কব যে দুটি মন আর নেই দুজনার । শুকতারা বলে আমি আছি তাই দিশাহারা হতে আর ভয় কি ।। পাছে ঘুম ঝরে পড়ে দুচোখে হাসি মুখে তাই জেগে রব যে দুটি মন আর নেই দুজনার । ..............ikram hossain
জীবনের টানাপোড়েনের মাঝেও ভালোবাসার প্রতি যত্নশীল হতে হয়...এই ভালোবাসা জিনিসটা এতোটা মায়া দিয়ে তৈরী 😢 হাজার মাইল দূরে থাকলেও এমনকি প্রিয় মানুষটা হারিয়ে গেলেও মনের গহীনে তার জন্য মায়া লেগে থাকে... দূরে গিয়েও ভালোবাসা সম্ভব.... সবসময়
অসম্ভব ভালো লাগার একটি গান🥰কতবার যে শুনি এই গান টা,,,,যখন শুনি সেই মানুষ টা র কথা মনে পড়ে যায়,,,,,কত সময় অভিমান করে কথা বন্ধ করে রাখি,,,,ঝগড়া হয়,,মনমালিন্য হয়,,,,তারপরেও দিনশেষে মানুষটাকে ভীষণ ভালোবাসি,😘এই গানটা তাকেই উৎসর্গ করতে চাই,,😍 অনেক ভালোবাসি তোমাকে প্রিয়,,,,,,,🥰
আজ হয়তো তুমি অন্য কারও বুকে মাথা রেখে সুখের স্বপ্ন বুনছো,আর আমি তোমার আর আমার ভেঙ্গে যাওয়া স্বপ্ন গুলো বুকের মাঝে পুশছি|আমি এখনো পারিনি তোমার মত ভুলে যেতে তোমার সাথে কাটানো কিছুটা সময় কিছু মুহূর্ত| পারিনী তুমি নামের সেই অতীতটাকে ভুলতে |জানি না কোন দিন পারবো কি না তোমায় ভুলতে| এখন তোমার কথা ভাবতে গেল
মানুষটা থাকলে আজ পাচ বছর পূর্ণ হতো, এই গানটার ও মর্ম থাকতো, সেই প্রথম শুনাইছিলো গানটা, থেকে গেলে কিছুই এমন এলোমেলো থাকতো না। ❤ ভালবাসারা পরম বিশ্বাসঘাতকতা নিয়েই ভালো থাকুক।
♧♧♧♧{ moder liza ,nidra, alosyo, tandra, voi, crush, dirghasutrata sab teyag kare aj ato boro gaika hoeche go, anek parisram ar fasal aj liza moder abolilai ki avinaba sundar surela kanthe matiea dieache je mane hocche sararatri bepi moder baro apon lizer sundar sundar gun guli sunte sunte vorer misty madhur kokiler dak suni keman, valo theko sustha theko ai more aviprai sathe dear sweety ke congratulltion janeai tomai!!♧♧♧♧-{ maya, pita, ar bandhu sarboda hit sadhan Kare ar bakira sada sartha khuje? Keman liza madam valo theko kintu ? Namasker" D.k.sir-asansol.
দুটি মন আর নেই দুজনার দুটি মন আর নেই দুজনার রাত বলে আমি সাথী হবো যে ফাগুনের রাতে আমি রূপকথা হয়ে কাছে রবো যে দুটি মন আর নেই দুজনার ফুল বলে রঙে আর ছেও না পাখি বলে আর গান গেও না (x2) আমাদের মিতালীর মায়া কে কানে কানে কতো কথা কবো যে দুটি মন আর নেই দুজনার শুকতারা বলে আমি আছি তো দিশাহারা হতে আর ভয় কি (x2) পাছে ঘুম ঝরে পড়ে দু'চোখে হাসি মুখে তাই জেগে রবো যে দুটি মন আর নেই দুজনার রাত বলে আমি সাথী হবো যে ফাগুনের রাতে আমি রূপকথা হয়ে কাছে রবো যে দুটি মন আর নেই দুজনার দুটি মন আর নেই দুজনার দুটি মন আর নেই দুজনার Duti Mon Ar Nei Dujonar Lyrics : Duti mon aar nei dujonaar Raat bole ami sathi hobo je Faguner rate aami rupkotha hoye aami robo je Full bole ronge aar cheyo na Paakhi bole aar gaan geo na Amader metalir mayate Kaane kaane koto kotah kobo je Shukhtara bole ami achi to Dishahara hote ar bhoy ki paache ghum jhore pore du-chokhe Haasi mukhe tai jege robo je
বিচ্ছেদের আজ প্রায় ৪বছর। কেন জানি তার জন্য এখনো অনুভূতির কোন কমতি নেই। তার যায়গায় অন্য কাউকে ভাবতেও পারিনা। ভেবেছিলাম সেও হয়তো আমাকে অনুভব করে দূর থেকে। কিন্তু আজ জানলাম সে অনেক আগেই অন্য কারো হয়ে গেছে।হয়তো সেখানেই নিজের সুখ খুঁজে পেয়েছে।
পূর্নতা না পাওয়া এ ভালোবাসা
সৃতি হয়ে থাকবে চিরদিন এ হৃদয়ে
ভালো থাকুক ভালোবাসা
পুরুষের জন্য এটা আসলেই বেদনার। হয়তো তাকে কভু ভুলতে পারব না। তবুও তার ভালোটাই কামনা করি। আমার জীবনটা বেদনার হলেও সে সুখেই থাকুক, এই কামনা...।
তবুও ভালোবেসে যেতেই হবে...
