চরখানপুরের চেনা মানুষ || Char Khanpur || Rajshahi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @subratachakraborty4836
    @subratachakraborty4836 ปีที่แล้ว +103

    চরখানপুরের মানুষ নয় এ যেন দলিত নিপীড়িত মানুষের হৃদয়ের কথা। চরখানপুরের অনুষ্ঠান কেন জানি না
    হৃদয় ছুঁয়ে যায়। শীতার্ত মানুষের পাশে যারা দাঁড়িয়েছেন তারা ধন্যবাদার্হ।
    সেই সঙ্গে একম্ অদ্বিতীয়ম্ সুমন ভাই ।
    আপনার সৌজন্যে আমরা বহু অজানা তথ্য অজানা স্হান জানতে পারি ও দেখতে
    পাই। ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।

    • @lipika.chumkirahabasu9717
      @lipika.chumkirahabasu9717 ปีที่แล้ว

      @@DruntoEP 'দলিত' শব্দটি কোনো শ্রেণীকে বোঝাতে তৈরি হয়নি ভাই,এর ব্যুৎপত্তিগত অর্থ হ'ল -সমাজে পদদলিত মানব সম্প্রদায়।তবে হ্যাঁ,এ কথা ঠিক যে,হিন্দু ধর্ম সম্প্রদায়ের নির্মম শ্রেণীবিভাজনে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে 'দলিত শ্রেণী' বলে বিভাজিত করে রাখা হয়েছে। কিছু গোঁড়া ধর্মান্ধ স্বার্থান্বেষী শয়তানের দল যুগে যুগে এই পরম্পরা বাঁচিয়ে রেখেছে।কিন্তু সনাতন হিন্দু ধর্মে এই মানব পীড়ন স্বীকৃত নয় ভাই।
      সালাউদ্দিন সুমন ভাইয়ের মত মানুষ সব ধর্ম সম্প্রদায়ের মধ্যে দিনে দিনে আরো বৃদ্ধি পাক, মনে প্রাণে ঈশ্বর আল্লার কাছে এই প্রার্থনা করি।❤️❤️❤️

    • @mahallamar8564
      @mahallamar8564 ปีที่แล้ว +1

      ❤kHORSED

    • @DineshGhosh-ie7sd
      @DineshGhosh-ie7sd 5 หลายเดือนก่อน

      ⁰p0q​@@DruntoEP

    • @mdshamimhowlader7308
      @mdshamimhowlader7308 3 หลายเดือนก่อน

  • @zasimuddin3324
    @zasimuddin3324 ปีที่แล้ว +79

    বাংলার প্রকৃতি,ব্যাকগ্রাউন্ড মিউজিক, সুমন ভাইয়ের উপস্থাপনা আর চর-খানপুর,কিছুক্ষণের জন্য হারিয়ে যাওয়া❤

  • @tapandas9230
    @tapandas9230 ปีที่แล้ว +13

    সুমন ভাই, আপনি সাধারণ মানুষের অসাধারণ মন নিয়ে কত ভালো কথা বলেন। আপনার পর্যবেক্ষণের গভীরতা অনেক।

  • @wahidmuradchwdhuri3122
    @wahidmuradchwdhuri3122 7 หลายเดือนก่อน +7

    সত্যি!!এ প্রামাণ্য চিত্র দেখলে, মাটি ও মানুষের গন্ধ খুঁজে পাওয়া যায় 🥰🥰ধন্যবাদ সুমন ভাই কে।।

  • @nidra4200
    @nidra4200 ปีที่แล้ว +45

    গত দুই মাস ধরে চরখানপুরের ভিডিও, আজিজুল ভাইয়ের অবস্থা জানার জন্য মন ছটফট করছিল। চর খানপুরের প্রিয় মানুষগুলোকে দেখার জন্য মনটা কেমন করছিল। চর খানপুরের মানুষ জনের উপরে কি জানি এক মায়ার সৃষ্টি হয়েছে।
    অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভাই কে। আমি পশ্চিমবঙ্গ মালদা থেকে বলছি। সকল কমেন্ট পড়তে আসা লোকজনকে আমার ভালোবাসা।

  • @biswajitkirtania9912
    @biswajitkirtania9912 ปีที่แล้ว +57

    *সুমন দা চড়খানপুরে তোমাকে দেখে খুব ভাল লাগল। তুমি আজিজুল ভাইকে জমি কিনে দিয়ে খুব বড় মনের পরিচয় দিয়েছো।*

