সত্যিই কী সুন্দর এই সোনার বাংলাদেশ। যেতে খুব ইচ্ছে করে বাংলাদেশ এ।অনেক ভালোবাসা দাদা আপনাকে ভারত এর পশ্চিম বঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ এর বহরমপুর থেকে। 🥰🇧🇩♥️🇮🇳
Antorikh Namashkar niben dada🙏 apnar protiti blogs ami dekhkar chesta kori, bhison bhalo lage, apni ashahaiy manushet pase jeye tader ke shanubhuti den, eeta bhison bhalo lage, abong apnar bhasa ta o ato ee madhur, jee mon ta jeno akarshita hoye othe, khub ee bhalo thakun, apnar nutan blog er apekhaye👌Joy guru🙏 from India🇮🇳, Delhi❤️❤️❤️
ভাই বাংলাদেশকে গর্ব করার দরকার নেই, তার কারণ আপনি যেখানে বাস করেন মুর্শিদাবাদে, ওখান থেকে আপনি কাতলামারী, নবীপুর, শেখপাড়া, রাজানগর চলে যান একটুখানি সময় লাগবে, তারপর বাংলাদেশ-ভারতের বর্ডার, তারপর চর তারানগর, সুমন দাদা ভুল বলেছে, বলেছে সেই জায়গাটির নাম চর খানপুর, কিন্তু না জায়গাটার নাম হচ্ছে চর তারানগর, উনি প্রথম ভিডিওতে যে স্কুলটি দেখিয়েছিল, সুমন বলেছিল এটা চরখানপুর স্কুল, কিন্তু না, এই স্কুলের নাম হচ্ছে, চর তারানগর গভারমেন্ট প্রাইমারি স্কুল, 🙏🙏🙏🙏🙏🙏
একি অপরুপ রুপে মা তোমার হেরিনু পল্লী জননী, আমার বাংলাদেশ প্রিয় পদ্মা আজ মৃতপ্রায় নদী। এত কষ্ট করে দূরগম পথ পাড়ি দিয়ে চরখানপুরে যাওয়ার জন্য ধন্যবাদ। আসলে চরের মানুষ খুবই ভালো, কারন ওরা প্রতিনিয়ত প্রতিকূল অবস্থার সাথে লড়াই করেন।
এই ভাইকে অনেক অনেক ধন্যবাদ।এই ভাবে গরিবের পাশে যদি যার যার সমর্থ অনুযায়ী পাশে থাকত তাহলে গরিব মানুষের চোখের জল মুছে যেত গরিব মানুষের বেশি চাওয়া নেই মান সম্মান বাচিয়ে ডাল ভাত খেয়েই তারা অনেক খুশি।
আপনার ভিডিওর মাধ্যমে চরখানপুর আমাদের হৃদয়ে থাকবে। বাংলাদেশের গ্রামগঞ্জ, নদী, প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক স্থান আরও নানান দৃশ্য আপনার মাধ্যমে দেখতে পায় । মুর্শিদাবাদ থেকে
এত তাড়াতাড়ি চার খানপুরের ভিডিও দেখতে পাব ভাবতেই পারিনি আর আজিজুল ভাইয়ের সাথে সুমন ভাইয়ের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে আমার খুব ভালো লাগছে অভিনন্দন সুমন ভাই ভালোবাসা অবিরাম।
বাংলাদেশ এমন একটি দেশ যা কাগজে আঁকা ছবির মত ছোট্ট একটি দেশের ভিতরে আল্লাহ পাক সব কিছু সাজিয়ে রেখেছেন পর্বানচলে পাহার উত্তরে মরুভূমি মধ্য সমতল ও হাওর পশ্চিমে-দক্ষিণে সুন্দরবন দক্ষিনে সাগর সবই রয়েছে এই অল্প যায়গার মধ্যেই।
কী অপরূপ সৌন্দর্যে ভরা এই আমার সোনার বাংলাদেশ। পদ্মা নদীর চরখানপুরে এই নদী ভাঙ্গন এলাকার সাধারণ মানুষের জীবন- যাপনে যা এক অন্যরকম অনুভূতি কাজ করে।বিশেষ করে সালাউদ্দিন ভাই এবং দুর্গম চরের সেই আজিজুল ভাইয়ের নিখুঁত সরলতা দেখে খুবই ভালো লাগলো। ভালো থাকুক চরের সাধারণ মানুষগুলো।
