সুপ্রতীক বাবুর গান শুনলে মন -প্রাণ জুড়িয়ে যায়। হাজার ক্লান্তিতে যেমন "মা "ডাকে সব চেয়ে শান্তি আসে, ঠিক তেমনি ওনার গান নিবিষ্ট ভাবে শুনলেই সেই রখম প্রায় একটা অনুভূতি আসে।
রবীন্দ্রসঙ্গীত যে কতোটা রাগনির্ভর ......শাস্ত্রীয় সংগীত কিভাবে মিশে আছে রবীন্দ্র গানের মধ্যে - তা আপনার এই প্রয়াস মন দিয়ে শুনলে তবেই বোঝা যায় । পরিশ্রমসাধ্য এই প্রয়াস, এই উদ্যোগ আন্তরিক ভাবেই প্রশংসার দাবী রাখে । আপনার এই গান শুনতে শুনতে আজ মাসী কে ( প্রয়াত মায়া সেন) মনে পড়ছে । হরকত গুলি মাসী বার বার repeat করতেন । বলতেন, আগে গানটা পড়ে মানে বোঝো তারপর শেখো । আপনার Classical পরিবেশনা মন ছুয়ে যায় ।
চমৎকার, অতি সুন্দর, আমার আফশোস হচ্ছে এখন যে কেন আরও আগে শুনিনি। সুপ্রতীক বাবুর গলা বেশ রেওয়াজী। প্রতিটা রাগে সপ্তসুরে সাবলীল। ভালো থাকবেন, গানে থাকবেন 👏🙏।
মহাসাগরের বিপুল তরঙ্গরাশি যেমন ক্ষণেক্ষণে পাড়ে এসে আছড়ে পড়ে তেমনই বিপুল সঙ্গীত তরঙ্গ অন্তরে প্রতিধ্বনিত হয়ে স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করেছে। ভালো থাকবেন।🙏 48:44
এমন একটা প্রচেষ্টা বাংলায় বড় একটা দেখা যায় না। ভাবনা রেকর্ডস বরাবরই ব্যতিক্রমী । বিষ্ময়াবিষ্ট হয়ে শুনলাম। আহা...বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল! সুপ্রতীক বাবুর অন্ধ ভক্ত হয়ে গেলাম। বাংলা গানের স্বর্ণযুগ কি আবার ফিরে পাব? স্বপ্ন দেখছি আবার।।
সরাসরি রাগ ভিত্তিক রবীন্দ্রসঙ্গীতের গুণমুগ্ধ ভক্ত শ্রোতা একজন আমি । বিশেষ করে আপনার গানের একজন গুণমুগ্ধ শ্রোতা । আপনার গলায় শাস্ত্রীয় সংগীত খুব শুনতে ইচ্ছা করে । ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক গান শোনার অপেক্ষায় থাকলাম । অনেক ধন্যবাদ আপনাকে ।
Apurbo !!Apurbo!! Classical rag o Rabindrasangeeter eto sundor combination just awesome. Age keno sunini. Apnar konthe aro aro ragasroyee gan shunte chai . Shrutimodhur ganer kono bikolpo hoyna
আরো আরো শুনতে ইচ্ছে রাখছি। আপনার কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনছি। খুব আনন্দ দান করলেন। ভালো থাকবেন ঠাকুর এর কৃপায় এই ভাবে মানুষ কে আনন্দ দান করুন। নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি।
সুপ্রতীকের গান শুনলেই বোঝা যায় ওনার গানের ভিত কতটা মজবুত | তাই রবীন্দ্রসংগীত ও ওনার কণ্ঠে অসাধারণ লাগে | আমার খুব পছন্দের শিল্পীর জন্য রইলো অনেক শুভেচ্ছা ও ভালোবাসা |
আপনার সুরে, গায়কীতে, সুমার্জিত ভাবপ্রকাশে আমার মননে চেতনায় রবীন্দ্রনাথ যেন তাঁর সময়কালকে নিয়ে প্রকাশিত হন। পরম দয়ালের কাছে আপনার সুস্থ, সুন্দর জীবন প্রার্থনা করি
Ekjan shilpir raga samparke suprotikdar mata dakhhata thaka khube proyojan.Tate ganer man katata bridhhi pai suprotikdar gan shunle bojha jai. god bless you suprotikda.
