আসল গুরু কে | দীক্ষা কি | জীবনে লাভ হবে কি ভাবে | Easy Life with Kk

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • আসল গুরু কে | দীক্ষা কি | জীবনে লাভ হবে কি ভাবে | Easy Life with Kk
    Description:- Presently spirituality has become a business in many cases and we all know that. Fake and wrong religies gurus are spreading wrong spiritualism knowledge. As a result we don't understand the real and true meaning of spirituality. Hence our life and lifestyle is becoming more sad instead of happiness in life. We really need to understand who is the real guru and how we can get a happy life and lifestyle by following real spirituality. This video will spread some awareness on this.
    দক্ষিণা দিয়ে দীক্ষা নিয়েও জীবনে কোন লাভ হচ্ছে না কারণ আমরা জানিই না কার কাছে থেকে দীক্ষা নিতে হবে, দীক্ষা দেওয়ার এ আসল ধর্মীয় গুরু। ফলস্বরূপ আমাদের জীবনে কোন সমস্যার সমাধান হচ্ছে না এবং জীবন আরো অন্ধকারে ডুবে যাচ্ছে, জীবনে দুঃখ দুর্দশা নেমে আসছে। দীক্ষা মন্ত্রের আসল অর্থ বুঝতে হবে যেটা গুরুরা বোঝাতে পারছে না। জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্য এবং আধ্যাত্মিকতার পথ অবলম্বন করে জীবনে শান্তি সুখ স্বাচ্ছন্দ ও মুক্তি পাওয়ার জন্য আসল ধর্মীয় গুরু চেনা খুবই প্রয়োজন।
    ➡️ Join my WA Channel for regular video updates in advance and many more updates 👇
    whatsapp.com/c...
    Queries:-
    who is real true authentic original controversy on in guru god teacher
    what is true real original spiritual spirituality spiritualism dikkha diksha in hinduism true spirituality by guru diksha dikkha
    how to earn real profit profits from life lifestyle by following true spirituality
    what is the secret meaning of easy life with kk name logo tagline slogan
    what is the actual job of guru teacher
    how to identify real guru teacher for better learning in life for happy life and lifestyle
    how to truly really be successful in life
    bengali bangla powerful real true motivation motivational inspiration inspirational seminar seminars consciousness philosophy psychology mindset mindfulness thoughts thought process development learning podcast video in bengali bangla
    how to make life more better and aesthetic meaningful organised productive enjoyable fulfilling
    আসল গুরু শিক্ষক কে গুরুর শিক্ষকের আসল কাজ দায়িত্ব কি আধ্যাত্ম আধ্যাত্বিক আধ্যাত্মিকতা মুক্তি লাভ
    দীক্ষা মন্ত্র মানে কি নেওয়ার মন্ত্র জপ করার নিয়ম নিলে কি কেন নিতে হয়
    দীক্ষা মন্ত্র মন্ত্রর অর্থ মানে কি
    দীক্ষা মন্ত্র নিয়ে জীবন জীবনে লাভ হবে কি করে উন্নতি আনন্দ সুখ স্বাচ্ছন্দ আসবে কিভাবে উন্নত হবে কি ভাবে করার উপায়
    কিভাবে জীবনে সফল হওয়া পরিবর্তন উন্নতি সুন্দর করা যায়
    কিভাবে জীবনে প্রকৃত ভাবে সফল হওয়া যায়
    কিভাবে জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত নেবেন নিবেন the art of thinking
    জীবনে সফল হব সুখ ও শান্তি আসবে কিভাবে
    জীবন কিভাবে গঠন করা উচিত
    by easy life with Kk
    koushik mallick
    ➡️ If you have any problem, issue, doubt or questions in life (life, lifestyle or true spirituality related) send it us to 👇
    👉 Email 📧 koushik.elkk@gmail.com
    Or
    👉 WhatsApp 💬 +91 9091075066
    We'll make a detailed solution based video, based on Bhagwat Gita mostly. We'll hide your details (eg. name, address etc) if you wish so. This service is free of cost so far.
    ➡️ Easy Life with Kk ‪@koushik-elKk‬ - Let's learn to think better together. 😊
    #diksha #guru #life #lifestyle #true #real #spiritual #spirituality #learning #happiness #blissful #bangla #motivation #motivational #consciousness #thoughts #seminar #podcast #video

