আমি ইন্ডিয়ান জানার পর, আমার সঙ্গে বাংলাদেশিদের ব্যবহার যেমন ছিল | কুষ্টিয়া 🇮🇳🇧🇩 | Bangladesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 1.5K

  • @yousufantu5751
    @yousufantu5751 9 หลายเดือนก่อน +264

    ভাতৃত্ব সবখানেই থাকে,লোকমুখে অনেক কথাই শুনা যায় ওরা ভালো ওরা ভালোনা।
    তবে ভারতীয় বাঙ্গালীরাও যথেষ্ট অতিথি পরায়ণ। যতবার গিয়ে বাংলাদেশি পরিচয় দিয়েছি সবখানেই তারা সর্বোচ্চটাই দিয়েছে তাদের ভালোবাসায় সিক্ত।
    ভালো থাকুক সকল বাঙ্গালীরা ❤️

    • @Shamimmia-d5g
      @Shamimmia-d5g 8 หลายเดือนก่อน

      আমি ৭ বছর বাহিরে ছিলাম প্রত্যেকটা ভারতীয় নিচুস্তর বা নিচুমনের একদম,
      অন্য দেশের তুলনায়

    • @ablazebox
      @ablazebox 6 หลายเดือนก่อน

      ভারতীয় বাঙ্গালীরা যথেষ্ট অতিথি পরায়ণ না

    • @mafkaarim6782
      @mafkaarim6782 5 หลายเดือนก่อน

      এটাই আমরা লোক মুখে অনেক কথা শুনে একে অপর কে ভুল বুঝি।সবকিছু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মিথ্যাচার করে সাম্প্রদায়িক মহল

    • @antidote271
      @antidote271 4 หลายเดือนก่อน +1

      Amar val😂😂😂

    • @dearbd513
      @dearbd513 4 หลายเดือนก่อน

      ভারতীয় বাঙালি বিশেষকরে পশ্চিমবঙ্গের বাঙালিরা মোটেও অতিথিপরায়ন না।

  • @sujitnarayansur3303
    @sujitnarayansur3303 ปีที่แล้ว +243

    বাংলাদেশের মানুষেরা খুবই অতিথি
    পরায়ন। খুবই ভালো মনের মানুষ
    হয় এনারা। ভালো থাকুন ওনারা।
    কোলকাতার 🙏

    • @Sadnanfucking
      @Sadnanfucking ปีที่แล้ว +2

      পশ্চিমবঙ্গ বলেন, কলকাতা কী???

    • @faysalahmed9806
      @faysalahmed9806 ปีที่แล้ว +1

      আপনিও ভালোবাসা নিয়েন দাদা

    • @AnwarHossain-yw7jm
      @AnwarHossain-yw7jm 11 หลายเดือนก่อน

      এখন তো কলকাতার দাদারা আপনাকে গালমন্দ করবে!
      🤣🤣🤣

    • @celebrityreal8648
      @celebrityreal8648 9 หลายเดือนก่อน

      কলকাতা বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিলো কোনো এক সময়ে।ইন্ডিয়া সেটা সিস্টেমে দখল করে নিয়ে গেছে। কিন্তু কলকাতাবাসী মনে প্রানে একজন বাংগালী এবং বাংলাদেশ মুখি

    • @mdazim3573
      @mdazim3573 หลายเดือนก่อน

      দুঃখের বিষয় এদেশে যারা অন্য ধর্মের লোক আছে তারা দেশটাকে নিয়ে চক্রান্তে লিপ্ত তোরা এত ভালো থাকা সত্ত্বেও কিছু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা শিকার হলেই বলে জঙ্গিরা তাদের মারা আসলে তাদের মনটা এত খারাপ কেন মুসলিম মানেই তারা মনে করেছ এটা কোন ধরনের কথা হলো ভাই

  • @mbiznafsmanagementkolkata3437
    @mbiznafsmanagementkolkata3437 ปีที่แล้ว +1100

    আমি প্রায় 7/8 বার বাংলাদেশ গিয়েছি । আমি কলকাতা থাকি । বাংলাদেশ আমাকে খুব টানে । বাংলাদেশে আমার এক দাদা স্থানীয় হয়েছিলেন । নাম শ্রদ্ধেয় রফিকূল ইসলাম। আমি পরের দিকে ওনার জন্যই বারবার বাংলাদেশ গিয়েছি । আমি হিন্দু , কিন্ত আমাদের মাঝে কোন ধর্মের ভেদাভেদ ছিল না । আমাকে নিজের ভাই এর মত ভালবাসতেন। আমিও ওনাকে নিজের দাদার মত শ্রদ্ধা করতাম । কিন্ত 2020 আচমকাই ওনার মৃত্যু হয় । খুবই দুঃখ পেয়েছিলাম । মনে হয়েছিল আমার এক পরম আপনজন যেন চলে গেল । বাংলাদেশের মানুষের আতিথেয়তা তুলনাহীন। প্রায় সব মানুষকেই আমার খুব ভাল লেগেছে । সবার বন্ধুত্বে, ভালবাসায়, আর আতিথেয়তায় আমি মুগ্ধ । সূযোগ হলে আবার যাব । বাংলাদেশের বন্ধুরা , দাদা ও দিদিরা সবাই খুব ভালো থাকবেন।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +20

      ❤️❤️

    • @pkhsdgrto
      @pkhsdgrto ปีที่แล้ว

      সমস্ত হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি মুসলমানদের মেয়েদের রাস্তায় নামিয়ে বুরকা তুলে ওদের বদা মারো। কিচ্ছু হবে না দেশের সরকার আমাদের সাথে আছে, মুসলমানদের জম্মই হয় আমাদের হাতে মরার জন্য। জয় শ্রী রাম।

    • @intelligencedepartment2359
      @intelligencedepartment2359 ปีที่แล้ว

      ভাইরে একটা কথাই বলবো, ব্রিটিশ ইন্টারপোল করমি বাংলাদেশের হিন্দু অত্যাচার নিয়ে তদন্ত করে বলে ছিলো যেই জায়গায় ভালোর সংখ্যা টা বেশি সেখানে খারাপ গুলা ভালো হতে বাদ্য ✌️🤝আর জেই জায়গায় খারাপের সংখ্যা টা বেশি সেখানে ভালো গুলো খারাপ হতে বাধ্য ✌️✌️🤝🌏 তাই বাংলাদেশের জন্য তারা হিন্দু ফোবিয়ার আইনটা করলো না 🤗🤗 বেশি কিছু বললাম না 👍 বুজলে বুজ পাতা,,না বুজলে তেজ পাতা 🙄 তুমি হিন্দু তাতে কি আমার বাসায় হিন্দু চাকরি জিবি পরিবার ভাড়া থাকে তারা তাদের মতো থাকছে আমার সাইনবোর্ড টায় লিখা নাই যে সুধু হিন্দু বা মুসলিম পরিবারের জন্য🙄 ভাড়া সবার জন্য 🤐 ভালো থেকো অন্তত আরও মুসলিম দেশ আছে লোকের কথা কানে না দিয়ে ভ্রমণ করে আসো অই গোলা আরও উন্নতমানের দেশ🤝🤝 আর বিপদে পরলে তাদের কাছে সাহায্য চেয়ো আসা করি আরও ভালো রেস্পন্স পাবে ধন্যবাদ 🤝🤝🤝🤝🌏🌏✌️✌️

    • @TheNewTube
      @TheNewTube ปีที่แล้ว +64

      তোমরা সবাই বাংলাদেশের প্রশংসা করতে বাধ্য, যা আমরা পারিনা ভারত তথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আতিথেয়তা দূর, সামান্য সৌজন্যবোধ, মানবিকতা পাওয়া যায় না, কলকাতায়।
      একই ভাষায় কথা বলা মানুষের সাথে এমন বর্বরতা বলার মতো না।

    • @pkhsdgrto
      @pkhsdgrto ปีที่แล้ว

      @@TheNewTube বিচির বালের ভাসা, আমরা ইন্ডিয়ান। मेरा देश मेरा घमंड
      जय श्री राम
      हिंदुस्तान जिंदाबाद
      আর হ্যাঁ, রেন্ডির বাচ্চা ইসলাম মুরদাবাদ। পাকিস্তান মুরদাবাদ।

  • @kamaluddinshaheen2819
    @kamaluddinshaheen2819 ปีที่แล้ว +147

    কুষ্টিয়ায় বাস স্ট্যান্ডের পাশে আদিয়া রেষ্টুরেন্টের মালিক সোহাগ ভাই কে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই একজন বাংলাদেশী হিসেবে। একজন বিদেশি মেহমান কে ( যদিও তাদের আদি নিবাস এই দেশেই ) আতিথেয়তা করে বাংলাদেশের সন্মান বৃদ্ধি করবার জন্য।

    • @mdsajib1883
      @mdsajib1883 11 หลายเดือนก่อน +1

      মনথেকে ধন্যবাদ জানাই হুটেল মালিককে,, সত্যি মুগ্ধ হওয়ার কথা🤎💜💙💚💛🧡❤️

    • @sajibsworld3240
      @sajibsworld3240 5 หลายเดือนก่อน

      বিদেশিদের মুখে নিজের দেশের প্রশংসা সত্যিই গর্বের।

    • @itzsouvik009
      @itzsouvik009 3 หลายเดือนก่อน

      Kiser ei deshe nibas age ota Pakistan chilo r pore wb bharot sorkarer hoy .

  • @BushraAhmed07
    @BushraAhmed07 ปีที่แล้ว +92

    দূর থেকে বাংলাদেশকে নিয়ে অনেকেই অনেক ভুল ধারনা নিয়ে থাকে। আপনারা যারা রিসেন্টলি বাংলাদেশে এসে ভ্লগস বানাচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশা করি আপনাদের জন্য অনেকের অনেক ভুল ধারনা ভেঙ্গে যাচ্ছে। বাংলাদেশে আবার আসার আমন্ত্রন রইলো ।

  • @Jahidkhan-sc6yh
    @Jahidkhan-sc6yh ปีที่แล้ว +50

    আমাদের বাংলাদেশ আসার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল 🇧🇩🇧🇩🇮🇳🇮🇳🇧🇩🇧🇩

  • @Quantam-story
    @Quantam-story ปีที่แล้ว +68

    যাক কিছু ফালতু মিডিয়ার খবর দেখে বাংলাদেশের মানুষের অতিথি আপ্যায়ন সমন্ধে একটা ভুল ধারণা ছিল,কিন্তু তোমার ভিডিও দেখে সত্যি টা জানলাম
    বাংলাদেশের মানুষদের অতিথি আপ্যায়ন ভালো লাগলো 💗💗🙏

    • @thowhidulislamrifat3369
      @thowhidulislamrifat3369 3 หลายเดือนก่อน +1

      Politician Rai eta chay ....naile politics jombe na .