I@@sulaimankhan1156
কথা গুলো অন্তরে লেগে গেছে
যে চলে গিয়াছে তাকে নিয়ে ভাববার সময় নাই,,
নিসন্দেহে লিজা একজন গুণী শিল্পী। লিজার কন্ঠে এই গানটির শুনার পর আমি হতবাক!!!! এতো ভালো কেমনে গায়!!!! তবে এই গানটি শ্রোতা মহলে অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য এই গানের রের্কডিং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ। আশাকরি সিলন এরুপ ভালো ভালো গান আরও উপহার দিবে আমাদের দর্শকবৃন্দকে।
জীবনে কাউকে পাশে পাইনি , নিজেও কোনো দিন কাউকে ভালোবাসিনি তবুও এই গানটা শুনলে মনে হয় জীবনে কেউ আসছিল বুজতে পারিনি । সত্যি এই অসাধারণ গানগুলি কখনো ভুলার নয় । এই গানটি এভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ।😪🥲
পাংশা দাদা তুমি
🎤🎺🎷🎻
স্যারের কন্ঠে যেকোনো গান শুনলে মনে হয় প্রকৃতপক্ষে তিনিই সেই গানের শিল্পী... আঞ্চলিক,রবীন্দ্র সঙ্গীত,নজরুল সঙ্গীত, লালনগীতি,পল্লীগীতি,আধুনিক, দেশাত্মবোধক, ছায়াছবিসহ সকল গানেই স্যার সাবলীল ও প্রাণবন্ত...মহান সৃষ্টিকর্তা স্যারের মঙ্গল করুন!
🤲🤲🤲🤲
কমেন্ট বক্সে স্মৃতি রেখে গেলাম.... কমেন্ট পড়তে এসে কেউ লাইক দিলে আবারও এসে শুনে যাবো......❤❤
সমস্ত শিল্পী এবং মিউজিশিয়ানকে অসংখ্য অভিনন্দন জানাই🙏🙏🙏অপূর্ব সুন্দর পরিবেশন👏👏👏
আহা কি শ্রী! কি রুচিবোধ! কতো আকুলতা! একেই বলে কালজয়ী গান।❤🇧🇩
Anek aggey e pagol hoye' gechi!
আমি বিবাহিত কিন্তু ভগবান সেই মানুষটির সঙ্গে আগে তো দেখা করাতে পারতেন উনি আর্মিতে উনি যেখানে থাকুক যেন ভালো থাকেন
স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটি
Ami sunlam gun ta
sunlam
Kemon asen😊
এই গানটি তার কন্ঠে শুনে প্রথম তার প্রতি ভালোলাগা শুরু হয়েছিল। এখনো তার সেই কন্ঠের সুর কানে বাজে। খুব মিষ্টি করে গেয়েছিল। ভালো থেকো প্রিয়।
প্রতিদিন যেহেতু গানটি শুনি তার জন্য কমেন্ট রেখে গেলাম এরপর লাইক দেখে বুঝতে পারবো কতজন গানটি শুনতে এসে কমেন্টটি পড়ে গেলো❣️❣️❣️
আমি
আমি
@@sasayeed2049cn.huivkhc.kicyccckchhggcnkhcgccc.gkychkjtyygggyhcyhyhckhck.ch-.cjucvn.vg''cncykjhyckcgv.cjchkc.vykn.cocbnjchcjhhcjjrgg''.ycy'uccjcn.chvccjchg'vjj.cjhjkcyhc.kgjkvkckyvvogk cjychjhkchnvhv'v.cvvvkckhvoycjhcchkj ckh.jinkkccnc.ck.k.vchkghchnhvctcovknchyvv.ochkchyvvhvkc.hhyjjjchjjkjtn!vvc.hhcgcckjhccttcckhgc+hg''octnkbcgcjjcn.koh
Gd job
হৃদয় মন ছুঁয়ে যাওয়া এমন সুন্দর গান এখনো সঙ্গীত গুণীরা অনেকেই সৃষ্টি করে থাকেন। প্রতারকের প্রতারণায় তা রুচিশীল শ্রোতাদের থেকে কুকৌশলে সরিয়ে রাখা হয়। এবং বাজে কথা বাজে সুরের রমরমা প্রচারে শ্রোতাদের মন বা রুচি পরিবর্তন ঘটানো বরাবর
চলে থাকে। আর বিজ্ঞাপনে বলা হয় শ্রোতারা এখন এরূপ খায় বা চায়। যুক্তি মানতে টিভি চ্যানেলের রিয়ালিটি শো দেখা দর্শক শ্রোতাদের কাছ থেকে মতামত লক্ষ্যণীয়। অংশগ্রহণ কারী শ্রোতাদের কাছে এখনো স্বর্ণযুগের শিল্পীদের গানগুলো
শুনতে চাওয়া হয়।বা ট্রেডণারদের সেভাবেই তালিম দিতে বলা হয়।
শুধু গান নয় শিল্পির নান্দনিক সৌন্দার্য ও সেটে যন্ত্রী শিল্পিদের সুভ্রমিউজিক বারবার শুনতে ফিরে ফিরে আসি অতৃপ্ত ভালোলাগায়।
হারিয়ে ফেলেছি ১২ বছর আগে। সংসার হয়েছে বাবা হয়েছি, দায়িত্ববান স্বামী হয়েছি তবু সে কেমন আছে তা জানতে মন চায়।শুধু একটিবার যদি জানতে পারতাম সে কেমন আছে তাহলে আর বুকের ভেতরের চাপা কষ্টটা থাকতো না।
Right akbar jodi jana jay se kemon achye
😀😀😀😃
💔
তার জীবনে বাস দিয়ে এখন বহুদিন পর খোজ নিচ্ছ সে কেমন আছে হাইরে মানুষ
Vii amro thik amonti mone hay ami harieci ¥¥juthi ¥¥ ke pray 18 years ago akhono tar kaha vebe make moddhe kadi asoleki vii amrai jiteci sabaiki r vlo baste pare..valobasar majaeto birahe..
