শবে বরাত ভিত্তিহীন নয় : প্রামাণ্যতা করণীয় ও বর্জনীয় :: মাওলনা তাহমীদুল মাওলা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024

ความคิดเห็น • 138

  • @CT-ST
    @CT-ST 6 ปีที่แล้ว +57

    আল্লাহ তুমি মাওলালা তাহমীদুল মাওলা সাহেব এর হায়াত বাড়িয়ে দাও, এবং তিনার এলেম আরও বাড়িয়ে দাও।

  • @innocent1710
    @innocent1710 6 ปีที่แล้ว +12

    আল্লাহু আকবার,,,, !!! হজরত কি সুন্দর বয়ান দিলেন,,, আল্লাহ্ সবাইকে বোঝার তাওফিক দান করুক,,,

  • @mbshojibshojib9830
    @mbshojibshojib9830 7 ปีที่แล้ว +23

    হে প্রভু, তুমি মাওলালা তাহমীদুল মাওলা সাহেব কে,এই জমাবার ইসলামের একজন খুটি হিসেবে কবুল করে নিন।

  • @delwarhussain371
    @delwarhussain371 6 ปีที่แล้ว +3

    মাশা আল্লাহ খুব সুন্দৰ দলিল সহ বয়ান

  • @gazimdirfanulhasanriyan2297
    @gazimdirfanulhasanriyan2297 7 ปีที่แล้ว +37

    মন খুলে আপনার জন্য দোয়া করি।

  • @AlAmin-py6gu
    @AlAmin-py6gu 6 ปีที่แล้ว +7

    মুরখ আলেমদের ভ্রান্তি থেকে জাতি কে বাচাতেএমন বিজ্ঞালেমদের আর ও এগিয়ে আসতে হবে।ধন্নবাদ।

  • @CreativeRaihan
    @CreativeRaihan 6 ปีที่แล้ว +24

    মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা

  • @abubakar9932
    @abubakar9932 6 ปีที่แล้ว +6

    ما شاء الله. وتبارك الرحمن
    وزادكم الله علما وفقها

  • @musafirdarsafar5236
    @musafirdarsafar5236 6 ปีที่แล้ว +10

    এই ভিডিওটিকে টাইমলাইন এ দেয়া দরকার। এবং পার্ট পার্ট করে দিলে দেখতে মানুষ বেশি আগ্রহী হবে... জাযাকুমুল্লাহ

  • @Nahid_Islam_BD
    @Nahid_Islam_BD 6 ปีที่แล้ว +26

    হুজুর অনেক আলেমের থেকে শবে বরাতের গুরুত্ব প্রমাণ করেছেন। আমরাও এ রাতের ফযিলত সমর্থন করি। কিন্তুু তিনি আলেমদের থেকে শবেবরাত পালন বিষয়ে কোন প্রমাণ দেখাতে পারেন নাই।

  • @qasemalmahmud4011
    @qasemalmahmud4011 6 ปีที่แล้ว +7

    ماشاءاللہ
    جزاك اللهُ‎
    في أمان الله

  • @zakariaibnkowsar9720
    @zakariaibnkowsar9720 7 ปีที่แล้ว +6

    Masha-Allah !! nice very strong ...... explane about sobe-baraat.

  • @IslamicActivities
    @IslamicActivities 7 ปีที่แล้ว +6

    আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা

  • @md.rafakathossain3556
    @md.rafakathossain3556 6 ปีที่แล้ว +6

    মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ।

  • @muftikudratullahmazhari5657
    @muftikudratullahmazhari5657 7 ปีที่แล้ว +18

    হুজুর আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করি। আপনাদের এ ভূমিকা অনেক আগেই জাতি চেয়েছিল। জাতি অাপনাদের কাছে ঋনি। চির ঋণী। দোয়া . ..............করি সবসময়।

    • @joyqqjoy7278
      @joyqqjoy7278 7 ปีที่แล้ว +1

      uni tu quran hadith theke boleni jmn rasul ki bollo a somporke ba Allah ki bollo .

