শুধু MRP দিয়ে ই-পাসপার্ট প্রদানের প্রস্তাব | My Passport। প্রবাসীদের জন্য সুপারিশ। MRP to Epassport

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2024
  • দেশে এবং প্রবাসীদের সুবিধার কথা চিন্তুা করে এ সুপারিশ করা হয়েছে। এম আর পি তে কি সমস্যা? কিভাবে এ সুবিধা নেয়া যেতে পারে?
    এ চ্যানেলের আরো ভিডিও লিংক নিচে দেয়া হলো:
    ই-পাসপোর্ট করার নিয়ম ভিডিও লিংক
    • ই-পাসপোর্ট আবেদনের নিয়...
    ই-পাসপোর্ট আবেদনে এ ভুলগুলো করলেই ঝামেলায় পড়বেন। নিচে লিংক
    • ই-পাসপোর্ট আবেদনে কমন ...
    যেসকল কারণে আই পি এ রিজেক্ট হয় নিচের লিংকে
    • যে সকল কারণে IPA রিজে...
    নিচের লিংকে উল্লিখিত শব্দগুলো কখনোই আপনার পাসপোর্ট, জন্মনিবব্ধন বা এন আই ডি তে ব্যবহার করবেন না।
    • এ শব্দগুলো আপনার পাসপো...
    এ চ্যানেলের কোন কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহর করলে কপিরাইট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
    #my_passport
    emaii: oashim779du@gmail.com

ความคิดเห็น • 297

  • @mdmohiuddinbhuiyan9906
    @mdmohiuddinbhuiyan9906 5 หลายเดือนก่อน +29

    স্যার আপনার প্রস্তাব টি হাজার হাজার, প্রবাসীর উপকার হবে, MRP passport দিয়ে, E passport দিলে, ইতালিতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা এই পাসপোর্ট সমস্যা আছে, আপনাকে, অনেক ধন্যবাদ ❤❤❤❤❤

    • @badrulislam1661
      @badrulislam1661 หลายเดือนก่อน

      আসসালামু আলাইকুম আপনার কথায় আমরা সবাই একমত

  • @sumongazi585
    @sumongazi585 5 หลายเดือนก่อน +19

    Mrp দিয়ে ই পাসপোর্ট এটাই ভালো হবে স্যার। আমরা বাংলাদেশ থেকা যখন প্রথম পাসপোর্ট করি তখন এতটা কড়াকড়ি আইন ছিলোনা। তাই যেমন খুশি তেমনি পাসপোর্ট বানিয়েছে। এখন এই সমস্যার কারনে অনেক প্রবাসীদের সমস্যা হচ্ছে। তাই আপনাকে ধন্যবাদ যে এই প্রস্তাব দেওয়ার জন্য।

  • @raihanhossin6766
    @raihanhossin6766 5 หลายเดือนก่อน +8

    আপনি একদম বাস্তব কথা বলছেন ধন্যবাদ আপনাকে। সরকার যদি আপনার কথা অনুযায়ী Mrp থেকে E পাসপোর্ট করে তাহলে অনেক প্রবাসীরা উপকৃত হবে

  • @hasanmia8177
    @hasanmia8177 5 หลายเดือนก่อน +10

    সার এটা করলে হয়ত আমরা থাকতে পারব বিদেশে অনেক মানুষের এই সমস্যা এমআরপি দিয়ে ই পাসপোর্ট করতে পারলে আমাদের কোন সমস্যা হবে, না,,আমরা দেশে আরো বেশি রেমিট্যান্স দিতে পার এই পাসপোর্ট নিয়া অনেকেই টেনশনে আছে,,আপনাকে অনেক ধ্যানবাদ এই পস্তাব করার জন্য,,❤🥀

