অশ্রুসিক্ত চোখে গানটি শুনছি। প্রতিটি লিরিকে শরীরের লোম দাড়িয়ে যায়। কি গায়কী ছিলেন মুক্তিযোদ্ধা গুরু আজম খান ও প্রিয় আইয়ুব বাচ্চু। আজ তারা দুজনেই দূর আকাশের তারা হয়ে গেছেন। প্রার্থনা করি, মহান আল্লাহ পাক তাদের দুজনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
বর্তমান ছেলে মেয়েদের সামনে এসব গান সুনলে ওরা কেমন জানি ভাব করে,,অারে তোরা কি বুঝবি অাজম খান,এবি,জেমস,হাসানের মর্ম।।তোরা হইলি সালমান মুক্তাদির,হিরো অালম,সরিফুদ্দিনের ভক্ত বাংলাদেশের ব্যান্ড অাকাশের চাঁদ হলো গুরু অাজম খান।।।এবি,জেমস,হাসান,বিপ্লব এরা হলো উজ্জল নক্ষত্র। ।।।।।।। তোদের মত ডিজিটাল যুগের ছেলেমেয়েরা এসব গান না শুনলেও হাজার বছর বেচে থাকবে এসব গান।।।
বাংলাদেশ,বাংলাদেশ! কেউ কি তাকে আজও মনে রেখেছে! সেই গুরু যার কন্ঠে অসাধারণ গান বাংলাদেশ,যা আজও শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়! শরণী হয়ে থাকুক আমাদের মনে, গুরু তোমায় সালাম।
Not from Bangladesh, but i love this mix of revolutionary lyrics, traditional pop-rock, and a heavy metal riff. One of the coolest 70s song that i have come across this year 🤘🤘🤘🤘🤘
গুরু তুমি সে দিন অসুস্থ ছিলে তবু গেয়েছো, তোমার গান শুনতে গিয়ে সেদিন টিকিট ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে মার খেয়েছি কতো ছলা কলা করে দেয়াল টপকিয়ে ভিতরে ঢুকেছি মোবাইল হারাই-ছিলাম সে দিন কিন্তু গুরু তুমি নাই আর কনসার্টে যাই না
এই হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। AB কে যখন গুরু আজম খান বললেন, " গাও বাচ্চু, সেইসাথে শিষ্যকে বুকে টেনে নিয়ে একসঙ্গে গেয়ে ওঠলেন একটাই নাম " বাংলাদেশ "। এরচেয়ে সুন্দর দৃশ্য আর কী হতে পারে! গুরু তোমায় সালাম। বিনম্র শ্রদ্ধা দুই কিংবদন্তির প্রতি 🙏
একজন বীর মুক্তি যোদ্ধা উপ মহাদেশের ব্যান্ড গুরু আপনার প্রতিভা বচন ভংগী সব কিছুই পরবর্তী প্রজন্মের জন্য অনুসরনীয় হয়ে থাকবে। সেলুট জানাই ও আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
দুইজনের একজনও আজ বেঁচে নাই।। গুরু আজম খান, আইয়ুব বাচ্চু পরকালে ভাল থাকবেন আশা রাখি। এই কমেন্ট করতে করতে চোখ থেকে এক ফোটা পানি আমার ল্যাপটপের উপর পড়লো । রেস্ট ইন পিস বাচ্চু ভাই।
একজন বীর মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ দেশকে স্বাধীন করলো এবং তার কণ্ঠে ধারণ করলো এতো অসাধারণ কিছু গান আজ বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করছে কতোটা আক্ষেপ ছিলো এই গানের মাঝে আজো তোমার বাংলাদেশ কাদছে অঝোরে 😥😓 ভালো থাকুন গুরু ওপারে ( আমীন)
Eshhhhh ki manush ta reeee. Afsos amon manush tar koster somoy pase temon kew chilo na. Baccu vai k choto theke aj rockstar banaiche tarpore o se koto simple chilo. Baccu vai always ajom vai er pase chilen. R guru jokhon bollen gaw baccu tokhon baccu vai start korlen. Ahhhaaaaa ki guru r ki sisso. Respect guru🖤🖤🖤
Love Appreciate & Respect Rock Star Azom Khan So Much! One Of The Most Talented Rock Stars and Genuine Human Beings Ever!!! May Aallaah (The Most Gracious & The Most Merciful) Keep His Soul In Peace and Grant Him The Best Behest - AAMEEN
I don't know why....whenever i watch that particular moment when Azam khan(GURU) invited guitarist & legendary rockstar AYUB BACCHU by saying "গাও বাচ্চু"...tear roles down from my cheeks...what a legendary moment to witness...
