আমিই কি একমাত্র মেয়ে যে এই যুগের মেয়ে হয়েও পুরনো কে আঁকড়ে ধরে থাকতে চাই।আমার সমবয়সী সব মেয়েরা যখন কোরিয়ান, ইন্ডিয়ান নাটক নিয়ে ব্যস্ত সময় পার করে আমি তখন আমাদের বাংলাদেশের পুরনো সব সোনার খনি গুলো খুঁজে বেড়ায়।তার মাঝেই আনন্দ খুঁজে পায়।আহা কতই না সুন্দর,সুশীল আর সুমধুর ছিল আমাদের সংস্কৃতি।
হানিফ সংকেত সারের কি বলে ধন্যবাদ জানাবো আমার ভাষা জানা নেই। এমন সামাজিক নাটক এখন আর নেই। পরিচালকেরা ভুলে গিয়েছে সভ্য আর অসভ্য কি জিনিস। সারকে অসংখ্য সালাম ও ধন্যবাদ এমন নাটক তৈরি করায়।
অনেক ভালো লাগছে এই নাটকটা। যদিও আমি আমেরিকা থাকি অনেক মিস করি বাংলাদেশকে। ২০০৬ সালে যখন আমি ক্লাস নাইনে ছিলাম তখন দেখেছিলাম। এখনো সময় পেলে স্মৃতির আড়ালে চলে যাওয়া দিনগুলো খুজে পেতে ইচ্ছা করে। ঈদের আগের দিন বন্ধুদের সঙ্গে সেই আড্ডা খুব মিস করি। সোনালী দিন ছিল সেগুলো যখন ইন্টারনেট ছিল না বন্ধু-বান্ধব অনেক আড্ডা দিতাম অনেক মজা করতাম। হানিফ সংকেত স্যার কে ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। শুধু একটা মনের মত মানুষ পেলেই খুশি হব। এমন একটা মেয়ে যে আমাকে তার জীবনের চেয়েও ভালবাসবে। এই নাটকগুলো দেখলে মনে হয় আগের দিনগুলো কতটা সুন্দর ছিল এখন তো ফেসবুক ইউটিউব হয়ে কেউ কারো জন্য সময় নেই। কমেন্টস করে গেলাম হয়তো আমি একদিন এই পৃথিবীতে থাকবো না হয়তো আমার পোস্টটা অনেকেই পড়বে কমেন্টস করবে হয়তো তখন আমাকে অনেকেই মনে করবে। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার মনের মত একজন জীবনসঙ্গী পাই। ধন্যবাদ সবাইকে।
সামাজিকতা যে কি সুন্দর জিনিস মানুষ তা কল্পনাও করতে পারেনা আজকাল। হানিফ সংকেত কি অসাধারণ ভাবে এই দিকটি ফুটিয়ে তুলেছেন।লোকটির চিন্তাশক্তি সত্যিই অসাধারণ।
বয়স বেশি না কিন্তু তারপরও ছোটবেলা এইসব নাটক দেখেই বড় হয়েছি বিশেষ করে হানিফ সংকেত স্যারের নাটক ছিল অন্যতম ঈদ আকর্ষণ, কুরবানির ঈদে তার নাটক দেখার জন্য মুখিয়ে থাকতাম তঁার নাটকের গল্প যেমন সুন্দর,মনের মত অভিনয়শিল্পী অভিনয় করতেন,আর টাইটেল সং ছিল কি বলব যেন পুরো নাটকের প্রান। এত সুন্দর টাইটেল সং থাকত তার নাটকে যেমন এই নাটকের টাইটেল সং জিবনে চলার পথে প্রতি দিনে প্রতি ক্ষনে কত কিছু ঘটে যায়, ঘটে যাওয়া ঘটনাতে কারও মুখে হাসি ফুটে কেঊ ভোগে হতাশায়।
নাটক টা খুবই সুন্দর, সবচেয়ে ভালো লেগেছে শুরুতেই আমার প্রিয় শিল্পীর গান শুনতে পেরে, আমি ভারতে থাকি তবুও বাংলাদেশের নাটক দেখা আমার নেশা হয়ে গেছে, প্রতিদিন তিনটা করে নাটক দেখি,কোনো কারণে যদি একদিন দেখতে না পারি সে দিনটাই যেনো বৃথা হয়ে যায়।
দারুণ মজার নাটক, খুব ভালো লাগলো মাহফুজ তোমার মতো বাড়ি ওয়ালা হলে দারুণ মজা সব রকম সুবিধা হতো হানিফ সংকেত মানেই অসাধারণ কৌতুহল থাকবে এতে অবাক হবার কিছু নেই ধন্যবাদ
বাংলাদেশী আগেকার নাটকগুলো যে কত সুন্দর হতে পারে তা এই ধরনের নাটক দেখলেই বুঝা যায় | একান্নবর্তী পরিবারের মেলবন্ধন ও প্রতিবেশীর সাথে ভালোবাসার সম্পর্ক | সত্যিই মনোমুগ্ধকর নাটক
অনেক ভালো লাগছে এই নাটকটা। যদিও আমি আমেরিকা থাকি অনেক মিস করি বাংলাদেশকে। ২০০৬ সালে যখন আমি ক্লাস নাইনে ছিলাম তখন দেখেছিলাম। এখনো সময় পেলে স্মৃতির আড়ালে চলে যাওয়া দিনগুলো খুজে পেতে ইচ্ছা করে। ঈদের আগের দিন বন্ধুদের সঙ্গে সেই আড্ডা খুব মিস করি। সোনালী দিন ছিল সেগুলো যখন ইন্টারনেট ছিল না বন্ধু-বান্ধব অনেক আড্ডা দিতাম অনেক মজা করতাম। হানিফ সংকেত স্যার কে ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। শুধু একটা মনের মত মানুষ পেলেই খুশি হব। এমন একটা মেয়ে যে আমাকে তার জীবনের চেয়েও ভালবাসবে।