    • @hadayetullah520
      @hadayetullah520 ปีที่แล้ว

      সুরবি কই সালা

    • @hadayetullah520
      @hadayetullah520 ปีที่แล้ว

      সুরবি গাঙ তুই ওই গাৈ

    • @RahulSorkar-z8y
      @RahulSorkar-z8y ปีที่แล้ว

      Good job 😊

    • @odvutjibon1607
      @odvutjibon1607 ปีที่แล้ว

      এই শালা বাটপার
      আজও কিনে দেয় নায়

  • @mdsajib9496
    @mdsajib9496 5 หลายเดือนก่อน +3

    মালদ্বীপ প্রবাসী সুমন ভাই আপনার ভালো কাজের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @farhantanzidshiyam
    @farhantanzidshiyam ปีที่แล้ว +87

    জীবনের অন্য এক রূপ..! চরের মানুষের জীবনমান দেখলে মনে হয়, অনেক সুখে শান্তিতে আছি।
    আলহামদুলিল্লাহ.. ❤

  • @rashedulislam3604
    @rashedulislam3604 ปีที่แล้ว +10

    সুমন ভাই আমি আপনার অনেক ভিডিও দেখেছি কোনো দিন কমেন্ট করিনি। আজকে কিছু না লিখে পারলাম না। সত্যি ভিডিওটি দেখে খুব ভালো লাগলো যে, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে তার কারণ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্য, বস্ত্র, বাসস্থান। thanks 👍👍👍👍👍

  • @ahossain3902
    @ahossain3902 ปีที่แล้ว +3

    আপনার অন্যন্য পর্ব গুলো ঠিকমতো না দেখলেও, চরখান পুরের পর্ব খুব মন দিয়ে দেখি।

  • @mdrabbani9637
    @mdrabbani9637 5 หลายเดือนก่อน +3

    চরখানপুরের আজিজুল ভাই এবং চরখানপুরের মানুষ ওনেক ওনেক দরিদ্র এই মানুষদের সাহাজ হাত আমাদের বেড়ে দেওয়া উচিত।
    সুমন ভাইয়া আপনার প্রতি ভালবাসা আভিরাম ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sohelranaofficial8338
    @sohelranaofficial8338 ปีที่แล้ว +8

    চর খান পুরের ভিডিও এবং সালাউদ্দিন ভাইয়ের উপস্থাপনায় মনের অজান্তেই যেন হারিয়ে গিয়েছিল গ্রাম বাংলার প্রকৃতিতে

  • @mdpolashkhan6822
    @mdpolashkhan6822 ปีที่แล้ว +244

    আজিজুল ভাইয়ের ভিডিওর অপেক্ষায় ছিলাম অনেকদিন যাবত

  • @fxlearningandearning9236
    @fxlearningandearning9236 ปีที่แล้ว +9

    আমার আর কিছু বলার নাই, অনেক কান্না করেছি।অনেক ভালোবাসা রহিল সুমন ভাই।

  • @onlinestudysolutionbd
    @onlinestudysolutionbd ปีที่แล้ว +44

    গ্রামীন পরিবেশের সরল মানুষগুলো, ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই এবং ব্যবসায়ী ভাইকে, তাদের পাশে দাড়ানোর জন্য।

  • @razibdas4302
    @razibdas4302 ปีที่แล้ว +2

    ভাই ,আপনি একজন সাদা মনের মানুষ । আপনার কনঠ খুবই ভালো লাগে আমার । সালাম ও সমমান জানাই আপনাকে ও আপনার সৃষ্টিকর্ম কে । প্রত্যেক ভিডিও দেখি । কুয়েত থেকে দেখছি। ধন্যবাদান্তে রাজিব কুমার শীল ।।

  • @ahmedsumon.....1657
    @ahmedsumon.....1657 ปีที่แล้ว +6

    চরখানপুর, আহ কত সাধারণ জীবনযাপন করে অসাধারণ মানুষগুলো। তাদের সীমিত চাহিদা পূরণে কতটা হাড়ভাঙা পরিশ্রম করে মাটির মানুষগুলো।
    সুমন ভাইয়ের কল্যাণে আমরা এই অসাধারণ মানুষগুলোর দৈনন্দিন জীবনযাত্রার সম্মুখ ধারণা পেলাম, তাদের দেখলে ব্যথিত মন কতটা পুলকিত হয়, সে ভাষায় বর্ননা দেওয়া সম্ভব না।
    মহান আল্লাহ্ সবসময় তাদের সঙ্গী হোক এই কামনা রইল। অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আপনাকে।

  • @murshedali9691
    @murshedali9691 ปีที่แล้ว +4

    সুমন ভাই কে অনেক ধন্যবাদ , সঙ্গে কম্বল দানকারী ভাই কে অনেক ধন্যবাদ। ভারত পশ্চিমবঙ্গ, বর্ধমান।