    • @woo_woo100
      @woo_woo100 2 หลายเดือนก่อน

      Afsos shobai aii faltu mediar maddhomei desh dhormo niye danga badhay

  • @Tamim_Ahmed-l8s
    @Tamim_Ahmed-l8s ปีที่แล้ว +53

    আমি প্রবাসে থাকি,কলকাতার অনেক দাদা আছে যারা বাংলাদেশকে অনেক সম্মান করে।

  • @shyamalghosh4344
    @shyamalghosh4344 ปีที่แล้ว +92

    হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান নয় তেমনি মানুষ ও, কাজেই সবাইকে খারাপ বলা ঠিক নয়, এছাড়া আমাদের একই ভাষা, ভাগ্য চক্রে দুটি ভিন্ন দেশ হয়ে গেছে, ভালো মন্দ মিশিয়েই এই পৃথিবী

    • @TheMuktaaaaa
      @TheMuktaaaaa 11 หลายเดือนก่อน +1

      i agree.

    • @NahidHasan.11
      @NahidHasan.11 11 หลายเดือนก่อน

      খুব ভাল বলেছেন?

    • @mmg3453
      @mmg3453 5 หลายเดือนก่อน

      Na alada hindu musolman

  • @majumder.821
    @majumder.821 ปีที่แล้ว +450

    যে কোন দেশেই হোক।সব সময় বিদেশীদের প্রতি সম্মান করা উচিত।তাতে দেশের মান বাড়বে।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +15

      একদম ❤️

    • @pkhsdgrto
      @pkhsdgrto ปีที่แล้ว

      @@hellochandan সমস্ত হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি মুসলমানদের মেয়েদের রাস্তায় নামিয়ে বুরকা তুলে ওদের বদা মারো। কিচ্ছু হবে না দেশের সরকার আমাদের সাথে আছে, মুসলমানদের জম্মই হয় আমাদের হাতে মরার জন্য। জয় শ্রী রাম

    • @pkhsdgrto
      @pkhsdgrto ปีที่แล้ว

      @@hellochandan Madarchod allah
      Randi ayesha
      Lwda hazrat chodammad
      Quran International toilet paper
      Bhosdiwala rasul
      Toilet makka madina
      Randi ki majhab islam

    • @pkhsdgrto
      @pkhsdgrto ปีที่แล้ว

      @@hellochandan সমস্ত হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি মুসলমানদের মেয়েদের রাস্তায় নামিয়ে বুরকা তুলে ওদের বদা মারো। কিচ্ছু হবে না দেশের সরকার আমাদের সাথে আছে, মুসলমানদের জম্মই হয় আমাদের হাতে মরার জন্য। জয় শ্রী রাম।

    • @sekhar5188
      @sekhar5188 ปีที่แล้ว +15

      বাংলা দেশ কে আমার বিদেশ বলে মনে হয় না, মনে হয় একটাই দেশ, শুধুমাত্র রাজনৈতিক কারণে পৃথক

  • @sekhar5188
    @sekhar5188 ปีที่แล้ว +53

    বাংলাদেশে গেছি দুবার, satti মানুষ দের ব্যবহার খুবই সুন্দর, খুবই অতিথি porayan

    • @mdmynulislam5238
      @mdmynulislam5238 10 หลายเดือนก่อน

      Indian ra bangladeshi ke dekhte pare na

  • @jibansarkar8645
    @jibansarkar8645 ปีที่แล้ว +32

    আমি ও বাংলাদেশে মাঝে মাঝে যাই খুব ভালো লাগে আমার বাংলাদেশের মানুষের ব্যাবহার বিশ্ব বিখ্যাত

  • @uttamsen278
    @uttamsen278 ปีที่แล้ว +75

    আমার পূর্ব পুরুষ বাংলাদেশের l অনেক গল্প শুনেছি তাই খুব যেতে ইচ্ছে করছে 🇮🇳 🇧🇩

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +10

      ঘুরে আসুন একবার। খুব আনন্দ পাবেন

    • @ahmedirfansamad
      @ahmedirfansamad ปีที่แล้ว +3

      সাহেব, বাংলাদেশে আসেন। খুব একটা খরচা করতে হবে না।

    • @salmanajamy8626
      @salmanajamy8626 ปีที่แล้ว

      @@ahmedirfansamad কি বলেন ভাই খুব একটা খরচ হবে না, ভুল তথ্য দিয়েন না ভারতের চেয়ে বাংলাদেশে খরচ অনেক বেশি।
      বাংলাদেশ একটা ডাকাইতের দেশ প্রত্যেক সপ্তাহে জিনিস পত্রের দাম বাড়ে আপনি কি প্রবাসী? বাংলাদেশে থাকেন না?

    • @farukhossain229
      @farukhossain229 ปีที่แล้ว +1

      স্বাগতম বন্ধু।

    • @farukhossain229
      @farukhossain229 ปีที่แล้ว +2

      নেপাল-ভারত কোন কাটা তাঁর নেই।
      ভুটান - ভারত কোন কাঁটা তার নেই।
      বাংলাদেশ - ভারত কেন কাঁটাতার?

  • @RoadeBONG
    @RoadeBONG ปีที่แล้ว +146

    বাংলাদেশের আতিথেয়তা থেকে আমাদের শেখা উচিত। আমারও ভীষন ইচ্ছা একবার বাংলাদেশে যাওয়ার। বাঙালি হিসাবে একবার নিশ্চয়ই ওদেশে যাব।

    • @Lol09812-c
      @Lol09812-c ปีที่แล้ว +3

      কি শিখব LoL 💩💩💩💩🤪🤪🤪🤪😂😂😂😂

    • @_09tv
      @_09tv ปีที่แล้ว +1

      @@Beranor.Ananda 😂😂😂😂

    • @_09tv
      @_09tv ปีที่แล้ว +1

      Eta to kangladeshi

    • @RoadeBONG
      @RoadeBONG ปีที่แล้ว +17

      @@_09tv আমি নিজে Chatterjee ব্রাহ্মণ।logo তে ওম লিখলেই হিন্দু হওয়া যায় না ভাই। তোমার ভাষা শুনে একজন ভারতীয় হিসাবে লজ্জা হচ্ছে।

    • @_09tv
      @_09tv ปีที่แล้ว

      @@RoadeBONG ami to bllam kangladeshi ete hindu ki kore elo. Eto bharatiyo to,fatche keno.r chatterjee na haterjee tate amr.... hoy. Ami nije mishra. Tumi to desdrohir mto kotha bolcho

  • @dhimandesarker
    @dhimandesarker ปีที่แล้ว +17

    ভাল মন্দ মিলিয়েই দুনিয়া। ভাল মানুষ / খারাপ সব খানেই আছে। সেটা হোক বাংলাদেশ অথবা ইন্ডিয়া।

  • @riduansdaily7402
    @riduansdaily7402 7 หลายเดือนก่อน +67

    ইন্ডিয়াতে ঘুরতে গিয়েছিলাম, ভালো খারাপ ব্যবহার এর সম্মুখীন হয়েছিলাম, মানালি যাওয়ার পর ওখানের মানুষের ব্যবহার ছিল অমায়িক❤ কিন্তু দিল্লি আসার পর প্রথম যে হোটেলে উঠব, তারা যখন জানতে পারলো,আমরা বাংলাদেশ থেকে আসছি, কোন কিছু না বলেই, বললো বাংলাদেশী দের জন্য আমাদের হোটেলে কোন জায়গা নেই, আর তাদের আচরন, কথার ভঙ্গিমা এমন ছিল যেন, আমরা কোন অপরাধ করেছি এখানে এসে। খুব কষ্ট পেয়েছি সেই দিন

    • @AchintaGhosh-kv6ov
      @AchintaGhosh-kv6ov 4 หลายเดือนก่อน +9

      ইন্ডিয়া বিশাল বড় এক দেশ প্রতি হাজার কিলোমিটার অন্তর অন্তর ভাষা সংস্কৃতি খাবার-দাবার সংস্কৃতির ব্যবহার ভিন্নতা দেখা যায় তাই কোন পার্টিকুলার জায়গা দেখে ইন্ডিয়ার বিচার করবেন না ওভার অল যদি দেখতে চান তাহলে ভারত এর মত দেশ পৃথিবীতে আর একটাও নেই 🇮🇳♥️

    • @rakibhuda9015
      @rakibhuda9015 4 หลายเดือนก่อน +3

      Bhai bharoter sob hotel foreigner der hotel a rakte pare na. Foreigner der rakte hole alada license lage, shorkar theke license Pele, tara Form-C bole Ekta form ache jeta tara puron Kore ar oi form a foreigner der sokol tottoh thakle, oi form er data Indian Immigration er Sathe connected so Bangladeshi bole apnake jaiga dey nai ei Kotha ta thik na, jaiga dey nai karon oi hotel er Form-C nai. Ami Bangladeshi. Thanks

    • @RanitHaldar-f8v
      @RanitHaldar-f8v 3 หลายเดือนก่อน +2

      দাদা জানি না তুমি কে কিন্তু শুধু এটাই বলবো । হিন্দুস্থান কে তুমি যেমন ভাবছো তেমন না । দেখো সবাই তো সমান না তাইনা
      সব মানুষ আর মধ্যেই ভালো মন্দ আছে । ওখানেও তুমি তামনি কোথাও চিলে কিন্তু আমাদের কলকাতা মালদা এসব জায়গায় আসো ঘুরও তারপর বলো।

    • @mbrh1603
      @mbrh1603 2 หลายเดือนก่อน

      Kotha sotto rajniti bacate muslim mare,,, sadharon jonogon na,, modi + modir supporter eta ektu bodlanor cesta korben,, apnara asakori,,, ​@@AchintaGhosh-kv6ov

    • @woo_woo100
      @woo_woo100 2 หลายเดือนก่อน

      ​@@RanitHaldar-f8v Exactly valo kharap manush shob deshei thake but beshir vag Indian ra bangladesher belay shob shomoy kharap dik tai bibechona kore r Shudhu matro dhormer jonno Bangladesh ke hate kore😢

  • @princemamun2237
    @princemamun2237 10 หลายเดือนก่อน +16

    স্বাগতম দাদা বাংলাদেশে আসার জন্যে।আপনাদের জন্যে আমাদের আন্তরিকতা বন্ধুত্ব সব সময় থাকবে।❤❤ দুঃখের বিষয় আমি কোলকাতায় একবার গিয়েছিলাম,সেখানকার মানুষের ব্যবহারে একটু কষ্ট পেয়েছিলাম।সেটা আর নাই বলি। দোয়া করি ভালো থাকবেন সবসময়। আর বাংলাদেশের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

    • @abdurrazzaque7576
      @abdurrazzaque7576 10 หลายเดือนก่อน +1

      🎉 খুব কম লোকই খারাপ উভয় দেশের মধ্যে

  • @kritikadas2789
    @kritikadas2789 ปีที่แล้ว +39

    Amar ek relative onar Purbapurusher gram dekhtay Bangladesh giyechilo. Bangladesher jonosadharoner kach hotay khub khub khub valo bebohar payeche. Apnara sotti khub antorik. Amra Indian Bangalira kintu Bangladeshider moto antorikota dekhatay pari naa. Dhanyabad Bangladesh. I am from- Duliajan. Assam.