RabidraSangit, Nojrulgeeti, classical, Sab rakom er gan choto bela theke sune çholechi .kintu DaDa aj apni ja sonalen 50years gan sunchi .tabla o kichudin play korechi. Ato anonda khub kam peyechi aksange Classical+ Rabindra Sangeet. Asadharon miñd blowing parformence. All musical item also very good.From Dum Dum.Nager Bazar
রবির সৃষ্টি সব খাঁটি সোনা। আর আধুনিক সাউন্ড সিস্টেমকে কাজে লাগিয়ে তাঁর গান যেভাবে গাইলেন ভাই!!!! সত্যি প্রশংসার উর্ধে। রবি ও রবির গানকে ভালোবেসে তাঁর নির্দেশনায় বিদেশী তালযন্ত্র পরিহার করে এমনি করে গেয়ে যান ভাই । রবির সাথে সাথে আপনিও অমর হয়ে থাকবেন ইনশাআল্লাহ।
রবীন্দ্রসঙ্গীত সংগে ধ্রুপদী গায়কী ছন্দে সুপ্রতীকবাবুর উপস্হাপনা- এ এক অনন্য যুগলবন্দী। প্রশংসার পরিভাষা নেই তবে ওনার প্রতি অনুরাগের মাত্রা আরও একধাপ বেড়ে গেল।
রবীন্দ্র নাথের যে রাগ ভাবনা তাঁর গানের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছেন তার সার্থক রূপায়ণ ঘটাবার প্রয়াস পেয়েছেন সুপ্রতিক দাস ।অসাধারণ প্রয়াস নিঃসন্দেহে। তবে এর ভিতর থেকে রাবিন্দ্রিক ঘরানার স্বাদ খুজে নেওয়া আমার মত আনাড়ির বৃথা চেষ্টা।
অপূর্ব , অসাধারণ,,,, এমন এক উচ্চ উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী তার সাঙ্গীতিক জ্ঞান দিয়ে রাবীন্দ্রিক ভাবনাকে আর ও সুন্দর ও সার্থকভাবে ফুটিয়ে তুলতে সমর্থ হয়েছেন। অনেক ধন্যবাদ , অনেক আশীর্বাদ জ্ঞাপন করছি সুপ্রতীক বাবূ আপনাকে আর আপনার সাধনাকে।
এ কথা সর্বজনবিদিত যে রবীন্দ্র সঙ্গীতের অধিকাংশ রাগাশ্রয়ী, যদিও প্রায় সব গানেই অল্পাধিক সুরকারের নিজস্ব improvisation আছে।সুপ্রতীকের গানে সেই সব রাগকে চিনিয়ে দেওয়ার এই প্রয়াসকে সাধুবাদ জানাই।
You are a 💎 of our Nation. While I'm listening/ enjoying Rabindrasangeet with your Melodious & Powerful Voice, totally Spellbound. Mesmerizing Performance.