    • @Naful
      @Naful 7 ปีที่แล้ว

      Kudratullah Media . ū

    • @atiquekwt4411
      @atiquekwt4411 6 ปีที่แล้ว +1

      হুজুর যে ইবাদত জুরে দিল এই রাতে এটার কি কোন দলিল আছে?

  • @tajulislam9430
    @tajulislam9430 7 ปีที่แล้ว +13

    জাযাকাল্লাহ খাইরান, সীমিত বিদ্যার আলেমদের জন্য বুঝবার আছে।

  • @meghzakir627
    @meghzakir627 7 ปีที่แล้ว +48

    শাবান মা‌সে রাসূল (স.) যা কর‌তেন, আর আমরা কি কর‌ছি?
    ==================================
    রাসূল ﷺ শাবানের অল্প ক‌য়েক‌দিন ব্যতীত প্রায় পু‌রো মাস জু‌ড়েই সিয়াম পালন ক‌রে‌ছেন। আ‌য়িশা (রা) থে‌কে ব‌র্ণিত, তি‌নি ব‌লেন:
    كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَصُومُ حَتَّى نَقُولَ لاَ يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لاَ يَصُومُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلاَّ رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ
    -আল্লাহ্‌র রসূল ﷺ একাধারে (এত অধিক) সওম পালন করতেন যে, আমরা বলাবলি করতাম, তিনি আর সওম পরিত্যাগ করবেন না। (আবার কখনো এত বেশী) সওম পালন না করা অবস্থায় একাধারে কাটাতেন যে, আমরা বলাবলি করতাম, তিনি আর (নফল) সওম পালন করবেন না। আমি আল্লাহ্‌র রসূল ﷺ -কে রমযান ব্যতীত কোন পুরা মাসের সওম পালন করতে দেখিনি এবং শা’বান মাসের চেয়ে কোন মাসে অধিক (নফল) সওম পালন করতে দেখিনি। [সহিহ বুখারী হা/১৯৬৯]
    .
    ১৫ শাবান মাসকে কেন্দ্র করে রাসূল ﷺ কোন আমল ক‌রে‌ছেন মর্মে কোন স‌হি দ‌লিল এই পৃথিবীর বুকে নাই। তারপরও আমরা অনেক ভুয়া আমল করছি, যেমন-
    ◉ নির্দিষ্ট নিয়মে সালাতে আলফিয়া বা ১০০ রাক‘আত সালাত আদায় করা।
    ◉ রাত জেগে নফল সালাত পড়া!
    ◉ সকিনা খতম করা
    ◉ মিলাদ মাহফিল করা!
    ◉ সম্মিলিতি জিকির করা!
    ◉ শেষ রাতে সম্মিলিত মোনাজাত করা!
    ◉ হালুয়া-রুটি খাওয়া, কেক কাটা/খাওয়া!
    ◉ মিষ্টি দিয়ে জীব জন্তুর প্রতিকৃতি তৈরী করা!
    ◉ পটকা আতশবাজির মাধ্যমে হৈ-হুল্লোর করে রাত কাটিয়ে দেয়া!
    ◉ একাকী বা দল বেঁধে কবর জিরায়াত করা!
    ◉ সাধারন কবর, পীরের কবর, ঘরবাড়ি ইত্যাদি আলোক সজ্জা করা!
    ◉ বাসগৃহ, মসজিদ, কবরস্থানসমূহ ধুপ-ধুনা, আগরবাতি, মোমবাতি ইত্যাদি দিয়ে আলোকিত করা!
    ◉ ১৫ই সাবান শবে-বরাতের নিয়তে রোজা রাখা!
    .
    ✏ লক্ষনীয় ব্যাপার হলো,এই কাজগুলো যুগ যুগ ধরে আমাদের মুসলিম সমাজে পালিত হয়ে আসছে; রাসুল ﷺ এর সুন্নাতের নামে, ইবাদতের নামে। অথচ এই আমল গু‌লির এক‌টিও রাসূল ﷺ থে‌কে প্রমাণিত নয়। আমরা নিজেদের সুন্নী দাবী করছি, কিন্তু যে আমল করছি তা রাসুল ﷺ থেকে প্রমানীত কিনা তা যাচাই করে দেখছি না।রাসূল ﷺ ব‌লে‌ছেন,
    مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ ‏‏
    -কেউ আমাদের এ শরী‘আতে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত । [সহিহ বুখারী হা/২৬৯৭]
    .
    আমাদের আরও মনে রাখতে হবে যে, বিদ’আতী কোন আমল আল্লাহ কবুল করেন না, তা যতই সুন্দর দেখাক না কেন, করতে যতই ভাল লাগুক না কেন।
    .
    তাই, আসুন মধ্য শাবানে শবে-বরাতের নামে সকল বিদ’আতকে পরিত্যাগ করি।
    -