আমেরিকা প্রবাসী ভাইকে অভিনন্দন ও ধন্যবাদ, সাথে আপনাকে ও এই চরের গরীব মানুষ গুলোর কথা চিন্তা করেন। প্রকৃত মানব প্রেম আর কি হতে পারে! ❤️ঈশ্বর আপনাদের আরও তৌফিক দান করুণ যেন এ রকম সেবা কাজ বেশি পরিসরে করতে পারেন।
ভাই দেখে খুব ভালো লাগল,এই চরের অসহায় মানুষকে একটু চিকিৎসার ব্যবস্থা করে দিলেন।আজিজুল ভাইকে এত তাড়াতাড়ি দেখতে পাবো ভাবতেই পারি নি,ভালোবাসা সব সময় ইতালি থেকে💗💗💗💗🇮🇹🇧🇩
ভালোবাসা নিবেন সুমন ভাই।আপনার ভিডিও গুলো অন্তর নাড়া দিয়ে যায়।সব গুলো ভিডিও আমার প্রায় দেখা শেষ। প্রবাসী ভাই যা করেছেন এক কথায় অসাধারণ। এমন মানুষ বেঁচে থাকুক হাজার বছর ধরে।ওনার জন্য দোয়া ও ভালবাস রইল।সমাজের বিত্তবানরা যদি এভাবে অসহায়দের পাশে দাঁড়ান তাহলে এ দেশ হয়ে উঠবে সোনার বাংলা।অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।
সুমন ভাই আছছালামুয়াইকুম। আমি ভারতের ত্রিপুরা রাজ্যের একজন বাসিন্দা, আমি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি এবং আমার খুব ভালো লাগে। আমার নাম জসিম উদ্দিন। এবং বিশেষ করে আপনার চরখান পোরের ঐ ভিডিওগুলি আমি খুব মনোযোগ দিয়ে দেখি। ওখানকার মানুষগুলো চেহারা দেখলে কেমন যেন একটা নিজের পরিচিত পরিচিত লোক মনে হয়। এত মায়াবী মানুষগুলো মানে আমি ভেবে অবাক হয়ে যাই! এত দুঃখ কষ্টের মধ্যেও তারা এত সাধারন ভাবে জীবন যাপন করছে। আর বিশেষ করে আজিজুল ভাইকে আমার সালাম টুকু দেবেন আপনার তরফ থেকে আজিজুল ভাইকে দেখে আবার নিজের বড় ভাইয়ের মতো লেগেছে। এবং আমার অনুরোধ চর খানপুরের এই ভিডিওগুলো ধারাবাহিক রাখবেন।
আবার চলে আসলাম চরখান পুর দেখতে।সালাউদ্দিন সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনার মাধ্যমে বাংলার রুপ তুলে ধরার জন্য।আসলেই চরখান পুরের জন্য মনটা খুব মায়া লাগে।আর কি করে প্রশাসনের নাগের ডগার সামনে অব্যয়দ্ব ভাবে নাদী বরাট করে আবাসন ঘরে তুলে।আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
যেখানে মাটি ও মানুষ এক সুতাই বাধা, সেটাই চর খানপুর, বাংলাদেশের সকল গ্রাম এক একটা চর খানপুর, ভালোবাসি বাংলাদেশ। মন ভরে গেছে, চোখ জুড়িয়ে গেল, ধন্যবাদ ভাই
সত্যি খুবই ইন্টারেস্টিং আপনার এই চরখানপুর এর ভিডিও, অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকি এখানকার ভিডিও দেখার জন্য। এখানকার মানুষের সহজ-সরল বার্তালাপ খুবই সুন্দর।
কারো মন চায়,,চরে থাকতে,,, আবার কারো মন চায়,,, শহরে থাকতে,,,অসাধারণ দৃশ্য.... ধন্যবাদ সুমন ভাই, এবং এরশাদ ভাই,,,,,,, ভায়ের ভিডিও প্রায় ৩ বছর দরে দেখি, কিন্তু কোনোদিন কমেন্ট করি নাই,, আজ কমেন্ট না করে থাকতে পারলাম না....???