    • @mhasankhan3094
      @mhasankhan3094 ปีที่แล้ว +5

      এইখানে বাংলাদেশী বাঙালি আর ইন্ডিয়ান বাঙালি দের একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা একতা দেখে অবাক হয়ে গেলাম।তাহলে ফেসবুক এ দুই দেশের মানুষ এর মধ্যে ওরা কারা ঝামেলা লাগায়

    • @Yasa5na
      @Yasa5na ปีที่แล้ว

      ভাই ভারত থেকে রাশিয়া , সবার কাছ থেকে এরকম ব্যবহার পাবেন শুধু বাংলাদেশ নয়

  • @tanjimtanjim1007
    @tanjimtanjim1007 ปีที่แล้ว +48

    আমি অন্য কোনো দেশের কথা জানিনা। কিন্তু আমরা বাংলাদেশি মানুষরা খুব আত্মীয়তা পূর্ণ। আমরা অন্য দেশের মানুষ আসলে তাদের সাথে ভালো ব্যবহার করার সম্মান করার, সাহায্য করার চেষ্টা করি।
    যেটা অনেক দেশের মানুষ করেনা🙂🙂।
    অনেক দেশের মানুষ তো তার পাশের বাড়ির মানুষেরই খবর রাখে না। আর সেখানে বাঙালিদের সবার সাথে খুব খুব ভালো সম্পর্ক🥰🥰🥰

    • @pkhsdgrto
      @pkhsdgrto ปีที่แล้ว

      খানকির বাচ্চা তোর আল্লাহর গাড় মেরে রেখে দিব চুদমারানি আল্লাহর বালের ইসলাম আর ঝাটের নবী হজরত চুদাম্মাদ। মক্কায় মুতবি যা খানকির পুলা, আল্লার নাম নিলে কেটে ঝুলায় দিব। জয় শ্রী রাম বল হিন্দু হয়ে যা, নাহলে তোদের চোখের সামনে তোদের মা বোনেদের রাস্তায় নামিয়ে বুরকা তুলে রেপ করে জ্যান্ত পুড়াব

    • @pkhsdgrto
      @pkhsdgrto ปีที่แล้ว

      খানকির বাচ্চা তোর বালের বাংলায় সব রেন্ডিমাগি জন্মায়, তোদের কাজ হল নিজেদের মা বোনকে হিন্দুস্তান নিয়ে গিয়ে হিন্দু ছেলে দিয়ে চুদানো, মুসলমানদের জাতটাই রেন্ডিমাগির জাত। একটাও মুসলমানকে জিন্দা রাখব না ভারতে আমরা হিন্দুরা। জয় জয় শ্রী রাম

    • @arghachakraborty3064
      @arghachakraborty3064 ปีที่แล้ว

      Hmm

    • @salimbhuyan3671
      @salimbhuyan3671 ปีที่แล้ว

      G apu

  • @dharmaraj.aviswari
    @dharmaraj.aviswari ปีที่แล้ว +41

    আমি বাংলাদেশী। আমাদের এদেশে দূর্নীতি আছে বটে।কিন্তু এখানে লোকেদের সাহায্যকারী মনভাব খুব ভালো।বিশেষ করে গ্রাম অঞ্চল এর দিকের লোকেরা।আমি ভারত যাই এই মাস খানেক আগে। বাঙালী জানার পর একটু অন্যরকম ব্যাবহার পেয়েছি বিভিন্ন হোটেলে। তবুও মোটামুটি ভালোই লেগেছে

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +12

      পশ্চিমবাংলার মানুষদের মনে ১৯৪৭ আর ১৯৭১ নিয়ে বাংলাদেশের প্রতি একটু তিক্ততা আছে সেটা অস্বীকার করার জায়গা নেই। তাই বাংলাদেশীরা একটু অবহেলিত হন এখানে আসলে

    • @mdsajib1883
      @mdsajib1883 11 หลายเดือนก่อน

      ​@@hellochandanকিন্তু তারা জানেনা ৪৭সালের সাধীনতা আন্দোলনে বাংলাদেশিরাও অংগ্রহন করেছিলো

  • @Moonkhanvlogs
    @Moonkhanvlogs ปีที่แล้ว +243

    আমিও ভারত ঘুরে আসলাম কোন পার্থক্য পাইনি আমাদের মধ্যে একটা অন্যরকম বন্ধন রয়েছে ভারতের ভাইয়েরাও অনেক ভালো ও হেল্পফুল।

    • @tawhidzone24
      @tawhidzone24 ปีที่แล้ว +5

      Tobuo varote jawar ki dorkar? Shekhaner montrira bole apnara khete pan na, job pan na tai jan. Apnader lozza nei?

    • @Moonkhanvlogs
      @Moonkhanvlogs ปีที่แล้ว

      @@tawhidzone24 মন্ত্রী গুলো হয়তো আপনার মত ছাগল পাগল।

    • @চান্দসওদাগর
      @চান্দসওদাগর ปีที่แล้ว +13

      @@tawhidzone24 তাহলে সমস্যা কি, আব্বাদের দেশ পাকিস্তানে যাও।

    • @muhammadmuniruzzaman1538
      @muhammadmuniruzzaman1538 ปีที่แล้ว

      @Parvez Hassan চোরের দেশে থাকার দরকার কি ? আব্বাসের দেশে যা সালা

    • @shamim5194
      @shamim5194 ปีที่แล้ว +7

      @Parvez Hassan
      এটা একদম সঠিক,
      বাংলাদেশের ডাক্তার সবচেয়ে বেশি হয়রানি করে,
      তাই সবাই ভারতে যায় কম টাকায় চিকিৎসা করা যায়,
      বাংলাদেশে কোনো অসুস্থ ছাড়াই ডাক্তারের কাছে গেলে ৫-১০ হাজার টাকার বিল তুলবে পরিক্ষা ও দিবে।

  • @amitkumarroy5227
    @amitkumarroy5227 ปีที่แล้ว +38

    আমি কুষ্টিয়া থেকে দেখছি। একে বাড়ে কাছে আসলে দেখা হলো না। বাবর আলী গেটে আমার দোকানের পাশেই। তোমার ভিডিও তে দেখবে আজিজুর সুপার মার্কেট ব্যাকগ্রাউন্ড এ ছিল। যাই হোক তোমার বাংলাদেশের ওপরে travel ব্লগ গুলো দেখি। কেউ তো বলেছে বাংলাদেশর মানুষ গুলো আন্তরিক, খুবই ভালো লাগলো শুনে বুকটা ভোরে গেলো। আমি ইন্ডিয়াতে গেয়েছি প্রায় ৩০ বার + সত্যি বলতে পার্থক্য টানলে অনেক তফাৎ দুই দেশের মানুষের আন্তরিকতার। আমি খারাপ বলছি না,তবে আন্তরিকতার অনুভব টা না একদম অনুভূতির জায়গাতে কষ্ট দেয়। সবকিছুই যেন বাণিজ্যিক, তারপরেও বাণিজ্যিক হলেও ওখানেও কেমন যেন মুখ ঝামটা। হোটেল বলো রাস্তা বলো সর্বত্র।অনেক অভিজ্ঞতা আছে এতদিনের ইন্ডিয়া বেড়ানোর। তবে সব যে খারাপ হয়েছে টা নয় অনেক ভালো মানুষের সাথেও সম্পর্ক হয়েছে।সামনে আবারও যাবো।যাই হোক.........
    তবে তুমি তোমার ব্লগে একটা কথা বলোনি যে তুমি যে কুষ্টিয়াতে দাঁড়িয়ে ব্লগ করছো সেটা এক সময়ের নদীয়া জেলা।
    দাদা তোমার সার্বিক মঙ্গল কামনা করি 🙏ঈশ্বরের কাছে সারা বাংলাদেশ ঘুরে দেখো কোথাও বাংলাদেশের মানুষের আচরণ খারাপ দেখলে অবশ্যই তোমার ব্লগ এর মাধ্যমে সামনে আনবে।wish you best of luck♥️

    • @Vnvcbn
      @Vnvcbn ปีที่แล้ว

      পশ্চিমবঙ্গের উত্তর ভাগে,মানে মালদা থেকে কুচবিহার অবধি, এখানে লোকজন অনেক নরম প্রকৃতির।মুখ ঝামটা দিলে পাত্তা দেবার দরকার নেই।টাকা আপনার,তাই অন্য দোকানে চলে যাবেন,বড় দোকানে এসব ঝামেলা কম। মানুষ জন একটু রুড হলেও জালিয়াতি কম করে এখানে

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +5

      অসাধারণ লাগলো আপনার মন্তব্য দাদা। আমিও এটাই বলতে চাই যে, খারাপ ভালো সব মানুষই সব জায়গাতে আছে। কিন্তু মানুষের জন্য পুরো দেশটাকে খারাপ বলা উচিৎ না।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +5

