পূর্বজন্ম এবং এই জন্মের কর্ম ও কর্মফল কিভাবে কাজ করে এবং কতটা সত্য ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 194

  • @SambhunathRuidas-tv3bb
    @SambhunathRuidas-tv3bb 2 หลายเดือนก่อน +41

    কৌশিক বাবু এত গভীর এত তাত্তিক বিষয়কে অতি সহজ সরল ভাষা দিয়ে যে বোঝানো যায় এতেই আমি অবাক পুরো ভিডিওটা দুবার শুনলাম তারপর মাথায় ঢুকলো দৃষ্টিভঙ্গি শুধু আলাদা হতে হবে আপনার আলোচনা থাকে অনেক কিছু শিখলাম আপনি আমার নমস্কার নেবেন

  • @arpita9856
    @arpita9856 2 หลายเดือนก่อน +12

    সত্যিই গায়ে কাঁটা দেয়ার মত সত্য। থ্যাঙ্ক ইউ স্যার চোখ থেকে পটি খুলে দেওয়ার জন্য।
    💯💯🙏🙏🙏🔥🔥❤️

    • @bikash2294
      @bikash2294 2 หลายเดือนก่อน +3

      যথার্থ বলেছেন আপনি।

  • @julieagonsalves4824
    @julieagonsalves4824 2 หลายเดือนก่อน +3

    আপনার কথাগুলো শুোনার সময় নিজেকে নিজের মনের আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পাই। আগে এরকম চাইতাম। এই সুযোগ আপনি করে দিলেন আপনাকে ধন্যবাদ! 🙏

  • @mandirajana5829
    @mandirajana5829 หลายเดือนก่อน +8

    ধন্যবাদ কৌশিক দা । আপনি যে ভাবে বোঝান , তাতে আমার মনে হয় , সাধারণ মানুষ ও খুব ভালো করে বুঝতে পারে ।

  • @Dipak7105y6
    @Dipak7105y6 2 หลายเดือนก่อน +14

    অনেক - অনেক -অনেক -অনেক গভীর আলোচনা। প্রণাম স্যার 🙏🙏🙏🙏

  • @somaroy8697
    @somaroy8697 14 วันที่ผ่านมา +1

    Rebirth niye asadharon bollen ..thank you so much sir ❤

  • @mousumidas2155
    @mousumidas2155 2 หลายเดือนก่อน +8

    Bastab Jibone Gita -- r adhyay gulo r moton eteo bastob udahorn shorup apni sundor bhabe amar doubt clear korechen r consultation ti upload korar uojokto mone korai alada kore Dhonnobad 🙏🏻

    • @koushik-elKk
      @koushik-elKk  2 หลายเดือนก่อน +2

      ধন্যবাদ🙏

  • @ramkanai2826
    @ramkanai2826 หลายเดือนก่อน

    সুতরাং আমাদের উচিৎ শুধু মানুষ নয়, সকল প্রাণী, গাছপালা ও পঞ্চভূতের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন প্রকাশ করা একান্ত কর্তব্য। ধন্যবাদ দাদা । আপনাকে সশ্রদ্ধ্য প্রনাম।

  • @DipuSikder-g1v
    @DipuSikder-g1v 2 หลายเดือนก่อน +7

    কথার ভিতরে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন ভালো লেগেছে দাদা

  • @Nagarikasaha
    @Nagarikasaha 2 หลายเดือนก่อน +7

    অনেক ধন্যবাদ আপনার থেকে অনেক কিছু শিখতে পেরেছি বা পারছি আগামী দিনেও আরও অনেক শিখতে জানতে পারবো,ভালো থাকবেন নমস্কার 🙏

  • @dipabiswas2070
    @dipabiswas2070 หลายเดือนก่อน +1

    আপনার ভিডিও দেখে অনেক কিছু জানতে পেরেছি আরো জানবো, অনেক ধন্যবাদ, ভালো থাকুন সুস্থ থাকুন🙏

  • @firozlaskar1576
    @firozlaskar1576 2 หลายเดือนก่อน +3

    ধন্যবাদ, সুন্দর বিশ্লেষণ, সৃষ্টি কর্তা আপনার মঙ্গল করুন।

  • @ashokghosh1203
    @ashokghosh1203 หลายเดือนก่อน

    খুব সুন্দর আলোচনার বিষয়টি।
    যুক্তিপূর্ণ। ভাবার মতো।
    আমার ভাবনার সাথেও অনেকটাই মিলে যাচ্ছে।
    আপনাকে ধন্যবাদ।
    ভালো থাকবেন ❤।

  • @storyismylife568
    @storyismylife568 หลายเดือนก่อน

    অসংখ্য অসংখ্য ধন‍্যবাদ দাদাভাই আপনার ভিডিও খুব ভালো লাগে 100%যুক্তিযুক্ত কথা সত‍্যি অসাধারণ আপনার বোঝানো। তবে একটা বিষয়ে ভিডিও দিলে খুব ভালো হয় তন্ত্র মন্ত্র কালাযাদু কতটা সত‍্যি এবং এগুলো জীবনে কতটা প্রভাব পড়ে কিভাবে পড়ে

  • @asimasamanta9932
    @asimasamanta9932 2 หลายเดือนก่อน +9

    🙏🏻🙏🏻 দাদা।নিজের জীবনের যাত্রা যেভাবে ঘটছে তার জন্য আগের জন্মের কর্মফলের কন্সেপ্টটিই আমাকে ভাবাতো,যা চলে আমাদের সমাজে। কিন্তু আপনার এই ভিডিও আমার ভেতরের সেই অন্ধকার দূর করেছে।আমরা মানুষ হিসেবে জন্মেছি বিশেষ কিছু দায়িত্ব নিয়ে,এখানে স্বার্থপরের মতো শুধু নিজের ভালোর জন্য ভাবলে বা কাজ করলে হবে না,যে যেই জায়গায়,যেই পরিবেষে জন্মেছি সেই সামর্থ্ব অনুযায়ী সমাজ ও দেশ ও দশের ভালোর কথা ভাবতে হবে এবং সেই অনুযায়ী সময়ে কাজ করতে হবে।আমার ঊপলব্ধি কি ঠীক? ভালো থাকবেন আপণি🙏🏻

