নিচে ৪টি আয়াত আরবি, উচ্চারন ও বাংলা অথ সহ দেয়া হলো সকলে সেভ করে নিবেন মোবাইলে ১/ فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرً “ফা ইন্না মা'আল 'উসরি ইউসরান, ইন্না মা'আল 'উসরি ইউসরা” অর্থ: নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে। (সূরা ইনশিরাহ- ৯৪:৫-৬) ২/ - لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا - لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ - رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا - رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا - رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ - وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا - أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ উচ্চারণ : লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা - লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত - রাব্বানা লা তুআখিজনা ইন-নাসিনা আও আখত্বানা - রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাজিনা মিং ক্বাবলিনা - রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা ত্বাকাতা লানা বিহি - ওয়াফু আন্না ওয়াগফিরলানা ওয়ারহামনা - আংতা মাওলানা ফাংচুরনা আলাল ক্বাওমিল কাফিরিন।’ অর্থঃ আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।(সুরা বাকারা : আয়াত ২৮৫-২৮৬) ৩/ قُلۡ لَّنۡ یُّصِیۡبَنَاۤ اِلَّا مَا کَتَبَ اللّٰهُ لَنَا ۚ هُوَ مَوۡلٰىنَا ۚ وَ عَلَی اللّٰهِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ۵۱ উচ্চারনঃ কুল্ লাইঁ ইয়ুসীবানা য় ইল্লা-মা-কাতাবা ল্লা-হু লানা-, হুঅ মাওলা-না- অ‘আলাল্লা-হি ফাল্ইয়াতা ওয়াক্কালিল্ মু”মিনূন্। অর্থ বলঃ আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন তা ছাড়া অন্য কোন বিপদ আমাদের উপর আপতিত হবেনা, তিনিই আমাদের কর্ম বিধায়ক, আর সকল মু’মিনের কর্তব্য হল, তারা যেন নিজেদের যাবতীয় কাজে আল্লাহর উপরই নির্ভর করে। (সূরা তাওবা ৫১) ৪/ قَالَ کَلَّا ۚ اِنَّ مَعِیَ رَبِّیۡ سَیَهۡدِیۡنِ উচ্চারনঃ ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সা ইয়াহদীন মূসা বলল, ‘কক্ষনো নয়; আমার সাথে আমার রব রয়েছেন। নিশ্চয় অচিরেই তিনি আমাকে পথনির্দেশ দেবেন’ (আশ-শুআ'রা-আয়াত ৬২)
💚 যেমন ছিলেন প্রিয় নবী মুহাম্মাদ (সা.)। 💚 ১/ তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন। ২/ তিনি সুগন্ধি ( আতর) খুব পছন্দ করতেন। ৩/ তিনি মুচকি হাসতেন, মুচকি হাসি ওনার ঠোঁটে লেগেই থাকতো। ৪/ তিনি অট্টহাসি হাসতেন না। ৫/ তিনি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না। ৬/ তিনি দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন। ৭/ তিনি কখনোই প্রতিশোধ নিতেন না। ৮/ তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেই আঘাত করেননি। ৯/ তিনি বিপদে পড়লে তাৎক্ষনিক নামাজে দাঁড়িয়ে পড়তেন। ১০/ তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন। ১১/ তিনি শিশুদের সালাম দিতেন। ১২/ তিনি সমাবেত মহিলাদের সালাম দিতেন। ১৩/ তিনি শিশুদের পরম স্নেহ করতেন। ১৪/ তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন। ১৫/ তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। ১৬/ তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন। ১৭/ তিনি মিথ্যাকে সার্বাধিক ঘৃণা করতেন। ১৮/ তিনি উপহার গ্রহণ করতেন। ১৯/ তিনি সাদকাহ (দান) করতেন। ২০/ তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন। ২১/ তিনি আল্লাহকে সব সময় ভয় করতেন ২২/ হাতে যা আসতো তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন। ২৩/ কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না পর্যন্ত তিনি উঠতেন না। ২৪/ বিনা প্রয়োজনে কথা বলতেন না। ২৫/ কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন যাতে শ্রবণকারী সহজেই বুঝে নিতে পারে। ২৬/ কথা, কাজ ও লেন-দেনে কঠোরতা অবলম্বন করতেন না। ২৭/ নম্রতাকে পছন্দ করতেন। ২৮/ তাঁর নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না। ২৯/ কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না। ৩০/ শরীয়তবিরোধী কথা হলে তা থেকে বিরত থাকতেন বা সেখান থেকে উঠে যেতেন। ৩১/ আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামতকে কদর করতেন। ৩২/ খাদ্যদ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন। ৩৩/ ক্ষমাকে পছন্দ করতেন। ৩৪/ সর্বদা ধৈর্য্য ধারণ করতেন। 💕 রাসূল (সা.) এর গুণাবলি বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ্ তায়ালা আমাদেরকে নবী (সা.) এর চরিত্রে চরিত্রবান হওয়ার তাওফীক দান করুন। ------------------- আমীন । 🤲
নবী শব্দের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিখলোনা, সেতো অভিশপ্ত হয়ে গেলো। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানবকেতো চিনতেই পারোনি! এসব ভালোবাসার দাবীতো নিছক ভণ্ডামি ছাড়া আর কিছুই না।
আমি শুনেছি 40 জন মানুষ আমিন বললে নাকি আল্লাহ দোয়া কবুল করেন। আমি আলোর পথের সকল ভাই বোনের কাছে দোয়া চাইছি। আল্লাহ যেন আমার নেক মোকছেদগুলো পুরণ করেন। দয়া করে সকলে বলেন আমিন
আমি অনেক ঋণগ্রস্ত এতটাই ঋণগ্রস্ত যে দুনিয়ার সকল রাস্তা আমার জন্য বন্ধ হয়ে গেছে আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোন রাস্তা নাই এখন শুধু আল্লাহ তাআলার ফয়সালার অপেক্ষায় আছি সবাই আমার জন্য দোয়া করবেন😭😭😭
@@syamalchatterji801 ji apni ja bolecen shetar answer amr jana nai tobe eta jani shohidi moron jannate jawar poth sohoj kore, shohider kono hishab nea hobe na tara bina hishabe jannat jabe r amader Islam dhormo ta shantir kintu kichu manush er karone islam somporke onk er vul dharona. Amar kono kothay kosto pele khomar drishtite dekhben. Amader dhormo somporke jante chaile Quran er ortho poren r jodi na paren onk scholar ace tader lecture gulo sunben. Allah sobaike khoma koruk amin
আসসালামু আলাইকুম কিয়ামত সম্পর্কিত স্বপ্ন দেখা বিস্ময়কর ব্যাক্তির আত্মপ্রকাশ। #আলহমদুলিল্লাহ, আমি বিশ্বাস করি #muhammadqasim সত্যবাদী এবং তার স্বপ্ন সত্য ও আল্লাহর পক্ষ থেকে আসে। #ইনশাআল্লাহ তিনিই আমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যত নেতা ইমাম আল - মাহদী
আমার স্বামী বিদেশে গিয়ে কঠিন বিপদে পড়েছিলেন। তারপর তিনি সুরা আল ইনশিরাহ আমল করেন।আল্লাহর রহমতে তিনি দু দিনের মধ্যে ই সুসংবাদ পেয়েছিলেন। অবশ্যই৷ পাঁচ ওয়াক্ত নামায পড়তে হবে। এবং তারপর আমল করতে হবে।
Ashalualikum, Ami akjon papi manus, namaj porina, ruja rakhi na, kharp rastai choli, kinto Allah ke Ami bishas kori. Ami prothom iyat ti Pore Ami akdin Er vitor fol peiesi !!!!Tai sobar jonno share korlam.