      ঠিক

    • @pkhsdgrto
      @pkhsdgrto ปีที่แล้ว

      সমস্ত হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি মুসলমানদের মেয়েদের রাস্তায় নামিয়ে বুরকা তুলে ওদের বদা মারো। কিচ্ছু হবে না দেশের সরকার আমাদের সাথে আছে, মুসলমানদের জম্মই হয় আমাদের হাতে মরার জন্য। জয় শ্রী রাম।

  • @yeasminarjusikander7775
    @yeasminarjusikander7775 ปีที่แล้ว +359

    আমি তোমার মায়ের বয়সি হবো বাবা। আমি প্রতি বছর ইন্ডিয়াতে যাই কখনো ডাক্তার দেখাতে, কখনো বেড়াতে। আমার কিছু খারাপ অভিজ্ঞতা আছে কলকাতার হোটেল, দোকানিদের।ভীষণ খারাপ হয়েছিল শিলিগুড়িতে। আমার হাজবেন্ড একজন ৬৫/বছর বয়সি মানুষ। উনি সরকারি চাকুরী থেকে রিটায়ার্ড করেছেন তিনি এখন বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট ডাইরেক্টর। আমারা রাতের ট্রেনে কলকাতা থেকে শিলিগুড়ি আসি তখন কিছু লোক আমাদের লাগেজ সহ একটা ঘরে ঠিক না দোকানও না নিয়ে২১/ হাজার টাকা নিয়ে নিয়েছিল।পুলিশকে যানিয়ে ছিলাম। নানান ঝামেলার আমরা আর হই -চই না করে ফিরে আসি। এরকম আমার এখানেও হয়। কিন্তু প্রতিকার না পাওয়ার জন্য মন খারাপ হয়েছিল। কিন্তু তোমাদের মতো ভালো ছেলেও আছে হয়তো ঐ সময় আমরা পাইনি।যাই হোক সামনেই কিছুদিন পর আমার ডাক্তার দেখাতে আবার তোমার দেশে যাব। সম্ভব হলে তোমার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। ভালো থেকো বাবা।যেখানেই থাক সাবধানে থেকো।

    • @ramkrishnabhattacharya6392
      @ramkrishnabhattacharya6392 ปีที่แล้ว +30

      Jara oi rakom korae tara janwar chara kichu noi Khubi dukhya pelum POLICE ARE PRASASAN ER DEKHA UCHIT

    • @mizan5006
      @mizan5006 ปีที่แล้ว +26

      টুরিসরা একটা দেশে যাবে,ঝামেলা হলে পুলিশের সাহায্য পাবে না,এটা দুঃখজনক, সেই দেশের প্রসাশন কি চাই ফরেনরা তার দেশে সব রেখে আসোক

    • @PadminiBiswas
      @PadminiBiswas ปีที่แล้ว +18

      Yasmin bon apni er por jokhon Kolkatay ashben tokhon Golpark er Ramakrishna Mission e thakben. Onek cheap,porishkar ghar, room rent er modhhei apni teen bela khabar paben( machh/ mangsho paben). Ami USA thekey India geley okhane thaki. Hetey Gariahat market e jetey parben. Prochur bhalo hospital achhe kachhe( Ruby hospital, RK Mission hospital). Bhalo thakben.

    • @yeasminarjusikander7775
      @yeasminarjusikander7775 ปีที่แล้ว +3

      @@PadminiBiswas ভাই, ছালাম নেবেন। আপনাকে ধন্যবাদ। আমি কলকাতার কলম্বিয়া এশিয়া হাসপাতালে চিকিৎসা করি।আমার স্বামী ও আমি আপনার দেয়া ঠিকানা মতো চেষ্টা করবো, ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের এখানে বিদেশি ও মুসলিম। ওনারা কি আমাদের কন্সিডার করবেন?আর সব শেষে ওনাদের ওখানে আমি কি পদ্ধতিতে আথিথিয়তা গ্রহণ করতে পারি।জানালে উপকৃত হবো। ভালো থাকবেন।দোয়া রইল,।ধন্যবাদ।

    • @yeasminarjusikander7775
      @yeasminarjusikander7775 ปีที่แล้ว +1

      @@PadminiBiswas আমি একটা ভূল সম্বোধন করে ফেলেছি,বোন হবে।মার্জনা করবেন।

  • @raselgazi9450
    @raselgazi9450 ปีที่แล้ว +13

    আমরা এক জাতি এক রক্ত আমাদের ভালোবাসা ওপাড় বাংলার মানুষের জন্য চিরকাল থাকবে ভাই ১০০০ বছর আগের ইতিহাস পড়লে জানতে পারবেন

    • @korchageen
      @korchageen 5 หลายเดือนก่อน

      Ekdomi thik kotha. Kintu bhai 1600 saal theke shob palte geche. Khub kom jinish ekhono benche aache ei ja.

  • @salinashireen4269
    @salinashireen4269 ปีที่แล้ว +23

    এত রাজনৈতিক কথায় কান দেওয়ার কিছু নেই ছোট ভাই তোমার ভালো লাগে বাংলাদেশ শুনে খুব ভালো লাগলো সাবধানে থেকো
    শুভকামনা রইল।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️ dhonnobad dada

  • @rajohnsworld7946
    @rajohnsworld7946 ปีที่แล้ว +8

    Ami London theke Bolchi, Amio Bangladeshi. Ami Khub anondit aponar sathe eto sundor bebhar koreche dekhe. I love India.Bengali people west Bengali my brothers and sisters.
    Nomoskar Salam

  • @shamimmahmud97
    @shamimmahmud97 ปีที่แล้ว +28

    বাংলাদেশে ভালো মন্দ সব মানুষই আছে দাদা,,সব জায়গায়ই ভালো মন্দ মানুষ আছে। বাংলাদেশে আপনাকে স্বাগতম 😊🥀

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +2

      ধন্যবাদ দাদা। ❤️❤️❤️

  • @bijauntahery71
    @bijauntahery71 ปีที่แล้ว +30

    বাঙলা তো একটাই। কাটাতারের এপাড় ওপাড় ব্যাপার না। কিছু সমস্যা থাকেই। ইনশাআল্লাহ একদিন কাঁটাতার উঠে যাবে ❤

  • @borhanuddin9369
    @borhanuddin9369 ปีที่แล้ว +21

    যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে যেটা খারাপ সেটাকে খারাপ বলতেই হবে হোক নিজের এলাকা অথবা অন্যের এলাকা । সত্যি কথা সবসময় সত্যিই বলতে হবে । । ভাই ।।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

    • @manmohanbiswas1392
      @manmohanbiswas1392 ปีที่แล้ว +1

      একেবারে সত্যি কথা।

  • @narayanchandrapaul3673
    @narayanchandrapaul3673 ปีที่แล้ว +130

    আমি ২ বার ভারতে গিয়েছি। পশ্চিম বাংলায় দোকানী, থেকে শুরু করে, হোটেল কর্মী, টেক্সি ড্রাইভার অনেক ক্ষেত্রেই বাটপারী আর খারাপ ব্যবহার পেয়েছি। নিউ জলপাইগুড়িতে একটা খাবার হোটেলে গিয়েছি বাংলাদেশী জানার সাথে সাথে খাবারের দাম দ্বিগুন করে দিয়েছে। ৫০ রূপি মোবাইলে ফ্রেক্সি করার জন্য টাকা দিয়ে বের হয়ে চলে এসেছি কিন্তু টাকা মোবাইলে ঢুকে নাই।
    তবে বাংলার বাইরে (ব্যাংগালোর, আগ্রা, জয়পুর ইত্যাদি) ঠিক উলটা ব্যবহার পেয়েছি....বেশ ভাল। হয়তঃ মানুষভেদে অভিজ্ঞতা ভিন্ন হতে পারে তাই ঢালাও বলছি না।

    • @kishwarfatema6354
      @kishwarfatema6354 ปีที่แล้ว +31

      আপনি ঠিক বলেছেন।কোলকাতা আমাদের পরিচিত নয়। মনে হচ্ছে আমরা এক নই। আমরা হয়তো একই ভাষায় কথা বলি। কিন্তু পার্থক্য অনেক দূরের।বাংলাদেশী হিন্দু এবং মুসলিম উভয়ের বক্তব্য একই।আমি ব্যাঙ্গালোরকে খুব পরিচিত মনে করি।মনে হয় তারা আমার নিজের।আমি অনেকবার বেঙ্গালুরু গিয়েছি এমনকি আমি দুই মাস থেকেছি।কলকাতায় একদিন আমার জন্য কষ্টের। সবাই অপরিচিত মানুষ।আসলে প্রকৃত বাঙালি কারা? বাঙালীদের একটাই পরিচয় আছে তা হল অতিথিসেবক দেশ।

    • @mohsinayubmiah4643
      @mohsinayubmiah4643 ปีที่แล้ว

      ভাই ধন্যবাদ কিছু মনে করবেন না, সধারনত সত্যি কথাগুলি হিনদু মানুষেরা বলেনা, পশিচম বাংলায় আমাদের বাংলাদেশের মানুষের সাথে খারাপ ব্যবহার করে, অচত হায়দ্রাবাদ, চেন্নাই, মালোয়ারী এরা আমাদের বাংলাদেশি মানুষের সাথে ভাল ব্যবহার ভাল আচারন করেন। আমারা যেমন পশিচম বাংলায় মানুষকে বাঙালী মনে করে সমমান করি,কিনতু তারা আমাদেরকে গরীব মিসকিন মনে করে তুয্য তাচ্ছিল্য করে। এটা পশিচম বাংলার মানুষের ছোট ও নিচু মনের পরিচয়।

    • @narayanchandrapaul3673
      @narayanchandrapaul3673 ปีที่แล้ว +30

      @@mohsinayubmiah4643 ভাই সত্য বলার সাথে হিন্দু মুসলমানের সম্পর্ক নাই। যে সত্য বলে না সে মানুষের পর্যায়ে পড়ে না, ধার্মিকতো পরের কথা। আমি যেমন ব্যবহার বা অভিজ্ঞতা যেমন হয়েছে সেটাই বলেছি এতে আশা করি অন্য যারা ভারতে যাবে তারা সতর্ক হবে।

    • @narayanchandrapaul3673
      @narayanchandrapaul3673 ปีที่แล้ว +4

      @@kishwarfatema6354 আপনার কথার সাথে একমত

    • @mohsinayubmiah4643
      @mohsinayubmiah4643 ปีที่แล้ว

      @@narayanchandrapaul3673 ঠীক বলেছেন ভাই। কিনতু অনেক হিনদুরা সত্য বলে না, কারণ পশিচম বাংলায় বেশি হিনদু, হিনদুদের বদনাম হবে। কিনতু আপনি বড় মনের সাহসী মানুষ, সত্যবাদী মানুষ যার সমমান পাওয়া অপরিহার্য।

  • @manasghosh8453
    @manasghosh8453 ปีที่แล้ว +12

    The hospitality of Bangladesh is very high. We never take care of them like this in India.

