Thake Sudhu Valobasha | Bangla Natok | Ferdous | Bipasha Hayat | Faria Hossain

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025
  • Subscribe Now link: goo.gl/MHzQ0b
    Drama Name - Thake Sudhu Valobasha
    Major Cast - Bipasha Hayat, Ferdous, Nazma Hossain, Rajib, Rasel, Aftab
    Story - Faria Hossain
    Direction - Faria Hossain
    Assistant Director - Al Masum
    Cinematography - Anwar Hossain Bulu
    Editing - Rahman Faysal
    Music Direction - Farid Ahmed
    Genre - Drama (Natok)
    Label - Laser Vision
    Story Time: 55:17
    Watch Exclusive Video: • Samanno Shombol By Bel...
    Watch More: goo.gl/ba3hkr
    Follow Caller Tune/Welcome Tune Setup Process...
    Come Join Us for More Entertainment!! Visit our Official site: www.laservisionbd.com
    ** ANTI-PIRACY WARNING ** This content's Copyright is reserved for Laser Vision Ltd. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
    (C) 2017 Laser Vision Ltd.
    Also Find us on Social Media;
    G+ Laser Vision: plus.google.co...
    Facebook Page: / laservisionlimited
    Twitter Official: / laservisionbd
    Wikipedia: en.wikipedia.o...
    Pinterest: / laservisionbd
    Online Partner:
    Meta Tunes - metatunes.my
    Laser Vision Official Address:
    Bangladesh Address: 1st Floor,300/5/A/1 Bir Uttam C R Dutta Sarak Dhaka-1205, Bangladesh.

ความคิดเห็น • 801

  • @mdkhaledul2698
    @mdkhaledul2698 ปีที่แล้ว +18

    আগের নাটক গুলির মধ্যে অন্যরকম এক অনুভূতির ছোয়া ছিল । ধন্যবাদ

  • @rimonrana2093
    @rimonrana2093 6 ปีที่แล้ว +65

    ফেরদৌস কি দারুণ দর্শনীয় নায়ক তার নাটক উপস্থাপন সবই সুন্দর

    • @md.jahangirhossen1145
      @md.jahangirhossen1145 3 ปีที่แล้ว +4

      এদের অভিনয়ে মুগ্ধ আমি।বেচে থাকো তোমরা চিরদিন।

    • @apibarua8001
      @apibarua8001 3 ปีที่แล้ว +1

      @@md.jahangirhossen1145 p

  • @manojkumargharami5818
    @manojkumargharami5818 3 ปีที่แล้ว +9

    বিপাশা হায়াত- এর গলা শুনে মনে হয় উনি খুব ভালো একজন আবৃত্তিকার। আর এই নাটকের শুরু টা তো একটি সুন্দর আবৃত্তি দিয়ে। আঃ! কী দেখছি! নাটক তো নয়। যেন একটি কবিতা। কলকাতায় বসে অবসর জীবনে বাংলাদেশের অনেক নাটক তো দেখলাম। কিন্তু এই নাটকটি বিষয়বস্তু এবং অভিনয়গুণে সম্বৃদ্ধ বলে এটিকে প্রথম স্হান দেওয়ার ইচ্ছে হচ্ছে। দৃশ্যত কাব্যিকগুণে ভরা একটি ছবি। কী তার আবহসংগীত! নাটকটি দেখা শেষ হলো। বেশ কয়েক ফোঁটা জল চোখ দিয়ে গড়িয়ে পড়লো। সবশেষে পরিচালক মহাশয়কে ধন্যবাদ জানাই।

  • @অজয়কর-ত৯দ
    @অজয়কর-ত৯দ ปีที่แล้ว +19

    নাটকটি দেখে আমি খুব আবেগ পূর্ণ হয়ে গিয়েছি। এত সুন্দর নাটক হতে পারে ভাবতে পারিনা। শূন্যতা কখনো পূর্ণতা পায় না আমি চাই পৃথিবীর সকল ভালবাসাই পূর্ণতা পাক।

  • @MdFaruk-kl3wf
    @MdFaruk-kl3wf 5 ปีที่แล้ว +31

    বিপাশা হায়াত এবং শমী কায়সার আমার কাছে সবচেয়ে ভাল অভিনেত্রী

  • @helalkhan8654
    @helalkhan8654 3 ปีที่แล้ว +11

    জীবনটা খুবই সাধারণ,তুমি তাই পাবে যা তুমি দিবে। সম্মান চাও,তবে সম্মান দাও। মনোযোগ প্রত্যাশা করলে,আগে মনোযোগী হও। ভালোবাসা চাও তো ভালোবাসা দাও,,,,

