কদমবনে বৃষ্টি | Kodom Bone Bristy | Ziaul Faruq Apurba | Sabila Nur | Masrikul Alam | Eid Natok

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @chandanabanik3562
    @chandanabanik3562 ปีที่แล้ว +134

    অবশেষে অপেক্ষার অবসান হলো.... অসাধারন হবে অবশ্যই ❤❤❤ স্ত্রী প্রতি স্বামীর সহমর্মিতা সত্যি খুব ভালো লাগলো... গল্প, সংলাপ পরিচালনা এবং অপুর্ব সাবিলা নূরের অভিনয় অতুলনীয় ❤❤❤

    • @MehediHasan-gf8eb
      @MehediHasan-gf8eb ปีที่แล้ว +1

      Amar allhar bisho nobi shundor ibadot shundor proteekta Amol pochondo korto alhamdulilla

  • @jannatulmawa6844
    @jannatulmawa6844 ปีที่แล้ว +44

    অসাধারণ একটা নাটক,স্ত্রীর প্রতি স্বামীর এত ভালোবাসা সত্যি মুগ্ধ করেছে,স্ত্রীর কঠিন সময়ে তার পাশে খুব কম স্বামী থাকে।

  • @asikkazi
    @asikkazi ปีที่แล้ว +38

    একটাই কষ্ট যে নাটক দেখলে মানুষ কিছু শিখতে পারবে। সেই নাটকগুলো কিছু কিছু লোকেরা এড়িয়ে যায়। তারা শুধু ফানি নাটক পছন্দ। এই নাটকটার সাথে কত মানুষের জীবনের মিল রয়েছে। অপূর্ব ভাইয়াকে অনেক ধন্যবাদ এত ভালো একটা নাটক উপহার দেয়ার জন্য।

  • @halimaislam6383
    @halimaislam6383 ปีที่แล้ว +667

    আমার ও বিয়ে হয়েছে ১০বছর হয়েছে কিন্তু আল্লাহ এখনো কোনো সন্তান দেননি শুধু আমার স্বামী টা ভালো বলে এখনো সংসার টা টিকে আছে সে কখনই কোনো কিছু নিয়ে আমাকে কিছু বলে না । আমার শাশুড়ি ননদ জা এরা অনেক চেষ্টা করেছে আমার স্বামী কে আবার বিয়ে করানোর জন্য। কিন্তু এই গল্পের শফিক এর মতো আমার স্বামী আমি পারূল এর কষ্ট গুলোকে কষ্ট মনে করতে দেয় নি। এই নাটকে আমি আমার জীবনের গল্প দেখতে পেয়েছি ।

    • @sumiyasarmin8052
      @sumiyasarmin8052 ปีที่แล้ว +12

      Apu amar o same. Biye hoice 10 bocor hoicce. Kintu akhono baby hoyni. Ami ar amar sami italy te thaki. Onak doctor dakhici. Akhono allha kase cai

    • @rajiboppo9098
      @rajiboppo9098 ปีที่แล้ว +8

      @@sumiyasarmin8052 amar 4 bochor por ekta meye hoyeche.dr bolechilo kono din baby hobe na.dua korben amar husband o italy jacce.

    • @sumiyayasmin9446
      @sumiyayasmin9446 ปีที่แล้ว +6

      আমি শিডয়র আপনি এই নাটকটা দেখার সময় কেদেছেন অনেক

    • @MDSumon-cz1bc
      @MDSumon-cz1bc ปีที่แล้ว +12

      আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করেন,,,, আল্লাহ নিচ্শয় সন্তান দান করবে,,,

    • @mdamindewan9770
      @mdamindewan9770 ปีที่แล้ว +4

      দোয়া করি আপু আপনার জন্য

  • @aruprakshit2802
    @aruprakshit2802 ปีที่แล้ว +20

    আহা! অসাধারণ কাব্য ময় দুটি চরিত্র, মন ভালো করে দিল ।প্রথম দিন থেকেই নামকরণ চোখ টেনেছিল ।অপূর্ব কে যেমন সুন্দর দেখিয়েছে, অভিনয় ততোধিক মুগ্ধ করেছে ।সাবিলা নুর অনবদ্য ।সবটুকু নিয়ে অসাধারন উপস্থাপন ।

  • @Tasin493
    @Tasin493 ปีที่แล้ว +330

    রাত যত গভীর হয়, দুনিয়ার সকল দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কিন্তু মহান আল্লাহর রহমতের দরজা ধীরে ধীরে খুলে যায়। সুবাহানআল্লাহ.....❤🥀❤️

    • @tuhinmridha7566
      @tuhinmridha7566 ปีที่แล้ว +1

      Humm amin

    • @eldorado55239
      @eldorado55239 ปีที่แล้ว

      এইসব ভন্ড ধার্মিক ফেসবুক ইউটিউব এ এসে ধর্মের কথা বলে অথচ নিজেই সারাদিন ফেসবুক ইউটিউব নিয়ে সময় কাটায়।

    • @mrrana2944
      @mrrana2944 ปีที่แล้ว +2

      কনফার্ম জান্নাতি

    • @shifatcreation
      @shifatcreation ปีที่แล้ว +1

      ❤️❤️

    • @mahfujur1329
      @mahfujur1329 ปีที่แล้ว +1

      সুবহানআল্লাহ

  • @mdhamid4769
    @mdhamid4769 ปีที่แล้ว +48

    প্রতি টা সম্পর্ক যদি এভাবে হত তাহলে বিবাহ বিচ্ছেদ টা আর হতো না শুভকামনা রইল সবার ভালোবাসার মানুষদের প্রতি ❤