@@RimZimBrishtiHe has told us full ayat with 4 ayat's meaning and explanation. Can't you see that? If he does not give us explanation then how we would know that where and in which situation these sura should be applied.
হুজুর আমার চার মাসের মেয়ে ফাতিমা নয় রোযায় মারা গেছে। আমার ওর জন্য খুব কষ্ট পাই। ও মারা যাওয়ার পর আমি ধৈর্য ধারন করেছি। কিন্তু দিন যাচ্ছে আর বুকটা ছটফট করে। আমি আল্লাহকে এমন কিছু বলিনি এমন কিছু করিনি যাতে আল্লাহ নারাজ হয়।আর আমার বড় ছেলেটা কথা বুঝে ও না বলতে ও পারে না । খেতে পারে বাথরুমের কথা বলতে পারে না।আবার আমার সন্তান হবে কিনা জানি না। আমার স্বামীর সমস্যা ছিল। তাও অলৌকিক ভাবে আল্লাহ আমার মেয়েকে পেটে দিয়েছিল। আবার নিয়েও গেছে।আমার খুব একা লাগে কখনো মা ডাক শুনতে পারব কিনা। চার মাস জান্নাতের সুখ পেয়ে আজ আমি এত অসহায়। ভাই আমার জন্য সাত্বনার কোনো ভিডিও দিয়েন। আর দোয়া করবেন যেন আল্লাহ আমার কলিজা ঠান্ডা করেন
নিচে ৪টি আয়াত আরবি, উচ্চারন ও বাংলা অথ সহ দেয়া হলো সকলে সেভ করে নিবেন মোবাইলে
১/
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرً
“ফা ইন্না মা'আল 'উসরি ইউসরান, ইন্না মা'আল 'উসরি ইউসরা”
অর্থ: নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে।
(সূরা ইনশিরাহ- ৯৪:৫-৬)
২/ - لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا - لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ - رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا - رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا - رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ - وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا - أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
উচ্চারণ : লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা - লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত - রাব্বানা লা তুআখিজনা ইন-নাসিনা আও আখত্বানা - রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাজিনা মিং ক্বাবলিনা - রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা ত্বাকাতা লানা বিহি - ওয়াফু আন্না ওয়াগফিরলানা ওয়ারহামনা - আংতা মাওলানা ফাংচুরনা আলাল ক্বাওমিল কাফিরিন।’
অর্থঃ আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।(সুরা বাকারা : আয়াত ২৮৫-২৮৬)
৩/ قُلۡ لَّنۡ یُّصِیۡبَنَاۤ اِلَّا مَا کَتَبَ اللّٰهُ لَنَا ۚ هُوَ مَوۡلٰىنَا ۚ وَ عَلَی اللّٰهِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ۵۱
উচ্চারনঃ কুল্ লাইঁ ইয়ুসীবানা য় ইল্লা-মা-কাতাবা ল্লা-হু লানা-, হুঅ মাওলা-না- অ‘আলাল্লা-হি ফাল্ইয়াতা ওয়াক্কালিল্ মু”মিনূন্।
অর্থ বলঃ আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন তা ছাড়া অন্য কোন বিপদ আমাদের উপর আপতিত হবেনা, তিনিই আমাদের কর্ম বিধায়ক, আর সকল মু’মিনের কর্তব্য হল, তারা যেন নিজেদের যাবতীয় কাজে আল্লাহর উপরই নির্ভর করে। (সূরা তাওবা ৫১)
৪/ قَالَ کَلَّا ۚ اِنَّ مَعِیَ رَبِّیۡ سَیَهۡدِیۡنِ
উচ্চারনঃ ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সা ইয়াহদীন
মূসা বলল, ‘কক্ষনো নয়; আমার সাথে আমার রব রয়েছেন। নিশ্চয় অচিরেই তিনি আমাকে পথনির্দেশ দেবেন’
(আশ-শুআ'রা-আয়াত ৬২)
Sura jumar+sura ashurar ayat ki aki?