আসলেই ওল্ড ইজ গোল্ড। আগে মনে করেছিলাম আমি পুরনো কে মনে রেখে চলছি কমেন্ট করতে এসে দেখলাম অনেকেই পুরনো দেখে। আসলেই হানিফ সংকেতের নাটক মানেই বিনোদন শিক্ষা। প্রথম একটা সিনেমা আমার সবচেয়ে ভালো লেগেছিল সেটা হঠাৎ বৃষ্টি যার মধ্যে ছিল নিঃস্বার্থ ভালোবাসা কোন কুত বুদ্ধি ভিলেন মারামারি কোন কিছুই ছিল না শুধু নিঃস্বার্থ ভালোবাসা যেখানে যৌবনের শরীরের কোন লেজ মাত্র ছিল না পবিত্র ভালোবাসা। তবে এটুকু বলতে পারি এসব নাটক যেসব মেয়ে দেখে তারা সত্যিই চরিত্রবান হবে রুচিসম্মত। ২০০৬ সাল তখন আমি ক্লাস নাইনে পড়ি পড়ার চাপে তখন দেখতে পারতাম না এখন দেখি হানিফ সংকেতের নাটক। তবে এটুকু বলতে পারি ২০২৪ সালে এসে যারা এই নাটক দেখছে সত্যি তারা রুচি সম্মত মানুষ। হয়তো আমি একদিন পৃথিবীতে থাকবো না আমার কমেন্টটা থেকে যাবে। মাহফুজ ভাইয়ের মত আমিও আমেরিকা থাকি। ইন্ডিয়ান কালচারের থেকে আমার বাংলাদেশের আগের নাটক গুলো অনেক ভালো লাগে। কারণ তখনকার সময় ছিল অনেক ভালো। আমরা ঈদে বন্ধুদের সঙ্গে অনেক আনন্দ আড্ডা করতাম আর হানিফ সংকেতের নাটক দেখা ছাড়তাম না। এইবারে আমেরিকা থেকে ফিরে এসে ঈদের মধ্যে দেখি সব বন্ধুবান্ধব স্কুল মাঠে আড্ডা দিচ্ছে তাদের হাতে শুধু মোবাইল ফোন আর ফেসবুক চালাচ্ছে কাউকে সময় দেওয়ার মত সময় নেই। আর তো কখনো শৈশবের ওই দিনগুলো ফিরে পাবো না এত ঈদের আমেজ। এই নাটকগুলো দেখলে পুরাতন স্মৃতি মনে পড়ে যায়। এরকম মিলেমিশে থাকার কথাগুলো মনে পড়ে যায়। আমি এখনো বিয়ে করিনি সবার কাছে দোয়া চাই ভালো মনের মত জীবনসঙ্গী যেন পাই যে ফেসবুক ইন্টারনেটের সময় কাটাবে না আমাকে অনেক ভালোবাসবে অনেক রোমান্টিক হবে দুজনে সুখে সারা জীবন কাটাতে পারব ঠিক এই নাটকের মত মিলেমিশে যে মেয়েটার দৃষ্টি শুধু থাকবে তার স্বামীর দিকে মানে আমার দিকে। অনেক বড় কমেন্ট করে ফেললাম এজন্য দুঃখিত। অনেক পুরাতন স্মৃতি মনে পড়ে গেছে তো। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া রইল। হানিফ সংকেত স্যারকে ধন্যবাদ অনেক নাটক উপহার দেওয়ার জন্য। হয়তো আমি একদিন থাকবো না এই কমেন্টটা করে গেলাম আমার কমেন্টটাতে যারা রিপ্লাই করবে হয়তো অনেকেই পড়বে আমার কথাও মনে পড়বে তাদের। যদিও দেশের বাহিরে থাকি আমেরিকাতে দেশকে অনেক মিস করি দেশের মানুষকে অনেক মিস করি আমার দেশকে আমি খুব ভালোবাসি। ❤️
ভীষণ ভীষণ ভালো লাগলো অনেক দিন পর বাংলাদেশের এরকম একটি নাটক দেখে কি যে ভালো লাগছে সেই সকল পছন্দের সব নাট্যকার গণ আমার মনে হয় আমি বাংলাদেশে আছি সবাইকে অনেক ধন্যবাদ
অনেক সুন্দর নাএক একবার দেখেছি আরেকবার দেখছি আসলে আমাদের বাংলাদেশের নাটকের স্ক্রিপ্ট আর অভিনেতারা এতো গুণী যে নাটকগুলো বারবার দেখতে ইচ্ছে করে বিশেষ করে ৯০ দশকের।
কি বলবো বুঝতে পারছি না তবে,, এক কথায় অসাধারণ সুন্দর একটা নাটক দেখে মন জুড়িয়ে গেল অটোমেটিক ভাবে খুবই চমৎকার এবং রোমান্টিক হাসির ও ফ্যামিলি ড্রামাটিক ক্লাইমেক্সে ভরপুর ইত্যাদি-১৫/০৪/২১-বোয়ালমারী, ফরিদপুর।