    • @koushik-elKk
      @koushik-elKk  2 หลายเดือนก่อน +3

      উত্তম উপলব্ধি 🙏

    • @asimasamanta9932
      @asimasamanta9932 2 หลายเดือนก่อน +2

      @@koushik-elKk ধন্যবাদ 🙏🏻

  • @SumanDas-wf4ui
    @SumanDas-wf4ui 2 หลายเดือนก่อน +3

    Kaushik babu your talking is authentic and logical

  • @swapnilchakraborty4820
    @swapnilchakraborty4820 22 วันที่ผ่านมา

    Khub valo laglo...onek kichu bujhlan ebar thank u vry much

  • @amarendrasarkar1708
    @amarendrasarkar1708 2 หลายเดือนก่อน +2

    আপনার এই প্রচেষ্টার সাধুবাদ জানাই।এরকম প্রচার আরো আরো বহুল ভাবে প্রচার হউক এই সুকর্মে আপনার মতি হোক আবারো আপনাকে ধন্যবাদ জানাই।

  • @soumichatterjee2540
    @soumichatterjee2540 หลายเดือนก่อน

    স্যার আপনার আলোচনা গুলো শুনে আমার খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @somenathbiswas5067
    @somenathbiswas5067 หลายเดือนก่อน

    Vedio Ta Khob Valo Laglo.❤❤❤❤❤

  • @mousumidas8301
    @mousumidas8301 หลายเดือนก่อน

    অনেক ধন্যবাদ স্যার। এই ভাবে ভাবিনি কোনদিন

  • @SarmisthaDas-j9r
    @SarmisthaDas-j9r 2 หลายเดือนก่อน +5

    অসাধারন ছিল কথা গুলো। অনেকমূল্য বান ভিডিও সেরার সেরা। 🙏স্যার।

  • @sabitadas8389
    @sabitadas8389 หลายเดือนก่อน

    Khoub sundor laglo. Thanks ❤️

  • @arunsirslectures7014
    @arunsirslectures7014 2 หลายเดือนก่อน +5

    Extra ordinary. Bhalo alochona.

  • @dipankarhalder3231
    @dipankarhalder3231 หลายเดือนก่อน +1

    Prokito Satya Kotha bolechen ashadharan knowledge

  • @SankariAdhikari-pi9cw
    @SankariAdhikari-pi9cw หลายเดือนก่อน +2

    অসাধারণ ছিল কথা গুলো 🙏 স্যার 👌

  • @Amit_S742
    @Amit_S742 หลายเดือนก่อน +1

    অনেক কিছু শিখতে পারছি দাদা। অনেক তাৎপর্যপূর্ণ কথা।

  • @RinaPal-j3e
    @RinaPal-j3e หลายเดือนก่อน

    Khubi mulyaban kotha bolechen sir.Thank you sir eto sundar bhabe bojhanor jannya.

  • @sonabhattacharjee258
    @sonabhattacharjee258 หลายเดือนก่อน +1

    Darun lagche dada ...A jibone ja korbo se ta porer jibone fol vog korbo ..tobe kharap lok valo thake ..koli to ...ar valo manush kosto pachhe ...

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน +2

      ভালো মানুষ আর ভীতু মানুষ এর (যারা অন্যায় প্রতিবাদ না করে অন্যায়কে সহ্য করে) মধ্যে পার্থক্য আছে, দুটো এক নয়।

  • @RadhaRani-h9l
    @RadhaRani-h9l หลายเดือนก่อน +1

    Apnake selut, ato sundor akt knowledge dewar jonne, Very very nice.

  • @KoeliPal-o9k
    @KoeliPal-o9k หลายเดือนก่อน

    Khub satya kotha I am experienced. Eke prarobdho bole.vedanta peace debe

  • @NinaDutta-b2d
    @NinaDutta-b2d หลายเดือนก่อน

    Lord Krishna o 🙏 bolechen, je KARMA FOL ,plays an important part in our lives.

  • @nilimasen1991
    @nilimasen1991 หลายเดือนก่อน +1

    ami prothom apnar vdo dekhlam
    ki apurbo ❤😊

  • @dipankarmondal8595
    @dipankarmondal8595 2 หลายเดือนก่อน +5

    Sir নমস্কার ‌। আপনাকে আমি গুরুদেব হিসেবে মানি। ভালো কর্ম খারাপ কর্মের ডেফিনেশন দিন। সহজভাবে বলুন কোন কর্ম ভালো আর কোন কর্ম খারাপ। পাপ ও পূণ্যের আইডিয়াটা কি?

    • @koushik-elKk
      @koushik-elKk  2 หลายเดือนก่อน +4

      এটা আমার বেশ কিছু ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, এমনকি এই ভিডিওতেও আলোচনা করা হয়েছে। যে কাজ মানুষের ব্যক্তিগত স্বার্থের উপরে গিয়ে সমগ্র সমাজের মঙ্গল ডেকে নিয়ে আসে একমাত্র সেটাই ভালো কর্ম বা পূণ্য কর্ম, বাকিগুলো নয়।
      আপনার নামের পাশে স্টার মার্ক (⭐) দেখে বোঝাই যাচ্ছে আপনি "বাস্তব জীবনে গীতা" এর সদস্য। ওই ভিডিও গুলো (বাস্তব জীবনে গীতা) দেখুন, আরো ভালো বুঝতে পারবেন।
      ধন্যবাদ🙏