  • @MojiburRahman-wj1hm
    @MojiburRahman-wj1hm ปีที่แล้ว +12

    অসাধারণ ভালো লাগার মতো একটি নাটক।সমজের মা,দাদী চাচী,দের একটি ভ্রান্ত ধারণ ভেঙে দেবার চেষ্টা করা হয়েছে। সময় মতো মা হতে না পারা টা কি একজন নারীর দোষ না।আল্লাহ
    সঠিক সময় ঠিক ঐ বান্দার মনের আশা পূরন করেন।একটু ধৈর্যধারণ করা মহত্ত্বের পরিচয় লেখক নাটকটিতে তার লেখনীর মাধ্যমে সুন্দর একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন।

  • @rt-toshi-video-vision
    @rt-toshi-video-vision ปีที่แล้ว +30

    অবশ্যই তুমি পাবে,
    যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
    - [ সূরা আনফাল ] 🌹🌹🌹🌹

  • @sisirdatta172
    @sisirdatta172 ปีที่แล้ว +38

    ভালোবাসা এমন একটা অনুভুতি যা অনেক না পাওয়াকে ভুলিয়ে রাখে,বর্তমানে অপূর্ব ও সাবিলা এক অনন্য জুটি,ভালো অভিনয় দুইজনেই করেছেন,বাস্তবের স্বামীরা এই গল্পের স্বামীর কাছ থেকে কিছুটা ভালোবাসা নিলেও সংসারটা মধুর হয়ে যাবে

  • @mouchakraborty1597
    @mouchakraborty1597 ปีที่แล้ว +29

    মন টা ভরে গেলো।নাটকের গল্পঃ যেমন সুন্দর নামটিও তেমন সুন্দর।খুব ভালো লাগলো শিল্পীদের অভিনয়।শুভেচ্ছা সকল কে।ভালো থাকবেন সবাই।🙏

  • @sabnamsultana4792
    @sabnamsultana4792 ปีที่แล้ว +45

    প্রত্যেকটা স্বামী যদি এইভাবে স্ত্রীর হাত ধরে সবরকম প্রতিকূলতায় তার পাশে থাকে, তাহলে এই পৃথিবীতে কোনো স্ত্রী অসুখী থাকবেনা।❤️
    নাটকটির শুরু থেকে শেষ অবধি শুধু স্নিগ্ধতায় ভরা।💚
    মন ছুঁয়ে গেলো।😌💖

    • @Sabbir_h564
      @Sabbir_h564 ปีที่แล้ว

      সত্যি বলতে, আমাদের বাস্তবতা আর নাটকের মধ্যে রয়েছে কয়েক আলোকবর্ষ দূরত্ব,, এই নাটকের নায়ক চরিত্রে আপনি যাকে দেখছেন, এই অনন্য অসাধারণ মানুষটিও বাস্তবতায় এক নারীতে পূর্ণ হতে পারেননি,, হয়েছেন বহু নারীতে আসক্ত।।।।
      হ্যাঁ, আর এটাই বাস্তবতা,,,

  • @ahamedrifat2001
    @ahamedrifat2001 ปีที่แล้ว +31

    বাস্তবে যারা সত্যিই নির্সন্তান তাদের মনে অনুপ্রেরণা জাগানোর জন্য এই গল্পটাই যথেষ্ট। 😇♥

  • @farjanajaren4101
    @farjanajaren4101 ปีที่แล้ว +22

    সত্যি অসাধারণ একটা নাটক, কিছু বলার ভাষা নেই, মনের অজান্তেই মন খারাপ হয়ে গেছে,, কিন্তু বর্তমান সমাজ আমাদের এত সুন্দর একটা সময় এত সুন্দর একটা মুহূর্ত দেয় না। জা আজ এই নাটক অনেক মানুষ কে শিক্ষা দেওয়ার সুযোগ দিলো ❤❤❤

  • @obaidurrahmanraju2945
    @obaidurrahmanraju2945 ปีที่แล้ว +12

    অসাধারণ ভালোবাসা তারপর বিয়ে ঘর সংসার
    তারপর রোমান্টিক অনুভূতি তারপর ইমোশনাল কথা
    আহারে বেচারা ভালোবাসা সত্যি অবাক করে দিয়েছে সুন্দর গল্পের অভিনয় কদমবনে বৃষ্টি অভিনয় ধন্যবাদ 🖤🇧🇩🤎

  • @ashrafmithu9252
    @ashrafmithu9252 ปีที่แล้ว +20

    এতো ন্যাচারাল পরিবেশে নাটকের সিন গুলা অসাধারণ। সাবিলা নুর ও অপূর্ব ভাইয়ের অভিনয় অসাধারণ ❤

  • @alomgirhossain90
    @alomgirhossain90 ปีที่แล้ว +26

    যদি কখনো থেমে যাও জীবনের এই পথে। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিশ্বাস ফেলে হারিয়ে যেওনা অতীতে।
    কদমবনে বৃষ্টি ❤

  • @shamim4103
    @shamim4103 ปีที่แล้ว +22

    অবুঝ দিনের গল্প 3 জন্য অপেক্ষায় আছি আমার মতো যারা আছেন তারা Like দেন
    From India Assam Karimganj 🇮🇳

  • @shahnajaktar4627
    @shahnajaktar4627 ปีที่แล้ว +8

    বেশ চমৎকার একটি নাটক সবথেকে বেশি ভালো লাগলো স্বামী-স্ত্রীর অসাধারণ ভালোবাসা । প্রতিটি ঘরে এমন স্বামী হত তবে এত ডিভোর্স হত না।