ความคิดเห็น • 67

  • @rickbg2282
    @rickbg2282 3 หลายเดือนก่อน +1

    Khub sundor alochona sir🌹🙏🌹

  • @user-bo5bc9tf3r
    @user-bo5bc9tf3r 3 หลายเดือนก่อน +2

    এই একটা মাত্র চ্যানেল এতোদিনে খুঁজে পেলাম, ,,,,যেখানে প্রকৃত মানুষ তৈরির কাজ শুরু হয়েছে।🙏🙏🙏🙏🙏 আন্তরিক প্রণাম নেবেন

    • @koushik-elKk
      @koushik-elKk  3 หลายเดือนก่อน

      ধন্যবাদ🙏

  • @user-hc3ld4bx9k
    @user-hc3ld4bx9k 3 หลายเดือนก่อน +1

    অসাধারণ

  • @rajesh.g915
    @rajesh.g915 8 หลายเดือนก่อน +11

    আপনার channel এর এত গভীর অর্থ আছে সেটা সত্যি স্বপ্নেও ভাবা সম্ভব নয়। আপনি অসাধারণ স্যার। আবার প্রমাণ করে দিলেন।🙏🙏🙏🙏❤️❤️🤎🤎❤️💯💯💯💯🙏🙏

    • @koushik-elKk
      @koushik-elKk  8 หลายเดือนก่อน

      ধন্যবাদ🙏

  • @user-pu1lk3or9c
    @user-pu1lk3or9c 7 หลายเดือนก่อน +4

    গুরুই গীতা, 🙏🙏 জয় গীতা জয় গীতা

  • @julieagonsalves4824
    @julieagonsalves4824 7 หลายเดือนก่อน +2

    আপনি সত্যান্বেষী আর সত্যকে উপলব্ধি করতে আর সত্যেই থাকতে বা চলতে মানুষকে সাহায্য করেন এমনটাই মনে হয়। 🙏

    • @koushik-elKk
      @koushik-elKk  7 หลายเดือนก่อน +2

      সত্য সবার উপরে। তার উপরে কিছুই নেই। ধন্যবাদ🙏

  • @saswatasundar6813
    @saswatasundar6813 7 หลายเดือนก่อน +2

    অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @user-jf8ht3bz6g
    @user-jf8ht3bz6g 3 หลายเดือนก่อน +1

    আমার ও এমনি ই হয়ে ছে।

  • @souvikghosh6897
    @souvikghosh6897 8 หลายเดือนก่อน +7

    অসাধারণ ৷আপনার বক্তব্যের অর্থ অর্থাৎ ধর্ম যে ব্যবসা তে পরিনত করে ফেলেছে কিছু নামধারী গুরু আমি অনেক পূর্বেই বুঝে নিয়েছিলাম ৷

    • @koushik-elKk
      @koushik-elKk  8 หลายเดือนก่อน

      ধন্যবাদ 🙏

  • @tapanmandal4561
    @tapanmandal4561 7 หลายเดือนก่อน +1

    So Much Thanks 🙏🙏🙏

  • @avijeetchakraborty3279
    @avijeetchakraborty3279 7 หลายเดือนก่อน +1

    Beautiful 🙏🏻

  • @SnigdhaDas-bu6kf
    @SnigdhaDas-bu6kf 5 หลายเดือนก่อน +1

    খুব ভালো লেগেছে দাদা!