  • @nazmulhasan-rd7fu
    @nazmulhasan-rd7fu 7 ปีที่แล้ว +9

    jazakallah khair

  • @JahangirAlom-ld7gf
    @JahangirAlom-ld7gf 6 ปีที่แล้ว +5

    সাবান মাসের মধ্যে রজনি, আমরা মানি সবাই মানে,এই রাতে অনেক মানুষকে আলালহ খমা করে দিবেন,এখন আপনি বলেন নবী (সাঃ)তার উমমতকে এই রাতে কি কি আমল করতে বলেছেন,আর তিনি এবং তার সাহাবীগন কিভাবে আমল করতেন,যদি সত্যবাদি হন বলেন?

  • @kamalmansur4837
    @kamalmansur4837 7 ปีที่แล้ว +9

    Masha-allah

  • @IbrahimAkash24
    @IbrahimAkash24 6 ปีที่แล้ว +2

    জাযাকাল্লাহ প্রিয় শায়েখ

  • @sujonsohel3545
    @sujonsohel3545 6 ปีที่แล้ว +5

    হুজুর... আপনার মতের সাথে আরো যারা বাংলাদেশের বড় বড় হুজুর রয়েছেন....তাদের মতের সাথে বিশাল পার্থক্য রয়েছে। আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে সেটা হলো..... ইউটুব চ্যালেনে আমরা যারা সাধারন মানুষ আপনাদের লেকচার শুনি সেগুলো আমরা মানার চেষ্টা করি।কিন্তু এখানে যদি আপনাদের মত মাওলানারা বিভিন্ন হাদিস কোরআন দেখিয়ে একেক জন একেক মত দেন তাহলে আমরা কার কথা বিশ্বাস করব...? আমি নিজেই এখন অসহায় বোধ করছি যে.. আল্লাহ কে পাওয়ার সঠিক পথ কোন দিকে।আমি বুঝার পর থেকে সুবে বরাত পালন করছি.... কেননা তা আমি আমার বাবা মা গ্রামের হুজুরে কাছে শুনেছি এর ফজিলত সমপরকে...। কিন্ত গত দুই বছর যাবত ভালো স্মার্ট ফোন কিনাতে আমি বিভিন্ন হাদিস কোরআন সমপরকে জানতে পেরেছি।আমি একজন মুসলিম ঘোরের সন্তান হয়েও ফোন কিনার আগে ধর্ম সমপরকে খুব একটা জানতাম না...।আর তাই গত বছর শুনলাম সবে বরাত পালন করা বিদাত... তাও আবার একজন মাওলানার মুখের কথা নয় প্রায় ৫০ জন মাওলানার সহিহ হাদিস দারা কথা।এখন আপনিও হাদিস দারা কথা বললেন।তাহলে আমার মত সাধারন মানুষ যাবে কোথায়..।আর আমার যে বিশ্বাস ছিলো সবে বরাতের প্রতি তা আপনাদের মতের কারনে সেই বিশ্বাস আর নেই। এর জন্য দায়ী কে... আমি না... আপনাদের মত আলেম

  • @TrueTalktv
    @TrueTalktv 6 ปีที่แล้ว +24

    কয়েকবার শুনতে হবে হয়ত, দেখা যাক কিছু উদ্ধার করা যায় কিনা...
    একবার শুনে কিছুই উদ্ধার করতে পারলাম না, সহী হাদিসের আলোকে কি কি আমল রয়েছে শবে বরাত এর সে বিষয়ে।

  • @abdullahalabrar3387
    @abdullahalabrar3387 7 ปีที่แล้ว +10

    جزاكم الله خيرا...

