কৈলাস মানস সরোবর - এক এলিয়েন জগৎ! | 3 Mysteries of Kailash Manasarovar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • সদগুরু কৈলাস পর্বত ও মানস সরোবরের রহস্যময় প্রকৃতি নিয়ে বহু অজানা তথ্য প্রকাশ করছেন। সদগুরু এক্সক্লুসিভ আপ-এ এই নিয়ে ৫ টি পর্ব সমন্বিত এক ধারাবাহিক আছে। এই ভিডিওটি সেই ধারাবাহিক গুলির কিছু টুকরো দৃশ্য এবং বক্তব্য এখানে তুলে ধরেছে। সম্পূর্ণ ধারাবাহিকটি দেখতে দর্শকদের স্বাগত জানাই।
    English Video: • 3 Mysteries of Kailash...
    ****************************************
    সদগুরু একজন যোগী, অতীন্দ্রিয়বাদী, জনপ্রিয় লেখক ও কবি। সদগুরুকে ভারতবর্ষের প্রথম ৫০ জন প্রভাবশালী মানুষদের মধ্যে একজন ধরা হয়।
    দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরের ভেল্লিয়ানগিরি পর্বতের পাদদেশে অবস্থিত সদগুরুর আশ্রম, ঈশা যোগ কেন্দ্র; যোগ এবং ধ্যানের এক পীঠস্থান। যোগ এবং ধ্যানের বিভিন্ন পদ্ধতি শিখতে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই আশ্রমে আসেন। এছাড়াও সদগুরুর প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশ এবং বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানীয় ভাষায় যোগ এবং ধ্যানের শিক্ষা দেওয়া হয়।
    আধ্যাত্মিকতার ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ বেসামরিক পুরস্কার প্রদান করে।
    সদগুরু এবং ঈশা ফাউন্ডেশন সম্পর্কে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন:
    www.isha.sadhgu...
    সদগুরু অ্যাপ ডাউনলোড করুন:
    onelink.to/sadh...
    অফিসিয়াল সদগুরু বাংলা সোশ্যাল মিডিয়া লিঙ্ক:
    Facebook / sadhgurubangla
    Instagram / sadhguru.bangla
    WhatsApp Group chat.whatsapp....
    Telegram t.me/joinchat/....
    আত্ম রূপান্তরের যোগ এবং ধ্যান শিখুন বিনামূল্যে:
    isha.sadhguru.o...
    সদগুরুর দেওয়া ঈশা ক্রিয়া ধ্যান শিখুন বিনামূল্যে:
    www.ishafoundat...

