জেব্রা ফিঞ্চ পাখি পালন পদ্ধতি | Zebra Finch Rearing Bangla | Finch Pakhi Palon | Finch Pakhir Dam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • জেব্রা ফিঞ্চ পাখি পালন পদ্ধতি | Zebra Finch Rearing Bangla | Finch Pakhi Palon | Finch Pakhir Dam
    বাহারি রঙের জেব্রা ফিঞ্চ পোষা পাখির জগতের সবচেয়ে ছোট পাখি। পাখিটির মজার চঞ্চলতা আর শীষ দিয়ে ডাকাডাকি যে কারো মনকে প্রশান্ত করবে।
    গ্ৰো লাইফের এবারের এপিসোড এ থাকছে কিভাবে জেব্রা ফিঞ্চ পাখি পালন করতে হয় । কিভাবে জেব্রা ফিঞ্চ পাখির ব্রিডিং করাতে হয় এরা কত দিন বয়সে ডিম বাচ্চা করে এবং কিভাবে ফিঞ্চ পাখির খাদ্য তৈরি করতে হয় । আর সাথে জানবেন আপনি যদি একজোড়া জেব্রা ফিঞ্চ কিনতে চান তবে কত টাকা দাম পড়বে আর এদের একটা নতুন সেট আপ তৈরি করতে কেমন খরচ হতে পারে।
    জেব্রা ফিন্স পাখি প্রায় ৪ ইঞ্চি থেকে ৫ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। পাখিগুলোর গড় ওজন 10 থেকে 12 গ্রাম জাত ভেদে এরা বিভিন্ন রঙের হতে পারে। বেশিরভাগ জেব্রা ফিঞ্চ পাখি দেখতে এরকম কয়েকটি কালারের মিশ্রণের হতে দেখা যায়। এদের শরীরে সাদা কালো দাগ থাকে বলে এদের নামকরণ করা হয়েছে জেব্রা ফিঞ্চ। জেব্রা ফিঞ্চ পাখির জনপ্রিয় জাতগুলোর মধ্যে রয়েছে জেব্রা ফিঞ্চ পাখির মধ্যে সাধারণত দুইটি কালার বেশি দেখা যায় একটি হলো পুরোপুরি সাদা কালার আরেকটি হলো সাদা-কালো ডোরাকাটা কালারের জেব্রা ফিঞ্চ।
    এবার আসুন জেনে নেই জেব্রা ফিঞ্চ পাখি পালন পদ্ধতি
    ফিঞ্চ পাখি পালন করতে হলে প্রথমেই আপনার প্রয়োজন হবে একটি খাঁচা। সাধারণভাবে জেব্রা ফিঞ্চ খুব একটা মারামারি করেনা তাই কয়েক জোড়া পাখি একসাথে রাখা যায়। ফিঞ্চ এর জন্য ব্যবহৃত খাতা সর্বনিম্ন সাইজ হচ্ছে 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি। এরকম একটি খাচায় আপনি 3 থেকে 4 জোড়া ফিনস রাখতে পারবেন।তবে ব্রিডিংয়ের জন্য পালন করলে আলাদা আলাদা খাচায় পালন করাই ভালো হবে। আবার আপনি চাইলে বাজিগারের জন্য ব্যবহৃত 18/12 সাইজের খাঁচাতে জেব্রা ফিঞ্চ পাল্টা পারবেন। এখানেও পাখির ব্রিডিং করাতে পারবেন। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে বড় সাইজের খাঁচা দিয়ে কয়েক জোড়া একসাথে পালন করা। এতে পাখিগুলো ওড়ার জন্য অতিরিক্ত জায়গা পায়। আপনি যদি ফিঞ্চ পাখির জন্য 18/18 সাইজের একটা খাঁচা কিনতে চান। তবে প্রতিটি খাঁচার দাম পড়বে 400 থেকে 600 টাকার মধ্যে। অন্যদিকে 18/12 সাইজের খাঁচা কিনতে চাইলে দাম পড়বে আড়াইশো থেকে 400 টাকার মধ্যে। খাঁচার পাশাপাশি ফিঞ্চ পাখি পালন করতে আপনার প্রয়োজন হবে একটা খাবারের পাত্র একটা পানির পাত্র এবং পাখির ডিম পাড়ার জন্য একটা নেস্টিং বক্সের। তাছাড়া জেব্রা ফিঞ্চ পালন করলে পাখির খাঁচার পানি প্রতিদিন পরিবর্তন করে দিতে হবে। সপ্তাহে কমপক্ষে দুইবার খাঁচা পরিষ্কার করতে হবে। এই নিয়মগুলো মেনে ফিঞ্চ পাখি পালন করলে আপনার ফিনস গুলো সব সময় সুস্থ সবল থাকবে।