এই প্রথম দেখলাম মুল শিল্পীর সাথে হুবহু মিল রেখে গানটি গাওয়া হয়েছে। সাথে মিউজিক ও অসাধারণ হয়েছে।
same to u
সহমত
Zakir Hossain অসাধারণ
একদম ঠিক
Nice
স্মৃতিগুলো কখনো পুরনো হওয়ার মতো নয়। তাকে নিয়ে বাঁচার স্বপ্নটা আজ স্মৃতি হয়ে বেঁচে আছে, বুকের গহীনে। মাঝে মাঝে স্মৃতিগুলো নাড়া দিয়ে ওঠে, আর চোখ থেকে ঝরে পড়ে অজস্র জল রাশি। তবুও ভরসা হয়ে ওঠে একাকিত্বের মাঝে, এই গানগুলো। মহান আল্লাহ ভালো রাখুক প্রিয় মানুষটাকে।
বর্তমান আর আগের গানের মধ্যে পার্থক্য হলো, আগের গানগুলো মানুষের হৃদয় স্পর্শ করে, আর বর্তমানের গানগুলো দেহ স্পর্শ করে। এটাই পার্থক্য❤
😢
@@abidasultanaakhi3812 Love you
আসলেই রাইট কথা বলছেন
বর্তমান সময়ে উপযুগত কমেন্ট
সঠিক
🙏🙏
আমার মনে হয় না পৃথিবীর আর কোন শিল্পী এতো সুন্দর করে গানটি গাইতে পারবে।
গানটি এতো সুন্দর ভঙ্গীমায় গাওয়ার জন্য শিল্পী লিজাকে ধন্যবাদ জানাচ্ছি.…💞💞💞💞
অসাধারণ সঙ্গীতায়োজন,চমৎকার বাজিয়েছেন সবাই,ভিডিও এডিটিং অতুলনীয়। আর লিজা আপুকে তো অসম্ভব সুন্দর লাগছে হাসি মুখে, সুন্দর ভঙ্গিমায় গান করবার জন্য।
আমি গর্বিত তোমাকে নিয়ে লিজা আপু!
তুমি চিত্রা সিং এর গান করার সাহস করেছ। জাস্ট একটা কড়া সমালোচনার জন্য গানটা শুনতে গিয়ে পুরা ফিদা হয়ে গেলাম.
এই প্রথম দেখলাম মুল শিল্পীর সাথে হুবহু মিল রেখে গানটি গাওয়া হয়েছে। সাথে মিউজিক ও অসাধারণ হয়েছে।
আহা কোথায় যেনো হারিয়ে গেলাম। মুগ্ধতা এত্তগুলা, শুভকামনা রইলো লিজা আপু🙏
যদি কখনো একান্তে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে ইচ্ছে হয়, তাহলে..
আবারো ফিরে আসবো Seylon Music Lounge এর কাছে..
ভালোবাসা সুন্দর 🥰 সব ভালোবাসা পূর্ণতা পায় না কিছু অপূর্ণ ভালোবাসা চির অমর হয়ে রয়ে যায় 🥰
রাইট
দুটি মন আর নেই দুজনার
দুটি মন আর নেই দুজনার
রাত বলে আমি সাথী হবো যে
ফাগুনের রাতে আমি
রূপকথা হয়ে কাছে রবো যে
দুটি মন আর নেই দুজনার
ফুল বলে রঙে আর ছেও না
পাখি বলে আর গান গেও না
ফুল বলে রঙে আর ছেও না
পাখি বলে আর গান গেও না
আমাদের মিতালীর মায়াতে
কানে কানে কতো কথা কবো যে
দুটি মন আর নেই দুজনার
শুকতারা বলে আমি আছি তো
দিশাহারা হতে আর ভয় কি
শুকতারা বলে আমি আছি তো
দিশাহারা হতে আর ভয় কি
পাছে ঘুম ঝরে পড়ে দু'চোখে
হাসি মুখে তাই জেগে রবো যে
দুটি মন আর নেই দুজনার
রাত বলে আমি সাথী হবো যে
ফাগুনের রাতে আমি
রূপকথা হয়ে কাছে রবো যে
দুটি মন আর নেই দুজনার
দুটি মন আর নেই দুজনার
দুটি মন আর নেই দুজনার
Fantastic! Fantastic
KOB uele bangla moby
nic hoisa
Gychvhub
Sotti aj dujoner Duti Mon r nai kokhon je kobe duti Mon kothai kivabe harea galo dujoner kau bujteai parini
যেমন গায়েকী, তেমন সূর, প্রাণ ছুয়ে যায়। এক কথায় অসাধারণ !!
