হিন্দু মুসলিম যেদেশে মিলেমিশে একাকার A Hindu State in a Muslim State

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 492

  • @BoniAmin
    @BoniAmin  5 ปีที่แล้ว +37

    Emran Hossain@আহা 'মুমিন', তুমি নিশ্চয় আমাদের চ্যানেলে হয় নুতন, নয় একজন মাদ্রাসার 'আলেম' অথবা আলেমের বংশধর। যদি আমাদের চ্যানেলে নুতন হয়ে থাকো তাহলে চ্যানেলটি আরেকটু নাড়াচাড়া করে দেখো বনি আমিন স্যার তোমাদের মত বাংলাদেশী 'মুমিন'দের মন জোগাতে কত কোটি টাকা খরচ করে তিনি কতগুলো 'মুসলিম দর্শনীয়' স্থান আমাদের চ্যানেলে ভিডিও উপহার দিয়েছেন। তবে তুমি 'মুমিন' বা 'আলেম' হলে তাঁর ওই অবদানগুলো দেখবে না বা তা নিয়ে তুমি কোনো প্রশংসা করবে না, বরং তুমি এই চ্যানেল এর 'ইসলামিক ছিদ্র' খুঁজতে থাকবে এবং সুযোগ পেলে 'ইসলামিক পদ্ধতিতে' কমেন্ট করতেও ছাড়বে না। হে 'মুমিন' ইমরান তোমার নামটি আমাদের 'মুমিন - লিস্ট' তালিকায় যত্ন করে টুকে রাখলাম, ভবিষ্যতের জন্যে, যদি কাজে লেগে যায়। - ডাঃ সান্ড্রা গোমেজ, (কো অ্যাডমিন), বনি আমিন চ্যানেল, প্রিটোরিয়া, সাউথ আফ্রিকা

    • @ajeyashaktishaliyoddhaskan6286
      @ajeyashaktishaliyoddhaskan6286 5 ปีที่แล้ว +4

      Boni Amin khub sundor video, apnar anno videos gulo ami delhchi, apnar uposthapona so so so beautiful. 🤗🤗🤗🤗🤗

    • @proudbangladeshi285
      @proudbangladeshi285 5 ปีที่แล้ว +6

      Koti Taka khoroch kore video na baniye Australia-r kono orphanage-er yatimder 2 Bela Khabar khawan o video koren tateo Apnar paap Kichuta kombe.Bangladesher yatimder khawanor jonno Onek ase Apnar moto ossovo loker Proyojon nei.Kheye deye kaaj pawna Bali dip ghurte koti Taka khoroch hoy.Dappabazir jayga pawna.Dur beta Ami Indonesiar Surabaya-Kualalampur-Dhaka return Soho ghure eseci matro 18000 Takay.Oikhan theke Malang-e thekeci.Malang theke Bali Khub kaache.Tumi dhsppabazir jayga Pawna?Tumi no.1 tout.Or cheye Malang-e giye Mount Bromo dekhao Oita ekta jibonto agneogiri
      .Oita dekhle Bangladesh-er lok dole dole Malang jabe kinto tumi dekhabena karon tahole lokjon India jabena. Er ekti Kotha bolci Malang emon ekti place jar moto place Indonesia te 2/3ta ase jekhane Sara bochor medium temperature thake.

    • @ashrafshakin727
      @ashrafshakin727 5 ปีที่แล้ว +6

      Boni Amin আপনি কি নাস্তিক...??

    • @sahilsardar1237
      @sahilsardar1237 5 ปีที่แล้ว +1

      # Boni Amin, এরচেয়ে আর দামীজুতো হয়না ভাই ! জুতিয়ে মারতে গিয়ে যদি জুতোর সোল ছিঁড়ে যায় তাহলে BATA COMPANY-র ভালো স্যাণ্ডেল পাঠিয়ে দেবো। দুঃশ্চিন্তা করবেন না। আমিতো আছি।

    • @sahilsardar1237
      @sahilsardar1237 5 ปีที่แล้ว +1

      @@AzamKhan-yh5oc, A little pity to you and to the arrogant Mullas for a comment from a half educated Azam Khan. Don't worry, you, I say again you Azam Khan, a man of distinguished class, a man of courage and vision but that very Azam Khan who passed a silly comment about Mullahs' sentiment is ignorent one. But my Azim Khan is brilliant one ! Bony Amin is very right in his direction and no evil force can de-route him. May Allah wash you and pour more gray matter in your skull ! Thank you brilliant Azim !

  • @razibroy5923
    @razibroy5923 ปีที่แล้ว +4

    কোটি কোটি ধন্যবাদ বনি দাদা আপনাকে। আপনার জন্য আশীর্বাদ রইল।

  • @pa591
    @pa591 2 ปีที่แล้ว +5

    আগেই শুনেছিলাম বালিদীপে অনেক আমাদের হিন্দু সম্প্রদায়ের বাস করে, কিনতু জানতাম না যে এতো মন্দির মুর্তি আছে সেখানে, আপনার মাধ্যমে সেগুলো দর্শন হলো, আপনার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই,

  • @rakibulhasanrasel5073
    @rakibulhasanrasel5073 4 ปีที่แล้ว +4

    শুভেচ্ছা জানবেন গুণীজন, আমি আপনার অনেক ভিডিও দেখেছি, কখনো মন্তব্য করা হয় নি, ব্যতিক্রমী উপস্থাপনা, সত্য সুন্দর ও আপসহীন কথামালা আমাকে মুগ্ধ করেছে। আপনার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে দেখার সুযোগ পেয়েছি বলতে পারি, ধর্মান্ধ ও দলান্ধদের মুখে চপেটাঘাত করে এভাবে সত্যিই একজন বনী আমিনই দেখিয়েছেন। আপনার দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকুন নিরন্তর।

  • @Avijitroy00
    @Avijitroy00 4 ปีที่แล้ว +28

    বনি আমিন আরও একশো বছর থাকুন এটাই ভগবানের কাছে আমার প্রার্থনা. তিনি কেবলমাত্র একজন ভ্রমণপিপাসু নন, তিনি একজন জ্ঞানী মানুষ. তার কাছে এই বাঙালি জাতির অনেক কিছু শেখার আছে.