  • @bapiadhikary5320
    @bapiadhikary5320 ปีที่แล้ว +11

    সত‍্য চিরন্তন এবং অক্ষয়. আপনি বাস্তবতা কে তুলে ধরছেন এটার জন‍্য অশেষ ধন্যবাদ.কে কি বললো ওসব দিয়ে কখনও সত্যকে আটকে রাখা যাবে না.আপনি এগিয়ে যান খুবই সুন্দর হয় আপনার ভিডিও গুলি.

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +1

      ধন্যবাদ দাদা ❤️❤️❤️

  • @mohammedakterhossain9196
    @mohammedakterhossain9196 ปีที่แล้ว +18

    আমি এিপুরা বাসি বাংলাদেশের মানুষ অনেক ভালো

    • @sanimhusain547
      @sanimhusain547 ปีที่แล้ว

      এিপুরা কোথাই দাদা

    • @allmamun5099
      @allmamun5099 11 หลายเดือนก่อน

      ভাই আপনাকে বাংলাদেশে ইনভাইট করলাম

    • @ashifabedin
      @ashifabedin 3 หลายเดือนก่อน +1

      Tripura amder protibesi ❤

  • @bkmultimedia14
    @bkmultimedia14 ปีที่แล้ว +21

    🙋 যারা বাংলাদেশে আসে, তারা মোটামুটি সবাই বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করে। এটা ভুল নয়। অপার বাংলায় গিয়ে আমি সেই ধরনের আতিথেয়তাই প্রত্যাশা করেছিলাম, তবে সত্যি বলতে কি, আমি সেটা পাইনি। আপনি বাংলাদেশের যে কাউকে যে কোন জায়গার ঠিকানা জানতে চাইলে, সম্ভব হলে সে আপনাকে সেখানে পৌঁছে দিয়ে আসবে। কিন্তু কলকাতায় সহজে কেউ কিছু বলতে চায় না, বললেও একবার বলে কিন্তু খুব বিরক্তি ভাব দেখায়। দুঃখজনক হলেও এক মাসে আমার অভিজ্ঞতা এমনই ছিল। আসলে, আমরা আমরা যেখানকার বাসিন্দায়ই হই না কেন, আমাদের এই সামান্য সৌজন্যবোধ অবশ্যই থাকা উচিত। আমরা যারা এপার বাংলার মানুষ, তারা মনে প্রাণে চাই, ওপার বাংলার মানুষেরা খুব ভালো থাকুক, সুনাম নিয়ে বসবাস করুক। 🥰🥰

    • @mylove-kv3kg
      @mylove-kv3kg 10 หลายเดือนก่อน

      এটা ভারত বা এপার বাংলার দোষ না। কোলকাতার কিছু লোকজন এমনকি পশ্চিমবঙ্গের বাদবাকি অঞ্চলের লোকজনের সাথেও দুর্ব্যাবহার করে। তবে সাদা চামড়ার টুরিস্ট পেলে পারলে প্যান্ট খুলে চুষে দেয়। আমি অসমের লোক। কাজের সূত্রে কোলকাতা গেছি কয়েকবার। এটা আমার নিজের চোখে দেখা।

    • @swapankumarpatra1088
      @swapankumarpatra1088 8 หลายเดือนก่อน

      কলকাতা এখন আর বাঙালিদের নেই, খিচুরি শহর হয়ে গেছে, অবাঙালি আর ভিন রাজ্যের ভিরে বাঙালির কালচার কোনঠাসা হয়ে গেছে।

  • @mizohurul8270
    @mizohurul8270 ปีที่แล้ว +114

    ইন্ডিয়াতে গিয়েছেলাম, কেমন যেন সেখানকার মানুষের মুখে হাসি কম, আর বাংলাদেশ বলে অনেকে প্রচুর তাচ্ছিল্য ভাব পেয়েছি।

    • @debarshibagchi6991
      @debarshibagchi6991 ปีที่แล้ว

      আমি ভীষন লজ্জিত এর জন‍্য। আবার আসবেন ভারতে। ভালো খারাপ সব রকম মানুষ সবজায়গায় থাকে।

    • @atoz1266
      @atoz1266 ปีที่แล้ว +5

      Right 👍

    • @ehsan3516
      @ehsan3516 ปีที่แล้ว +6

      Tao toh amra sob kichutei tomader theke egia

    • @biplobhaqu7124
      @biplobhaqu7124 ปีที่แล้ว +13

      @@ehsan3516 vai uni bhujhaite chaylo ki r apni bhujlen ki..unnoyon r kotha keno o asche

    • @Islam-jm3id
      @Islam-jm3id ปีที่แล้ว +10

      @@ehsan3516 ভাই আমার তো মনে হচ্ছে আপনি একটা বাচ্চা,,, সব খানে না বুঝে কমেন্ট করেন,, ভাই মানুষকে ভালোবাসতে শিখেন আপনি ও ভালোবাসা পাবেন, আর ঘৃণা করলে ঘৃণা পাবেন,, আমরা বাংলাদেশীরা সবাইকে ভালোবাসি আপনি ও সবাইকে ভালোবাসে দেগবেন আর আপনার মাঝে ঘৃণা নেই।।।

  • @abujafarnoyon7957
    @abujafarnoyon7957 ปีที่แล้ว +65

    আমাদের কুষ্টিয়া ১৯৪৭ সালের আগে নদীয়া জেলার অংশ ছিল, কুষ্টিয়ার ঐতিহ্য ভাষা খাওয়া দাওয়া সবকিছুই নদীয়ার সাথে অনেক মিল পাবেন দাদা, ধন্যবাদ দাদা আমাদের কুষ্টিয়া আগমনের জন্য।

    • @sandipansaha8285
      @sandipansaha8285 ปีที่แล้ว +1

      দাদা কুষ্টিয়া জেলার পিরতলা তা কোথায় অবস্থিত।

    • @abujafarnoyon7957
      @abujafarnoyon7957 ปีที่แล้ว

      @@sandipansaha8285 দাদা ঠিক বলতে পারলামনা, তবে গুগলে চেক করলে পাওয়া যেতে পারে।

    • @nhrahat188
      @nhrahat188 ปีที่แล้ว +5

      নদীয়াতে বাংলা ভাগ ১৮ আগস্ট হয়েছিলো।
      কুষ্টিয়া,মেহেরপুর,চুয়াডাঙ্গা পাকিস্তানে গিয়েছিলো আর শান্তিপুর,রানাঘাট,কৃষ্ণনগর ভারতে

    • @raselgazi9450
      @raselgazi9450 ปีที่แล้ว +1

      @@sandipansaha8285 দাদা দেশ ভাগ হওয়ার কারণে অল্প কিছু জায়গার নাম চেইন্স করা হয়েছে আপনি গুগলের সার্চ দিয়ে দেখুন পুরনো নাম সহ নতুন নাম পেয়ে যাবেন আপনি খুজতে থাকুন পেয়ে যাবেন

    • @Safikul922
      @Safikul922 ปีที่แล้ว +2

      @@nhrahat188 আমার বাড়ি ভারতের নদিয়া আর আমার বাড়ি থেকে মেহেরপুর একেবারে কাছে

  • @RakibulIslam-pp6fs
    @RakibulIslam-pp6fs ปีที่แล้ว +10

    দাদা আমি বাংলাদেশের কুষ্টিয়ার পাশের জেলা রাজবাড়ী থেকে বলছি। আসলে আমাদের দুটি দেশের মানুষ কেউ এতটা খারাপ না,যতটা আমরা জানি। আসলে কিছু কিছু মিডিয়ার অপপ্রচারের মাধ্যমে আমরা একে অপরকে খারাপ বলে জানি। আমি আশাবাদী আপনার মত দাদাদের মাধ্যমে আমরা একে অপরকে প্রকৃতভাবে চিনব।❤️🥰

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +2

      ধন্যবাদ দাদা

  • @mukithmukith890
    @mukithmukith890 ปีที่แล้ว +16

    দাদা, তোমার ভিডও দেখেছি অনেক ভালো লাগলো। সব দেশে সব জায়গাতেই কিছু খারাপ মানুষ থাকে কিন্তু, এই গুটি কয়েক মানুষের জন্য কখনো একটি জাতি একটি দেশ খারাপ হতে পারেনা। আশাকরি একটি ভালো ও সুন্দর অভিগ্যতা নিয়ে দেশে ফিরবেন। আমি মুুকিত/ চট্টগ্রাম থেকে

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +3

      অবশ্যই দাদা। ধন্যবাদ অনেক অনেক

    • @worldbeautiful9276
      @worldbeautiful9276 ปีที่แล้ว

      Kolkata 85% manus khrab

    • @debasischatterjee2709
      @debasischatterjee2709 ปีที่แล้ว +1

      @@worldbeautiful9276 sudhu kolkata charao West Bengal a onek manus thake....Tara jothesto valo

  • @rejaulalisiam8862
    @rejaulalisiam8862 ปีที่แล้ว +50

    আমরা বাংলাদেশি সব মানুষ কে মন দিয়ে ভালোবাসি ❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩

    • @sujitnarayansur3303
      @sujitnarayansur3303 ปีที่แล้ว +1

      আমরা জানি। এটা সবাই জানে যে আপনারা কতটা অতিথি পরায়ন। খারাপ মানুষ সব দেশেই থাকে। তাদের দিয়ে কি পুরো দেশটাকে বিচার করা যায়? খুবই ইচ্ছা সেই দেশে যাওয়ার। আমার বাবা মা নোয়াখালীর। অনেক গল্প শুনি
      আপনাদের দেশের। সবাই ভালো থাকবেন। 🙏🙏🙏

    • @nigga99x877w
      @nigga99x877w ปีที่แล้ว

      @@sujitnarayansur3303 Apnar kothar Sathe ekmot.
      Opar banglar Manus ke sagotom roilo

    • @smsumonhossen6412
      @smsumonhossen6412 ปีที่แล้ว

      @@nigga99x877w vai aponar basa ki india

    • @ERa_7
      @ERa_7 ปีที่แล้ว +1

      Lier

  • @ArisKhan-c3m
    @ArisKhan-c3m 8 หลายเดือนก่อน +4

    আমি বলতে চাই এতোটুকুই প্রত্যেকটা ইন্ডিয়ান যারা আছেন তারা বাংলাদেশে আইসা ঘুরে যাবেন বাংলাদেশী প্রত্যেকটা মানুষের কতটা মায়া তাদের মনে দেখতে পারবেন তারা ভিনদেশী কোন লোক আসলে অনেক সম্মান দেয়

  • @jubedahmed2650
    @jubedahmed2650 ปีที่แล้ว +74

    ধর্ম নিয়ে তর্ক না করে সকলের উচিত মিলেমিশে এক সাথে থাকা

    • @alamhussain6334
      @alamhussain6334 ปีที่แล้ว +2

      গুরুত্বপূর্ণ কথা

    • @bishnumali007
      @bishnumali007 ปีที่แล้ว

      Hindu ra jhagra kore na , bangladeshr Molla ra hare bojjat

    • @chuichi15
      @chuichi15 ปีที่แล้ว +4

      এসব কথা 1947 এর আগে শুনলে মানতে partam ...