    • @dipankarmondal8595
      @dipankarmondal8595 2 หลายเดือนก่อน +1

      স্যার নমস্কার।
      আপনার উত্তর শুনে আমার খুবই ভালো লাগলো। আপনি যেভাবে পাপ ও পুণ্যের সংজ্ঞা দিয়েছেন সেটিতে আমিও একমত।
      আপনার এই ভিডিওটা আমি অনেকবার দেখলাম প্রায় দশ থেকে চোদ্দবার । আপনি ভিডিওতে বলছেন যারা অপরাধ করছে তারা পশুর সমান। বারে বারে তাদের চেতনা নাশ হয়েছে। তারা আর মানুষ নই এইটাই তাদের শাস্তি। এই ব্যাপারটা আমি কিছুটা বুঝতে পেরেছি তবে সবটা ক্লিয়ার নয়। আমার প্রশ্ন হচ্ছে একটা চেতনাহীন পশুর সমান মানুষ যখন বারবার খারাপ কাজ বা কোন সামাজিক অপরাধ করছে তখন (সে যদি ভারতীয় সংবিধান অনুযায়ী কোন শাস্তি না পায়) তাহলে সমাজে তার এবং তাকে দেখে আরো অনেকের অপরাধ করার মানসিকতা বেড়ে যাবে না ?
      আমার দ্বিতীয় প্রশ্ন আমার মনে হয় যারা সামাজিক অপরাধ বা সামাজিক খারাপ কাজ করে তারা কেউ পুরান বা শ্রীমৎ ভাগবত গীতা অধ্যয়ন করেন না। শ্রীমৎ ভগবত গীতা ঠিকঠাক বুঝে কেউ যদি অনুভব করত তাহলে অপরাধ হতো না। আপনি ভিডিওতে একটা রিক্সাওয়ালার গল্প বলেছেন। বলেছেন একজন রিক্সাওয়ালা বা কোন তথাকথিত অল্প শিক্ষিত মানুষ সে এসব ধর্মের গুঢ়হতত্ত্ব বুঝবে না ।তার জন্য কিছু পাপ পুণ্য ভয়ের গল্প যেটাকে আপনি বললেন পুরানের গল্প ,পূর্বজন্ম পরজন্ম বাদ ইত্যাদি। কিন্তু আমার মনে হয় এসব গল্প এখন আর কেউ শোনে না সবাই বুঝে গেছে ওসব শুধুমাত্র গল্প এবং ভয়ের গল্প। স্যার আমার প্রশ্ন হচ্ছে নতুন কি উপায় আছে ,আবার মানুষের মনে ভয় সৃষ্টি করার যাতে করে কোন মানুষ অপরাধ বা পাপ করার আগে দুবার ভাববে?
      আমার তৃতীয় প্রশ্ন একদল মানুষ যাদের মধ্যে চেতনা আছে কিন্তু নেগেটিভ চেতনা। তারা মনে করে ঈশ্বর তাদেরকে মানুষ মারতে পাঠিয়েছে। তারা মনে করে সেসব মানুষকে মেরে ফেলাই ভালো যারা তাদের ওই ঈশ্বরকে বিশ্বাস করে না। এবং তারা এটাও মনে করে এই কাজটি করলে মানে মানুষ খুন করলে,( যারা তাদের ওই ঈশ্বরকে বিশ্বাস করে না), আমি ঈশ্বরের সান্নিধ্য পাব। এবং স্বর্গে বা অন্য কোথাও একটা যেখানে ওদের ঈশ্বর নিয়ে যাবে সেখানে গিয়ে সুখে শান্তিতে বাস করব। আমার প্রশ্ন হচ্ছে এসব মানুষকে কি করে বোঝাবো যে অপরাধ তো অপরাধই?
      ধন্যবাদ উত্তরের আশায় রইলাম। প্রণাম নেবেন।

    • @koushik-elKk
      @koushik-elKk  2 หลายเดือนก่อน +3

      আপনার তিনটে প্রশ্নের একটাই উত্তর - "কঠোর শারীরিক শাস্তি"। আর অপরাধ যদি ঘৃণ্যতম হয় তাহলে অবশ্যই "দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড"। এর জন্য প্রশাসনকে আরো বেশি কঠোর এবং নিরপেক্ষ হতে হবে। আর কঠোর এবং নিরপেক্ষ প্রশাসনকে বেছে নেওয়ার জন্য আমাদের কারো বেশি জাগ্রত হতে হবে। ভোট দেওয়ার সময় ব্যক্তিগত স্বার্থ না দেখে রাষ্ট্রের স্বার্থ আগে দেখতে হবে। যারা মুখের কথা বোঝেনা তাদের জন্য অস্ত্র প্রয়োগ ছাড়া অন্য কোন উপায় থাকেনা। মহাভারত থেকে এই শিক্ষায় পাওয়া যায়।

    • @DipaDey-y7n
      @DipaDey-y7n 2 หลายเดือนก่อน

      আমার বাপের বাড়ির দুই বোনও আমার শ্বশুর বাড়ির ভাসুর আমাকে ঠকিয়েছে আমি ও আমার স্বামী খুব সাদাসিধে মানুষ ।এটাই কি আমাদের পাপ সরল হওয়াটা।

    • @koushik-elKk
      @koushik-elKk  2 หลายเดือนก่อน +1

      মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটা ভাব সম্প্রসারণ খুবই আসতো আগে; এখনো আছে বোধহয় 👇
      "অন্যায় যে করে আর অন্যায় যে সহে,
      তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে"
      আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ 🙏

  • @user-hc3ld4bx9k
    @user-hc3ld4bx9k 2 หลายเดือนก่อน +3

    Khub bhalo laglo video ta

  • @tuhinasen8623
    @tuhinasen8623 หลายเดือนก่อน +1

    কৌশিক বাবু ,,,আপনার সব পডকাস্ট প্রায় শুনে থাকি ,খুব সুন্দর ও মনোগ্রাহী বিশ্লেষণ থাকে সবকিছুতেই ,আপনার বার্তার সঙ্গে সম্পূর্ণ সহমত ও পোষণ করি ।তবে আজ কুকুর কুকুর করে বারবার বলছিলেন ,তাতে আহত হলাম ,কুকুর এর মত সৎ ও প্রভুভক্ত প্রাণী দ্বিতীয়টি আর নেই ,আর পশুপতি নাথের প্রিয় কুকুর । সুতরাং কুকুর বড়ো আদরের পোষ্য হয় মানুষের ,বড় মায়ার,তাদের কে ওই নোংরা মানুষগুলোর সাথে তুলনা টানবেন না ।