এক অভিনেতা ও দুই অভিগ্য অভিনেত্রী কে একসাথে দেখে খুব ভালো লাগলো। বাকি সবার ই অভিনয় দারুন হয়েছে। সবাই কে একসাথে ধন্যবাদ রইল। সব মিলিয়ে শূন্য স্থান পূর্ণ হয়ে উঠল।
কমপক্ষে ১০বারেও অধিক দেখেছি নাটকটি। তবুও বিরক্ত লাগেনা। আগেকার দিনের নাটকের মতো এখন আর নাটক বানায় না। এখনকার নাটক মাত্র কয়েকজন আর্টিস্টেই সীমাবদ্ধ, তাও আবার সস্তা প্রেমের গল্প নিয়ে।
নাটক গুলো দেখলে মনে হয় বাংলা সংস্কৃতি প্রান ফিরে আসছে। হানিফ স্যারকে কি বলে ধন্যবাদ যে দেব বুঝতেই পারছিনা। I selut sir. আপনার জন্য অহংকার করে বলতে পারি আমি বাংলাদেশী।
আমিই কি একমাত্র মেয়ে যে এই যুগের মেয়ে হয়েও পুরনো কে আঁকড়ে ধরে থাকতে চাই।আমার সমবয়সী সব মেয়েরা যখন কোরিয়ান, ইন্ডিয়ান নাটক নিয়ে ব্যস্ত সময় পার করে আমি তখন আমাদের বাংলাদেশের পুরনো সব সোনার খনি গুলো খুঁজে বেড়ায়।তার মাঝেই আনন্দ খুঁজে পায়।আহা কতই না সুন্দর,সুশীল আর সুমধুর ছিল আমাদের সংস্কৃতি।
Apu ami achi.
আমি মেয়ে নই। কিন্তু আমিও আপনাদের মত পুরোনোতেই আমার আমিকে খুঁজে চলি।
Amio old natok like Kori....new natok amr kasa vhalo laga na...
আপু আমিও আপনার নাম্বার দেওয়া যাবে
Jmm
হানিফ সংকেত সারের কি বলে ধন্যবাদ জানাবো আমার ভাষা জানা নেই। এমন সামাজিক নাটক এখন আর নেই। পরিচালকেরা ভুলে গিয়েছে সভ্য আর অসভ্য কি জিনিস। সারকে অসংখ্য সালাম ও ধন্যবাদ এমন নাটক তৈরি করায়।
অনেক ভালো লাগছে এই নাটকটা। যদিও আমি আমেরিকা থাকি অনেক মিস করি বাংলাদেশকে। ২০০৬ সালে যখন আমি ক্লাস নাইনে ছিলাম তখন দেখেছিলাম। এখনো সময় পেলে স্মৃতির আড়ালে চলে যাওয়া দিনগুলো খুজে পেতে ইচ্ছা করে। ঈদের আগের দিন বন্ধুদের সঙ্গে সেই আড্ডা খুব মিস করি। সোনালী দিন ছিল সেগুলো যখন ইন্টারনেট ছিল না বন্ধু-বান্ধব অনেক আড্ডা দিতাম অনেক মজা করতাম। হানিফ সংকেত স্যার কে ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। শুধু একটা মনের মত মানুষ পেলেই খুশি হব। এমন একটা মেয়ে যে আমাকে তার জীবনের চেয়েও ভালবাসবে। এই নাটকগুলো দেখলে মনে হয় আগের দিনগুলো কতটা সুন্দর ছিল এখন তো ফেসবুক ইউটিউব হয়ে কেউ কারো জন্য সময় নেই। কমেন্টস করে গেলাম হয়তো আমি একদিন এই পৃথিবীতে থাকবো না হয়তো আমার পোস্টটা অনেকেই পড়বে কমেন্টস করবে হয়তো তখন আমাকে অনেকেই মনে করবে। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার মনের মত একজন জীবনসঙ্গী পাই। ধন্যবাদ সবাইকে।
সামাজিকতা যে কি সুন্দর জিনিস মানুষ তা কল্পনাও করতে পারেনা আজকাল। হানিফ সংকেত কি অসাধারণ ভাবে এই দিকটি ফুটিয়ে তুলেছেন।লোকটির চিন্তাশক্তি সত্যিই অসাধারণ।
বয়স বেশি না কিন্তু তারপরও ছোটবেলা এইসব নাটক দেখেই বড় হয়েছি বিশেষ করে হানিফ সংকেত স্যারের নাটক ছিল অন্যতম ঈদ আকর্ষণ, কুরবানির ঈদে তার নাটক দেখার জন্য মুখিয়ে থাকতাম তঁার নাটকের গল্প যেমন সুন্দর,মনের মত অভিনয়শিল্পী অভিনয় করতেন,আর টাইটেল সং ছিল কি বলব যেন পুরো নাটকের প্রান। এত সুন্দর টাইটেল সং থাকত তার নাটকে যেমন এই নাটকের টাইটেল সং জিবনে চলার পথে প্রতি দিনে প্রতি ক্ষনে কত কিছু ঘটে যায়, ঘটে যাওয়া ঘটনাতে কারও মুখে হাসি ফুটে কেঊ ভোগে হতাশায়।
সব নায়ক নায়িকার মেলা,অসাধারণ, না দেখলে খুব মিছ করবেন। আমি ২০২১ দেখলাম। এই ধরনের নাটক আমরা আরও চাই।❤❤❤❤
InstaBlaster
Onek nice
Jibonta amon hole valo e hoto, kintu amonta hoy na.