অনেক দিন পর চরখান পুর দেখে খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ সুমন ভাই আজিজুল ভাই কে অনেক দিন পর দেখে ভালো লাগলো আসলে চরখানপুরে তুলনা হয় না যত দেখি ততই মুগ্ধ হয়ে যায় কি বলবো বলার বাসা নেই আমি যদি বাংলাদেশে জন্ম হতাম কতৈনা মুগ্ধ হতাম ইন্ডিয়া আসাম 🇮🇳 থেকে দেখি অনেক অনেক মুগ্ধ হয়লাম সুমন ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো দোয়া করি ভালো থাকবেন
সুমন ভাইয়ে বৌ ভাত থেকে আজিজুল ভাই,তার পর এক এক করে চরখানপুর দেখছি,মনে হয় আমি ওদেরই একজন। ডিউটি থেকে এসে খাবার শেষে কম্বল আর মুবাইল,আর চরখানপুর দারুণ ধন্যবাদ সুমন ভাই,ভালোবাসা অবিরাম সৌদি আরব জেদ্দা থেকে ❤❤
আবারও আমার খুবববববব প্রিয় সালাউদ্দিন সুমন ভাইয়ের দারুণ একটি ভিডিও। আসলে এই মাটির মানুষ টার ভিডিওগুলো দেখলেই শুধুমাত্র বুঝতে পারবেন কতোটা ভালোলাগে মনের ভিতর। খুবই দারুণ ভিডিওগুলো। সত্যিই অসাধারণ।
সত্যিই। আজিজুল ভাই যেমন খুবই মাটির মানুষ। আমার খুবই খুবই প্রিয় সালাউদ্দিন সুমন ভাইও খুবই মাটির মানুষ। এককথায় সালাউদ্দিন সুমন ভাইয়ের সবগুলো ভিডিওর জন্যই আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি।
মানুষ মানুষের জন্য, একথা চিরন্তন সত্য ওদের পাশে দাঁড়াও যারা অভাবী দুর্গত। তোমার সাহায্য ওদের খুবই প্রয়োজন এর জন্য নয় দরকার খুব বেশী আয়োজন। ধন্যবাদ সুমন ভাই।
আপনার ভিডিও দেখলে আমরা গ্রাম বাংলার ঐতিহ্য ফিরে পাই,, আমরা সকল প্রবাসী আশা করব প্রতিদিন এলাকাতে গিয়ে ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরবেন আমাদের মাঝে,,, কাতার থেকে আছি সব সময় 🇶🇦😍😃❤️😃😍😄🇧🇩❤️
সত্যিই অসাধারণ প্রকৃতি নদী খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করে তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি আমি যদি সুস্থ হতাম আর আমার যদি অনেক অর্থ থাকতো তাহলে আমি সেটা খাওয়া মানুষগুলোর পাশে থাকতাম আমি নিজেও পরিশ্রম করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি যদি সবার ভালোবাসা পাই তাহলে আমিও আগের মত সুস্থ হয়ে উঠতে পারবো আপনাদের ভালোবাসা চাই শুধুই ভালবাসা চাই দোয়া রইল ভালো থাকবেন ধন্যবাদ
সত্যিই কী সুন্দর এই সোনার বাংলাদেশ। যেতে খুব ইচ্ছে করে বাংলাদেশ এ।অনেক ভালোবাসা দাদা আপনাকে ভারত এর পশ্চিম বঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ এর বহরমপুর থেকে। 🥰🇧🇩♥️🇮🇳
Antorikh Namashkar niben dada🙏 apnar protiti blogs ami dekhkar chesta kori, bhison bhalo lage, apni ashahaiy manushet pase jeye tader ke shanubhuti den, eeta bhison bhalo lage, abong apnar bhasa ta o ato ee madhur, jee mon ta jeno akarshita hoye othe, khub ee bhalo thakun, apnar nutan blog er apekhaye👌Joy guru🙏 from India🇮🇳, Delhi❤️❤️❤️
খুব ভাল ৷
ভাই বাংলাদেশকে গর্ব করার দরকার নেই, তার কারণ আপনি যেখানে বাস করেন মুর্শিদাবাদে, ওখান থেকে আপনি কাতলামারী, নবীপুর, শেখপাড়া, রাজানগর চলে যান একটুখানি সময় লাগবে, তারপর বাংলাদেশ-ভারতের বর্ডার, তারপর চর তারানগর, সুমন দাদা ভুল বলেছে, বলেছে সেই জায়গাটির নাম চর খানপুর, কিন্তু না জায়গাটার নাম হচ্ছে চর তারানগর, উনি প্রথম ভিডিওতে যে স্কুলটি দেখিয়েছিল, সুমন বলেছিল এটা চরখানপুর স্কুল, কিন্তু না, এই স্কুলের নাম হচ্ছে, চর তারানগর গভারমেন্ট প্রাইমারি স্কুল, 🙏🙏🙏🙏🙏🙏