    ফিঞ্চ পাখির ব্রীডিং সম্পর্কে জেনে নেয়া যাক
    বিডিং এর জন্য পালন করলে খাঁচায় একজোড়া করে পাখি পালন করা ভালো। তবে কয়েক জোড়া পাখি ও আপনি একসাথে পালন করতে পারেন এবং ওদের থেকে ডিম বাচ্চা উৎপাদন করাতে পারেন।
    ১। ফিঞ্চ পাখির বয়স যখন ছয় থেকে আট মাস তখন এদের প্রজননের সবচাইতে উপযুক্ত সময়।
    ২। জেব্রা ফিঞ্চ পাখির বাসা তৈরি করার জন্য বাঁশের তৈরি ঝুড়ি হল আদর্শ। তবে ফিঞ্চ পাখি কে আপনি মাটির মটকা তে অথবা প্লাস্টিকের মটকা তে, অথবা ব্রীডিং বক্স এ বাসা তৈরি করতে দিতে পারেন। জেব্রা ফিঞ্চের ঝুড়ির মধ্যে বাসা তৈরির জন্য শুকনো ঘাস নারিকেলের খোসা ইত্যাদির প্রয়োজন হয়। সঠিকভাবে পাখিগুলোর ব্রিডিংয়ের জন্য এদের খাঁচা গুলো একটু নিরিবিলি পরিবেশে রাখতে হয়।
    ৩। বাসা বানানো হয়ে গেলে স্ত্রী পাখি উক্ত বাসার মধ্যে ৫-৬ টি ডিম পাড়ে। এই পাখির ডিম থেকে বাচ্চা বের হতে ১২ থেকে ১৩ দিন সময় লাগে। বেঙ্গলি ফিঞ্চ পাখির বাচ্চা গুলো মোটামুটি এক মাস বয়সে নিজে থেকে খাবার খেতে পারে এবং উঠতে শিখে।
    সঠিক নিয়েমে যত্ন করলে ও পরিচর্যা করলে বেঙ্গলি ফিঞ্চ পাখি 5 থেকে 6 বছর বাঁচে। বেঙ্গলি ফিঞ্চ পাখি প্রায় ৪ বছর বয়স অবধি প্রজনন করতে সক্ষম।
    জেব্রা ফিঞ্চ পাখির খাদ্য
    ১। ফিঞ্চ পাখিকে সাধারনত ছোট দানাদার খাদ্য খেতে দেয়া হয়। গরে এক জোড়া পাখি মাসে ২০০ থেকে ৩০০ গ্রাম খাবার খায়। প্রতি কেজি খাবারের মূল্য 80 থেকে 120 টাকা। ফিঞ্চ পাখির জন্য পাঁচ কেজি খাবার তৈরীর একটা তালিকা এখানে তুলে ধরা হলো।
    ৫ কেজি খাবার তৈরি
    চিনা ২.৫ কেজি
    কাউন ১.৫ কেজি
    ক্যানারি ৫০০ গ্ৰাম
    গুজিতিল ২০০ গ্ৰাম
    পোলাউ ধান ২৫০ গ্ৰাম
    সরিষা ৫০ গ্ৰাম
    ৩। শাক সবজির মধ্যে বরবটি এবং সবুজ শাক মাঝে মধ্যে পাখিকে খেতে দেয়া যেতে পারে। সজনে পাতা কলমি শাক পালং শাক ডাটা শাক ধনিয়া পাতা এগুলো মাঝে মাঝে পাখিকে দিতে হয়। তাছাড়া বিভিন্ন পাখি বিভিন্ন শাক সবজি বেশি পছন্দ করে আপনি যদি কমন কোন কিছু সম্পর্কে জানতে চান যেটা সব পাখি খাবে সে ক্ষেত্রে বলতে হবে দূর্বাঘাসের কথা কারণ দূর্বাঘাস সব ধরনের পাখি খুব পছন্দ করে খায়।
    ৪। ফিঞ্চ পাখির খাঁচার মধ্যে খাবারের সঙ্গে সঙ্গে একটা সমুদ্রের ফেনা Cuttle fish bond এর টুকরা দিতে পারেন। যা থেকে ক্যালসিয়াম, ফদফরাস ইত্যাদি মিনারেলস পাওয়া যায়।
    এবার আসুন জেনে নেই জেব্রা ফিঞ্চ পাখির দাম কত।

