বনি আমিন ভাই আপনার জন্য আমার হার্দিক অভিনন্দন ও আন্তরিক দোয়া থাকলো। আপনার মায়ের কথা শুনে আমার চোখ ফেটে পানি এল, সত্যি মায়ের দোয়া আল্লাহ্ কবুল করেন । সাহাদাৎ হোসেন পশ্চিমবঙ্গ ভারত
উড়াল পাখি, বনি আমিন সাহেব আমাদের জন্য,,, দেশ দেশান্তরের বিভিন্ন প্রাকৃতিক সুন্দর দৃশ্য । আমাদের দেখাচ্ছে, " আগে" যা কখনো দেখিনি । """"""" কিন্তু আরো ""অনেক""অনেক """ সুন্দর বিনোদন দেখার | পিপাসা যেন্ বেড়ে যাচ্ছে। ধন্যবাদ স্যার ভাল থাকবেন |
আপনার মত ভাল মনের মানুষ আমার জীবেন প্রথম দেখলাম বনি দা, আপনি হাজার বছর আমাদের মাঝে বেচে থাকেন, আপনার প্রতিটি ভিডিও দেখি খুবই ভাল লাগে, আপনাকে ধন্যবাদ দেবার ভাষা আমার জানা নেই, বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ
শুভ জন্মদিন উপলক্ষে রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালবাসা দোয়া ও শুভকামনা, বনি আমিন তুমি হাজার বছর বেচেঁ থাকো, তুমি আমাদের কে পৃথিবীর দুর্লভ দুর্লভ ছবি গুলো যেন আরো বেশি বেশি করে দেখতে পাই। এই কামনা রইল।
বনি আমিন ভাই আপনার সুন্দর কথা ও সুচিন্তিত বক্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বেশ কিছু ভিডিও দেখার সৌভাগ্য হয়েছে। ভিডিও গুলোতে অনেক পরিশীলিত কথা, পরিশ্রম ও পরিচ্ছন্নতার ছাপ সুস্পষ্ট। আপনার মঙ্গল কামনা করছি।
ভীষণ ভালো লাগলো আপনার পরিবারের সবাইকে একসঙ্গে দেখে। আর সবচেয়ে ভালো লাগলো আপনার মা জননী কে দেখতে পেরে সালাম জানাচ্ছি মা জননীকে। শুভ জন্মদিন বনি ভাই। ভালো থাকবেন আপনি।
শুভ জন্মদিন, প্রতি দিন আসুক আপনার শুভ জন্মদিন। আপনার চলার পথ আরো সুন্দর সাবলীল হউক এই বাংলার জননী তে।মানুষের কাটা গায়ে লবন ঘষেও দিয়ে যাওয়ার মতো। সত্যি আমি মুগ্ধ হলাম, আপনার উপাস্হাপন শুনি বার বার।
অমানুষ ক্যানো......এখানে আমার মতে শব্দটা ‘মানুষ’ হওয়া উচিৎ আপনার সুবাদে ইচ্ছে পুরন হচ্ছে, অনেক দেশ কালচার,বাংলাদেশ নিয়ে নির্ভীক সত্য ভাষণ আর সকলের কষ্টের কথা তুলে ধরায় একাত্ম হয়ে যাই মাঝেমধ্যে.......আপনি ভালো থাকুন আর সুস্থতা নিয়ে এগিয়ে চলুন দীর্ঘদিন.....শুভেচ্ছা এ জন্মদিনে
ভিডিও টি খুব নরম উদারতার কিন্তু আমার জন্য খুবই অনুপ্রেরণার একটি উত্স.. আপনি আপনার ভক্তদের জন্য অনেক ভালো কিছু করেছেন. আমি এখনো আপনার জন্য দোয়া ছাড়া কিছুই করতে পারলাম না..তবে আজকের এইদিনে আপনার মৃত বাবার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করবো মহান আল্লাহ যেন আপনার বাবা কে জন্নাত নসিব করেন.. তিনি আপনাকে আমাদের মাঝে দিয়ে গেছেন একটা উপহার হিসেবে.. আপনাকে আমরা সবাই অনেক ভালোবসি.. একবার Happy Birthday বলে সেই ভালোবাসাটা বুঝাতে পারবো না..