  • @md.merajmerida4909
    @md.merajmerida4909 ปีที่แล้ว +6

    ব্যাকরাউন্ড মিউজিক বিশেষ করে আআআআআআআ সুরটা সারাদিন কানে বাজতেই থাকে। এক কথায় অসাধারণ।

  • @mahmudulhasanapu
    @mahmudulhasanapu ปีที่แล้ว +16

    এতো বছর পরে দ্বিতীয়বারের মতো নাটকটি দেখলাম। প্রাণ জুড়িয়ে গেলো আর ব্যথায় বুকটা ভরে উঠলো।😢 পৃথিবীর সকল হারিয়ে যাওয়া ভালোবাসা ভালো থাকুক! ❤

  • @bappasaha1533
    @bappasaha1533 2 ปีที่แล้ว +23

    ২০২৩ এ দাঁড়িয়ে বলে গেলাম... স্মৃতিতে থাকে শুধু ভালোবাসা ❣️👐

  • @dablewroy1575
    @dablewroy1575 ปีที่แล้ว +9

    নির্জন নিঃসঙ্গতায় স্মৃতির পাতায় আজও কোথাও যেন একটু ব্যাথা অনুভুত হয়। ভালো থেকো ❤মেঘা❤

  • @shirin1254
    @shirin1254 2 ปีที่แล้ว +24

    যতবার নাটক টা দেখি ততবারই চোখের কোনে জল ছলছল করে,,,,, ভালোবাসা কতটা উদার এই নাটক না দেখলে বুঝতামনা,,,,যারা জীবনে কখনো প্রেমে পরেছে তাদের জন্য সত্যিকারের ভালবাসার এক দৃস্টান্ত উদাহরণ।। ভালবাসা খুব উদাসীন, খুব ছেলেমানুষী,, ভালোবাসা খুব উদার,,পেয়ে হারানোর ব্যাথা-কি অসম্ভব কষ্ট,,, সেটা কেবল যার ব্যাথা সেই জানে,,,আজ তাকেও খুব মনে পরছে,,,অনেক দিন হয়ে গেছে কোন দেখা বা কথা নেই,,,।হয়তোবা আর কখনো দেখা বা কথা হবেনা।

    • @basiruddin7262
      @basiruddin7262 ปีที่แล้ว

      কষ্টে বুকটা ফেটে যাচ্ছে!! আমিও আপনার মত পথ হারা প্রতীক।।

  • @ajantasaha3826
    @ajantasaha3826 ปีที่แล้ว +9

    সোনালী সময়গুলো পেরিয়ে চলে এসেছি বহুদূর.... তবুও অম্লান স্মৃতি অস্পষ্ট হয় না

  • @kartikghosh122
    @kartikghosh122 ปีที่แล้ว +4

    এই নাটকের মতো,, বিপাশারা ও সবার হৃদয়ে থাকবে অবিরাম ❤

  • @mizankhan7893
    @mizankhan7893 ปีที่แล้ว +5

    এত সুন্দর প্রানবন্ত অভিনয়, যেন জীবনের বাস্তব কথা। এত সুন্দর অভিনয় মানুষ কেমনে করে? বিশেষ করে বিপাশা হায়াতের অভিনয় মন ছুঁয়ে গেছে 🎉

  • @swapnaghosh6720
    @swapnaghosh6720 ปีที่แล้ว +4

    Bipasha is so beautiful & good on acting. Fardous is too handsome& also good in acting
    Ii lov them both

  • @ArAli-qf3hj
    @ArAli-qf3hj ปีที่แล้ว +6

    কিছু কাহিনি অনেক কষ্ট দেয় না চাইতেও দুই চোখের কোনে জল বরে যায়😢😢😢😢

  • @rejinaparvin9614
    @rejinaparvin9614 ปีที่แล้ว +9

    যে ভাগ্যে থাকে না সে সবসময় মনে থেকে যায় 🥺 ভালো না বাসার যন্ত্রণা অনেক কিন্তু ভালোবাসার পরে ও সেটা হারিয়ে গেলে সেটার যন্ত্রণা সাময়িক ❤️

  • @ankon1373
    @ankon1373 ปีที่แล้ว +23

    ওই সময়ের ঢাকা শহর টা দেখলে খুব আফসোস হয় 😢
    কত শান্ত, সুন্দর ❤️
    শহরটা যদি ঐরকম থাকতো এখনো 😟