গানটি শুনতে শুনতে সব সময়ই চোখ যে কাঁদে! ২০২৪ সাল কিন্তু এই কনসার্ট গুলো সামনাসামনি দেখে বড় হয়েছি। মতিঝিল ব্যাংক স্কুলের ছাএ আমি সে জন্য উনার সাথে কথা বলা ও অটোগ্রাফ নেওয়ার সৌভাগ্য হয়েছিল। কমলাপুর এর মানুষ আমি।
Awesome video and song of Azam ji, truely he is one of the Legend Artists of Bangladesh and he was very down to earth person as well and R.I.P Azam ji and always remain good wherever you are and keep your blessings with us always 🙏❤️🎵, Lots of love and respect from India
What a hard powerful guitar solo! So heavy.He nailed it. It was often said a pop song, AB turned this into hard rock.He is the father of Bangla hard rock.
This was by far the best concert held in Dhaka... And this was the best moment when Bacchu and Azam Khan rocked... I wish I could see them once again doing this...
এখনকার গানগুলো আসে আর যায়, আর এসব গান জীবন্ত, আমাদের ছেলেবেলা তাদের গানগুলো শুনে গেয়েই কেটেছে। আজও মনে পড়ে গেলো সেই ছোটবেলা। কতইনা না সুন্দর ছিল। গানগুলো শুনলে মনে হয় ছোটবেলাতেই আছি।
আজ সব কিছু যেন অতীত হয়ে গেল বাচ্চু ভাই গুরু আজম খাম আমাদের মাঝে নাই কিন্তু তাদের সৃষ্টি আমরা বার বার শুনতে মন চায় আল্লাহর যেন জান্নাতুল ফেরদৌসবাসী করেন
A True Hero, A Brave Freedom fighter, A Great Organizer, A Great Leader for Our Bangladesh Music Industry, A Great Song Writer & Composer, A Musician With Down to Earth Attitude, Humble & Polite ....... OUR MUSIC GURU " AZAM KHAN ". R.I.P May ALLAH Place yon in "Jannatul Ferdouse".
গাও বাচ্চু, গাও বাচ্চু, গাও বাবা গাও. দুইজনের একজনও আজ বেঁচে নাই।। গুরু আজম খান, আইয়ুব বাচ্চু পরকালে ভাল থাকবেন আশা রাখি। এই কমেন্ট করতে করতে চোখ থেকে এক ফোটা পানি আমার ল্যাপটপের উপর পড়লো । রেস্ট ইন পিস বাচ্চু ভাই।
Eta ekta milestone performance, legendary show... onek kisu..... ei 2 ta aweshadharon manush ar ei prithiby te nye. Azam Bhai er beparey Bachhhu bhaier passion chhilo marattok.
প্রচন্ড কান্না পেলো, দুইজনই ছিলেন কিংবদন্তী, গুরু আজম খান এবং আইয়ুব বাচ্চু স্যার। আজ ১৮/১০/২০২১ আজ থেকে তিন বছর আগে এই দিনে চলে গেছেন বাচ্চু ভাই। আল্লাহ্ উনাদের দুজনকে জান্নাত নসীব করুন।
ফিরে গেলাম ক্ষনিকের জন্য কৈশোর জীবনে।😢 প্রয়াত এই মুক্তিযোদ্ধা শিল্পি মুক্তিযুদ্ধ করেছিল বর্তমানকার হাসীনার ফ্যাসিজম কায়েমের জন্য নয়। উনি বেঁচে থাকলে আজকের হাসীনার ফ্যাসিজম দেখলে আক্ষেপ করতেন মুক্তিযুদ্ধ করার জন্য। ভালো থাকো গুরু ওপারে।
একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করছে এরচেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে! 😥
Nadira Ahmed who is cutting onions here?
একদম মনের কথাটা বললেন।
@@voland6109 right sir,i can not stop tears.