নাটক টা খুবই সুন্দর, সবচেয়ে ভালো লেগেছে শুরুতেই আমার প্রিয় শিল্পীর গান শুনতে পেরে, আমি ভারতে থাকি তবুও বাংলাদেশের নাটক দেখা আমার নেশা হয়ে গেছে, প্রতিদিন তিনটা করে নাটক দেখি,কোনো কারণে যদি একদিন দেখতে না পারি সে দিনটাই যেনো বৃথা হয়ে যায়।
মনে পরে গেলো সেই দিনের কথা।
আম্মুর কোলে বসে নাটক দেখেছিলাম। খুব মিস করি সেই দিন গুলো আর পরিবারের প্রিয় মানুষ গুলোকে।
কোথায় হারিয়ে গেলো সেই পুরনো দিনের নাটক গুলো।।।
GOLDEN ERA ❤️✨✨✨✨Old is Gold ❤️....gratitude from 🇮🇳RANCHI ❣️
😢😢😢😢😢😢😢😢
SEI DINGULI R KONO DIN O FERE PABO NA😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
ধন্যবাদ। এসব নাটক বারবার দেখলেও বিরক্ত লাগেনা। আমি কমপক্ষে ১০/১২'র অধিক দেখেছি। হানিফ সংকেত স্যারের বেশকিছু নাটক ৮/১০ বার দেখেছি। তবুও বারবার দেখতে মন চাই। পুরোনো নাটকের তুলনা হয়না।
এখন খুব মিস করি এই নাটকগুলো,ধন্যবাদ স্যার
দারুণ মজার নাটক, খুব ভালো লাগলো
মাহফুজ তোমার মতো বাড়ি ওয়ালা হলে
দারুণ মজা সব রকম সুবিধা হতো
হানিফ সংকেত মানেই অসাধারণ কৌতুহল
থাকবে এতে অবাক হবার কিছু নেই ধন্যবাদ
আহ কি সুন্দর নাটক!
ফ্যামিলি র বন্ডিং দেখে ছোটবেলা র কথা মনে পড়ে গেলো।আর এখন নাটকের যা অবস্থা!অবশ্য দুনিয়া টা ও আগের মতো নেই
Gutter
) ll) ll)
বাংলাদেশী আগেকার নাটকগুলো যে কত সুন্দর হতে পারে তা এই ধরনের নাটক দেখলেই বুঝা যায় | একান্নবর্তী পরিবারের মেলবন্ধন ও প্রতিবেশীর সাথে ভালোবাসার সম্পর্ক |
সত্যিই মনোমুগ্ধকর নাটক
এই সব নাটক দিন দিন হারিয়ে যাচ্ছে, এইসব নাটক ফ্যামিলি সবাই কে নিয়ে দেখা যায়, এই নাটকে অভিনয় প্রত্যেক টা অভিনেতা অভিনেত্রী এরা সবাই নাটক জগতের সেরা।
খুঁজে খুজে এই নাটক দেখি এখন, ছোটবেলা পড়ার চাপে দেখতে পারিনি কিছু এখনকার নাটক ভালো লাগে না, তাই এগুলো দেখি সময় পেলে।
হানিফ স্যার এর নাটক গুলো এক কথায় অসাধারন।
অনেক ভালো লাগছে এই নাটকটা। যদিও আমি আমেরিকা থাকি অনেক মিস করি বাংলাদেশকে। ২০০৬ সালে যখন আমি ক্লাস নাইনে ছিলাম তখন দেখেছিলাম। এখনো সময় পেলে স্মৃতির আড়ালে চলে যাওয়া দিনগুলো খুজে পেতে ইচ্ছা করে। ঈদের আগের দিন বন্ধুদের সঙ্গে সেই আড্ডা খুব মিস করি। সোনালী দিন ছিল সেগুলো যখন ইন্টারনেট ছিল না বন্ধু-বান্ধব অনেক আড্ডা দিতাম অনেক মজা করতাম। হানিফ সংকেত স্যার কে ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। শুধু একটা মনের মত মানুষ পেলেই খুশি হব। এমন একটা মেয়ে যে আমাকে তার জীবনের চেয়েও ভালবাসবে।
Fhggjgvh 😮😮
নাটক টা যতোই দেখছি মনের আনন্দ টা বেড়েই চলেছে।