  • @finemovieabir246
    @finemovieabir246 6 ปีที่แล้ว +111

    বিপাসার মতো অভিনেএি এদেশে আরো দরকার।খুব ভালো একজন অভিনেএি।উদার মনের মানুষ মনে হয়।উনি সবসময় ভালো থাকুক এ দোয়া করি।

    • @abhijitbiswas7312
      @abhijitbiswas7312 4 ปีที่แล้ว +2

      Thik tai

    • @khalidhasan3727
      @khalidhasan3727 3 ปีที่แล้ว +3

      সত্যি বলেছেন, এমন অভিনয়শিল্পী আমরা প্রত্যাশা করি।
      বিপাশা হায়াত আমার পছন্দের অভিনেত্রীদের মধ্যে ১ম 😊

    • @shrabanidas5933
      @shrabanidas5933 3 ปีที่แล้ว +3

      দুই অভিনেতা, অভিনেত্রী ই খুব ভালো অভিনয় করেছেন

    • @বোকামন-খ৮ট
      @বোকামন-খ৮ট 2 ปีที่แล้ว +2

      ভিপাসা সিলা সাউন ওরা ভালো অবি নেতা

  • @NoorMohammad-wz7mx
    @NoorMohammad-wz7mx ปีที่แล้ว +9

    এইরকম প্রেম এখন আর হয় না। সব শেষ হয়ে গিয়েছে সময়ের বিবর্তনে। 😢

  • @binoysarker4225
    @binoysarker4225 ปีที่แล้ว +5

    কি অসাধারণ নাটক অনেক ভালোবাসা বিপাশা ❤❤❤

  • @habibamahbuba3950
    @habibamahbuba3950 4 ปีที่แล้ว +13

    এত্তো টা ভয়ংকর সুন্দর নাটক হতে পারে???? অসাধারণ। অসম্ভব রকমের সুন্দর। আমি admission exm dibo.অথচ কয়েক দিন থেকে পুরাতন নাটক দেখতে দেখতে এতটা বিভর হয়ে গেছি। কল্পনাতিত।অসম্ভব রকমের ভালো লাগা কাজ করে।বিপাশা হায়াত কে প্রথম দেখি আগুনের পরশমনি মুভি তে।তখন থেকে ভালো লাগা কাজ করে। কিন্তু জানতাম না এত্তো ভালো অভিনয় করে উনি।😀😀 মজার বেপার হলো কমেন্ট পরতে ভালো লাগে। আরও যদি কমেন্ট টা বাংলায় টাইপ আর বড় হয়।তাই আমিও বড় করে দিলাম।জদি
    আমার মত কেউ থাকে। ভালো থাকুন নিরাপদ এ থাকুন। ১৮ জানুয়ারি ২০২১.....😍😍😍

    • @tariqul6957
      @tariqul6957 2 ปีที่แล้ว

      আপনার কমেন্ট পড়ে ভালো লাগলো

    • @tahminatanjin2630
      @tahminatanjin2630 ปีที่แล้ว +2

      তারপর কোথায় এডমিশন নিলেন?

    • @afrinnijhu6874
      @afrinnijhu6874 11 หลายเดือนก่อน

      Amr o valo laglo

  • @mdalihossainbadol4398
    @mdalihossainbadol4398 2 ปีที่แล้ว +15

    কোন নাটক দেখে কান্না করিনি কিন্তু এই নাটকটি দেখার পর সত্যি কান্না করেছি ও আবেগ আপ্লূত হয়েছি......নেত্রকোনা

  • @MusicalAsim
    @MusicalAsim ปีที่แล้ว +4

    ভালোবাসার এইরকম হৃদয় বিদারক পরিণতি যেন কারো জীবনে না আসে। আমরা দেখে সহ্য করতে পারছি না, তাহলে কারো সাথে এমন ঘটলে কীভাবে সহ্য করবে? তার কাছে মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। 😢😢😢😢😢

  • @mdparvesdewan4245
    @mdparvesdewan4245 ปีที่แล้ว +17

    স্মৃতিতে থাকে শুধু ভালবাসা।কি সুন্দর,,,কি নিস্তব্ধ,,,কি সজীবতা,,কি প্রণবন্ত আর সত্যিই ২২ বছর পরে আজও কি জীবন্ত।অসাধারন অভিনয় ফেরদৌস- বিপাশা❤️❤️।। ১৪/০৭/২৩