সাধারণতঃ এই চিরসবুজ ও হারানো দিনের গানগুলোকে নতুন করে কেউ গাইলে সেটা অন্য কিছু একটা হয় বা বিকৃত হয়ে যায় অথবা মূল গানটি থেকে অনেক দুরে সরে যায়। সেটা কন্ঠশিল্পী ও যন্ত্রশিল্পী উভয়ের অদক্ষতার কারণেই হয়ে থাকে। তখন গানটি শুনতে আর ভাল লাগে না। তবে এবার তার ব্যতিক্রম দেখছি। Seylon Music Lounge এর প্রতিটি গান খুব সুচারু ও মানসম্পন্নভাবে রিমেক করা হয়েছে। যা খুব শ্রুতিমধুর লাগে। প্রতিটি গানেই চমৎকার সঙ্গীতায়োজন এর ছাপ লক্ষ করা যায়। এক্ষেত্রে পার্থ দা অনেক বড় একটি ধন্যবাদ ও কৃতিত্বের দাবী রাখেন। খুব প্রশংসনীয় উদ্যোগ। অনেক ভাল লেগেছে। সবশেষে একটি ছোট তথ্য যোগ করতে চাই। তা হল, এই গানটি শিল্পী চিত্রা সিং এর "সবুজ সুরময়ী" এ্যালবাম এর। "কথা ছিল দেখা হবে" গানটি সেই "সবুজ সুরময়ী" এ্যালবামেরই একটি গান। এটা কোনো এ্যালবাম নয়। অতি সম্প্রতি চিত্রা সিং এর "সবুজ সুরময়ী" এ্যালবাম এর গানগুলো কোনো তৃতীয় পক্ষ বাজারে ছেড়েছে এই নতুন নাম দিয়ে। বিভ্রান্তির শুরু এখান থেকেই। মূল এ্যালবামটি প্রকাশিত হয়েছিল আশির দশক এর প্রথম দিকে। সবশেষে, এই আয়োজনের সঙ্গে জড়িত সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা !!
Sohomot poshon korchi
Exactly !
Tanvir Hossain
Ooote mulloban khota lekhar jonno apnake tnx.
Tanvir Hossain Hum akdom tik by
Tanvir Hossain Thik bolesen
ঐ ভায়োলিনের সুর আমায় পাগল করে দিচ্ছে,লিজার কন্ঠে বেয়ে পড়ছে অশ্রু। কী দরদ ভরা কন্ঠে গেয়ে গেলে গো!
আমার পছন্দের একটি গান। লিজাকে ধন্যবাদ সুন্দর গাওয়ার জন্য। আর পার্থ দাকে অসংখ্য ধন্যবাদ মিউজিক রিঅ্যারেঞ্জম্যান্ট এর জন্য। সিলন টি ও পুরো টিমকে ধন্যবাদ।
The
আমার অনেক পছন্দের একটি গান। শুরুতে একটু ভয় পেয়েছিলাম গানটি ভালো করে গাইতে পারবে কিনা। কিন্তু শিল্পী সহ music এ যারা আছেন, তারা খুব খুব ভালো কাজ করেছেন। খুবই ভালো লেগেছে। ভালোবাসা রইলো।।।💕💕
ঠিক
Nice song
Same feeling . but hear touching ...... thanks to full team
স্নিগ্ধ এক কণ্ঠ। অভিনন্দন। এতো চিত্রা সিং এর ফটোকপি।
ভালোবাসা দুরে থেকেই সুন্দর...থাক নাহ কিছু অপূর্ণ... ভালোবাসার মানুষটা ভালো থাকুক
One of my favourite songs.I lose myself when such timeless song penetrates in to my heart with profound appeal
বাহ! অসাধারণ 👌👌
এটিই বেস্ট, যতজন ই গেয়েছেন। সুর, মিউজিক কম্বিনেশন অসম্ভব সুন্দর। সব মিলিয়ে সিলন দারুন একটি গান উপহার দিল। প্রতিদিন কয়েকবার না শুনলে নিজেকে খালি খালি লাগে...
Faridul Alam বাংলা গানের উপর দিয়ে আর গানই হয়না👌👌👌👌
Valo thakok sober valovasher manosh
কি অপূর্ব কথা সুর আর আমাদের নতুন শিল্পীকূল,মন ভরে গেলো,
সার্থক জনম বাঙ্গালী হয়ে ❤️
একটা পুরনো গানকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, সত্যিই অসাধারণ। অপুর্ব মিউজিক।
পেয়ে গেলে প্রেম এর সমাপ্তি ঘটে
না পাওয়াই প্রেম অবিরাম চলমান 💚
100%r8
বাস্তবতা এটাই ছেলেদের মধ্যে ভালোবাসা বলতে কিছুই নেই,যা আছে তা মোহ।
বাকিটা আবেগ বা না পাওয়ার আকাঙ্ক্ষা
@@meertuli1021 😢😢😢
এতখনে মনের মত একটা কমেন্ট পেলাম ধন্যবাদ ভাই আপনাকে 🥰🥰🥰🥀
😢
মনে হলো আসল শিল্পীর কন্ঠেই গানটি শুনতেছি হুবুহু হয়েছে।লিজা আপু গো এহেড
গান ও শিল্পীর উপস্হাপনা দুটাই মিলেমিশে একাকার। জোশ লাগলো সাথে😘😘
চাইলেই হয়তো সবকিছু সম্ভব হয়না ,এমন কিছু জিনিস আছে যা বলতে গিয়েও বলতে পারি না,কাছের মানুষ এর কাছে থেকেও দূর তবু ভালো থাকুক প্রিয় মানুষ গুলো দোয়া করি আল্লাহর কাছে🥰🥰
Asadharon misti gan, khub khub valo geachen, God bless you, from Kolkata, India
আমি গর্বিত তোমাদের নিয়ে ছোট আপি!