    • @bdmusic8309
      @bdmusic8309 ปีที่แล้ว

      @@chuichi15 ৪৭ এর কথা এখন ব‌লে লাভ নেই। ৪৭ এর মানুষ বে‌শি গোড়া ছিল । এখন ইন্টার‌নে‌টের প্রসা‌রে যতই না‌স্তিকতার প্রসার ঘট‌ছে বি‌ভিন্ন ভি‌ডিও প্রচা‌রিত হ‌চ্ছে ততই মানুষ সংশয়বাদী হ‌চ্ছে এবং এর ফ‌লে ধর্মীয় ভেদা‌বেদ কম‌ছে এটাই বাস্তবতা।

    • @huma978
      @huma978 ปีที่แล้ว

      বালের কথা ছাড়। কাফের দেখলেই গনিমতের মাল বানিয়ে দেবে।

  • @farjanadola2674
    @farjanadola2674 ปีที่แล้ว +11

    আমার প্রাণের শহর কুষ্টিয়া ।
    থ্যাঙ্কিউ দাদাভাই। এখানে আসার জন্য ।
    এত প্রশংসা করার জন্য ❤️

  • @naimsiddiky1274
    @naimsiddiky1274 ปีที่แล้ว +6

    I love my country too much. Thank you for coming to Bangladesh. 🇧🇩🇧🇩🇧🇩🇳🇱🇳🇱🇳🇱🇳🇱

  • @JashimUddin-cl1pl
    @JashimUddin-cl1pl ปีที่แล้ว +66

    দুই বাংলার মানুষ,আমরা বাঙালী এটাই আমাদের পরিচয়,আমরা এক আমাদের বন্ধন কখনওই ছিন্ন হবার নয়।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +3

      ❤️

    • @sujoydutta1615
      @sujoydutta1615 ปีที่แล้ว +3

      Sorry Dear.... OUR ONE IDENTITY ie, WE ARE INDIAN

    • @mohsinayubmiah4643
      @mohsinayubmiah4643 ปีที่แล้ว +11

      @@sujoydutta1615 মনটা বড় কর,তুমি ভারতের কিনতু তোমার মুখের ভাষা বাংলা, ভারতের ভাষা কিনতু হিনিদ,তারপর তুমি তোমার মা, বাবার থেকে শিখা বাংলাতেই কথা বল।একটি মানুষ কোন দেশের সেটা বড় কথা না,প্রত্যেক দেশের মানুষকে সমমান করা উচিত।

    • @nurealam4272
      @nurealam4272 ปีที่แล้ว +11

      @@sujoydutta1615 India te Tomar ki dam ache tomake okhane bangali bole dake Hindi jara ache tara....amra oh Pakistan chilam temon mullo paini volei amra desh k shadin korechi amader shadin desh only Bangla te Kotha boli ...

    • @somsubhro7670
      @somsubhro7670 ปีที่แล้ว

      @@mohsinayubmiah4643 na bhai bharoter onek gulo bhasa ache Tumi thik hyto jano na.....

  • @mamunmollah3631
    @mamunmollah3631 ปีที่แล้ว +6

    দাদা তোমার শিকরটা এদেশের মাটিতে আমার শিকর টাও এদেশের মাটিতে তাই তুমি যত দূরেই থাকো তোমার প্রতি একটা ভালোবাসা সবসময় থাকবে, আমরা বাংলাদেশীরা অতিথি আপ্যায়ন অনেক বেশি করতে পারি এটা সত্য কথা,

  • @papiajahan9879
    @papiajahan9879 ปีที่แล้ว +25

    আমি একজন বাংলাদেশি কিন্তু আমি ইন্ডিয়ার মানুষদের ভালবাসি

  • @nipunchowdhury4348
    @nipunchowdhury4348 10 หลายเดือนก่อน +1

    বাংলাদেশের পরিবেশ ভালো। কিন্তু! রাজনৈতিকের কারণ আজকে পরিবেশেরই অবস্থা। ধন্যবাদ শুভকামনা জানাচ্ছি আপনাকে।

  • @nusratsetu3488
    @nusratsetu3488 ปีที่แล้ว +12

    Take love from Bangladesh 🇧🇩❤️
    In our country people have big hearts with sweet Hospitality.❣️
    I'm glad to see you in our country 🖤🖤

  • @shimulkhumar4543
    @shimulkhumar4543 ปีที่แล้ว +18

    মানুষ হয়ে মানুষকে সম্মান করে এটা হচ্ছে মানুষের ধর্ম

  • @ranjitdas537
    @ranjitdas537 ปีที่แล้ว +126

    ভাই কিছু মনে করো না,”খেয়ে এসেছো না গিয়ে খাবে”আমরা বাংলাদেশীরা একথা কোন দিন বলবোনা॥ধন্যবাদ তোমাকে।

    • @abidhassan7259
      @abidhassan7259 ปีที่แล้ว +14

      এটা মজা করে বলা হয়... উত্তরবঙ্গের লোকদের মজা করে মফিজ, নোয়াখালীদের ছাগল চোর... এভাবে অনেককিছুই মজা করে বলা হয়। তার মানে এই নয় যে অসম্মান করা হয়।

    • @atoz1266
      @atoz1266 ปีที่แล้ว

      Right

    • @chhandamandal6798
      @chhandamandal6798 ปีที่แล้ว +12

      তাই তো ভাই । এই কারণে 1971 এ লাখ লাখ মানুষকে খাবার দিতে পেরেছিলেন ভারতের মানুষ । নাকি সেটাও আর মনে নেই আপনাদের ? খারাপ লাগলো ।

    • @erick5171
      @erick5171 ปีที่แล้ว +3

      1971 e india e kabar diyechilo, bule gelen kub taratari, hahah

    • @cmmaruf8501
      @cmmaruf8501 ปีที่แล้ว +7

      Love you india....jara indian achen kichu mone korben na....erokom lok kom beshi ache....ultapalta comment kore vejaler sristi kore🤐

  • @Tania-l9l3v
    @Tania-l9l3v หลายเดือนก่อน

    দুই দেশের জনগন অনেক শান্তি প্রিয়।তবে চালের ভিতর কিছু কঙ্কর ও থাকে তেমনি অনেকে হিংসা প্রিয়।আর আমি শান্তি প্রিয় মানুষদের শ্রদ্ধাকরি এবং শ্রদ্ধা করে যাবো।

  • @salehuddinmunsi1477
    @salehuddinmunsi1477 ปีที่แล้ว +9

    এটাই ইসলাম, এটাই বাংলাদেশের মানুষের অতিথি পরায়নের বহি প্রকাশ,আর আপনাদের কোলকাতায় টাইম শেষ না হতে হতে হোটেল থেকে বের করে দেওয়ার ঘটনা আছে বাংলাদেশি আমার এক বন্ধুর সাথে এমন ঘটনা ঘটেছে।

    • @chhandamandal6798
      @chhandamandal6798 ปีที่แล้ว +2

      বাংলাদেশীদের অভিযোগ এর শেষ হয় না । আপনারা কলকাতা বা ভারতে এসে কম খরচে ভালো চিকিত্সা পান । আপনাদের কোনো ভালো অভিজ্ঞতা নেই ? অদ্ভুত তো ?

    • @helloworld33577
      @helloworld33577 ปีที่แล้ว +1

      Sob kichu r saathe dhormo jorie den kno apnara? R apni jeta bolchen seta amader satheo hoi. Apni Bangladeshi bole kono vip non. Ar jodi India pochondo na hoi tahole apnader aste hbe na.