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน +2

      প্রত্যেক বক্তব্যের দুটো অর্থ থাকে - একটা অভ্যন্তরীণ বা অন্তর্নিহিত এবং একটা বাহ্যিক বা আক্ষরিক। প্রশ্ন এটাই যে আপনি কোন অর্থটা ধরছেন। আর বাকি রইল পশু প্রেম বা পশুদের প্রতি সহানুভূতি, আশা করি আপনি জানেন কারণ আপনি লিখেছেন যে আপনি আমার প্রায় প্রত্যেক ভিডিও দেখেন। আমি শুধু নিজে নিরামিষাসী নই আমি মানুষকেও আমার ভিডিওর মাধ্যমে নিরামিষাসী হতে উদ্বুদ্ধ করি। আর আমি তথাকথিত সামাজিক বা ধার্মিক নিরামিষাসী নয় যারা পেঁয়াজ রসুনও খাননা, আমি শুধুমাত্র পশু হত্যার বিরোধী। আশা করি এর থেকে বড় পশু প্রেম বা পশুদের প্রতি সহানুভূতি সম্ভব নয়।
      এই ভিডিওতেও ওই ভদ্রমহিলা বলেছেন যে উনি আমার কথা শুনে নিরামিষাসী হয়েছেন, হয়তো আপনি ওই জায়গাটা স্কিপ করে গেছেন।

  • @chinmaydas783
    @chinmaydas783 หลายเดือนก่อน +1

    Excellent 👌

  • @barnalibagchi-sv5ww
    @barnalibagchi-sv5ww 2 หลายเดือนก่อน +1

    Khub sundor vabe Bojan sir dhannobad

  • @TapasiHaldar-d4s
    @TapasiHaldar-d4s หลายเดือนก่อน

    Khub sundor sir

  • @maladas7662
    @maladas7662 หลายเดือนก่อน

    খুব বেশি সুন্দর করে ঝুছতে পারলাম স্যার।

  • @bulusamaddar9400
    @bulusamaddar9400 หลายเดือนก่อน

    Aaj ist time dekhe bhalo laglo

  • @urmisarkar7329
    @urmisarkar7329 หลายเดือนก่อน +1

    Khub valo laglo

  • @gobindamaity9940
    @gobindamaity9940 หลายเดือนก่อน

    Thank you sir

  • @AdityaGanguli-z5u
    @AdityaGanguli-z5u หลายเดือนก่อน +2

    Thank you and pranam concept ke jagano Mane ki and upai ki

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน +2

      Concept bolte ekhane chetona ba consciousness er kotha bole hoeache ja ekta lifelong process. Ei channel e old video gulo dekhte paren ba "Bastob Jibone Gita" join korte paren aro valo vabe janar jonno.

  • @mdpedualdegree9936
    @mdpedualdegree9936 2 หลายเดือนก่อน +1

    Darun laglo👌👌

  • @manabisarker7756
    @manabisarker7756 หลายเดือนก่อน +1

    Bha darun

  • @vivekacharya3533
    @vivekacharya3533 หลายเดือนก่อน

    সব কিছু তো ঈশ্বরের ইচ্ছায় হয় উনার ইচ্ছা ছাড়া একটাও গাছের পাতাও নারে না, সাশ্র়ে লেখা আছে।তাহলে সবাইকে দিয়ে ভালো কাজ করান না কেন! তাহলেতো কোনো সমস্যা হয় না। তা উনি কেনো করেন না। কাউকে দিয়ে ভালো কাজ করান, আবার কাউকে দিয়ে খারাপ কাজ করিয়ে সাজা দেন! এবার মানুষ কোন দিকে যাবে!অপরাধ নেবেন না।বুঝিয়ে দিল ভালো লাগে।🙏

  • @KaustuvTikader
    @KaustuvTikader หลายเดือนก่อน

    আমি বিশ্বাস করি কর্মের ফল মৃত্যুর আগেই ভোগ করতে হবে,প্রমাণ চোখের সামনেই দেখতে পারছি।

  • @madhabidab8044
    @madhabidab8044 2 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ🙏💕🙏💕

  • @suryatapakar8808
    @suryatapakar8808 หลายเดือนก่อน

    Dada apni khub bhalo.

  • @priyanathgogoi2637
    @priyanathgogoi2637 หลายเดือนก่อน

    Thank. You.

  • @BabluNag-zu2jv
    @BabluNag-zu2jv หลายเดือนก่อน

    Right.jajement.sir

  • @pankaj2129
    @pankaj2129 หลายเดือนก่อน

    Astrology te ba Numerology te je sob bola ache segulo ki bhul? Past life er songe Ketu joriye ache bole mana hoi. Aigulo kotota shothik?

  • @hiyarimosworld5318
    @hiyarimosworld5318 2 หลายเดือนก่อน +2

    অভিভূত হলাম।

  • @taruntarunpaul689
    @taruntarunpaul689 2 หลายเดือนก่อน +4

    প্রণাম দাদা

  • @letsmakeiteasy4334
    @letsmakeiteasy4334 หลายเดือนก่อน +1

    Very practically depicted!! ...but just a small query...jodi keu punishment peyeo na bujhte pare tahole sei punishment poyar ki mane hoy?? It will nt b a punishment 4 the same person...ami erokom dekhechi ...je literally the person is getting an ans from God may b becoz of his deeds but he can't understand that he is getting a reciprocation of his deeds ...and he is still happy as ever ...tahole seta ki tar jonno sotti punishment holo?? Really felt charged after watching the video...that truth rules still nw 👍

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน +1

      Matal mod kheye drain e mukh thubre pore thake ebong se bujhteo parena, that doesn't mean he/she is not getting punishment. According to me, nothing can be more dangerous than this kind of punishment. It's like someone is busy at shopping by selling his/her blood and organs. Think deeply while watching the video, you'll realise everything. Thank you 🙏

  • @TanushreeMitraSinha
    @TanushreeMitraSinha 2 หลายเดือนก่อน +1

    Darun sir 🙏

  • @AsimMondal-z7o
    @AsimMondal-z7o 2 หลายเดือนก่อน +5

    Sir ভুত প্রেত দেব দেবী রা কি সত্যি আছে , আর কোথায় আছেন

    • @Dipak7105y6
      @Dipak7105y6 2 หลายเดือนก่อน +5

      এই ভিডিওটা এবং কৌশিক স্যার এর কিছু ভিডিও দেখুন, স্পষ্ট বুঝে যাবেন।

  • @Healthlila
    @Healthlila หลายเดือนก่อน +1

    যারা রাস্ট্রনায়ক তারা কি পুনর্জন্মোও সেই বংস ধারাক্রম অনুসারে ধনী হয়েই তাদের বংসক্রমে বা তাদের বংসের মধ্যেই পুনঃজন্ম নিবে?
    দেখুন, লাউ গাছে লাউ ধরে, কুমরো গাছে কুমড়োই ধরে।
    তেমনি পুনজন্ম কি নিজেদের বংসের মধ্যেই হয়?