তুমি চিত্রা সিং এর গান করার সাহস করেছ। জাস্ট একটা কড়া সমালোচনার জন্য গানটা শুনতে গিয়ে পুরা ফিদা হয়ে গেলাম
Best of the sols
অসাধারণ
এ গানটি আমি অনেক আগে থেকে শুনি,,, আমার মনেহয় চিত্রা সিং থেকে কোন ভাবে আমাদের লিজা খারাপ গায় নাই ভাল গেয়েছেন
গানটি শুনে মনে হচ্ছে কি জানো একটা অনুভুতি পাচ্ছি কি সুন্দর কন্ঠ 😍😍
আহা কোথায় যেনো হারিয়ে গেলাম। মুগ্ধতা এত্তগুলা, শুভকামনা রইলো🙏
❤️❤️অসমাপ্ত প্রেম ও গল্পের কোন শেষ হয় না কারণ... এই দুটির কোনটিই ভুলে থাকা সম্ভব নয় কোন এক নক্ষত্রের রাতে মনে পরবেই...
ইতি....
""তোমাকে ভুলে না থাকতে পারা আমি।❤️❤️
Lllll
আমরা যখন প্রেম করতাম তখন ডেটিং ই একটা রেস্টুরেন্টে আমরা বসে গানটা দু জনে খুবই উপভোগ করছিলাম! আলহামদুলিল্লাহ আজ আমাদের বিয়ে হয়েছে এক বছর, যখনই গানটা শুনি তখনি আগের কথা মনে পড়ে যায়!
আপনি লাকি
Amr o same ai gan diye relation plus biye 1 year
Amro aki hal
Apnara onek happy tahole...sobar amon vaggo hoy na prio joner 7e ghor badhar
❤❤❤❤
আসলে হারিয়ে ফেলি বলেই ভালবাসা এত সুন্দর অনুভূতি, হারিয়ে ফেলার নামই তো ভালবাসা,তোকে না হরালে আজ এত সুন্দর অনুভূতি হত না, ভালবাসায় পূর্নতা থাকতে নেই💔☺️
হয়তো।
😭
শিল্পী এবং মিউজিক্যাল গ্রুপের জন্য প্রানঢালা অভিনন্দন 💞💞
অদ্ভুত সুন্দর। "রাতের সব তারাই থাকে
দিনের আলোর গভীরে।"
Rite
┬─┬ノ( º _ ºノ) ⌐╦╦═─
2050 সালের জন্য কমেন্ট করে গেলাম ।।। পরবর্তি প্রজন্ম যেনো বুঝতে পারে এই গুলো আমাদের কাছে গান নয়..... মনের আবেগ 🌼🌼
Right
আমিও সাক্খি হয়ে থাকলাম
ঠিক আছে আমার টাও থাকুক তাহলে।
রাইট
70 প্রজন্মের জন্য করলাম
পেয়েও হারানোর কষ্ট যে হারায় সে বুঝে। ভালো থাকুক সাবার প্রিও মানুষ গুলা তাদের প্রিও মানুষের সাথে
ছোটবেলা থেকে এই গানটা শুনে আসছি। 2021 এও শুনছি। এর আবেদন কখনোই ফুরাবে না। একটানা সারারাত এই গানটা শুনলেও একঘেয়ে লাগেনি কখনো। শিল্পী লিজা সহ সকল কলাকুশলীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা ❤️❤️
গুড
Foisal
এ গানটি শোনার পর মনের অজান্তেই কতজনের চোখের কোন বেয়ে পানি পড়ে যায় তা শুধু গানটির মাহাত্ম্য উপলব্ধিকারীরাই বলতে পারবে!!
Sotti vai..kokhon j cokh beye pani chole ashlo bujhte parlam na
Apnar kisu mon a hoy na
absolutely
Hmm😭
আরো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি ঘুরে আসার জন্য পরামর্শ রইলো।
চ্যানেল লিংক:th-cam.com/channels/RNSLQ8oBOv6RxjE2jf-2pg.html
শত ঝগড়া, শত বিরক্তি!! দুটি মন দুজনার একসাথে থাকবেই আর কীভাবে!
কমেন্ট গুলো দেখে খুবই খারাফ লাগলো, সবারই একজন না একজন প্রিয় মানুষ আছে, অনেকে পেয়েছে আবার অনেকে হারিয়েছে, হারানোর কষ্ট খুবই বেশি যন্ত্রনা দায়ক হয়, ভালো থাকুক সব প্রিয় মানুষ গুলো ❤❤
ভালোবাসা এমনি হই,যাকে সত্যিকার অর্থেই চাইলাম সে এখন অন্য কারো ঘরের ঘড়নি🥲🥲🥲৩.৫ বছর আগে তার বিয়ে হয়ে গেলেও আমি এখনো সিংগেল 😔
Atai na paoyar jontrona
দুটি মন আর নেই দুজনার...তা সত্য হলেও ভিতর কাঁপানো মনটা আজও খুজে বেড়ায় অদৃশ্য দিশেহারায়...🥀💚
ৌোৌৌৌোৌৌোোৌৌ
Vitor theke khuuuuub kosto Hoi. Kiccu korar nei. Automatically chokh diye pani pore ganta sunleee... Ahhhhhh
u8n
@@bayzidistor2258 🥺🥺
" তোমার হয়তো আজো খুব করে মনে আছে একদিন সন্ধ্যায় ফুচকার টেবিলে শক্ত করে আমার হাত ধরেছিলে আমাদের ক্লোজারে!' যমুনার পাড়ে' দুজন দুজনের দিকে তাকিয়ে এই গান শুনতে ছিলাম! আমরা খুব ভালো করে করে জানতাম আমাদের এই পরিবার সমাজ, রাষ্ট্র, ধর্ম কেও কখনো মেনে নিবে না! ভালোবাসলে যে জাত, রাষ্ট্র, ধর্ম ,লিঙ্গ সবকিছু দৃষ্টির বাইরে থাকে সেটা কখন বুঝবে এই সমাজ ? কোন দিন দেখা হলে একটা ডাইরি যত্নে রেখেছি! তারপরও দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতাম! তুমি এখন ভিন্ন আমিও ভিন্ন! তবে তোমার জন্য এখনও আমি ' যমুনার পাড়ে ' বসে থাকি হয়তো তুমি আসবে হয়তো আসবে না!
