স্নেহা ভট্টাচার্যকে কুর্নিশ করি, বাংলাদেশী যারা ভারতের পশ্চিমবঙ্গে বাস করছেন তাদের বাংলাদেশ প্রেম এবং তার সংস্কৃতিকে এত্ত সম্মান করছেন তার জন্য অসংখ ধন্যবাদ।
অনেকের মুখে অনেক বার এই গানটা শুনেছি দিদি। কিন্তু তোমার মতো করে কেউ আমার মন কাড়তে পারেনি 🥰🥰🥰🥰🥰অনেক দূর এগিয়ে যাও অনেক শুভকামনা রইল।বাংলাদেশ থেকে🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🙏🙏
আপনি ভুল করছেন এ স্নেহা সা রে গা পা-এর স্নেহা নয়। এ বাংলা দেশের মেয়ে।তবে মেয়েটির গলার স্বর খুব মিষ্টি।ওর গান আমাকে খুব আকৃষ্ট করে।ওর গান শুনে মনটা কেমন উদাস হয়ে যায় তখন ছোট বেলার স্মৃতি রোমন্থন করি আর ভাবি।
হ্যালো দিদি আমি বাংলাদেশ থেকে বলছি তোমার গানগুলো আমার অনেক ভালো লাগে সারেগামাপার মঞ্চে যেদিন তুমি ভোমর কইও গিয়া গান টা গিয়েছিলে না বুকের বা পাশে হিট করেছিল i like it দিদি আমি তোমার গানগুলো খুব পছন্দ করি।এই গানটা না অসাম হয়েছে অসাম
ভারতের প্রখ্যাত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য একবার বাউল শাহ আবদুল করিমকে জিজ্ঞাসা করেছিলেন, "মানুষ আপনার গান বিকৃত সুরে গায়। আপনার সুর ছাড়া অন্য সুরে গায়। অনেকে আপনার নামটা পর্যন্ত বলে না। এসব দেখতে আপনার খারাপ লাগে না?" শাহ আবদুল করিম বললেন, "কথা বোঝা গেলেই হইল। আমার আর কিচ্ছু দরকার নাই।" কালিকাপ্রসাদ ভট্টাচার্য আশ্চর্য হয়ে বললেন, "আপনার সৃষ্টি, আপনার গান। মানুষ আপনার সামনে বিকৃত করে গাইবে। আপনি কিছুই মনে করবেন না। এটা কোনো কথা, এটার কোনো অর্থ আছে!" জবাবে শাহ আবদুল করিম বললেন, "তুমি তো গান গাও, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। ধরো, তোমাকে একটা অনুষ্ঠানে ডাকা হলো। হাজার হাজার চেয়ার রাখা আছে, কিন্তু গান শুনতে কোনো মানুষ আসেনি। শুধু সামনের সারিতে একটা মানুষ বসে আছে। গাইতে পারবে?" কালিকাপ্রসাদ কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন, "না, পারব না।" শাহ আবদুল করিম হেসে বললেন, "আমি পারব। কারণ আমার গানটার ভেতর দিয়ে আমি একটা আদর্শকে প্রচার করতে চাই, সেটা একজন মানুষের কাছে হলেও। সুর না থাকুক, নাম না থাকুক, সেই আদর্শটা থাকলেই হলো। আর কিছু দরকার নাই৷ সেজন্যই বললাম শুধু গানের কথা বোঝা গেলেই আমি খুশি।" কালিকাপ্রসাদ ভট্টাচার্য জানতে চাইলেন, "সেই আদর্শটা কী?" শাহ আবদুল করিম আবার হেসে বললেন, "একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হবে।" লৌকিক বাংলায় যুগে যুগে অসংখ্য বাউল, সাধক, মরমী কবি ও লোক-সংগীত শিল্পীর আবির্ভাব হয়েছে। তাদের অনেকেই প্রচারের আলোয় এসেছেন, অনেকেই নীরবে-নিভৃতে করেছেন সুরের আরাধনা। বাউল শাহ আবদুল করিম (সম্ভবত) সেই ধারার সর্বশেষ বাউল ও লোকগানের স্রষ্টা ছিলেন। বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের হাওরাঞ্চলের একটি এলাকা (বর্তমানে উপজেলা) দিরাই। সেই দিরাইয়ের উজানধল নামক গ্রামে আজ থেকে শতাধিকবর্ষ পূর্বে এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শাহ আবদুল করিম। ছোটবেলা থেকেই দারিদ্র আর ক্ষুধার যন্ত্রণা নিয়ে বেড়ে উঠেছেন, দেখেছেন অর্থনৈতিক বৈষম্য। পরিবারের হাল ধরতে রাখাল বালকের চাকরি নেন। কিন্তু তার ছিলো গানের প্রতি, সুরের প্রতি প্রচণ্ড ঝোঁক। কালনী নদীর পাড়ে বসে একসময় তাই গান লিখতে আর সুরে সুরে গাইতে শুরু করেন। এভাবে গাইতে গাইতেই হয়ে ওঠেন ভাটি-বাংলার অন্যতম বাউল ও গণমানুষের কণ্ঠস্বর।
