ব্রহ্মাণ্ডের ১২ টি রহস্যময় নাগের সাথে আপনার অজানা সম্পর্ক | 12 Mystical Serpents You Didn’t Know

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • খুব তলিয়ে দেখলে, নিজের জীবনকে একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা খেয়াল করব, আমাদের জীবনের সব অভিজ্ঞতাগুলোই আসলে পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতির একটা মিশ্রণই বটে। আমরা কত রঙ, কত আকার, কত জীবিত বা নির্জীব বস্তু চোখে দেখি। আমাদের জীবনের অভিজ্ঞতার একটা বড় অংশ জুড়ে আছে এই দর্শনের অনুভূতি। যদি আমরা চোখে না দেখতে পাই তাহলে অনেকাংশেই যেন জীবনের খুব বড় একটা অংশ অনুভব করা থেকে বা অভিজ্ঞতা করা থেকে আমরা বঞ্চিত হই। একইভাবে আমরা শব্দ বা আওয়াজ কানে শুনি। আমরা গান শুনি। মোবাইল বা টেলিভিশনে খেলার কমেন্ট্রি শুনি, খবর শুনি, মায়ের ডাক, প্রিয়জনের ডাক, কথা বলার মাধ্যমে ভাবের আদানপ্রদান, অপ্রিয় মানুষের সাথে ঝগড়া বা তাদের বলা কটু কথা শোনা, বন্ধুদের সাথে মজা আড্ডা করা - এই সমস্ত কিছুই আমাদের জীবনে বৈচিত্র্য আনে, আমাদের জীবনকে সমৃদ্ধ করে। আমাদের জীবনের অভিজ্ঞতা আজকে যা, সেটা প্রায় সম্পূর্ণটাই আমাদের ইন্দ্রিয়গুলোর অনুভূতির অবদান, বা স্বয়ং অনুভুতিগুলোই হয়ত। তাই শুধু চোখে দেখা বা কানে শোনাই নয় - নাক দিয়ে ঘ্রাণ নেওয়া, জীব দিয়ে স্বাদ আস্বাদন করা, ত্বকের স্পর্শানুভূতি - আমাদের এই ৫টি ইন্দ্রিয়ের প্রত্যেকটিই শুধু টিকে থাকার বা কোনওরকমে বেঁচে থাকা বা শুধুমাত্র জীবিকা নির্বাহের এক মাধ্যমই নয় ,জীবন বলতে আমরা যা বুঝি, যেন স্বয়ং সেই অভিজ্ঞতাটাই এটা।
    তাই যখন আমরা জীবনের আরও বড় কোনও স্বাদ পেতে চাই, বা জীবনকে আরও বড় আকারে অনুভব করতে চাই বা অজানাকে জানতে চাই , তখন আদতে আমরা কোনও না কোনও ভাবে পঞ্চইন্দ্রিয়ের ক্ষমতার বাইরের কিছুকেই জানতে চাইছি বা অনুভব করতে চাইছি এবং আজকের ভিডিওতে সদগুরু, মানুষের মধ্যেকার এই সহজাত জানার আকাঙ্ক্ষাকে কীভাবে তৃপ্ত করা যায় এবং সেই অভীষ্টে “নাগ” বা “নাগা” কীভাবে আমাদের সহায়, সেই বিষয়েই জানাচ্ছেন।
    English Video: • 12 Mystical Serpents Y...
    ****************************************
    সদগুরু একজন যোগী, অতীন্দ্রিয়বাদী, জনপ্রিয় লেখক ও কবি। সদগুরুকে ভারতবর্ষের প্রথম ৫০ জন প্রভাবশালী মানুষদের মধ্যে একজন ধরা হয়।
    দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরের ভেল্লিয়ানগিরি পর্বতের পাদদেশে অবস্থিত সদগুরুর আশ্রম, ঈশা যোগ কেন্দ্র; যোগ এবং ধ্যানের এক পীঠস্থান। যোগ এবং ধ্যানের বিভিন্ন পদ্ধতি শিখতে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই আশ্রমে আসেন। এছাড়াও সদগুরুর প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশ এবং বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানীয় ভাষায় যোগ এবং ধ্যানের শিক্ষা দেওয়া হয়।
    আধ্যাত্মিকতার ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ বেসামরিক পুরস্কার প্রদান করে।
    সদগুরু এবং ঈশা ফাউন্ডেশন সম্পর্কে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন:
    www.isha.sadhgu...
    সদগুরু অ্যাপ ডাউনলোড করুন:
    onelink.to/sadh...
    অফিসিয়াল সদগুরু বাংলা সোশ্যাল মিডিয়া লিঙ্ক:
    Facebook / sadhgurubangla
    Instagram / sadhguru.bangla
    WhatsApp Group chat.whatsapp....
    Telegram t.me/joinchat/....
    আত্ম রূপান্তরের যোগ এবং ধ্যান শিখুন বিনামূল্যে:
    isha.sadhguru.o...
    সদগুরুর দেওয়া ঈশা ক্রিয়া ধ্যান শিখুন বিনামূল্যে:
    www.ishafoundat...