@@palashhalder4431 চর খানপুর, চর তারানগর পাশাপাশি এলাকা
আজিজুল ভাই এর সাথে সুমন ভাই এর ভালো সম্পর্ক গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ
এরশাদ সাহেবের কথা মনকে নাড়া দিল, বিশেষ করে আত্নীয় বাড়ি কিছু উপহার নিয়ে যাওয়া উদাহরণ দিয়ে সহযোগিতার বিষয়টি বুঝানোর জন্য।
লন্ডনে কাজের বেস্থতার পর যখন বাসায় আসি, তখন আপনার ভিডিওগুলা দেখে প্রিয় বাংলাদেশকে খুব মিস করি😢
😊
সত্যি এরশাদ ভাইয়ের মানুষের প্রতি মায়া ও সীমাহিন ভালোবাসা দেখে সত্যিই আমি মুগ্ধ। আল্লাহ হেন উনাকে আরো মানুষকে সেবা করা সুযোগ করে দেয় সেই দোয়াই করি।
খুব ভাল ৷
চরখানপুরে কেমন যেন একটা মায়া পড়ে গেছে!! যতবারই দেখি চরখানপুর নিয়ে এপিসোডগুলো ততবারই দেখতে ইচ্ছে করে! Respect and Love from India 🇮🇳❤
একি অপরুপ রুপে মা তোমার হেরিনু পল্লী জননী, আমার বাংলাদেশ প্রিয় পদ্মা আজ মৃতপ্রায় নদী। এত কষ্ট করে দূরগম পথ পাড়ি দিয়ে চরখানপুরে যাওয়ার জন্য ধন্যবাদ। আসলে চরের মানুষ খুবই ভালো, কারন ওরা প্রতিনিয়ত প্রতিকূল অবস্থার সাথে লড়াই করেন।
সুমন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।আবার চরখানপুরের চিত্র তুলে ধরার জন্য
আমরাও আবারো দেখছি আজিজুল ভাইকে। এরশাদ ভাইয়ের কথায় মন ভরে গেলো।
উনার মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে তাঁর কথার মাধ্যমে।
ধন্যবাদ, কৃতজ্ঞতা এরশাদ ভাই।
সালাউদ্দিন ভাইয়ার মত এত ভালো মনের মানুষ এখনও দুনিয়াতে আছে। আল্লাহ আপনার হায়াতে দারাজ করুক। আমিন❤️❤️
, কি অপরুপ দৃশ্য দেখার সুযোগ করে দিলে সুমন ভাইজান, ধন্যবাদ ভাই
❤️
সত্যি উনি যা দিলো অনেক উপকারী। আর আপনার ব্যাপারে তো কিছুই নতুন করে বলার নেই। সত্যি অসাধারণ
ধন্যবাদ
মানুষ কে ভালোবাসাই হলো আসল ধর্ম।আর এই মহৎ কাজ গুলো করে যাচ্ছে। আমাদের প্রিয় সুমন ভাই। কুর্নিশ জানাই আপনার এই মহৎ কাজ গুলো কে।
চরখান পুরের যতগুলো ভিডিও দেখলাম সবগুলি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং আমার বউও চনখানপুরের অনেক বেশি পছন্দ করেন
এই ভাইকে অনেক অনেক ধন্যবাদ।এই ভাবে গরিবের পাশে যদি যার যার সমর্থ অনুযায়ী পাশে থাকত তাহলে গরিব মানুষের চোখের জল মুছে যেত গরিব মানুষের বেশি চাওয়া নেই মান সম্মান বাচিয়ে ডাল ভাত খেয়েই তারা অনেক খুশি।
ভাইয়া আমি আপনার জন্য সারাজীবন দোয়া করবো আমিন।
আপনার ভিডিওর মাধ্যমে চরখানপুর আমাদের হৃদয়ে থাকবে। বাংলাদেশের গ্রামগঞ্জ, নদী, প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক স্থান আরও নানান দৃশ্য আপনার মাধ্যমে দেখতে পায় । মুর্শিদাবাদ থেকে
খুব ভাল ৷
একটা অপরিচিত লোকের জন্য এতো মায়া আপনার ভাইয়া,,,কি বলবো এমন ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে যাই,,,,❤❤❤❤
আপনার উচিত আজিজুল ভাই কে সাহায্য সহযোগিতা সব সময় করা
এত তাড়াতাড়ি চার খানপুরের ভিডিও দেখতে পাব ভাবতেই পারিনি আর আজিজুল ভাইয়ের সাথে সুমন ভাইয়ের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে আমার খুব ভালো লাগছে অভিনন্দন সুমন ভাই ভালোবাসা অবিরাম।
চর খান পুরের ভিডিওর জন্য অপেক্ষা ছিলাম।
দেখতে ভালো লাগে
আমি ভারতবাসী কিন্তু বাংলাদেশ ভীষন ভালোবাসি।