  • @alimdmahfuz1390
    @alimdmahfuz1390 5 หลายเดือนก่อน +11

    এটা অনেক অনেক চমৎকার এবং প্রবাসী বান্ধব প্রস্তাব। আপনি সিঙ্গাপুরে আমাদেরকে যেভাবে সহযোগিতা এবং সহমর্মিতা প্রদান করে যাচ্ছেন স্যার এতে করে আপনার প্রস্তাবনার দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা করি।

  • @user-rf4sy4zt8j
    @user-rf4sy4zt8j 4 หลายเดือนก่อน +4

    আপনি বাংলাদেশের গর্ব। পবাসীদের পখক থেকে আনেক আনেক দোয়া।

  • @somanmiah8131
    @somanmiah8131 5 หลายเดือนก่อน +5

    অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে,আপনার প্রস্তব ই সঠিক এবং সকল প্রবাসীর উপকার হবে। এই প্রস্তাবটিই চালু করান সবাই মিলে।

  • @mdsakilmahmud9786
    @mdsakilmahmud9786 4 หลายเดือนก่อน +1

    এর চাইতে ভালো সমাধান আর হতে পারে না।
    পাসপোর্ট অধিদপ্তরের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রবাসীদের কথা বিবেচনায় নিয়ে এবং দেশের রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে এই কাজটি খুবই জরুরি।
    আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।
    জাস্ট স্যালুট,,,,,,,,,

  • @md.akramhossain8406
    @md.akramhossain8406 18 วันที่ผ่านมา

    আসসালামুয়ালাইকুম স্যার আমি আপনারে অন্তর থেকে ভালোবাসি স্যার আপনার এই প্রস্তাবটা যদি সত্যিই বাস্তবায়ন হয় তাহলে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী বিদেশে কাজ করতে পারবে হাজারো মানুষের সমস্যা স্যার এই সমস্যার কথা আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করি কিন্তু কখনোই এর সমাধান খুঁজে পায় না আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখেন

  • @nileakash0752
    @nileakash0752 5 หลายเดือนก่อน +3

    প্রবাসীদের নিয়ে আপনি চিন্তা ভাবনা অনেক ভালো এর জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা

  • @user-eh9eq2nc7m
    @user-eh9eq2nc7m 4 หลายเดือนก่อน +4

    MRP দিয়ে অল্প সময়ে NID সংশোধন করার ব্যবস্থা করা হোক, তাহলেই তো সমস্যা সমাধান হয়ে যায়।

  • @ahmedshakil9269
    @ahmedshakil9269 5 หลายเดือนก่อน +2

    ভালো একটা প্রস্তাব,এইটা করা খুবই জরুরী,লাখ লাখ প্রবাসী এই সমস্যা নিয়ে ভুগতেছে

  • @mdarif-ff6ny
    @mdarif-ff6ny 2 หลายเดือนก่อน

    আমি কাতার থেকে, আপনার প্রস্তাবকে সাধুবাদ জানাই সরকারও যেন প্রস্তাব টি আমলে নেয়, তাহলে যাদের সমস্যা আছে তাদের সমস্যা সমাধান করতে সুবিধা হবে।

  • @salam815
    @salam815 5 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ স্যার,এই প্রস্তাবটি যেন বাস্তবায়ন হয়,এই জন্য সরকারের কাছে বিনিত আবেদন।

  • @polashahmed198
    @polashahmed198 5 หลายเดือนก่อน +2

    আপনার প্রস্তাব অনেক মূল্যবান, অনেক সমস্যা সমাধান হবে, ধন্যবাদ স্যার,

  • @suhagbinlilu50
    @suhagbinlilu50 3 หลายเดือนก่อน

    জনাব,আপনার প্রস্তাবনাটি একদম বাস্তবমুখী এবং জনকল্যাণমূলক।
    প্রত্যাশা করছি আপনার প্রস্তাবনাটি বিবেচিত হবে।