  • @alaminbhuiyan3476
    @alaminbhuiyan3476 3 ปีที่แล้ว +12

    ভাইজান একটা বিষয় লক্ষ করলাম ইন্দোনেশিয়ার রাস্তাঘাট গুলো অনেক সুন্দর পরিষ্কার খুব ভালো লাগলো আমাদের বাংলাদেশটা যদি এরকম হত তাহলে আরো বেশি ভালো লাগতো

  • @Avijitroy00
    @Avijitroy00 4 ปีที่แล้ว +30

    সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকার আনন্দ অনেক. একজন মানুষ তার নিজের এবং অন্য ধর্মের থেকে অনেক কিছু শিখতে পারে. তবে হুজুররা থাকলে এটা কখনোই সম্ভব নয়.

    • @alien-human369
      @alien-human369 4 ปีที่แล้ว +2

      সঠিক কথা।
      ভন্ড হুজুররা, আঙ্গুর আর খেজুর ছাড়া অন্য কিছুই চিনে না, জানার ক্ষমতা ও নাই।
      "চিন্তা-চেতনায় সকল মানুষ,
      সকলেই আমরা আলাদা।
      জল ঘোলা করে পান করে,
      প্রবাদ আছে, সে গাধা।"

  • @churamanisen9894
    @churamanisen9894 4 ปีที่แล้ว +3

    আপনার চেষ্টা সার্থক হোক। আপনার প্রত‍্যেকটি ভিডিও অসাধারন। আমি পশ্চিম বঙ্গের একজন বাঙ্গালী বর্তমানে নেপালে থাকি কর্মক্ষেত্র আমার। আপনাকে ধন‍্যবাদ।

  • @biswajitsarma6700
    @biswajitsarma6700 4 ปีที่แล้ว +4

    ভাই কেমন আছেন।ভাই আপনার সব ভিডিও গুলো আমি সব সময় দেখী।ভাইয়া আপনি এক জন অনেক বরো মনের মানুষ।যার ভিতরে কোন হিংসা নাই কোন জাতী ভেদাভেদ নাই।সেলুট আপনাকে।।।

  • @royalahmed6740
    @royalahmed6740 3 ปีที่แล้ว +16

    আমরা কিন্তুু মূল মেসেজ টা। বুঝি না শুধু দলাদলি করি। তার মেসেজ হলো পৃথিবী সবার.. সবার সমান অধিকার। সবাই মিলে মিশে বসবাস করবো। তার মূল মেসেজ আমাদের বুঝতে হবে। তার বলতে আমাদের সকলের প্রিয় বনি ভাই।।।

  • @m.k.s4993
    @m.k.s4993 4 ปีที่แล้ว +4

    ইন্দোনেশিয়া দেশবাসিকে জানাই আমার শ্রদ্ধা ভালোবাসা,বনি আমিন আপন্কেও

  • @swapanbhowmick3579
    @swapanbhowmick3579 3 ปีที่แล้ว

    বনি আমিন আপনাকে অনেক ধন্যবাদ। বালি দ্বীপে বিষ্ণু ভাস্কর্য, গরুড় পাখির ডিম এবং অন্যান্য ভাস্কর্য ও মনোরম দৃশ্য দেখে মুগ্ধ হলাম।

  • @DolanDhar
    @DolanDhar 4 ปีที่แล้ว +11

    দাদা নমস্কার জীবনে ইন্দোনেশিয়া বালি দ্বীপের বিষ্ণু মূর্তি দর্শন হবে কিনা জানিনা
    কিন্তু আপনার মাধ্যমে সেটা হয়েছে
    ঈশ্বর যেন আপনাকে অনেক অনেক
    আয়ুষ্মান করে বেঁচে থাকেন
    ধন্যবাদ........

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co 4 ปีที่แล้ว

      বিষ্ণু মূর্তি দর্শন It is not essential to see all statues of God everywhere in the world. What is more important is to be sincere and honest human being. Be good at heart , and you will have your বিষ্ণু মূর্তি দর্শন in your dreams.

    • @Karmokar980
      @Karmokar980 4 หลายเดือนก่อน

      বনি আমিন ভাইকে অসংখ্য ধন্যবাদ

  • @panditerpathshala5809
    @panditerpathshala5809 5 ปีที่แล้ว +35

    আপনাকে অনেক ধন্যবাদ .. আপনার দ্বারা আমরা অনেক অজানা কিছু দেখি ও শুনি .. আর অনেক কিছু জানতে পারি...