  • @sanjidaakter8610
    @sanjidaakter8610 ปีที่แล้ว +21

    সব পুরুষ মানুষ এমন হয় না। যদি হতো তাহলে সব সংসারের রুপ বদলে যেতো ❤️

  • @boyshakykhatun9543
    @boyshakykhatun9543 ปีที่แล้ว +169

    বাচ্চা না হওয়ার কষ্টটা যে কি আমরা বুঝতে পারি, জানি না কবে মা ডাক শুনবো,দোয়া করবেন আমার জন্য সবাই 😢

    • @ahamedrifat2001
      @ahamedrifat2001 ปีที่แล้ว +2

      ধৈর্য্য হারাবেন না। ধৈর্য্য ধরুন দেখবেন এর ফলও মিষ্টি হবে। ঠিক এই নাটকের শেষ অংশের মতোই। 🥰
      আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো। 🤲🏻

    • @mescom5000
      @mescom5000 ปีที่แล้ว

      Ha আপু যার নাই sai jane😢

    • @madeboy4403
      @madeboy4403 ปีที่แล้ว

      অসাধারণ ❤❤

    • @azizulmolla9588
      @azizulmolla9588 ปีที่แล้ว +1

      আজাইরা,😬😬😡বাচ্চা কাচ্চা দিয়ে মানুষ কি করে রে যে সেই বাল না হলে টেনশনে কষ্টে থাকতে হবে আজাইরা

    • @crazymilon1268
      @crazymilon1268 ปีที่แล้ว

      মোন খারাপ করবেন না আল্লা তো আছে

  • @viralbook420
    @viralbook420 ปีที่แล้ว +13

    আমি ইন্ডিয়া 🇮🇳থেকে বলছি, এটা অপূর্বদার সেরা নাটক ছিলো।ভালো থেকো অপূর্বদা।কোলকাতায় এলে তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে❤️😊

  • @obaidurrahmanraju2945
    @obaidurrahmanraju2945 ปีที่แล้ว +43

    নাটকটি পেয়ে সত্যি খুবই আনন্দিত হলাম এবং উপদেশমূলক অভিনয় উপলব্ধি করে শিক্ষা নিলাম অনেক কিছু
    ধন্যবাদ জিয়াউল ফারুক অপূর্ব ভাই এবং সাবিলা নূর আপু ❤❤❤

    • @sajibkhan6209
      @sajibkhan6209 ปีที่แล้ว +1

      নাটকটি আমাদের বড় ভাই নাসির খানের রচিত

    • @JAHIDHASAN-ex3if
      @JAHIDHASAN-ex3if ปีที่แล้ว

      ​@@sajibkhan6209 matlab kuch bhi🙄🙄

    • @amirhossain251
      @amirhossain251 ปีที่แล้ว

      Janowar sala

  • @SohelKhan-pm7gp
    @SohelKhan-pm7gp ปีที่แล้ว +7

    এই নাটকের মধ্যে যে কষ্টটা লুকিয়ে আছে না যানি এই বাস্তব পৃথিবীতে কত মানুষ এই কষ্টটা নিয়ে বেচে আছে। আল্লাহ্ যেন এই ধরনের কষ্টে থাকা মানুষগুলোর কষ্ট যেন দুর করে দেন আমিন।

  • @AnamikaJannat-v6f
    @AnamikaJannat-v6f ปีที่แล้ว +7

    নাটকের সাথে বাস্তব অথহীন,,,তবে হাজারে স্বামী মাঝে এখন একটা দায়িত্বশীল স্বামী যার আছে সে নিশ্চিত ভাগ্যবতী,,,,,,❤❤❤❤

  • @Shibparboti
    @Shibparboti ปีที่แล้ว +8

    অসম্ভব সুন্দর একটা নাটক 🤍দেখে মনটা ভরে গেলো🤍
    প্রত্যকটা মানুষ জীবনটা যদি এভাবেই সাজিয়ে রাখতো!!!!!
    মানুষ বাস্তবতাকে মেনে নিয়ে যদি প্রকৃতিকে এভাবে ভলোবাসতো প্রত্যেকটা মানুষের জীবন সুখময় হয়ে উঠতো ♥️

  • @uuzz1211
    @uuzz1211 ปีที่แล้ว +166

    কার কার আযান শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় আলহামদুলিল্লাহ 💚

    • @Hm-Bayzid-Islam
      @Hm-Bayzid-Islam ปีที่แล้ว

      এ মিয়া হুজুর গিরি জাইয়া দেখাইবেন ওয়াজ মাফিলের ভিডিও তে । নাটক সিনেমা দেখতে এসে আবার হুজুর গিরি দেখান মিয়া । ফালতু

    • @sumaafroz5234
      @sumaafroz5234 ปีที่แล้ว

      Alhamdulliah

    • @abdullahalfahad1894
      @abdullahalfahad1894 ปีที่แล้ว

      ❤আলহামদুলিল্লাহ❤

    • @lakijannat4725
      @lakijannat4725 ปีที่แล้ว

      ​@@abdullahalfahad1894😮😊

    • @purnenduroy5734
      @purnenduroy5734 ปีที่แล้ว

      Ajan sunle amar bara khara hoye jai chudanallah 😝😝😝😝

  • @4brothersvines258
    @4brothersvines258 ปีที่แล้ว +12

    Sabila & Apurbo always best ❤😍

  • @sanidtarek8486
    @sanidtarek8486 ปีที่แล้ว +34

    যেমন অভিনয়, তেমন গল্প ❤
    যেমন লোকেশন, তেমনি ভালো লাগার মত অসাধারণ এই নাটকটা.❤

  • @armanalif3587
    @armanalif3587 ปีที่แล้ว +34

    আমার মতো কে কে এই নাটকের অপেক্ষায় ছিলেন 😊😊

  • @rumachakraborty33
    @rumachakraborty33 ปีที่แล้ว +12

    সুন্দর নাটক । অসময় এ দুজনে দুজনের পাশে থাকলেই অনেক দূর্যোগ কাটিয়ে ওঠা যায়। অভিনয় খুব সুন্দর লাগলো। শেষটা খুব সুন্দর ......