  • @tusharzaman9805
    @tusharzaman9805 2 หลายเดือนก่อน

    স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রবাসে থাকা লক্ষ লক্ষ প্রবাসীর এই সমস্যাটা হচ্ছে, আশা করি দ্রুত এটা বাস্তবায়ন হবে, আমরা উপকৃত হব, আল্লাহ আপনার সহায় হোক

  • @user-mn5kg7bx7e
    @user-mn5kg7bx7e 5 หลายเดือนก่อน

    স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে বাংলাদেশে চিঠি দিয়েছেন আমাদের প্রবাসীদের কথা ভেবে

  • @sajibmohammad8486
    @sajibmohammad8486 5 หลายเดือนก่อน +3

    স্যার আমার আইডি কার্ড এর সাথে পাসপোর্টের নামের মিল নাই, পাসপোর্টে নাম আসছে ডাক নাম আর আইডি কার্ডে নাম হচ্ছে সার্টিফিকেট। কে জানে পাসপোর্ট নিয়ে এতো ঝামেলা হবে?
    স্যার আপনার প্রস্তাবনা খুবই প্রশংসনীয় এবং প্রবাস বান্ধব।❤

  • @forhad-etcvideos6169
    @forhad-etcvideos6169 5 หลายเดือนก่อน

    আপনাকে অনেক ধন্যবাদ সরকারের কাছে আমাদের এই পাসপোর্ট সংক্রান্ত সমস্যা জানানোর জন্য এবং আশা করছি সরকারের কর্মকর্তারা আপনাদের প্রস্তাবটি গ্রহণ করবে।

  • @prodhanyeasin4694
    @prodhanyeasin4694 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম স্যার এই প্রস্তাবের জন্য আপনাকে ধন্যবাদ আমারও পাসপোর্ট এর সাথে আইডি কার্ডের মিল নাই স্যার হাজার প্রবাসী একটি আবেদন MRP পাসপোর্টে যেনো ই পাসপোর্ট দেয়

  • @mizanurrahman3998
    @mizanurrahman3998 4 หลายเดือนก่อน

    ধন্যবাদ স্যার। আপনি একটি সময় উপযোগী প্রস্তাব দিয়েছেন সরকারকে। আশা করি আপনার প্রস্তাবটি সরকার পাস করবে।

  • @ashrafulslam520
    @ashrafulslam520 5 หลายเดือนก่อน +4

    Mrp to e passport করলে খুব ভালো হবে স্যার, এ উদ্যোগ নেওয়া র জন্য ধন্যবাদ।

  • @shiponahmed714
    @shiponahmed714 2 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম স্যার আপনি যে এই প্রস্তাবটা রাখছেন খুবই ভালো প্রস্তাব স্যার এমআরপি ২ই পাসপোর্ট দিলে বাংলাদেশের সকল প্রবাসীদের উপকার হবে দয়া করে আমাদের জন্য এটুকু করেন

  • @AbdulKaderJohny-pp4mb
    @AbdulKaderJohny-pp4mb 4 หลายเดือนก่อน

    ধন্যবাদ স্যার আপনাকে প্রবাসীদের সমস্যাগুলো তুলে ধরা জন্য। জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয় পত্র সংশোধন সহজীকরণ করলে প্রত্যেকটা প্রবাসী আর জামেলায় পড়বে না ।

  • @saiduzzamansohag7642
    @saiduzzamansohag7642 17 วันที่ผ่านมา

    আমি পাসপোর্ট রেনু করতে পারি নাই সেই জন্য আমার ভিসা বাতিল হয়েছে আমার ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে এনআইডি সংশোধন করতে আমি অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি,,
    বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, হয়তো আমাদের এনআইডি সংশোধন করা সহজ করে দেওয়া হোক, আর না হয় এম আরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করা হোক এই কামনা করছি,,

  • @mdkamrulislam9897
    @mdkamrulislam9897 5 หลายเดือนก่อน

    AlhamdulilAllah very good proposal MRP to E passport ❤❤❤ it’s will be very useful decisions for all MRP users over the world Bangladeshi