  • @স্বপ্নেরপৃথিবী-গ৭ষ

    সালাউদ্দিন সুমন ভাইয়ের ভি‌ডিও প্রামান‌্যচিত্রগু‌লো স‌ত্যিই ম‌নোমুগ্ধকর। মনটা ভ‌রে যায়, যেন সব কিছু ভু‌লে হা‌রি‌য়ে যাই তার এই প্রামান‌্যচি‌ত্রের গভী‌রে।
    অসংখ‌্য ধন‌্যবাদ সুমন ভাই আপনা‌কে।।❤❤

  • @Eliaspointইলিয়াছপয়েন্ট
    @Eliaspointইলিয়াছপয়েন্ট ปีที่แล้ว +7

    সত্যিই যেন আমি চরখানপুরের আজিজুল আংকেল কে দেখার জন্য আগ্রহে থাকি কেন, জানি না, ধন্যবাদ বাংলার সুমন ভাই

  • @tanveerrafat2046
    @tanveerrafat2046 ปีที่แล้ว +18

    ২ দিন আগে ভাবছিলাম এই গরমে আর রোজার মধ্যে আজিজুল ভাই কেমন আছেন। যদিও এটা আগে ধারণ করা তবুও আজিজুল ভাইকে দেখে মন ভালো হয়ে গেলো। ধন্যবাদ সালাউদ্দিন ভাই।😊😊 আল্লাহ মনের কথা শুনেছেন।
    বর্তমানে আজিজুল ভাই কেমন আছেন একটু জানাবেন ভাই।।❤

  • @tusherkantimazumdar8563
    @tusherkantimazumdar8563 ปีที่แล้ว +3

    ভাইজান আদাব নিবেন। আপনার যতো ভিডিও দেখেছি সবগুলিই সেরা। তার পরও এই ভিডিওটি আমার কাছে স্বরণীয় হয়ে থাকবে। উপস্হাপনা, ব‍্যাকগ্রাউন্ড মিউজিক, টাইমিং, নারী মেম্বারের চরের বাস্তব কথা ও আজিজুল ভাই এর আঞ্চলিক ভাষা "কি কহছিন আপনি" এক সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। দারুণ দারুণ দারুণ।

  • @hasinakhan6424
    @hasinakhan6424 ปีที่แล้ว +22

    কম্বল বিতরণ কারি ভাইকে অসংখ্য ধন্যবাদ ও দোয়া রইল। মানবতার জয় হোক

  • @MdJoy-wk7lp
    @MdJoy-wk7lp ปีที่แล้ว +23

    ভারতের অরুণাচল প্রদেশের যে কোন ভিডিও থেকে এটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া আপনাকে এগিয়ে যান দোয়া রইল।

  • @uttaramukherjee1738
    @uttaramukherjee1738 ปีที่แล้ว +6

    অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম চরখানপুর আর আজিজুল ভাইয়ের সাথে তোমার ভিডিও দেখব বলে আর তুমি যে আজিজুল ভাইকে জমি কিনে দিতে চাও এখবর আমরা সবাই জানি, এমন কজন করে জানি না। আহা চরখানপুর যাবার এবারের পথটি বড়োই সুন্দর লাগলো, মনপ্রাণ জুড়িয়ে গেল। পরের ভিডিও র অপেক্ষায় রইলাম ভালো থেকো।

  • @rabeyaparveenkhanadibgoogl94
    @rabeyaparveenkhanadibgoogl94 8 หลายเดือนก่อน +2

    অনেক দোয়া রইল সুমন তোমার জন্য । তোমার সব ভিডিও আমি দেখি । আল্লাহ তোমাকে সবসময় সুস্থ রাখুন এবং ভালো ভালো কাজ করার তৌফিক দিন ।

  • @sahiburrahaman7046
    @sahiburrahaman7046 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ। আপনার ভিডিওর মাধ্যমে মানুষের বৈচিত্র্যময় জীবন ব্যবস্থা দেখে মন ভরে যাই।

  • @juyelsk2398
    @juyelsk2398 ปีที่แล้ว +2

    অসাধারণ সুমন ভাই খুব সুন্দর লাগছে আপনার কাজ গুলো দেখে

  • @WonderOfTheWorld
    @WonderOfTheWorld ปีที่แล้ว +3

    দারুন একটি ভিডিও। আপনাকে ধন্যবাদ। এমন সুন্দর চর সম্পর্কে আপনার ভিডিও থেকে প্রথম জানলাম। আশা করি এমন সুন্দর ভিডিও আরো দেখতে পাব।

  • @tusarbiswas7273
    @tusarbiswas7273 6 หลายเดือนก่อน +1

    ভিডিওটা খুবই ভালো লাগলো ধন্যবাদ সুমন ভাই।আপনার বিবাহ সহ বহু ভিডিও আমি দেখি।বেশ ভলই লাগে