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน +1

      আমার অনুমান এটাই যে আপনি ভিডিওটা পুরোটা দেখেননি। আবার দেখুন আর সঙ্গে এই চ্যানেলে অন্যান্য ভিডিও গুলোও দেখুন। আর শুধু দেখলেই চলবে না, বিষয়বস্তু গুলো উপলব্ধি করার চেষ্টা করুন। কালো মেঘগুলো অনেক পরিষ্কার হয়ে যাবে।

  • @SRD8259
    @SRD8259 2 หลายเดือนก่อน +1

    The Bhagabat Gita🙏

  • @kaberimukherjee7936
    @kaberimukherjee7936 หลายเดือนก่อน

    Akta kotha akhon valo bujha jay jee jara kharap ar annyay kore tader. Kono sasti hoy na

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน +1

      কারণ বাকিরা তো ভয়ে ঘরে ঢুকে যাই। তারপর ঘরের মধ্যে ঢুকে সমালোচনা করে। এতে কি ওদের শাস্তি হবে...? বাইরে বেরোতে হবে, আওয়াজ তুলতে হবে, শক্তি প্রদর্শন করতে হবে - তবেই হবে ওদের শাস্তি। বজরংবলীর থেকে আমরা কি শিখলাম তাহলে..? আর যদি কিছু নাই শিখলাম তাহলে কিরকম আধ্যাত্মিকতা শিখছি আমরা...?

  • @ganeshdas7340
    @ganeshdas7340 2 หลายเดือนก่อน +1

    অনেক কিছু জানতে পারলাম

  • @sharmilasengupta5858
    @sharmilasengupta5858 หลายเดือนก่อน

    অপূর্ব। অপূর্ব

  • @rumadas3339
    @rumadas3339 หลายเดือนก่อน

    বাচ্চাদের মৃত্যুর জন্য দায়ী তার মা বাবার কর্ম ফল ...... 🙏 পরজন্ম আছে আমি বিশ্বাস করি ।

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน +1

      "আমি", "আমার বিশ্বাস" - এগুলোই মানুষের সব থেকে বড় বিড়ম্বনা যা মানুষকে সঠিক আধ্যাত্মিকতা থেকে দূরে নিয়ে যায়। যদিও এই ভিডিওতে বা এই চ্যানেলে কোন ভিডিওতেই সমষ্টিগত পুনর্জন্মের অস্তিত্বকে একেবারেই অস্বীকার করা হয়নি। তবে যদি প্রশ্ন ওঠে ব্যষ্টিগত বা ব্যক্তিগত পুনর্জন্ম, তাহলে উত্তর ওগুলোই - "আমি", "আমার বিশ্বাস" ইত্যাদি অহম বৃত্তি সংক্রান্ত বাক্য বা শব্দ।

  • @SukumarDas-gg6jp
    @SukumarDas-gg6jp หลายเดือนก่อน +1

    Sukumardaskeshiryposhimmanipour❤

  • @debapriyadas8899
    @debapriyadas8899 2 หลายเดือนก่อน +4

    পাপ ও পুণ্যের আসল অস্তিত্ব মানুষের মনে। কর্ম ও তার ফল সেই অনুসারে প্রকাশ পায়।

  • @dorothygomes6019
    @dorothygomes6019 หลายเดือนก่อน

    Amra je kokor bhitor theke sheta Amar nijerai bojhty parina etai Holo baro katha. ...

  • @Tanmoy-or2kt
    @Tanmoy-or2kt หลายเดือนก่อน +1

    Dada religious ocd video akta banan na

  • @santanughosh6460
    @santanughosh6460 2 หลายเดือนก่อน +9

    ভুল দাদা মানতে পারলাম না । খারাপ কাজের খারাপ ফল যদি দৃষ্টি গোচর না হয় , তাহলে সে খারাপ কাজ করতে থাকবে । ইতিহাস কি দিক দেখাবে, যত ভালো লোক আছে তাদের জীবন খারাপ কেন ? আপনার উদাহরণের সঙ্গে এটা মিলছে না , যত ভালো লোক আছে তারা মানুষিক শারীরিক যাতনা ভোগ করতে হয় কেন ।

    • @koushik-elKk
      @koushik-elKk  2 หลายเดือนก่อน +2

      ভিডিওটা আবার দেখুন, আপনি এখনো ইন্দ্রিয় - এর লেভেলেই পড়ে আছেন। আমি আমাদের পঞ্চনন্দ্রিয় থেকে অনেক উপরে গিয়ে আলোচনা করেছি। সঙ্গে এটাও আলোচনা করা হয়েছে যে যারা পঞ্চনন্দ্রিয় এর উপরে উঠতে পারছে না, তাদের জন্য পানিশমেন্ট অবশ্যই প্রয়োজন।

  • @sohinimarick7661
    @sohinimarick7661 หลายเดือนก่อน

    Sir tahole ki purbo jonmer kormo fol bole kichu hoina?

  • @banubasuthakur1822
    @banubasuthakur1822 หลายเดือนก่อน

    Sir , if there is no past life , why is past life regression done ?

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน

      Lots of fake & false spiritual practices are there in the society & this is one of them.

  • @tapasibanerjee8812
    @tapasibanerjee8812 หลายเดือนก่อน +1

    Kaushik Babu ma debaki Sri krishna ma ke jiggas kara chelo tumi bhagaban tahala keno ami 14years jela thilam tumi amaka Bina karana 14years bana basa pathia chila thar fal apni aktu Gita ta anusaran karun Hara krishna

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน +2

      "aktu Gita ta anusaran" করে নয়, পুরোটা অনুসরণ করে বলছি - আপনি এখানে যে তথ্যটা দিয়েছেন সেটা গীতার তথ্য নয়, এটা ভগবত পুরাণের তথ্য।
      এটা তো গেল তথ্যের উৎপত্তির কথা। এবার বলি তথ্যটা নিয়ে। দেখুন এখানে ভিডিওতে আমি যা আলোচনা করেছি পুঙ্খানুপুঙ্খভাবে মিলে গেছে। অর্থাৎ মা ফিরে এসেছে কিন্তু ঐ মা আর ফিরে আসেনি। আর যদি কর্মফল নিয়ে কথা বলতে যায় তাহলে এটা অন্যায়ের প্রতিবাদ না করে অন্যায়ের (কংস) কাছে মাথা নত করার কর্মফল। তথ্যের আক্ষরিক অর্থ নয়, আভ্যন্তরীণ অর্থ উপলব্ধি করাই আসল আধ্যাত্মিকতা। ধন্যবাদ 🙏

  • @bibhasdas9466
    @bibhasdas9466 2 หลายเดือนก่อน

    যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ
    তবুও যে না ছাড়ে পাচ্ছ আমি করি তাকে দাসের দাস
    এ কথার তাৎপর্যটা বলবেন দয়া করে স্যার
    তাহলে সমস্যাটা আশীর্বাদ নাকী অভিশাপ?