ความคิดเห็น • 54

  • @sarvagnyachaturvedy6576
    @sarvagnyachaturvedy6576 ปีที่แล้ว +16

    সদ্গুরু, প্রণাম নেবেন। আপনার মুখে কৈলাশের রহস্যময়তার কথা আমাকে খুবই আকৃষ্ট করছে। যদিও কৈলাশ নিয়ে আকর্ষণ আগে থেকেই ছিল, কিন্তু আপনার আলোপাত নতুন করে ভাবতে বাধ্য করছে। ভাবছি কৈলাশ দর্শনই জীবনের শেষ লক্ষ্য রাখবো।
    সদ্গুরু, পূর্ববর্তী আপনার অনেক দর্শনেই আপনি মহাদেব শিবকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন। আমাদের বাংলায় এবং সারা ভারতেই মহেশ্বর শিব অজর অমর অনাদি অনন্ত এক স্বত্ত্বা, এবং তার স্ত্রী রূপে বর্ণনা আছে শক্তির। সেই শক্তির বিভিন্ন রূপ হলেন দুর্গা, চন্ডী, কাল্যী ইত্যাদি। কিন্তু, বিজ্ঞানে যেমন ব্যাখ্যা মেলে, একই শক্তি সর্বদা রূপান্তরিত হয়, তেমনি ভারতীয় শাস্ত্রেও বলা হয়েছে এই দেবী রূপ সব একই শক্তির রূপ, এদের কাজগুলো শুধু আলাদা। বৈজ্ঞানিক তত্ত্ব ঠিক এ কথাই বলেছে।
    আমাদের বাংলায় শক্তি আরাধনা অনেক বেশী। কারণ বাঙালীরা গায়েগতরে একটু খাটো। যাইহোক, শিবশক্তির যে রূপ বাঙালীর প্রায় ঘরে ঘরে পূজিত হন তিনি মা কালী। এখানে আমার উপলব্ধি এবং এক হিসেবে আমার দর্শন ও বলতে পারি, যে শিবের উপরে মা কালী দাঁড়িয়ে আছেন সেটাই হল এই মহান বিশ্বব্রহ্মান্ডের এক এবং একমাত্র সঠিক ব্যাখ্যা। এখানে শায়িত অজর, অমর শিব হলেন, অনন্ত মহাশূন্য, যে জন্মমৃত্যুহীন অনন্ত, অশেষ। অন্যদিকে, সেই অনন্তের বুকে দাঁড়িয়ে আছে মহাশক্তিরূপ কালী। এই কালী হলেন শক্তিরূপী মহাব্রহ্মান্ড। শাস্ত্রে কালীকে অসীম অশেষ বলা হয় নি। অর্থাৎ শক্তি অশেষ নয়, শক্তি সীমায়িত।
    বিজ্ঞানে আইনস্টাইনের তত্ত্ব আসার পর এটা পরিস্কার যে শক্তি শুধু রূপান্তরিতই হয়। অর্থাৎ শক্তি এক ও অবিনশ্বর কিন্তু সতত পরিবর্তনশীল। বিজ্ঞানে বস্তু ও শক্তি তুল্যমূল্য, এক অভেদস্বূর, অনেকটা জল, বরফ ও বাস্পের মত। আসলে আমরা যে বস্তুজগৎ দেখতে পাই তা শক্তিরই রূপান্তর মাত্র। সেজন্য এই ব্রহ্মান্ডের একটি নির্দিষ্ট ভর আছে। সে ভর এই গ্রহ-নক্ষত্রজগৎ ও তাদের মধ্যে ভাসমান অনবরত আদান-প্রদানশীল শক্তির মিলিত ভর। শক্তি নিরন্তর চঞ্চল। এটা শক্তির স্বকীয় এবং প্রথম বৈশিষ্ট্য। এই চঞ্চলতার জন্য সৃষ্টিজগৎ অনবরত সৃষ্টিশীল। আমরা প্রত্যেকেই , অণু - পরমাণু থেকে এই বিশালাকার নক্ষত্র বা কৃষ্ণগহ্বর প্রত্যেকে এই অখন্ড শক্তি-স্বরূপ ব্রহ্মান্ডের নিত্য পরিবর্তনশীলতার অংশ মাত্র।
    শাস্ত্রে বা বিজ্ঞানে জগতের ত্রিমাত্রিক স্বত্ত্বা হিসাবে যে কালের উল্লেখ করা হয় তা সঠিক নয়। কাল একটি আপেক্ষিক বৈশিষ্ট্য। কাল প্রকৃতপক্ষে কোন স্বত্ত্বা নয়। এটি শক্তি ও বস্তুর একটি আপেক্ষিক বৈশিষ্ট্য বা চরিত্র ( a temporary but compulsory characteristics of matter)। যেমন, শক্তির বৈশিষ্ট্য চঞ্চলতা, যার ফল হল প্রবাহ, তেমনি আরেকটি আবশ্যিক অনুষঙ্গ হল কাল।
    এ বিষয়ে অনান্য যে গল্পগাথাগুলো শিবশক্তিকে নিয়ে তৈরী হয়েছে তা নিতান্তই পৌরাণিক। এই পৌরাণিক কাহিনীগুলো ছেড়ে দিলে শিব-শক্তি এক চিরন্তন বৈজ্ঞানিক সত্য।
    যাইহোক, সদ্গুরু, আমার বিশ্লেষণ পর্যালোচনার অনুরোধ রাখছি আপনার কাছে। প্রণাম নেবেন।