বাংলাদেশ এমন একটি দেশ যা কাগজে আঁকা ছবির মত ছোট্ট একটি দেশের ভিতরে আল্লাহ পাক সব কিছু সাজিয়ে রেখেছেন পর্বানচলে পাহার উত্তরে মরুভূমি মধ্য সমতল ও হাওর পশ্চিমে-দক্ষিণে সুন্দরবন দক্ষিনে সাগর সবই রয়েছে এই অল্প যায়গার মধ্যেই।
কী অপরূপ সৌন্দর্যে ভরা এই আমার সোনার বাংলাদেশ। পদ্মা নদীর চরখানপুরে এই নদী ভাঙ্গন এলাকার সাধারণ মানুষের জীবন- যাপনে যা এক অন্যরকম অনুভূতি কাজ করে।বিশেষ করে সালাউদ্দিন ভাই এবং দুর্গম চরের সেই আজিজুল ভাইয়ের নিখুঁত সরলতা দেখে খুবই ভালো লাগলো।
ভালো থাকুক চরের সাধারণ মানুষগুলো।
এতো দিন তো এইরকম ভিডিও চাইছিলাম , সুমন দা আপনাকে ধন্যবাদ এতো সুন্দর ভিডিও দেয়ার জন্য ❤️
যখনই চারখান করে নাম শুনি তখনই আপনি এই ভিডিওগুলো আমাদের জন্য উপহার দিয়েছেন ধন্যবাদ
অসাধারণ একটি ভিডিও ফুটেজ দেখালেন
খুব ভাল লাগল God bless you 🙏
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ । আল্লাহ আপনাদের ভালো করবেন ইনশাল্লাহ
আহ, আবার সেই চরখানপুর দেখতেই মন চাই এই জায়গার ভিডিও,,মন ছুঁয়ে গেলো ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো ভাই🥰🥰
ভারতের কোলকাতার কাছে খড়দহ-তে অধীর আগ্রহে অপেক্ষা করছি পরবর্তী পর্বের জন্য ।
অজস্র ধন্যবাদ ।
👍👌
আমেরিকা প্রবাসী ভাইকে অভিনন্দন ও ধন্যবাদ, সাথে আপনাকে ও এই চরের গরীব মানুষ গুলোর কথা চিন্তা করেন। প্রকৃত মানব প্রেম আর কি হতে পারে! ❤️ঈশ্বর আপনাদের আরও তৌফিক দান করুণ যেন এ রকম সেবা কাজ বেশি পরিসরে করতে পারেন।
বাংলার রুপ, টান আর এক অপার ভালোলাগা খুজে পাই আপনার ভিডিওতে।
অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে বাংলার রুপ তুলে ধরার জন্য।
আলহামদুলিল্লাহ সুমন ভাই,প্রবাসী ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি 🤎🤎
আজকে অনেক খুশি হলাম?..... চরখান পুর যাচ্ছেন বলে?..... এভাবেই আজিজুল ভাইএর সাথে সারাজীবন সম্পক রাখিএন,,,,দোওয়া করি?......
ভাই দেখে খুব ভালো লাগল,এই চরের অসহায় মানুষকে একটু চিকিৎসার ব্যবস্থা করে দিলেন।আজিজুল ভাইকে এত তাড়াতাড়ি দেখতে পাবো ভাবতেই পারি নি,ভালোবাসা সব সময় ইতালি থেকে💗💗💗💗🇮🇹🇧🇩
খুব ভাল ৷
ভালোবাসা নিবেন সুমন ভাই।আপনার ভিডিও গুলো অন্তর নাড়া দিয়ে যায়।সব গুলো ভিডিও আমার প্রায় দেখা শেষ।
প্রবাসী ভাই যা করেছেন এক কথায় অসাধারণ। এমন মানুষ বেঁচে থাকুক হাজার বছর ধরে।ওনার জন্য দোয়া ও ভালবাস রইল।সমাজের বিত্তবানরা যদি এভাবে অসহায়দের পাশে দাঁড়ান তাহলে এ দেশ হয়ে উঠবে সোনার বাংলা।অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।
নিজ নিজ গ্রামে যাওয়া কর্তব্য।
আবারো চরখানপুরে! দেখে সত্যিই খুব ভালো লাগলো। ধন্যবাদ সুমন ভাই ❤️
সুমন ভাই আছছালামুয়াইকুম। আমি ভারতের ত্রিপুরা রাজ্যের একজন বাসিন্দা, আমি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি এবং আমার খুব ভালো লাগে। আমার নাম জসিম উদ্দিন। এবং বিশেষ করে আপনার চরখান পোরের ঐ ভিডিওগুলি আমি খুব মনোযোগ দিয়ে দেখি। ওখানকার মানুষগুলো চেহারা দেখলে কেমন যেন একটা নিজের পরিচিত পরিচিত লোক মনে হয়। এত মায়াবী মানুষগুলো মানে আমি ভেবে অবাক হয়ে যাই! এত দুঃখ কষ্টের মধ্যেও তারা এত সাধারন ভাবে জীবন যাপন করছে। আর বিশেষ করে আজিজুল ভাইকে আমার সালাম টুকু দেবেন আপনার তরফ থেকে আজিজুল ভাইকে দেখে আবার নিজের বড় ভাইয়ের মতো লেগেছে। এবং আমার অনুরোধ চর খানপুরের এই ভিডিওগুলো ধারাবাহিক রাখবেন।
উনি নিজেই তো সালাম দেননি!!!
আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে অনুষ্ঠান
আবার চলে আসলাম চরখান পুর দেখতে।সালাউদ্দিন সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনার মাধ্যমে বাংলার রুপ তুলে ধরার জন্য।আসলেই চরখান পুরের জন্য মনটা খুব মায়া লাগে।আর কি করে প্রশাসনের নাগের ডগার সামনে অব্যয়দ্ব ভাবে নাদী বরাট করে আবাসন ঘরে তুলে।আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
মনটা ভরে গেলো ভাইজান ভিডিও টা দেখে
এই চরখাঁনপুর এর ভিডিও যতবার দেখি ততো বারই মন টা ভরে ওঠে,, ধন্যবাদ সুমন দা, তুমি ছাড়া কোনো কিছুই সম্ভব না, love from India, West Bengal, Siliguri ❤️
আপনার উপস্থাপনা খুবই সুন্দর এবং সাবলীল।যেমন গ্রামীণ জীবন গ্রামীণ জনপদ দেখলে মন ভরে যায়।ভালোবাসা অবিরাম সুমন ভাই।❤️😔
যেখানে মাটি ও মানুষ এক সুতাই বাধা, সেটাই চর খানপুর, বাংলাদেশের সকল গ্রাম এক একটা চর খানপুর, ভালোবাসি বাংলাদেশ। মন ভরে গেছে, চোখ জুড়িয়ে গেল, ধন্যবাদ ভাই
আমাদের সোনার বাংলাদেশ কতই না সুন্দর। ধন্যবাদ প্রিয় ভাই ♥️♥️♥️সুন্দর প্রকৃতি দেখার জন্য
সত্যি কথা বলতে কি এই চরের ভিডিও গুলো অনেক ভালো লাগে আমার!!
আলহামদুলিল্লাহ সুমন ভাই নিয়মিত চরখান পুরের এপিসোডের প্রেমে পড়ে গেছি
ছবির মত একটা গ্রাম চরখানপুর দেখে মনটা খুব ভালো হয়ে গেলো ধন্যবাদ ভাই
My heartiest gratitude to your comrade🙏You are a natural novelist Suman Bhai.👌😊🇮🇳🇧🇩
আমি অতি সাধারণ। তবে আপনার কমেন্টের শেষ অসাধারণ। ভাবছি, সত্যিই যদি ন্যাচারাল নভেলিস্ট হতে পারতাম!
@@SalahuddinSumon ভাই সব সমায় আপনা ভিডিওর অপেক্ষায় থাকি🥰
Love u vai❤️
@@bbiislamic 🥰🥰
এরশাদ ভাইএর উদারতা অসাধারণ। কথা গুলো ও,মুল্যবান,চমৎকার। সালাম
সত্যি খুবই ইন্টারেস্টিং আপনার এই চরখানপুর এর ভিডিও, অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকি এখানকার ভিডিও দেখার জন্য। এখানকার মানুষের সহজ-সরল বার্তালাপ খুবই সুন্দর।
দাদাকে অসংখ্য ধন্যবাদ অসহায় মানুষের সেবার জন্য।আমি আপনার সব ব্লগ দেখি।
অসাধারণ ধন্যবাদ প্রবাসী ভাই কে❤️❤️
কবে কখন এসেছিলেন জানতে পারলে দেখা করতাম, আমি রাজশাহীতে বসবাস করি! আপনার উপস্থাপনা অসাধারণ!আপাতদৃষ্টিতে সাধারণ জিনিসপত্রও আপনার বর্ণনার ঢংয়ে অসাধারণ সুন্দর হয়ে যায়! সত্যি সত্যি অসাধারণ!
চরখানপুর এর ভিডিও গুলি অসাধারণ লাগে
অনেক ধন্যবাদ ভাই এই ধরনের প্রতিবেদন তুলে ধরার জন্য।
এই আজিজুল ভাইয়ের পর্বগুলো আমার খুব ভালো লাগে ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য
আজিজুল ভাইয়ের মতো এমন বড় মনের মানুষ এখনো আছে বাংলাদেশে???