রাগ দেশ - তারানা 0:00 এসো শ্যামল সুন্দর 4:28 রাগ মিয়া মল্লার - বরষন লাগি রে 7:30 যেতে যেতে একলা পথে 12:50 রাগ খাম্বাজ - কৌন গলি 18:01 আজ খেলা ভাঙ্গার খেলা 24:45 রাগ মালকোষ - রঙ্গরলিয়া করত 27:43 আনন্দধারা বহিছে ভুবনে 33:52 রাগ ভীমপলশ্রী - সুরজনবা মোরা রে 38:50 বিপুল তরঙ্গ রে 45:23 রাগ ভৈরবী - ভবানী দয়ানী 47:35 অসীম কালসাগরে 53:37
রাগ সঙ্গীত ও রবীন্দ্র সংগীতের এমন অনবদ্য মেলবন্ধন ও গায়কী মনকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। তাই বারবার শুনেও আবার শুনতে ইচ্ছে করে। আপনি আরো নতুন করে আমাদের কাছে প্রকাশিত হবেন এই আশা রাখি।
এইভাবে রাগের মিশ্রণের সমীকরণে রবীন্দ্রসংগীতকে এক উচ্চমাত্রায় পরিবেশন করা অসাধারণ শিল্পসুষমার সাধনা, ভাবের গভীরতায়, গাম্ভীর্যের রুচিশীলতার অভিব্যক্তিতে এক অমৃত মুহূর্ত সৃষ্টিকারকে হৃদয় উৎসারিত ও সশ্রদ্ধ অভিনন্দন।
এতো সুন্দর যাঁর সুগীত সঙ্গীত, বহুদিন কেনো আর তাঁর গান শুনতে পাইনা কেনো?
ভাবনাটি তারিফযোগ্য। সুপ্রতীক বাবু নিজের সংগীত শিক্ষার পরিচয় দিয়েছেন।
তৃপ্ত হলাম।
সুপ্রতীক বাবুর গান শুনলে মন -প্রাণ জুড়িয়ে যায়। হাজার ক্লান্তিতে যেমন "মা "ডাকে সব চেয়ে শান্তি আসে, ঠিক তেমনি ওনার গান নিবিষ্ট ভাবে শুনলেই সেই রখম প্রায় একটা অনুভূতি আসে।
খুব ভালো
অসাধারণ!
সু=সুন্দর,
প্র=প্রকাশ,
তী=তীক্ষ্ণ,
ক=কথনশৈলী।
রবীন্দ্রসঙ্গীত যে কতোটা রাগনির্ভর ......শাস্ত্রীয় সংগীত কিভাবে মিশে আছে রবীন্দ্র গানের মধ্যে - তা আপনার এই প্রয়াস মন দিয়ে শুনলে তবেই বোঝা যায় । পরিশ্রমসাধ্য এই প্রয়াস, এই উদ্যোগ আন্তরিক ভাবেই প্রশংসার দাবী রাখে । আপনার এই গান শুনতে শুনতে আজ মাসী কে ( প্রয়াত মায়া সেন) মনে পড়ছে । হরকত গুলি মাসী বার বার repeat করতেন । বলতেন, আগে গানটা পড়ে মানে বোঝো তারপর শেখো । আপনার Classical পরিবেশনা মন ছুয়ে যায় ।
একজন যথার্থ শিল্পী যিনি সংগীতের সঙ্গে একাত্ম হয়ে যান। শুনতে শুনতে দুচোখ দিয়ে অশ্রুধরা বয়ে যায়।
চমৎকার, অতি সুন্দর, আমার আফশোস হচ্ছে এখন যে কেন আরও আগে শুনিনি। সুপ্রতীক বাবুর গলা বেশ রেওয়াজী। প্রতিটা রাগে সপ্তসুরে সাবলীল। ভালো থাকবেন, গানে থাকবেন 👏🙏।
মহাসাগরের বিপুল তরঙ্গরাশি যেমন ক্ষণেক্ষণে পাড়ে এসে আছড়ে পড়ে তেমনই বিপুল সঙ্গীত তরঙ্গ অন্তরে প্রতিধ্বনিত হয়ে স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করেছে। ভালো থাকবেন।🙏 48:44