    • @mylifemyrule4580
      @mylifemyrule4580 ปีที่แล้ว +3

      দুর্দান্ত । আপনার বিশ্লেষণ খুবই গভীর। বিশেষত বস্তু ও শক্তির পারস্পরিক বিনিময়ের প্রেক্ষাপটে কালের স্বরূপ যেভাবে ব্যাক্ষা করেছেন তা এককথায় অনবদ্য। শিক্ষণীয়। বিশেষত বাংলা ভাষায় এতো প্রাঞ্জল ভাবে, ভাষার মাধুর্য্য বজায় রেখে এবং বৈজ্ঞানিক যুক্তির মাধ্যমে তাত্ত্বিক পদার্থবিদ্যা ও ভারতীয় দর্শনের অন্তর্নিহিত সামঞ্জস্য সাধারণের বোধগম্য করার প্রয়াস কে সাধুবাদ না জানিয়ে উপায় নেই।
      একটি বিনীত নিবেদন, আপনি যদি সামাজিক মাধ্যমে আপনার যে কোনো একটি প্রোফাইল এর সূত্র বা ব্যবহারকারীর নাম এর উল্লেখ করেন তাহলে অন্তর্জালে আপনার সাথে যুক্ত থাকতে পারি।
      ধন্যবাদ। ভালো থাকবেন।
      🙏🏻

    • @lifeisbeautiful7212
      @lifeisbeautiful7212 ปีที่แล้ว

      আপনার আলোচনা খুবই সুন্দর ও যৌক্তিক ছিলো।🙏

    • @sarvagnyachaturvedy6576
      @sarvagnyachaturvedy6576 ปีที่แล้ว

      ​@@mylifemyrule4580 আপনার প্রশংসা ও সদাকাঙ্খা আমার কাজে এগিয়ে যেতে আমাকে সাহায্য করবে। যদিও প্রশংসা করার মত কিছু করে উঠতে পারি নি। আমার এই ধারণাকে আমি কোন রকম সন্নিবিষ্ট চেহারা দিতে পারছি না। প্রকৃতপক্ষে, বিজ্ঞানই হল মানুষের জ্ঞানের সঠিক প্রকাশ ও পথ।
      মানুষের জ্ঞানপথ একটি সিঁড়ির মত। একটির উপর ভর করে নতুন স্তরে উঠতে হয়। ভারতীয় বেদ হল আপাত প্রাপ্ত মানুষের প্রথম জ্ঞান সিঁড়ি। কিন্তু যত সময় গিয়েছে তত মানুষ ভুল দিকে সিঁড়িটাকে বাড়িয়েছে। তা বৈদিক প্রকৃতি, নিসর্গ বা ঈশ্বরের অনুসন্ধান ছেড়ে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থ-সংঘাতের দিকে জ্ঞানের বৃদ্ধিকে টেনে নিয়ে গিয়েছে। ঈশ্বর, গড ইত্যাদি শব্দগুলো একই অর্থ ও বিষয় হলেও আঞ্চলিক ও ভাষাগত পার্থক্যের মতই এরা প্রাতিষ্ঠানিক রূপেও বিরাট পার্থক্য তৈরী করেছে। আসলে মানুষ প্রকৃত ঈশ্বরের অনুসন্ধান ছেড়ে পার্থিব ভালমন্দ, উচ্চনীচে দিকভ্রান্ত হবার জন্যই এই স্খলন। অথচ প্রকৃত বৈদিক জ্ঞানভিতকে এগিয়ে নিয়ে যেতে পারলে আজ পৃথিবীর রূপ পাল্টে যেত। আজকের পৃথিবী প্রকৃতি ও মানুষের জন্য অনেক বেশী বসবাসযোগ্য হত ।
      এই পরিস্থিতিতে সদ্গুরু অনন্ত অসীম চির পবিত্র শিবের অনুগামী ও সাধক। ওনার জ্ঞানদর্শন ও আকর্ষণীয় বক্তব্য মানুষকে সঠিক পথ সেখাতে পারে।
      আমি সামাজিক মাধ্যমে সদ্গুরুর একজন সাধারণ অনুগামী মাত্র। আপনি আমার বক্তব্য বুঝতে পারার অর্থ আমার ও আপনার ধারণা খুব কাছাকাছি আছে। আমার নিজস্ব সেরকম কোন সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট নেই। নিশ্চয় সদ্গুরুর আলোচনা থেকেই আপনার সঙ্গে আমার যোগাযোগ থাকবে। আমি ওনার সাক্ষাৎ অভিলাসী।
      ধন্যবাদ । আপনার সুসাস্থ্য কামনা করছি।