Bujhte parchi na
@@halimakhanoom5558 jm þ
Jajaka Allahu khayer
3:10
জাযাকাল্লাহ
লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার,
পৌঁছে দাও কালেমার দাওয়াত,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ,
আমি যখনি যতবার নিরাশ হয়ে তখনই আল্লাহু তায়ালা আমাকে গায়েবি ভাবে সাহাজ্য করেছেন ইনশা আল্লাহ আল্লাহ মহান আল্লাহ লাইলাহা ইল্লাললাহু মুহাম্মাদুর রাসুল উল্লাহ( সঃ )
ইনশাআল্লাহ
আমল কিবাবে করেছেন দয়া করে জানাবেন প্রীজজ
কিভাবে তাতো জবাব দিলেন না😢
আপনি এ জন্য কি আমল করেন?
আল্লাহর উপর ভরসা রাখেন
ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে
আর নিজের সার্ধ্য মতো চেষ্টা করুন
আমি আল্লাহর কাছ থেকে সাহায্য পেয়েছি আলহামদুলিল্লাহ
❤ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ❤
💚 যেমন ছিলেন প্রিয় নবী মুহাম্মাদ (সা.)। 💚
১/ তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন।
২/ তিনি সুগন্ধি ( আতর) খুব পছন্দ করতেন।
৩/ তিনি মুচকি হাসতেন, মুচকি হাসি ওনার ঠোঁটে লেগেই থাকতো।
৪/ তিনি অট্টহাসি হাসতেন না।
৫/ তিনি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না।
৬/ তিনি দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন।
৭/ তিনি কখনোই প্রতিশোধ নিতেন না।
৮/ তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেই আঘাত করেননি।
৯/ তিনি বিপদে পড়লে তাৎক্ষনিক নামাজে দাঁড়িয়ে পড়তেন।
১০/ তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন।
১১/ তিনি শিশুদের সালাম দিতেন।
১২/ তিনি সমাবেত মহিলাদের সালাম দিতেন।
১৩/ তিনি শিশুদের পরম স্নেহ করতেন।
১৪/ তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন।
১৫/ তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
১৬/ তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন।
১৭/ তিনি মিথ্যাকে সার্বাধিক ঘৃণা করতেন।
১৮/ তিনি উপহার গ্রহণ করতেন।
১৯/ তিনি সাদকাহ (দান) করতেন।
২০/ তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন।
২১/ তিনি আল্লাহকে সব সময় ভয় করতেন
২২/ হাতে যা আসতো তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
২৩/ কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না পর্যন্ত তিনি উঠতেন না।
২৪/ বিনা প্রয়োজনে কথা বলতেন না।
২৫/ কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন যাতে শ্রবণকারী সহজেই বুঝে নিতে পারে।
২৬/ কথা, কাজ ও লেন-দেনে কঠোরতা অবলম্বন করতেন না।
২৭/ নম্রতাকে পছন্দ করতেন।
২৮/ তাঁর নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না।
২৯/ কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না।
৩০/ শরীয়তবিরোধী কথা হলে তা থেকে বিরত থাকতেন বা সেখান থেকে উঠে যেতেন।
৩১/ আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামতকে কদর করতেন।
৩২/ খাদ্যদ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন।
৩৩/ ক্ষমাকে পছন্দ করতেন।
৩৪/ সর্বদা ধৈর্য্য ধারণ করতেন।
💕 রাসূল (সা.) এর গুণাবলি বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ্ তায়ালা আমাদেরকে নবী (সা.) এর চরিত্রে চরিত্রবান হওয়ার তাওফীক দান করুন।
------------------- আমীন । 🤲
🤲আমিন🤲💝🧡🌺 🥰🥰🥰
আমিন
amin
Aameen summa Aameen
Ki porbo
আমি অনেক দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম।আপনার এই ভিডিওটি দেখে শান্তি পেলাম।আলহামদুলিল্লাহ,,,
আলহামদুলিল্লাহ
শান্তি পাওয়ার পর কি আপনার কোন কাজ হয়েছে?
আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকল দ্বীনি ভাইবোনদের এই আমল নিয়মিত করার তৌফিক এনায়েত করুন। আমিন।
সত্যি ভাই আপনার কথা গুলো অন্তরে গেঁথে যায়... আল্লাহ আমাদের সবাইকে আলোর পথ দেখাও..
সত্যিই
আলহামদুলিল্লাহ আল্লাহ সবকিছুর মালিক
আল্লাহ যেন সকলের মনের আশা পূরণ করেন, আল্লাহুম্মা আমিন
আমার নবী কে কে কে ভালো বাসেন
Tor nobi Muhammad no 1 bokchod khuni r rapist
নবী শব্দের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিখলোনা, সেতো অভিশপ্ত হয়ে গেলো। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানবকেতো চিনতেই পারোনি! এসব ভালোবাসার দাবীতো নিছক ভণ্ডামি ছাড়া আর কিছুই না।
@@liaqathamid4918 Tor nobi Muhammad no 1 bokchod khuni r rapist
হে আল্লাহ তুমি আমাদের তোমার সেরা বান্দা ও মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেরা উম্মত বানিয়ে দাও
Tor nobi Muhammad no 1 bokchod khuni r rapist
Aameen
Alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah
হে আল্লাহ, যত বড় বিপদ আসুক না কেন আপনার রহমত থেকে নিরাশ করবেন না । ধৈর্যের সাথে মোকাবিলা করার রহমত ও তৈফিক দান করেন । আমিন , সুম্মা আমিন ।
আমিন🤲☝️🙏😭
Allahummah Amin...
Amin
আমিন
wahumma Ameen.
কে কে মুসলিম কে কে নামাজ পড়ের আর কে আল্লাহকে বিশ্বাস করেন মাহে রমজানে রোজা রাখেন লাইক দেন আমিন
সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ
Subahan Allah amader sobayke bujar tawfik din
আল্লাহ আমামাকে অনেক পরীক্ষা করেছেন, আমি আল্লাহর গায়েবী সাহায্য পেশেছি,আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সংকট থেকে উূ্বার কররেচন।আল্লাহ আকবার
কিবাবে একটু জানাবেন
বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ার@@mohammadbokther1582
আমি শুনেছি 40 জন মানুষ আমিন বললে নাকি আল্লাহ দোয়া কবুল করেন। আমি আলোর পথের সকল ভাই বোনের কাছে দোয়া চাইছি। আল্লাহ যেন আমার নেক মোকছেদগুলো পুরণ করেন। দয়া করে সকলে বলেন আমিন
আপনার ,এই আমলের বরকতে আল্লাহ যেন আমাদের গায়েব ভাবে সাহায্য করবে, ইনশাআল্লাহ
আমি অনেক ঋণগ্রস্ত এতটাই ঋণগ্রস্ত যে দুনিয়ার সকল রাস্তা আমার জন্য বন্ধ হয়ে গেছে আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোন রাস্তা নাই এখন শুধু আল্লাহ তাআলার ফয়সালার অপেক্ষায় আছি সবাই আমার জন্য দোয়া করবেন😭😭😭
আমারও একই অবস্থা ভাই।দোয়া করবেন,,,
@@LitonKhan-i4p ইনশাল্লাহ 🤲🤲🤲😓
Amin
Same to Same Conditions
ভাই আমারও একই অবস্থা আপনার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন একটা ফয়সালা করে দেয় আপনি আমার জন্য দোয়া করেন ভাই
- পৌঁছে দাও কালেমার দাওয়াত!🌸🌺
🌸 لَا اِلَهَ اِلَّا اللهُ مَحَمَّدُ رَّسُوْلُ الله(ﷺ)__🥰🌺
- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)-🥰🌸
Lailahaillallahu muhammadur Rasool Allah Alhamdulillah Allahuakbar Ameen 🇸🇦
জাযাকাললাহু খাইরান।
আললাহ আপনার ইসলামের দাওয়াত কবুল করুন।
সুরা বাকারার-২৮৬ নং আয়াত