    • @koushik-elKk
      @koushik-elKk  2 หลายเดือนก่อน +3

      ক্ষমাপ্রার্থী কারণ আমি কোন সাহিত্যের শিক্ষক নই। ভুল জায়গায় এই প্রশ্ন করছেন আপনি।

  • @ArunChaudhuri-m1u
    @ArunChaudhuri-m1u หลายเดือนก่อน

    THANKS OK

  • @sohinimarick7661
    @sohinimarick7661 หลายเดือนก่อน

    Jara choto theke kosto pai tara oi choto boyose ki kormo kore sir bolun to

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน +1

      এই ভিডিওটা আবার দেখুন সঙ্গে এই চ্যানেলের অন্যান্য বেশ কিছু ভিডিও। আপনি নিজে উত্তর পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে কিভাবে চিন্তাভাবনা করতে হয়। ধন্যবাদ 🙏

  • @kapildevgain3549
    @kapildevgain3549 หลายเดือนก่อน

    আপনি বললেন আমার আপনার পূর্বজন্ম বলে কিছু নাই।
    কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন - অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে। তোমার সেটা মনে নাই কিন্তু আমার মনে আছে।'
    এ বিষয়ে আপনার বক্তব্য কি?

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน

      এটা বুঝার আগে এটা আগে বুঝতে হবে যে কৃষ্ণ কে আর অর্জুন কে? কি তাদের সত্যা বা কি তাদের তত্ত্ব...! তা না হলে এই বাক্যের বা বক্তব্যের আক্ষরিক অর্থ ছাড়া অন্য কিছু বোধগম্য হবে না। "বাস্তব জীবনে গীতা" এর যদি আপনার মেম্বারশিপ আছে তাহলে তো ওই ভিডিওগুলো দেখে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর তা না হলে "অহম ব্রহ্মাস্মি" - এরকম শিরোনাম দিয়ে এই চ্যানেলে একটা ভিডিও আছে, ওটা দেখেও আপাতত কিছুটা বুঝতে পারবেন। ধন্যবাদ 🙏

  • @goruhorse2408
    @goruhorse2408 2 หลายเดือนก่อน

    Sociology. Amr problem Amr mobile a sound kom sunte problem hoe.

  • @farhanshourov9940
    @farhanshourov9940 หลายเดือนก่อน

    Purbo jonmer paper jonno onk shishu bikolango hoe jonmay .eta ki believe kren

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน +1

      অনেক দূর যেতে হবে আপনাকে, রাস্তা এখন অননননননেকটা বাকি এবং আমি নিশ্চিত যে আপনি সফল হবেন। শুধু মাথা থেকে এই সমস্ত ভুলভাল চিন্তাভাবনা এবং অন্ধবিশ্বাস গুলো বের করতে হবে। এই চ্যানেলে ভিডিও গুলো দেখতে থাকলে আশা করি সেটাও সম্ভব। শুভকামনা 🙏

  • @SmritikanaDasgupta
    @SmritikanaDasgupta หลายเดือนก่อน

    পূর্বজন্মের অস্তিত্ব নেই একথা বিশ্বাসযোগ্য নয়।

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน +1

      শুধু এই ভিডিওটাই নয়, এই চ্যানেলে একাধিক ভিডিওতে পুনর্জন্ম নিয়ে আলোচনা করা হয়েছে এবং কোথাও পুনর্জন্মের অস্তিত্বকে অস্বীকার করা হয়নি। বুঝতে অসুবিধা হলে পুনরাই দেখতে পারেন কিন্তু এরকম ধরনের কমেন্ট করে বাকিদেরকে মিস গাইড করা মোটেই উচিত নয়।

  • @dipankarhalder3231
    @dipankarhalder3231 หลายเดือนก่อน +1

    Ek janme ki Vivekananda ki hoyeche

  • @geetaroy1678
    @geetaroy1678 หลายเดือนก่อน

    সার আত্ম হত্যা করা কেন করে লোকে এই বিষয়ে একটু আলোচনা করবেন

  • @dibakardas2159
    @dibakardas2159 2 หลายเดือนก่อน

    আমার কিন্তু প্ল্যানচেট করার অভিজ্ঞতা আছে পুরো প্রসেস টা আমার হাতে ছিলোনা কিন্তু আমি প্ল্যানচেট করেছি। মৃত মানুষের সিগন্যাল ও পেয়েছি।

    • @koushik-elKk
      @koushik-elKk  2 หลายเดือนก่อน +3

      এরকম অনেকেই আছে। কিন্তু মানুষ যদি রেডিও সিগনাল বা স্যাটেলাইট কে মৃত মানুষের সিগন্যাল মনে করে তাহলে কিছুই বলার নেই। ভিডিওতে এই জিনিসটা নিয়েই আলোচনা করা হয়েছে - ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি যা অত্যন্ত সীমিত। মানুষকে বোকা বানানোর জন্য এরকম অনেক যন্ত্রও আবিষ্কার হয়েছে এবং বৈজ্ঞানিকভাবে এই সমস্ত কিছুই প্রমাণসহ প্রমাণিত।

  • @anandakumarpal466
    @anandakumarpal466 2 หลายเดือนก่อน

    যদি ধরে নেয়া যায় যে কোন একজন আগের জীবনেও মানুষ ছিল, এ জন্মেও মানুষ জন্ম লাভ করেছে, তাহলে উনার কর্মফল (পাপ/পূর্ণ)কি carried over হবে? আপনার ব্যাখ্যা টি ? ব্যাপারটা গণিত দিয়ে বিশ্লেষণ করা ঠিক হবে কিনা!
    আপনার ব্যাখ্যা কি?

