আমার জন্মস্থান সালকিয়াতে।এই বাড়ির সামনে দিয়ে কত ঘুরেছি।তখন বুঝতাম না এই বাড়ির মাহাত্ব। আজ ৭১ বছর বয়সে মন ভারাক্রান্ত হয়ে যায় গীতিকারের কথা ও এই বাড়িকে দেখলে।
I am 74 years old, during my younger years, I and my lover, now wife used to visit many Durga puja pandels in Shyamnagar are and enjoyed the beautiful song written by the great lyricist, sung by Manna Dey and other Great Bengali musicians, even today every Cultural Bangali would enjoy the music. thanks for the posting
Thanks a lot for your valuable comment. I am a mad fan of Pulak Banerjee and Manna Dey. In my opinion, without their songs puja festival seems incomplete.
শ্রদ্ধেয় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় বাঙালির মনের মণিকোঠায় চিরকাল অবস্থান করবেন।সঙ্গীত প্রেমী মানুষ তাঁকে কখনো ভুলবে না।ভিডিও দেখে মন খুব খারাপ হয়ে গেল।🙏🙏🙏
সত্যিই আপনার উপস্থাপনা অভিনব, এমনই হওয়া উচিত। আর যেটা শিখলাম যে মানুষের সৃষ্টিশীলতাই শেষ পর্যন্ত টিকে থাকে। পুলক বন্দোপাধ্যায় ছাড়া আজ এই প্রাসাদোপম অট্টালিকার কিবা মূল্য আছে!
কত কিংবদন্তি শিল্পী , কুশীলব দের চরণ ধুলি এই বাড়ি তে মিশে আছে ,,মন বড় ভারাক্রান্ত হয়ে গেলো ,সেই স্বর্ণালী দিনের কথা মনে করে ,যেখানেই থাকুন যেন শান্তিতে থাকুন।
আমারো অনেক কিছু মনে পড়ে গেল। হারিয়ে যাওয়া বাড়ি বিশাল বারান্দা টানা ছাদ, চাঁদনী রাতে বাবা মা র গান, জোছনায় ভেসে যাওয়া মাঠ, ঘাট। আর সেই সব গান পুলক বন্দোপাধ্যায় এর লেখা মান্না দে র কণ্ঠের রোমান্টিক গান। বাবার কাছেই সালকিয়া হাউস এর গল্প শুনেছি, কিছু কিছু গান তৈরির গল্প শুনেছি। একদিন সালকিয়া হাউস যাবো অতীত কে ছুঁয়ে প্রণাম জানিয়ে আসবো
Mahan gitikarer charone pranam Janay dukho pelam tar dalan Bari tar durdasha dekhe Amador samortho nei tar baritar meramati karar Bande Mataram Jay hind
পিয়াল বাবু পুলক বন্দোপাধ্যায় গুণ মুগ্ধ দের এই তীর্থ স্থান দর্শনের রোমাঞ্চ অনুভব করার জন্য সুবন্দোবস্ত করুন ভাই প্লীজ বাংলা গানের লেখক হিসেবে উনি অমর শিল্পী হাওড়ার গর্ব ওনার স্মৃতি রক্ষার্থে প্রয়োজনীয় কাজ গুলি করুন প্লীজ
পুরনো বাড়ি বা স্থাপত্য দেখাতে গেলে সেই জায়গার ইতিহাস জানাতে হয়। ক্যামেরা নিয়ে এলোমেলো ঘুরে বেড়ানো কিন্তু documentation হয় না। আপনার প্রচেষ্টার প্রশংসা করি কিন্ত আরো গভীরে যান।
It is unfortunate that there is no minimum maintenance of the house of lyricist Pulak Bandopadhyay!!! Perhaps the house is under the ownership of many heirs. Because of that it belongs to this sad condition. Really it is pity.
Salkia te Binoy Adhikari thakten ...onek kalojayee gaan record kore gechen...jadi ekti vlog koren ...Pulok Banerjee r palatial bari dekhe obak holam ..
@@ajoychatterjee7224 Sudhirlal Chakraborty r sure besh ka ekti gaan record koren Binoy Adhikary....seguli khub e janapriya hoyechilo....ekbar silpir sathe Howrah stn e subway te dekha hoyechhilo....Jaganmoy Mitra r sure o uni gaan geyechhilen ...e kotha janiye chhilen...apnar ma er gaan er khata te hoito ei sob er khonj pete paren.