খুব ভাল ৷
কারো মন চায়,,চরে থাকতে,,, আবার কারো মন চায়,,, শহরে থাকতে,,,অসাধারণ দৃশ্য.... ধন্যবাদ সুমন ভাই, এবং এরশাদ ভাই,,,,,,, ভায়ের ভিডিও প্রায় ৩ বছর দরে দেখি, কিন্তু কোনোদিন কমেন্ট করি নাই,, আজ কমেন্ট না করে থাকতে পারলাম না....???
খুব ভাল ৷
ভাইয়া আপনার ভিডিও গুলো এতো ভালো লাগে যে ভাষায় প্রকাশ করতে পারিনা
অনেক দিন পর চরখান পুর দেখে খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ সুমন ভাই আজিজুল ভাই কে অনেক দিন পর দেখে ভালো লাগলো আসলে চরখানপুরে তুলনা হয় না যত দেখি ততই মুগ্ধ হয়ে যায় কি বলবো বলার বাসা নেই আমি যদি বাংলাদেশে জন্ম হতাম কতৈনা মুগ্ধ হতাম ইন্ডিয়া আসাম 🇮🇳 থেকে দেখি অনেক অনেক মুগ্ধ হয়লাম সুমন ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো দোয়া করি ভালো থাকবেন
আপনার ভিডিও অসাধারণ হয়েছে। দৃশ্য গুলো মনোমুগ্ধকর
আপনার আজিজুল ভাই আর মহসিন স্যারের বেলায়েত সর্দার এক অনন্য জীবন্ত কিংবদন্তি ।
ধন্যবাদ সুমন ভাই আপনার ভিডিও দেখে অনেকে চরখান পুর এর মানুষের সাহায্য করবে। আপনার কাজ অসাধারণ ❤️
এরশাদ ভাই খুব অসাধারণ কাজ করেছেন। আল্লাহ তাআলা আমাদের ও এইরকম কাজ করার তওফিক দীন, ❤️
সুমন ভাইয়ে বৌ ভাত থেকে আজিজুল ভাই,তার পর এক এক করে চরখানপুর দেখছি,মনে হয় আমি ওদেরই একজন। ডিউটি থেকে এসে খাবার শেষে কম্বল আর মুবাইল,আর চরখানপুর দারুণ ধন্যবাদ সুমন ভাই,ভালোবাসা অবিরাম সৌদি আরব জেদ্দা থেকে ❤❤
আপনি ভাই অসাধারণ মানুষ কারণ আপনার হাত দিয়ে অনেক কিছু জানা যায় না দেখবি দেশের সংস্কৃতি ধর্ম বর্ণ সবকিছু মিলিয়ে আপনার হাত দিয়ে খবর পাওয়া যায়
আবারও আমার খুবববববব প্রিয় সালাউদ্দিন সুমন ভাইয়ের দারুণ একটি ভিডিও। আসলে এই মাটির মানুষ টার ভিডিওগুলো দেখলেই শুধুমাত্র বুঝতে পারবেন কতোটা ভালোলাগে মনের ভিতর। খুবই দারুণ ভিডিওগুলো। সত্যিই অসাধারণ।
সুন্দর বর্ণনা ও আবহসঙ্গীত!
সুমন ভাইয়ার কন্ঠ তুলনা হয় না
সত্যিই। আজিজুল ভাই যেমন খুবই মাটির মানুষ। আমার খুবই খুবই প্রিয় সালাউদ্দিন সুমন ভাইও খুবই মাটির মানুষ। এককথায় সালাউদ্দিন সুমন ভাইয়ের সবগুলো ভিডিওর জন্যই আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি।
স্যালুট জানাই এরশাদ ভাইকে,,,ওনার মতো মন-মানষিকতা যেনো আমাদের সবার হয়,,আল্লাহ তায়ালা আমাদের কে ও কবুল করুণ, এইসকল সামাজিক কাজে।।আমিন❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ভাই আপনার তুলনা নেই ❤️ from India 🇮🇳
আসলে সত্যি সত্যিই অসাধারণ,, আমার জন্ম ভূমি বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩🥰🥰
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
হুম পৃথিবী র মানচিত্রে এমন দৃশ্য শুধু বাংলাদেশেই পাবেন
চর খানপুর এর ভিডিও দেখার জন্য অপেক্ষায় ছিলাম ধন্যবাদ সুমন ভাইকে সোদি আরব থেকে ❤️❤️❤️
ভাই যথেষ্ট ভালো কাজ করছেন, দেখে খুব ভালো লাগছে।
মন থেকে অনেক দোয়া করি আপনাদের জন্য।
চরখানপুরের ভিডিও সত্যি অসাধারন আমার বাসা রাজশাহী আপনার ভিডিও মাধ্যমে চরখানপুর দেখছি খুবই ভালো ভালো লাগে
মানুষ মানুষের জন্য, একথা চিরন্তন সত্য
ওদের পাশে দাঁড়াও যারা অভাবী দুর্গত।
তোমার সাহায্য ওদের খুবই প্রয়োজন
এর জন্য নয় দরকার খুব বেশী আয়োজন।
ধন্যবাদ সুমন ভাই।
ধন্যবাদ এরশাদ ভাইকে ভাল একটা উদ্বেগ গ্রহন করার জন্য।
নিজ নিজ গ্রামে যাওয়া কর্তব্য।
আমার বাসা রাজশাহী। কর্মব্যস্ততার কারণে ঢাকাতে বসবাস করি। আপনার ভিডিওর মাধ্যমে , রাজশাহীবাসীকে নতুন করে জানলাম, ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই আপনাকে।
খুব ভালো লাগলো চর খানপুরের ভিডিও দেখার অপেক্ষায় ছিলাম।
ভাইয়া ফাস্ট এইড বক্স আর সাথে সিমীত টাকা দেওয়াটা খুবই ভালো লাগল,মনটা আমার জোড়িয়ে গেল,
সুমন ভাইয়া আপনারা খুবই সুন্দর মনের মানুষ ।।
এই চর খান পুরে ভিডিওর জন্যই অপেক্ষা করছি
সুমন ভাই আপনাকে অনেক অনেক সাধুবাদ জানাই আপনার এমন অসাধারণ কমকান্ডের জন্য...