ความคิดเห็น • 150

  • @growlife
    @growlife  ปีที่แล้ว +11

    আপনার পাখিকে দ্রুত ডিম বাচ্চা করাতে আমাদের কাছ থেকে ব্রিডিং ফর্মুলা মেনে তৈরি খাবার কিনতে পারবেন।
    আমার সাথে যোগাযোগে Grow Life Official ফেসবুক পেইজ এ যোগাযোগ করুন
    facebook.com/profile.php?id=100092738077707

    • @sadiaislam2680
      @sadiaislam2680 ปีที่แล้ว

      Vaiya face book a knock diyaci reply Dan na kno

    • @sadiaislam2680
      @sadiaislam2680 ปีที่แล้ว +1

      I'd name :sharmin Islam Suma

  • @Petsloveranshu
    @Petsloveranshu 2 ปีที่แล้ว +12

    ধন্যবাদ ভাইয়া ভিডিওটি দেখে খুব ভালো লাগলো ‌

  • @debrajmallick701
    @debrajmallick701 2 ปีที่แล้ว +4

    দাদা আপনি খুব সুন্দর ভাবে পালন পদ্ধতি বুঝিয়ে ছেন এককথায় অসাধারণ । আমি জেব্রা ফিঞ্চ phakhi খুব পছন্দ করি । খুব শীগ্রই আমিও একজোড়া পাখি পুষবো,অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে । Love you dada 💮🌷💐🥀🌺🌹♥️♥️♥️♥️😍😍🙂🙂👍👍👏👏🇮🇳