    • @koushik-elKk
      @koushik-elKk  2 หลายเดือนก่อน +1

      এই চ্যানেলে পুরনো ভিডিও গুলো দেখতে পারেন। বেশ কয়েকবার এই বিষয়ে আলোচনা করা হয়েছে।

  • @ShibuKirtania-v3g
    @ShibuKirtania-v3g หลายเดือนก่อน

    🌷🌷🙏🌷🌷

  • @jayeeslifestyle6037
    @jayeeslifestyle6037 2 หลายเดือนก่อน

    Ha

  • @Dzine01
    @Dzine01 หลายเดือนก่อน

    Poro janmo bole ki6u nai ???😮

  • @swapnaacharya2832
    @swapnaacharya2832 17 วันที่ผ่านมา

    Ta hola uporwala bola kichu nei. Jadi paro janmo purbo janmo bola kichu na thake.

    • @koushik-elKk
      @koushik-elKk  17 วันที่ผ่านมา +1

      সবই আছে কিন্তু আক্ষরিক অর্থে কোনটাই নেই। এগুলো দর্শনের বিষয়, ব্যাকরণের নয়। দর্শন জীবনের সাথে সম্পর্কিত আর ব্যাকরণ সাহিত্যের সাথে।

  • @parthasarkar3516
    @parthasarkar3516 หลายเดือนก่อน

    Jei MA babar santan na hole ata kon panisment?

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน

      We've plenty of videos about expectations on this channel, you may refer to those.

  • @ThakurdasMandi-f2e
    @ThakurdasMandi-f2e 2 หลายเดือนก่อน

    জনম নখত্র কিআমাদের জিবনে পভাব পড়ে

  • @tumpadey8466
    @tumpadey8466 หลายเดือนก่อน

    Kormo fol ekta ache. Keu sai kormo fol theke mukti pabe na. Ami sob jaiga te failure. Ki je kormo korlam

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน

      Balance of Nature niea ekadhikbar discuss kora hoeache ei channel e, iccha hole oi video gulo dekhte paren.

  • @dipankarsingha1570
    @dipankarsingha1570 2 หลายเดือนก่อน

    মাছ, মাংস, ডিম, খেলে সে গরু বা শুয়োরের মাংস খাচ্ছে, এটা মানতে পারলাম না, কারণ যত মত তত পথ, এটা রামকৃষ্ণ বলে ছিলেন, আর উনার উপর বড় গুরু সায়াং ঈশ্বর ছাড়া সে নিজেই আর কে। তাইনা ব্যাখা করে বলবেন।

    • @koushik-elKk
      @koushik-elKk  2 หลายเดือนก่อน +3

      "যত মত তত পথ" - ঠাকুর রামকৃষ্ণ দেবের এটা এক মহান উক্তি। এটার এরকম ভুল ব্যাখ্যা করবেন না। এই মহান বক্তব্যের ভুল ব্যাখ্যা করতে গিয়ে কিছুদিন আগে এক বিদেশি মন্দির সংস্থার উচ্চপদস্থ কর্মীকে চরম হেনস্থা হতে হয়েছে, জানেন নিশ্চয়ই - সারা ভারতবর্ষ তথা বিশ্বের সামনে ওই ব্যক্তিকে লজ্জিত হতে হয়েছে।
      তাহলে আপনার বক্তব্য অনুযায়ী একজন রেপিস্টও তো বলতে পারে যে যত মত তত পথ; তার রেপ করার মত তৈরি হয়েছে তাই তার পথ টাও ঠিক। এটা কি গ্রহণযোগ্য....! রামকৃষ্ণ দেব অবশ্যই বলেছেন যত মত তত পথ। কিন্তু তার মানে উনি এটা বলেননি যে সমস্ত মত এবং সমস্ত পথই সঠিক বা উচিত। ধন্যবাদ।

  • @chandranathchatterjee9029
    @chandranathchatterjee9029 2 หลายเดือนก่อน

    সুষম শিক্ষার অভাব থাকলে এসব মহাতত্ত্ব কথা বোঝা সহজ নয়।পেশাগত শিক্ষায় শিক্ষিত হলে হবেনা। সৎসঙ্গ বা গুরু সঙ্গ করতে হবে। তবেই ইচ্ছা শক্তি ও আত্ম চেতনা জাগ্রত হলে তবেই কিছু বোঝা যেতে পারে।

    • @koushik-elKk
      @koushik-elKk  2 หลายเดือนก่อน +2

      সাধারণত মানুষ আমাকে প্রশ্ন করেন এবং আমি উত্তর দি। আজ আমি আপনাকে প্রশ্ন করছি। শিক্ষা, সুষম শিক্ষা এবং পেশাগত শিক্ষা কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কি? সৎসঙ্গ এবং গুরু সঙ্গ কাকে বলে এবং পার্থক্য কি? ইচ্ছা শক্তি এবং আত্ম চেতনা - এই দুইয়ের মধ্যে গঠনগত বৈশিষ্ট্য এবং ব্যাখ্যা কি? উন্নত জ্ঞানলাভের স্বার্থে উত্তরের আশায় রইলাম। ধন্যবাদ 🙏

  • @mashihachowdhury5887
    @mashihachowdhury5887 หลายเดือนก่อน

    একটা নিষ্পাপ বাচ্চা তাকে যে যন্ত্রণা দিয়ে মারা হলো সেটা তো সেই বাচ্চা তাকে ভোগ করতে হলো। সেই ভোগ টা সে কেনো করলো? তার তো কোনো পাপ চলো না। তার সঙ্গে যুক্ত যার তারা তো কষ্ট পাচ্ছে সে তো তার কর্ম ফল । সেটা আমি কি বোঝাতে পারছি? মানে তার কর্ম শুরুই হয়নি। তাহলে?

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน +1

      Results aren't always individual, sometimes it's collective too. You need to understand the reason & the purpose.

    • @kapildevgain3549
      @kapildevgain3549 หลายเดือนก่อน

      আপনি বললেন আমার আপনার পূর্বজন্ম বলে কিছু নাই।
      কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ’অর্জুন,তোমারও আমার বহুবার জন্ম হয়েছে। তুমি সেটা বিস্মৃত হয়েছো কিন্তু আমার মনে আছে।' এ বিষয়ে আপনি কি বলবেন?