Shottikar valobasa gulo kokhonoi purno ta pai naa😞
@@risha5345 তাকে ভালোবাসি, তার জন্য এখনও অপেক্ষা করি এটাই হয়তো ঈশ্বরের ইচ্ছা! 😔😔
@@Imranahmed-kx5eg আপনি এখন ও কেন অপেক্ষা করছেন?? সে কি আবার ও আপনার কাছে ফিরে আসবে???
জীবন টা ই এমন অদ্ভুত। মানুষ যা চায় তা পায় না,আর যা চায় না সেটাই পায়
@@soniakhatun3386 রশি দিয়ে হাত পা বেঁধে রাখা যায়, যুক্তি দিয়ে বুদ্ধি আটকে রাখা যায় তবে হৃদয় বেঁধে রাখার মত কোন কিছুই তৈরি হয়নি....
অসাধারণ গেয়েছেন লিজা আপু। এই ধরনের গান আরো চাই। আরেকটা কালজয়ী গান আছে। ""তুমি যে আমার"-- গানটি লিজা আপুর কন্ঠে শুনার আশায় রইলাম।
মানুষের যত বয়স বাড়ে ততোই তার পুরনো গানগুলো ভালো লাগে🖤💔🥀
Shohomot 100% !
আমারো আর নেই এক সাথে। দুই জন দুই দিকে।
পুরনো দিনের গানগুলোতে সে-তো আমাদের মনের, আমদের জীবনেরই কথাই তো বলে
@@simaakter4647 আহা রে, মনোহৃদয়ে সত্যি করেই বড্ডো কষ্টই যে পেলাম !
একেবারে মনের কথা বলেছেন
এতোটাই অসসাধারণ হয়েছে যে লগইন করে কমেন্ট করতে হলো। লিজা আপনার ভয়েস টি মধুর ডিব্বা। ১০০ তে ২০০ দিলাম । দেখতে অনেক সুইট লাগছে :)
ঠিক কয়বার শুনেছি বলতে পারবনা, এরকম আরো অনেক চাই, thanks SEYLON
Amio ... comment Porte porte koto bar sunci nije o Jani nah
গান এবং গানের সাথে চোখ মুখের ভাবভঙ্গি এককথায় অপূর্ব ....
সত্যি এ মন চুয়ে যাওয়া মতো,,, আমার অসম্ভব পছন্দের একটা গান,,, সত্যি এ আমার কাছের একজন মানুষ আজ বেটার অপশন পেয়ে নিজেকে পরিবর্তন করে নিয়েছে 💔
ভালবাসার মানুষকে হারিয়ে ফেলার কষ্ট কতটা তা শুধু তারাই বুঝে যারা সত্যিকার অর্থে কাউকে ভালবেসে তাকে হারিয়ে ফেলেছে😭 ভুল করে ভুল মানুষকে ভালবাসা যায় কিন্তু ভুল করে কখনো সেই মানুষটাকে ভুলে যাওয়া যায় না 💔
হুম সত্যি কথা বলেছেন😪😪
Hmm 😥
💕💕💕💕
সত্যি কারে ভালো বাসলে কষ্ট টাই পেতে হয় শেষে 💔😥😥😥
100% right
কেন যে এত এতবার গানটা শুনি জানিনা।
আমার অতি সহজে কান্না আসেনা।কিন্তু গানটা শুনলে চোখটা পানিতে ভিজে যায়।
😢দুটি মন আর নেই দুজনার............
এত সুন্দর একটা গানেও ১০ হাজার ডিস লাইক অবাক লাগলো বিষয় টা, এই হলো আমাদের মন মানসিকতা
আহা কি অসাধারণ গান কত স্নিগ্ধ গান।
এক সময় বাবা এই গান গুলো টিভি তে শুনতেন বিরক্ত লাগতো বাট এখন এই গানেই আনন্দ খোঁজে পাই।❤
অনেক সুন্দর instrument বাজিয়েছে। অন্যান্য শো গুলোতে এই ভাইরা কোথায় থাকেন! আমার কাছে চমৎকার লেগেছে 👌
অসাধারণ ❤️
গানটা শুনলে মনের অজান্তে একজনের কথাই ভেসে উঠে।
চাইলেই সবাইকে ভোলা যায় না😭😭😭😭😭
খুব ভাল একটা গান জার কোন জবাব নেই
লিজা যেমন সুন্দর, সাথে গানটাও সুরে, তালে, মিউজিকে অসাধারণ হয়েছে
iiiiiiiiiiiuiiijjk8iiiiiiiiiiiiiiiii8iiiiiiiiiuiiijjk8iii8iiiiui8, i Iu8iikiii i i iiiiiiiiiiiii hybrid iii, j ji i j jjijj j Jill join j: i i Jimi j I Jill i i j i I j i ujj8;I: ujj8;I:e dz
খুব ছোট থেকে বেলা এই শুনে আসছি...তখন এই গানের কথা গুলোর মানে বুঝতাম না...এখন বুঝি! হাজার বার শুনলেও আরও শুনতে মন চায়! মানুষিক শান্তি দেয় এই গান❤
বাহ যেমন তোমার কন্ঠের সুর তেমনই অসাধারণ গায়েকী। অসাধারণ ♥♥♥
Hh
ami jdi amr valobasar manus ta k paitm ! tahole hoyto jibon a r chaoar thakto na !
Sobai emoni bole bia korle r valobasa thake na.