  • @saifulislam-rq9tz
    @saifulislam-rq9tz หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম, স্যার আপনার প্রস্তাবটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা প্রবাসী তাদের জীবিকার মুল হাতিয়ার এই পাসপোর্ট। ৮০% প্রবাসীদের পাসপোর্ট, জন্মনিব্ধন, জাতীয় পরিচয়পত্রে অমিল বা বয়সের ব্যবধান রয়েছে । মুলকথা,,, প্রবাসীদের পাসপোর্ট যেহেতু জীবিকার্জনের প্রধান হাতিয়ার , সেহেতু বর্তমান পাসপোর্ট অনুযায়ী এনআইডি, এবংঅনান্য ডুকোমেন্ট,সংশোধন করার সুযোগ করে দিলে প্রবাসীদের দুর্দশা কেটে যেত।

  • @AffectionateClipperButte-ev9ik
    @AffectionateClipperButte-ev9ik หลายเดือนก่อน

    আপনার প্রস্তাব টি অনেক প্রবাসীদের উপকার হবে

  • @ikramhossain6842
    @ikramhossain6842 5 หลายเดือนก่อน

    স্যার আপনার প্রস্তাবটি গ্রহন হোক আল্লাহ তাআলার অষেশ মেহেরবানিতে

  • @sayedrakibulhossain7516
    @sayedrakibulhossain7516 5 หลายเดือนก่อน +2

    E-passport এর আবেদন করেছি
    ইনশাআল্লাহ ফেব্রুয়ারির ৭ তারিখে দেখা হবে ইনশাআল্লাহ ❤

  • @FaisalAhmed-xc7cy
    @FaisalAhmed-xc7cy 5 หลายเดือนก่อน +2

    Very good notion by the officer.Thanks

  • @mdsajeeb4960
    @mdsajeeb4960 4 หลายเดือนก่อน

    ধন্যবাদ স্যার আপনাকে।মহান রব্বুল আপনার হায়াতে অধিক বরকত দান করুক। আমিন🤲

  • @MAhaque-gf3ld
    @MAhaque-gf3ld 5 หลายเดือนก่อน

    স্যার, আমারও একই সমস্যা। আপনার প্রস্তাবটি অনুমোদনের অপেক্ষায় রইলাম। আশা করি সরকার এব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ।

  • @user-ph9ll2qg8j
    @user-ph9ll2qg8j 5 หลายเดือนก่อน +1

    onk sundor kotha bolechen sir
    MRP diyei E-passport kora etai vlo hobe
    noyto amra probasi ra bipode pore jabo

  • @sajibmohammad8486
    @sajibmohammad8486 5 หลายเดือนก่อน +2

    প্রবাসীদের বেশিরভাগ পাসপোর্টের এর সাথে আইডি কার্ড ঠিক নাই, তাই এম আর পি থেকে কোনো অভিযোগ ছাড়াই ই পাসপোর্ট করলে অনেক ভালো হয় স্যার।

  • @sabdchannel132
    @sabdchannel132 4 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার কথাটা অনেক ভালো লাগছে সরকারের এটাই করা উচিত

  • @hellobangla7408
    @hellobangla7408 หลายเดือนก่อน

    অতি উত্তম প্রস্তাব ধন্যবাদ

  • @user-rf4sy4zt8j
    @user-rf4sy4zt8j 4 หลายเดือนก่อน

    সরকার অবশ্যই যেন আপনার পস্তাবনাটি মূল্যায়ন করে দেশ ও অর্থনীতি গতিশীল রাখে।

  • @user-nj6vl7ft1z
    @user-nj6vl7ft1z 5 หลายเดือนก่อน

    Right,, আমার মনে হয় ছেড়ে অনেকেরই গড়মিল আমাদের তো আইডি এমআরটি থেকে ই-পাসপোর্টে অনেক,, এখন যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট ই-পাসপোর্ট করে দিলে ভালো