  • @arifhobbyvlogs825
    @arifhobbyvlogs825 2 ปีที่แล้ว +6

    আমারও এই ফিঞ্চ পাখি আছে

  • @kanijfatema6240
    @kanijfatema6240 2 ปีที่แล้ว +7

    খুব সুন্দর ❤️

  • @shahariarkhansomrat6922
    @shahariarkhansomrat6922 2 ปีที่แล้ว +3

    খুব সুন্দর আপনার প্রতিবেদন

    • @dola718
      @dola718 2 ปีที่แล้ว

      A@raG

  • @bappamondal4101
    @bappamondal4101 2 ปีที่แล้ว +3

    I am a fast view

  • @animalworldbd7605
    @animalworldbd7605 2 ปีที่แล้ว +1

    Wonderful idea share about Finch Birds ... 👌👌🔔

  • @sumaiyamehjabin2064
    @sumaiyamehjabin2064 7 หลายเดือนก่อน

    Thank you for your details information about birds❤❤

  • @teamaslam2054
    @teamaslam2054 5 หลายเดือนก่อน

    Darun dada

  • @rashmisaraf187
    @rashmisaraf187 2 ปีที่แล้ว +3

    Very good👍😊

  • @Mybirdsmylove
    @Mybirdsmylove ปีที่แล้ว +1

    Thanks sir 🙏 for your valuable information

  • @draw_withSankha
    @draw_withSankha 2 ปีที่แล้ว +3

    Khub bhalo information diecho bhaiya.... Please amai pin 📌 kore dao

  • @mdnahidhasan-bb9fl
    @mdnahidhasan-bb9fl 2 ปีที่แล้ว +13

    ভাই আপনি যে ডিম পারার পাত্র দিছেন,,সেগলা কোথায় পাওয়া যায়

  • @barnalisantra2511
    @barnalisantra2511 2 ปีที่แล้ว +4

    Love birds palon video banan

  • @Yourchoice950
    @Yourchoice950 ปีที่แล้ว +1

    ভাইয়া শীত কালে পাখিকে শীত থেকে বাঁচাতে কী লাইট ব্যবহার করতে হবে

  • @subhankar4114
    @subhankar4114 ปีที่แล้ว

    ভাই তুমি পাখি লুভ

  • @md.mehedihasan9292
    @md.mehedihasan9292 2 ปีที่แล้ว +1

    Thanks bro 💙☺️

  • @swapandvlogs5305
    @swapandvlogs5305 ปีที่แล้ว

    ধন্যবাদ 🙏

  • @MdmuktarHosain-le8qh
    @MdmuktarHosain-le8qh 2 หลายเดือนก่อน

    ফিন্স পাখি একবার বাচ্চা দেওয়ার পরে পূনরায় ডিম দেওয়ার আগে কি হাড়ির খড় কুঠা পরিস্কার করে নতুন করে দিতে হবে নাকি আগের গুলো থাকবে?

  • @ASMR-xq3fb
    @ASMR-xq3fb 2 ปีที่แล้ว +2

    Hi

  • @anikhossain2882
    @anikhossain2882 2 ปีที่แล้ว +3

    Vai amr 2 jor fins. Bt dim dawar por baccha o fute kintu baccha 1-2 din por mara jay

  • @albertbasak5628
    @albertbasak5628 2 ปีที่แล้ว +3

    Make videos on Dove birds

  • @nuruzzamankhan6621
    @nuruzzamankhan6621 ปีที่แล้ว

    বিউটিফুল ভাই এগুলো কোথায় পাওয়া যাবে প্লিজ প্লিজ

  • @lifeisdynamite2533
    @lifeisdynamite2533 2 ปีที่แล้ว +1

    Bhiya 20/16 sizer cage koto jora finch pakhi rakhte parbo??

  • @mdnaim-zv6bv
    @mdnaim-zv6bv 2 ปีที่แล้ว

    ধন্যবাদ

  • @Alexjacks1912
    @Alexjacks1912 ปีที่แล้ว

    Niccc

  • @tanjimnishatshakib4126
    @tanjimnishatshakib4126 2 ปีที่แล้ว +5

    ভাই আমার এক জোড়া ফিঞ্চ পাখি আছে, সেগুলো ডিম বাচ্চা করে কিন্তু বাচ্চা মেরে ফেলে, বিষয় কি ভাই একটু বিস্তারিত বইলেন।

    • @khandakarkhandakar9727
      @khandakarkhandakar9727 2 ปีที่แล้ว

      Niribili rakthe hobe

    • @GuppyLovers00
      @GuppyLovers00 ปีที่แล้ว

      Calcium khaowan calcium ar ghatti thakla amon hoy ar khabar pani thik moton dan ar soft food den tader jano bacca der khawate pare.? Soft food online a dakha niyan

  • @taniagalib2294
    @taniagalib2294 2 ปีที่แล้ว +3

    Amr fince baby 1 mas boyos, ma abar dim diyecha tai baby alada kore diyeci, baby urte pare, akhn baby r joro hoye bose thake r ga o fuliye thake, oder ki thanda legecha, bt thandar osudh to diyeci, baby ra ki sudto acha bujhtecina, ki korbo

  • @blacknff9916
    @blacknff9916 2 ปีที่แล้ว +4

    😊

  • @gopaldas1481
    @gopaldas1481 ปีที่แล้ว

    Dada finch pakhi k boil rice, boil egg, tarka dal vijiae khaote parbo?