কাকু মন ছুয়ে গেল, আপনার কাছের মানুষ গুলো কথা শুনে। তারা আপনাকে অনেক অনেক বেশী ভালোবাসে। পার্থনা করি আপনি আরো অনেক দিন আমাদের মাঝে সুস্থ শরীরে বেঁচে থাকুন সুখে থাকুন। শুভ জন্মদিন।
মনে ব্যথা এ কারনে যে আমাদের জন্য বাংলাদেশ রেখে আপনি সবাইকে নিয়ে একেবারেই চলে যাবেন। আমি মনে করি আপনার সুন্দর চলা এবং সত্য বলা দেখে দেশের মানুষের কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে। এবং আমরা আপনাকে দেখে অনেক অনুপ্রাণিত হই। সুতরাং আপনি দেশের সাথে সম্পর্ক সব সময় রাখলে আমরা সহ অনেকেই উপকৃত হবে । জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলেগিয়েছিলাম । আপনার জন্মদিনে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা । আরো অনেক দিন সুস্থ সুন্দর ভাবে বেচে থাকবেন। আল্লাহ আপনার মঙ্গল করুন আমিন ।
......আপনার এই জন্মদিন এর পরবর্তী দিন গুলি আরো সুস্থ(শারীরিক ও মানসিক ) ভাবে সুখী , সমৃদ্ধ, সুদীর্ঘ ও শান্তিময় হোক ; আমাদের বড় ভাই , জনাব বনি আমিন ভাইয়ের .....আমরা সকল অমানুষ রা সেটাই প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার নিকট/ আমরা আরো প্রার্থনা করি , আপনি আপনার কর্ম ও মানবিকতা দিয়ে , আপনার মনের বা হৃদয়ের কথা দিয়ে সফলের চেয়ে সার্থক হয়ে বেঁচে থাকুন সকল প্রাণীর (মানুষ /অমানুষ এর ) অন্তরে / জন্ম সার্থক হোক আপনার...শুভ জন্মদিন .. প্রিয় "বনি আমিন" ভাই //////
জন্মদিন যদিও পাঁচ মাস আগেই চলে গেছে তবুও আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনি দীর্ঘ জীবি হোন আর সুস্থ সবল থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বাহ স্যার আপনার ফ্যামিলি অনেক সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে আপনার ফ্যামিলির সাথে আপনার সুসম্পর্ক আছে, অনেকে আছে বাইরের দেশগুলোতে গেলে দেখা যায় ফ্যামিলি আত্মীয়-স্বজনদের কথাও ভুলে যায় নিজেরটাই দেখে শুধু, তারা আর জানোয়ারের মধ্যে কনে পার্থক্য নেই,
শুভ জন্মদিনে অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন ! ভালো থাকুন সুস্থ থাকুন ও সকলকে ভালো রাখুন দাদা ! আপনারা মতো সত্ ও গুনি মানুষের সঙ্গে পরিচিত হতে পেরে আমি মুগ্ধ ও গর্বিত ! জগত্ জননী মা তারা আপনার ও আপনার পরিবারের সকলের মঙ্গল করুক ! জয় মা ॥
happy birthday dada. apnar jonno bidhatar kache ashirbad roylo tini apnake chirodin sukhe, anonde, sustho sorire rakhen family er sathe. be happy forever dada. love you so much. apnar family dekhe chokhe jol ese galo.......... { amar ma goto bochor mara gache } tar jonno doa koro dada.
ভিডিও টি দেখতে দেরী হয়েছে । আজকে সর্ব প্রথম শ্রদ্ধা নিবেদন করছি মা কে আল্লাহ যেনো মাকে সুস্বাস্থ্য সহ দীর্ঘায়ু দিয়ে আপনার পাশে বেহেশত হিসেবে থাকবেন এই প্রার্থনা । তৎসংগে আপনার ও সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
মামা আপনার "মা" অর্থাৎ নানু আপনাকে আসলেই অনেক অনেক ভালোবাসে। যখনি নানুর সাথে দেখা হয় তখনি আপনার কথা বলে। এবং আমাদের কে সব সময় বলে তোরা আমার ছেলেটার জন্য বেশি বেশি দোয়া করিছ♥♥♥ আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো। ♥♥♥শুভ জন্মদিন মামা♥♥♥
sir ,আপনার কাছে আমার এই আশীর্বাদ রইল 'আমি যখন দেহ ত্যাগ করবো তারও পরে আপনি যেন পরলোক গমন করেন '(আমার বয়স 24+)।আমি এই দোয়া করলাম এই কারনেই যে আপনি আমার হৃদয়ে (জানিনা অন্য কারোর কিনা )যে আসন গেড়েছেন তা যদি শূন্য হয়ে যায় সেটি পূরণ করার মতো কারোর কাছে আসা করি না।happy happy happy................. birthday .