  • @sikhabose6809
    @sikhabose6809 ปีที่แล้ว +7

    খুব সুন্দর একটি নাটক,অপূর্বর অসাধারণ।অভিনয় ,যেমন চেহারায় ,তেমনই গলার স্বরের মাধুর্য ,সাবিলা ও দারুন ভালো করেছেন ,সন্তান হওয়া আর না হওয়া দুটোই স্বাভাবিক, অপূর্বর মুখের এই কথাটাই এই নাটকে র প্রধান উপজীব্য,আর যাকে ভালোবাসি তার সব কিছুকেই ভালোবাসতে হবে এই কথাও,ওদের ভালোবাসার বৃষ্টিকে নিয়ে ওরা কদম বানে ঘুরুক,ঈদের অপূর্বর এই নাটক আমার কাছে শ্রেষ্ঠ

  • @gobindakuila6207
    @gobindakuila6207 ปีที่แล้ว +14

    আবার ও মুগ্ধ হলাম অপূর্ব ও সাবিলা নূরের নাটক দেখে অপেক্ষা করছিলাম রুনুভাই ৩ র পরে আবার কবে এই জুটি টা দেখতে পাবো ।খুব সুন্দর হইছে নাটক টা

  • @kasturimandal7751
    @kasturimandal7751 ปีที่แล้ว +20

    খুব সুন্দর একটা নাটক ❤❤❤, মনটা ভরে গেল, ইন্ডিয়া থেকে বলছি, বাংলাদেশ এর নাটক অনেক সুন্দর

  • @sb_reja_9831
    @sb_reja_9831 ปีที่แล้ว +13

    নতুন একটা নাটক খুঁজতে ছিলাম, অবশেষে পেয়ে গেলাম।
    নাটকের মধ্যে এক বিশাল অর্থবহ বার্তা ফুটে উঠেছে। সত্যিই অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @shyamalmandal798
    @shyamalmandal798 ปีที่แล้ว +16

    গ্রাম বাংলার বাস্তব চিত্র যদিও পরে কিছুটা ছন্দ হারায়। তবে প্রকৃত জীবন দর্শনের জন্য ভালো নাটক বলা যায়।

  • @anikfarhanmehedi4575
    @anikfarhanmehedi4575 ปีที่แล้ว +6

    দেখার মতো এবং ভালবাসা অনুভবের মতো একটি নাটক ছিলো।
    ধন্যবাদ পরিচালক ও কলাকৌশিদের।

  • @Noushin-kc4wo
    @Noushin-kc4wo ปีที่แล้ว +5

    আমার জীবন কাহিনী,, নাটকের শেষে বাচ্চা দেখা যায় ইন্সাল্লাহ আমার যদি হয় নাটকটা শেয়ার করে অনেক কিছু লিখব পুরোটা মিল হতে একটা অংশ দরকার.... সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন নিজের পেটের বাচ্চার মা বাবা ডাক শোনায়

  • @jakiasultana-um6cm
    @jakiasultana-um6cm ปีที่แล้ว +6

    গল্পের গাঁথুনি অসাধারণ, হাজারো পরিবারের অব্যক্ত কষ্ট ফুটে উঠেছে খুব সাবলীলভাবে। অতিরঞ্জিত কিছু নেই, তবুও ভালো লাগলো।

  • @ImranHossain-mr7jj
    @ImranHossain-mr7jj ปีที่แล้ว +43

    আমার স্বামী সাভারে চাকরি করতো,, যখন বাড়িতে আসতো আমিও সাবিলার মতো এমন করতাম,, আজ ১১ দিন ও আমাকে ছেড়ে চলে গেছে ওপারে,, খুব কষ্ট হয় বুকের ভিতর টায়,,আল্লাহ ওরে জান্নাত দান করিও আমিন।

    • @ArMosthakinRahmanMosthakinRahm
      @ArMosthakinRahmanMosthakinRahm 8 หลายเดือนก่อน +2

      একদিন সবাই কে ওই পথে চলতে হবে 😢😢

    • @mdmilonahmedtalukder99
      @mdmilonahmedtalukder99 8 หลายเดือนก่อน

      😢😢😢😢😢

    • @SharminNahar-t4p
      @SharminNahar-t4p 8 หลายเดือนก่อน

      Biyer koto din por sami mara gese apu

    • @IbnaHabib
      @IbnaHabib 7 หลายเดือนก่อน

      আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন

    • @RomanaRomana-uo8pc
      @RomanaRomana-uo8pc 7 หลายเดือนก่อน +1

      হাহাহা husband মারা গেছে ১১ দিন আবার নাটক ও দেখে ফেলছে

  • @ummesarat6723
    @ummesarat6723 ปีที่แล้ว +9

    অসাধারণ কাব্য ময় দুটি চরিত্র, বিশেষ করে প্রকৃতির শূন্যস্থান গুলো সত্যিই অসম্ভব সুন্দর ❤

  • @shahin4939
    @shahin4939 ปีที่แล้ว +6

    বর্তমান বাস্তবতার সাথে এই নাটকটা অনেকের জীবনের সাথে মিলে গেছে,, তাই সত্যি কারের ভালোবাসায় যতই কষ্ট আসোক না কেনও কখনও তার প্রিয় মানুষটির হাত ছেড়ে দেয় না।।ভালোবাসি❤ তানুু তোমাকে 🥀