আজকে হিন্দি গান যুগে আপনাদের মত শিল্পী দের জন্য বাংলা গান টিকে আছে বাঙালি মধ্যে দিদি তোমার... ভ্রমর গানটা শুনার পর অসাধারণ লেগেছে অনূভুতি টা প্রকাশ করতে পারব না 💯 বাংলাদেশ থেকে বলছি ❤️❤️❤️❤️❤️❤️🇧🇩বিজয় হোক বাঙালি ও বাংলা গানের
Sneha ,you have a beautiful voice and you sing with a lot of feelings. Unfortunately, i feel that this song, being a Baul song, does not gel with all the Western instruments and style. You can carry this song on your own without all the accompanying band and piano as you did with bhromor. Your voice has the 'dorod' (a rare quality indeed) and power and that makes you an extraordinary singer. All that hooha about Bangladeshi and Indian is of no consequence. A song should touch ones heart and you put your heart into the song. Well done. Proud of you! 💕
Shah Abdul Karim was a wonderful Baual . His some songs did super hit all over the world especially Bengali people heart's . These are Hearts touching songs .
স্নেহা ভট্টাচার্যকে কুর্নিশ করি, বাংলাদেশী যারা ভারতের পশ্চিমবঙ্গে বাস করছেন তাদের বাংলাদেশ প্রেম এবং তার সংস্কৃতিকে এত্ত সম্মান করছেন তার জন্য অসংখ ধন্যবাদ।
শাহ আব্দুল করিম এর নাম গান থেকে উধাও হয়ে গেল, এত সুন্ধর গাওয়ার পরেও, তাই আমি, আনলাইক দিলাম
অনেকের মুখে অনেক বার এই গানটা শুনেছি দিদি। কিন্তু তোমার মতো করে কেউ আমার মন কাড়তে পারেনি 🥰🥰🥰🥰🥰অনেক দূর এগিয়ে যাও অনেক শুভকামনা রইল।বাংলাদেশ থেকে🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🙏🙏
আমরা কয়েকজন বন্ধু মিলে শাহ্ আবদুল করিম কে দেখতে গিয়াছলাম তখন তিনি অসুস্থ ছিলেন। তিনি অসাধারণ মানুষ ছিলেন।
অসাধারণ ভয়েস! এতো মিষ্টি! তুলনাহীন! অতুলনীয়! নমস্তে শাহ্ আব্দুল করিম। স্নেহাকে ধন্যবাদ কণ্ঠকে উজাড় করে দেওয়ার জন্য।
গানের প্রতি দরদ না থাকলে সেই গান না গাওয়াই ভালো।
এই গানে কত মানুষের আবেগ জরিয়ে আছে জানেন??
Dilen to ganer.... Mere
দারুণ স্নেহা।তোমার গলায় লোক গীতি আমার ভীষণ ভালো লাগে।
যতবার গানটি শুনি আবার শুনার ইচ্ছে করে৷ খুব ভালো হয়েছে গানটা৷ keep it up sis
অসম্ভব সুন্দর গেয়েছেন। সা রে গা মা পা তে আপনার গাওয়া সেরা গান ভ্রমর কইও গিয়া। ওই কি যে দরদ নিয়ে গেয়েছিলেন। ভালবাসা অবিরাম। 🇧🇩
আপনি ভুল করছেন এ স্নেহা সা রে গা পা-এর স্নেহা নয়। এ বাংলা দেশের মেয়ে।তবে মেয়েটির গলার স্বর খুব মিষ্টি।ওর গান আমাকে খুব আকৃষ্ট করে।ওর গান শুনে মনটা কেমন উদাস হয়ে যায় তখন ছোট বেলার স্মৃতি রোমন্থন করি আর ভাবি।
শুধু এ গান টা যে কত bar শুনেছি তার ঠিক নেই,,,, প্রথম শুনে কত bar কেঁদেছি তার ঠিক নেই...... 😔😔 খুব দারুণ গেয়েছো তোমরা দিদি রা,,, দাদা ও 😑❤️❤️
Just awesome.... Heart touching song.... Khub difficult gaan.... Satti khub valo geyecho
Super. Next song er jonno wait kore thakbo
I am in tears every time hearing it..lost my brother and my best friend two months back..visualise him in this song as tribute...