  • @ramendas972
    @ramendas972 ปีที่แล้ว +3

    Bohut bhalo bhai ami indin hoi kintu sobai manus bhai gorep manus re aru half koro bhai I love my Assam India best to flock good videos

  • @biplabbarua4754
    @biplabbarua4754 ปีที่แล้ว +2

    অপূর্ব! একেবারে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ সুমন ভাই।

  • @shohagA2z
    @shohagA2z ปีที่แล้ว +30

    অনেক দিন ধরে নিজের দেশের ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম, সকল দেশের রানী সে যে আমার বাংলাদেশ 🥰 আর যখন সালাউদ্দিন ভাই এবং আজিজুল ভাই কে একি ভিডিওতে দেখি মন আরো ভালো হয়ে যায় 😌❤️

  • @jahangiralam-pr9pp
    @jahangiralam-pr9pp ปีที่แล้ว +5

    চরখানপুর নামটা শুনলেই মনে এটি একটি মহাকাব্য যেটি রচনা করেছেন প্রিয় সুমন ভাই।
    অবিরাম ভালবাসা চর বলরামপুর (কুরিগ্রাম) থেকে।🧡🧡🧡

  • @mainulhasanmainul1706
    @mainulhasanmainul1706 ปีที่แล้ว +6

    সুমন ভাই আপনার ভিডিও গুলো আমি সবসময়ই দেখি । আপনার ভিডিও এবং কথা গুলো আমার হৃদয় ছুঁয়ে যায়,আমার সালাম নিবেন আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে হায়াত বারিয়ে দেন।

  • @lalchadmaths
    @lalchadmaths ปีที่แล้ว +17

    অসংখ্য ধন্যবাদ প্রিয় সুমন ভাই!!!
    মানুষ ও মানবতার কল্যাণে আপনার এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক সে দোয়া ও প্রত্যাশা।

  • @mhsohan8863
    @mhsohan8863 ปีที่แล้ว +3

    সুমন ভাই আজকের ভিডিও আসলে মন শুয়ে গেছে, পদ্মার অপরূপ দৃশ্য এ যেন অন্যরকম এক পদ্মাকে দেখেছি আজকের ভিডিও দেখে পদ্মাকে নতুনভাবে চিনতে ইচ্ছা হলো মনে হচ্ছে চলে যায় চর খানপুরে

  • @jibonshorkar3924
    @jibonshorkar3924 ปีที่แล้ว +38

    আপনার সুমিষ্ট ভাষার কারণে আজকে সবারই ভালোবাসা পাচ্ছেন❤❤❤❤❤

  • @mashudurrahmantitu3285
    @mashudurrahmantitu3285 ปีที่แล้ว +1

    মনটা অস্থির হলেই আপনার ব্লগ দেখি সুমন ভাই 🙏🙏🙏 অপূর্ব অসাধারণ আপনার উপস্থাপনা।

  • @AbirChowdhury7583
    @AbirChowdhury7583 ปีที่แล้ว +11

    সত্যি ভাইয়া, আপনি আসলে দেশের বাইরে যতগুলো ভিডিও করেছেন সেগুলো যতটা না ভালো লাগছে এক চরখানপুরের এই ভিডিওগুলো তার চেয়ে ১০০ গুণ বেশি ভালো লাগে... আমাদের নিজের দেশের প্রকৃতি ও দেশের মানুষ দেখতে সবচেয়ে বেশি শান্তি পাই.... আমেরিকা থেকে বলছি ভাইয়া , আপনার সাথে কখনো যদি সুযোগ হয় আর আপনি যদি সুযোগ দেন তাহলে একবারে চর খানপুরে যাব ইনশাআল্লাহ।

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  ปีที่แล้ว +5

      অবশ্যই। দেশে এলে যোগাযোগ করবেন, আমি নিয়ে যাবো আপনাকে।

    • @AbirChowdhury7583
      @AbirChowdhury7583 ปีที่แล้ว +1

      @@SalahuddinSumon অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ...আপনার ব্যাক্তিত্ব আর আপনার অসাধারন শব্দ চয়ন শুধু মন্ত্র মুগ্ধের মত শুনি এবং আপনাকে খুব পছন্দ করি ভাইয়া। আস্সালামুআলাইকুম।

    • @mdmonirbai1706
      @mdmonirbai1706 11 หลายเดือนก่อน

      আসসালামুয়ালাইকুম সুমন ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই আপনার মুখের ভাষা আমার অনেক ভালো লাগে আপনার নাম্বারটা দেওয়া যাবে তাহলে আমি আপনার সাথে দেখা করতে চাই❤❤❤❤😊​@@SalahuddinSumon

  • @skbappa2100
    @skbappa2100 ปีที่แล้ว +2

    Apner ai video gulor jonno.... Ai manush gulor proti maya laga gia che..... Great work sir... ❤❤❤❤❤❤

  • @ajayjana8630
    @ajayjana8630 ปีที่แล้ว +3

    চর খান,পুর খুব সুন্দর লাগে, দাদা এগিয়ে যান দাদা ভগবানের কাছে কামনা করি আপনার ভিডিও টা খুবই সুন্দর হয়

  • @pujapalitmajumdar4520
    @pujapalitmajumdar4520 ปีที่แล้ว +1

    Onek din por dekhlam video ta ..Mon styi vore gelo ..