  • @foodhouse011
    @foodhouse011 2 ปีที่แล้ว +26

    ভাইয়া আমার ফিনস পাখী ডিম দেয় কিনতু বাচ্চা ফোটে না,তাহলে এখন কি করতে হবে যদি একটু জানাতেন।উপকার হতো।

    • @hmalaminhossain6590
      @hmalaminhossain6590 2 ปีที่แล้ว +5

      ভিটামিন ঘার্তি থাকার কারণে ডুমে তা দেয় না

    • @jabearrahaman7037
      @jabearrahaman7037 2 ปีที่แล้ว +3

      Amader o tai

    • @souravdas8280
      @souravdas8280 2 ปีที่แล้ว

      Thik ta di6e kina dakho.vitamin gharti r noile calcium gharti r ki6e noi

    • @SakibulHasan7IPL
      @SakibulHasan7IPL ปีที่แล้ว

      ফ্রেঞ্চকে সবটাই দু'বার ক্যালসিয়াম দেবা এবং ডিমের খোলা দেবো এবং ভিমরাল নামের একটি ওষুধ কিনে জলের সঙ্গে মিশিয়ে দেওয়া এক সপ্তাহের মধ্যে ব্রিডিং ভালো হবে।

    • @suparnaacharya380
      @suparnaacharya380 ปีที่แล้ว +2

      Good morning my sweet sir

  • @Football-EDITZ.707
    @Football-EDITZ.707 2 ปีที่แล้ว +6

    ভাই আমার বাজরিগার পাখি ডিম দেয় না কি করতে পারি🤨

    • @rasikroy570
      @rasikroy570 2 ปีที่แล้ว +1

      Vitamin crosh koran

    • @babubhangi4637
      @babubhangi4637 2 ปีที่แล้ว

      রিকোভিট সিরাপ খাওয়াতে হবে 100গ্রাম জলে 6ফোটা তিনদিন

    • @hmalaminhossain6590
      @hmalaminhossain6590 2 ปีที่แล้ว

      E-sel khowan

    • @PETERPARKER-ro9jk
      @PETERPARKER-ro9jk 2 ปีที่แล้ว

      Khola akashe mukto kore uriye din ....

  • @AbdulSamadImran-m1s
    @AbdulSamadImran-m1s 10 หลายเดือนก่อน

    💚💙👍

  • @nasimaakhter7613
    @nasimaakhter7613 2 ปีที่แล้ว +2

    Amar finch pakhi chilo Mara gese

  • @unbeatable1165
    @unbeatable1165 2 ปีที่แล้ว +2

    18/24 khacay 3/4 pair pala jabe?
    Jodi new adult pakhi kine alada rekhe pakhi jora dei tahole breeding possible?

    • @growlife
      @growlife  2 ปีที่แล้ว

      জি

    • @tajwerratno8337
      @tajwerratno8337 2 ปีที่แล้ว

      @@growlife ভাই আমার ফিন্স পাখি ডিম দিছে তিনটি কিন্তু ৪ দিন তাপ দেওয়ার পর এখন তাপ দেয় না কি করব

  • @DedPerson_
    @DedPerson_ 2 ปีที่แล้ว +3

    Chaad e kivabe khorgosh palbo ? Kak to khorgosh niye nibe , biral o to niye nibe .

  • @arminislam6885
    @arminislam6885 2 ปีที่แล้ว +2

    আমার ২ জোড়া আছে

  • @sumaiyatabassum8983
    @sumaiyatabassum8983 ปีที่แล้ว

    Amar kase ak jora finch pakhi ache,,meye pakhir boyos besi,,kono prblm hbe ki breeding a?

  • @DishaSamanta-uc4vx
    @DishaSamanta-uc4vx 17 วันที่ผ่านมา

    কী সরসা দিতে হবে যেই সরসায় রান্না হয়

  • @nurunnesa7673
    @nurunnesa7673 10 หลายเดือนก่อน

    ভাইয়া আমি কি নিজের রুমের মধ্যে একজোড়া পাখি পালতে পারব? সেক্ষেত্রে খাঁচার মাপটা একটু বলুন প্লিজ আর ১কেজি খাবার বানাতে উপকরণ খুলো কতটুকু ব্যবহার করব?

  • @joydutta7420
    @joydutta7420 ปีที่แล้ว

    Amar fince gulu dim a ektu taa dey abar berhoye ase...ei dim gula ki futbe??