    • @krishnakotha4094
      @krishnakotha4094 5 ปีที่แล้ว +3

      হরে কৃষ্ণ

    • @sanjoypradhan9019
      @sanjoypradhan9019 5 ปีที่แล้ว

      মুক্ত মনা মানুষ থেমে থাকে না৷
      ওরা তো পারিপারশিক প্রভাবে চেতনা প্রতিবন্ধী৷
      স্যার আপনা ভিডিওযেমন দিখি
      ঐ চেতনা প্রতিবন্ধীদের কুৎসা ও দেখি৷

  • @monirhossan5635
    @monirhossan5635 2 ปีที่แล้ว +2

    স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই উপস্থাপন করার জন্য আল্লাহ আপনাকে দীঘু আয়ু দান করুক

  • @ashischatterjee4836
    @ashischatterjee4836 4 ปีที่แล้ว +8

    গোটা বিশ্ব যেন এরকম হয় দাদা ।জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে যেন থাকে ।

  • @sabyasachipal8459
    @sabyasachipal8459 2 ปีที่แล้ว +4

    আপনিই একজন প্রকৃতি মানুষ❤️❤️❤️

  • @skghosh7049
    @skghosh7049 5 ปีที่แล้ว +13

    আপনার সত্যি কথা বলার ধরন টি অসাধারণ ♥️..
    বাঙালি জাতির গর্ব বোধ করা উচিত..🙏

  • @mdlmranhossainsiddikiy6892
    @mdlmranhossainsiddikiy6892 5 ปีที่แล้ว +36

    আপনার অনেক ভিডিও দেখে,
    আমি মগ্ন,এবং সহনীয় আমি- অসামপ্রদায়িক, আমি চাই বাংলাদেশ সামপ্রদায়িক সম্পীতি বজাই থাকে,
    বঙ্গবন্ধু বলেন, এদেশ না হিন্দুর,
    না মুসলমানের, না বৌদ্ধ ও খ্রিস্টান দের, এদেশ, সবাইর এবং সবাই এই দেশে সমান অধিকার, হবে,,

    • @biswajitpatra4748
      @biswajitpatra4748 4 ปีที่แล้ว +4

      Amrao chai Bangladesh , Pakistan nijeder secular country hisebe ghosona koruk.Bharat er Moto.

    • @familyvlogs3767
      @familyvlogs3767 3 ปีที่แล้ว

      @@biswajitpatra4748 ভারতে আজানটা পর্যন্ত দেওয়া নিষেধ আবার আপনি কথা বলতে আসেন সে হ্মেত্রে বাংলাদেশের হিন্দুরা অনেক অনেক ভাল আছে

    • @pujadatta6632
      @pujadatta6632 3 ปีที่แล้ว +1

      @@familyvlogs3767 amito insia te azan diya suni apnara kotha theke vuji na

    • @rajatbiswas7645
      @rajatbiswas7645 3 ปีที่แล้ว

      @manjural hasan ei sob vulval khoborvkothai pelen...ami India theke bolchi ekhankar kono prante Ajan nishiddho noi...apni eisob mithye prochar bondho korun...

  • @m.k.s4993
    @m.k.s4993 4 ปีที่แล้ว +4

    Muslim রা এখানে এসে থাকে হিন্দু মনদির দেখতে আমার খুব ভালো লাগলো, তেমনি হিন্দুরাও যদি.... আরোও ভালো লাগবে, বনি আমিন আপনাকে ধন্যবাদ

  • @krishnamitra4436
    @krishnamitra4436 2 ปีที่แล้ว +1

    দারুণ লাগছে বনিদা, তোমার জন্য বিশ্ব দেখতে পাচ্ছি ধন্যবাদ

  • @midreshalisvlog6376
    @midreshalisvlog6376 4 ปีที่แล้ว +29

    আমরা বর্বর জাতি, ইন্দোনেশিয়া উদার জাতি।

  • @jkbabu8649
    @jkbabu8649 5 ปีที่แล้ว +1

    অসাধারণ এমন প্রাকৃতিক দৃশ্য আরো দেখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম অসাধারণ সুন্দর ভিডিও উপস্থাপন করার জন্য।

  • @বুদ্ধেরমৈত্রী-চেতনা

    ইন্দিনেশিয়া ছিল হিন্দুদের দেশে বাংলাদেশের মতো । তবে বৌদ্ধও ছিল । মুসলিমরা এসে সমস্ত পাল্টে দেয় । বালি বাদে সর্বত্র হিন্দু সংস্কৃতি প্রায় মুছে ফেলার চেষ্টা হয় । কিন্তু সব মুছে ফেলা যায় নি । বাংলাদেশী মুসলিমদের থেকে ইন্দোনেশিয়ার মুসলিমরা উদার এবং তাদের পূর্বপুরুষদের সংস্কৃতির অনেক কিছুই মেনে চলে ।

    • @maximus4731
      @maximus4731 4 ปีที่แล้ว

      তাই নাকি🤣🤣🤣

    • @alioptim
      @alioptim 10 หลายเดือนก่อน

      Not entirely true.
      Indonesian are one of those nations who accepted Islam voluntarily.
      Therefore, pointing at Muslims is over reaction

  • @sudhirdas8821
    @sudhirdas8821 4 ปีที่แล้ว +4

    বনি আমিন দাদা ভালআছেন
    বৌদি ভালআছে
    খুব ভাল লেগেছে অসাদারন ভিডও

  • @bablubaidya3499
    @bablubaidya3499 4 ปีที่แล้ว

    এক অসাধারণ ও অকল্পনীয় বিরল সুন্দর ভিডিও। ভাবতে বিস্ময় লাগে জগতে এত সুন্দর কিছু আছে। আমরা সীমিত জ্ঞানের বাইরে যেতে চাই না তাই এমন দুর্লভ দৃশ্য থেকে বঞ্ছিত হতে হয়। কিন্তু আপনার মাধ্যমে এমন দুষ্প্রাপ্য দৃশ্য দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই স্যার। আপনাকে ও ম্যাম কে আমার হার্দিক ভালোবাসা ও শুভকামনা রইলো স্যার 🙏🌷🌷💞