  • @femasti5919
    @femasti5919 ปีที่แล้ว +5

    দারুণ লাগলো বিডিওটি❤❤❤❤ আমি ভারত🇮🇳🇮🇳থেকে🇮🇳🇮🇳 দেখছি।।।।।।

  • @aminulamir3934
    @aminulamir3934 ปีที่แล้ว +1

    ভাই খুব ভালো লাগলো.... আপনার প্রতিটি ভিডিও দেখা আমি

  • @ridoy4047
    @ridoy4047 ปีที่แล้ว +4

    অনেক দিন পরে চরখানপুরের ভিডি দেখতে পেলাম দেখে বালো লাগল।

  • @raisulbadal5444
    @raisulbadal5444 ปีที่แล้ว +2

    অসাধারণ উপস্থাপনা !

  • @abubakarnayem9554
    @abubakarnayem9554 ปีที่แล้ว +5

    আজিজুল ভাই দুর্গম চরে থেকেও বেশ ইতিবাচক মানুষ.. ❤️

  • @vimalkrishna7375
    @vimalkrishna7375 ปีที่แล้ว +1

    অনেক ভালো লাগলো,সুমন ভাই,অসাধারন♥♥

  • @abdullaemon9732
    @abdullaemon9732 ปีที่แล้ว +11

    চরখানপুরের ভিডিও মানেই বুকের ভিতরটা হুহু করে কেদে উঠে 😭😭😭

  • @zahedulislam5525
    @zahedulislam5525 ปีที่แล้ว +2

    সুমন ভাইয়ের যতসব ভিডিও দেখেছি তার মধ্য থেকে চরের জীবনকাহিনী নিয়ে বিশেষ করে "আজিজুল" নামীয় এই ভাইটিকে নিয়ে আপনার প্রাণবন্ত উপস্থাপনা আমাকে বরাবরের ন্যায় মুগ্ধ করে রাখে।

  • @mdnurulislam7026
    @mdnurulislam7026 ปีที่แล้ว +4

    খুবই সাধারণ একজন মনের মানুষ আজিজুল ভাই। ধন্যবাদ সুমন ভাই আপনাকে এবং শফিক ভাই কে।

  • @mohammadalauddinmalita6069
    @mohammadalauddinmalita6069 ปีที่แล้ว +1

    অসাধারণ একটা ভিডিও খুব ভালো লাগছে ভাই

  • @lalonarfinebaimail1708
    @lalonarfinebaimail1708 ปีที่แล้ว +10

    রাজশাহী মানুষের ভাষাগুলো আমার ভালো লাগে ♥️

    • @MdMainuddin-ge4hz
      @MdMainuddin-ge4hz ปีที่แล้ว

      হুম ভাই আমার ও বাল লাগে

  • @SaharukMolla-k4m
    @SaharukMolla-k4m 8 วันที่ผ่านมา +1

    সুমন দা আমি ইন্ডিয়া থেকে বলছি আপনারা ভিডিও পোটি দিন দেখি আপনারা ভিডিও গূলো খুব সুন্দর

  • @mahitoshkumarpaul9233
    @mahitoshkumarpaul9233 ปีที่แล้ว +9

    সুমন ভাই, আমি একজন ভারতীয় সাধারন নাগরিক। আপনার ভিডিও দেখার পর চরখানপুর আমাকে ভীষণভাবে টানছে। যদি কোন দিন সময় সুযোগ হয়, তবে আমিও একবার চরখানপুর যেতে চাই। আর যে ভাইকে আপনি জমি কিনে দিতে চাই, উনি হয়তো খুবই গরীব কিন্তু মনটা অসাধারণ পবিত্র। উনার জন্য আমার অজস্র ধন্যবাদ ও ভালোবাসা রইলো।ঈশ্বর বা আল্লাহ যেন চরখানপুরের সবাইকে সুস্থ ও সুন্দর রাখেন। ধন্যবাদ।❤❤❤