  • @mdtarak7679
    @mdtarak7679 2 ปีที่แล้ว +2

    আমার ফিঞ্চ পাখি গোলা ডিম নস্ট করে পেলে ভাই একটা সমাধান দেন

  • @nasimaakhter7613
    @nasimaakhter7613 2 ปีที่แล้ว +2

    Amar finch pakhi dim perechilo

  • @smsumon5191
    @smsumon5191 2 ปีที่แล้ว +2

    ভাইয়া ফ্রিন্সের বাচ্চার বয়স কত দিন হলে তাদের মা-বাবার কাছ থেকে আলাদা করে দিতে হয়?

    • @growlife
      @growlife  2 ปีที่แล้ว +1

      40-50 দিন

  • @mddulal9995
    @mddulal9995 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশে কি কাকাতুয়া পাখির খামার নাই

  • @fazlepromax4362
    @fazlepromax4362 2 ปีที่แล้ว +3

    Love bird er dim parar lokkhon ki?

  • @mdrobi9378
    @mdrobi9378 ปีที่แล้ว

    Vai amar prince ase ak jora kintu ora dim pare ar ora nijei sei dim nosto kore ar upay ki bole den plz 🙏🙏

  • @goutamdas4027
    @goutamdas4027 ปีที่แล้ว

    Plastick er khacha te posajebe janaben

  • @chandanpal8749
    @chandanpal8749 2 ปีที่แล้ว +2

    Dada amar ja pakhi ache 150taka kore bachi kolkata te

  • @sandipkumarsaha3184
    @sandipkumarsaha3184 ปีที่แล้ว

    120 taka jora kolkata te..amader ekhane..zebra finche

  • @akashhossen5633
    @akashhossen5633 2 ปีที่แล้ว +2

    ভাই আমার বাসা পাবনাতে ৫ জোড়া ফিন্স পাখি কিনছি। ডিম পাড়া পাখি ২৫০ টাকা জোড়া

    • @abdullahalmamun-mz3ix
      @abdullahalmamun-mz3ix 2 ปีที่แล้ว

      আমাকে এক জোরা দিতে পারবেন আমার বাড়ি পাবনা

  • @ibrahimkholil7319
    @ibrahimkholil7319 2 ปีที่แล้ว +1

    Bahi amar zebra finch 1 ta dim pare khaye feleche Abar 2 ta parse

  • @sahin_official__30
    @sahin_official__30 ปีที่แล้ว

    ফিঞ্চ পাখি আর বাজরিগার পাখি এক সাথে রাখলে কী হবে

  • @Shiblu57Ahmed
    @Shiblu57Ahmed 8 หลายเดือนก่อน

    ভাই পাখি হারিতে বসে না কেন plz reply dan 😢

  • @ujjalmandal8245
    @ujjalmandal8245 2 ปีที่แล้ว +1

    কৃমির জন্য কী দিতে হবে প্রিন্স পাখিকে নেচরাল কিছু।

  • @suraboddinmullick5540
    @suraboddinmullick5540 ปีที่แล้ว

    Op

  • @zxcreation396
    @zxcreation396 ปีที่แล้ว

    Amar finch pakhi aj ekta dim diechilo kintu amar white finch dim phatiye diache ebar ki se kalke dim debe

  • @miralam3679
    @miralam3679 2 ปีที่แล้ว +2

    400-1000tk my friend bought,he lived in Bangladesh.

  • @ahmedtanveerafrooz6814
    @ahmedtanveerafrooz6814 ปีที่แล้ว

    May I know how to take care of this birds in winter and their's possible sickness?

  • @MehediHassan-cg3jz
    @MehediHassan-cg3jz ปีที่แล้ว

    ভাইয়া আমার পাখি ডিম পাড়ে কিন্তু বাচ্চা হয় না ডিমে তা দেয় ঠিক মতো আমি কি করতে পারি বলবেন একটু

  • @mdmasumbullah3124
    @mdmasumbullah3124 หลายเดือนก่อน

    ভাইজান আপনি যে বাসায় তুলোর মত দেখতে কি যেন দিয়েছেন, তা দিলে হবে না.?