  • @MamunKhan63
    @MamunKhan63 7 ปีที่แล้ว +14

    শবেবরাতের সুন্নাত আমল কি? রাসুল (সা:), সহাবীরা এবং ইমাম আবু হানীফা (রহ:) উনারা কিভাবে এই রাতে আমল করেছেন?

  • @abduzzaher5367
    @abduzzaher5367 6 ปีที่แล้ว +2

    জাযাকাল্লাহ

  • @Alauddin14891
    @Alauddin14891 7 ปีที่แล้ว +4

    MaShaAllah.....

  • @Alauddin14891
    @Alauddin14891 7 ปีที่แล้ว +3

    Ameen.....

  • @tajulislam9430
    @tajulislam9430 7 ปีที่แล้ว +16

    হক আলেম মিডিয়ায় না আসায় ভূল তথ্য ছড়ানো হয় যা অনুচিত।

  • @shakirhossain3015
    @shakirhossain3015 6 ปีที่แล้ว +2

    জাযাকুমুল্লাহ

  • @mbshojibshojib9830
    @mbshojibshojib9830 6 ปีที่แล้ว +2

    আমিন আমিন আমিন

  • @delwarhussain371
    @delwarhussain371 6 ปีที่แล้ว +17

    হায় আজ মানুষেৱ কি হলো!!!
    হুজুৱে কি সুন্দৱ ওয়াজ কৰলেন,আৰ মানুষ কি কমেন্ট কৰে।

  • @robhulmiah4641
    @robhulmiah4641 6 ปีที่แล้ว +3

    Alhamdulillah. Very nice discussion. Is it possible to clarify about the doings (A'"mal) in this night according to sunnah or any hadith?

  • @khaledakhanam3027
    @khaledakhanam3027 7 ปีที่แล้ว +2

    Appner juktite Khushi holam.

  • @MdSaifulislam-xj9dm
    @MdSaifulislam-xj9dm 7 ปีที่แล้ว +9

    allah shayekh ar ilm a borkot dan koruk

  • @ZFNatureView
    @ZFNatureView 6 ปีที่แล้ว +4

    masaallah

  • @muhammadjamaluddin499
    @muhammadjamaluddin499 6 ปีที่แล้ว +1

    আপনার কথা সঠিক। আল্লাহুম্মা আমিন।কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন অনুগ্রহ করে- ১। একজন মুসলিম দাঁড়ি রাখে, তবে দাঁড়ি সবসময় কেটে কেটে ৫/৭ দিনের দাঁড়ির মতো পুরো এমন দাঁড়ি রাখে এমন লোকের প্রতি আমার রাগ হয় এবং আমার সালামও আসেনা রাসুল সঃ এর সুন্নাহকে নিয়ে মশকারি করার কারণে। আমার ইহা কি ঠিক? পক্ষান্তরে যে মুসলমান দাঁড়ি একেবারে রাখেনি। তার প্রতি আমার রাগ হয় না। কেননা সে দাঁড়ি নিয়ে ত উপরোক্ত ব্যক্তির ন্যায় মশকারি করেনা এবং হয়ত কোন এক সময় সুন্দর সুন্নাহ মোতাবেক দাঁড়ির রাখবে। ২। আমরা শুনেছি যে দাঁড়ি রাখেনা, সে ফাসেক এবং ফাসেককে সালাম দিতে হয় না। দাঁড়ি কাটা ব্যক্তিকে সালাম দেয়া সঠিক/ বেঠিক? এই একথাটা সঠিক কিনা? একটু জানাবেন।