@@tapanbanerjee3563 ar kichhu nei ...we had lost everything due to our stupidity...once Sudhirlal Chakraborty had requested my mashi to teach her after listening her songs in a JALSA at salkia..but she was too young at that time & nobody was there to accompany her ... So sad ..how unlucky she was !!!?
@@ajoychatterjee7224 then it suggests that Sudhirlal had attended some prog in salkia town ...Binoy Adhikari consciously followed the gayaki style of Sudhirlal...is your maa or mashi still alive?
Sudur Bangladesh theke ese je asamanyo bangali gitikar surokar ke khuje dekhar chesta korlen tar samanyo ansho jodi sei probad pratim manushtir attio sajan poribar para o jelar manushera chesta korten, to be Oi Salikha House aj ekti heritage bldg hoye Howrah jelar man bardhito korto. Thik jemon Sarat babur bari heritage hoyeo upekhito, temni hazaro guni manush o tader basothan kaler kobole dhongsoprapta. Oi Salkia House theke samanyo dure Tripura Roy Ln Communist partyr Sramik neta CITU all India sadharan sampadak Chitra Brata Mazumdar koto sadharanbhabe tar jiban katiechilen seta kotojan manush ekhon khoj rakhen? Era nijo nijo khetre sara bharate hate gona manushder modhye porten, kintu je anchole sohore jelai tara thakten tara tader bhule gachen bohu purbe. Poschim bange bangalir ruchi culture sikhya manobota sobi dhire dhire bohu purbei dubchilo ekhon seta bhenge poreche Salkia House er moton ba bola jai Pulak babu ei dube jaoa bangali somajer pratik hoye roye gelen.
ভাষ্যকার মহাশয়, একটা গুরুত্বপূর্ণ ভিডিও করার আগে খুব সতর্ক হবেন ভবিষ্যতে। আপনি বললেন পুলক বন্দোপাধ্যায়ের বাড়ির নাম সালকিয়া।এটা এই ভিডিওর গুরুত্ব অনুযায়ী বড় ভুল। গীতিকারের বাড়ির নাম "সালকিয়া হাউস"।
বাড়ির দরজায় সালিখা হাউস বাংলায় লেখা, আর ইংরেজিতে Salkia ছিলো, কিন্তু হাউস বলার কথাটা মাথায় ছিলো না। আপনাকে অনেক ধন্যবাদ, পরবর্তীতে এরকম বিষয় মাথায় রাখব
শ্রদ্ধেয় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের এই বাড়ির একটি ভিডিও ফুটেজ দেখে মনে পড়ে গেল ওনার মৃত্যুর ঠিক দিন সাত আটকে আগর কথা। শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য্য মহাশয়ের দ্বিতীয় পুত্র দীপঙ্কর ভট্টাচার্য মহাশয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এ রবীন্দ্র সদন হলে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই স্বনামধন্য গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমার পিতা একজ শিল্পী ছিলেন সেই কারণেই দীপঙ্কর ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম অবশ্য আমার বাবা আগেই হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। কারণ ভয়ঙ্কর দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে। যাই হোক পুলক বন্দ্যোপাধ্যায় (জেঠু)মহাশয় কে আমি প্রণাম করতেই উনি খুব আফসোস করে বলেছিলেন বড় খারাপ লাগছে তোমার বাবার কথা ভেবে। সামান্য কিছু কথা হয়েছিল তার উল্লেখ করার প্রয়োজন নেই। শুধু বলতো ইচ্ছা করছে কথায় আছে না স্মৃতি তুমি বেদনা। আর সেই কারণেই এমন একটি ভিডিও ফুটেজ দেখে মনে পড়ে গেল রবিঠাকুরের গানের মাধ্যমে বলে শেষ করছি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সেতো চোখের দেখা প্রাণের কথা তাই কি ভোলা যায়। যিনি এমন একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে দিয়েছেন ইউ টিউব মাধ্যমে ওনাকে আমার শতসহস্র প্রণাম জানিয়ে মন বেদনা সংবরণ করে ইতি টানলাম।
মন ভারাক্রান্ত হয়ে যায় এমন পুরোনো বাড়ির করুন অবস্থা দেখলে.