  • @tajalkhan6494
    @tajalkhan6494 ปีที่แล้ว +1

    অপেক্ষায় ছিলাম আজিজুল ভাই এ-র, ধন্যবাদ সুমন ভাই

  • @robinovi4065
    @robinovi4065 ปีที่แล้ว +8

    ভাই আমি একজন চরের মানুষ চরের এমন দৃশ্য দেখলে অন্তর শীতল হয়ে যায়,চোখ জুড়িয়ে যায় ভাই।

    • @সোফাক্লিনসার্ভিস
      @সোফাক্লিনসার্ভিস ปีที่แล้ว

      আসসালামু আলাইকুম ভাই জান আমি চর খান পুড়ে গরিব মেয়ে বিয়ে করতে চাই,,

  • @mkaminmulla
    @mkaminmulla ปีที่แล้ว +1

    অসাধারণ একটা ভিডিও, আর চরখানপুর 🌸 🇧🇩

  • @somosamoyik2.0
    @somosamoyik2.0 ปีที่แล้ว +3

    চরখানপুরের ভিডিও মানেই ভিন্ন এক ভালোলাগা ❤❤❤

  • @zkamru8937
    @zkamru8937 ปีที่แล้ว +1

    ভাই,আপনাকে ও আপনার Programme অনেক অনেক ভালো লাগে।

  • @Ronaldo-y5r
    @Ronaldo-y5r ปีที่แล้ว +6

    সবচেয়ে খারাপ লাগে যখন এপার থেকে রাজশাহির বিল্ডিংগুলো দেখি। হয়তো এপার থেকে চরখানপুর হাঁটাপথে মিনিট দশেক এর রাস্তা কিন্তু কোনো এক অসাধ্য বাঁধন বেঁধে ফেলেছে আমাদের দুই বাংলার মানুষদের। তবে কোনো একদিন এই বাঁধন এর বেড়াজাল ভেঙে অবশ্যই যাবো একদিন চরখানপুর ও বাংলাদেশ এর প্রাণপ্রিয় মানুষের বন্ধনে। ভালোবাসা নেবেন প্রিয় ভাই ও বন্ধুরা এপার বাংলার মুর্শিদাবাদ থেকে।❤🤲

  • @sumoneslam4891
    @sumoneslam4891 ปีที่แล้ว

    Vaia chor khanpurer potita video 2.3 bar kore dekhi. Khub vlo lage. Azizul vai ar notun videor opekhai roilam.

  • @a.rashrafulislamrafi3065
    @a.rashrafulislamrafi3065 ปีที่แล้ว +11

    আপনি আসলে ভালো মানুষ ভাই আল্লাহ আপনার সব সময় ভালো রাখুক❤❤

  • @rosnarabibi9695
    @rosnarabibi9695 8 หลายเดือนก่อน +1

    Khuv sunder khuv bhalo laglo bhi bhalo thako

  • @ripponmazumder3087
    @ripponmazumder3087 ปีที่แล้ว +8

    😌চরকানপুর এর ভিডিও দেখলে মনের মধ্যে শান্তি পাই 🇮🇳🇧🇩🇮🇳🇧🇩🇮🇳🇧🇩❤❤❤❤❤

  • @aslamakndo
    @aslamakndo ปีที่แล้ว +1

    আবারও সেই ভিডিও! আজিজুল ভাইয়ের ভিডিও অনেক ভালো লাগে!

  • @enjoyshopping4248
    @enjoyshopping4248 ปีที่แล้ว +4

    আজিজুল ভাই সত্যি একজন সাদা মনের মানুষ।।।।

  • @sobujsel3604
    @sobujsel3604 ปีที่แล้ว +2

    বড় ভাই অবশেষে চর খানপুরের ভিডিও পালাম কি যে ভালো 🥰 লাগতেছে

  • @hillncer1
    @hillncer1 ปีที่แล้ว +9

    খুবই ভালো লাগলো চরখানপুরের নতুন পর্ব (যদিও আগের রেকর্ডিং তাও তো চরখানপুর), আজিজুল ভাইয়ের কথাই ভাবছিলাম কয়দিন যাবৎ সেই সুমন ভাইয়ের বৌভাতের ভিডিওতে যেখানে আজিজুল ভাই অতিথি হিসেবে গিয়েছিলেন যে সেটা দেখার পর থেকেই ভাবছিলাম নতুন কোনো চরখানপুর ভিডিওর। আজিজুল ভাই আসলেই যেন প্রতিনিধিত্ব করেন এদেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের সবার। আশা করি শীঘ্রই আজিজুল ভাই কোনো একটি ভালো জমি চরখানপুরে পেয়ে যাবেন।
    সেইসাথে নতুন করে যেন দেখলাম চরখানপুরের নব্যরূপ! নদী শুকিয়ে কেমন যেন অন্য একটি চেহারা ধারন করেছে চরখানপুর!