ความคิดเห็น • 46

  • @mithuamohanty812
    @mithuamohanty812 ปีที่แล้ว +14

    নাগ এবং পাতাল লোকের উপর আরও কিছু জানতে চাই।

  • @shibanisamanta5587
    @shibanisamanta5587 ปีที่แล้ว +3

    অপূর্ব অসাধারণ এক আলোচনা শুনলাম।আরো আরো এই ধরনের বিষয় নিয়ে জানতে চাই।ভারতীয় সনাতন ধর্মের মহিমা কিছুটা হলেও বুঝতে পারলাম।যে জিনিস টিকে আমরা সবাই ভয় পাই তার আসল মর্ম অসাধারণ ভাবে তুলে ধরলেন।

  • @chanchalpanda6273
    @chanchalpanda6273 ปีที่แล้ว +2

    Anek ajana etihas jante parlam... apnake pranam janai sadguru......

  • @ui8871
    @ui8871 ปีที่แล้ว +3

    অসাধারণ 🙏🙏🙏🙏🌸🌸🌸🌸

  • @ratanchandradeb2359
    @ratanchandradeb2359 ปีที่แล้ว

    khub e gurutto purno ekti episode eti vobisshote erokom aro guruttopurno episode chai....thanks

  • @amalendushee2551
    @amalendushee2551 ปีที่แล้ว +3

    What a wonderful explanation. My hair is standing on end...

  • @jdJuboraj
    @jdJuboraj ปีที่แล้ว

    নমস্কার গুরুদেব। আপনার কথা শুনতে খুব ভালো লাগে

  • @nupurghoshal4221
    @nupurghoshal4221 ปีที่แล้ว +2

    Aro kichhu jante chai.Pronam Guru ji.

  • @brindabanmaity4382
    @brindabanmaity4382 ปีที่แล้ว +1

    Very nice speech sadguru 🙏🙏🙏

  • @mrinmoygoswami3069
    @mrinmoygoswami3069 ปีที่แล้ว +2

    Namaskaram shadguru ji 🙏

  • @soumilaha3930
    @soumilaha3930 ปีที่แล้ว +2

    Namaskaram 🙏 Onek kichu jante parlam. 🐍

  • @ramaroy9169
    @ramaroy9169 ปีที่แล้ว +1

    প্রণাম সদগুরুজী।🙏🙏🙏🙏

  • @SudiptoRupam
    @SudiptoRupam ปีที่แล้ว +6

    Joy guru

  • @parbatichakravarty7616
    @parbatichakravarty7616 ปีที่แล้ว +2

    ওম নম🌹🙏🕉🌹🙏🕉🌹🙏🕉 শিবায়

  • @surajitchsarkar8630
    @surajitchsarkar8630 ปีที่แล้ว +1

    🙏প্রনাম নাগ দেবতারা 🙏

  • @nativepoetamitkr.3077
    @nativepoetamitkr.3077 ปีที่แล้ว +2

    আরও কিছু জানতে চাই

  • @mousumiroy8383
    @mousumiroy8383 ปีที่แล้ว +1

    , প্রনাম গুরুদেব

  • @Noni-Gopal
    @Noni-Gopal ปีที่แล้ว

    হরিঃ ওঁ 🙏🌹

  • @jasmineswapna5124
    @jasmineswapna5124 ปีที่แล้ว +2

    🙏❤

  • @Skateramit
    @Skateramit ปีที่แล้ว +3

    Ji

  • @deeptwo6167
    @deeptwo6167 ปีที่แล้ว +2

    ❤️

  • @bijoykarmokarkarmokar7315
    @bijoykarmokarkarmokar7315 ปีที่แล้ว

    জয় হোক গুরদেব জয় হোক আপনার

  • @monikaadhikary6779
    @monikaadhikary6779 ปีที่แล้ว +2

    🙏

  • @Ringon-h6q
    @Ringon-h6q ปีที่แล้ว +2

    অভিজ্ঞতার মাধ্যমে জানতে চাই

  • @netaidas3870
    @netaidas3870 ปีที่แล้ว +1

    Sadguru pronam

  • @shimulsarkar4699
    @shimulsarkar4699 ปีที่แล้ว +1

    এটাই সনাতন

  • @anandagupta9398
    @anandagupta9398 ปีที่แล้ว

    এটা শুধু আভাস মাত্র🏵মায়া অনুগ্রহ করে স্বেচ্ছায় পথ ছেড়ে না দিলে শুধু অভ্যাস সম্বল করে এ পথে চলা অ-সম্ভব

