গণিতজ্ঞ রামানুজন এর ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী | Ramanujan | জীবনী | Bangla

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • শ্রীনিবাস রামানুজন (ডিসেম্বর ২২, ১৮৮৭ - এপ্রিল ২৬, ১৯২০) অসামান্য প্রতিভাবান এক জন ভারতীয় গণিতবিদ। খুব অল্প সময় বাঁচলেও তিনি গণিতে সুদূরপ্রসারী অবদান রেখে গেছেন। প্রথাগত শিক্ষা না থাকলেও সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় তিনি গণিতের বিভিন্ন শাখায়, বিশেষ করে গাণিতিক বিশ্লেষণ, সংখ্যাতত্ত্ব, অসীম ধারা ও আবৃত্ত ভগ্নাংশ শাখায়, গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর রেখে যাওয়া নোটবুক বা ডায়েরি হতে পরবর্তীতে আরও অনেক নতুন সমাধান পাওয়া গেছে। ইংরেজ গণিতবিদ জি এইচ হার্ডি রামানুজনকে অয়েলার ও গাউসের সমপর্যায়ের গণিতবিদ মনে করেন। অবিভক্ত ভারতের মাদ্রাজের এক গরিব ব্রাহ্মণ পরিবারের সন্তান রামানুজন ১০ বছর বয়সে গণিতের সঙ্গে পরিচিত হোন। তাঁকে এস এল লোনি লিখিত ‘ত্রিকোণমিতি’ পুস্তকটি দেওয়া হয় এবং তখন থেকে তিনি গণিতে সহজাত প্রতিভা প্রদর্শন করেন। ১২ বছরের মধ্যে তিনি ঐ পুস্তকের বিষয়গুলোতে দক্ষতা অর্জন করেন। এমনকী তিনি নিজে কিছু উপপাদ্য আবিষ্কার করেন এবং স্বতন্ত্র ভাবে অয়েলারের এককত্ব পুন:আবিষ্কার করেন। বিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি গণিতে বিশেষ দক্ষতা দেখিয়ে পুরস্কার ও প্রশংসা লাভ করেন। ১৭ বছর বয়সে রামানুজন বার্নোলির সংখ্যা ও অয়েলার-মাসেরনি ধ্রুবকের ওপর নিজের গবেষণা সম্পন্ন করেন। কুম্বাকোটম সরকারি কলেজে পড়ার জন্য বৃত্তি পেলেও অ-গণিতীয় বিষয়ে ফেল করার কারণে তাঁর বৃত্তি বাতিল হযে যায়। এর পর তিনি অন্য একটি কলেজে নিজের গাণিতিক গবেষণা শুরু করেন। এই সময় জীবন ধারণের জন্য তিনি মাদ্রাজ বন্দর ট্রাস্টের মহা হিসাবরক্ষকের কার্যালয়ে কেরানি পদে যোগ দেন। কিন্তু তাঁর গবেষণাকর্ম এ সবের জন্য কখনও ব্যাহত হয়নি।
    পোর্ট ট্রাস্টে কাজ করার সময় কিছু লোকের সঙ্গে তাঁর পরিচয় হয় যাঁরা নোটবুক নিয়ে উৎসাহ প্রকাশ করেন। এর সূত্র ধরে গণিত বিষয়ে কিছু বিশেষজ্ঞের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। ১৯১১ সালে তাঁর প্রথম গবেষণা প্রবন্ধ ‘জার্নাল অফ দ্য ম্যাথেমেটিক্যাল সোসাইটি’ পত্রিকায় প্রকাশিত হয়। সংখ্যাতত্ত্বের উপর তাঁর গবেষণালদ্ধ ‘সাম প্রপার্টিজ অফ বারনৌলিস নাম্বারস’ নামে তাঁর প্রথম দীর্ঘ প্রবন্ধ একই বছর প্রকাশিত হয়। ১৯১২ সালে একই পত্রিকায় তাঁর আরও দু’টি প্রবন্ধ প্রকাশিত হয় এবং সমাধানের জন্য কিছু প্রশ্নও প্রকাশিত হয়।
    #biography
    #viralvideo
    #ramanujan
    #jiboni
    #bangla
    #information

ความคิดเห็น • 18

  • @debasishchakrabarti4921
    @debasishchakrabarti4921 ปีที่แล้ว +2

    গনিতবিদ 'রামানুজন'কে সশ্রদ্ধ প্রণাম জানাই 🙏🙏🙏🙏

  • @nilimadey9738
    @nilimadey9738 ปีที่แล้ว

    Anekei ramanujam sammondhhe janina ..khub guruttopurno bisae nie video korecho khub bhalo laglo anek ajana tathho samne aslo ..bhalo theko ..jano math ami bhalo parina

  • @Birbanha6224
    @Birbanha6224 4 หลายเดือนก่อน

    Tanks for all
    ❤️
    ❤️
    ❤️










  • @swapanchakraborty6196
    @swapanchakraborty6196 ปีที่แล้ว

    অজানা অনেক অসাধারণ ঘটনার কথা জানা গেল।

  • @PuchkiRoy-on2ez
    @PuchkiRoy-on2ez ปีที่แล้ว +2

    ❤❤

  • @mdabujarrohoman-dt5dh
    @mdabujarrohoman-dt5dh ปีที่แล้ว

    বাস্তব জীবনে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া অন্য কোন অংক কখনোই কাজে লাগেনি ।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  ปีที่แล้ว +2

      আচ্ছা।
      তাই বলে গণিত শাস্ত্র কে বাদ দিলে চলবে কেনো

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 10 หลายเดือนก่อน

      যে কোনও বিষয়ের চলতি জিনিস টাই দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়। শাস্ত্রীয় দিকটা উচ্চতর
      ( copybook) দিকটা গবেষক, শিক্ষকদের জন্য।
      আমরা চলিত ভাষায় দৈনিক কথা বলি, সাধুভাষায় নয়।

    • @MehediMehedi-l5z
      @MehediMehedi-l5z 8 หลายเดือนก่อน

      তুমি বোকা

    • @Samim_vlog99
      @Samim_vlog99 7 หลายเดือนก่อน

      Mathematics is main source of science

    • @Samim_vlog99
      @Samim_vlog99 7 หลายเดือนก่อน

      King of science 🎉 ( mathematics)