  • @raihantanvir8880
    @raihantanvir8880 7 ปีที่แล้ว +3

    আসসালামু আলাইকুম,
    "একাধিক জইফ বর্ণনা মিলে একটা স্তরে পৌঁছানো যায় " এ কথাটার যৌক্তিক আর স্বপ্রসঙ্গ ব্যাখ্যা চাচ্ছিলাম।

  • @atikanwar8877
    @atikanwar8877 6 ปีที่แล้ว +5

    zajakumullah

  • @roktimava2245
    @roktimava2245 7 ปีที่แล้ว +7

    mashallah

  • @sazidazannath9413
    @sazidazannath9413 7 ปีที่แล้ว +5

    shubhaallah

  • @sumonasuchi4798
    @sumonasuchi4798 7 ปีที่แล้ว +5

    আপনাকে অনেক ধন্যবাদ।

  • @mynuddinbiplob515
    @mynuddinbiplob515 7 ปีที่แล้ว +4

    Amin

  • @eshqeilahi2665
    @eshqeilahi2665 6 ปีที่แล้ว +2

    جزاک الله

  • @zakariaibnkowsar9720
    @zakariaibnkowsar9720 7 ปีที่แล้ว +2

    very........ nice nd right topic ........right speach. lot of...thanks .

  • @khaledakhanam3027
    @khaledakhanam3027 7 ปีที่แล้ว +1

    subhanallah Resalatul Islamke.

    • @khaledakhanam3027
      @khaledakhanam3027 7 ปีที่แล้ว

      karon ago hujur maolana ki karone Amon kotha bolcen bujlamna.ti apnake only mubarakbad

  • @junidmiya9097
    @junidmiya9097 6 ปีที่แล้ว +1

    মাসাআললাহ

  • @shamsulhaque3672
    @shamsulhaque3672 6 ปีที่แล้ว +5

    আসসালামু আলাইকুম ৷ হযরত, বিদআতের পরিচয় সম্পর্কে একটি ভিডিও আপলোড করলে উপকৃত হবো ৷

  • @abdulmazid5346
    @abdulmazid5346 7 ปีที่แล้ว +8

    তাহমিদ সাহেব, আপনাকে সম্মানের চোখে দেখি। তো ভাই আমরা মনে করি শবে বরাতের রাতে সারা রাত জেগে কোন আমল করতে হবে তা সহিহ হাদিস দ্বারা প্রমানিত নয়।বরং পুরো শাবান মাসেই যত বেশি সম্ভব সিয়াম পালন করতে হবে। আপনার দলিল দ্বারাও কিন্তু প্রমান হয়নি যে সারারাত সালাত আদায় করতে হবে।

  • @alombabu6047
    @alombabu6047 7 ปีที่แล้ว +6

    আস্তা রাখেন কোরআন হাদিসে

  • @jasmineelma6359
    @jasmineelma6359 7 ปีที่แล้ว +9

    Time duration is too long

    • @QaziMasud49
      @QaziMasud49 7 ปีที่แล้ว +3

      I think it's necessary to describe perfectly

    • @Alauddin14891
      @Alauddin14891 7 ปีที่แล้ว

      Jasmine Jasmine .....

  • @ahanafapu4138
    @ahanafapu4138 6 ปีที่แล้ว +3

    শবে বরাত কিভাবে উদযাপন করতে হবে সেটা বললেননা কেন? এই রাতে নফল নামাজ পড়তে হয়,দিনে রোজা রাখতে হয় এটা কোন হাদিসে আছে একটা সহীহ্ হাদিস বললেননা কেন? আপনাদের মত আলেমরাই এই মুসলমানের মধ্যে বিদাত ঢুকিয়েছে।

  • @ismailOmanWI
    @ismailOmanWI 6 ปีที่แล้ว +11

    মোহাদ্দেস থেকে কেন ভলেন, সাহাবি থেকে আমল আচে, আল্লাহ রাসুল কিবাবে আমল করেচে সেটা ভলেন

  • @zeenatunnessa9045
    @zeenatunnessa9045 7 ปีที่แล้ว +4

    শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছেন শবেবরাত আছে,ইবাদত ভাল কাজ,শয়তান ছাড়া আল্লার কোন বানদা আল্লার ইবাদত অপছন্দ করতে পারে না,সুতরাং সুন্নিরাই সঠিক,সুন্নিয়তের পথে আসুন,জাজাকুললাহ খায়ির .