খুব ভালো লাগলো ।আজ সকালটা রাবীন্দ্রিক পবিত্রতায় ভাস্বর হল ।
শিল্পীকে হার্দিক অভিনন্দন 👍
কেবলই ভাবছি কেন এত দিন শুনিনি!! কি অসাধারণ লাগলো ❤️🙏 সাধু সাধু সাধু 🙏
এমন একটা প্রচেষ্টা বাংলায় বড় একটা দেখা যায় না। ভাবনা রেকর্ডস বরাবরই ব্যতিক্রমী । বিষ্ময়াবিষ্ট হয়ে শুনলাম। আহা...বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল! সুপ্রতীক বাবুর অন্ধ ভক্ত হয়ে গেলাম। বাংলা গানের স্বর্ণযুগ কি আবার ফিরে পাব? স্বপ্ন দেখছি আবার।।
সরাসরি রাগ ভিত্তিক রবীন্দ্রসঙ্গীতের গুণমুগ্ধ ভক্ত শ্রোতা একজন আমি । বিশেষ করে আপনার গানের একজন গুণমুগ্ধ শ্রোতা । আপনার গলায় শাস্ত্রীয় সংগীত খুব শুনতে ইচ্ছা করে । ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক গান শোনার অপেক্ষায় থাকলাম । অনেক ধন্যবাদ আপনাকে ।
আহা আহা মন ছুঁয়ে যাওয়া অসাধারন উপস্থাপনা, শুভেচ্ছা।।
Apurbo !!Apurbo!! Classical rag o Rabindrasangeeter eto sundor combination just awesome. Age keno sunini. Apnar konthe aro aro ragasroyee gan shunte chai . Shrutimodhur ganer kono bikolpo hoyna
অনবদ্য গায়কী আপনার।ভিন্নমাত্রার আস্বাদন।চলুক অবিরাম।
আরো আরো শুনতে ইচ্ছে রাখছি। আপনার কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনছি। খুব আনন্দ দান করলেন। ভালো থাকবেন ঠাকুর এর কৃপায় এই ভাবে মানুষ কে আনন্দ দান করুন। নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি।
ASADHARAN... MON VORE GELO....
সুরের বিপুল তরঙ্গে ভেসে যাওয়া কতটুকু অপরিহার্য, রবীবাবু বারবার তাই প্রমানিত করেছেন।
অপূর্ব, গাইলেন শিল্পী। ধন্যবাদ।
রাগ সঙ্গীতের মূর্ছনায় ভাসিয়ে দিয়েছেন। সাথে কবিগুরুর গানের রেশ।
রবি ঠাকুর যদি নিজের কানে তোমার গাওয়া গান শুনতে পেতেন সব থেকে খুশী হতেন।
Excellent mind-blowing.
মন প্রাণ ভরে গেল, আরো আরো রাগ ভিত্তিক রবীন্দ্র সংগীত শোনার ইচ্ছা রইল।
Khub sundor ganguli.
সুপ্রতীকের গান শুনলেই বোঝা যায় ওনার গানের ভিত কতটা মজবুত | তাই রবীন্দ্রসংগীত ও ওনার কণ্ঠে অসাধারণ লাগে | আমার খুব পছন্দের শিল্পীর জন্য রইলো অনেক শুভেচ্ছা ও ভালোবাসা |
সত্যিই সুন্দর রাগ প্রধান গান.....