শ্রদ্ধেয় পুলক বাবু চিরকাল সঙ্গীত premi মানুষের হৃদয়ে আছেন, থাকবেন. 🙏
আমার জন্মস্থান সালকিয়াতে।এই বাড়ির সামনে দিয়ে কত ঘুরেছি।তখন বুঝতাম না এই বাড়ির মাহাত্ব। আজ ৭১ বছর বয়সে মন ভারাক্রান্ত হয়ে যায় গীতিকারের কথা ও এই বাড়িকে দেখলে।
স্মৃতি বড় বেদনার, ওনাকে শত কোটি প্রনাম।
I am 74 years old, during my younger years, I and my lover, now wife used to visit many Durga puja pandels in Shyamnagar are and enjoyed the beautiful song written by the great lyricist, sung by Manna Dey and other Great Bengali musicians, even today every Cultural Bangali would enjoy the music. thanks for the posting
Thanks a lot for your valuable comment. I am a mad fan of Pulak Banerjee and Manna Dey. In my opinion, without their songs puja festival seems incomplete.
শ্রদ্ধেয় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় বাঙালির মনের মণিকোঠায় চিরকাল অবস্থান করবেন।সঙ্গীত প্রেমী মানুষ তাঁকে কখনো ভুলবে না।ভিডিও দেখে মন খুব খারাপ হয়ে গেল।🙏🙏🙏
🙏🙏🙏
খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক। প্রয়াত শিল্পীকে আমার প্রণাম জানাই। 🙏🙏🙏
সত্যিই আপনার উপস্থাপনা অভিনব, এমনই হওয়া উচিত। আর যেটা শিখলাম যে মানুষের সৃষ্টিশীলতাই শেষ পর্যন্ত টিকে থাকে। পুলক বন্দোপাধ্যায় ছাড়া আজ এই প্রাসাদোপম অট্টালিকার কিবা মূল্য আছে!
অনেক ধন্যবাদ
@@scenicexplorer 💕
অসাধারণ ঐতিহাসিক বাড়ি কোনো সন্দেহ নেই।আমার বন্ধুস্থানীয় দাদা থাকে এখন। প্রতিবছর দুর্গাপূজা হয় এখনো।
কত কিংবদন্তি শিল্পী , কুশীলব দের চরণ ধুলি এই বাড়ি তে মিশে আছে ,,মন বড় ভারাক্রান্ত হয়ে গেলো ,সেই স্বর্ণালী দিনের কথা মনে করে ,যেখানেই থাকুন যেন শান্তিতে থাকুন।
খুব মন খারাপ হয়ে গেল।
এত নিঃসঙ্গ উপলব্ধি হয়ত বহু সময়ের পরে অনুভব করলাম।
সত্যিই খুব বিষাদগ্রস্ত হলাম।
আমারো অনেক কিছু মনে পড়ে গেল। হারিয়ে যাওয়া বাড়ি বিশাল বারান্দা টানা ছাদ, চাঁদনী রাতে বাবা মা র গান, জোছনায় ভেসে যাওয়া মাঠ, ঘাট। আর সেই সব গান পুলক বন্দোপাধ্যায় এর লেখা মান্না দে র কণ্ঠের রোমান্টিক গান। বাবার কাছেই সালকিয়া হাউস এর গল্প শুনেছি, কিছু কিছু গান তৈরির গল্প শুনেছি। একদিন সালকিয়া হাউস যাবো অতীত কে ছুঁয়ে প্রণাম জানিয়ে আসবো
শিল্পী কে আমার শতকোটি প্রণাম জানাই।🙏🙏
ভীষণ নস্টালজিক। কেমন যেনো মন খারাপ হয়ে গেলো। স্মৃতি তুমি বেদনার।
Melodious surer songe baritio jeno aapon hoya jachcha,pray kori,gaaner kusi lob ra ar jano nepothaya na thekan.thanks U tube.
Nice, thank you
Barita dekhe Monta bisannatai bhore galo. Kato swanamdhonnyo byakti ekhane esechen
SOB 😭KICHU HARIYE GELO!!!!