জন্মদিনের শুভেচ্ছা জানাই ।ভালো থাকুন যেখানেই থাকুন আর আপনার মায়ের প্রতি ভালোবাসা দেখে খুবই ভালো লাগলো।আপনাদের পরিবারের সবাইকে একসাথে দেখে আরো ভালো লাগলো ।ভালো থাকুন ধন্যবাদ ।
jonmo diner shubheccha roilo,,,apni shotti e bhaggoban,,mohan allah er bishesh rohmot ache apnar upor, apnar theke manusher onek kichui onukoron er ache,,,,bhalo thakben,,amader jonno allah er kache prayer korben,,,dhonnobad
অনেকদিন আপনার ভিডিও দেখি লাইক কমেন্ট করিনি সাবস্ক্রাইব করিনি, কিন্তু আজ সাবস্ক্রাইব করলাম, আই থিঙ্ক আপনার জীবনের শ্রেষ্ঠ ভিডিও হতে চলেছে এটা, হাজার ভিডিও আমার কাছে মূল্যহীন এই ভিডিওটা দেখার পরে, আপনার দীর্ঘায়ু কামনা করি, যতটুকু বুঝলাম আপনি একজন স্বাধীনচেতা মানুষ শুভকামনা আপনার জন্য,
বনি আমিন ভাই সত্যিই আপনি ভাগ্যবান।আপনার মা ও বোন আত্মিয় স্বজনদের নিয়ে আল্লাহ খুব ভালো রেখেছেন।দোয়া করি আল্লাহ আপনাকে আরও হায়াত দান করুন।আমিন।শুভজন্মদিন
-দাদা ভাই, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সব মানুষকে সবাই ভালো বাসবে পছন্দ করবো আমি তা বিশ্বাস করিনা। কিন্তু আপনাকে আমার ভালো লাগে। কারণ আপনার ভিতরে যে দেশ প্রেম ও প্রতিবাদ দেখেছে এজন্য স্যালুট করি। অনেক অনেক ভালো থাকবেন। Best wishes from my channel --Mrproblem.tv-
শুভ জম্নদিন স্যাঁর। 'এই বাঁকি দুই একজন চলে গেলে বাংলাদেশের সাথে কাট,সাড়ে সতেরো কোটি মানুষের জন্য জায়গা ফাকা দিব'। স্যাঁর জানি এই নির্মম কথাটা কেনো বলেছেন।সত্যি বলতে কি,এই দেশে থাকতে একদম ভালো লাগে না।যদি কোনো উপায় থাকতো তাহলে আমিও ঐ একই কথা বলতাম 'সাড়ে সতেরো কোটি মানুষের জন্য ফাঁকা করে দিলাম'।অনেক ভালো থাকবেন। এই দোয়া রইল।।
Many many happy returns of the day. বনিভাই, আপনি দীর্ঘ দিন সুস্থ থাকুন ও আমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে থাকুন। Proud to be introduced with your family. Thanks .......