তাঁকে দেখরে কোনো এক অজানা ভালোলাগা কাজ করে।
আপনার কমেন্ট টা আমার সারাজীবন মনে থাকবে।জীবনে এই প্রথম কোন কমেন্ট পড়ে ইমোশনাল হয়ে গেলাম।ধন্যবাদ।
অশ্রুসিক্ত চোখে গানটি শুনছি। প্রতিটি লিরিকে শরীরের লোম দাড়িয়ে যায়। কি গায়কী ছিলেন মুক্তিযোদ্ধা গুরু আজম খান ও প্রিয় আইয়ুব বাচ্চু। আজ তারা দুজনেই দূর আকাশের তারা হয়ে গেছেন। প্রার্থনা করি, মহান আল্লাহ পাক তাদের দুজনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
(আমিন) আল্লাহ আমর মতো পাপীর এই দোয়াটা মঞ্জুর করেন
গা বাচ্চু গা। কি মুহূর্ত!
ব্যান্ড মিউসিক জগতে এই দৃশ্য দেখতে ভাগ্য লাগে ।।.
আমার সোনার বাংলার পরে এটাই বাংলাদেশের জাতীয় সংগীত ❤️❤️
সালাম গুরু
সালাম বাচ্চু ভাই।।
I am American but was introduced to the Guru by my Bengali friends. He is a legend!! Love from the USA
He is bangla pop singer king.
AZOM KHAN.
Our Pop Guru..
Our Rockstar ❤️
Guru Azam Khan ❤️
Also love from Bangladesh ♥️♥️
Thanks from Bangladesh
❤️❤️❤️
"gaao bacchu" that line gave me goosebumps man! rip legends. 😥
এত বড় মাপের একজন শিল্পী হয়েও তার ছিল কত সাধারণ জীবন যাপন, সত্যিই আনুসরণীয়। সালাম তোমায় কোটি বাঙ্গালীর পক্ষথেকে।
আমিন
Allah apnake jannat bashi kourn amin
@@zaindoma8308 বাল🖕
@@nafizahmed6274 tor somossha ki re shala? atheist naki
@@nafizahmed6274 এই শুয়রের বাচ্চা
আজম খান বাংলার ব্যান্ড জগতের সম্রাট। স্যালুট জানাচ্ছি এই সম্রাটকে। বেঁচে থাকুক সবার হৃদয় জুড়ে।
আমিও চাচ্ছি আজম খানের মত একজন গুরু। যার কাছ থেকে গান শিখা যায়
কাঁদলাম গুরু ; যেখানেই থাকুন অনন্ত শান্তিতে থাকুন। বস্ কেও শ্রদ্ধা জানাচ্ছি💜💛💚💙
Tik
সত্যি আজকে আমি আজাম খানের বড়ো ভক্ত হয়ে গেলাম।Love from India
🇧🇩❤🇮🇳
৯০ দশকে জন্ম যাদের শুধু তারাই জানে এইসব নক্ষত্রের মুল্য, যা এখন শুধু ই স্রীতি।
বাকি রইল গুরু "জেমস আর হাসান"
হাজার সালাম গুরু তোমাদের।
আমাদের শৈশব গুলি এদের গান শুনে পার করেছি
@siffihn siffihn ভাই এমন বলবেন না, ভয় লাগে
Right
@siffihn siffihn Rights
বর্তমান ছেলে মেয়েদের সামনে এসব গান সুনলে ওরা কেমন জানি ভাব করে,,অারে তোরা কি বুঝবি অাজম খান,এবি,জেমস,হাসানের মর্ম।।তোরা হইলি সালমান মুক্তাদির,হিরো অালম,সরিফুদ্দিনের ভক্ত
বাংলাদেশের ব্যান্ড অাকাশের চাঁদ হলো গুরু অাজম খান।।।এবি,জেমস,হাসান,বিপ্লব এরা হলো উজ্জল নক্ষত্র। ।।।।।।। তোদের মত ডিজিটাল যুগের ছেলেমেয়েরা এসব গান না শুনলেও হাজার বছর বেচে থাকবে এসব গান।।।
বাংলাদেশ,বাংলাদেশ!
কেউ কি তাকে আজও মনে রেখেছে!
সেই গুরু যার কন্ঠে অসাধারণ গান বাংলাদেশ,যা আজও শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়!