অপূর্ব অপূর্ব অপূর্ব..... মন ভরে গেলো.... ভালো থাকবেন 🙏
মাননীয় শিল্পী সুপ্রতিক দাস মহোদয়কে সশ্রদ্ধ প্রনাম জানাই ।আপনার রবীন্দ্র সঙ্গীত এর অসাধারণ অপূর্ব অনবদ্য পরিবেশনা অতি মুগ্ধ হলাম। মহান শিল্পী মোহন সিং মহাশয় কে মনে পড়ে গেল। আপনাকে সাধুবাদ, আনন্দবাদ ও হৃদয়ের উষনিত অভিনন্দন জানাই
আপনার সুরে, গায়কীতে, সুমার্জিত ভাবপ্রকাশে আমার মননে চেতনায় রবীন্দ্রনাথ যেন তাঁর সময়কালকে নিয়ে প্রকাশিত হন।
পরম দয়ালের কাছে আপনার সুস্থ, সুন্দর জীবন
প্রার্থনা করি
Only 97 viewers and 1.51 viewers
আমার খুব আশ্চর্য লাগছে।
এই অসাধারন album টির জন্য এতো কম।
আপনার রাগভিত্তিক গানের সুরের আমেজ সারাদিন সঙ্গে থাকে,মন ভরিয়ে দেয়। আরো গানের অপেক্ষায় রইলাম।
দারুন দারুন presentation সুপ্রতীক 👍👌
Apurbo anobodo asadharon laglo gaan ta mon ta bhorey geylo onek dhonnobad. 🙏🙏🙏🙏❤❤❤❤
অপূর্ব classical rendition তোমার ভাই তোমার ভাই.. তাই রবীন্দ্রনাথ এর গান তোমার গলায় এমনে অপূর্ব.. তোমার গান সামনে থেকে শুনেছি s..
Kichu bolar nei. Emon soulful rendition. Bhalo thakben.
Ekjan shilpir raga samparke suprotikdar mata dakhhata thaka khube proyojan.Tate ganer man katata bridhhi pai suprotikdar gan shunle bojha jai. god bless you suprotikda.
Anake srodha o prosongsar sathay ovinandan ianai
Now One of the best singer in Bengal 🎉
অপূর্ব অপূর্ব কিছু বলার ভাষা নেই জেমনি শাস্ত্রীয় সংগীতের দক্ষতা স্বয়ং ভগবান ওনার গলা বসে আছে ভগবান ওনার মঙ্গল করুক
অসাধারন সুন্দর রাগ ও অনুরাগের মিলিত এক মনোগ্রাহী উপস্থাপনা,মন প্রাণ আবিষ্ট হয়ে যায়।
RabidraSangit, Nojrulgeeti, classical, Sab rakom er gan choto bela theke sune çholechi .kintu DaDa aj apni ja sonalen 50years gan sunchi .tabla o kichudin play korechi. Ato anonda khub kam peyechi aksange Classical+ Rabindra Sangeet. Asadharon miñd blowing parformence. All musical item also very good.From Dum Dum.Nager Bazar
রবির সৃষ্টি সব খাঁটি সোনা। আর আধুনিক সাউন্ড সিস্টেমকে কাজে লাগিয়ে তাঁর গান যেভাবে গাইলেন ভাই!!!! সত্যি প্রশংসার উর্ধে।
রবি ও রবির গানকে ভালোবেসে
তাঁর নির্দেশনায় বিদেশী তালযন্ত্র পরিহার করে এমনি করে গেয়ে যান ভাই । রবির সাথে সাথে আপনিও অমর হয়ে থাকবেন ইনশাআল্লাহ।
Sab gaan gulo khub sundor bhabe poribeshito hoechhe bhalo thakben
ভালো লাগায় মন ভরে গেল,শাস্ত্রীয় রাগ ভিত্তিক এই ধরনের পোস্ট আরও শোনার অপেক্ষায় রইলাম।
Sotti vabchi keno eto din sunini. Asadharon👌👌👌
Daron, excellent, wonderful. Every time I listen to these songs enjoy so much.
আমিও ভেসে চলেছি ভাই তোমার গানের সূরে অমৃতে খোঁজে ।
সুরের পথিক সুপ্রতিক! ভারতীয় মার্গ সঙ্গীতের অনুরণন রবীন্দ্রসঙ্গীতের এই অঙ্গনের পরিবেশন হৃদয়গ্রাহী ও অনবদ্য।
Khub khub bhalo laglo. Apnar voice o sadhana ati sundor. Dhanyabad.