    • @nikhileshmandal6323
      @nikhileshmandal6323 ปีที่แล้ว

      বাংলাদেশী বলে নয় ভারতীয়রাও অনেক সময় অন্য ভারতীয়দের সাথে এ রকম ব্যবহার করেন ।
      তবে কারো অভিমান হলে যে দেশে বাংলাদেশীদের কদর করবে সে দেশে যাবেন , ভারতে আসবেন না ।

    • @truthisbitter7086
      @truthisbitter7086 9 หลายเดือนก่อน

      ​@@helloworld33577 সবকিছুর সাথে ধর্ম জড়ানো উচিত না।কিন্তু আপনাদের অনেক উচ্চমার্গীয় লোকজন আছেন যারা ছোটখাটো সমস্যা হলেও মুসলিমদের ধর্মকে জড়িয়ে ফেলেন।
      যেন অন্যধর্মের মানুষ অপরাধই করে না।
      তবে এখানে ধর্ম জড়ানো উচিত হয় নি।কমেন্টকারীর কমেন্ট আমারও পছন্দ হয় নি।

    • @rakinazad1345
      @rakinazad1345 7 หลายเดือนก่อน

      ​মানুষের যাওয়া কমে গেছে কয়টা দিন যাক কেউ যাবে না....
      আপনাদের ব্যাবহার কেমন আপনাদের রিপ্লায় পড়েই বোঝা যাচ্ছে.. @@nikhileshmandal6323 মানুষের

  • @allahwatchingme3656
    @allahwatchingme3656 หลายเดือนก่อน

    সব সময়ের জন্য দাদাবাবুদের স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে

  • @ahmedirfansamad
    @ahmedirfansamad ปีที่แล้ว +8

    আমার বাংলা!
    সবার থেকে সেরা!
    জয় বাংলা!
    🇧🇩🤝🇮🇳

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +2

      ❤️❤️❤️❤️

    • @sujoydutta1615
      @sujoydutta1615 ปีที่แล้ว

      JOY HIND BANDE MATARAM INDIA 🇮🇳 ♥️

  • @Most.ShatheKhatun
    @Most.ShatheKhatun 2 หลายเดือนก่อน

    হোটেল মালিক কে খুব ধন্যবাদ। উনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন।

  • @Universal69man
    @Universal69man ปีที่แล้ว +12

    বাংলাদেশে ভারতীয়দের জন্য যথেষ্ট সম্মান, সুরক্ষা, নিরাপত্তা ও ভাল ব্যবহার থাকে যেটা ভারতে খুব কম দেখা যায়
    এটা সামাজিক উন্নয়নের ফল
    Human development is getting higher in Bangladesh almost equal to Bhutan

    • @soumyajyotibera7756
      @soumyajyotibera7756 ปีที่แล้ว +5

      Eisob faltu kotha bole controversy create krben na...apni kakhono Kolkata ese6en... Kolkata ese ekbar dekhun bangali ra r ek bangali bhai r sange kmn behaviour kre then eisob faltu kotha bolben... borong Bangladeshi Muslim ra hindu der opor torture kre, mondir vange , purohit ke murder kre,...jeta India te mainly Kolkata te kono muslim bhai r sange kakhono hoyna, r etai ho66e ...India, and as a Indian and bangali hisebe..amra proud feel kori..

    • @RonyDSouza99
      @RonyDSouza99 ปีที่แล้ว +3

      @@soumyajyotibera7756 kolkatar kotha baad e de tora toh amader theke Bihari r Maarowari der aapon mone koris r baaki jela theke jodi keu Kolkata vromon korte ase tader sathe racist behaviour koris.

    • @mysteriousearth4513
      @mysteriousearth4513 ปีที่แล้ว +2

      @@RonyDSouza99 right bolechen janab

  • @babachele8284
    @babachele8284 หลายเดือนก่อน

    আমরা এক মায়ের দুই স্নতান,আমরা Bnagali ❤❤ and welcome to Bangladesh 🇧🇩 Bhai ..

  • @maksudagarden3363
    @maksudagarden3363 ปีที่แล้ว +11

    বাংলাদেশের মানুষ মেহমানদারীতে এক নাম্বার

    • @চান্দসওদাগর
      @চান্দসওদাগর ปีที่แล้ว

      হুম এরা খাসির মাংস বলে গরুর গোস্ত খাওয়ায়, এরা ২ নম্বরিতে বিশ্বে ১ নম্বর।

  • @enamulhaque2193
    @enamulhaque2193 6 หลายเดือนก่อน +1

    দাদা আপনি যেই হোটেলে খাবার খেলেন সেই হোটেল এর কাছেই আমার বাসা...আজকে আবার আপনি কুষ্টিয়া এসেছেন অনেক ধন্যবাদ দাদা।❤❤

  • @satyajitroy701
    @satyajitroy701 ปีที่แล้ว +6

    It will boost our friendship with bangladesh.👍

  • @RanaJami-gk2ik
    @RanaJami-gk2ik 7 หลายเดือนก่อน +1

    আপনার জন্য ভারতীয় ভালোবাসি। positive thinking।এভাবে ভালবাসা বেড়ে যায়।

    • @hellochandan
      @hellochandan  7 หลายเดือนก่อน

      ❤️❤️

  • @World143SpeakTruth
    @World143SpeakTruth ปีที่แล้ว +5

    মন খুবটানে ভারতে ঘুরতে যেতে যদিও কখনো যাইনি,,, যখন বাংলাদেশে যাবো তখন একবার ভারত যেয়ে ঘুরে আসবো। আমার দাদার চার ভাই ভারতে যেয়ে আর ফিরে আসেনি জানি না ওরা কোথায় আছে,তো যেখানে থাকুক না কেনো তারা যেনো ভালো থাকে। সময় করে একবার ঘুরে আসবো,, ❤️❤️❤️

  • @lovebirds4661
    @lovebirds4661 4 หลายเดือนก่อน

    দাদা বাংলাদেশের রংপুর জেলায় আসিয়েন,,শহর টা আপনার কাছে অনেক ভালো লাগবে,,,আর যদি আসেন,,,অনেক সম্মান পাবেন,,,

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh ปีที่แล้ว +3

    এদেশের মানুষের আন্তরিকতা অতুলনীয়

  • @MunnaMunna-y6z
    @MunnaMunna-y6z 3 หลายเดือนก่อน

    আমরা বাংলাদেশি অতিথিদের সর্বোচ্চ সম্মান ও আপ্যায়ন করার চেষ্টা করি,,শুধু বাইরের দেশের অতিথিদের নয় নিজের পাশের গ্রামের কেউ আসলে তাদের কেউ খুব ভালো করে সম্মান করে সবাই 🇧🇩❤️,,

  • @mdrajonali7908
    @mdrajonali7908 ปีที่แล้ว +6

    বাংলাদেশ এসে আমাদের কুষ্টিয়াতে আশার জন্য ধন্যবাদ 💖💖

  • @masudkhan4256
    @masudkhan4256 ปีที่แล้ว +3

    কুষ্টিয়া বটতৈল আমার এলাকা❤️❤️love from Bangladesh

  • @shshohanblog7990
    @shshohanblog7990 ปีที่แล้ว +10

    দাদা আপনি ঝিনাইদহ জেলা টা ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর জেলা অনেক কিছু দেখার জায়গা আছে

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +1

      পরেরবার অবশ্যই যাবো দাদা

  • @m2o2u
    @m2o2u หลายเดือนก่อน

    আমরা কারো সাথে দেশ, ধর্ম বা টাকা কড়ি দেখে মিশি না! আমরা যে মানুষ যেমন করে মিশে তাদের সাথে ততটাই মিশি। মন খুলে মিশলে আমরা খুব যত্নশীল। অতিথিদের প্রতিই যত্নশীল তেমনটা নয়। আশেপাশের সবাই সবার প্রতিই আমরা যত্নশীল আলহামদুলিল্লাহ! আমাদের আশেপাশে যদি হিন্দু, বৌদ্ধ বা অন্য যে কোন ধর্মের মানুষ থাকেন তাঁদের কোন সমস্যা করি না বরঞ্চ তাদের সাথেও মন খুলে মিশি। ধর্ম নয়, আমাদের প্রথম পরিচয়, আমরা বাংলাদেশী! আমাদের ভাষা আমাদের ভাতৃত্বের পরম সূত্র।

  • @riyadvlog9335
    @riyadvlog9335 ปีที่แล้ว +49

    আমরা বাংলাদেশি মানুষ সকলকে ভালবাসতে জানি।

    • @pkhsdgrto
      @pkhsdgrto ปีที่แล้ว

      খানকির বাচ্চা রা নিজেদের বেশ্যামাগি মায়দের নিয়ে ভারত আসস কেন হিন্দুস্থানি ছেলে দিয়ে চুদাতে?? লজ্জা লাগে না? রেন্ডিমাগি আল্লার আবাল ইসলামের নাম অস্তিত্ব নাই, তোদের দেশের নেত্রীরা শুধু দিল্লি এসে মোদির বডিগার্ড দের চুদা খায় আর তুদের দেশের নেতারা শুধু চিনের মাগিবাজি করে মদ খেয়ে টাকা উড়ায়। বেশ্যামাগি আয়েশার জারজ বাচ্চা শালা

    • @mrinalvlog1392
      @mrinalvlog1392 ปีที่แล้ว +1

      ভাইয়া বাংলাদেশে পাকা বলে কোনো গ্রাম আছে।

    • @Debojitdebnath123
      @Debojitdebnath123 ปีที่แล้ว +1

      @@mrinalvlog1392 Hi dear Mrinal ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @saralohan6954
      @saralohan6954 10 หลายเดือนก่อน

      Amra boka bole sobai k ato Valobashi r beshi appayon kori. World e r kothau emon kore na. Amader clever houa dorker.

  • @thundertouch
    @thundertouch 11 หลายเดือนก่อน

    দাদা, আপনার ব্যবহার খুব ভালো লাগলো। সাবস্ক্রাইব করলাম সন্মান থেকে।
    ভালোবাসা রইলো 🇧🇩 থেকে।

  • @sanjibpaul2687
    @sanjibpaul2687 ปีที่แล้ว +83

    Behaviour is a most important thing bro...give respect and take respect... simple...skin colour, voice, language doesn't matter...😊

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว +6

      Yes, you are right bro ❤️❤️

  • @amitavadey6349
    @amitavadey6349 ปีที่แล้ว +12

    Good evening
    Ami tomar blog er fan
    Bangladesher manushder amar ushno antorikota janio💖

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা ❤️❤️❤️

  • @ashachaklader8373
    @ashachaklader8373 ปีที่แล้ว

    Prithibir shokol desher manusher proti BANGLADESH ER pokkho hote onek onek valobasha roilo.