  • @HabiburRahman-er4bf
    @HabiburRahman-er4bf 5 หลายเดือนก่อน

    লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব সবই করলাম ❤️🌹

  • @abusayed-pn6ip
    @abusayed-pn6ip 5 หลายเดือนก่อน

    আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক।

  • @Probashworld
    @Probashworld 4 หลายเดือนก่อน +1

    আমরা প্রবাসীদের দাবি mrp to mrp পাসপোর্ট চালু থাকুক নতুবা mrp to e passport সিস্টেম চালু করা হোক।
    নয়তো আমরা লক্ষ লক্ষ প্রবাসী বিপদের সম্মুখীন হব।

  • @sakhawatsakhawat796
    @sakhawatsakhawat796 5 หลายเดือนก่อน +1

    মনের কথা বলছেন ভাই ❤❤❤

  • @rashedulalam4869
    @rashedulalam4869 3 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ স্যার আপনি যে প্রস্তাবটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করি সেটা যেন সরকার বিবেচনা করে আমাদের জন্য অনেক উপকার হবে স্যার

  • @naimurrahman3841
    @naimurrahman3841 2 หลายเดือนก่อน

    আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দেক ❤

  • @mdabdulahad9338
    @mdabdulahad9338 หลายเดือนก่อน +1

    MRP to E-passport হবে যৌক্তিক সমাধান 👌 নতুবা লাখো লাখো প্রবাসী নিশ্চিত সমস্যায় পড়বে ✔️

  • @mumenmiah9803
    @mumenmiah9803 4 หลายเดือนก่อน

    Many many thanks dear sir ❤ very informative video

  • @user-ku3kv2jv4t
    @user-ku3kv2jv4t 5 หลายเดือนก่อน

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রস্তাবটা অনেক সুন্দর অনেক অনেক ধন্যবাদ স্যার

  • @mobarakkarim1735
    @mobarakkarim1735 2 หลายเดือนก่อน

    স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @user-hh7tn7xz4f
    @user-hh7tn7xz4f หลายเดือนก่อน

    স্যার আপানার কথা গুলো খুব গুরত্বপূর্ণ

  • @md.akhterfaruk4195
    @md.akhterfaruk4195 5 หลายเดือนก่อน +1

    আল্লাহ আপনাকে ভালো রাখুন ইনশাআল্লাহ

  • @Tajulislam-fk3yl
    @Tajulislam-fk3yl หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম জি ভাই আমরাও চাই আপনাদের প্রস্তাবনা যেন সরকার অতি দ্রুত আমলে নিয়ে গুরুত্ব ও সহকারে দেখেন এবং বিবেচনা করেন, কারণ বাংলাদেশে এসে হাজার হাজার প্রবাসী ই পাসপোর্ট করে ফেঁসে গেছে, এ ক্ষেত্রে বেশির ভাগ মানুষের বয়সের পার্থক্যটায় বেশি দেখা যাচ্ছে। বাংলাদেশের সরকার যেন প্রবাসীদের প্রতি স হৃদয় হন।

  • @MdFarhan-ds5hd
    @MdFarhan-ds5hd 4 หลายเดือนก่อน

    স্যার আপনার কথা লক্ষ কোটি মানুষের উপকার হবে

    • @MdFarhan-ds5hd
      @MdFarhan-ds5hd 4 หลายเดือนก่อน

      আমি সৌদি আরব প্রবাসি স্যার এ সম্যসা হাজার লক্ষ প্রবাসির এ সমস্যাটা আপনার মাধ্যমে সমাধা হলে হাজার লক্ষ প্রবাসির দোয়া কখনো বৃথা যাবেনা। দোয়ার মতো ইবাদত কখনো বৃথা যাবেনা ইনশাআল্লাহ। বুলেট মিছ হবে দোয়া মিছ হবেনা ইনশাআল্লাহ। মহান আল্লাহ আপনার উওম প্রতিদান দান করুক আমিন