শরণী হয়ে থাকুক আমাদের মনে,
গুরু তোমায় সালাম।
Not from Bangladesh, but i love this mix of revolutionary lyrics, traditional pop-rock, and a heavy metal riff. One of the coolest 70s song that i have come across this year 🤘🤘🤘🤘🤘
আমি ভারতে থাকি। জেমস গুরুর ভক্ত ছিলাম। এখন সেই সাথে আজম খানেক ও হয়ে গিয়েছি
Dada dukkher bishoy holo Azam khan,AB,James ei 3 jon er moddhe sudhu James e akhon amader moddhe asen
বাংলা ব্যান্ডের সবার গুরু আজম খাঁন!🎸🎶
@Sudipta আজম খানকেই গুরু বলা হয়। আইয়ুব বাচ্চু ইয বস।
ভাই বাংলাদেশের হাসানের গান শোনার অনুরোধ রইলো।
guru james
গুরু আজম খান তোমাকে লাল সালাম!
একজন মুক্তিযোদ্ধা,, তুমি রবে তরুণ প্রজন্মের হৃদয়ে....বাংলাদেশ 🇧🇩
জয় বাংলা🇧🇩🇧🇩
গুরু তুমি সে দিন অসুস্থ ছিলে তবু গেয়েছো, তোমার গান শুনতে গিয়ে সেদিন টিকিট ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে মার খেয়েছি কতো ছলা কলা করে দেয়াল টপকিয়ে ভিতরে ঢুকেছি মোবাইল হারাই-ছিলাম সে দিন কিন্তু গুরু তুমি নাই আর কনসার্টে যাই না
Guru tomader salam.
Mamun Mridha Artcell er concert deikhen...
হৃদয়ে থাকবেন এনারা জীবনের শেষ মুহুর্ত অব্দি ❤
@WIZ々Gaming BD Tor moto bolodchodar joggota nai amar kotha bujhar.. Ja bolsi thik e bolsi..
@@MofazzalHossainRizu
B
সময়ের সাথে সাথে সংগীত আঙ্গনের উজ্জ্বল নক্ষত্র গুলো ঝড়ে যাচ্ছে, মিস ইউ আজম খান মিস ইউ আইয়ুব বাচ্চু 🌷
Oh Azam bhai!!! He is great. কতটা সাধারণ ও নিরহংকার ব্যাক্তি ছিলেন। কোন অহংকারই রাখেননি। গুরু বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। আল্লাহ তাকে ক্ষমা করুক
era ki noble man? duidiner boiragi noble er fan esob gaan bujhbe na
সেইসব দিনে বুঝতাম নাহ! অনুভূতিই জন্ম নেয় নাই হয়তো! অথচ যখনই গুরুর পারফর্ম দেখি, কেমন অজান্তে চোখে জল এসে যায়! কি দরদ গলায়! কি গায়কী অাহা! কিংবদন্তি শ্রদ্ধা জানাই।
আমরা এই প্রজন্ম কতো স্বার্থপর ।এমন গুনী শিল্পীর গান আজ কাল কেউ শুনি না।
2023 সালে এসে ও সার্জ দিয়ে শুনলাম গান টা 🖤
কতো আসা ছিলো তার জীবনে
সব স্মৃতি রেখে গেলো মরনে 😔
অদ্বিতীয় আজম খান আর এ বাংলায় কখনো কেউ হতে পারবে না । লেজেন্ড তোমায় সালাম গুরু ।
যে চলে যায় সে কি আর আসে? ঐদিনের দর্শক গুলো কি বুঝেছিল তারা কি দেখছে। ভালোবাসা রইলো দুই লিজেন্ড এর জন্য।ভালো থাকুন ওপারে,,,,,
গুরু ২০২২সালে এসে প্রতিদিন শুনি।গুরু সালাম😥😥
এই হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। AB কে যখন গুরু আজম খান বললেন, " গাও বাচ্চু, সেইসাথে শিষ্যকে বুকে টেনে নিয়ে একসঙ্গে গেয়ে ওঠলেন একটাই নাম " বাংলাদেশ "। এরচেয়ে সুন্দর দৃশ্য আর কী হতে পারে! গুরু তোমায় সালাম। বিনম্র শ্রদ্ধা দুই কিংবদন্তির প্রতি 🙏
সহমত
Perfect words sir.. two legends, boro Bhai choto Bhai. The song itself outshined everything
বাচ্চু ভাই আজম স্যারের শিষ্য ছিলেন?😮
আজকে জানলাম
Azam khan is dancing like a proud dad while watching bacchu play guitar
সেলুট খান
একজন বীর মুক্তি যোদ্ধা উপ মহাদেশের ব্যান্ড গুরু আপনার প্রতিভা বচন ভংগী সব কিছুই পরবর্তী প্রজন্মের জন্য অনুসরনীয় হয়ে থাকবে। সেলুট জানাই ও আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
দারুন, দারুণ এমন গান শুধু গুরুর কন্ঠেই মানায় , সেলুট গুরু ।