  • @mohammadsojib7485
    @mohammadsojib7485 ปีที่แล้ว +3

    ভাই কে কি বলে কান দিবেন না ভাই ভালো মানুষ ভালো কথা বলবে আর খাবার মানুষ খারাপ কথা বলবে এটাই সাবা বিক 🇸🇦🇧🇩🇸🇦🇧🇩❤️❤️❤️

  • @parthadas9702
    @parthadas9702 11 หลายเดือนก่อน +1

    Very good vlogging. Promoting friendship.. humanity among people of two countries. Thanks to those beautiful persons who helped you.❤

  • @sharifhasan8144
    @sharifhasan8144 ปีที่แล้ว +3

    Welcome to Bangladesh 🇧🇩 Make yourself comfortable in Bangladesh

  • @worldwidefacts6023
    @worldwidefacts6023 ปีที่แล้ว +2

    Welcome to Bangladesh. I am Nusrat Jahan form Dohar, Dhaka, Bangladesh. I invite you Dohar, Dhaka

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว

      অবশ্যই যাবো

  • @showkhinartgallery1316
    @showkhinartgallery1316 ปีที่แล้ว +4

    আমাদের কুষ্টিয়াতে আপনাকে স্বাগতম 💜

  • @afrozsumon8195
    @afrozsumon8195 7 หลายเดือนก่อน

    আপনি সাতক্ষীরা থেকে কুষ্টিয়া গেলেন তো।সাতক্ষীরার পাশের জেলা খুলনা।সাতক্ষীরা থেকে খুলনা যেয়ে তারপর খুলনা থেকে কুষ্টিয়া যেতে পারতেন তাহলে ভালো হত।আমার বাড়ি ঝিনাইদহ জেলাতে কুষ্টিয়া আর যশোরের মাঝে র জেলা।

  • @ahmedia1181
    @ahmedia1181 ปีที่แล้ว +6

    সবাই ভাল ব্যবহার করুন, কারন তিনি মেহমান এবং মুসাফির

  • @Sohelkhan-f9x6b
    @Sohelkhan-f9x6b หลายเดือนก่อน

    ❤❤❤বাংলাদেশ আসার জন্য তোমাকে অভিনন্দন শুভেচ্ছা ❤❤❤❤ভালোবাসার অবিরাম

  • @mrinmoybhowmik6413
    @mrinmoybhowmik6413 11 หลายเดือนก่อน +3

    দুই দেশেই কিছু মানুষ আছেন তাঁদের কাজই হলো অকারণ পারস্পরিক ঘৃনা ছড়ানো। এতে দুই বাংলার পর্যটন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। যা কিনা আমাদের গুরুত্বের সাথে ভাবা দরকার।

    • @hellochandan
      @hellochandan  11 หลายเดือนก่อน

      একদমই ❤️

  • @SHAFIQ2424
    @SHAFIQ2424 10 หลายเดือนก่อน

    বাংলাদেশের মানুষ খুবই আন্তরিক

  • @principalabdullah8834
    @principalabdullah8834 ปีที่แล้ว +8

    একটা সত্য ও সুন্দরের বহিঃপ্রকাশ, জয়বাংলা

  • @indranilbhattacharjee8865
    @indranilbhattacharjee8865 11 หลายเดือนก่อน

    onek bhalobasa roilo amar Bangladeshi bhai der jonno. love from india.

  • @মিনহাজশোভন
    @মিনহাজশোভন ปีที่แล้ว +4

    রাজশাহী কুষ্টিয়া থেকে সবথেকে কাছে হবে দাদা। ট্রেনে ১ঘন্টা ৪৫ মিনিটের মত লাগবে।রাজশাহী চলে আসেন। বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরে ঘুরে যান।

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว

      চেষ্টা করবো দাদা ❤️

  • @shoebahmed3512
    @shoebahmed3512 ปีที่แล้ว +12

    বাংলাদেসের মানুষ অতিথিবৎসল,,, যা অন্ন কোথাও নেই,,,।।

    • @pkhsdgrto
      @pkhsdgrto ปีที่แล้ว

      এই সব পাকিস্তানি রেন্ডিমাগি মুসলিম দের বাচ্চারা করে, ওদের কাজ নিজেদের আম্মা নানিদেরকে বাংলাদেশ পাকিস্তান থেকে হিন্দুস্তানে এনে হিন্দু ছেলেদিয়ে চুদানা আর ভারতের ক্ষতি করা। মুসলমানদের মেয়েদের রাস্তায় নামিয়ে গণধর্ষণ করলে ঠিক হবে

  • @MuhammadAzim-h3v
    @MuhammadAzim-h3v 4 หลายเดือนก่อน +1

    দয়াময় আল্লাহ আমাদের কে মাফ করুন আমাদের মনুষ্যত্বের বিকাশ করুন 🤲 Aamiin 🤲

  • @rejaulalisiam8862
    @rejaulalisiam8862 ปีที่แล้ว +5

    বাংলাদেশি মানুষ অন্য দেশের মানুষ কে আপ্পয়েন করো অনেক বেশি আমরা ❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩

  • @MDsohedulIslam-v5v
    @MDsohedulIslam-v5v 2 หลายเดือนก่อน

    আমিওকলিকাতা চেন্নাই ভেতর বেঙ্গলোর গিয়েছি সব যাইবার মানুষের ভাল পেয়েছি। আপনাকেধন্যবাদ

  • @wakram6477
    @wakram6477 ปีที่แล้ว +4

    কোলকাতার আচার ব্যবহার গুলো থেকে। অনেক বেশি ভালো ব্যাবহার করে দিল্লি মুম্বাই আন্ধ্রাপ্রোদেশ তামিম অঞ্চলে । কোলকাতার অধিকাংশ মানুষের আচার ব্যবহার। আমাদের দেশের কেরানীগঞ্জের জনগণের চাইতেও বেশি পরিমাণেই...

  • @md.moktadirulislam8752
    @md.moktadirulislam8752 10 หลายเดือนก่อน

    আমিও বিভিন্ন প্রয়োজনে বেশ কয়েকবার ভারত গিয়েছি। ১ টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া যথেষ্ট ভালো ব্যবহার পেয়েছি। আপনার জন্য শুভকামনা। ❤

    • @hellochandan
      @hellochandan  10 หลายเดือนก่อน

      ধন্যবাদ 🙏🏻

  • @rovermithu
    @rovermithu ปีที่แล้ว +3

    আপনি আমার বাড়ির সামনে দিয়ে গিয়েছেন, আমার বাড়ি সাতক্ষীরা যশোর সড়কের ঝাউডাঙ্গা বিজিবি চেকপোস্ট

  • @abusaied8645
    @abusaied8645 ปีที่แล้ว +1

    ভাই আমার বাড়ির পাশের একজন ইন্ডিয়া থাকে। নিরঞ্জন ভাই মিস করি।

  • @monojkumarmondal7686
    @monojkumarmondal7686 11 หลายเดือนก่อน +5

    ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘজীবী হোক

  • @BufferGuys-bx9zk
    @BufferGuys-bx9zk 2 หลายเดือนก่อน

    বাঙালীর আচরণ সবখানেই সুন্দর। হোক এপার বাংলা কিংবা অপার বাংলায়❤

  • @unforgettablesongs2035
    @unforgettablesongs2035 ปีที่แล้ว +3

    2018 te gechilam BD te. 10/15 din chilam. Tongi te. Byabohar sobaar khub antorik.

  • @dr.mowsumedatta3556
    @dr.mowsumedatta3556 ปีที่แล้ว

    আমার পূর্বপুরুষ বাংলাদেশের ছিলেন। আমাকে বাংলাদেশ ভীষণ টানছে বিশেষ করে আপনার ও শিবাজীবাবুর ভিডিওগুলি দেখে।আমার গুরুদেব শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজও(BSS) বাংলাদেশের বাজিতপুরের মানুষ ছিলেন। তাই বাংলাদেশকে আমার নিজের মনে হয়। আমার সেখানে যাওয়ার ইচ্ছে আছে।বাংলাদেশকে নিয়ে আপনার ভিডিওগুলি ভীষণ ভালো।অসংখ‍্য ধন‍্যবাদ পোস্ট করে সব details -এ বলার জন‍্য🙏খুব ভালো থাকবেন ভাই💖💖

    • @hellochandan
      @hellochandan  ปีที่แล้ว

      ধন্যবাদ। আপনার কোথায় বাড়ি?

    • @dr.mowsumedatta3556
      @dr.mowsumedatta3556 ปีที่แล้ว

      @@hellochandan আমি বর্তমানে শিলিগুড়িতে থাকি। আমার বাবার ১৩পুরুষ আগে বরিশালে ছিলেন পরে ঢাকা এবং ১৯৪৭সালে ভারতে আসেন।মামা বাড়ি ছিল বিক্রমপুরে।দাদুরা ১৯৪৭সালে শিলিগুড়িতে চলে আসেন।শশুরমশাইরাও কুমিল্লাতে বসবাস করতেন এবং ওনারাও স্বাধীনতার পর ভারতে চলে আসেন। আমার শশুর মশাই শিলিগুড়িতে settled হন।তবে আমার স্বামীর এক জ‍্যাঠতুতো দাদা ঢাকার কমলাপুর স্টেশনে চাকরি করতেন।বর্তমানে ঢাকাতেই আছেন। ওনার আর এক ভাই কুমিল্লাতে বাংলাদেশ সরকারি চাকুরি করতেন এবং ওনার স্ত্রী সোনালী bank-এ চাকরি করতেন। ওনারাও বাংলাদেশে বসবাস করছেন। আমার কিছু গুরুভাই নওগাঁ ও ঢাকায় রয়েছেন। আমি শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়া বলে একটি জায়গায় গিয়ে মহানন্দা নদীর ধারে BSF camoএর পাসে বসে নদীর ওপর পারে বাংলাদেশের তেঁতুলিয়া,পঞ্চগড়ের মানুষদের নদীতে নেমে সেখান থেকে বালুপাথর তোলা,নৌকাচালানো,ঘাটে মহিলাদের কর্ম করতে,কিছু মানুষজনকে রিক্সাভ‍্যানে চড়ে যেতে এবং বিকেল পাঁচটার সময় নদীরধারে একটা মসজিদে নামাছ পড়বার জন‍্য যেতেও দেখেছি।তখন মনে হচ্ছি দেশ কেন ভাগ হলো আর আমাদের মধ‍্যে কেন একটা সীমানা টেনে দেওয়া হলো। আপনার চোখ দিয়ে পরক্ষ‍্য ভাবে পিতৃপুরুষের জন্মভূমিকে দেখছি।অসংখ‍্য ধন‍্যবাদ ও আর্শীবাদ জানাই আপনাকে🙏❤আপনি আমার থেকে বয়সে ছোট তাই দাদা না বলে ভাই বলছি।খুব ভালো থাকবেন এবং বাংলাদেশকে আরও explore করে আমাদের ভিডিওগুলি নিশ্চয়ই দেখার সুযোগ করে দেবেন ভাই।

    • @dr.mowsumedatta3556
      @dr.mowsumedatta3556 ปีที่แล้ว

      *নামাজ

    • @dr.mowsumedatta3556
      @dr.mowsumedatta3556 ปีที่แล้ว

      *হচ্ছিল

  • @nayanroy6176
    @nayanroy6176 ปีที่แล้ว +3

    দাদা খুলনা আসেন। আমি খুলনা থেকে দেখছি।