অপেক্ষাই ছিলাম চরখান পুরের ভিডিও দেখার জন্য
আল্লাহ আপনাকে আরো দেক ওরথো ভাইয়া ওসহায় মানুষদের জন্য
আপনার ভিডিও দেখলে আমরা গ্রাম বাংলার ঐতিহ্য ফিরে পাই,, আমরা সকল প্রবাসী আশা করব প্রতিদিন এলাকাতে গিয়ে ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরবেন আমাদের মাঝে,,, কাতার থেকে আছি সব সময় 🇶🇦😍😃❤️😃😍😄🇧🇩❤️
প্রতিদিনের রুটিন হয়ে গেছে, না দেখলে ভালো লাগেনা।মন ছুঁয়ে যায়।
আমেরিকান প্রবাসী ভাইয়ের কথা আমার অনেক ভালো লেগেছে গরিব হওক বা ধনি আত্মীয় হিসেবে দেখা উচিৎ সবাইকে
নিজ নিজ গ্রামে যাওয়া কর্তব্য।
সালাহউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও গুলো দেখলে মনে হয় আমর প্রকৃতির মাঝে হারিয়ে গেছি।
চরখানপুর ভিডিও দেখার জন্য অপেক্ষা করেছিলাম ।
এরশাদ ভাই এর প্রতি কৃতজ্ঞতা। উনার মতো প্রবাসী ভাই রা এভাবে শিকড়ের টানে এদেশের মানুষের পাশে এসে দাড়াক।
নিজ নিজ গ্রামে যাওয়া কর্তব্য।
এরশাদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা ও অনেক অনেক ভালবাসা।
অনেকের অনেক টাকা আছে কিন্তু এ-ই মানুষের জিবীন মান উন্নয়নের জন্য কেউ কাজ করে না।
আলহামদুলিল্লাহ সালাহউদ্দিন সুমন ভাই আপনার ভিডিও গুলা অসাধারণ দোয়া রইলো আপনার জন্য।।।
সত্যিই অসাধারণ প্রকৃতি নদী খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করে তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি আমি যদি সুস্থ হতাম আর আমার যদি অনেক অর্থ থাকতো তাহলে আমি সেটা খাওয়া মানুষগুলোর পাশে থাকতাম আমি নিজেও পরিশ্রম করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি যদি সবার ভালোবাসা পাই তাহলে আমিও আগের মত সুস্থ হয়ে উঠতে পারবো আপনাদের ভালোবাসা চাই শুধুই ভালবাসা চাই দোয়া রইল ভালো থাকবেন ধন্যবাদ
আরব আমিরাত 🇦🇪 থেকে আপমার ভিডিও দেখি।
মন টা কেদে উঠে যখন আমার সোনার দেশ টাকে দূর থেকে দেখি
i never seen my country even though i was born there . Thank you so much for sharing how beautiful people are country . ?My prayers for everyone .♥♥
সুমন ভাই আপনার মানবিক দিক বিবেচনা বিবেচ্য বিষয়। আল্লাহ আপনার সহায় হোক।
অনেক দিন অপেক্ষা করেছি চরখানপুর ভিডিও দেখার জন্য আলহামদুলিল্লাহ আজ দেখলাম।
চরখানপুরের ভিডিও সেই ভাললাগে।যেতে মন চায়