  • @samsuddinsams8149
    @samsuddinsams8149 7 ปีที่แล้ว +9

    আমার মনে হয় । কোরআন হাদিস বাংলা ভাষায় নাজিল হয়েছে কারন আরবের কোনো আলেম বল্লেন না যে শবে বরাত বলে কিছু আছে ।

  • @cnnshop6017
    @cnnshop6017 6 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ভাই জান যে সবসুন্নাতি আমল আমাদের সমাজে নাই সেই সব বেপারে একটু ভাল করে বলেন, যেমন, মসজিদে ঢুকে ২রাকাত নামাজ পড়া ফরজ নামাজের পরে সুন্নাতি দোয়া অনেক কাজের আগে ও পরে দোয়া পড়া যেমন গোসলের আগে ও পরে অযুর আগে ও পরে গুমের আগে ও পরে খাওয়ার আগে ও পরে, এই সবের সুন্নাতি আমল একটু সুন্দর করে বলেন

  • @نوافخاطر-ك1ف
    @نوافخاطر-ك1ف 7 ปีที่แล้ว +4

    alhamdulla

  • @arstudycare2588
    @arstudycare2588 6 ปีที่แล้ว

    Right

  • @mdsaimon947
    @mdsaimon947 6 ปีที่แล้ว +2

    ইমাম সাহেব মেনেছেন পালন করেছেন এমনটা বলেছেন কিন্তু কোরআনতো রাসুল পাক (সাঃ) এর উপর নাযিল হয়েছে তাহলে রাসুল (সঃ) কেন এই দিনে ইবাদত করেন নি বা করতে বলেনি কেন???

  • @nagirmollick1044
    @nagirmollick1044 5 ปีที่แล้ว

    INDIA. 👌

  • @tamimahmad1784
    @tamimahmad1784 7 ปีที่แล้ว +20

    এই রাতে আমলের ব্যপারে দলিল কোথায় ?

    • @madhukori11
      @madhukori11 7 ปีที่แล้ว

      Tamim Ahmad ai cheley to baper proxi ditey aschey.

  • @khaledakhanam3027
    @khaledakhanam3027 7 ปีที่แล้ว +1

    Nasiruddin Banikeo ovinondon.jete uni sob sohi bolcen.je Sobe .e.borat vittihin noy.kn vittihin hb kokkonnoyyei vittihin not.ti only thanks apnake o unake .

  • @rabbi6606
    @rabbi6606 6 ปีที่แล้ว +7

    শবে বরাত নামটাই ভিত্তিহিন

  • @mohinkhanhrmtv4359
    @mohinkhanhrmtv4359 6 ปีที่แล้ว

    right

  • @shorifabegum6069
    @shorifabegum6069 7 ปีที่แล้ว

    tnhx

  • @khaledakhanam3027
    @khaledakhanam3027 7 ปีที่แล้ว +3

    of course Sob.E.Borat. vittihin noy.a prosongge Resalatul Islam me ovinondon.

  • @a.rahimrahim4315
    @a.rahimrahim4315 6 ปีที่แล้ว

    জিকির করি কোরান পড়ি

  • @abdullahalnahian9681
    @abdullahalnahian9681 7 ปีที่แล้ว +1

    hi

  • @md.mosaddek6080
    @md.mosaddek6080 6 ปีที่แล้ว +1

    জনাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্। বর্তমান সময়ের দুইজন প্রনিধান যোগ্য ইসলামী বক্তা মাওলানা তারেক মনোয়ার এবং কামাল উদ্দীন জাফরী এই দুইজনের বক্তব্য (th-cam.com/video/tFQcb9hOjhA/w-d-xo.html এবং th-cam.com/video/f1brNHTbBwQ/w-d-xo.html ) এবং আপনার বক্তব্য সম্পূর্ণ বিপরীত। কেন?