    • @abdul-tp8uz
      @abdul-tp8uz 11 หลายเดือนก่อน

      ২০/০১/২৪

  • @ruhulaminrahul7601
    @ruhulaminrahul7601 ปีที่แล้ว +6

    এখনকার দিনে এমন নাটক গুলো দেখা যায় না,, চোখে জল আসার মত নাটক

  • @nootubebysakib
    @nootubebysakib ปีที่แล้ว +4

    এর চেয়ে অসাধারন সুন্দর ভালোবাসার নাটক বাংলা ভাষায় আমি দেখিনি। নাটক টি খুব ছোট বেলায় দেখেছিলাম, বুঝতাম ও না তেমন, অবেক বছর প্প্র ২০১৫ সালে নাটক টি আমি খুজে বের করে আবার দেখি। যখনই দেখার সুজোগ হয় বার বার দেখি, এটা দেখার পর ভেতরে কেমন যেন একটা হাহাকার আর্তনাদ কাজ করে। ২০-২৫ বছর আগেও এতো সাবলিল সুন্দর নাটক, প্রানবন্ত কাহিনি এবং অসাধারন অভিনয় যা বর্তমানে কল্পনাতীত❤❤

  • @AbuBakar-pt4cy
    @AbuBakar-pt4cy 4 ปีที่แล้ว +26

    এই 55, মিনিট টের নাটক অভিনয় যে এত সুন্দর চমৎকার 2020 সালে দেখেছি ,

  • @mdmithusarker2621
    @mdmithusarker2621 ปีที่แล้ว +5

    ❤ কেনো জানি আমার সেই সস্তা প্রেমেই পড়তে ইচ্ছা হয়,যেখানে থাকে সস্তা জিনিসে দামি ভালোবাসা। ❤

  • @mannanmolla8269
    @mannanmolla8269 7 ปีที่แล้ว +53

    কি সুন্দর পোশাক পরিচ্ছদ
    দেখতেই ভালো লাগে

  • @AbdulKadir-uv4jg
    @AbdulKadir-uv4jg 4 ปีที่แล้ว +4

    বিপাসা ম্যাম এর কথা বলার ভংগী খুব অসাধারণ,,,, আমার সবচেয়ে ভালোলাগার অভিনেত্রী

  • @farahmotahar9087
    @farahmotahar9087 ปีที่แล้ว +1

    Ajibon natok ta amar ridoye gethe thakbe❤❤

  • @md.merajmerida4909
    @md.merajmerida4909 ปีที่แล้ว +2

    উফফ এতো হৃদয় নিংড়ানো কষ্টের অভিনয়।

  • @basiruddin7262
    @basiruddin7262 ปีที่แล้ว +1

    কি শৈল্পিক অভিনয়! অসাধারণ, মনোমুগ্ধকর, চমৎকার বিপাশা।।

  • @Sujon-rk4ne
    @Sujon-rk4ne 4 หลายเดือนก่อน +1

    সত্যি অসাধারণ লাগছে নাটক টা,অনেক দিন পরে ভালো একটা নাটক দেখলাম❤❤❤❤❤

  • @mdronyislammdronyislam6263
    @mdronyislammdronyislam6263 ปีที่แล้ว +2

    হে আমার প্রেয়সী ,আমার রিদয় হরণকারী তোমার বিরহে আজও পুরছি, আমার প্রিয়তমা ..........💞

  • @dishakhan7417
    @dishakhan7417 3 ปีที่แล้ว +17

    অসাধারণ। ফারিয়া হোসেন অসম্ভব ভালো একজন লেখিকা। তাঁর প্রত্যেকটা নাটক অসাধারণ

  • @md.sandiponhasan8883
    @md.sandiponhasan8883 2 ปีที่แล้ว +1

    valentine's Day natok hole o kintu natok ti dekhe anek r chokhe pani asteh pare.

  • @rupaislam545
    @rupaislam545 4 ปีที่แล้ว +10

    খুব ছোট বেলা নাটকটা দেখেছিলাম.আমার জীবনের সেরা নাটক এটা.যখনই নাটকটি দেখেছি চোখে পানি চলে আসে.