  • @dobirahmed1884
    @dobirahmed1884 ปีที่แล้ว +209

    প্রত্যেকটা স্বামীরই উচিত তাদের স্ত্রীকে উপযুক্ত সময় দেওয়া❤

    • @dobirahmed1884
      @dobirahmed1884 ปีที่แล้ว +5

      যেকোনো পরিস্থিতিতেই ধৈর্য ধারণ করা এবং মহান আল্লাহ তায়ালার প্রতি আস্থা রাখা❤❤

    • @sumantasinhahazari884
      @sumantasinhahazari884 ปีที่แล้ว +3

      Sudhu samay deoya noi sange upojukto marjada Tao deoa

    • @marufahmed95
      @marufahmed95 ปีที่แล้ว +1

      Every wife should be devoted to her husband too!

    • @mdrawhideislam1729
      @mdrawhideislam1729 ปีที่แล้ว

      Apni jodi Muslim hoye thaken...
      Jummar sesh ratey
      Fozor namazer agey.
      Apnar shami r apni
      2 rakat nofol namz porey
      Allah r kachey sontan chaiben
      . tar por miloner sesh a
      Fozorer namaz a o chiben
      Allah asha poron korbey

  • @ahamedrifat2001
    @ahamedrifat2001 ปีที่แล้ว +9

    শেষ অংশটা দেখে মন ভরে গেলো। 😍👌🏻
    এজন্য বলে ধৈর্য্য হারাতে নেই। ধৈর্য্যের ফল মিষ্টি হয়৷ 😇❤
    অসাধারণ গল্প। ধন্যবাদ মাসরিকুল ভাই৷ 🌺

  • @islamiccenter160
    @islamiccenter160 ปีที่แล้ว +11

    আমি তুবা পবিত্র কুরআনের হাফেজা হয়েছি সবাই দোয়া করবেন, 🤲🤲❤️❤️

    • @md.abuzubaer9357
      @md.abuzubaer9357 ปีที่แล้ว

      আমাদের বাড়িতে ইমাম নিয়োগ হবে। মাসে ১০০০০ টাকা। চাকরি করবেন?

    • @MdRifat-eu3px
      @MdRifat-eu3px ปีที่แล้ว

      আপনি এই কমেন্ট টা এখানে কেনো করছেন??😮😮

    • @mrrana2944
      @mrrana2944 ปีที่แล้ว +3

      তোরে মনডায় চায়

  • @arindam8063
    @arindam8063 9 หลายเดือนก่อน +1

    মন ভরে গেল। অসাধারণ গল্প, নির্দেশনা, অভিনয় - সব কিছু। সেরা সংলাপ, আমার মতে কালজয়ী সংলাপ, ‘সন্তান হওয়া যেমন স্বাভাবিক, সন্তান না হওয়াও তেমনি স্বাভাবিক’। সত্যিই তাই। বাস্তবেই বহু দম্পতিরই কোন সমস্যা না থাকা সত্ত্বেও সন্তান হয় না। আবারও এই নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানালাম। ভারত থেকে।

  • @papiyamukherjee3088
    @papiyamukherjee3088 ปีที่แล้ว +11

    অসাধারন একটা নাটক ❤️❤️❤️অপূর্ব সাবিলা এখন একটা দূর্দান্ত জুটি ❤️❤️❤️

  • @mrsriya8008
    @mrsriya8008 ปีที่แล้ว +118

    শুরু থেকে শেষ পযর্ন্ত এক মূহুর্ত্তের জন্য চোখ ফেরাতে পারলাম না মন ছুয়ে যাবার মতো নাটক।

    • @TamazAlimondal-dj7rn
      @TamazAlimondal-dj7rn ปีที่แล้ว

      Hmm

    • @md.shihabuddin5268
      @md.shihabuddin5268 ปีที่แล้ว +1

      সার্ভিস হোল্ডার নাটক টা দেখেন

    • @ridoychowdhury7997
      @ridoychowdhury7997 ปีที่แล้ว

      কতশত নাটক দেখে ফেলেছি, এটার কথা আমি সারাজীবন মনে রাখবো।

    • @mrsriya8008
      @mrsriya8008 ปีที่แล้ว +1

      @@md.shihabuddin5268 আরো দু বছর আগে দেখে রাখছি চঞ্চল এবং প্রভার নাটক

    • @esitasultana9533
      @esitasultana9533 ปีที่แล้ว

      অনেক ভালো লেগেছে নাটক টা...🥀

  • @jpmaowatintin21
    @jpmaowatintin21 ปีที่แล้ว +8

    আমার মনের মতো একটি নাটক।আমি নিজেই চিন্তা করি যে এতো অনাত আস্রমে এতো বাচ্চা থাকতে নিজেদের কেনো কস্টো করে সমাজের নংড়া চিন্তার জন্য একটা বাচ্চা আনতে হবে কেন? ওদের নাম দিলে আল্লাহ আরো খুশি হবেন।😌

  • @mstshamoli4076
    @mstshamoli4076 ปีที่แล้ว +4

    মা হইতে না পারার কষ্ট টা কাউরে বোঝানো যায় না শুধু নিরবে বোবা কান্না করা ছাড়া আর কিছুই করার থাকে না কালকেও অনেকের কাছে অনেক কথা শুনলাম শশুর বাড়িতে কোনো মূল্য নাই সন্তান না থাকলে আল্লাহ সকল বোনদের মা হওয়ার তৌফিক দিও আমার মনের ইচ্ছে টাও তুমি পূরণ করো🤲🤲😭😭