  • @prasantasengupta7720
    @prasantasengupta7720 4 ปีที่แล้ว +34

    ইন্দোনেশিয়ার থেকে শিক্ষা নেওয়া উচিত আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ তিন মুসলিম রাষ্ট্রের। সংস্কৃতি ,ভাষাকে ধর্মের সঙ্গে মিশিয়ে দেওয়া ঠিক নয় । ইন্দোনেশিয়ায় মসজিদের সংখ্যা বাংলাদেশের থেকে অনেক বেশি । মুসলিম রাষ্ট্র হিসেবে সেরা শান্তির দেশ ইন্দোনেশিয়া। অনেক যশোর জেলার বাইকার ফারহানা , অনেক পাবেন। " ইসলাম" এখানেই যথার্থ স্বার্থক রূপ পেয়েছে , রাসুল সাল্লাল্লাহু যেমনটি চেয়েছিলেন। আল্লাহ তুমি ভারতীয় উপমহাদেশের আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান কে সুমতি দাও ।

    • @pachmisali123
      @pachmisali123 3 ปีที่แล้ว +1

      আমিন

    • @yoyocr2034
      @yoyocr2034 2 ปีที่แล้ว

      j desh(india) e goru khete gele public er shamne mere fele tader desh er manusher mukhe eishob manai na.. tora nijera thik ho age, tarpor amader lecture marish

    • @majharulislamnayem5405
      @majharulislamnayem5405 2 ปีที่แล้ว +3

      হুমম পাশাপাশি ভারত কেও

    • @shumonaakter3999
      @shumonaakter3999 2 ปีที่แล้ว

      কি সুন্দর কথা। অখন্ড রাষ্ট্র গঠন করা তাইলে কি সোনা দাদা ভাই

    • @yunoseali2445
      @yunoseali2445 ปีที่แล้ว

      ভারতকে ও শিক্ষা নেওয়া উচিত, যে মন্দিরের পাশে মসজিদ থাকতে পারে, তাতে কোন সমস্যা নাই, দুনিয়ায় এত্তো এত্তো জমিন থাকতে মসজিদ ভেঙ্গে রামের কাল্পনিক জম্মভূমিতে মন্দির বানাতে হবে কেন? গুজরাটের দাঙ্গায় নিহত ও আহত মানুষের কান্না এখনও থেমে যায় নি, গোঁ মাতা র দোহাই দিয়ে মানুষ হত্যা কি স্বভ্যতা? আজও যেখানে কোরবানি নিষিদ্ধ! তারা আবার সভ্য হলো কিভাবে? অন্যের দোষ টাই দেখা যাদের নেশা ও পেশা! তারা নিজেরদোষ দেখবে কখোন?

  • @nirmalenduroy5511
    @nirmalenduroy5511 5 ปีที่แล้ว +4

    খুবই সুন্দর,আপনার প্রতিটা ভিডিওই দেখার মতো,আপনার চোখ দিয়ে আমি সারা বিশ্বকে দর্শন করছি।🌷🌷🌷

  • @chittabiswas9920
    @chittabiswas9920 5 ปีที่แล้ว +4

    আহা কি নয়নাভিরাম দৃশ্য দেখিলাম, জন্মান্তর নয়, এ জীবনে ভুলিবনা। কি সুন্দর পরিবেশনা । তুলনাহীন । ধন্যবাদ দাদা, নমস্কার ।

  • @pijushchowdhury1061
    @pijushchowdhury1061 3 ปีที่แล้ว +4

    দাদা, অনেক শুভেচ্ছা, নমষ্কার, দাদা বৌদির জন্য, বৌদি খুব ভাল দাদা পেয়েছে,ভ্রমন পিপাসু,।দেখে হিংসা হয়,তবুও বলবো ভাল থাকুন দাদা-বৌদি,অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ থেকে---

  • @MdSalim-ub6jl
    @MdSalim-ub6jl 5 ปีที่แล้ว +2

    বনি আমিন ভাই স্লামালিকুম কেমন আছেন আপনি ভিডিওগুলো যা দেখালেন সবই ভালো লাগলো

  • @chanchalsom9671
    @chanchalsom9671 5 ปีที่แล้ว +2

    বনিদা, দারুন উপভোগ করলাম GWK. আসলে আপনি হলেন আমাদের সেই 'GUIDE' যিনি নিজের চোখ দিয়ে পৃথিবীর রূপ -রস -গন্ধ অন্যদের চেনাতে থাকেন এবং নিজে তৃপ্তি পান! আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

  • @khanliakotrahman3184
    @khanliakotrahman3184 5 ปีที่แล้ว +22

    আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করি।

  • @postman108
    @postman108 5 ปีที่แล้ว +24

    অপূর্ব, সত্যিই অপূর্ব।
    আসলেই কেউ এমন করে হাত ধরে দেখাবেনা।
    - পার্থ সারথি পাল, কলকাতা।

  • @tapeshiveprasad4066
    @tapeshiveprasad4066 5 ปีที่แล้ว

    Boni tomar concept khubi bhalo. Music to darun jhakas. Ami tomar Progeram dekhi bhalo lagey.