    • @koushik-elKk
      @koushik-elKk  5 หลายเดือนก่อน

      ধন্যবাদ🙏

  • @atafunnesa8348
    @atafunnesa8348 7 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ🙏

  • @jabarkabitavlog959
    @jabarkabitavlog959 7 หลายเดือนก่อน +1

    আহা মন ভরে গেল,আজ প্রথম আপনার ভিডিও দেখছি।
    অসাধারণ আলোচনা খুব ভালো থাকবেন, 🙏🙏

    • @koushik-elKk
      @koushik-elKk  7 หลายเดือนก่อน +1

      ধন্যবাদ🙏

  • @basantisantra4895
    @basantisantra4895 7 หลายเดือนก่อน +1

    আমার বিশ্বাস গুরুর defination একদিন change হয়ে যাবে। যদিও প্রচলিত অর্থে গুরু বলতে যা বোঝায় আমার কাছে তা ছিল না। আমার কাছে গুরু মানে যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে এবং আমার সব প্রশ্নের উত্তর যার কাছে আছে সেই আমার গুরু। সে হতে পারে আমার থেকে ছোট , হতে পারে আমার থেকে বড় ,সে যে কেউ হতে পারে। বাবা,মা,ভাই বোন, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকা, স্বামী যে কেউ। তবে আজ আরও নতুন করে জানলাম যে গুরু মানে একটা বইও হতে পারে। সত্যিই তো একটা বই অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে এবং সমস্ত প্রশ্নের উত্তরও দিতে পারে। অসংখ্য ধন্যবাদ কৌশিক বাবু।

    • @koushik-elKk
      @koushik-elKk  7 หลายเดือนก่อน

      Welcome 🙏

  • @anuradhachatterjee4222
    @anuradhachatterjee4222 8 หลายเดือนก่อน +3

    ভালো লাগছে আপনার কথা গুলো শুনতে। ভালো থাকবেন। মাঝে মাঝেই বড্ড irritated হয়ে পড়ি। মানুষের স্বার্থপরতা দেখতে র ভালো লাগে না। এই ব্যাপারে কিছু বলবেন?

    • @koushik-elKk
      @koushik-elKk  8 หลายเดือนก่อน

      একটু স্পষ্ট বা ব্যাখ্যা করে বললে ভালো হতো কারণ মানুষের স্বার্থপরতার তো কোনো সীমা নেই। ব্যাক্তিগত সমস্যা যদি হয়, যদি openly বলতে সমস্যা থাকে, আমাকে WhatsApp এ জানতে পারেন। আমি সমাধান সমেত আলোচনা করবো।
      আর তাছাড়াও কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট থাকার জন্য প্রশ্নগুলো হারিয়ে যেতে পারে, প্রশ্নটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখলে সেখান থেকে হারানো সম্ভাবনা খুব কম। ধন্যবাদ🙏

  • @shamoldas4191
    @shamoldas4191 5 หลายเดือนก่อน +1

    আমি শ্যামল দাস বাংলাদেশ থেকে আপনাকে অসংখ্য শ্রদ্ধা ভক্তি জানাই আন্তরিক ধন্যবাদ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন আপনাকে আরো জ্ঞান দান করি । ঈশ্বর যেন আপনার দীর্ঘায়ু দান করে। আজকালকের গুরুদেব রা অধিকাংশ ভন্ড ।

  • @kausiksen4648
    @kausiksen4648 5 หลายเดือนก่อน +2

    আমি কৌশিক সেন নদীয়ার চাকদা থেকে বলছি আপনার অনুষ্ঠানগুলো খুবই লজিক্যালি তাই দেখতে খুব ইচ্ছে করে। জ্ঞানের পরিধি ও বৃদ্ধি পায় ধন্যবাদ।

  • @aparnamalakar8074
    @aparnamalakar8074 5 หลายเดือนก่อน +1

    অতি মূল‍্যবান তথ‍্য 🙏🙏🙏

    • @koushik-elKk
      @koushik-elKk  5 หลายเดือนก่อน

      ধন্যবাদ🙏

  • @shankarbanik8917
    @shankarbanik8917 8 หลายเดือนก่อน +1

    প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ,আমার কথাগুলো এত সুন্দর ভাবে উপস্তাপন করার জন্য,আসলে স্যার আমারা প্রতিটি মানুষই ভগবান বা ইউনিভাসের একটা অংশ, এবং আপনি বলেছিলেন,এক জন যোগির সবশেষে ঠিকানায় গিয়ে দেখে, সেখানে আর কেও নেই একমাএ সে নিজে,অতএব ভগবান বলতে সে নিজেই,স্যার এই ইউনিভাসের সব চেয়ে পাওয়ার ফুল সোল হল আমরা মানুষেরা,আমি চাইল god হতে পারি,এবং আমি আপনার মাঝে সেই god কে দেখেছি,আমি দেখেছি আপনার সত্য চিন্তা ভাবনা গুলোকে,আমি জানি সত্যের ভিতরে ভগবানের প্রকাষ, তো আমি মনে করি আপনাকে god বলা যেতেই পারে, অপরাধ হলে ক্ষমা করে দিবেন, আরো নতুন নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম প্রনাম❤❤❤