আসলেই ওল্ড ইজ গোল্ড। আগে মনে করেছিলাম আমি পুরনো কে মনে রেখে চলছি কমেন্ট করতে এসে দেখলাম অনেকেই পুরনো দেখে। আসলেই হানিফ সংকেতের নাটক মানেই বিনোদন শিক্ষা। প্রথম একটা সিনেমা আমার সবচেয়ে ভালো লেগেছিল সেটা হঠাৎ বৃষ্টি যার মধ্যে ছিল নিঃস্বার্থ ভালোবাসা কোন কুত বুদ্ধি ভিলেন মারামারি কোন কিছুই ছিল না শুধু নিঃস্বার্থ ভালোবাসা যেখানে যৌবনের শরীরের কোন লেজ মাত্র ছিল না পবিত্র ভালোবাসা। তবে এটুকু বলতে পারি এসব নাটক যেসব মেয়ে দেখে তারা সত্যিই চরিত্রবান হবে রুচিসম্মত। ২০০৬ সাল তখন আমি ক্লাস নাইনে পড়ি পড়ার চাপে তখন দেখতে পারতাম না এখন দেখি হানিফ সংকেতের নাটক। তবে এটুকু বলতে পারি ২০২৪ সালে এসে যারা এই নাটক দেখছে সত্যি তারা রুচি সম্মত মানুষ। হয়তো আমি একদিন পৃথিবীতে থাকবো না আমার কমেন্টটা থেকে যাবে। মাহফুজ ভাইয়ের মত আমিও আমেরিকা থাকি। ইন্ডিয়ান কালচারের থেকে আমার বাংলাদেশের আগের নাটক গুলো অনেক ভালো লাগে। কারণ তখনকার সময় ছিল অনেক ভালো। আমরা ঈদে বন্ধুদের সঙ্গে অনেক আনন্দ আড্ডা করতাম আর হানিফ সংকেতের নাটক দেখা ছাড়তাম না। এইবারে আমেরিকা থেকে ফিরে এসে ঈদের মধ্যে দেখি সব বন্ধুবান্ধব স্কুল মাঠে আড্ডা দিচ্ছে তাদের হাতে শুধু মোবাইল ফোন আর ফেসবুক চালাচ্ছে কাউকে সময় দেওয়ার মত সময় নেই। আর তো কখনো শৈশবের ওই দিনগুলো ফিরে পাবো না এত ঈদের আমেজ। এই নাটকগুলো দেখলে পুরাতন স্মৃতি মনে পড়ে যায়। এরকম মিলেমিশে থাকার কথাগুলো মনে পড়ে যায়। আমি এখনো বিয়ে করিনি সবার কাছে দোয়া চাই ভালো মনের মত জীবনসঙ্গী যেন পাই যে ফেসবুক ইন্টারনেটের সময় কাটাবে না আমাকে অনেক ভালোবাসবে অনেক রোমান্টিক হবে দুজনে সুখে সারা জীবন কাটাতে পারব ঠিক এই নাটকের মত মিলেমিশে যে মেয়েটার দৃষ্টি শুধু থাকবে তার স্বামীর দিকে মানে আমার দিকে। অনেক বড় কমেন্ট করে ফেললাম এজন্য দুঃখিত। অনেক পুরাতন স্মৃতি মনে পড়ে গেছে তো। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া রইল। হানিফ সংকেত স্যারকে ধন্যবাদ অনেক নাটক উপহার দেওয়ার জন্য। হয়তো আমি একদিন থাকবো না এই কমেন্টটা করে গেলাম আমার কমেন্টটাতে যারা রিপ্লাই করবে হয়তো অনেকেই পড়বে আমার কথাও মনে পড়বে তাদের। যদিও দেশের বাহিরে থাকি আমেরিকাতে দেশকে অনেক মিস করি দেশের মানুষকে অনেক মিস করি আমার দেশকে আমি খুব ভালোবাসি। ❤️
হানিফ সংকেত এর নাটক যত দেখি তত মুগ্ধ হই
মাহ্ফুজের মত অভিনেতা বাংলা নাটকে আর ২য়টি আর নেই।
হানিফ সংকেত স্যার এর নাটক গুলি অনেক সুন্দর, বাস্তব জীবনের সাথে মিলে যায়।
1
ভীষণ ভীষণ ভালো লাগলো অনেক দিন পর বাংলাদেশের এরকম একটি নাটক দেখে কি যে ভালো লাগছে সেই সকল পছন্দের সব নাট্যকার গণ আমার মনে হয় আমি বাংলাদেশে আছি সবাইকে অনেক ধন্যবাদ