একজন মুক্তিযুদ্ধার মুখে বাংলাদেশ কে নিয়ে গান শুনেই প্রাণ টা ভরে গেল।সংগীত জগতে গুরু ছিল আর একজন সাদা মনের মানুষ ছিল। বস তোমাকে হাজার সালাম ❤️
Jdhc
কি গাইছিল গুরু আজম,
আর কি বাজাইছিল গুরু আইয়ুব বাচ্চু!!!! ♠♠♠
Xoss gaise ar xoss bajaise
এমন নিবেদিত প্রাণ আর ২ য় টি ছিল না।
Vocal-Azam Khan
Guitar, Backup Vocal-AB (LRB)
Guitar- Fuad Ibn Rabbi (Ex-Aces,Ex-Warfaze,Ex-Ark,Ex-Shadhinota)
Bass- Kheltu Suchman Zaman (Ex-ARK,Ex-Miles,Ex-Warfaze)
Keyboards- Fuad Naser Babu (Feedback)
Drums-Shaju (Artcell)
What a lineup
Absolute unit
Perfect combination.
জমে ক্ষীর
গানটা যত বারই শুনি শরীরের পশম দাঁড়িয়ে যায়। লাভ ইউ গুরু,,,,,দোয়া করি আল্লাহ যেন বেহেশত নসিব করে।
Love You Bangladesh From United States...........I don't understand his language but I got his emotions
Our world is very beautiful
গা বাচ্চু গা। দুইজন লিজেন্ড এ নাই। বেস্ট ভিডিও
Amaz Uddin ... I can't stop my tears after seen this video ... I m from India but I love them so much
😰
কান্না এসে গেলো 😭
Kanna thamate parlam na..... missing both
@@buyindemand vai amr o same gaan ta jokhon sunlam puro soril ta sihorito hoiya gelo ar ajke akta legend o nai
দুইজনের একজনও আজ বেঁচে নাই।। গুরু আজম খান, আইয়ুব বাচ্চু পরকালে ভাল থাকবেন আশা রাখি। এই কমেন্ট করতে করতে চোখ থেকে এক ফোটা পানি আমার ল্যাপটপের উপর পড়লো । রেস্ট ইন পিস বাচ্চু ভাই।
Same here .
...
I am crying ;-;
আর ভাই আমার কোমেন্ট পরতে 😞
Vai gaan ta sunar pore choker kontay pani chol chol krsilo
গুরু বাচ্চু ভাই এর গলা ধরে যখন বলে "গাও বাচ্চু" Every time, ever time it makes me cry.
Kowshik Bivor same here bro 😭😭 love u guru love u
love all
love you guru...& Bacchu vai
same..♥
১২মাস ভালবাসি গুরু
যার চোখে জল অাসবে না সে গানই বুঝেনা।
২০২১।কমেন্ট রেখে গেলাম ইতিহাসের সাক্ষী।
গুরু তোমায় সেলাম, এমন সন্তানের জন্ম দিয়েছ মা তোমায় সেলাম
দীর্ঘদিন পরে শুনছি আপনার গান।
একজন বীর মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ দেশকে স্বাধীন করলো এবং তার কণ্ঠে ধারণ করলো এতো অসাধারণ কিছু গান আজ বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করছে কতোটা আক্ষেপ ছিলো এই গানের মাঝে আজো তোমার বাংলাদেশ কাদছে অঝোরে 😥😓 ভালো থাকুন গুরু ওপারে ( আমীন)
১টি গালে দুই জন লিজেন্ড।।
২০২১ সালেও গানটি শুনতে কত ভালো লাগলো।।
Eshhhhh ki manush ta reeee. Afsos amon manush tar koster somoy pase temon kew chilo na. Baccu vai k choto theke aj rockstar banaiche tarpore o se koto simple chilo. Baccu vai always ajom vai er pase chilen. R guru jokhon bollen gaw baccu tokhon baccu vai start korlen. Ahhhaaaaa ki guru r ki sisso. Respect guru🖤🖤🖤
Love Appreciate & Respect Rock Star Azom Khan So Much! One Of The Most Talented Rock Stars and Genuine Human Beings Ever!!! May Aallaah (The Most Gracious & The Most Merciful) Keep His Soul In Peace and Grant Him The Best Behest - AAMEEN
১২ বছর পরেও যখন সার্চ করে এই গানটি শুনি তখন বুঝতে পারি আসলেই কিংবদন্তির মৃত্যু নেই ❤
বিনর্ম শ্রদ্ধা আপনাদের জন্য 🙏❤
2:03 No one in Bangladesh would have ever dared say that to Ayub Bachchu But Azam Khan. Love you Both. Our Pride 🇧🇩💯
What he said tho? "Gao Bachchu"?