  • @crazyfoodreview1460
    @crazyfoodreview1460 5 ปีที่แล้ว +13

    দাদা আপনার ভিডিও এর অপেক্ষায় ছিলাম। ভিডিওটি পেয়ে খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ।

  • @tarunbiswas350
    @tarunbiswas350 4 ปีที่แล้ว +2

    আপনি সত্যিই অসাধারণ গুনী মানুষ। আপনার কর্মকাণ্ডকে ধন্যবাদ জানাই।

  • @sumonm6547
    @sumonm6547 5 ปีที่แล้ว +22

    আমাদের দেশের কাট মোল্লাদের শিক্ষা নিয়ার প্রয়জন এদের থেকে।ধন্যবাদ

  • @baba1958
    @baba1958 4 ปีที่แล้ว +2

    ধন্যবাদ বনি ভাই। বাংলাদেশও যদি এই রকম হতো....

  • @englishtranslation1718
    @englishtranslation1718 ปีที่แล้ว

    Very good and informative video. Thank you and love ❤️💞 from Bangladesh.

  • @mdhasanmiahp1706
    @mdhasanmiahp1706 5 ปีที่แล้ว +54

    বাংলাদেশ টাও যদি এমন হতো খুবই ভালো হত

    • @TruthSeeker616
      @TruthSeeker616 5 ปีที่แล้ว +4

      @@sanowarmasum5350 arek jahil.. Kala itt uter mut pan kora jat... Kemon mile mishe ache tor moto jahil der dekhlei bojha jai. Manus ho!!

    • @tusharbiswas8392
      @tusharbiswas8392 5 ปีที่แล้ว +7

      @@sanowarmasum5350 যবন উটের মুতখোর তোরা ইসকনের পেছনে লেগেছিস কেন?ইসকন তো কিছুই না।বালের ইসকন তো নিজেই প্রতি রোজায় মায়াপুর সদর দপ্তরে ইফতার পার্টি দেয়।সাহস থাকে তো বজরং দল,VHP এদের বিরুদ্ধে লাগতে আয়।নরম ইসকন তো কীর্তন ছাড়া আর কিছুই জানে না।বজরঙ্গী করসেবক/স্বয়ংসেবকদের সাথে লাগতে আয়।আয়েশা ফাতেমাদের বুরকা টেনে খুুলে ফেলে মসজিদে নিয়ে গনধর্ষণ করে যোনি ছিড়ে হত্যা করে দেব।

    • @sahilsardar1237
      @sahilsardar1237 5 ปีที่แล้ว +3

      @@sanowarmasum5350, তুই কদ্দুর পড়াশোনা করেছিস ? বর্হিবিশ্বকে দেখতে কেমন একটু খুলে বল তারপর তোর মন্তব্যের উত্তর কি হওয়া উচিৎ, আমি দেখছি ?

    • @sahilsardar1237
      @sahilsardar1237 5 ปีที่แล้ว +3

      @@sanowarmasum5350, আরেব্বাস ! তুই আবার ইংরাজিতে কতা কইসিস ? তাহলেতো মাদ্রাসার বাইরে পড়াশুনা করসিস বইল্যা মনে হইতাসে। তুই সাটআপ না কি যেন কইলি---ক্যান কইলি ? আর কইলি কাউডাং খাতি। তুই শিক্ষিত পোলা, তাইলে কারুরে কাউডাং, কাউর পানি খাওয়াই দিবি। তাইলে তর অদ্দূর পড়াশুনা না করলেইতো চলত। এগুলান কওয়ার লগে মাদ্রাসা ফেল হইলেই চলে---কি কও ?

    • @sahilsardar1237
      @sahilsardar1237 5 ปีที่แล้ว +4

      @@sanowarmasum5350, তুই আবার কবিতা লিখস !? লিখ, লিখ, নোবেল আইন্যা দিমুনে। কোবতা ভালো হোইসে। অপূর্ব লেখা !

  • @gandibate7941
    @gandibate7941 5 ปีที่แล้ว +2

    Boni Amin sir apnr videos gula dekhle minder negativity gulo dur hoye Jay thanks for all your kindness thank you very much 🙏

  • @midreshalisvlog6376
    @midreshalisvlog6376 4 ปีที่แล้ว +2

    ঐতিহাসিক স্থানগুলোর দর্শনে অত্যন্ত মুগ্ধ হলাম। ভাইয়ের জন্য শুভকামনা রইল।

  • @nuralam51
    @nuralam51 4 ปีที่แล้ว +2

    আমরা সারা জীবন চেষ্টা করলেও আপনি যা দেখিয়েছেন তা দেখতে পারতাম না ধন্যবাদ আপনাকে।

  • @sarajitkumarsen1605
    @sarajitkumarsen1605 5 ปีที่แล้ว +9

    অনেক অনেক ধন্যবাদ বনি সাহেব। ভারতবর্ষের মূল ভূমি থেকে কতদূরে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে এই বিশাল স্থাপত্য শিল্পের নিদর্শন দেখে এক হিন্দু হিসেবে গর্ব বোধ করছি। যেভাবে যত্ন নিয়ে ড্রোন দিয়ে ছবিগুলি পরিবেশন করলেন আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাইনা। ইন্দোনেশিয়ার সরকার যেভাবে সংখ্যালঘু দের লালন-পালন করছেন তা দৃষ্টান্তমূলক। ইশ্বর/আল্লাহ র কাছে এই প্রার্থনা করি যেন আমাদের ভারতীয় উপমহাদেশের দেশগুলোর সরকার ও তাই করেন।