আহা, কি ভীষণ ভালো। আমার খুব পছন্দের শিল্পী তিনি ❤❤❤
খুব খুব ভালো লাগল। গান শুনতে শুনতে ", কোথা যে উধাও হল " মোর মন। অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏
খুব ভালো লাগলো। 🌹🌹
রবীন্দ্রসঙ্গীত সংগে ধ্রুপদী গায়কী ছন্দে সুপ্রতীকবাবুর উপস্হাপনা- এ এক অনন্য যুগলবন্দী। প্রশংসার পরিভাষা নেই তবে ওনার প্রতি অনুরাগের মাত্রা আরও একধাপ বেড়ে গেল।
রবীন্দ্র নাথের যে রাগ
ভাবনা তাঁর গানের
মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছেন
তার সার্থক রূপায়ণ
ঘটাবার প্রয়াস পেয়েছেন সুপ্রতিক
দাস ।অসাধারণ প্রয়াস নিঃসন্দেহে।
তবে এর ভিতর থেকে
রাবিন্দ্রিক ঘরানার
স্বাদ খুজে নেওয়া
আমার মত আনাড়ির
বৃথা চেষ্টা।
No words to describe.
Anabadya. Darun.
A true lover touches the truth from the gift of great lover.
অপূর্ব , অসাধারণ,,,, এমন এক উচ্চ উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী তার সাঙ্গীতিক জ্ঞান দিয়ে রাবীন্দ্রিক ভাবনাকে আর ও সুন্দর ও সার্থকভাবে ফুটিয়ে তুলতে সমর্থ হয়েছেন। অনেক ধন্যবাদ , অনেক আশীর্বাদ জ্ঞাপন করছি সুপ্রতীক বাবূ আপনাকে আর আপনার সাধনাকে।
অসাধারণ সবগুলো গান। খুব পছন্দের এলবাম।
অসাধারণ। আপনার উপস্থাপনা অনবদ্য। এই ধরনের আর একটি ভিডিও আনবেন আশা করছি।
কী সুন্দর গাওয়া,অপূর্ব!
যেতে যেতে গানটায় মিয়া মল্লার পেলাম না।
Bhison bhalo laglo. Supratik er gaan Amar khub priyo.R eai prochesta sotti pran k chuye gelo.
তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে 🥰👍👍♥️
আমি গান বুঝিনা কিন্তু যে গান আমার প্রাণ ছুয়ে যায় সেটাই গান।এই রাগ প্রধান গান আমার প্রাণ ভরিয়ে দিয়েছে ।আপনাদের মংগল কামনা করি।
আজ প্রথম শুনলাম । অপূর্ব ! শোনার আগে ভাবিনি এতটা সার্থক একটা production আমার শ্রবণের বাইরে ছিল ।
জবাব নেই ...অতুলনীয় ।
ভালো উপস্থাপনা।
আরো চাই,ভালো থেকো।
মন ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ।
Asadharon protita ganei amar mon chuye jai
Khub sundar
সাধু সাধু 👌
এ কথা সর্বজনবিদিত যে রবীন্দ্র সঙ্গীতের অধিকাংশ রাগাশ্রয়ী, যদিও প্রায় সব গানেই অল্পাধিক সুরকারের নিজস্ব improvisation আছে।সুপ্রতীকের গানে সেই সব রাগকে চিনিয়ে দেওয়ার এই প্রয়াসকে সাধুবাদ জানাই।
সহমত পোষণ করি। 🙏🙏
Khub bhalo laglo. Darun 👌 👌
Amake classical Gan gulo bashi bhalo laglo . Voice quality darun .
Ashadharon laglo
You are a 💎 of our Nation.
While I'm listening/ enjoying Rabindrasangeet with your
Melodious & Powerful Voice,
totally Spellbound. Mesmerizing
Performance.