    • @koushik-elKk
      @koushik-elKk  8 หลายเดือนก่อน

      ক্ষমা করার কথা বলে আর লজ্জিত করবেন না। আমার প্রতি আপনার এই শ্রদ্ধা এবং ভালোবাসা আপনার উন্নত মনের পরিচয় যা সত্যিই আমার কাছে অমূল্য এবং আমি তার সম্মান করি। আমি সাধারণত আমার করা কোন কাজের credit নিতে চাই না তার কারণ এগুলো ভিতরে অহংকার সৃষ্টি করতে পারে। এটাই একমাত্র কারণ, আর কিছু নয়। ধন্যবাদ🙏

  • @julieagonsalves4824
    @julieagonsalves4824 7 หลายเดือนก่อน +1

    সব কিছুই শিক্ষা দেয় তাই বলে সবকিছুর সঙ্গ করা ভালো নয়।কিন্তু সৎ সঙ্গ করা ভালো। আপনার কথা যখন শুনি তখন সৎ সঙ্গই করছি এমনই ভাব আসে।🙏

  • @sumonroy1513
    @sumonroy1513 8 หลายเดือนก่อน +1

    দৈহিক কর্ম তো সামান্য,ভাবনা চিন্তা হচ্ছে আসল কর্ম! আপনার ভিডিও দেখে অনেক অজানা কে জানতে পেরেছি। চিন্তা ভাবনা যে কর্ম সেটাও জানলাম। এতোদিন জানতাম অক্লান্ত দৈহিক পরশ্রম করাকেই কর্ম বলে! যদি কখনও সময় হয় আপনাকে অনুরোধ করছি কর্ম সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা করবেন।
    প্রনাম 🙏

    • @koushik-elKk
      @koushik-elKk  8 หลายเดือนก่อน +1

      সমস্ত কিছুই কর্ম - সমস্ত কিছু। আপনি যে কমেন্ট করলেন এটাও একটা কর্ম। আমার এই রিপ্লাইটা যখন পড়বেন, সেটাও একটা কর্ম।
      কর্ম নিয়ে একটা ভিডিও আমার অলরেডি বানানো আছে - "জীবনে মুক্তির উদ্দেশে কর্ম"। দেখতে পারেন। পরবর্তীকালে আবার এই বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ🙏

  • @minatibanerjee8959
    @minatibanerjee8959 6 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @asimasamanta9932
    @asimasamanta9932 8 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻

  • @saktibratasengupta5062
    @saktibratasengupta5062 8 หลายเดือนก่อน +2

    নমস্কার দাদা, আপনার ভিডিওগুলো দেখা শুরু করেছি। যেখানে অন্য সবাই সোজা জিনিসকে কঠিন কঠিন শব্দ প্রয়োগ করে অনেক জটিল করে তোলে, মাথা গুলোয় সেখানে আপনি অনেক কঠিন জিনিস খুব সহজ ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন, এটাই আপনার বিশেষত্ব।
    কিন্তু এটার এক মজার দিক আছে। সহজ ভাবে বোঝার পরে সহজ সহজ কিছু প্রশ্ন জন্মায় যার উত্তর খুঁজে পাই না। আপনি একটা ভিডিওতে বলেছেন, এই সম্পূর্ণ জগৎটাকে বাইরে থেকে কেউ নিয়ন্ত্রণ করছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বাস্তবিকভাবে অবশ্যই আপনি ঠিক বলেছেন। কিন্তু প্রশ্ন, আমরা দেখতে পাই যে খুব ভালোভাবে নজরদারি করা সত্বেও একটা সিস্টেম ফাঁক ফোকরের গলদে পড়ে কিভাবে আন-ডিসিপ্লিনড হয়ে পড়ে, কিন্তু কারো তত্ত্বাবধায়ক ছাড়া এত বিশাল জগতের প্রতিটি বিন্দু এত ডিসিপ্লিন্ড রয়েছে কি করে? প্রকৃতিকে
    আপনি যতটুকু ক্ষতি করেছেন প্রকৃতি আপনাকে ঠিক নিক্তি মেপে ততটাই ক্ষতি করে দিচ্ছে, কিভাবে? ধূলিকণা, জল থেকে সাগর বা পাহাড় ক্ষুদ্রতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে সর্ববৃহৎ প্রাণীজগৎ, উদ্ভিদজগৎ সম্পূর্ণ একটা সিস্টেমে চলছে কিভাবে? কেন কোনভাবে একটু আন সিস্টেমেটিক হচ্ছে না। আর কেউ যদি এতটুকু আন সিস্টেমেটিক হওয়ার চেষ্টা করছে (বিশেষ করে মনুষ্যকূল) ঠিক ততটাই প্রতিদান দেওয়া হচ্ছে। দিচ্ছেটা কে?
    আপনার মতন আমিও বিশ্বাস করি যে পৃথিবীর ও প্রান্তে বসে কেউ "এটা হোক ওটা কর" বলে অঙ্গুলি নির্দেশ করছে না।
    তবে, একটি বিরাট শিশু এই বিশ্ব নিয়ে খেলাচ্ছলেই এই খেলা খেলছে? তাও আবার আনমনে? কে জানে।

    • @koushik-elKk
      @koushik-elKk  8 หลายเดือนก่อน +1

      যথার্থ উপলব্ধি। ধন্যবাদ🙏

  • @SoumyajitPramanik-zq2dl
    @SoumyajitPramanik-zq2dl 8 หลายเดือนก่อน +4

    আপনি প্লিস গীতা নিয়ে ভিডিও বানানো শুরু করুন

    • @koushik-elKk
      @koushik-elKk  8 หลายเดือนก่อน +4

      গীতা নিয়েইতো বানাচ্ছি। ভিডিওতে তাই তো বললাম। সংস্কৃতর ওই শ্লোকটা ইম্পরট্যান্ট নয়, তার অর্থটাই আসল। আর এটাই তো আমি প্রত্যেক ভিডিওতে প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করি যেটা বাজারের অন্যান্য তথাকথিত গীতা ক্লাসের থেকে অনেক উন্নত এবং প্র্যাকটিক্যাল। ধন্যবাদ🙏

  • @birumaji
    @birumaji 8 หลายเดือนก่อน +3

    স্যার আমি ভগবত গীতা বই পড়তে চাই কোন লেখকের বই কিনলে ভালো হয়

    • @koushik-elKk
      @koushik-elKk  8 หลายเดือนก่อน

      গীতার কোনো লেখক হয়না, অনুবাদক (translator) হয়। এমন অনেক আছে যারা গীতার ভুল অর্থ অনুবাদ করেছে। যেহেতু আমি কোনো প্রকাশক বা publication er সাথে জড়িত নয়, তাই এখানে কারোর নাম উল্লেখ করবোনা। আপনি আমাকে WhatsApp এ জিজ্ঞেস করতে পারেন এই বিষয়ে জানার জন্য। ধন্যবাদ🙏

  • @ashoknag3595
    @ashoknag3595 5 หลายเดือนก่อน

    নমস্কার কৌশিক বাবু আমার এই দেহের কোন জ্ঞান নাই তবে বাল্যকাল থেকেই আত্মার নাম শুনি তবে আজও বুঝতে পারলাম না আত্মা কি কেমন কারণ এই গ্রহে সকল জীবের প্রাণ থাকে যত সময় সেই সময়কালকে জীবন বলে জানি তাহলে আত্মা কোথায়
    বা পরত্মা কি একটু বুঝিয়ে বললে উপকৃত হবো শুভেচ্ছা রইল 🙏🏼

    • @koushik-elKk
      @koushik-elKk  5 หลายเดือนก่อน

      Recently কোনো একটা ভিডিও তে (3 - 4 ভিডিও আগে হবে হয়তো) already এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও গুলো দেখতে পারেন। ধন্যবাদ 🙏