  • @asimpatra6025
    @asimpatra6025 4 ปีที่แล้ว +3

    বনি আমিনকে জানাই ধন্যবাদ ।
    অন্তর বলে , " আমিন জিন্দাবাদ ' ।

  • @avijitbiswas2526
    @avijitbiswas2526 4 ปีที่แล้ว

    অসাধারণ উপস্থাপনা # বনি আমিন স্যার

  • @aryanhosen7352
    @aryanhosen7352 5 ปีที่แล้ว +1

    বনি ভাই অসাধারন সুন্দর একটা দৃশ্য ভিডিও করে আমাদের কে দেখালেন অনেক ধন্যবাদ আপনাকে আরো দোয়া করি আপনার জন্য যেন অনেক দেশের সুন্দর দৃশ্য ভিডিও করে দেখাতে পারেন আমাদেরকে

  • @gnchowdhury7249
    @gnchowdhury7249 3 ปีที่แล้ว

    Very Enthusiastic Videography Thanksgiving boni Amin so nice you're okay love 💞💕

  • @akhilbiswas1600
    @akhilbiswas1600 5 ปีที่แล้ว +3

    আপনার বাংলা মিউজিক খুব সুন্দর, " মেলা থেকে বৌ এনে দে"

  • @sudiproy3343
    @sudiproy3343 5 ปีที่แล้ว +2

    Khub sundar sir .expecting more video

  • @mkaminmulla
    @mkaminmulla 5 ปีที่แล้ว

    অসাধারণ একটা ব্লগ হয়েছে... ধন্যবাদ 💐

  • @asimpatra6025
    @asimpatra6025 4 ปีที่แล้ว +1

    হে বনি আমিন ! তোমার পুণ্যে আমার তীর্থ-দর্শন ।
    ভারত থেকেই জানাই তোমায় শুভ অভিনন্দন।

  • @kanchankanchan6094
    @kanchankanchan6094 5 ปีที่แล้ว +4

    অসাধারন দাদা অনেক ভালো লাগলো ভালো থাকবেন

  • @mahising7988
    @mahising7988 5 ปีที่แล้ว +1

    Bravo brother, I proud myself because of i am bengali , bangla is my mother language and I m Bangladeshi. Go ahead brother. Joy hobe tumar.joy bangla

  • @robishilkumar3258
    @robishilkumar3258 5 ปีที่แล้ว +1

    আসলে দাদা সব মিলিয়ে খুবই সুন্দর । আপনি ই পারেন , আবারও ধন্যবাদ । বালির সে শান্ত শৃস্ট মানুষকে ও ধন্যবাদ।

  • @jayantasen3567
    @jayantasen3567 3 ปีที่แล้ว +2

    Thank you for enabling me to know the worthseeing places at Bali . Please let us know about the land and the people of Sumatra .

  • @bdgamingzone6703
    @bdgamingzone6703 5 ปีที่แล้ว +1

    স্যার আপনার ভিডিও গুলো খুবই ভালো লাগে এবং আপনার গুছিয়ে কথা বলা গুলোও খুব সুন্দর ধন্যবাদ স্যার আপনাকে

  • @sandhyaroypaul3719
    @sandhyaroypaul3719 3 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর ভিডিও frm Lucknow

  • @BoniAmin
    @BoniAmin  5 ปีที่แล้ว +18

    Shimul Shimul@তুমি কি বাংলা লেখা পড়তে পারো না? শুধুই কি আরবী পড়েই জিন্দেগী গুজার করে দিলে? তার প্রত্যেকটি ভিডিওর শুরুতে বারবার তোমাদের মত বাংলাদেশী-মুসলিমদের বোঝার জন্যে সরল 'বাঙলা'তে তিনি নিজের পরিচয় দিয়ে থাকেন, তিনি ১জন অমানুষ, তার বিশ্বাস বা তার ধর্ম তুমি কেনো জানতে চাও ভাই? তাকে চিনতে হলে তোমাকে আরো অন্তত দুই দুইবার মৃত্যুবরণ করে পুনঃজন্ম নিতে হবে। তুমি নিশ্চয় একজন 'বাংলাদেশী মুসলিম'? তুমি তাই মানুষের, দাঁড়ি, পাগড়ী, হিজাব, টাকলুর উপরে পাতলুন এবং মানুষের ধর্ম দিয়েই তাকে যাচাই করে থাকো, তাই না? (আস্তাগফিরুল্লাহ) - যাও ভাই তুমি মাদ্রাসায় যাও, আরো আরো বেশি করে 'আরবী' পড় - এম নোমানী (কো অ্যাডমিন), বনি আমিন চ্যানেল, কুয়েত।

    • @gamingandmedia9291
      @gamingandmedia9291 5 ปีที่แล้ว +3

      কাকা,আপনি কি কাজ করেন,মানে আমি বলতে চাচ্ছি, কোন চাকরি করেন নাকি,মনে হচ্ছে আমি বড় লোক,,,,আপনি একজন পর্যটন,ভ্রমনেই ব্যাক্তির জ্ঞান বাড়ে,আপনার ভিডিওর মাধ্যমে আমিও অনেক কিছু জেনেছি।আপনার কারনেই চীনের মহাপ্রাচীর দেখার সৌভাগ্য হলো।।।।।ধন্যবাদ কাকা,সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি,তিনি যেন সবসময় আপনাকে ও আপনার পরিবারকে সুখি রাখে.......