  • @nurulaminn1648
    @nurulaminn1648 หลายเดือนก่อน

    You are right

  • @user-ou5wl3yi4j
    @user-ou5wl3yi4j 5 หลายเดือนก่อน

    সুন্দর প্রষতাব স্যার।

  • @opu-ahamed-S.R-feni
    @opu-ahamed-S.R-feni 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤আপার কথা গুলো ঠিক আছে

  • @Mohammedshaju-ft9ei
    @Mohammedshaju-ft9ei 2 หลายเดือนก่อน

    very very thanks

  • @mdjoney4237
    @mdjoney4237 4 หลายเดือนก่อน

    Thanks brother good amrah sohomot aponar sate

  • @alveekazi1518
    @alveekazi1518 5 หลายเดือนก่อน

    Sudhu birth certificate diye ki passpor renuwal kora jabe?? Nid chara... Please janaben???

  • @bdchannel3035
    @bdchannel3035 4 หลายเดือนก่อน

    এটাই চাই প্রবাসীদের অনেক উপকার হবে এম আর পি থেকে ই পাসপোর্ট আবেদন চালু করলে আমি এক মত

  • @ashiqurrahman9163
    @ashiqurrahman9163 2 หลายเดือนก่อน

    Good advice

  • @RejaulKarim-gc6fq
    @RejaulKarim-gc6fq 2 หลายเดือนก่อน

    আপনার প্রস্তাব সরকারের নজরে দেওয়া উচিত খুব গুরুত্বপূর্ণ বিষয়

  • @user-hr8he3sy7f
    @user-hr8he3sy7f 5 หลายเดือนก่อน +2

    স্যার mrp passport to e passport সরকার যদি দেয় তা প্রবাসী বিদেশ থাকতে পারবে দেশ উন্নত হবে এভাবে যদি না দেয় পৃথিবীতে যত লোক আছে অধিকাংশ লোক ডুগোমেন্ট রেখে দেশ চলে যেতে হবে

  • @rubelhossain8700
    @rubelhossain8700 4 หลายเดือนก่อน

    Etai sokol somossa somadhaner sothik dik❤

  • @mdnasiruddin2033
    @mdnasiruddin2033 5 หลายเดือนก่อน +2

    thanks a bunch 👍 please assist us

  • @mrbbvologs906
    @mrbbvologs906 3 หลายเดือนก่อน

    একদম সময় উপযোগী প্রস্তাব এবং সরকার এমআরপি থেকে সরে আসলে অবশ্যই দ্রুত এমআরপি টু ই পাসপোর্ট করার ব‍্যাবস্থা করবে এবং এন আই ডি ও জন্মনিবন্ধন এসব অনলাইন করা জামেলা থেকে প্রবাসীরা মুক্তি পাবে

  • @riazuddin1584
    @riazuddin1584 5 หลายเดือนก่อน +2

    Tnx sir

  • @aamedaamed4258
    @aamedaamed4258 3 หลายเดือนก่อน

    একদম ঠিক কথা।

  • @user-rt1cs9dx2s
    @user-rt1cs9dx2s 4 หลายเดือนก่อน

    ১০০%ভাল প্রস্তাব।

  • @ahadamin999
    @ahadamin999 4 หลายเดือนก่อน

    Sir great idea

  • @zakirulislam-yi4fh
    @zakirulislam-yi4fh 2 หลายเดือนก่อน

    Thanks

  • @mdatik7559
    @mdatik7559 5 หลายเดือนก่อน

    এটা ভালো সিদ্ধান্ত

  • @monoranjan485
    @monoranjan485 4 หลายเดือนก่อน

    Sir..adab niben.amar passport er bektigoto number offline.. Search delay kono kichu asay na...er jonno ki amar flight korar somoy immigration ki kono problem hobay, sir??plz janaben.. Upokrito hotam sir❤