  • @unknown-gx3ty
    @unknown-gx3ty 7 หลายเดือนก่อน

    গুরু যে সেই তো God

    • @koushik-elKk
      @koushik-elKk  7 หลายเดือนก่อน +1

      না। God এর প্রতিনিধি বা সেবক বা ভক্ত বলা যেতে পারে।

    • @unknown-gx3ty
      @unknown-gx3ty 7 หลายเดือนก่อน

      @@koushik-elKk আপনি তো গুরু, আমি যে ভক্ত। ভক্তের কাছে গুরু God

    • @koushik-elKk
      @koushik-elKk  7 หลายเดือนก่อน +1

      🙏

  • @user-qe4zq2iw5u
    @user-qe4zq2iw5u 6 หลายเดือนก่อน +1

    সত্যই আপনার কথাগুলো যুক্তি সঙ্গত । আপনাকে অনেক ধন্যবাদ ।
    বাংলাদেশ থেকে ।

  • @sumonbepari7225
    @sumonbepari7225 8 หลายเดือนก่อน +1

    স্যার আমার জানতে ইচ্ছা হয় আমাদের সৃষ্টির পেছনে কি কোন কারন আছে সুন্দর করে বুঝিয়ে ভিডিও দেন

    • @koushik-elKk
      @koushik-elKk  8 หลายเดือนก่อน

      Already video বানানো আছে এই সব বিষয় এ। Channel visit করলেই পাবেন।
      - Rebirth কি?
      - ঈশ্বর আল্লাহ ভগবান কে?
      - মুক্তির উদ্দেশে কর্ম
      - অহম ব্রহ্মাস্মি
      আমার এই সব ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবেন। ধন্যবাদ🙏

  • @GitaRoy-ou7vb
    @GitaRoy-ou7vb 6 หลายเดือนก่อน

    স্যার🙏 যারা যোগ সাধনা করেন না তারা নাকি মুক্তি লাভ করতে পারে না এটা একজন ক্রিয়া যোগি বলেছেন। এ বিষয়ে বুঝতে চাই🙏🙏🙏

    • @koushik-elKk
      @koushik-elKk  6 หลายเดือนก่อน

      Meditation সমন্ধে আমার চ্যানেলে already 2 টো ভিডিও বানানো আছে। অনুরোধ জানাচ্ছি ঐ গুলো দেখতে। ধন্যবাদ🙏

  • @Linkshohag
    @Linkshohag 6 หลายเดือนก่อน +1

    ❤🎉🌹💝🙏🪔🌅🎓

  • @bhabeshbaidya3362
    @bhabeshbaidya3362 7 หลายเดือนก่อน +2

    ভগবান শ্রীকৃষ্ণের ও তো গুরু ছিল ,তো আপনার জীবনেও বর্তমান যুগের ত্রকজন সদগুরুর দরকার , অবশ্যই আছে তাহলেই কিনা অপনি আরো উন্নত তর হয়ে উঠবেন ? জয়গুরু

    • @koushik-elKk
      @koushik-elKk  7 หลายเดือนก่อน +2

      একদম সঠিক। আর এই কথাটা তো আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি। ভগবত গীতা আমার এক এবং একমাত্র গুরু। ধন্যবাদ🙏

  • @sanjoykumar5984
    @sanjoykumar5984 8 หลายเดือนก่อน

    ভাষা আবিষ্কারের আগে এত কল্পনা ধারণা
    তথ্য
    কোথায় ছিল??

    • @koushik-elKk
      @koushik-elKk  8 หลายเดือนก่อน +1

      ঠিক তেমন ভাবেই যেমন ভাবে কোন এক ব্যক্তির জন্ম হওয়ার আগে থেকেই তার অস্তিত্ব থাকে। সেটা তার মায়ের গর্ভের ভিতরে হতে পারে বা পিতার শুক্রাণুর মধ্যেও হতে পারে। ভাষা তো মনের ভাব প্রকার করার একটা মাধ্যম মাত্র। It's just a tool, nothing else more than that. ধন্যবাদ🙏