  • @nehatalpihas4495
    @nehatalpihas4495 6 ปีที่แล้ว

    Brother, Can you giver the fundamental factum about your keystone? @তাহমীদুম

  • @mdarifulislam2223
    @mdarifulislam2223 6 ปีที่แล้ว +4

    যইফ হাদিস গ্রহণের শর্তগুলো কী কী? আগে এটা পরিষ্কার করেন। কয়দিন পর বলবেন জাল হাদিসও কিছু শর্তমোতাবেক গ্রহণ করা যাবে।

  • @abdullahalmahmudbinsarwar
    @abdullahalmahmudbinsarwar 6 ปีที่แล้ว +5

    ভাই ইসলাম নিয়ে ব্যবসা কেন করছেন কেন দলবাজি করছেন অন্য কারো জন্য কেন নিজের জান্নাত হারাচ্ছেন সাবধান হয়ে যান ফিরে আসুন আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে এর দিকে। পারলে অন্য কোনো ব্যবসা করেন সুদ ঘুষ খেলে বললে তারা ক্ষমা করবে ক্ষমা করবেন কিন্তু ইসলাম নিয়ে ব্যবসা করলে কোনদিন নাজাত পাবেন না

    • @abdullahalmahmudbinsarwar
      @abdullahalmahmudbinsarwar 6 ปีที่แล้ว

      সুদ ঘুষ খেলে ও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু ইসলাম নিয়ে ব্যবসা করলে কোনদিন নাজাত পাবেন না

  • @islam-ahlussunnahwaljamaah3836
    @islam-ahlussunnahwaljamaah3836 6 ปีที่แล้ว +1

    Tahmidul Maula slip of tongue 13:28 to 13:34.. Atotuku borjonio, Meraj osshikar kari Kafir, uni erokom kichu bolte chan nai, borong bhule bole felsen. *Atotuku borjonio*
    Alhamdulillah baki shob Sahih.. Firqaye Ahle Hadith der mukh bondho. Jazakallahu khair.

  • @khaledakhanam3027
    @khaledakhanam3027 7 ปีที่แล้ว +1

    ata tik noy ota tik noy.agr msge mistake hoyece.

  • @md.foysal9344
    @md.foysal9344 6 ปีที่แล้ว +1

    koraner proman den

    • @nomolmedia5439
      @nomolmedia5439 6 ปีที่แล้ว

      মাসাআল্লাহ হক কথা

  • @md.sahajahanindia4705
    @md.sahajahanindia4705 7 ปีที่แล้ว +11

    সহি হাদিস দ্বারা সবেবরাত এর কোন ভিত্তি নেই,

  • @arifrobbany3582
    @arifrobbany3582 6 ปีที่แล้ว +1

    joif bad den..pukta hadis anen..
    nobiji (sw) r sahabira ki krten.....oita koin....

  • @kmkowsaruddin1021
    @kmkowsaruddin1021 6 ปีที่แล้ว +3

    all lie you need to study body you don't no anything about quran hadith stop talking nonsense

  • @khaledakhanam3027
    @khaledakhanam3027 7 ปีที่แล้ว

    Sob maolana Keno Amon bolcen janina.mon kharap Holo amdr.bt Mani amra sob somoy.

  • @anisuzzaman4887
    @anisuzzaman4887 7 ปีที่แล้ว

    moulovi saheb apnar sohi hadis somondhe kono gane nai. sohi hadis theke dolil pes korun.

  • @khaledakhanam3027
    @khaledakhanam3027 7 ปีที่แล้ว

    Ki kore sob maolanara ato boro kotha bolcen.Notun projonmo ki kore volunteer na pls.