এই ঐতিহ্যবাহী বাডিটি সরকারের হেরিটেজ হিসাবে অধিগ্রহণ করা উচিত
"our sweetest songs are those ,that tell of saddest thoughts."💚
Good video
He is my own maternal uncle.... nicely narrated but would hv been glad if the Puja Dalan was also shown 🙏
Actually, the puja building was dirty and empty at that moment. But I will definitely film that building during the Durga Puja
আজ আর বাঙালিদের তাকে মনে রাখার ও প্রয়োজন নেই তাই তার বাস স্থানের এই ভগ্ন দশা।খুবই লজ্জার ও দুঃখজনক।
Scam এত busy
Back ground scoring properly used.Thanks.
So nice of you
ভিতরে ভিডিও করার পারমিশন কি করে পাবো জানাবেন প্লিজ। রবিবার যাবো
কাল সব গ্রাস করে নেবে , কিছুই অবশিষ্ট থাকবেনা ! আমার খুব প্রিয় মানুষ ছিলেন উনি ۔ অবাক লাগলো ۔ ভুতুড়ে অবস্থা দেখে !
Mahan gitikarer charone pranam Janay dukho pelam tar dalan Bari tar durdasha dekhe Amador samortho nei tar baritar meramati karar Bande Mataram Jay hind
I am Piyal Banerjee son of lyricist Pulak Bandyopadhyay. Videota dekhlam.
Apnara ai barite thaken na? 😭 Kharap laglo.eto guni joner barir ei hal.apnar sange ki kono vabe jogajog kora jabe?
❤️😘
@@prasantachoudhury6301 Apnar phone number ta pathie deben ami jogajog kore nebo.
পিয়াল বাবু
পুলক বন্দোপাধ্যায় গুণ মুগ্ধ দের এই তীর্থ স্থান দর্শনের রোমাঞ্চ অনুভব করার জন্য সুবন্দোবস্ত করুন ভাই প্লীজ
বাংলা গানের লেখক হিসেবে উনি অমর শিল্পী
হাওড়ার গর্ব
ওনার স্মৃতি রক্ষার্থে প্রয়োজনীয় কাজ গুলি করুন প্লীজ
@@tapankumarghosh9272 🙏🙏🙏
Salute to pulak babu
কৃষকের ঘাম!শত বছরের পরিক্রমায় কৃষকের ঘরে একটি ইষ্টকও নাই।
What were the days!
বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো বেঁচেথাকা আর মরে যাওয়া একেই কথা 😢
Samay kaoke kshama kore naa.Jei bari eksamay bikhyato gayak gayikader agomone mukhorito hoye thakto sei bari boba hoye ekraas smriti buke niye gumre kende choleche. Khub kharap laaglo aapnaar videota dekhe karon aamio eai manustir ajosro gaan sune boro hoyechhi. Aaj aamaar 64 bochor boyes kintu ki kore bhuli sei sonaar dingulor kotha? Aapnaake dhonyobaad eairokom bikhyato manusder kotha abong smriti aaro besi kore tule dhorun. Je kodin benche aachhi ba thakbo seguli aamaader jiboner patheyo hobe.
শিল্পী কে আমার শতকোটি প্রণাম 🙏🙏🙏
মনটা খুবই খারাব হয়ে গেল ভিডিও টা দেখার পর
Keno. Ajj. Take. Manerakhar. Darkarnei? Akhonoto. Keu. Take. Voleni. Termato. Kabi. Manushke. Jara. Janeni. Tader. O. Akhan. Janar. Samay. Asechhe. Asadharanmedha. O. Mahiyaman. Antar. Sushilpurush. Pranam. SasraddhaPranam. Dhanyabad
সেটা করার সময় কোথায়
Videoti dekhe koshto holo,manush onake bhalo besechhilen,ar ki chai?
Pulok babu onar shrishtir moddhey chiro omor hoe thakben.Amra jara 1950er por prithibitey esechhi tader jouboner koto din koto rath onar Lyrics er moddhhey nijeder khonjar chesta korechhi.Khunjey peyeochhi.
Eye close korey nijeder ontorer onubhuti khunjey peyechhi.
Sesher dikey ki onakey boiraggo grash korechilo?Naki hoito nijer moddhei kono disatisfaction chilo?
Emnitey uni jothestho prothistito chilen
Janina manusher mon boro bichitro.
Ato Sunam ,Jonopriyota ,boibhover moddheo uni benchey thakar rosod khunjey pelen na.
Ramprosader moto nijekey Mayer Choron Toley lutiey dilen.
Ajo onar lekha gaan shuney din katey.