  • @mdramjan57
    @mdramjan57 4 ปีที่แล้ว +7

    আমার বলার কিছু নেই..... এত ভাল লেগেছে। ভালবাসা ঠিক এমনি হওয়া উচিত।

  • @rahmanmoti
    @rahmanmoti 3 ปีที่แล้ว +33

    ভালোবাসার সেরা নাটক।
    আজকের ৫০ টা নাটকও এ নাটকের সামনে দাঁড়াতে পারে না।

    • @rahmanjesun415
      @rahmanjesun415 3 ปีที่แล้ว

      5000 নাটক এই নাটকের মানের সমান নয়,বর্তমান সময়ের হয়তো তারও অধিক হতে পারে।বর্তমান সময়ে গালি নোংরামি দিয়ে ভরপুর কমেডি বানায় নোংরা সংলাপ দিয়ে সমাজ সংস্কৃতির ধ্বংসের কারণ বর্তমান সময়ের নাটক সিনেমা

    • @mojiburbhuiyan7365
      @mojiburbhuiyan7365 ปีที่แล้ว +1

      সহমত পোষণ করছি

    • @mdaolad7998
      @mdaolad7998 ปีที่แล้ว +1

      Correct vai,hridoy chuye gese

    • @abdul-tp8uz
      @abdul-tp8uz 11 หลายเดือนก่อน

      সহমত

  • @razibhossin165
    @razibhossin165 ปีที่แล้ว +2

    আমার প্রিয় মানুষ টা ঠিক এরকম ছিলো।এবং আমাদের জুটি হুবুহু এরকম টাই ছিলো।আমাদের জিবন টা ঠিক এরকম ছিলো।অনেক অনেক বছর আগে তাকে হারিয়ে ফেলেছি।আজ বহু বছর হলো সে আমার থেকে অনেক দূরে। আমি আজও একা রয়ে গেলাম নিজের কাছে।তোমাকে না হারালে এত সুন্দর নাটক টা দেখতে পারতাম না।হয়তো নাটক টা পরিচালক আমার মতো অসংখ্য ব্যাথায় কাতর প্রেমিক দের জন্য তৈরি করেছেন।

  • @nirjonmahmudul2536
    @nirjonmahmudul2536 4 ปีที่แล้ว +35

    কথা বলার ধরণ, চরিত্রে ডুবে যাওয়া, চোখের ইশারায় অব্যক্ত কথা বলা । এক কথায় দুর্দান্ত বিপাশা

  • @shahnewajshah1487
    @shahnewajshah1487 ปีที่แล้ว +1

    নাটকটি দেখে মুগ্ধ হয়েছি। অনেক সুন্দর অভিনয় করেছেন বিপাশা ও ফেরদৌস। সুন্দর গল্প। আগের দিনের নাটক অনেক ভালো ছিল। ধন্যবাদ ❤

  • @ranjitsen4275
    @ranjitsen4275 3 ปีที่แล้ว +5

    Bipasa mam, Really you are a great actress. Beautiful natak I like it. God bless you. Thanks.

  • @rajeshbose7354
    @rajeshbose7354 5 ปีที่แล้ว +4

    Excellent........Khub bhalo loglo er chok ta ekdom bhoray uthlo....... Bipasha keep doing such wonderful works.......With love and regards from India...

  • @tajudindada4012
    @tajudindada4012 2 ปีที่แล้ว

    mashaaAllah very good onak valo EK ta Natok ovinoy FataFati Thank you so much very nice Bangla Natok

  • @MuskanKhatun-b4v
    @MuskanKhatun-b4v หลายเดือนก่อน

    Sei laglo.Firdos tmr jonno chokhe pani chole elo.

  • @MdArafat-pg5fc
    @MdArafat-pg5fc 11 หลายเดือนก่อน +2

    যারা ভালবাসা হারিয়েছে তাদের বার বার নাটক টি দেখা উচিত কারন দেখলে হয়ত তাদের কষ্ট কিছু টা কমবে

  • @mdsumonsks3625
    @mdsumonsks3625 4 ปีที่แล้ว +11

    বিপাশা আপুর এমন খুব কম নাটকেই আছে,যা আমার দেখা হয়নী। অসাধারন লাগে ওনার অভিনয়।

  • @noor-a-alamjony1146
    @noor-a-alamjony1146 ปีที่แล้ว +4

    প্রিয় পুতুল তোমাকে আজও ভুলিনি আর ভুলা সম্ভব নয়। জীবনের শেষ দিন পযন্ত তোমার জন্য ভালবাসা থাকবে এই হৃদয়ে। আজও অনেক ভালবাসি তোমায়। তোমার আমার দূরত্বের কারণ আমি সব ভুল আমার ছিল আজ হারে হারে টের পাচ্ছি। তোমার ভালবাসা তোমার ঋৃণ আমি কখনো দিতে পারবো না, আমায় ক্ষমা করে দিও যদি পারো।আমি দোয়া করি তুমি অনেক সুখে শান্তিতে থেকো ভালো থেকো।। আমি দূর থেকে সারাজীবন ভালবেসে যাব।

  • @ammohaimin7308
    @ammohaimin7308 2 หลายเดือนก่อน

    ভীষণ সুন্দর। অনবদ্য নির্মাণ এককথায়। সত্যিই মন টা যেন অজান্তেই আর্দ্র হয়ে গেছে..