  • @abdulmomin9657
    @abdulmomin9657 5 หลายเดือนก่อน +1

    সহমত

  • @mdmizan7611
    @mdmizan7611 5 หลายเดือนก่อน +2

    Best proposal

  • @Mahib-ei3gl
    @Mahib-ei3gl 2 หลายเดือนก่อน

    Bangladesh eo ei sojog deya hok ,,sob kagoj sob somoy thik kora jaina deshe thekeo,, Bangladesh e thekeo onek e bipode ase tai sobar jonno ei sojog deya hok

  • @tusharimran2317
    @tusharimran2317 หลายเดือนก่อน

    @kamrulska ভাই আমার আগের MRP পাসপোর্টে আমার পারমানেন্ট এড্রেস দেওয়া মানে এখন যেখানে থাকি। কিন্তু আমার ভোটার আইডি কার্ডে ভিন্ন এড্রেস দেওয়া (কোনো কারন বসত আমি মুভ করি) তখন আমি ভোটার আইডি কার্ড করার সময় যেখানে মুভ করেছি সেইখানের এড্রেস দেই। কিন্তু পরে আবার আগে যেখানে থাকতাম সেখানে চলে আসি। ভোটার আইডি কার্ড পাসপোর্টের পরে করা হয়েছে। তো এই ক্ষেত্রে কি করা উচিৎ? মানে এড্রেস এ বর্তমানে যেখানে থাকি সেইখানের এড্রেস দিবো? কারন আগের পাসপোর্টে যে এড্রেস দেওয়া আর এখন যেখানে থাকি দুইটাই এক। কিন্তু আমার ভোটার আইডি কার্ডে ভিন্ন এড্রেস দেওয়া।

  • @Mominulmoni718-kj6qv
    @Mominulmoni718-kj6qv 5 หลายเดือนก่อน

    Sir ami jedin abedon korbo 1 saptahar modhe appointment pabo ki na ?????

  • @mdashiq7655
    @mdashiq7655 2 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম স্যার, ই পাসপোর্ট আবেদন তারিখের আগে কি আবেদন পত্র জমা দেয়া যাবে,,please বলবেন স্যার

  • @komolkhan9643
    @komolkhan9643 5 หลายเดือนก่อน

    সঠিক বলেছেন

  • @ANOWWRHossain
    @ANOWWRHossain 14 วันที่ผ่านมา

    Sir prostab ti ki grihito hoiye se ki?
    Jode hoiya thake doiya kore janaben.

  • @mohammedanwoar1155
    @mohammedanwoar1155 4 หลายเดือนก่อน

    স্যার আমি সোদিয়ারব প্রোবাসি এখন আমি ১ মাসের ছুটিতে দেশে গিয়ে এমআরপি পাসপোট দিয়ে ই পাসপোট করলে ছুটি শেসে আবার সোদিয়ারব আছতে কোনো সমস্যা হবে কিনা স্যার

  • @raselraj8465
    @raselraj8465 4 หลายเดือนก่อน

    good idea!

  • @hossaindelowar7346
    @hossaindelowar7346 2 หลายเดือนก่อน

    স্যার আসসালামু আলাইকুম স্যার আমি সিংগাপুর আছি আমার বরতমান mrp পাসপোর্ট আমি ই-পাসপোর্ট করতে চাচ্ছি কিন্তু আমার পিতার নামের একটা ভুল আছে তা সংশসংশোধন করে ই- পাসপোর্ট করা যাবে? আর সংশোধন করলে কি সিংাপুর পুনরায় ওয়ারক পারমিট পেতে কি কোন সমসসা হবে জানাবে প্লিজ

  • @biswajitmondal7405
    @biswajitmondal7405 8 วันที่ผ่านมา

    সিংঙ্গাপুর থেকে দেশে গেলে তারা কিভাবে করবে? আমার Mrp পাসপোর্ট আমি মুন্সীগঞ্জ থেকে বলছি। সরকারে উচিত দেখা।