মনটা ছুয়ে গেল.. ভ্রমর টা শোনার পর তোমার গানের ভক্ত হয়ে গেছি.... আগে আর ও অনেক ভালো ভালো গান আশা করছি ❤️❤️
Khub bhalo...
original song by habib wahid
Subrata Mandal amio
amio
সিত্য অনেক সুন্দর। 😊😊✌️
Very nice composition didi.... R o gan Gaya jao ai bhabe
স্নেহা,তুমি লক্ষ কোটি বছর বেঁচে থকো তোমার কাজের মাঝে। ভগবান হয়ত তোমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন কি মায়াবী চেহারা কি অপুর্ব মিষ্টি হাসি।
Asadharon... Mon chuye galo... Akdom..kya batt😍
Aro valo valo ganer asai roilam. ...R sob theke boro kotha holo ami sneha r onek boro fan......😚😚
love you sneha... 💗💗 from Bangladesh.. toamar nijer gan er opekkhay acchi.... 💗💗💗
Khub sundar, tomar gaan sune Bangla folk gaan ke bhalobese felechhi.Anek bhalobasa r shubro# kamona railo tomar jonno.
কালনী নদীর ধারে যাবার আগ পর্যন্ত আমার কাছে শব্দটি কাল ননদিই ছিলো। কিন্তু কালনী'র পাশে দাঁড়িয়ে মনে হলো এই যেন সত্যি!
Osadharon,, aro notun,, kichu asha kore thakbo kintu 👍👍
Fabulous.........hoyeche...😊😊😊😊......tomar voice ta just fatafati......mon chuye gelo...😊😊😊😊
অতুলনীয় সুন্দর গান; চমৎকার পরিবেশনা।
হ্যালো দিদি আমি বাংলাদেশ থেকে বলছি তোমার গানগুলো আমার অনেক ভালো লাগে সারেগামাপার মঞ্চে যেদিন তুমি ভোমর কইও গিয়া গান টা গিয়েছিলে না বুকের বা পাশে হিট করেছিল i like it দিদি আমি তোমার গানগুলো খুব পছন্দ করি।এই গানটা না অসাম হয়েছে অসাম
ভারতের প্রখ্যাত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য একবার বাউল শাহ আবদুল করিমকে জিজ্ঞাসা করেছিলেন, "মানুষ আপনার গান বিকৃত সুরে গায়। আপনার সুর ছাড়া অন্য সুরে গায়। অনেকে আপনার নামটা পর্যন্ত বলে না। এসব দেখতে আপনার খারাপ লাগে না?"
শাহ আবদুল করিম বললেন, "কথা বোঝা গেলেই হইল। আমার আর কিচ্ছু দরকার নাই।"
কালিকাপ্রসাদ ভট্টাচার্য আশ্চর্য হয়ে বললেন, "আপনার সৃষ্টি, আপনার গান। মানুষ আপনার সামনে বিকৃত করে গাইবে। আপনি কিছুই মনে করবেন না। এটা কোনো কথা, এটার কোনো অর্থ আছে!"
জবাবে শাহ আবদুল করিম বললেন, "তুমি তো গান গাও, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। ধরো, তোমাকে একটা অনুষ্ঠানে ডাকা হলো। হাজার হাজার চেয়ার রাখা আছে, কিন্তু গান শুনতে কোনো মানুষ আসেনি। শুধু সামনের সারিতে একটা মানুষ বসে আছে। গাইতে পারবে?" কালিকাপ্রসাদ কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন, "না, পারব না।"
শাহ আবদুল করিম হেসে বললেন, "আমি পারব। কারণ আমার গানটার ভেতর দিয়ে আমি একটা আদর্শকে প্রচার করতে চাই, সেটা একজন মানুষের কাছে হলেও। সুর না থাকুক, নাম না থাকুক, সেই আদর্শটা থাকলেই হলো। আর কিছু দরকার নাই৷ সেজন্যই বললাম শুধু গানের কথা বোঝা গেলেই আমি খুশি।"
কালিকাপ্রসাদ ভট্টাচার্য জানতে চাইলেন, "সেই আদর্শটা কী?"