    • @anangachowdhury5456
      @anangachowdhury5456 9 หลายเดือนก่อน

      খুব সুন্দর বিশ্লেষণ 🙏💝🙏।
      প্রণাম নেবেন দাদা 🙏।
      বাংলাদেশ থেকে বলছি।
      আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

  • @kartickkhanra5012
    @kartickkhanra5012 ปีที่แล้ว +3

    Mind Blowing 🤯

  • @arijitchoudhury4771
    @arijitchoudhury4771 ปีที่แล้ว +1

    অসাধারণ ব্যাখ্যা সদগুরু 🙏🙏

  • @toponchandradebnath6022
    @toponchandradebnath6022 3 หลายเดือนก่อน

    [[[হর হর মহাদেব[[[

  • @suchetanamondal5861
    @suchetanamondal5861 ปีที่แล้ว +18

    আমারও একবার সদগুরুর সাথে কৈলাস দর্শন করার ইচ্ছা আছে 🙏

    • @subirkundu482
      @subirkundu482 ปีที่แล้ว +1

      Khuboi punnoban apni.

    • @helloratulfromusa1676
      @helloratulfromusa1676 ปีที่แล้ว

      মূর্খ, কৈলাশে কেউ যেতে পারে না!!! এই সাধুও পারবে না!!! আপনি কেমনে পারবেন???
      এখানে আধ্যাত্মিক বা মহাপুরুষ ও দেবত্ব পুরুষরাই পারে!!! 🙃🥰🙃

    • @motaleb7469
      @motaleb7469 ปีที่แล้ว

      🙏🌹❤️🙏

    • @jewelbiswas5627
      @jewelbiswas5627 5 หลายเดือนก่อน

      আমারও খুব ইচ্ছা বাংলাদেশ থেকে।🙏

  • @the-wise-rik
    @the-wise-rik ปีที่แล้ว +4

    "There are more things in heaven and Earth, Horatio, than are dreamt of in your philosophy"

  • @dhananjaymondal6906
    @dhananjaymondal6906 4 หลายเดือนก่อน

    জয় সৎ গুরু

  • @parthasarkar5292
    @parthasarkar5292 ปีที่แล้ว

    Om. Namah shivaya
    Jai Baba Bholanath

  • @skgdas
    @skgdas ปีที่แล้ว

    জয় বাবা ভোলানাথ

  • @rafiraj5067
    @rafiraj5067 ปีที่แล้ว

    হর হর মহাদেব।

  • @SudiptoShib
    @SudiptoShib ปีที่แล้ว +1

    1:45

  • @rahulbiswas82
    @rahulbiswas82 ปีที่แล้ว

    Jay shree krishna ♥️

  • @samarpanam.bangla
    @samarpanam.bangla ปีที่แล้ว

    এসব আগে আমরা কখনও শুনিনি 😮

  • @sudiptahalder3411
    @sudiptahalder3411 ปีที่แล้ว

    রহস্যময় 😮

  • @alokpaul7562
    @alokpaul7562 ปีที่แล้ว

    Hore krishna

  • @rajaditto2233
    @rajaditto2233 11 หลายเดือนก่อน

    OM NOMO SIVAI

  • @latadasbera3128
    @latadasbera3128 ปีที่แล้ว

    নমস্কার গুরু জী 🙏🙏

  • @user-vt6zi4cw3j
    @user-vt6zi4cw3j 5 หลายเดือนก่อน

    Joyguru❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @liviabiswas5513
    @liviabiswas5513 ปีที่แล้ว

