পাসপোট এর সাথে এনআইডি মিল না থাকলে কি করবেন// passport correction // nid correction

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2022
  • যারা ইতিপূর্বে পাসপোট করেছেন এবং পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা যখন পার্সপোট নবায়ন করতে যাবেন তখন কিন্তু আপনার পাসপোর্ট এবং এনআইডি তথ্য সম্পূর্ণ মিল দেখাতে হয়। অথবা আপনি হঠাৎ লক্ষ করলেন আপনার পাসপোটের সাথে আপনার এনআইডির তথ্য মিল নেই ! তখন কি করবেন ? কি করলে আপনার সমসাটি সমাধান হবে ।
    যাদের পূর্বের পাসপোর্ট আছে এবং পাসপোটটির মেয়াদ উত্তীণ হয়ে গিয়েছে তারা যখন পাসপোট নবায়ন করবেন তখন আবশ্যই আপনার পাসপোর্টের সাথে এনআইডির সমস্ত তথ্য মিল আছে কিনা চেক করে নিবেন। যদি দেখেন যে কোন ১টি তথ্য মিল নেই তাহলে অনুগ্রহ করে পাসপোট নবায়নের আবেদন করবেন না, যদি আবেদন করেন বিপদে আপনিই পড়বেন কারণ পাসপোর্ট অফিস আপনার আবেদনটি গ্রহণ করবে না। আপনার আবেদনটি গ্রহণ করার পূর্বে তারা আপনার এনআইডি এবং পাসপোর্ট এর তথ্য মিল আছে কিনা তা চেক করে গ্রহণ করে। তাই সাবধান! এখন আসি যদি পাসপোটের সাথে এনআইডির তথ্য মিল না থাকে তাহলে কি করবো ? তো প্রথমে আপনকে দেখতে হবে যে পাসপোর্টের সাথে এনআইডির কোন তথ্যটি মিল নেই। যদি দেখেন যে আপনার নিজের নামে সমস্যা, আর সমস্যাটি হচ্ছে আপনার পাসপোটের নাম আছে এনামুল হক, কিন্তু আপনার এনআইডি তে আছে এনামুল ইসলাম, অথবা Passport e ase Enamul Haque, R NID te ase Anamul Haq তো এখন কি করবেন ? এখন আপনাদের আপনার আরো কিছু ডকুমেন্ট চেক করতে হবে, যেগুলো হচ্ছে, আপনার সার্টিফিকেট এবং জন্ম সনদ , যদি দেখেন যে আপনার সার্টিফিটেক এবং সনদ পাসপোর্টের সাথে মিল আছে তাহলে আপনি আপনার এনআইডি কার্ডটি সংশোধন করে নিতে পারবেন খুব সহজেই, শুধু অনলাইনে আবেদন করে আর সাথে , আপনার সার্টিফিকেট, জন্ম সনদ এবং পাসপোর্ট সংযুক্ত করে আবেদন করবেন আশা করি দ্রুত আপনার সংশোধন হয়ে যাবে আপনার এনআইডি টি।
    আর যদি দেখেন আপনার নিজের নাম সম্পূর্ণ ঠিক আছে কিন্তু বাবা-মা এর নামে সমস্যা তো তখন আপনাকের দেখতে হবে সমস্যাটা কোথায় নামে নাকি নামের বানানে ? যদি দেখেন নামের বানানে অথবা নামেই সমস্যা তখন আপনি আগে দেখবেন যে আপনার পাসপোট এর সাথে আপনার বাবা-মার এর এনআইডি মিল আছে কিনা ? এবং আপনার সমস্ত সাটিফিকেট এবং জন্ম সনদ পাসপোর্টের সাথে মিল আছে কিনা ? যদি দেখেন সব কিছু পাসপোর্টের সাথে মিল আছে তাহলে এটা আপনি এনআইডি সংশোধন আবেদন করতে পারিবেন এবং আবেদনের সাথে আপনার বাবার এনআইডি, আপনার পাসপোট, আপনার সাটিফিকেট এবং জন্ম সনদ সংযুক্ত করে আবেদন করবেন। আর যদি দেখেন সমস্ত ডকুমেন্টের সাথে আপনার এনআইডি ঠিক থাকে কিন্তু পাসপোট ঠিক নেই তাহলে আপনাকের পাসপোর্ট সংশোধন করতে হবে।
    পাসপোট সংশোধন এর কিন্তু কোনো অনলাইন আবেদন নেই, আপনি নরমালি আবেদন করবেন নতুন আবেদন যেভাবে করেন শুধু আবেদনের সময় আপনার সঠিক তথ্যটি দিয়ে আবেদন করবেন এবং আবেদনের সাথে একটি হলফনামা সংযুক্ত করতে হবে, এই হলফনামাটি আপনি কোট থেকে অথবা কোন ১ম শ্রেনির উকিল অথবা ম্যাজিসসেট থেকে হলফ নামা করিয়া সেটি সাথে সংযুক্ত করতে হবে।
    মুল কথা হচ্ছে আপনাকে দেখতে হবে আপনার ভুলটি কোথায় হয়েছে এবং এটা যে ভুল তার উপযুক্ত শক্ত প্রমানাদী বেশি কোনটায় আছে যদি পাসপোর্টের পক্ষে প্রমান বেশি থাকে এবং তাহলে এনআইডি সংশোধন করবেন আর এনআইডির পক্ষে প্রমানাদী বেশি থাকলে পাসপোট সংশোধন করবেন।
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 13