রাগ দেশ - তারানা 0:00
এসো শ্যামল সুন্দর 4:28
রাগ মিয়া মল্লার - বরষন লাগি রে 7:30
যেতে যেতে একলা পথে 12:50
রাগ খাম্বাজ - কৌন গলি 18:01
আজ খেলা ভাঙ্গার খেলা 24:45
রাগ মালকোষ - রঙ্গরলিয়া করত 27:43
আনন্দধারা বহিছে ভুবনে 33:52
রাগ ভীমপলশ্রী - সুরজনবা মোরা রে 38:50
বিপুল তরঙ্গ রে 45:23
রাগ ভৈরবী - ভবানী দয়ানী 47:35
অসীম কালসাগরে 53:37
Couldn’t understand the purpose of this comment.
Excellent.👍👍👍, please make one with Nazrul geeti.
দুর্দান্ত, মন প্রাণ ভরে গেলো
খুবি ভালো লাগলো,ধন্যবাদ
Rabindra Sangeet o khub sundar gailen
Amio Rabindra Sangeet rag prodhan gaan bashi bhalo bashi .🙏🙏
অপূর্ব
রাগ সঙ্গীত ও রবীন্দ্র সংগীতের এমন অনবদ্য মেলবন্ধন ও গায়কী মনকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। তাই বারবার শুনেও আবার শুনতে ইচ্ছে করে। আপনি আরো নতুন করে আমাদের কাছে প্রকাশিত হবেন এই আশা রাখি।
আমার প্রিয় রাগ মেঘ মাঝিমাল্লার।
মাঝিমল্লার নাহ শুধু মল্লার!
অপূর্ব ।আলাদা অনুভূতি।
অপূর্ব! অসাধারণ অনুভূতি! সাধু, সাধু!
অসাধারণ আপনার গায়কি . আমার সশ্রদ্ধ প্রনাম
Aponer gaan khub valo lage
অত্যন্ত মনোগ্রাহী এবং এককথায় চমৎকার সৃষ্টি এবং উপস্থাপনা। এই ধরনের রাগ অনুরাগের আর একটি মেলবন্ধনের প্রত্যাশা করি। অনেক শুভেচ্ছা।
অপূর্ব । সমৃদ্ধ হলাম।
Apurpo sundor ,, age o shunechhi jatobar e shuni totobar e monehoy sundor ,, ati sundor ,,
সুপ্রতীকের কন্ঠে এই রবীন্দ্রগানের সিরিজ বারবার শুনতে হবে ।
দারুন লাগে আপনার গান । আপনি কি কোথাও ক্লাস নিচ্ছেন?নিল কোথায়? আপনি Mumbai থাকেন?
মন ভোরে গেলো, অসাধারন 😊🌹🌹🌹🙏
অপূর্ব। আর কি বলবেন? অসাধারণ আপনার গলা আপনার সাধনা। 🙏🙏❤
Thik
অসাধারণ, দারুণ আনন্দ পেলাম। সব গান গুলোই after my heart.
বাঃ অসাধারণ
আপনার গান এমনিতেই আমার ভালো লাগে, আজ এই বিপন্ন সময়ে আপনার গান শুনে মনটা ভরে গেল।
Mon vore gelo khub khub valo laglo onak onak dhonobad roilo 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
আসাধারন।
Anek samman janai silpi k o namaskar janai amon ek rag misrito ravindra sangeet paribesanerjonno,
Khub e bhalo Lage.
Asadharan, ai rokomi uposthapona sunte chaichhilam
Osadharon Supratik babu. Dhonyobad ei osadharon bhabe gaan gulo sonanor jonno
এই রকম আরও কভার চাই। অসাধারণ বলেলেও কম বলা হবে।
অসাধারণ সুর সৃষ্টি। খুব ভালো লাগল।
আহা🌼
রাগ+রবীন্দ্রসংগীত=মানসিক প্রফুল্ল তা
অসাধারণ সাধু সাধু। জয় রবি গুরুর জয়
অপূর্ব 💐