কিছুদিন হলো পুরাতন নাটক গুলো খুব দেখতে মন চাচ্ছিল তাই দেখা শুরু করলাম।
এই সব নাটক দেখলে মন খারাপ থাকলে ভালো হয়ে যায় । ধন্যবাদ
সত্যি অসম্ভব সুন্দর নাটক ❤শ্পেশ্যাল থ্যাংস হানিফ সংকেত স্যার কে এতো সুন্দর একটা নাটক আমাদের উপহার দেয়ার জন্য।
lllllllllll
আমি এ নাটকগুলোই দেখি।বারবার দেখি।
হারিয়ে যাওয়া সোনালী অতীত,,,❤
আর সেই চিরচেনা মুখ গুলি যা আজকাল খুবই কম দেখা যায় ....😢
অনেক অনেক ধন্যবাদ জানাই এইসব নাটক গুলি আপলোড দেয়ার জন্য।।
Hello @arshiyajannatmisthi4270
অনেক সুন্দর নাএক একবার দেখেছি আরেকবার দেখছি আসলে আমাদের বাংলাদেশের নাটকের স্ক্রিপ্ট আর অভিনেতারা এতো গুণী যে নাটকগুলো বারবার দেখতে ইচ্ছে করে বিশেষ করে ৯০ দশকের।
হানিফ সংকেত স্যারের নাটকের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই বা থাকেনা
হানিফ সংকেত স্যারের নাটক বাংলাদেশের সেরা নাটক ।
২০০৩ সালের নাটক, অসাধারণ লাগে ইত্যাদির নাটক গুলো, পুরনো দিনের সময় গুলো কে ফিল করা যায়।
❤
দারুণ হয়েছে
সত্যিই এখনকার আর আগের নাটকের কত তফাৎ।।
কি বলবো বুঝতে পারছি না তবে,, এক কথায় অসাধারণ সুন্দর একটা নাটক দেখে মন জুড়িয়ে গেল অটোমেটিক ভাবে খুবই চমৎকার এবং রোমান্টিক হাসির ও ফ্যামিলি ড্রামাটিক ক্লাইমেক্সে ভরপুর ইত্যাদি-১৫/০৪/২১-বোয়ালমারী, ফরিদপুর।
২০২৪ সালের ৩০শে এপ্রিল নাটকগুলো দেখছি
আহারে 😥😥😥😥হারিয়ে যাওয়া দিন গুলো কতো সুন্দর ছিলো😥😥😥😥😥চোখে পানি চলে আসলো
২০০০ - ২০১২ এই এক যুগের নাটক গুলো ছিলো ছিলো অসাধারণ।
চমৎকার একটা নাটক খুব সুন্দর অসাধারণ হয়েছে ❤❤❤❤
পুরনো নটকের সব গুলো লিজেন্ড কে একসাথে দেখে স্কুল জীবনের সোনা ঝরা দিন গুলোর কথা মনে পড়ে গেল
না আমিও আছি
Khub valo laglo natok ti. R khub mojar laglo. R finishing ta o darun laglo 😊😊❤❤
কি অসাধারণ নাটক আহ্!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অসাধারণ সুন্দর হয়েছে,, খুব ভালো লেগেছে, ধন্যবাদ, সবাইকে❤💕💞💞❤
হানিফ সংকেত স্যার
যেমন পরিচালনা তেমন উপস্থাপনা নাম্বার ওয়ান।
এ ধরনের গল্পের নাটক বর্তমানে কল্পনাও করা যায় না।
তখন ক্লাস নাইনে পড়তাম হানিফ সংকেতের নাটক না দেখে নিজের কাছে ঈদ পরিপূর্ণ হতুনা। এখনও ৩১.০৭.২৪ আবার দেখলাম
অনেক অনেক সুন্দর নাটক, সবাই আমার অনেক অনেক প্রিয়।
এক অভিনেতা ও দুই অভিগ্য অভিনেত্রী কে একসাথে দেখে খুব ভালো লাগলো। বাকি সবার ই অভিনয় দারুন হয়েছে। সবাই কে একসাথে ধন্যবাদ রইল। সব মিলিয়ে শূন্য স্থান পূর্ণ হয়ে উঠল।
অনেক ধন্যবাদ আপনাকে হানিফ সংকেত স্যার কে এত সুন্দর নাটক বানানো জন্য
লুতুপুতু প্রেমের কাহিনী।।।
But সেই সময়কাল.....২০০৬!