  • @MdJamalUddin-ce7du
    @MdJamalUddin-ce7du หลายเดือนก่อน

    জন্ম তারিখ ঠিক করতে হবে
    পাসপোর্ট এর সাথে মিল নেই আইডি কার্ড এর

  • @DelowarHossain-k4l
    @DelowarHossain-k4l 27 วันที่ผ่านมา

    😊

  • @MDRipon-iz1tm
    @MDRipon-iz1tm หลายเดือนก่อน

    ভাইয়া আমার বয়সের মিল নাই,,
    আমি যদি আইডি কাডের মত করে পাসপোটের টা সংশোধন করি তাহলে কি হবে।

  • @saddambdvlogs636
    @saddambdvlogs636 11 หลายเดือนก่อน

    Vai apnar satha kotha bolte cai

  • @mohammadabedhossen7333
    @mohammadabedhossen7333 6 หลายเดือนก่อน

    আমার পাসপোর্টে পোস্ট অফিস দিয়েছে রঘুনন্দন হাট ৪৩৪৫
    কিন্তু nid ওয়েবসাইটে আছে আমতলী ৪৩৪৫। এখন আমি জানতে চাইছি পোস্ট কোড ঠিক থাকার পরও পোস্ট অফিসের নামের মিল না থাকায় কি কোন সমস্যা হবে।

    • @ismailtech71
      @ismailtech71  6 หลายเดือนก่อน

      Borto mane apnr area er sothik post office er name Dile kono problem hobe na

  • @reazahmed1540
    @reazahmed1540 5 หลายเดือนก่อน

    ভাই Nid এর একটা নাম্বার ভুল করছে আমার Nid সম্পূর্ন সঠিক, শেষে আছে 36 কিন্তু পাসপোর্ট অফিস থেকে ভুল করছে তারা 36 এর বদলে 35 দিছে এখন কি নবায়ন করতে পারবো

  • @simranmou2134
    @simranmou2134 6 หลายเดือนก่อน

    Jodi ager passport er moto filup kori

    • @ismailtech71
      @ismailtech71  6 หลายเดือนก่อน

      Hobe na
      Nid onujay korte hobe

    • @Mahfuz_Faisal
      @Mahfuz_Faisal 25 วันที่ผ่านมา

      ​@@ismailtech71ভাই আমার ঠিকানার মিল নেই তাহলে হবে?NID তে আমার ঠিকানা ভুল

    • @FahimAhmed-qf1on
      @FahimAhmed-qf1on 21 วันที่ผ่านมา

      আমার ও সেইম কেস ​@@Mahfuz_Faisal