Onakey amar pronam janai
আমার প্রণাম জানাই
পুরনো বাড়ি বা স্থাপত্য দেখাতে গেলে সেই জায়গার ইতিহাস জানাতে হয়।
ক্যামেরা নিয়ে এলোমেলো ঘুরে বেড়ানো কিন্তু documentation হয় না।
আপনার প্রচেষ্টার প্রশংসা করি কিন্ত আরো গভীরে যান।
অনেক ধন্যবাদ। আমি বাড়ি বা স্থাপত্য দেখানোর কথা ভাবিনি, আমার ভিডিওর মূল বিষয় পুলক বন্দ্যোপাধ্যায়। তবে এবার থেকে নিশ্চয় ইতিহাস নিয়ে ভাববো
Must be decleared as a heritage house
Definitely
🙏🙏🙏🙏🙏
Banerjeera. Satatoi. Gunbattar. Adhikarihan. Dekhechhi. O. SunechhiOnader. Purbapurusherao. Ter. Smriti. Rekhe gachhen. Namaskar. Je. Sniri beye. Pulakbabu. Asechhen. Terma babakeO pranam
একদিন যাব নিশ্চয়ই।
Sri. SARAT. CHANDRER. BARIRMATO. ONERBARI. DARSHANIYA. KARAHOKE
Very sad demise of Late Pulok Bandhopadhya which are very shocking to us. He suicided due to family disputes. My father-in-law's house is at Salkia.
It is unfortunate that there is no minimum maintenance of the house of lyricist Pulak Bandopadhyay!!! Perhaps the house is under the ownership of many heirs. Because of that it belongs to this sad condition. Really it is pity.
It is very sad. He committed suicide. I pray to God for peace of his soul. If possible open the fact of his actual cause of his death.
আমিও ওনার সালকিয়া হাউস ঘুরে আসলাম 26 সে জানুয়ারি 🙏🙏🙏💐💐💐
দাদা,আমি যেতে চাই,যে কোনো দিন কি যাওয়া যেতে পারে?
@@debasishmaity1968 হুম অবশ্যই যাওয়া যায়
সালকিয়া হাউস না সালিখা হাউস ।বিদ্যাসাগরের লেখায় সালিখা নামের উল্লেখ আছে ।
ঠিকই বলেছেন। আমিও ঐ বাড়িতে গিয়ে বাংলা লেখাটা না দেখলে জানতে পারতাম না, ইংলিশে Salkia আর বাংলায় সালিখা
Pronam geetikar.
Salkia te Binoy Adhikari thakten ...onek kalojayee gaan record kore gechen...jadi ekti vlog koren ...Pulok Banerjee r palatial bari dekhe obak holam ..
Amar ma & mashi shilpi Binoy Adhikari er disciple chhilen ...
@@ajoychatterjee7224 Sudhirlal Chakraborty r sure besh ka ekti gaan record koren Binoy Adhikary....seguli khub e janapriya hoyechilo....ekbar silpir sathe Howrah stn e subway te dekha hoyechhilo....Jaganmoy Mitra r sure o uni gaan geyechhilen ...e kotha janiye chhilen...apnar ma er gaan er khata te hoito ei sob er khonj pete paren.
@@tapanbanerjee3563 ar kichhu nei ...we had lost everything due to our stupidity...once Sudhirlal Chakraborty had requested my mashi to teach her after listening her songs in a JALSA at salkia..but she was too young at that time & nobody was there to accompany her ...
So sad ..how unlucky she was !!!?
@@ajoychatterjee7224 then it suggests that Sudhirlal had attended some prog in salkia town ...Binoy Adhikari consciously followed the gayaki style of Sudhirlal...is your maa or mashi still alive?
@@tapanbanerjee3563 no sir ..they have already passed away
Apni ki salker e lok?
আমি রাজশাহীর মানুষ, রাজশাহী বাংলাদেশে। ঋত্বিক ঘটকের বাড়ির পাশে আমার বাড়ি
Piyal apni ki babar moto kichu srishti korar pothey hantcchhen?
সম্ভবত না
Uni ki biye korechilen ?