  • @montasirmolla9109
    @montasirmolla9109 6 ปีที่แล้ว +1

    মুর্দা

  • @MrKhan-ln9ru
    @MrKhan-ln9ru 7 ปีที่แล้ว +16

    ফালতু তাহমিদুল মাওলা,
    আল্লাহ তোমাকে সহীহ আকীদা ও কোরআন সহীহ হাদীসের উপর আমল করার তৈফিক দান করুন। আল্লাহ সুরা মোহাম্মদে ৩৩নং আয়াতে বলেন, আতিউল্লা আতিয়ার রাসুলা ওলা তুবতিলু আ“য়মালাকুম।
    একটী হাদিস শুনাই। মান আমীলা আমেলা লাইসা আমরুনা ফা রুদ্দ।
    সুরা নিসার ৫৯ নং আয়াত(ফাইন তানাজাতু ফারুদ্ধুহু ইলাল্লাহু ওয়া রাসুল ), এসব কোরআন এবং সহীহ হাদিসতো তোমাদের খুব মুখস্ত থাকার কথা।
    তোমাদের আকীদা বিভ্রাটের কারনে দীন ইসলামকে কোথায় নিয়ে দাড়া করাইতেছ। কাদের খুসী করতে গিয়ে আল্লাহ এবং তার রাসুল (সাঃ) কে কোথায় নিক্ষেপ করিতেছে একবার কি ভেবে দেখেছ।রাসুল(সাঃ) নামে মিথ্যা, ছিঃ ছিঃ
    রাসুল(সাঃ)পুরা শাবান মাসে রোজা রেখেছেন,রমজান মাসের সম্মানে। এবং সাহাবীদের বলেছেন তোমরা শাবান মাসে রোজা রেখ যাতে রমজানের রোজা তোমাদের জন্য সহজ হয়।
    জাল জইফ, হাদিস হল, অবৈধ এবং ল্যংরা লুলা সন্তানের মত যারা পরিবারের,সমাজে, রাষ্ট্রের কোন কাজে লাগেনা । সেরকম,জাল জইফ হাদিসও আমলে আকীদায় ডুকান যাবেনা এবংকোন ফজিলতও নাই।
    জাল জইফ হাদিস আমলে যেখানেই ডুকাবে সেখানেই কোরআন এবং সহীহ হাদীসের সাথে ধাক্কা খাবে।
    আল্লাহর ওহীর সাথে দুনিয়ার কোন বানানো কিচ্ছা কাহিনী মিলবেইনা।
    আল্লাহ সকলকে কোরআন এবং সহীহ হাদীসের বুঝ দান করুন । আমীন,

  • @afssalem7610
    @afssalem7610 6 ปีที่แล้ว

    আপনার ফোন নামবার দিবেন

  • @aunzirjahangir1860
    @aunzirjahangir1860 7 ปีที่แล้ว +7

    ভাই,তুমি দীনের পথে আসো,,দাড়ি আর টুপি থাকলেই দরকারি হুজুর হওয়া যায় না,,তুমি ভাই তরকারি,,, লোকে মনে রাখবে না

  • @kamarulhasan2667
    @kamarulhasan2667 6 ปีที่แล้ว

    Sobiborat jara rong bolchon tara Alla ke mane na

  • @mustafabiswas2219
    @mustafabiswas2219 6 ปีที่แล้ว

    ai sali moja chudas

  • @asadullah2027
    @asadullah2027 6 ปีที่แล้ว +1

    জাযাকাল্লাহ

  • @tajulislam9430
    @tajulislam9430 7 ปีที่แล้ว +16

    হক আলেম মিডিয়ায় না আসায় ভূল তথ্য ছড়ানো হয় যা অনুচিত।

  • @montasirmolla9109
    @montasirmolla9109 6 ปีที่แล้ว

    মুর্দা

  • @আব্দুলআজিজ-স৫ল
    @আব্দুলআজিজ-স৫ল 7 ปีที่แล้ว +1

    জাযাকাল্লাহ