@@md.arifulislam5726. ্য
অতীব সুন্দর
আমি দু বছর আগে শুনেছিলাম
আজ এসে দেখি 23 মিলিয়ন views হয়েছে
তখন ভাবতাম এই গানটি এর প্রাপ্য views পায়নি
আজ এটা প্রমাণিত 🥰
Vai 25 million mane bojen.? oti abegi comment😆
@@byzidahmed1372 mane!?
অসম্ভব সুন্দর হয়েছে সবকিছু...
সবার জন্য শুভ কামনা..
এরকম গান যারা শুনে তারা অবশ্যই ভালো মনের মানুষ আপনারা কি একমত
অসাধারণ গেয়েছো.. আপি 😍প্রকৃত শিল্প সর্বদাই বিকশিত হয়...👌👏
Good
অবহেলার পাএ হয়েছিলাম,,,তার পরিবারের লোকজনের কাছে,,,,তবুও সুখে শান্তিতে থাক,,ভালোবাসার মানুষটা
বর্তমান প্রজন্মের শিল্পীদের মধ্যে লিজা আপু অন্যতম। অসাধারণ কন্ঠ।👌👌
Belal Hossain মন চায় প্রেমে পড়ি😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
kazi tayaba পড়ে যান😂
awesome
কিছু গান যেন গান না, জীবনের কিছু অংশ। এমন ভাবে তোলে ধরে বাস্তব প্রতিচ্ছবি দেখা যায়।
শিল্পী যেমন সুন্দর তেমনি সুন্দর করে গেয়েছেন প্রিয় গানটি 💜
ধন্যবাদ SEYLON tea.
দুটি মন আর নেই দুজনার ।।
রাত বলে আমি সাথী হব যে
ফাগুনের রাতে আমি রূপকথা হয়ে কাছে রব যে।।
দুটি মন আর নেই দুজনার ।
ফুল বলে রঙে আর ছেও না
পাখি বলে আর গান গেও না ।।
আমাদের মিতালীর মায়াতে
কানে কানে কত কথা কব যে
দুটি মন আর নেই দুজনার ।
শুকতারা বলে আমি আছি তাই
দিশাহারা হতে আর ভয় কি ।।
পাছে ঘুম ঝরে পড়ে দুচোখে
হাসি মুখে তাই জেগে রব যে
দুটি মন আর নেই দুজনার ।
..............ikram hossain
Nice
Jalldha
চোখ বন্ধ করে শুনলে, একটা অন্যজগতে হারিয়ে যাই 😍
Hmm
Right vai
Valolaga r valobasar gan. Purono abeg......
দেখতে দেখতে আজ ১২ টি বছর কেটে গেলো,তার সাথে কনো যোগাযোগ নাই।অনেক দিন পর গানটি শুনে তার কথা মনে পড়ে গেলো। miss you kha.......|
OMG!!! Liza Apu, your voice is almost as same as Chitra Singh Ma'am......best wishes for you.......
A proud Daffodillian 🤗🤗🤗
হৃদয় স্পর্শী গান, শুনে ভালো লাগলো।❤️❤️
Hmmm
যেই আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতেও পারতাম না..... সেই আমি আজ কত বছর হয়ে যাচ্ছে তোমার ভয়েস টা ও শুনতে পাইনা😥😥😥তুমি তোহ বলেছিলে আমাকে ছাড়া বাচবে না কই দিব্বি তো ভালো আছো 💔💔💔দোয়া করি ভালো থেকো ভালোবাসা সবসময়
😭😭😭😭😭😭
ভাই খুব ভালো আছেন।পান নি বলে মনে রাখছেন।আর পেয়েও যারা সম্পর্ক টিকাতে পারেন না তাদের মতো অপরাধী হন নি
জীবনের টানাপোড়েনের মাঝেও ভালোবাসার প্রতি যত্নশীল হতে হয়...এই ভালোবাসা জিনিসটা এতোটা মায়া দিয়ে তৈরী 😢
হাজার মাইল দূরে থাকলেও এমনকি প্রিয় মানুষটা হারিয়ে গেলেও মনের গহীনে তার জন্য মায়া লেগে থাকে... দূরে গিয়েও ভালোবাসা সম্ভব.... সবসময়
Khub sundor lagtase
গানটির ভাষা ও ভাবনা অত্যন্ত আনন্দের হলে ও সুরের মধ্যে বেদনায় পরিপূর্ণ।
এই জন্য অনেকেই এই গানকে বেদনার গান বলে ভুল করে।
দশম শ্রেণীতে পড়ার সময় স্যার আমাদেরকে এই গানটি গেয়ে শুনিয়েছিলেন। আজ যে এই গান আমাকে ও গাইতে হবে ভাবতে পারিনি।
গানটা আমি যতো বার শুনি তত বারি মুগ্ধ হয়ে জাই, ধন্যবাদ লিজা তোমাকে এত সুন্দর করে গানটা গাওয়ার জন্য, nice Liza
১
দিনে কম করে হলেও একবার সার্চ দিয়ে শুনতে মন চাই,,তাই শুনি..... আর এটাই হয়তো লিজা আপুর কন্ঠের মধুমায়া🥀
গানটি যতই শুনি আরো শুনতে ইচ্ছে করে, লিজা আপু কে এই গানটি ধন্যবাদ জানাই। আমার অনেক ভালো লাগে, মনে শান্তি পাই
এইসব গান কখনো মরবেনা। যখনই সামনে কাতারে গান বাজবে তখনই প্রিয় থেকে প্রিয়তর হবে।
২০২১এ এসেও অামার প্রিয় গানের তালিকায় এই গান সবার উপরের দিকেই। চিরকালই থাকবে প্রিয় হিশেবে।
স্মৃতিটুকু রেখে গেলাম 😊
q🇦🇿
Hm right
Darun dada
Thek bolle
আমার ও
,.