  • @rafidkalu3107
    @rafidkalu3107 ปีที่แล้ว +7

    অসাধারন নাটক যার কেন তুলনা হয়না প্রতিটি পরিবার যদি এমন হতো তাহলে কতো ভালো হত। ধন্যবাদ অপুর্ব সাবিলাকে এত সুন্দর অভিনয়ের জন্য।

  • @mdasimahamad3165
    @mdasimahamad3165 ปีที่แล้ว +77

    ২০২৩ সালের‌ এ‌ পর্যন্ত সবচেয়ে সেরা নাটক ❤️💯

  • @gchakraborty1975
    @gchakraborty1975 ปีที่แล้ว +13

    অপূর্ব ভাই তুমি নাট্যজগতের সম্রাট। তোমাকে সেলাম করি। এই রকম নাটক তুমি বারে বারে আমাদের উপহার দাও।

  • @anurupasaha815
    @anurupasaha815 ปีที่แล้ว +8

    Apurbo amar khub priyo actor❤ Khub sundor hoeche drama ta❤❤

  • @afjaluddin4880
    @afjaluddin4880 ปีที่แล้ว +56

    অপুর্ব ভাইয়ের নাটক সব সময় অপুর্বই হয় 🥰❤️

    • @sharminsathi1355
      @sharminsathi1355 ปีที่แล้ว +1

      Right ❤

    • @olivai99
      @olivai99 ปีที่แล้ว

      কিন্তু নিজে অপূর্ব হইতে পারলোনা

  • @exclusiveakash
    @exclusiveakash ปีที่แล้ว +14

    বাস্তবতা সবারই মেনে নেওয়া উচিত জানি সেটা একটু কষ্টকর, কিন্তু অসম্ভব তো নয়..! নাটকটি দেখে চোখের জল আর ধরে রাখতে পারি নাই.. বেঁচে থাকুক সকল পবিত্রতার ভালোবাসা❤

  • @heartestlove8665
    @heartestlove8665 ปีที่แล้ว +6

    অনেক ভালো লেগেছে নাটক টা 🥰
    সব স্বামী রা যদি এইরকম বুজতো তাহলে মেয়েদের আর কষ্ট থাকতো না❤️

  • @rayhanislam6065
    @rayhanislam6065 ปีที่แล้ว +12

    ভালোবাসা অবিরাম....জিয়াউল ফারুক অপূর্ব 😊

  • @fardousatik8208
    @fardousatik8208 ปีที่แล้ว +5

    কি অসাধারণ গল্প কি অসাধারণ মন ভরে গেল.. বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে এমন মা অনেক আছে তবে সকল মা-বাবাকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক🌺🤲

  • @MonirulIslam-ey3xp
    @MonirulIslam-ey3xp ปีที่แล้ว +31

    বর্তমান পরিবার, সমাজ প্রেক্ষাপটে জীবনমুখী গল্পের শিক্ষনীয় একটি নাটক ❤️❤️

  • @mrinmoyhaldar1225
    @mrinmoyhaldar1225 ปีที่แล้ว +4

    চোখের জল ধরে রাখতে পারি নাই, ,,অপূব দাদা আর সাবিলা নুর আপ এত সুন্দার নাটক উপহার দিছে,,,,

  • @md.abubakkar9545
    @md.abubakkar9545 ปีที่แล้ว +39

    এই ঈদে অপূর্ব ভাইয়ের যতগুলো নাটক বের হয়ছে সবগুলো দেখছি সবগুলো নাটকই অসাধারণ ছিল 🥰

  • @alauddinkhan7538
    @alauddinkhan7538 ปีที่แล้ว +9

    মনে হচ্ছিল বাংলাদেশ এর পুরনো ঐতিয্য ফিরে পেলাম

  • @jhumijhumi4537
    @jhumijhumi4537 ปีที่แล้ว +5

    নিখুঁত অভিনয়,অসাধারণ সংলাপ মনোমুগ্ধকর দৃশ্যপট, অবিরাম ভালবাসা দিয়ে তৈরি এই নাটক সত্যিই আমার মন কেড়েছে।

  • @jayashreedassarma6622
    @jayashreedassarma6622 ปีที่แล้ว +6

    অসাধারণ একটা নাটক দেখলাম, অভিনয় মনে হচ্ছিল না , যেনো বাস্তব ,তবে স্বামী যদি পাশে থাকে তবে স্ত্রীদের কোন কষ্টই কষ্ট নয় , আরও এইরকম ভালো নাটক দেখার অপেক্ষায় রইলাম ( কলকাতা থেকে বলছি)

  • @arafatchowdhury7265
    @arafatchowdhury7265 ปีที่แล้ว +1

    Sotthi onk valo chilo.. Jibone emn ekjn valo manush pawa khuv kthin kinthu peye gele vaggoban.. shbar jibone emn ektha manush Thakuk je shb kichur binmoi valo beshe jethe parbe.. sotthi valo chilo onk 😊🖤

  • @mdabdullamab1884
    @mdabdullamab1884 ปีที่แล้ว +9

    অনেক পছন্দের অভিনেতা অপূর্ব ❤

  • @kripadas.9286
    @kripadas.9286 ปีที่แล้ว +9

    আমি দুর্গাপুরে থাকি । অপূর্ব ভাইয়ের সব নাটক আমি দেখি । চমৎকার নাটকটি ।

  • @SaddamHossain-xi8jp
    @SaddamHossain-xi8jp ปีที่แล้ว +10

    এই নাটক টা আমার লাইফের সাথে পুরোপুরি মিলে গেছে...চার বছর পরে তারা একটি সন্তান নিলেো আমি এখানো সেই কাজটি করি নাই। দেখি আল্লাহ কি করে।
    আমি সব সময় যৌথ ফ্যামিলি তে বসবাস করতে পছন্দ করতাম শুধু এই সমস্ত কটু কথার কারণে অবশেষে স্ত্রীকে.... দেশের বাহিরে নিয়ে আসতে বাধ্য হলাম।
    মহান আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দান করেছিলেন,আবার তিনি সেটা নিয়ে চলে গেছেন
    আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ব্যক্তি জীবনে আমরা অনেক সুখে আছি।