সুরা যুমার -৫৩ নং আয়াত
সুরা ইনশিরা বা আলম নাশরাহ এর -৬ নং আয়াত
সুরা তাওবা এর -৫১ নং আয়াত।
আলহামদুলিল্লাহ নতুন কিছু শিখলাম❤
সুরা তওবার ৪০ আয়াত না। মুসা আ এর আয়াতটি সম্ভবত সুরা ত্বহা তে আছে নাহলে সুরা ক্বাসাসে আছে।।
@@irfansarker 51
@@roksanaroksana7417 1971 e mukti juddher somoy jodi Bangladeshira ei ayat guli abriti korto taholay 30 lakh Bangladeshi 93000 Allahr banda Pak senader dara nihoto hoto na.
@@syamalchatterji801 ji apni ja bolecen shetar answer amr jana nai tobe eta jani shohidi moron jannate jawar poth sohoj kore, shohider kono hishab nea hobe na tara bina hishabe jannat jabe r amader Islam dhormo ta shantir kintu kichu manush er karone islam somporke onk er vul dharona. Amar kono kothay kosto pele khomar drishtite dekhben. Amader dhormo somporke jante chaile Quran er ortho poren r jodi na paren onk scholar ace tader lecture gulo sunben. Allah sobaike khoma koruk amin
@@syamalchatterji801 apni noman alir lecture gulo sunte paren
হে আমার রব আমাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দিন সব সমর আপনার উপর ভরসা রাকার তৌফিক দিন.আমিন আমিন আমিন।
লা- ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
আল্লাহ আমার জন্য যথেষ্ট।
আলহামদুলিল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ আমল,কোরআনী আমল।৫ ওয়াক্ত নামাজ পড়ুন,তাহাজ্জুদ নামাজ আদায় করুন, সব বিপদ মমুক্তি করে দিবেন ইনশাআল্লাহ
হ্যাঁ আমাদের রব আমাদের সবার ধৈর্য শক্তি বাড়িয়ে দিন এবং সব সময় আপনার উপর ভরসা রাখার তৌফিক দান করুন
এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখার তৌফিক দান করুন
Amin Amin Amin summamin Yaa rabbuol alamin
@@zamanakhter795 O❤️💖.
O❤️💖.
O❤️💖.
👉ফ্রিজে পানি রাখলে যেমনি পানি ঠান্ডা হয় তেমনি করে নামাজ পড়লে মন ঠান্ডা হয়ে যায়!🌺🇧🇩🥀
(সুবহানাল্লাহ)🙂👈
আলহামদুলিল্লাহ।।।
আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খইরান।
কে কে মুসলমান হয়ে গর্বিত ❤️❤️
আসসালামু আলাইকুম কিয়ামত সম্পর্কিত স্বপ্ন দেখা বিস্ময়কর ব্যাক্তির আত্মপ্রকাশ।
#আলহমদুলিল্লাহ, আমি বিশ্বাস করি #muhammadqasim সত্যবাদী এবং তার স্বপ্ন সত্য ও আল্লাহর পক্ষ থেকে আসে।
#ইনশাআল্লাহ তিনিই আমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যত নেতা ইমাম আল - মাহদী
Alhamdulilah এই চার ayat ই আমার মুখস্ত
ভাইয়া আয়াত চারটা নং ও সূরার নামগুলো দিবেন পিলিস
@@EshitaRiya-pl5px সূরা ইনশিরাহ - আয়াত - ৫ ও ৬ আর সূরা বাকারাহ - আয়াত - ২৮৫ ও ২৮৬
@@Idontknow-wi9jr ধন্যবাদ অনেক আপনাকে,,,আল্লাহ আপনার মঙ্গল করুক,,,
আলাহামদু লিল্লা সুবহানআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ আপনি মুসলমানদের হেফাজত করুন ❤❤❤❤❤❤
শুখরিয়া আলহামদুলিল্লাহ,যত বারই বিপদে পরেছি,মহান আল্লাহর নিকট সাহায্য চাইতে, পেয়েছি
Allah sob Manus a tomar ibadoth korar jonno kobul Koro Allah....