  • @mdrobinchowdhury
    @mdrobinchowdhury 4 หลายเดือนก่อน

    স্যার আমার NID সাইন ইংরেজি আর পাসপোর্ট সাইন বাংলায় আমি চাচ্ছি পাসপোর্ট আর NID সাইন মিল রাখতে এখন কি করা যায়।দয়া করে যদি একটু বলতেন

  • @asaduzzamanmohammad6350
    @asaduzzamanmohammad6350 หลายเดือนก่อน

    Sir amar wife er MRP passport ace .akon ki mrp diye E passport kora jabe .R E passport e ki husband er nam dite hobe

  • @mohammadkabir6637
    @mohammadkabir6637 5 หลายเดือนก่อน

    Right❤

  • @samirmandal2402
    @samirmandal2402 5 หลายเดือนก่อน

    স্যার আমার পাসপোর্টের সাথে এনআইডি কাডের বয়সের মিল নেই কিন্তু জন্মনিবন্ধনের সাথে পাসপোর্টের মিল আছে। আমি কি জন্মনিবন্ধন দিয়ে ই-পাসপোর্ট করতে পারবো। আমার আগের পাসপোর্ট জন্মনিবন্ধন দিয়ে করা । প্লিজ স্যার উত্তর দিন

  • @DESiALOM
    @DESiALOM 5 หลายเดือนก่อน +1

    স্যার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন কতদিন থাকা কালীন ই-পাসপোর্টের আবেদন করা যাবে?

  • @mukutimran
    @mukutimran 5 หลายเดือนก่อน

    আমার e passport এইখানে থেকে করা জন্মনিবন্ধন সব আছে কিন্তু nid এর সাথে মিল নেই সব কিছু দেয়ার পরে ও application pending এ আছে এমতাবস্থায় কি করনিও। সিংাপুর এ nid সংশধন করলে আমাদের প্রবাশি ভাই দের অনেক উপকার হতো

  • @user-tz2dp9tq9q
    @user-tz2dp9tq9q 5 หลายเดือนก่อน

    স্যার, আমার MRPপাসপোর্টের মেয়াদ ৩বছর ৭ মাস আছে, এখন আমি কি E পাসপোর্ট করতে পারবো? আমি এখন সিংগাপুরে কর্মরত আছি। একটু জানাবেন প্লিজ।

  • @letsgo3271
    @letsgo3271 5 หลายเดือนก่อน

    Nice information

  • @Dream.2035
    @Dream.2035 5 หลายเดือนก่อน +1

    Assalamu alykum sir
    IPA ATTESTED এই পদ্ধতি বাতিল করলে আমাদের জন্য খুবই ভালো হয় । Singapore অনেক company boss এটার জন্য বাংলাদেশ থেকে worker আনতে চাই না please
    Understand this .

  • @a.s.jhasan701
    @a.s.jhasan701 3 หลายเดือนก่อน

    Good decision

  • @bayzidbinbahadur6230
    @bayzidbinbahadur6230 5 หลายเดือนก่อน

    Khubi valo prostab❤❤

  • @mddalim2250
    @mddalim2250 4 หลายเดือนก่อน

    Sir Amar passport thake Nid and jonmo nibundon 10 bossor besi Ami ekhon ki korvo.

  • @ANOWWRHossain
    @ANOWWRHossain 14 วันที่ผ่านมา

    Sir prostab ti ki grihito hoiye se ki?
    Jode hoiya thake doiya kore janaben. 7:37

  • @user-mg5uf9cb1i
    @user-mg5uf9cb1i 3 หลายเดือนก่อน

    Sir. Good video...
    স্যার আমার ও এম আর পি পাসপোর্ট এর সাথে এন আইডি এর নাম এর মিল নেই।