শাহ আবদুল করিম আবার হেসে বললেন, "একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হবে।"
লৌকিক বাংলায় যুগে যুগে অসংখ্য বাউল, সাধক, মরমী কবি ও লোক-সংগীত শিল্পীর আবির্ভাব হয়েছে। তাদের অনেকেই প্রচারের আলোয় এসেছেন, অনেকেই নীরবে-নিভৃতে করেছেন সুরের আরাধনা। বাউল শাহ আবদুল করিম (সম্ভবত) সেই ধারার সর্বশেষ বাউল ও লোকগানের স্রষ্টা ছিলেন।
বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের হাওরাঞ্চলের একটি এলাকা (বর্তমানে উপজেলা) দিরাই। সেই দিরাইয়ের উজানধল নামক গ্রামে আজ থেকে শতাধিকবর্ষ পূর্বে এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শাহ আবদুল করিম। ছোটবেলা থেকেই দারিদ্র আর ক্ষুধার যন্ত্রণা নিয়ে বেড়ে উঠেছেন, দেখেছেন অর্থনৈতিক বৈষম্য। পরিবারের হাল ধরতে রাখাল বালকের চাকরি নেন। কিন্তু তার ছিলো গানের প্রতি, সুরের প্রতি প্রচণ্ড ঝোঁক। কালনী নদীর পাড়ে বসে একসময় তাই গান লিখতে আর সুরে সুরে গাইতে শুরু করেন। এভাবে গাইতে গাইতেই হয়ে ওঠেন ভাটি-বাংলার অন্যতম বাউল ও গণমানুষের কণ্ঠস্বর।
❤❤❤❤❤
Oshadharon gayoki....!!!
Greetings from Bangladesh ❤
আমার দিদিমা বলে... গান নাকি দেহের খাদ্য 😍
সত্যি বলছি,, এমন গান গুলা শুনলে মন থেকে অনেক টা শান্তি প্রাপ্তি হয় 💝🌼
দেহের খাদ্যের মতোই,, মন শান্তি পাই 🥰
দিদি সত্যি অসাধারণ গানটা 😍🌼
Darun geyecho Sneha di and avratanu Da 🤩🤟
Hi didi
Asadharonnn hoyacha, Just Fantabulas Dear Sneha❤️ anak Anak Agiya jao❤️🎸🎸🎸
Bah!!! Khub sundar hoyeche sneha
Darun fatafati hoyeche 😘
খুব সুন্দর গেয়েছেন আপি বাংলাদেশ থেকে শুনছি ,, ভ্রমর কইও গিয়া সেই গানটা থেকে তোমার গান ভালো লাগে,, শুভ কামনা রইলো আরো ভালো ভালো গান নিয়ে আসবে!!"
Wow Beautiful Sneha Apu. Bast of Luck
Sundor ekti konthe ei gan ti khuj te silam ebong peye gelam...oshadharon kontho aponar... dhonnobad
💯/💯
Just fan hoye gelam
Age kokhono ei gan ta sunini
First time sunlam
Just Oshadharon
Because of Sneha
Sneha you are wonderful...what a voice...God bless!!
Didi khub vlo..... Bhromor gaan ta amar mne daag kete diyeche...... 😍😍😍carry on........ Actually tomar lokogiti tae beshi vlo lage😇😊
Sudu ei ekta গানের jonno channel ta subscribe korlam.... Mon ta ঠান্ডা হয়ে গেলো গান টা শুনে ❣️
kii darun hoyeche didi...sotti bhromor koyo ta shonar por tomar fan hoye gechilam...r etao speel bounding😍
Mesmerized voice. Thanks Sneha--the discovery of Saregama--Zee Bangla
Darun sotti song ta khub valo hoyeche
আজকে হিন্দি গান যুগে আপনাদের মত শিল্পী দের জন্য বাংলা গান টিকে আছে বাঙালি মধ্যে দিদি তোমার... ভ্রমর গানটা শুনার পর অসাধারণ লেগেছে অনূভুতি টা প্রকাশ করতে পারব না 💯
বাংলাদেশ থেকে বলছি ❤️❤️❤️❤️❤️❤️🇧🇩বিজয় হোক বাঙালি ও বাংলা গানের
অসাধারণ গায়কী, মন ছুয়ে গেছে।। অনেক ধন্যবাদ ।
Awesome song,,,,sunle onk kicu mone pore jaiii
Ashadharon
এই গানটি আপনিই সবচেয়ে ভালো প্রেজেন্ট করেছেন ধন্যবাদ দিদি
Wow what a voice! So is the instrument just fantastic!