Subhanallah Alhamdulillah La ilaha illallahu Allahhuakber Allah amader sokolke niomito ei amol korar toufik dan karun Amin
আল্লাহ গো ❤❤
আমি এই আমল করব। ইনশাআল্লাহ
আমার স্বামী বিদেশে গিয়ে কঠিন বিপদে পড়েছিলেন। তারপর তিনি সুরা আল ইনশিরাহ আমল করেন।আল্লাহর রহমতে তিনি দু দিনের মধ্যে ই সুসংবাদ পেয়েছিলেন। অবশ্যই৷ পাঁচ ওয়াক্ত নামায পড়তে হবে। এবং তারপর আমল করতে হবে।
Assalamuyalaikum kivbe amol korsen aktu bolben?
কিবাবে করেছেন একটু জানাবেন
আমি kidney রোগ এ ভুগছি 2 month jabot কিন্তু আমি ALLAH AL MIGHTY R উপর ভরসা রেখেছি Alhamdulillah আমি এখন অনেক সুস্থ 🛐🛐🛐🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻✨🌠😇😇😇
Amin
Alhamdulliah
Alhamdulillah sukhriya Allah u Akbar SobahanAllah MasAllah La ela ha illallqhu mohammadur Rasolollah
আমিন হে আল্লাহ আপনি আমার মনে সকল আশা পুরন করে দেন আমিন ভোলা জিলা থেকে সুনছি
আসসালামু আলাইকুম
জাজাকাল্লাহ খাইরান
হে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সঠিক বুঝ দান করুন আমীন
Masallah
আল্লাহ ভরসা আমার মাওলা আমাকে সাহায্য করবেন।😭🤲🤲
সুবহানাল্লাহ্ আমিন ❤
আমাকে মিথ্যে করে হার চুরির দায়ে ফাঁসি য়েছে সবাই দুয়া করবেন আল্লাহ তায়ালা প্রমান করে দেয় আমিন
ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।
Amin💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹
আমলটি কখন থেকে করবো কয় বার করবো দৈনিক কয় বার করতে হবে জানাবেন হযরত।
আরো এমন ভিডিও দিয়েন আমরা অনেক কিছু সিখতে পারি
Apnaar explanation INCOMPLETE
Allah akbar Allah akbar Allah Akbar Amin
দোয়া করবেন যেন আল্লাহ পাক রাব্বুল আলামীন আমাকে বিপদ থেকে উদ্ধার করেন আমিন আমিন আমিন
আপনার ভিডিও ভালো🙂🙂🙂
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমীন
SubhanAllah Alhamdulillah La Ilaha Illallahu Allahu Akbar.
আমিন আমিন আমিন
ইনশাআল্লাহ । আল্লাহু আকবার
Ami eita shunte jeye kanna korei disi eto tai j koshto asi jni na allah kobe amar sob koshto dur kore dibe😭😭😭😭😭
Thanks a lot 😊😊😊
Amin Amin Amin
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নতুন কিছু শিখলাম
In Sha Allah
এরকম ইসলামিক ভিডিও দেওয়ার জন্যে আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দিক ইনশাআল্লাহ
Allah rohom korok apnar upor .