  • @rakibulhasan2357
    @rakibulhasan2357 4 ปีที่แล้ว +4

    অসাধারণ একটা নাটক।হৃদয়টা ছুঁয়ে গেলো...ভালো থাকুক ভালোবাসা

  • @md.rajibtalukder36
    @md.rajibtalukder36 ปีที่แล้ว +3

    অসাধারণ একটি নাটক,,,, যা একবার নয়, শত বার নয়,হাজার বার নয়,,,,লক্ষ লক্ষ বার দেখলেও তারপরেও দেখতে ইচ্ছে করবে! ভালোবাসি প্রিয়,, ভালোবাসবো প্রিয়,, এ জীবন আছে যতদিন,,,, না পাওয়ার বেদনা আজীবন বয়ে নিয়ে যাব আর তোমার স্মৃতিতেই ভেসে বেড়াবো।😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @dsantoshdas6117
    @dsantoshdas6117 11 หลายเดือนก่อน

    অসাধারণ! অসাধারণ!! অসাধারণ একটা নাটক দেখলাম। মুগ্ধ হলাম বিপাশা ফেরদৌস এর অভিনায়ে।

  • @sharminshampa7822
    @sharminshampa7822 5 ปีที่แล้ว +24

    এই নাটকটি এখনো আমার স্মৃতিতে দারুণভাবে গেঁথে আছে।

    • @ayubali3082
      @ayubali3082 5 ปีที่แล้ว +1

      😘😘😘😘😘😘

  • @sfhridoykhan1331
    @sfhridoykhan1331 ปีที่แล้ว +3

    কি মধু জড়িয়ে আছে এই নাটকের ভেতর খুবই মায়া লাগে

  • @md.masudrana1515
    @md.masudrana1515 4 ปีที่แล้ว +6

    ভালো লাগে তাই দেখি বিপাশা অভিনীত নাটক গুলো

  • @bmmohssinbiswas6022
    @bmmohssinbiswas6022 ปีที่แล้ว +7

    এ কে বলে,,, সত্তিকারের ভালবাসা,, নাটক,, এই ভাবেই, হওয়া উচিত,, পরিচালক কে,,, অনেক অনেক ধন্যবাদ,, আর বর্তমান যে,, নাটক ফাটক হয়,, তা,,, মানাই নেওয়া যায় না।

  • @vlogofgreenhouse7164
    @vlogofgreenhouse7164 2 ปีที่แล้ว +11

    কত সুন্দর আর সাবলীল অভিনয় বার বার মনে ছুঁয়ে যায় অজান্তেই চোখটা ভিজে গেছে নাটক এমনি হওয়া উচিত

  • @sagarkhan1017
    @sagarkhan1017 4 ปีที่แล้ว +7

    ভালোবাসা যে সবসময় পুরিপুর্নতা পাবে সেরকম কোন বাধাদরা নিয়ম এই জগতে নেই।কখনো কখনো অপুর্ণ ভালবাসার রেশ সারাজীবন থেকে যায় যেটাই হয় বেচে থাকার একমাত্র আশ্রয়।নাটকটি এটাই আমাদের মনে করিয়ে দেয়।অসাধারণ নাটক😍😍

    • @mdtuhin-gd4mp
      @mdtuhin-gd4mp 4 ปีที่แล้ว +1

      বিপাশা আপুর মায়ের চরিত্রের এই মহিলার কি নাম? সে কি এখোনো বেঁচে আছে?