  • @Seneha1446-cr3fw
    @Seneha1446-cr3fw ปีที่แล้ว +6

    মহানায়ক অন্য কোন অভিনেতার নাটক দেখার সুযোগ হয়না আপনার আপনার দেখা নাটক শ্রেষ্ঠ নাটক❤❤❤❤❤

  • @moinkhan3731
    @moinkhan3731 ปีที่แล้ว +120

    "যদিও তখন আকাশ থাকবে বৈরী
    কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরী"
    কদমবনে বৃষ্টি ❤

  • @mdhockey5207
    @mdhockey5207 ปีที่แล้ว +22

    আমাদের সমাজে অনেক লোক আছে যারা বিয়ে করে, সন্তান না দিতে পারলে তারা ডির্বোস দিয়ে দেয়, সেটাই এই নাটকে তুলে ধরেছে, অসাধারণ নাটক

  • @rahiatuljannat
    @rahiatuljannat ปีที่แล้ว +12

    Sabila & apurbo always best❤❤

  • @suparnaroy1684
    @suparnaroy1684 ปีที่แล้ว +2

    ভীষন সুন্দর গল্প। অপূর্ব - সাবিলা excellent work। গানটা awesome . অনেক অনেক শুভকামনা রইলো।

  • @rakibhasan6539
    @rakibhasan6539 ปีที่แล้ว +17

    এই সময়ের সেরা নাটক ❤❤❤
    ধন্যবাদ নাটকের পুরো টিমকে 🎉❤

  • @mdtanim8759
    @mdtanim8759 ปีที่แล้ว +5

    তথাকথিত প্রেমের একঘেয়েমী কাহিনীর বাইরে অসাধারণ একটা শিক্ষামূলক নাটক দেখলাম, অপূর্ব ভাই এবং সাবিলা নূর অসাধারণ অভিনয় এবং ওনাদের নিকট থেকে আমরা এই ধরনের শিক্ষামূলক নাটক আশা করি।

  • @somikdas426
    @somikdas426 ปีที่แล้ว +10

    অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর নাটক আমাদের কে উপহার দেওয়ার জন্য ❤❤

  • @যমজব্যাথারা
    @যমজব্যাথারা ปีที่แล้ว +6

    দারুন এক নাটক। যেখানে ভালোবাসা চিরসবুজ। তবুও যেন শূণ্যতা বারেবারে স্থান নিচ্ছিল। সেই শূণ্যতায় যখন নতুন প্রানের আবির্ভাব হয় তখন ভালবাসা ঘনসবুজ হয়ে বিস্তৃত হল ❤

  • @rehad216
    @rehad216 ปีที่แล้ว +5

    অপূর্ব ও সাবিলা নূর বাংলাদেশের সেরা জুটি ❤

  • @lutfurnahar9863
    @lutfurnahar9863 ปีที่แล้ว +5

    নিঃসন্তান দম্পতির কষ্টটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অনেক ভালো লেগেছে নাটকটি।

  • @sonalisarkar3865
    @sonalisarkar3865 ปีที่แล้ว +8

    অসাধারণ একটা ভালোবাসার গল্প ❤❤

  • @khadizanur5281
    @khadizanur5281 ปีที่แล้ว +13

    অবশেষে অপেক্ষার অবসান ঘটলো, তবে নাটক টা বাস্তব জীবনের রূপ।

  • @arpitadey9665
    @arpitadey9665 ปีที่แล้ว +6

    খুব খুব ভালো লাগলো নাটকটা। চিন্তাধারা, অনুভূতি, সংলাপ বেশ উন্নত মানের। আর ❤অপূর্বর❤ অভিনয় নিয়ে নতুন করে বলার নেই। বাকিদের কাজও ভালো।

  • @Kashem12387
    @Kashem12387 ปีที่แล้ว +17

    কত সুন্দর, কত সহজ, কত সরলতা। ২০২৩ এ আমার দেখা সেরা নাটক। হৃদয় ছুয়ে গেছে।

  • @mohammeddalowarhossainsaidi
    @mohammeddalowarhossainsaidi ปีที่แล้ว +4

    অপূর্ব মানে সেরা অভিনেতা এবং আগুন ❤❤❤❤

  • @ahamedrifat2001
    @ahamedrifat2001 ปีที่แล้ว +5

    ভালোই লাগে *অপূর্ব-সাবিলার* এই জুটির নাটকগুলা। 🥰🥀

  • @user-majharul
    @user-majharul ปีที่แล้ว +8

    ফুলের চেয়ে সুন্দর তুমি,সোনার চেয়ে দামি তুমি,প্রাণের চেয়ে প্রিয় তুমি,কি করে ভুলিবো তোমায় আমি।😊😊

  • @sishofik5230
    @sishofik5230 ปีที่แล้ว +4

    আমার দেখা সেরা নাটক গুলোর মধ্যে এটি একটি। অনেক ভালো লাগছে নাটক টা । একজন আরেকজনকে ভালোবেসে আগলে রাখার মধ্যে রয়েছে প্রকৃত সুখ।
    ইনশাআল্লাহ প্রিয় মানুষের পাশে থাকবো সর্বদায়।