    • @growlife
      @growlife  หลายเดือนก่อน

      কিছু খরকুটো দিলেই হবে।
      আমাদের কাছে সব ধরনের পাখির পাখির ব্রিডিং ফর্মুলা মেনে তৈরি খাবার প্যাকেজ আছে যেটা পাখিকে দ্রুত ডিম বাচ্চা করাতে সহায়ক এটা খাইয়ে দেখতে পারেন
      01915970801
      এটা হোয়াটসঅ্যাপ ও ফোন নম্বর
      আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজে মেসেজ করুন facebook.com/profile.php?id=100092738077707

  • @ngknishan7301
    @ngknishan7301 2 ปีที่แล้ว +1

    ,,,🥰🦜🥀,,,
    ,, ভাইয়া ফিঞ্চ পাখির খাবার কি বাজিগর পাখির খাওয়ানো যাবে আপনি যেটা লিস্ট করেছেন,,প্লিজ রিপ্লাই দিয়েন ভাইয়া,,👏,,

  • @tahajidahmed3935
    @tahajidahmed3935 2 ปีที่แล้ว

    Vhai 1 jora pakhi kine palte thakle ki baccha dibe nh?

  • @AbuBakkar-xx6vh
    @AbuBakkar-xx6vh 3 หลายเดือนก่อน

    পিনস

  • @davidthevampire5787
    @davidthevampire5787 2 ปีที่แล้ว

    Video gulo kothay theke collect korsen @growlife

  • @muhammadnaeemmunsi6834
    @muhammadnaeemmunsi6834 2 ปีที่แล้ว +1

    ডিম পাড়ার জন্য শুধু হাড়ি দিলেই হয় কোন প্রকার খোসা দেওয়া লাগে না

  • @Pratikthebirdlover
    @Pratikthebirdlover ปีที่แล้ว

    ভারতের কলকাতায় জেব্রা ফিঞ্চ এর এডাল জোড়ার দাম 300 থেকে 400 রুপি

  • @zidan936
    @zidan936 ปีที่แล้ว

    12 Bai 12 saijer khachay ki breeding hoy

  • @subhojitlaha2603
    @subhojitlaha2603 2 ปีที่แล้ว +3

    Max 200 taka pair a bikri hoy INDIA te

  • @sumanmaity3800
    @sumanmaity3800 2 ปีที่แล้ว +2

    kolkatai finch 250-350 taka pair

  • @Mdrasel-gl3qu
    @Mdrasel-gl3qu 2 ปีที่แล้ว

    MdRasel

  • @aminurrahman0000
    @aminurrahman0000 ปีที่แล้ว

    ভাইয়া আমার পাখির একটু সমস্যা হয়েছে কি করবো

  • @birdsloverofrittik6439
    @birdsloverofrittik6439 ปีที่แล้ว

    দাদা ফিঞ্চ পাখীর বাসা থেকে কিভাবে পিঁপড়ে তারাবো বা মারবো একটু জানাবেন প্লিজ প্লিজ প্লিজ

  • @mahfujajahanontora6791
    @mahfujajahanontora6791 2 ปีที่แล้ว

    Bortoman price koto vaia apni ki becen

  • @farhansk-rm7bl
    @farhansk-rm7bl ปีที่แล้ว +1

    Ami Zebra finch 40₹ takai sell kori

    • @Humayra.mukan_
      @Humayra.mukan_ 6 หลายเดือนก่อน

      আপনার বাসা কই

    • @akashdey1518
      @akashdey1518 6 หลายเดือนก่อน

      Amar lagbe

  • @tanmoydey6023
    @tanmoydey6023 2 ปีที่แล้ว +1

    Kolkatay 300

  • @mdashrafulislam2311
    @mdashrafulislam2311 2 ปีที่แล้ว

    [sada finch pakhi] kivabe nor madi cina jai

  • @Mehbuba9621
    @Mehbuba9621 2 หลายเดือนก่อน

    আমি একটা পাখি কিনতে চাই। তা কি সম্ভব হবে????please reply দিবেন আমার বাসায় একটা পাখি এসেছে। আমি পাখিটাকে পুষতে চাই। দয়া করে আমার উত্তর দিন। আমি আর একটা পাখি পেলে বড় একটা খাঁচা কিনব।
    মাত্র পাখিটিকে পেলাম। যত তাড়াতাড়ি উত্তর দিবেন আমি তত তাড়াতাড়ি উপকৃত হব। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mdsohagsohag1470
    @mdsohagsohag1470 11 หลายเดือนก่อน