  • @mdnaiemislam6812
    @mdnaiemislam6812 2 หลายเดือนก่อน

    অসাধারণ একটা নাটক,,,,,,, থাকে শুধু ভালোবাসা 💔

  • @Radhesham9633
    @Radhesham9633 2 ปีที่แล้ว +4

    ফেরদৌস দাদাভাই আপনার অনেক সিনেমা দেখেছি ছোট থেকেই এখনো দেখি নাটক কোনদিন দেখিনি এই প্রথমবার দেখলাম সত্যিই একটা মিষ্টি প্রেমের গল্প খুব সুন্দর একটা স্টোরি খুব ভালো অভিনয় আপনাদের দুজনার এরকমই আরো অনেক নাটক দেখতে চাই আপনার 👍 butiful ❤️❤️ cangratulesan

  • @Channel--52071
    @Channel--52071 2 ปีที่แล้ว +1

    অনেক ভালো হয়েছে আপনাদের এমন নির্মাণ আরও চাই

  • @taslimaferdous6303
    @taslimaferdous6303 2 ปีที่แล้ว +15

    ছোটবেলায় নাটকটি একবার দেখেছিলাম আর ছোট কুটিরে ঘুরে বসে ফেরদৌসের চিঠির দৃশ্যটা আজও ভুলতে পারিনি।তাই ২০২২ এসেও নাটকটি আবার দেখলাম।

    • @a.b.mjobaer2340
      @a.b.mjobaer2340 ปีที่แล้ว +1

      কত সালের নাটক?

  • @HabiburRahman-hq7qr
    @HabiburRahman-hq7qr 2 หลายเดือนก่อน

    কি বলবো, একদম অসাধারণ ❤️❤️

  • @MdShorif-xq9pp
    @MdShorif-xq9pp 5 ปีที่แล้ว +10

    ভালোবাসার নাটক দেখতে ভালো লাগে অনেক আগের নাটক ফেরদৌস বিপাসা হায়ত খুব রুমান্টিক দেখে ভালো লাগলো আর কখনো হবেনা এই নাটক❤❤❤

  • @jakiehossain3367
    @jakiehossain3367 4 ปีที่แล้ว +10

    ভালোবাসার মতো অসাধারণ একটি নাটক

  • @nabilaislam7637
    @nabilaislam7637 4 ปีที่แล้ว +6

    Background music tar jnno ro valo lage natok ta! Shei choto bela e ETV te dekhsilam.feeling nostalgic!

    • @sujanbhuain9991
      @sujanbhuain9991 3 ปีที่แล้ว

      মেঘদূত নাটকটিও একই background music এবং একই পরিচালক। ফারিহা হোসেন।

  • @sharminsidea893
    @sharminsidea893 4 ปีที่แล้ว +7

    Bipasha hayat & ferdosh best actor's in the Bangladesh.

  • @suvrabanerjee5982
    @suvrabanerjee5982 3 ปีที่แล้ว +3

    Beautiful natok. Awesome performance by BIPASA.

  • @udaychandramajumder5852
    @udaychandramajumder5852 ปีที่แล้ว +1

    From New Town, Kolkata. Very go. od romantic drama. Excellant acting of Ferdous and Bipasa. Bipasa is a very beautiffullfrom New Town, Kolkata. Excellant Bipasa. Your are genious.

  • @porospathor609
    @porospathor609 ปีที่แล้ว

    Khub khub sweet appu,onek din por dekhci.❤❤

  • @sujoysarker4555
    @sujoysarker4555 4 ปีที่แล้ว +23

    ভালবাসা দিবসের নাটক ছিলো। নাটকটি দেখে নাটকের প্রতি সত্যি ই ভালবাসা জন্মেছিলো।

  • @جوسينجوسين
    @جوسينجوسين ปีที่แล้ว +2

    আহারে আগেকার দিনের পোশাক আসাক কতো সুন্দর ছিলো কতো সুন্দর জামা কাপড় দেখলেই মন জুরিয়ে যায় আর এখনকার পোশাকের কথা নাই বা বললাম

  • @shaikhshamim3455
    @shaikhshamim3455 ปีที่แล้ว +10

    কত আগেরকার নাটক। এখনো জীবন্ত ❤❤

  • @arafat8636
    @arafat8636 4 ปีที่แล้ว +12

    এত সুন্দর নাটক কিন্তু আমার কস্ট লাগছে কেনো? আমি চাইনা ভালোবাসা এভাবে হারিয়ে যাক, সবাই ভালোবাসা পাক... এমন অপূর্ণতা আমি দেখতে চাইনা কারো জীবনে, প্রতিটা মানুষ সুখে থাকুক...