Amin
I❤ Allah 😊
Yes 👍 informative Masaallah tabarakallahhh 🤲🏻
আমিন আমিন আমিন ❤️❤️❤️❤️❤️
Quite an insightful and eye-opening lecture. May Allah grant us all a life of ease and piety. Ameen
হে আল্লাহ আমি অনেক কষ্টতে আছি আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে মুক্ত করুন আল্লাহ তুমি আমার পরিবারকে রক্ষা করো আল্লাহ তৌফিক দান করুন আমিন
Ami apnar Jonno Allah kase doyakori
নিশ্চয়ই কষ্টের পরেই সুখ আছে l
Àmin Amin summa Amin subahanalllah mashallah alhamdulillah ❤❤❤❤❤
সুবহানআল্লাহ ❤❤❤
SubhanAllah
Alhamdulillah masallah
Amin 🤲😭😭😭
আললাহ আমার মনের আশা পুরন করলে আমি আমার গ্রামের মানু৷ ষেরে গরু জবাই করে খাওয়া মু আমিন
শুকরিয়া জাযাকাল্লাহ
Bismillahi SOK RAN SUB HAN ALLAAH.......@ amin.......
সবাই শুনো আল্লাহ তায়ালা আমাকে গায়েবি সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর কাছে চান আল্লাহ তায়ালা কাহারো হাত খালি ফিরিয়ে দেন না।
সুবহানাল্লাহ ☝️🤲🕌🕋
Allah 🤲😭😭😭
Jazakhallher khaer. Allah borosha
কথা গূলো সুন্দর হরে হরে মহাদেব ভারত থেকে
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
Mashallah Mashallah Mashallah
Allah amar samir moddhe amar mil koriye dao.amar sami jeno amake aise niye jai.amin😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Ashalualikum, Ami akjon papi manus, namaj porina, ruja rakhi na, kharp rastai choli, kinto Allah ke Ami bishas kori. Ami prothom iyat ti
Pore Ami akdin Er vitor fol peiesi !!!!Tai sobar jonno share korlam.
সুরা ইনশিরা বা আলম নাশরাহ এর -৬ নং আয়াত, সুরা বাকারার-২৮৬ নং আয়াত, সুরা যুমার -৫৩ নং আয়াত, সুরা তাওবা এর -৪০ নং আয়াত।
5:10
Don't know why Huzur had to spend 15 minutes while you have done the job in less than one minute. Thanks a lot for simplifying the issue❤
@@RimZimBrishtiHe has told us full ayat with 4 ayat's meaning and explanation. Can't you see that? If he does not give us explanation then how we would know that where and in which situation these sura should be applied.
@@kanizfatemachoudhury4303tv
❤
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
আল্লাহ ভরসা
হুজুর আমার চার মাসের মেয়ে ফাতিমা নয় রোযায় মারা গেছে। আমার ওর জন্য খুব কষ্ট পাই। ও মারা যাওয়ার পর আমি ধৈর্য ধারন করেছি। কিন্তু দিন যাচ্ছে আর বুকটা ছটফট করে। আমি আল্লাহকে এমন কিছু বলিনি এমন কিছু করিনি যাতে আল্লাহ নারাজ হয়।আর আমার বড় ছেলেটা কথা বুঝে ও না বলতে ও পারে না । খেতে পারে বাথরুমের কথা বলতে পারে না।আবার আমার সন্তান হবে কিনা জানি না। আমার স্বামীর সমস্যা ছিল। তাও অলৌকিক ভাবে আল্লাহ আমার মেয়েকে পেটে দিয়েছিল। আবার নিয়েও গেছে।আমার খুব একা লাগে কখনো মা ডাক শুনতে পারব কিনা। চার মাস জান্নাতের সুখ পেয়ে আজ আমি এত অসহায়। ভাই আমার জন্য সাত্বনার কোনো ভিডিও দিয়েন। আর দোয়া করবেন যেন আল্লাহ আমার কলিজা ঠান্ডা করেন
ওয়ালাইকুম আসসালামু
سبحان الله الحمد الله شكران