    7.40 kotha ta ami spostho bujte parini...keu bole dile valo hoto

  • @bikrambag8653
    @bikrambag8653 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏❤❤

  • @debasishchonda4754
    @debasishchonda4754 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @ddolar1941
    @ddolar1941 ปีที่แล้ว

    ♥️

  • @user-ek6pc3dq1x
    @user-ek6pc3dq1x 5 หลายเดือนก่อน

    🇧🇩🙏🙏🙏

  • @souvikmitra1810
    @souvikmitra1810 ปีที่แล้ว

    😮🙏 এও কি সম্ভব?

  • @babludey143
    @babludey143 ปีที่แล้ว

    গুরুদেব গণ বলতে কী বুজায় যদি দয়া হয় একটু বলবেন।

  • @theintractable9053
    @theintractable9053 ปีที่แล้ว

    🖤

  • @sudiptahalder3411
    @sudiptahalder3411 ปีที่แล้ว +1

    গণপতি আর গজপতির মধ্যে পার্থক্যটা কোথায় তা বুঝলাম এত দিনে। গজ মানে হাতি সেটা জানতাম। গণ মানে জানতাম না।

    • @subhankarmitra5922
      @subhankarmitra5922 ปีที่แล้ว +3

      গন মানে মানুস

    • @sudiptahalder3411
      @sudiptahalder3411 ปีที่แล้ว

      ​​​@@subhankarmitra5922 নর মানে মানুষ, গণ হল হাড়হীন বা অস্থিহীন জীব, অ্যামিবা এর মতো, কিন্তু আকারে বড়।

    • @sumanshiba010
      @sumanshiba010 ปีที่แล้ว

      @@subhankarmitra5922 না, গণ মানে শিবের অনুচরগণ

  • @achyutanandamukherjee8507
    @achyutanandamukherjee8507 ปีที่แล้ว +1

    Ja kichhu durgam
    Tai rahosyomoy
    Bivinno galper utso

  • @ParulHazra-ko6yy
    @ParulHazra-ko6yy 8 หลายเดือนก่อน

    Bu By

  • @satyadutta7432
    @satyadutta7432 ปีที่แล้ว

    SO WHAT??????

  • @Skateramit
    @Skateramit ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @andybasu2039
    @andybasu2039 ปีที่แล้ว

    Jottoźob gulbaaz

  • @animeshmanna3147
    @animeshmanna3147 ปีที่แล้ว +1

    কৈলাশ আসলেই শুধু পর্বত নয়,একটি মানবতৈরি সুদৃশ্য পিরামিড মন্দির,যা কালের বিবর্তনে ক্ষয় হয়ে একটি পর্বতশৃঙ্গে পরিণত হয়েছে...

  • @PayelMondal-sv9ge
    @PayelMondal-sv9ge ปีที่แล้ว

    Apni ki pagol

  • @skgdas
    @skgdas ปีที่แล้ว

    জয় বাবা ভোলানাথ

  • @SudiptoShib
    @SudiptoShib ปีที่แล้ว

    1:40

  • @manasmahata5511
    @manasmahata5511 ปีที่แล้ว

    🙏❤️🙏❤️🙏❤️

  • @skgdas
    @skgdas ปีที่แล้ว

    জয় বাবা ভোলানাথ

  • @skgdas
    @skgdas ปีที่แล้ว

    জয় বাবা ভোলানাথ