@@farhanasharmin8997 yeahh
আমি পাগল হয়ে যাব----
গায়ের লোম দাড়ায় গেলো হঠাৎ গানটা শুনে
আমার চোখ ভিজে যাচ্ছে।
Humm bai
২০০৫ সালে আমার জন্ম হয়েছে। এখন ২০২৪ সাল আমরা সেই গানটি শুনছি অসাধারণ।
আমি-ই কী একমাত্র ব্যক্তি যে এই গান শোনলে চোখে অনিচ্ছাকৃতভাবেও জল চলে আসে????😰
Manna Dii Syed no..bro..ami oh asi..
না আমি ও আছি
No, your aren't the only one. Mine too.
Same here :(
Especially after the departure of AB
And missing guru too :(
Valobashar dujon manush. :(
Amio
আললাহপাক দুজনকেই বেহেস্ত নসিব করুন। আমিন
গুরু আজম খান তো অনেক আগেই চলে গেছেন, আজ স্যার আয়ুব বাচ্চুও চলে গেলেন।এই গান আপনাদেরকে মনে করিয়ে দেবে বার বার❤
2:03 i get soo emotional every time.. seeing them playing ..no1 does with that heart anymore :'( love u both GURU's from NEWYORK
What a revolutionary LINEUP :
Vocals : Guru Azam Khan
Guitars (Lead) : Bacchu bhai (LRB)
Guitars (Rhythm): Fuad Rabbi bhai (Warfaze/Shadhinota)
Bass: Schumann Zaman bhai (Shadhinota/Paper Rhyme)
Keys: Foad Nasser bhai (Feedback)
Drums: Shaju bhai (Artcell)
আজ পপ গুরুও নাই। এবিও নাই। 😥
আল্লাহ তাদের জান্নাত দান করুক 💓
The only one singer.....By whom i can see respect; independence; culture; simplicity ;love.
Salute pop somrat #Azom Khan.
চোখের জল ধরে রাখতে পারলাম না ভাই বাচ্চু ভাই কে সালাম দোয়া করি দুই জনাকেই অাল্লাহ যেনো তাদের কে জান্নাতুল ফেরদাউস নসিব করুন
গুরু তোমার গান জখনি সুনি তখিনি চোখে জল এসে জায়
I don't know why....whenever i watch that particular moment when Azam khan(GURU) invited guitarist & legendary rockstar AYUB BACCHU by saying "গাও বাচ্চু"...tear roles down from my cheeks...what a legendary moment to witness...
গুরুকে আল্লাহ জান্নাত বাসি করুক আমিন
মরনের আগ পর্যন্ত তোমাদের মনে থাকবে। গুরু জেমস হাসান এই দুই জন আছে আমাদের মাঝে এই দুই জন যেনো আমাদের মাঝে হাজার বছর বাচিয়ে রাখে আল্লা আমিন
গুরু আজম খান যখন আইয়ুব বাচ্চু স্যার কে বলেন ❝ গাও বাচ্চু ❞ ব্যান্ড মিউজিক লাভারদের জন্য এটা যে কী! 🖤
বাংলাদেশ থেকে দেখছি অসাধারণ একটা গান লিজেন্ড সব গুরু
গুরু ছাড়া কি আর শিষ্য থাকতে পারে?😑 RIP আইয়ূব বাচ্চু♥
:(
কান্না আসতাছে ভাই
গানটি শুনতে শুনতে সব সময়ই চোখ যে কাঁদে! ২০২৪ সাল কিন্তু এই কনসার্ট গুলো সামনাসামনি দেখে বড় হয়েছি। মতিঝিল ব্যাংক স্কুলের ছাএ আমি সে জন্য উনার সাথে কথা বলা ও অটোগ্রাফ নেওয়ার সৌভাগ্য হয়েছিল। কমলাপুর এর মানুষ আমি।
Awesome video and song of Azam ji, truely he is one of the Legend Artists of Bangladesh and he was very down to earth person as well and R.I.P Azam ji and always remain good wherever you are and keep your blessings with us always 🙏❤️🎵,
Lots of love and respect from India
বাংলার দুই লিজেন্ড, আর কখনো ফিরে আসবে না। পরপারে ভালো থাকুক এই কামনা করছি
What a hard powerful guitar solo! So heavy.He nailed it. It was often said a pop song, AB turned this into hard rock.He is the father of Bangla hard rock.