হ্যাঁ, উনার ছেলে এই ভিডিওতে কমেন্ট করেছেন
Pulak benarjeer gan shunle akhno sharire pulak jage
Sudur Bangladesh theke ese je asamanyo bangali gitikar surokar
ke khuje dekhar chesta korlen tar samanyo ansho jodi sei probad pratim manushtir attio sajan poribar para o jelar manushera chesta korten, to be Oi Salikha House aj ekti heritage bldg hoye Howrah jelar man bardhito korto. Thik jemon Sarat babur bari heritage hoyeo upekhito, temni hazaro guni manush o tader basothan kaler kobole dhongsoprapta. Oi Salkia House theke samanyo dure Tripura Roy Ln
Communist partyr Sramik neta CITU all India sadharan sampadak Chitra Brata Mazumdar koto sadharanbhabe tar jiban katiechilen seta kotojan manush ekhon khoj rakhen? Era nijo nijo khetre sara bharate hate gona manushder modhye porten, kintu je anchole sohore jelai tara thakten tara tader bhule gachen bohu purbe. Poschim bange bangalir ruchi culture sikhya manobota sobi dhire dhire bohu purbei dubchilo ekhon seta bhenge poreche Salkia House er moton ba bola jai Pulak babu ei dube jaoa bangali somajer pratik hoye roye gelen.
Amai chinte keno parchona ma sob ei bhule gele
Ato. Baro. Bansher. Manush. Chhilen. Ke. Ba. Keno. Take. Bachtedilona. Ter. Shasty. Se. JenopayGeet. O. Kabitar. Samratder. Annyatama Manush. Biswer. Pranam. Terpaye
Khube kharep
ভাষ্যকার মহাশয়,
একটা গুরুত্বপূর্ণ ভিডিও করার আগে খুব সতর্ক হবেন ভবিষ্যতে।
আপনি বললেন পুলক বন্দোপাধ্যায়ের বাড়ির নাম সালকিয়া।এটা
এই ভিডিওর গুরুত্ব অনুযায়ী বড় ভুল।
গীতিকারের বাড়ির নাম "সালকিয়া হাউস"।
বাড়ির দরজায় সালিখা হাউস বাংলায় লেখা, আর ইংরেজিতে Salkia ছিলো, কিন্তু হাউস বলার কথাটা মাথায় ছিলো না। আপনাকে অনেক ধন্যবাদ, পরবর্তীতে এরকম বিষয় মাথায় রাখব
Jamider. Takhon. Bramhan. Sikhsiterai. UchhabansiyOra. Hoten. Dui. Banglate. Kintu. 20/22. Bachhare. Kivabe. A. Bari. Amanholo?
শ্রদ্ধেয় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের এই বাড়ির একটি ভিডিও ফুটেজ দেখে মনে পড়ে গেল ওনার মৃত্যুর ঠিক দিন সাত আটকে আগর কথা।
শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য্য মহাশয়ের দ্বিতীয় পুত্র দীপঙ্কর ভট্টাচার্য মহাশয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এ
রবীন্দ্র সদন হলে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই স্বনামধন্য গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় মহাশয়।
আমার পিতা একজ শিল্পী ছিলেন সেই কারণেই দীপঙ্কর ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম অবশ্য আমার বাবা আগেই হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। কারণ ভয়ঙ্কর দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে।
যাই হোক পুলক বন্দ্যোপাধ্যায় (জেঠু)মহাশয় কে আমি প্রণাম করতেই
উনি খুব আফসোস করে বলেছিলেন
বড় খারাপ লাগছে তোমার বাবার কথা ভেবে।
সামান্য কিছু কথা হয়েছিল তার উল্লেখ করার প্রয়োজন নেই।
শুধু বলতো ইচ্ছা করছে কথায় আছে না
স্মৃতি তুমি বেদনা।
আর সেই কারণেই এমন একটি ভিডিও ফুটেজ দেখে মনে পড়ে গেল রবিঠাকুরের গানের মাধ্যমে বলে শেষ করছি।
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সেতো চোখের দেখা প্রাণের কথা তাই কি ভোলা যায়।
যিনি এমন একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে দিয়েছেন ইউ টিউব মাধ্যমে ওনাকে আমার শতসহস্র প্রণাম জানিয়ে মন বেদনা সংবরণ করে ইতি টানলাম।
সালকিয়া হাউস না সালিখা হাউস ?বিদ্যাসাগরের লেখায় সালিখার নাম দেখেছিলাম ।যদি ভুল বলে থাকি শুধরে
দেবেন ।ধন্যবাদ ।