Nostalgia
এই নাটক গুলুকে অনেক মিস করি ছোটবেলায় কত মাইর খাইছি এ নাটক গুলু দেখার জন্য
Ami o😭😥
এই এক্টা নাটক আমি এই পর্যন্ত ১০বার দেখছি
যত দেখি ততই ভালো লাগে
ছোট বেলা থেকে যে নাটক গুলো দেখছি সে গুলোই ভালো লাগে। এখন ও দেখি।
দারোন নাটক অনেক সুনদর নাটক। সবার অভিনয় ভাল লাগল।সমাজের লোকেরা এই ভাবে মিলে মিসে চললে সমাজে কখন ও অশানতি হবে না।
কমপক্ষে ১০বারেও অধিক দেখেছি নাটকটি।
তবুও বিরক্ত লাগেনা।
আগেকার দিনের নাটকের মতো এখন আর নাটক বানায় না।
এখনকার নাটক মাত্র কয়েকজন আর্টিস্টেই সীমাবদ্ধ, তাও আবার সস্তা প্রেমের গল্প নিয়ে।
ছোটোবেলার সবগুলো প্রিয় মুখ একসাথে।...💗
সত্যিই কিচ্ছুক্ষনের জন্য যেনো অতীতের অতল গহ্বরে তলিয়ে যাওয়া পিছনে ফেলে আসা সেই সোনালি অতীতে হারিয়ে গিয়েছিলাম।...💞
সেই সোনালি দিনগুলো আর কখনোই ফিরে পাবো নাহ্।...😅
❤️❤️❤️❤️❤️😢😢😢😢😢
যারা এমন সুন্দর নাটকে ডিসলাইক দিতে পারে তাদের নিসন্দেহে রুচিতে সমস্যা আছে ।
ইসিতাকে আমার ছোট বেলা থেকে অনেক পছন্দখুব
Pp0p0
@@masudurrahmandipu4922 aa
নতুন কুড়িতে সিলেক্ট হবার পর থেকেই ঈশিতাকে আমার খুব পছন্দ।
@@brazilneymarjr1081 এখন আর কি করবেন ইশিতাকে বিয়ে করে ফেলেন।
ঈশিতা,মৌ আর শ্রাবন্তী আমার ছোটবেলার ক্রাশ।
এই নাটক গুলো মন ছোঁয়ার মতো,,
এই নাটক গুলোর বৈচিত্র্য হলো এখানকার চরিত্র গুলোকে আমাদেরই সমাজের মানুষ মনে হয়।
ছোটবেলায় দেখেছিলাম, আর এখন আবার দেখলাম। অসাধারণ
মাহফুজ ভাইকে এবং তার অভিনয় খুব খুব ভালো লাগে।
Sobai khub posonder manus, I love all♥️❤️💓💞💙💜💖💝
বাস্তবতা ❤❤❤ তুলে ধরেছেন নাট্য কর
এধরনের নাটক থেকে কিছু শেখার আছে,, পুরানো নাটক আমার খুবই প্রিয়
অসাধারন নাটক। হানিফ স্যার এর সব নাটক গুলো অনলাইন এ চাই।
Aha ki natok re vai..issh ager diner natok gulo kotoi na sundor cilo..r kono din pabo na ei rokom natok..
আহ্ কত ভালোলাগে এখন আর এমন নাটক হয় না
Khub sundor ..vlo laglo ..eto sundor natok hoy na ..EI natok gula koi hariye gelo
Ei natok 14 bochor aageo dekhechilam. Aj abar dekhe otit k jeno fiiree pelam. ❤❤
আমিও ভাই আপনার মতো ১৪ বছর আগে
দেখেছিলাম।
আজকে দেখে সেই ১৪ বছর আগের পুরনো স্মৃতি মনে পড়ে গেলো।।
2021 সালে এসে কে কে নাটক দেখতে আসলেন
অসাধারন নাটক খুবই সুন্দর ও
সামাজিক নাটক। অনেক ধন্যবাদ।
হানিফ সংকেত এর সব গুলো নাটক শিক্ষণীয়, অসাধারণ। 🌹🌹
Right ✅ ↔️ 👉
নাটক টা দেখতে দেখতে সেই কলেজ দিন গুলোতে চলে গিয়েছিলাম।ভিষণ ভাল লাগছে।
এই পরজন্ত ৩বার দেখেছি সানিফ সংকরের জত নাটক আছে সবি সুন্দর মাহফুজ কিন্তূ দারুণ অবিনই করছে
2006 সালে আমি class 9 এর student ছিলাম, আমি নাটকটা তখনটা দেখেছিলাম...আজ আবার ২০১৯.... tnx youtube....