Gane toh bahut sune hai lekin is sun ke dil cho gaya awesome voice and song💖💖💖💖💖💖
Sneha ,you have a beautiful voice and you sing with a lot of feelings. Unfortunately, i feel that this song, being a Baul song, does not gel with all the Western instruments and style. You can carry this song on your own without all the accompanying band and piano as you did with bhromor. Your voice has the 'dorod' (a rare quality indeed) and power and that makes you an extraordinary singer. All that hooha about Bangladeshi and Indian is of no consequence. A song should touch ones heart and you put your heart into the song. Well done. Proud of you! 💕
খুব দরদ দিয়ে গেয়েছেন।খুব ভাল লেগেছে । ধন্যবাদ॥
Xosss...tumake amar sei valo lage
Onek valo. ....amar ai rokom gan gulo khub valo lage. .
Anirban da..❤
Onek fvrt ekta gan
গানটার মধ্যে অনেক শ্নেহের পরশ আছে ,,,, ভাল লাগলো স্নেহা,,,!👌👍
2 tai fvt song 😍 vromor koiyo giya r aye song tah 😘🖤Didi love from Bangladesh 🖤
আহা মনটা জুড়িয়ে গেল----
কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু
Onek bhalo laglo.Aaro onek gaaner upload chai.
বাবা কি গান ♬ মানুষের মন কাপিয়ে দেয়,,,, আমার তো অনেক ভালো লাগছে,,,, বার বার শুনছি 😊😊😊
Khub khub bhalo❤️❤️
Ohho ek kothay just #osshadharon ❤❤
o didi ki sundor ki sundor ki sundor hoese...just 😘😘😘
অসাধারণ গেয়েছেন,আমার খুব ভালো লাগলো।
যখন মন খারাপ থাকে ঠিক তখনই চলে আছি এই গান টা শুনার জন্য।।।
Darun geyecho Sneha,ami roj suni tmr ae gaan ta,mind free hoye jay gaan ta sunle
Bangladesh'r folk music matchless....my loving Bangladesh....
Excellent singing. Please send your more BENGALI FOLK SONG. Love from KOLKATA.
Amazing hoyeche sneha di..... Love you 😘😘💖💖💖
hi soumika. How are you?
@@rodelaakash5529 who are you???
Take love🖤
Sending love from Sylhet.the city of baul shah abdul karim🖤
Asolei sundor hoyeche....love from Bangladesh🇧🇩
Nice song...you are my favorite singer...best of luck of your future...
Khub sundor hoice
Khub valo geyecho dear @sneha
চমৎকার। অসাধারন। 🥰
খুবই ভাল লাগল। আরও ফোক গান শোনার অপেক্ষায় রইলাম।
Bah khub vlo
অসাধারণ স্নেহা
লাভ ইউ @বাংলাদেশ
Ami Bangladesh theke blci.sotti osadharon hoise
আপনার কন্ঠে শাহ্ আবদুল করিম সাহেবের আরও কিছু গান করার জন্য বাংলাদেশের মানুষের পখো থেকে আনুরুধ রইল।ধন্যবাদ আপনাকে।
Osadharon .......
বন্ধু কথা টা যত টাই দামী ততটাই গানের লাইন গুলো .... ছেড়ে তো সবই যায় .... 🙂
Khub...tomar gan gayor style ta unique
গানটির প্রকৃত শিল্পী আমি পেলাম না। কত শিল্পীর কন্ঠেই শুনি কিন্তু সত্যিকারের সুর বা মনে লাগার মত কিছুই পেলাম না।
তিনি অত্যন্ত দরদ দিয়ে গান করেন, বেশ ভালো লাগলো।
Shah Abdul Karim was a wonderful Baual . His some songs did super hit all over the world especially Bengali people heart's . These are Hearts touching songs .
Ami to 1st line er surei like Kore diyechi.. Amzg
Khbb sundor hoece... Aro agie jaa.. ♥
*সব গান সবার পছন্দ হয়না কিন্তু এই গান টা আমাদের পছন্দের তালিকায় রয়েছে,বার বার শুনার পরও যেন রেশ থেকে যায়,আবার শুনতে চলে আসি*
Awesome voice......darun darun....
অসাধারণ গেয়েছো
Bravedo ! Fantastic tone , tune , performance & presentation . Amazing .
অসাধারণ গায়কী
oh very nice song and singer. all the best
Khuv valo hoyeche.
আপনার গায়কিতে দারুণ দরদ ও সিলেটী উচ্চারনে মুন্সিয়ানা দারুন ভাল লেগেছে। শুভ কামনা রইল।
Wow so nice voice....sneha...
keep it up. you are just mind blowing.
Asadharon
অনেক সুন্দর 😍😍😍😍
Ami tomar khoub boro fan...tomar sa ra ga ma pa ar sob episode dakaci.. Amr fvt singer ar vitor tumi akjon..
Amazing. God bless you