"গা বাচ্চু"❤❤❤
ছোট্ট এই কথাটার মধ্যে কত আবেগ কত ভালবাসা আছে তা শুধু লিজেন্ডরাই বুঝবে।এক লিজেন্ড গাইতেছে,অন্যজন বাজাচ্ছে।
Rest In Peace😥😥😥
Hm vai right bolcen
This was by far the best concert held in Dhaka... And this was the best moment when Bacchu and Azam Khan rocked... I wish I could see them once again doing this...
Salute Boss💘💘💘
Can you tell me the place please
পপ সম্রাট গুরু আজম খান।একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।এমন মানুষের জন্ম বারবার হয় না।দোয়া করি মহান আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন।
2019 সালে কে কে শোনছো লাইক দাও
2020 সালেও
2019 or 2020 কেনো আরও হাজার বছর পরেও মানুষ এই ধ্বনিগুলো শুনবে। গা বাচ্চু গা, কি অপূর্ব।
এখনকার গানগুলো আসে আর যায়,
আর এসব গান জীবন্ত, আমাদের ছেলেবেলা তাদের গানগুলো শুনে গেয়েই কেটেছে।
আজও মনে পড়ে গেলো সেই ছোটবেলা।
কতইনা না সুন্দর ছিল।
গানগুলো শুনলে মনে হয় ছোটবেলাতেই আছি।
ভালোবাসার দুইজন মানুষ ❤❤গানটা শুনছি চোখের পানি বাধা মানছে না😭😭😭😭😭😭
আজ সব কিছু যেন অতীত হয়ে গেল বাচ্চু ভাই গুরু আজম খাম আমাদের মাঝে নাই কিন্তু তাদের সৃষ্টি আমরা বার বার শুনতে মন চায় আল্লাহর যেন জান্নাতুল ফেরদৌসবাসী করেন
Freedom fighter and a legendary musician... How much can you expect from just a human life??!
আযম খান এর গাওয়া আর আইয়ুব বাচ্চু ভাইয়ের বাজানো আহা কি দারুণ।
গুরু আযম খান এর গানের স্টাইল, আইয়ুব বাচ্চু ভাইয়ের গিটার বাজানোর স্টাইল আহ মুগ্ধ হলাম।
অফিস যাবার পথে প্রতিদিন গানটা শুনি। গুরুর প্রতি ভালবাসা লিখে প্রকাশ করতে পারছি না।
আজমখান
সমযবষাকাল
চোখে পানি চলে এসেছে,গায়ের লোম সব দাড়িয়ে গেছে,তোমায় সালাম গুরু
বাংলার প্রথম পপ্ সম্রাট।
Banglar ekmatro pop somrat
আমজ স্যার, বাচ্চু স্যার আজ আমাদের মাজে নেই।।।
কেন জানি মনে হয়, আমরা নক্ষত্রের কদর দিতে জানি না।।
ভালো থাকবেন যেখানেই থাকবেন স্যার।।
গুরুর জন্য অবিরাম ভালো লাগা ভালবাসা হ্নদয়ের মাঝে স্মৃতি হয়ে থাক। সুর ছন্দ নিয়ে গুরু আজিবন বাঙ্গালীর বুকে বেছে থাকবে।
A True Hero, A Brave Freedom fighter, A Great Organizer, A Great Leader for Our Bangladesh Music Industry, A Great Song Writer & Composer, A Musician With Down to Earth Attitude, Humble & Polite ....... OUR MUSIC GURU " AZAM KHAN ".
R.I.P May ALLAH Place yon in "Jannatul Ferdouse".