Ami o 2006 a dekhchi
আমিও 2006 সালে ক্লাস নাইন এ পড়তাম।কিন্তু নাটকটি দেখলাম 2021 সালে।
অসাধারণ,,, এক নাটকে একঝাঁক তারকা,,সবগুলো পাক্কা অভিনেতা,,
হানিফ সংকেত এর প্রতি টা নাটক সুন্দর এবং সামাজিক
এই সব সামাজিক নাটকগুলো হারিয়ে গেছে।
Vvvvvvvvvvvvvvvvvvvvvvvnvvvvvvn=vv==nvvvvvvvvv n vvvv=vvvvvvvvvvvvvvvvvv=vvvnvvvvvv bhai=vvvvvv= bhai vvvvvvvvvvvvvvvvvvv=v== n v=vvvv== vvvvvvvvvvvvvvvvvvvvvvnvvvvvvvvvvv=vnvv n vvvvvv vvvvvvvnnvvvvvvvv=vvvvvvvvvvvvv=vvvvv=v=v Mb vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv=vv=vvvv=v=vv =vv=v=vn=vvn=vv==v=v=v===vv=v bhai v Ngn v=vv==vvv=vvvvv==vvvvvnvvv=vvvvvvvvvvv=vvvv Ngn vvvvv=vv=v Mb===vv=vvvv Mb vv= =v==vvvv=v=v=v=vvvv Mb vv=vv=v===vvvvv=vvvvv=vvvvvv===v=vv=vvvvvvvvvvvvv=vv===vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv=v=vvv=vv=vvv=vvvv=nvvvvv Mb= Mb v=vvv==============v======== +=============================================================================vvv== +=====================v=vvvv==v===================================================v=============+===+========== =================================================================================================================================================================================================================+===========================================+============= ===============+======================================+=================v=
Vvvvvvvvvvvvvvvvvvvvvvvnvvvvvvn=vv==nvvvvvvvvv n vvvv=vvvvvvvvvvvvvvvvvv=vvvnvvvvvv bhai=vvvvvv= bhai vvvvvvvvvvvvvvvvvvv=v== n v=vvvv== vvvvvvvvvvvvvvvvvvvvvvnvvvvvvvvvvv=vnvv n vvvvvv vvvvvvvnnvvvvvvvv=vvvvvvvvvvvvv=vvvvv=v=v Mb vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv=vv=vvvv=v=vv =vv=v=vn=vvn=vv==v=v=v===vv=v bhai v Ngn v=vv==vvv=vvvvv==vvvvvnvvv=vvvvvvvvvvv=vvvv Ngn vvvvv=vv=v Mb===vv=vvvv Mb vv= =v==vvvv=v=v=v=vvvv Mb vv=vv=v===vvvvv=vvvvv=vvvvvv===v=vv=vvvvvvvvvvvvv=vv===vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv=v=vvv=vv=vvv=vvvv=nvvvvv Mb= Mb v=vvv==============v======== +=============================================================================vvv== +=====================v=vvvv==v===================================================v=============+===+========== =================================================================================================================================================================================================================+===========================================+============= ===============+======================================+=================v=
Hanif sonkatar sob gulo natok ami dakhi toba sob natok manuser jibonar sathe mil ace ajonno amar kace onek sundor lage
আগের নাটক গুলা কতো সুন্দর ছিলো সবাই মিলে মিশে কাজ করতো এখন তো অহংকারে কেও বাচেই না সবার সাথে সবার হিংসা বিদ্দেশ লেগেই আছে
সত্যি অবাক করে নাটক ! আমি মুগ্ধ হয়েছি দেখি।
আগের নাটক গুলা কেন জানিনা খুব ভাল লাগে,,, ১২ বছর আগে নাটক টা দেখেছিলাম আজ আবার দেখলাম
নাটকের টাইটেলের সাথে কত সালে নির্মিত সেটা উল্লেখ করলে ভাল হয়।
নাটক নিয়ে আর নতুন করে বলার কিছু নেই।
হানিফ সংকেত সাহেবের নাটক সব সময় অসাধারণ।
2006
Khan Investigation-Dhonnobad
2006 সালে বেরিয়েছে
এক কথায় অসাধারন অনেক...... অনেক ভালো লাগলো নাটক টার সাথে বাস্তব কিছু মিল আছে ধন্যবাদ হানিফ সংকেতকে
অনেক ভালো নাটক যা ভাষায় প্রকাশ করা যায়না
লুতুপুতু নাটক হলেও ভাল অভিনেতাদের দেখে খুব মজা পাচ্ছিলাম।
khub sundor natok.....ami cai erokom natok aro amader upohar den.....thanks....
Khob sundor natok.... Hanif vai natok manei osha daron
নাটকটি দেখে মনে হচ্ছে আমি আবার সেই সাদা কালো টিভিতে ফিরে যেতে পারতাম।
বা বেশি হয়ে গোলে তো
শুধু মাহফুজের জন্য 👌👌👌👌👌👌👌👌👌👌
হুমায়ুন আহমেদ স্যারের নাটকের পরে যদি কারো নাটক পছন্দ সেটা হল হানিফ সংকেত স্যারের 🤎🥀🤎🥀🤎🤎
নাটকটি যেমন তেমন অভিনেতা গুলো সবাই ভালো সবার পছন্দের।
অনেক সুন্দর নাটক 😊😊
২০০৬ সালের নাটক দেখলাম ২০২১ কেউ হার মানিয়ে দিলো
অদ্ভুত সুন্দর নাটক । একেবারে বাস্তবিক গল্প ।
সব লিজেন্ড প্রিয় অভিনেতা,অভিনেত্রী একসাথে 😍😍 শেষ মূহুর্তে লিটু আনামের আগমন পুরাই আগুন 🙀🙀
মাহফুজ ভাই অসাধারণ,,,,,
পুরোনো নাটকগুলো কতবার দেখেছি, তা হিসেব করে বলতে পারবোনা। এত এত ভালো লাগে❤ তা মুখের ভাষায়ও প্রকাশ করা যাবেনা।
নাটক গুলো দেখলে মনে হয় বাংলা সংস্কৃতি প্রান ফিরে আসছে। হানিফ স্যারকে কি বলে ধন্যবাদ যে দেব বুঝতেই পারছিনা। I selut sir. আপনার জন্য অহংকার করে বলতে পারি আমি বাংলাদেশী।
অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ এই টিমের সাবাই কে