    • @gamingandmedia9291
      @gamingandmedia9291 5 ปีที่แล้ว +1

      কাকা,আপনি কি কাজ করেন,মানে আমি বলতে চাচ্ছি, কোন চাকরি করেন নাকি,মনে হচ্ছে আমি বড় লোক,,,,আপনি একজন পর্যটন,ভ্রমনেই ব্যাক্তির জ্ঞান বাড়ে,আপনার ভিডিওর মাধ্যমে আমিও অনেক কিছু জেনেছি।আপনার কারনেই চীনের মহাপ্রাচীর দেখার সৌভাগ্য হলো।।।।।ধন্যবাদ কাকা,সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি,তিনি যেন সবসময় আপনাকে ও আপনার পরিবারকে সুখি রাখে

  • @bishubishass9791
    @bishubishass9791 5 ปีที่แล้ว +1

    আপনার মারফতে দেখলাম দাদা সুন্দর লাগলো ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

  • @sushamakaran8523
    @sushamakaran8523 4 ปีที่แล้ว

    বনি ভাই দারুন তোমার জন্য অনেক কিছু জানতে পারলাম

  • @purnoshamol8354
    @purnoshamol8354 5 ปีที่แล้ว +3

    ধন্যবাদ দাদাভাই সত্যি অসাধারণ,

  • @ramdassinghsardar7725
    @ramdassinghsardar7725 5 ปีที่แล้ว +2

    খুবই ভালো দারুন জায়গা দেখালেন

  • @bablubaidya3499
    @bablubaidya3499 4 ปีที่แล้ว +1

    *Nice again Sir. I am very very happy to your beautiful video. God Bless yours forever and always dear Sir and Mam* 🙏🌷💞🌷🙏

    • @BoniAmin
      @BoniAmin  4 ปีที่แล้ว +1

      Many many thanks

    • @bablubaidya3499
      @bablubaidya3499 4 ปีที่แล้ว

      @@BoniAmin খুব ভালো থাকবেন স্যার আপনারা সবাই 🙏

  • @subratamajumder7059
    @subratamajumder7059 5 ปีที่แล้ว +5

    একেই বলে Comunal harmony God bless you Amen

  • @dhanaranjandas4517
    @dhanaranjandas4517 4 ปีที่แล้ว +1

    Thanks sir all video very well. God bless you

  • @mir2519
    @mir2519 4 ปีที่แล้ว +1

    uncle apnar sob thumb title a place er name ta mention kore dile new turist der jonne besi upokar hoto.thanks.

  • @funmastitv8901
    @funmastitv8901 5 ปีที่แล้ว +12

    দারুন জায়গা ,,আপনার ভিডিও গুলো অসাধারণ হয় ,, sir এক বার ইন্ডিয়া কে একটু ভালো করে এক্সপ্লোর করে মতামত দিন যে আগের ইন্ডিয়া আর এখনের ইন্ডিয়ার মধ্য আপনি কি তফাৎ দেখতে পেয়েছেন

  • @arkabanerjee1627
    @arkabanerjee1627 5 ปีที่แล้ว +2

    Asadharon. .ki sundor. ..moner. manush. .Sobai
    Manush er. .dhormo. .sotto
    Manush. .ke..valobasho
    Sobai

  • @subirkumarde1312
    @subirkumarde1312 5 ปีที่แล้ว +4

    দারুন লাগলো দাদা ভিডিও টি ! কত কি জানতে পারলাম ! পরম পিতা আল্লাহ আপনাকে দীর্ঘজীবী দান করুক !

  • @shyamalkarmakar4563
    @shyamalkarmakar4563 5 ปีที่แล้ว +14

    আপনার ভিডিও গুলো দেখে অভিভূত হয়ে যাই।
    ***ধন্যবাদ***
    সপরিবারে সুস্থ ও স্বাভাবিক থাকুন!
    শ্যামল কর্মকার, কলকাতা, ভারতবর্ষের পশ্চিম বঙ্গ রাজ্য থেকে।

  • @TheUttamkumarbagchi
    @TheUttamkumarbagchi 5 ปีที่แล้ว +1

    দাদা সুন্দর বিষয় সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ।

  • @subrotogoshanik3831
    @subrotogoshanik3831 3 ปีที่แล้ว +6

    জয়র বিষ্ণুর জয়🙏🙏🙏🙏

  • @abdulwohab6620
    @abdulwohab6620 5 ปีที่แล้ว +11

    স্যার আই লাভ ইউ আপনাকে ধন্য বাদ দিয়া চোট করবো না খুব ভালো আব্দুল ওহাব মালাইশিয়া

  • @dwijendranathroy6067
    @dwijendranathroy6067 5 ปีที่แล้ว +1

    বনি আমিন ভাই আপনি যে ভিডিও গুলি দেখান তাতে আমরা আথাৎ বাংলাদেশের মানুষ আমাদের জ্ঞান আসবে ।

  • @mdmasudranamojumdar6361
    @mdmasudranamojumdar6361 2 ปีที่แล้ว

    aj prothom dekhlam ami age jantam indonisha mosjid chara ar kichui nai, ekhon dekhi onek uca lomba muttri o ache ?

  • @shibanbanerjee8958
    @shibanbanerjee8958 5 ปีที่แล้ว +1

    দাদা অপূর্ব সব দৃশ্যগুলো।। থ্যাঙ্ক ইউ

  • @akdutta6985
    @akdutta6985 4 ปีที่แล้ว

    আমি বনি আমিন সাবস্ক্রাইব করেছি । আপনার ভিডিও গুলো এতো লম্বা না করলেও চলতো । আপনি সাবজেক্ট ঠিক চুজ করেন । প্রেসেনটেশন এ অতি নাটকীয়তা আছে । ভিডিও ছোটো করে, স্ক্রীপ্ট ঠিক করে লিখলে আরো ভালো করা যায় ।

  • @tapaskumarbhattacharjee6364
    @tapaskumarbhattacharjee6364 4 ปีที่แล้ว

    Mr. Amin - apnar voice ta khubee attractive - Kane aslei mathata ghuriye loke dekhbeey. Apnake.