যে হারায় সে বুঝতে পারে কষ্টের প্রহর গুলো কতটা কঠিন যন্ত্রণাময়....অসাধারণ গেয়েছেন।
অসম্ভব ভালো লাগার একটি গান🥰কতবার যে শুনি এই গান টা,,,,যখন শুনি সেই মানুষ টা র কথা মনে পড়ে যায়,,,,,কত সময় অভিমান করে কথা বন্ধ করে রাখি,,,,ঝগড়া হয়,,মনমালিন্য হয়,,,,তারপরেও দিনশেষে মানুষটাকে ভীষণ ভালোবাসি,😘এই গানটা তাকেই উৎসর্গ করতে চাই,,😍
অনেক ভালোবাসি তোমাকে প্রিয়,,,,,,,🥰
২০২৩ সালে আমি এই কমেন্টটি রেখে গেলাম। ভবিষ্যত প্রজন্মে যারা এই গানগুলো শুনবে! তারা সত্যিই খুব সুন্দর ও ভালো মনের মানুষ হবে।
নিজে কষ্ট পেয়ে প্রিয় মানুষের সুখ চাওয়া মানুষ ই শুনবে এই গান গুলো
২০৩০ সাল থেকে এসেছি টাইম ট্রাবেলিং করে গানটি শুনতে,গান শুনা হলে আবার টাইম ট্রাবেলিং করে ৩০ শে ফিরে যাব
@@runaislam4647 হা হা হা মজা পাইলাম🤣🤣
আজ হয়তো তুমি অন্য কারও বুকে মাথা রেখে সুখের স্বপ্ন বুনছো,আর আমি তোমার আর আমার ভেঙ্গে যাওয়া স্বপ্ন গুলো বুকের মাঝে পুশছি|আমি এখনো পারিনি তোমার মত ভুলে যেতে তোমার সাথে কাটানো কিছুটা সময় কিছু মুহূর্ত| পারিনী তুমি নামের সেই অতীতটাকে ভুলতে |জানি না কোন দিন পারবো কি না তোমায় ভুলতে| এখন তোমার কথা ভাবতে গেল
মানুষটা থাকলে আজ পাচ বছর পূর্ণ হতো, এই গানটার ও মর্ম থাকতো, সেই প্রথম শুনাইছিলো গানটা, থেকে গেলে কিছুই এমন এলোমেলো থাকতো না। ❤
ভালবাসারা পরম বিশ্বাসঘাতকতা নিয়েই ভালো থাকুক।
আহ! কি মিষ্টি সুর, সেই সাথে শীতল কন্ঠ। ভালোবাসা SEYLON Team কে পুরোনো গান নতুন করে সামনে আনার জন্য❤️
অসম্ভব সুন্দর একটি গান।
♧♧♧♧{ moder liza ,nidra, alosyo, tandra, voi, crush, dirghasutrata sab teyag kare aj ato boro gaika hoeche go, anek parisram ar fasal aj liza moder abolilai ki avinaba sundar surela kanthe matiea dieache je mane hocche sararatri bepi moder baro apon lizer sundar sundar gun guli sunte sunte vorer misty madhur kokiler dak suni keman, valo theko sustha theko ai more aviprai sathe dear sweety ke congratulltion janeai tomai!!♧♧♧♧-{ maya, pita, ar bandhu sarboda hit sadhan Kare ar bakira sada sartha khuje? Keman liza madam valo theko kintu ? Namasker"
D.k.sir-asansol.
গানটি নিজেই নিজের মাইলস্টোন। গায়িকার প্রাণোচ্ছল ভঙ্গিতে , আর হাসিতে অসাধারণ লাগলো
.
^
দুটি মন আর নেই দুজনার
দুটি মন আর নেই দুজনার
রাত বলে আমি সাথী হবো যে
ফাগুনের রাতে আমি
রূপকথা হয়ে কাছে রবো যে
দুটি মন আর নেই দুজনার
ফুল বলে রঙে আর ছেও না
পাখি বলে আর গান গেও না (x2)
আমাদের মিতালীর মায়া কে
কানে কানে কতো কথা কবো যে
দুটি মন আর নেই দুজনার
শুকতারা বলে আমি আছি তো
দিশাহারা হতে আর ভয় কি (x2)
পাছে ঘুম ঝরে পড়ে দু'চোখে
হাসি মুখে তাই জেগে রবো যে
দুটি মন আর নেই দুজনার
রাত বলে আমি সাথী হবো যে
ফাগুনের রাতে আমি
রূপকথা হয়ে কাছে রবো যে
দুটি মন আর নেই দুজনার
দুটি মন আর নেই দুজনার
দুটি মন আর নেই দুজনার
Duti Mon Ar Nei Dujonar Lyrics :
Duti mon aar nei dujonaar
Raat bole ami sathi hobo je
Faguner rate aami
rupkotha hoye aami robo je
Full bole ronge aar cheyo na
Paakhi bole aar gaan geo na
Amader metalir mayate
Kaane kaane koto kotah kobo je
Shukhtara bole ami achi to
Dishahara hote ar bhoy ki
paache ghum jhore pore du-chokhe
Haasi mukhe tai jege robo je
2024 e amar moto ai gan ta k k soneco like koro..
This is excellence performance, হাসিটাও ছিলো চমৎকার, লিজাকে অলটাইম ভাল লাগে, তার গান তার হাসি তার উপস্থাপনা সবই সুন্দর। সে নিজেও অনেক সুন্দর।