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน

      এটা বুঝার আগে এটা আগে বুঝতে হবে যে কৃষ্ণ কে আর অর্জুন কে? কি তাদের সত্যা বা কি তাদের তত্ত্ব...! তা না হলে এই বাক্যের বা বক্তব্যের আক্ষরিক অর্থ ছাড়া অন্য কিছু বোধগম্য হবে না। "বাস্তব জীবনে গীতা" এর যদি আপনার মেম্বারশিপ আছে তাহলে তো ওই ভিডিওগুলো দেখে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর তা না হলে "অহম ব্রহ্মাস্মি" - এরকম শিরোনাম দিয়ে এই চ্যানেলে একটা ভিডিও আছে, ওটা দেখেও আপাতত কিছুটা বুঝতে পারবেন। ধন্যবাদ 🙏

  • @emonhalder2144
    @emonhalder2144 หลายเดือนก่อน

    Bt bacchader diye bol6i bohhu nisongso ba khub koshto peye jeebon haracche tahole se kortobbo theke beche gelo ki vabe Seto mrittur shomoy khub kosto peye6e....tahole sasthi tato seo peye gelo kintu keno......

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน

      কে বলেছে যে কর্মফল সব সময় individual হবে...! এটা তো collective ও হতে পারে।

  • @sunilKumar-xf4uv
    @sunilKumar-xf4uv หลายเดือนก่อน

    কেউ সুন্দর আবর দেখতে অনেক খাবার এর কারণ কি? বল বেন কি? কেউ ধনি বা কেউ গরিব কেন?

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน +1

      Watch the video again cautiously to discover your answer.

  • @Dzine01
    @Dzine01 หลายเดือนก่อน

    Ki6u ki6u kotha mana gelona dada

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน

      এটাই তো আমার মহা দোষ, আমি মান্যতা নিয়ে কথা বলি না 👇
      th-cam.com/users/postUgkx70M5PZn4snGg_vOpHnljXF2MBxmVJvNG?si=xJcJ7-rQs6_KO62I

  • @chandanabanerjee6059
    @chandanabanerjee6059 2 หลายเดือนก่อน

    কে কি করছে জানিনা। আমি না জেনে চেঁচামেচি লাফালাফি করব কেন? সবই দৈব। কর্মফল।

    • @koushik-elKk
      @koushik-elKk  2 หลายเดือนก่อน +4

      প্রথম দুটো বাক্য এবং পরের দুটো বাক্য পরস্পর বিরোধী। এইজন্যেই আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিকতার মূল কেন্দ্রবিন্দু - বেদান্ত বলে সমস্ত কিছু জানতে; দৈব - অদৈব, কর্মফল, লাফালাফি, চেঁচামেচি সমস্ত কিছু।

  • @SPENTERTAINMENT-bt9ur
    @SPENTERTAINMENT-bt9ur หลายเดือนก่อน

    আপনার।নামবার। টা নিয়ে ছি। আমি ফোন। কখন। করবো

    • @koushik-elKk
      @koushik-elKk  หลายเดือนก่อน

      ঐ নম্বরে আগে whatsapp এ মেসেজ করে appointment নিতে হবে। তার পর ভয়েস বা ভিডিও কলে পরামর্শ নেওয়া সম্ভব। ধন্যবাদ 🙏

  • @arnabbalida1130
    @arnabbalida1130 2 หลายเดือนก่อน

    Achha bachha mara gele jodi kartabya theke beche jay jodi reward pay tahle jara dukhho kosto theke bachte suicide kore tader khetre ki hbe???

    • @hridoyroy16
      @hridoyroy16 2 หลายเดือนก่อน +1

      I am also want to know about that...

    • @pritombarman6025
      @pritombarman6025 2 หลายเดือนก่อน +1

      যখন যার ডাক পরবে তখন তাকে যেতেই হবে ভগবান সব কিছুই লিখেই রাখছে

    • @koushik-elKk
      @koushik-elKk  2 หลายเดือนก่อน +5

      জীবন যখন দেওয়ার ক্ষমতা নেই তখন জীবন কেড়ে নেওয়ারও কারোর অধিকার নেই, সেটা হোক নিজের জীবন বা অন্য কোনো মানুষের বা অন্য কোন প্রাণীর। জোরপূর্বক জীবন কেড়ে নেওয়া মানে জীবনকে জীবনের সম্ভাবনা থেকে বঞ্চিত করা যা এক মহা অপরাধ। এইজন্যেই খুন বা আত্মহত্যা অত্যন্ত ঘৃণ্য এবং জঘন্যতম অপরাধ।

  • @ProsantaSarker-zc9gs
    @ProsantaSarker-zc9gs 2 หลายเดือนก่อน

    খমা করবেন কেউ যদি খারাপ কাজ করে? তার ফল বুজতে না পারে? তাহলে লাভ কি হলো?
    কেউ আমাকে মারল? আমি বেথাই যদি না পাই? তাহলে ত আমি নয় হাসব না হয় আমার কাছে মজা লাগবে।
    এর জন্ন্যেই আমাদের ধরমে পরবর্তী জীবন আছে। এবং কর্ম অনুসারে শাস্তি পেতে হয়

    • @koushik-elKk
      @koushik-elKk  2 หลายเดือนก่อน +3

      এই বিষয়ে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আমাদের ইন্দ্রিয় এই বিশ্বব্রহ্মাণ্ডের এক অত্যন্ত ক্ষুদ্র বস্তু বা বিষয় এবং এই ইন্দ্রিয় দিয়ে সবকিছু মাপা বা বোঝা অত্যন্ত বোকামির পরিচয়। এটাও বলা হয়েছে যে এই ভিডিওটা দেখার পর মানুষের মধ্যে দু'রকম মত তৈরি হবে এবং সেটা কেন হবে তাও আলোচনা করা হয়েছে। এই ভিডিওটা পুনরাই দেখার (সঙ্গে এই চ্যানেলের অন্যান্য ভিডিও গুলো) অনুরোধ রইলো এবং তারপরও যদি বুঝতে অসুবিধা হয়, ইচ্ছে করলে আপনি কন্সালটেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন যেমনটি এই ভিডিওতে এই ভদ্র মহিলাকে করতে দেখা যাচ্ছে। ধন্যবাদ🙏