বস আর গুরুর অসাধারণ পারফর্মেন্স,,,, দুজনেই খুব ভালো মনের মানুষ
পপ গুরু আজম খানও নাই,,,
আইয়ুব বাচ্চু ও নাই,,,৷
বাকি রইল,,, নগর বাউল,,,,,, জেমস!!
আরেকজন আছে, হাসান।
I m from India I heard this song more than five hundred times n I can sing it... I I love the legend so much..
Legends never dies!!!
ওপারে ভালো থাকবেন গুরুরা!!! ❤❤❤
যত দিন বাংলাদেশ থাকবে ততদিন আপনারা বাংলার মানুষের মধ্যে বেচে থাকবেন। প্রিয় আইয়ুব বাচ্চু ও আজম খান
❤️❤️❤️❤️❤️
আর কোনদিন দেখা হবে না দুই লেজেন্ড কে 😞😞
এই এম্ফেস্ট এর স্টেজ এর ম্যানেজিং এর দায়িত্ব একজন টিম লিডার ছিলাম, cTmrs থেকে, বাংলাদেশের একটি সেরা আয়োজন ছিলা মিরপুর স্টেডিয়াম
Boss accha tokhon kemn vir chili?
Guru. Azam Khan there is no alternative in the country for modern Bangla pop songs. But we lost him physically and he will alive always belongs to us
গাও বাচ্চু, গাও বাচ্চু, গাও বাবা গাও. দুইজনের একজনও আজ বেঁচে নাই।। গুরু আজম খান, আইয়ুব বাচ্চু পরকালে ভাল থাকবেন আশা রাখি। এই কমেন্ট করতে করতে চোখ থেকে এক ফোটা পানি আমার ল্যাপটপের উপর পড়লো । রেস্ট ইন পিস বাচ্চু ভাই।
মৃত্যু কখনো বীর দের মুছে দিতে পারে না।আজীবন অমর হয়ে থাকবে গুরু।।।
Eta ekta milestone performance, legendary show... onek kisu..... ei 2 ta aweshadharon manush ar ei prithiby te nye. Azam Bhai er beparey Bachhhu bhaier passion chhilo marattok.
বাচ্চু ভাই বাজাচ্ছে আজম খান গাইছে। স্বর্গটা আজ পরিপূর্ণ, বাংলাদেশেটা খালি হয়ে গেল।
Asolei vai bangladesh ta khali hoye gelo
সময়টা ২০২৩ হঠাৎ মনে পরে গেলো পপ সম্রাট আজম খানের কথা তাই গান টা সুনতে চলে আশলাম❤ মিস ইউ বস❤ ভালো থাকবেন ওপারে
এই দুইজনই আমাদের ছেড়ে চলে গেলেন😥😥😥😥
এবার আর বাচ্চু গাইবেনা
azom khan apni amdr band king.. apnk kokhonoi amra vulbo na.. Allah jno apnk jannat bashi koren.. Amin 🇧🇩❤♥❤♥❤
গুরু তোমার জন্য খুব মন কাদে
প্রচন্ড কান্না পেলো, দুইজনই ছিলেন কিংবদন্তী,
গুরু আজম খান এবং আইয়ুব বাচ্চু স্যার।
আজ ১৮/১০/২০২১
আজ থেকে তিন বছর আগে এই দিনে চলে গেছেন বাচ্চু ভাই।
আল্লাহ্ উনাদের দুজনকে জান্নাত নসীব করুন।
the greatest singer of our country
গানটা যতবার শুনি রক্ত হিম শীতল হয়ে যায়।গ্রেট গুরু।সালাম তোমায়।
৪:২৬ একজন "মুক্তিযোদ্ধার" কন্ঠে প্রতিবাদের আর্তনাদ।
ফিরে গেলাম ক্ষনিকের জন্য কৈশোর জীবনে।😢
প্রয়াত এই মুক্তিযোদ্ধা শিল্পি মুক্তিযুদ্ধ করেছিল বর্তমানকার হাসীনার ফ্যাসিজম কায়েমের জন্য নয়। উনি বেঁচে থাকলে আজকের হাসীনার ফ্যাসিজম দেখলে আক্ষেপ করতেন মুক্তিযুদ্ধ করার জন্য।
ভালো থাকো গুরু ওপারে।
Nice I love This Song+pop guru Azam Khan.