  • @mddalwerhusen31
    @mddalwerhusen31 3 หลายเดือนก่อน

    Boni o Manus nehi he boni e asol Manus jar vitore sotto ache❤❤❤

  • @surojitpaul9034
    @surojitpaul9034 5 ปีที่แล้ว +14

    জায়গা টা খুবই পরিচ্ছন্ন খুব ভালো লাগল

  • @sbshuvo7733
    @sbshuvo7733 3 ปีที่แล้ว +1

    Wow excellent video sir🙂🙂🙂🙂🙂

  • @mdmufrad8628
    @mdmufrad8628 4 ปีที่แล้ว

    ধন্যবাদ আপনাকে বনি আমিন ভাই

  • @joysonaton2880
    @joysonaton2880 5 ปีที่แล้ว +1

    খুবই খুবই চমৎকার, অসংখ্য ধন্যবাদ বনি আমিন ভাই।

  • @BikashRoy-zy7ff
    @BikashRoy-zy7ff 5 ปีที่แล้ว +3

    অসাধারণ মিউজিক😍🙏

  • @uddingiyesh3215
    @uddingiyesh3215 2 ปีที่แล้ว

    আপনাকে ধন্যবাদ ।

  • @taslimuddin6527
    @taslimuddin6527 2 ปีที่แล้ว

    অ-স্বাধারন!
    অনেক অনেক ধন্যবাদ

  • @amitray6658
    @amitray6658 5 ปีที่แล้ว +1

    Garuda Airlines onader main airlines ki ? Amar shubhechha nebem. Ami Kolkata r manush.

  • @asimpatra6025
    @asimpatra6025 4 ปีที่แล้ว

    অনেকেই আজ বড্ড হিন্দু । অনেকে বড্ড মুসলমান।
    বনি আমিনের মন ছুঁয়ে বুঝি , আসলে আমরা সব সমান।

  • @asimpatra6025
    @asimpatra6025 4 ปีที่แล้ว

    হে বনি আমিন ! মহৎ লক্ষ্যে তোমার পরিভ্রমণ।
    ভারত থেকেই জানাই তোমায় শুভ অভিনন্দন।

  • @badaldebnath6692
    @badaldebnath6692 5 ปีที่แล้ว +4

    সত্য কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ,বনি আমিন ভাই কে

  • @mdanowarulhaque382
    @mdanowarulhaque382 4 ปีที่แล้ว +9

    বনি ভাই চূড়াটা দেখার ইচ্ছাও জেগেছিল, ভাবী বোধ হয় ভয় পেয়ে আর উঠল না।হাহাহা। যাহোক মূর্তি থাকে কারও অন্তরে, বিশ্বাসে,দেখতে কারও সমস্যা হওয়ার কথা নয়।ধন্যবাদ।

    • @samriddhimondal2096
      @samriddhimondal2096 4 ปีที่แล้ว +1

      আপনার শেষের কথা আমার খুব ভালো লাগলো। বহু মুসলিম হিন্দু দেবতার মূর্তি ভাঙে। কিন্তু মুসলিমরা এটা বোঝে না যে মূর্তি ভাঙলেও হিন্দুদের মনে থাকা বিশ্বাস কেউ ভাঙতে পারবে না। তোমার অন্তরে আল্লা আমার অন্তরে ঈশ্বর।

  • @manikroy9563
    @manikroy9563 4 ปีที่แล้ว

    এত সুন্দর জায়গা খুব ভাল লাগল।

  • @anupammitra4791
    @anupammitra4791 5 ปีที่แล้ว +5

    খুবই ভালো উপস্থাপনা। কিন্তু স্ট্যাচু তালিকায় স্ট্যাচু অফ ইউনিটি বাদ পড়লো। গুজরাটের এই স্ট্যাচু 182 মিটার। স্প্রিং টেম্পল বুদ্ধা 177 মিটার, 2nd পজিশনে। ref- wikipedia।

  • @shyamalbarua3034
    @shyamalbarua3034 4 ปีที่แล้ว +1

    অসাধারণ ভালো লাগলো

  • @rabiulsheikh5099
    @rabiulsheikh5099 5 ปีที่แล้ว +8

    sir,আপনাকে আরব দেশ থেকে 2-4 ভিডিও করিবার জন্য অনুরোধ রইল।

    • @aponjony6193
      @aponjony6193 5 ปีที่แล้ว

      Background tone ta onek sundor silo

  • @journeyrano9560
    @journeyrano9560 5 ปีที่แล้ว +1

    সত্যই বনিভাই, আপনার জন্যেই পৃথিবীর অনেককিছু না দেখেও দেখা হয়ে যাচ্ছে। ঈশ্বর আপনার মঙ্গল করুন, এই কামনা করি।

  • @samirdas851
    @samirdas851 5 ปีที่แล้ว +3

    আপনাকে অনেক ধন্যবাদ যে হিন্দুদের এরকম দর্শনীয় স্থান দেখানোর জন্য ভগবানের বিগ্রহ দেখতে পেরে অনেক খুশি হলাম ধন্যবাদ

  • @dipnehasamanta8790
    @dipnehasamanta8790 3 ปีที่แล้ว +1

    ধন‍্যবাদ।