    ভাই দাম কতো এক জোড়স

  • @surabuddingazi3791
    @surabuddingazi3791 10 หลายเดือนก่อน

    Ai gulo kolkatai 200taka jora

  • @souravpanda3550
    @souravpanda3550 ปีที่แล้ว

    Kolkatay 150 taka vhi

  • @Noobgaming-yz2lm
    @Noobgaming-yz2lm ปีที่แล้ว

    দাদা আপনর বাড়ি কথায়

  • @rokidevnat8884
    @rokidevnat8884 ปีที่แล้ว

    Bardhaman Zebra feeding Pakhi 140 taka Jora

  • @fazlepromax4362
    @fazlepromax4362 2 ปีที่แล้ว +2

    Bhai Tiger muhki price please

  • @hottv4444
    @hottv4444 2 ปีที่แล้ว +2

    ভালো লাগছে খুব

  • @rajatkr.mondal4106
    @rajatkr.mondal4106 2 ปีที่แล้ว +1

    ভাই পাখি ডিম পাড়ছে কিন্তু বাচ্চা ফুটছে না।সব ডিম নষ্ট হয়ে যাচ্ছে।কী করবো?😭😭😭

  • @mdarfinahmed468
    @mdarfinahmed468 2 ปีที่แล้ว +2

    Vai nibo kothay pabo plz bolen

    • @growlife
      @growlife  2 ปีที่แล้ว

      আপনার এলাকাতে যে কোন পাখির দোকানেই পাবেন।

    • @miralam3679
      @miralam3679 2 ปีที่แล้ว

      @@growlife wrong price

    • @miralam3679
      @miralam3679 2 ปีที่แล้ว

      @@growlife I'm not Bangladesh.i'm from Nottingham in England but friend lived in Bangladesh and he bought zebra finches at 400 to 1000tk

  • @mahakal6045
    @mahakal6045 2 ปีที่แล้ว

    Dada ami kolkata thake zabra frinch 200 takay kina6i

  • @SoumyajitMaiti4
    @SoumyajitMaiti4 ปีที่แล้ว

    এই বাঁশের ঝুড়ি গুলোর নাম কী

  • @nasirmall9863
    @nasirmall9863 2 ปีที่แล้ว +1

    লাগবে আমার আছে নাকি ভাই

  • @papayabiswas9977
    @papayabiswas9977 ปีที่แล้ว

    Hi I am picklu fom india amir kache fridge onli 200/-rs jora

  • @SaifulIslam-lq2zb
    @SaifulIslam-lq2zb ปีที่แล้ว

    আমার ফ্রিঞ্চ পাখি ডিম দিচ্ছে না অনেক দিন হলো

  • @MdMazharul-by5ph
    @MdMazharul-by5ph 2 ปีที่แล้ว +3

    Price koto

  • @mdmukta8743
    @mdmukta8743 2 ปีที่แล้ว

    Y

  • @bapanhalder1646
    @bapanhalder1646 2 ปีที่แล้ว

    এই পাখিটা আমি কিনতে চাই কেমন দাম

  • @gopaldonmondal3333
    @gopaldonmondal3333 2 ปีที่แล้ว +2

    Amar ka6e aii 250 taka jora debo..

  • @unicclassicbandshyamnagar5781
    @unicclassicbandshyamnagar5781 2 ปีที่แล้ว +1

    Amdr akn a 200 taka jora india te😅😅😅😅😅

  • @mustakimsojide3047
    @mustakimsojide3047 ปีที่แล้ว

    বাই আপনার নামবার টাকি দেউয়া ঝাবে

  • @gyygcycvu7890
    @gyygcycvu7890 ปีที่แล้ว

    Amar finch egg dayna