  • @mdlitonkhan7946
    @mdlitonkhan7946 ปีที่แล้ว +2

    আজিজুল ভাইয়ের ভিডিও
    আমার সব থেকে ভালো লাগে,,,

  • @padmadiscovery
    @padmadiscovery ปีที่แล้ว +17

    চর খানপুর গেলে আজিজুল চাচার সাথে দেখা করব ইনশাআল্লাহ। চর খানপুরে আমারও যাওয়ার খুব ইচ্ছে 😊

    • @hasibulislam3167
      @hasibulislam3167 ปีที่แล้ว

      আপনার বাসা কোথায় ভাই

  • @nidhubanhalder8119
    @nidhubanhalder8119 ปีที่แล้ว +1

    চরখান পুরের ভিডিও গুলো সত্যিই অসাধারণ।

  • @bangladeshlovers1822
    @bangladeshlovers1822 ปีที่แล้ว +4

    চরখানপুরের প্রেমে পড়ে গেছি ভাই❤️❤️
    কম্বল গুলো মানে খুব ভালো ছিল।।

  • @alokesarkar3062
    @alokesarkar3062 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo je aponara manush der sit bastro dilen

  • @mixbanglasbd
    @mixbanglasbd ปีที่แล้ว +6

    সুমন ভাইয়ের ভিডিও মানেই আজিজুল ভাই।
    কি অসাধারণ একজন মানুষ ❤️❤️❤️

  • @tajudindada4012
    @tajudindada4012 ปีที่แล้ว +1

    mashaaAllah very good onak sundor Lagce vai apnak onek onak Dhonnobad Ramadan Mubarak Thank you apnar video onak sundor

  • @smrmahfuj
    @smrmahfuj ปีที่แล้ว +17

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ 💗💗 সালাউদ্দিন ভাই আপনার প্রতি ভালোবাসা আরো বেড়ে গেলো 💗💗 আজিজুল ভাইদের মত মানুষ দুনিয়াতে আছে বলে এখন ও দুনিয়া টিকে আছে 💗💗💗

    • @AbdulKader-iw1uq
      @AbdulKader-iw1uq ปีที่แล้ว +1

      ❤❤

    • @debasishmandal4754
      @debasishmandal4754 ปีที่แล้ว +1

      চর খান পুর নামটা শুনলেই নস্টালজিক হয়ে যাই।আজিজুল ভাইয়ের মতো মানুষের জন্য মনুষ্যত্ব,মানবিকতা,ভালবাসা এখনও পৃথিবীতে অটুট।সুমন ভাইয়ের কাছে অনুরোধ চরখান পুর নিয়ে কিছু লিখুন,তাহলে একদিন এই অজানা জায়গা ও মানুষগুলো মানুষের মনে চিরস্থায়ী থাকবে। ভারত থেকে আপনার ও আজিজুল ভাইএর শুভ কামনা করি।

  • @RafiqulIslam-nq1oo
    @RafiqulIslam-nq1oo ปีที่แล้ว +1

    সুমন ভাই সত্যিই অসাধারণ আপনার ব্যক্তিত্ব আপনার মত মানুষ খুব কমই আছে।

  • @jolfikerali4924
    @jolfikerali4924 ปีที่แล้ว +7

    অনেক মিস করছি আজিজুল ভাই❤️
    চরকানপুরের ভিডিও গুলো কতবার দেখেছি তার কোন হিসেব নেই💔
    যত দেখি তত ভালো লাগে।

  • @mahabuburrahman1317
    @mahabuburrahman1317 ปีที่แล้ว +1

    হঠাৎ আপনার চরখানপুরের ভিডিও পাব ভাবতেই পারি নাই।কেন জানি না এমন ভিডিও দেখলেও ভালো লাগে। মন ভরে যায় এমন ভিডিও দেখলে।

  • @mohimd1452
    @mohimd1452 ปีที่แล้ว +4

    আজিজুল ভাইয়েয়া নিষ্পাপ, ওনাদের সাধারণ জীবনমান আমার মনে গেঁথে থাকবে।

  • @sharminsimran4426
    @sharminsimran4426 ปีที่แล้ว

    সুমন ভাই আপনার চরখান পুরে সব
    ভিডিও আমি প্রতি দিন দেখি,,,
    মায়া মাখা চরখান পুর❤❤❤

  • @worldback9840
    @worldback9840 ปีที่แล้ว +8

    সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও কার কার ভালো লাগে লাইক দিয়ে জানিয়ে দেন