  • @sujoykumar3170
    @sujoykumar3170 ปีที่แล้ว +31

    মা না হতে পারাটা আমাদের সমাজের চোখে খুব অপরাধ। নিজেরা নিজেদের মতো ভালো থাকতে চাইলেও থাকতে দেবে না এই সমাজ। যাকে খোচা মেরে আনন্দ পাই লোকজন তারা কি জানে মা ডাক শোনার জন্য কত রাত লুকিয়ে কাদে। আমার নিজের থেকে আর কে বুঝবে। মা ডাক যে আমার ও শোনা হয় নি 😢

  • @FarhanAhmedJovan-im6mo
    @FarhanAhmedJovan-im6mo ปีที่แล้ว +9

    অপূব ভাইয়া এতো সুন্দর নাটক উপহার দেবার জন্য ধন্যবাদ ❤️✊

  • @ismailhossain-mr5be
    @ismailhossain-mr5be ปีที่แล้ว +5

    অসাধারণ, সময় উপযোগী বিষয়ে নির্মিত।
    নাসের ভাই অনেক ভালো লিখেন।

  • @polibijoydas4963
    @polibijoydas4963 ปีที่แล้ว +7

    দারুন একটি নাটক যা জীবন কে নতুন ভাবে বাঁচতে শেখায় ❤অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ❤️অপূর্ব ভাইয়া from burdhaman

  • @itsayus_hhere5827
    @itsayus_hhere5827 ปีที่แล้ว +15

    নাটক টা আসতে না আসতেই এতটাই অপেক্ষাকৃত ছিলাম দেখবো বলে কিছু বোঝাতেই পারছি না ! শুরু থেকে শেষ অব্দি একটুও চোখ ফেরাতে পারিনি আমি ❤️ মন ছুঁয়ে নিয়েছে এই "কদম বনে বৃষ্টি"
    বার বার যেনো নিজেকে হারিয়ে ফেলি, আজও হারিয়ে ফেলেছি এই নাটকে ✨

    • @RubelHasan-vi9nb
      @RubelHasan-vi9nb ปีที่แล้ว

      অনেক সুন্দর নাটক সত্যিই খুব ভালো লাগে ❤❤❤❤❤

  • @OmarFaruk-gj1ox
    @OmarFaruk-gj1ox ปีที่แล้ว +1

    অসাধারণ এক গল্প, যে নাটকে শিখলাম নিজের সন্তান না হলে যে বাবা হওয়া যাবে না এমনটি নয়,বংর অসংখ্য শিশু পড়ে আছে যারা বাবা মায়ের ছোঁয়ার অপেক্ষায় প্রহর গুনতে থাকে।

  • @shimuljhenaidah6855
    @shimuljhenaidah6855 ปีที่แล้ว +3

    খুব হিংসা হচ্ছে এমন ভালো বাসা দেখে, প্রতিটা বাবা-মায়ের উচিত নিজের মেয়েকে যেমন ভালোবাসা হয়, ঠিক তেমনি তার ছেলের বউকে ভালোবাসা। বাবা মায়ের মনে রাখতে হবে নিজের মেয়েটা একদিন অন্যের ঘরে যাবে ।

  • @MohammadAzadkhondokar
    @MohammadAzadkhondokar ปีที่แล้ว +10

    খুবই সুন্দর একটা নাটক ❤
    বিশেষ করে নাটকটার প্রকৃতি সুন্দর স্থান গুলা অনেক অনেক সুন্দর
    ভাষায় প্রকাশ করা যাবে না ❤

  • @mdsakibhasan8802
    @mdsakibhasan8802 ปีที่แล้ว +13

    না দেখেই বলতেছি অপুর্ব ভাইয়ের নাটক মানে এক বারে আগুন ❤️❤❤️❤❤️❤❤️

  • @pinakidey656
    @pinakidey656 ปีที่แล้ว +2

    Khub bhalo laglo natok ta. Apurbo r Sabila amr favorite ❤

  • @osemahammed7t9
    @osemahammed7t9 ปีที่แล้ว +4

    খাবার টেবিলে সাবিলা আপু যখন অপুর্ব ভাই কে জরিয়ে ধরছে অটা অনেক ভালো লাগছে🥰🥰

  • @majedulhoquesohel4808
    @majedulhoquesohel4808 ปีที่แล้ว +2

    এই নাটকের সাথে নিজের জীবনের মিল খুঁজে পাই। যদি ও আমি বিয়ে করেছি বাবা মা'র পছন্দে। প্রথম যেদিন বউ আমাকে বলল তোমার গায়ের ঘামের গন্ধটাও আমার ভালো লাগে সেদিনই আমি পণ করেছিলাম তোমার জন্য আমি জীবন বাজি রাখবো।কারণ আমি ছিলাম ভালোবাসার কাংাল। বিয়ের ৭ বৎসর পর্যন্ত বাচ্চা হয়নি বাবা মায়ের একমাত্র ছেলে হিসেবে কিরকম কষ্টকর একটা সময় পার করেছি তা একমাত্র আল্লাহ জানেন।যাহোক অবশেষে আল্লাহ একটি ছেলে সন্তান দান করেছেন একটু সুখের মুখ দেখা শুরু করেছি এরই মধ্যে দেখা দিয়েছে নতুন সমস্যা, বউ আমার সিজফ্রনিয়ায় আক্রান্ত... আমার জন্য সবাই দোয়া করবেন।একটা পাগলকে ভালোবেসেই আমি জীবনের বাকি সময়টা পার করে দিতে চাই।