  • @Cherryontop-k6e
    @Cherryontop-k6e 2 หลายเดือนก่อน

    উনাদের নাটক গুলো অন্য রকম অনুভূতি প্রকাশ করা যায় না।অসাধারণ আপু।

  • @isratmousumi9845
    @isratmousumi9845 ปีที่แล้ว +1

    হৃদয় ছুয়ে যাওয়ার মতো, কিছু ভালোবাসা থেকে যায় স্মৃতিতে অম্লান হয়ে,, 😢

  • @MTS2399
    @MTS2399 ปีที่แล้ว

    Natok ta onk shundor❤....onk realisetic ..WONDERFUL....2023

  • @mithunmittra2383
    @mithunmittra2383 ปีที่แล้ว +3

    সত্যি হৃদয় ছুঁয়ে গেল।২৩ সালে এসেও নাটকটি দেখলাম।

  • @MisMuslima-lx3rl
    @MisMuslima-lx3rl ปีที่แล้ว

    চমৎকার একটা নাটক খুব সুন্দর ❤❤❤❤❤

  • @abirhasanlohani7893
    @abirhasanlohani7893 ปีที่แล้ว +1

    Miss you nuha 😢😢

  • @sharifulislam455
    @sharifulislam455 ปีที่แล้ว

    এক কথায় অসাধারণ 😢😢😢😢😢😢

  • @rahmotali4120
    @rahmotali4120 4 ปีที่แล้ว +8

    Heart Touching. The best drama I've ever seen.

  • @mmojnuhasan2301
    @mmojnuhasan2301 ปีที่แล้ว

    আহারে কোথায় গেলো সেই কার্ড এর দিন গুলো😍😪😪😪

  • @tariqulislamakash6985
    @tariqulislamakash6985 ปีที่แล้ว +1

    দৃষ্টি,,,,খুব মনে পড়ে তুমাই,,,,😢😢

  • @salmaparvin800
    @salmaparvin800 2 ปีที่แล้ว +1

    Excellent Excellent Excellent 👌 👍🏻💕

  • @md.rakibulsarker4162
    @md.rakibulsarker4162 4 ปีที่แล้ว +3

    অসাধারণ একটা নাটক দেখলাম,জানি না এমন নাটক আর পাব কিনা,সময় 11/8/2020.

  • @topend162
    @topend162 3 ปีที่แล้ว +2

    Choto belay onek bar eta tv te dekhaise. Amar mone hoy ami valobasha shikhte parsi ei natok dekhe. Well done. Taito valobasha to emoni hobar kotha.

  • @samareshpatra6087
    @samareshpatra6087 3 ปีที่แล้ว +1

    Darun Natok. Dekhlam 👍👍

  • @sujansarker6703
    @sujansarker6703 3 ปีที่แล้ว +3

    বিপাশার বাচনভঙ্গি সবসময়ই অত্যন্ত সুন্দর । ভালোবাসা নেবেন বিপাশা আপা।

  • @selinaakter4257
    @selinaakter4257 2 ปีที่แล้ว +2

    থাকে শুধু ভালোবাসা, নাটক টা অসাধারণ, আনি দেখে মুগ্ধ হলাম,✌️😄😍

  • @mdgehad9060
    @mdgehad9060 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤রুপ রহস্য উপমা ছন্দ সব মিলিয়ে অসাধারণ।

  • @mimtelecom6539
    @mimtelecom6539 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর নাটক এবং নাটকের নাইকা

  • @hanifuddin3143
    @hanifuddin3143 หลายเดือนก่อน

    প্রান জুরিয়ে গেল নাটক টি দেখে অনেক দিন পরে দেখলাম এমন নাটক।রাত-১০.০০ তাং২২/১১/২৪ এক কথায় অসাধারণ।

  • @biswadebtalukder8644
    @biswadebtalukder8644 5 ปีที่แล้ว +10

    এতো মার্জিত পোশাক,,,,,! সত্যি অসাধারণ।
    আর অভিনয় নিয়ে তো বলার কিছুই নেই। খুবই ভালো লাগলো :-)

  • @Saifsaju
    @Saifsaju 4 ปีที่แล้ว +5

    এই নাটক টা আমি অনেক খুঁজেছি। খুব পছন্দের একটা নাটক। ধন্যবাদ

  • @ChadniAkter-yb4fp
    @ChadniAkter-yb4fp 4 หลายเดือนก่อน

    এক অদ্ভুত রকমের কষ্ট দিয়ে দিয়ে চলে যায় না বলে তখন থাকে শুধু ভালোবাসা 😢

  • @dipanjandatta961
    @dipanjandatta961 2 ปีที่แล้ว +2

    বাংলাদেশের নাটক অতুলনীয়।