  • @lsbangladesh1357
    @lsbangladesh1357 ปีที่แล้ว +2

    আজিজুল ভাই ভালো থাকুক, চরখানপুর এর সকল মানুষ ভালো থাকুক এই কামনাই করি

  • @prasenjitshil9059
    @prasenjitshil9059 ปีที่แล้ว +5

    প্রকৃতির কী অপরুপ সৌন্দর্য যেন হারিয়ে যায় তারি মাঝে

  • @monirhosan-p4d
    @monirhosan-p4d 10 หลายเดือนก่อน

    আপনার ভিডিও অসাধারণ । যা বলার ভাষা নেই।

  • @supriyatithi4845
    @supriyatithi4845 ปีที่แล้ว +12

    বরাবরের মতোই চরখানপুরের জন্য অপেক্ষা করি ❤❤❤

  • @TorikulIslam-y9h
    @TorikulIslam-y9h ปีที่แล้ว +2

    সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ,
    আপনার প্রতিটি ভিডিও আমি দেখি,
    চরখানপুরের মানুষের জনজীবন আপনি সুনিপুণ ভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন ওখানকার অবহেলিত জনগোষ্ঠীর সহয়তায় জন্য অনেকে এগিয়ে আসছে ধন্যবাদ সুমন ভাই।

  • @anupamdolai7801
    @anupamdolai7801 ปีที่แล้ว +3

    সুমন দা এই ভিডিও এর অপেক্ষায় ছিলাম এতো দিন, সত্যি কথা বলতে আমরা বাঙালি তাই বাংলার গ্রামের ভিডিও পছন্দ করি আজ আমি অনেক খুশি যে এইরকম একটা ভিডিও পেলাম অনেক ধন্যবাদ সুমন দা আপনাকে ♥️♥️♥️ মন থেকে 🤗 । আমার দেখা আপনি একজন বাংলাদেশী ইউটিউবার যে গ্রামের মানুষের সঙ্গে এইভাবে মিশে ♥️

  • @badhon12345
    @badhon12345 ปีที่แล้ว +1

    সুমন ভাই,আপনার এমন কোন পোস্ট নেই যেটা আমি দেখনি,সব থেকে চরখানপুরের টাই ভালো লাগে,,ভালো থাকবেন আশা করি আপনি ভালো থাকলে আরো ভালো পোস্ট পাবো

  • @azharulislamrasel0652
    @azharulislamrasel0652 ปีที่แล้ว +5

    একমাত্র ভালো মনের মানুষগুলোই সালাহউদদিন সুৃমন ভাই ও আজিজুল ভাইর ভিডিও গুলো দেখে❤❤❤❤

  • @mdmohiburrahman8411
    @mdmohiburrahman8411 ปีที่แล้ว +1

    সত্যি কার অথে অসহায় মানুষের সহযোগিতা করেছেন, এ দেখে অনেকে পাশে থাকা অসহায় মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন,

  • @bholanathpandey4851
    @bholanathpandey4851 ปีที่แล้ว +3

    Waiting for your Charkhanpur vedio with my Azizul Bhai. Unique Presentation....Respect to Azizul Bhai and we'll wishes to Sumon Bhai. Proceed...from India

  • @ASHIQSOLAIMAN
    @ASHIQSOLAIMAN ปีที่แล้ว +2

    চরখানপুর এর ভিডিও সেই লাগে🎉❤

  • @ahmedsojol6031
    @ahmedsojol6031 ปีที่แล้ว +16

    আজিজুল ভাইকে দেখলেই বুঝা যাই যে ওনি কতটা সহজ সরল মানুষ♥

    • @MijanurRahman-hb6dp
      @MijanurRahman-hb6dp ปีที่แล้ว +1

      আমি মনে করেছিলাম সুমন ভাই বিয়ের পর চরখান পুরের কথা ভুলেই গেছে।

  • @lotuninternationalschool2574
    @lotuninternationalschool2574 ปีที่แล้ว +1

    সালাউদ্দিন সুমন ভাইয়ের অমর সৃষ্টি। এক মহাকাব্যের মহানায়ক আজিজুল ভাই।

  • @nabiltajwarnabil0305
    @nabiltajwarnabil0305 ปีที่แล้ว +5

    আবার চরখানপুর!! সুমন ভাই, অপেক্ষায় ছিলাম।

  • @sohelarman5521
    @sohelarman5521 ปีที่แล้ว +1

    সুমন ভাইয়ের সবগুলো পর্বই দেখি অরুনাচলের ভিডিও গুলো দেখেছি কিন্তু চরখানপুরের পর্বগুলো অন্যরকম ভালো লাগে ধন্যবাদ সুমন ভাই

  • @arpitabiswas9329
    @arpitabiswas9329 ปีที่แล้ว +5

    বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম আজিজুল ভাইকে দেখার জন্য। খুবই ভালো লাগলো সবাইকে দেখে। ভালো থাকবেন ভাইয়া।