  • @onlinewithsagar434
    @onlinewithsagar434 ปีที่แล้ว

    2.50 বছর আগে আমি কোন কারণে মানুষিক সমস্যায় ভোগছিলাম।তখন আমি এতো টাই ঙ্গানী হয়েছিলাম, আর এমন কিছু দেখতে পেতাম,বা এমন কিছু বুজতে পারতাম। যা এখন সুস্থ অবস্থায় করা সম্ভব হয় না।
    মনে হয় যে এমন যায়গায় তখন ছিলাম, যেখানে সুখ তো আছে।
    কিন্তু নিস্তার নেই।অনন্ত গতিশীল হয়ে গিয়েছিলাম।
    আর এত টাই গতিশীল হয়েছিলাম যে,.....যা সয্য করার শক্তি মনে হয় কারো নেই
    শুধু চিৎকার করে নিজেকে ধ্বংশ করতে মন চাইতো।
    তখন আমি আমার অস্তিত্ব কে খুজতে বার বার ব্যর্থ হতাম।আমি আমাকে প্রকৃতি তে দেখতে পেতাম।
    ডাক্তার এর চিকিৎসা অনুযায়ি তখন ৮ টি করে ঘুমের ওষধ আমার ঘুম আনতে পারতো না।
    ২০২২ এখন সুস্থ আছি কিন্তু সেই ‍দিনটা অন্য ভাবে শুরু করার ই্চ্ছা মনে রয়েই গেছে।

    • @arahman9991
      @arahman9991 ปีที่แล้ว

      proti din ganjay tan marun. Asha kori somossa theke ber hote parben.

  • @rumanbadsha6958
    @rumanbadsha6958 ปีที่แล้ว

    সনাতন ধর্মালম্বী ঘরে ভিতরে দূরা সাপ থাকে মালিকের কোনো নিয়ম আছে নি

  • @wota737
    @wota737 ปีที่แล้ว

    এটা কোন সিনেমার গল্প,🤔🤔🤔

  • @arafatrahman3303
    @arafatrahman3303 ปีที่แล้ว +2

    উল্টাপাল্টা কথা বন্ধ করুন।

    • @geniousmindastrology615
      @geniousmindastrology615 ปีที่แล้ว

      Arafat Rahman-- একদমই ঠিক বলেছেন।।। জেহাদী হওয়ার training দিন। মানুষ খুন করে ইসলাম বিস্তারের চেষ্টা করাই হল সুন্নত

    • @arafatrahman3303
      @arafatrahman3303 ปีที่แล้ว

      @@geniousmindastrology615 ওই মিয়া আমি কি ধর্মের কোনো কথা বলছি?
      সাপের সাথে মানুষের আবার কিসের সংলাপ এটা বলছি!
      তোমাদের প্রাণহীন দেবতাদের(নাগরাজ)ইত্যাদি আমরা কখনো ঘৃণা করি না।কারণ তারা সামর্থ হীন।ভালোওবাসি না।
      আমরা মহান এক আল্লাহর ইবাদত করি,তার সাহায্য ছাড়া আমরা কারো সাহায্য প্রার্থনা করি না।
      বস্তুতঃকফিরদের কোনো সাহায্যকারী নেই।
      তোমাদের অলিক কল্পনার মাত্রা তোমাদের ধোঁকায় ফেলছে।ভালো কথা কিন্তু কল্পনায় তোমারা সর্বশক্তিমান আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেনা কেন?
      শিব কৃষ্ণ ওদের সাথে আমাদের বিরোধ নেই।বিরোধ আছে তাদের উপর যারা আল্লাহ ও তাঁর রাসূলের শত্রু। যারা মুসলমানদের অন্যায় অত্যাচার করে।আমরা আল্লাহর আদেশ মোতাবেক তাদের হত্যা করতে দ্বিধা করি না। কিয়ামতের আগে অবশ্যই পুরো পৃথিবীতে ইসলাম বিস্তার হবে ।এতে কোন সন্দেহ নেই।

    • @youtubeplus2951
      @youtubeplus2951 ปีที่แล้ว +1

      এখানে কি করো নারী খোর মোহাম্মদের কাছে যাও

    • @jagnikghosh
      @jagnikghosh ปีที่แล้ว

      এসব দেখেন‌ কেন? ঈমান নষ্ট হয়ে যাবে

  • @keyasgloryboutique7741
    @keyasgloryboutique7741 ปีที่แล้ว

    🙏🙏

  • @rodrowbruh3164
    @rodrowbruh3164 ปีที่แล้ว +1

    🙏

  • @sankarroy8377
    @sankarroy8377 ปีที่แล้ว

    🙏🙏🙏