বনি আমিন স্যার আপনার শুভ জন্মদিনে আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা রইল,,, বাংলার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,,, আর ইউটিউব এর পিতা তুমি বনি আমিন,, বেঁচে থাকো সুখে থাকো,, ❤❤❤
বনি আমিন ভাই এই জন্মদিনে আপনাকে শুভেচ্ছা, ভাই আমি আপনার এক জন ভক্ত, আপনার জম্মদিনে আপনার মা এবং বোনদের চোখের পানি দেখে আমার ও চোখের পানি ধরে রাখতে পারলাম না, দোয়া রইল আপনার জন্য আমি ফেনীর ছেলে আমার জন্য দোয়া করবেন
“ গুরু তোমার জন্ম দিনে আমি কেন অশ্রু সিক্ত? “ ভাইয়া আজ বহুদিন পর আপনার জন্ম দিনের ভিডিও দেখে আবেগে কেদে ফেললাম,আপনাদের পারিবারিক ভালবাসা ও মেল বন্ধন দেখে, আপনার মেঝ বোনটা আগেই অশ্রু ছেড়ে দিলো,এর পর মা বড় বোন, আপনাকে এত ভালো বাসে সবাই এটা দেখে মনটা ভরে গেল, আজকের দিনে দোয়া ও এই কামনা করি নিয়তী যদি আমার আয়ু কমিয়ে আপনার আয়ু বাড়িয়ে দেয় আমার কোন কষ্ট লাগবেনা, এর চাইতে বড় দোয়া আমার ভান্ডারে নেই ভাইয়া
আপনাকে অনেক ধন্যবাদ।। এর কারন।।। আপনি আপনার মা সহ সবার সাথে খুব খুব ভালো একটা সম্পর্ক।।। আমিও বরিশালের ছেলে।। আমি আপনার ভিডিও গুলো খুব পছন্দ করি।। এর একটা কারন আছে।। কারনটা হলো।। আপনি যে আমাদের দেশের খারাপ জিনিষ গুলো।। আরো খারাপ ভাষায় উপস্থাপনা করেন আর সেটা যে কেনো করেন সেটাও আমি বুজি।। কারন আমি জানি আপনি দেশকে খুব ভালো বাসেন।। জাতে আপনার এই ভিডিও গুলো দেখে জেনো মানুষ দেশটাকে একটু সাজায়।।।।।
শুভ জন্মদিন স্যার আপনাকে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য.। এই চ্যানেলটি আমার খুব ভালো লাগে। বনি আমিন স্যারের ভিডিও গুলো আমার খুব ভালো লাগে। স্যার বিভিন্ন দেশে ঘোরেন এবং কষ্ট করে.ফ ভিডিও করে আমাদের দেখানোর সুযোগ করে দেন ধন্যবাদ স্যার। আপনাকে
dear Boni Amin vai this video is just extreme full of love...i just imagine how much love you get from your dear mother, sisters and others...many people doesn't have such beautiful relations...in fact, honestly, it was hard for me to keep my eyes dry...wish you so great life in future dear boni amin vai.... keep continue :'-)
স্যার, আপনার জন্মদিন উপলক্ষে আমার আশীর্বাদ থাকবে - আপনি যতদিন বাঁচবেন সৃষ্টিকর্তা যেন আপনাকে সুস্থ - সুন্দর জীবনের মধ্যে বাঁচিয়ে রাখে।।।। আমি রিমন বাংলা বরিশাল থেকে।।।।*****আপনার বয়স (আমার হিসেবে) ৬০ বছর হবে *****।।।।
বনি আমিন ভাই আপনার জন্য আমার হার্দিক অভিনন্দন ও আন্তরিক দোয়া থাকলো।
আপনার মায়ের কথা শুনে আমার চোখ ফেটে পানি এল, সত্যি মায়ের দোয়া আল্লাহ্ কবুল করেন ।
সাহাদাৎ হোসেন
পশ্চিমবঙ্গ ভারত
আমি একজন কাতার প্রবাসী, আপনার ভিডিও দেখে আমার মাকে ভীষণ মনে পড়ে যায় চোখে পানি ধরে রাখতে পারি নি।মাসূম
উড়াল পাখি, বনি আমিন সাহেব
আমাদের জন্য,,, দেশ দেশান্তরের বিভিন্ন প্রাকৃতিক সুন্দর দৃশ্য ।
আমাদের দেখাচ্ছে, " আগে" যা কখনো দেখিনি । """"""" কিন্তু আরো ""অনেক""অনেক """ সুন্দর বিনোদন দেখার | পিপাসা যেন্ বেড়ে যাচ্ছে।
ধন্যবাদ স্যার ভাল থাকবেন |
আপনার মত ভাল মনের মানুষ আমার জীবেন প্রথম দেখলাম বনি দা, আপনি হাজার বছর আমাদের মাঝে বেচে থাকেন, আপনার প্রতিটি ভিডিও দেখি খুবই ভাল লাগে, আপনাকে ধন্যবাদ দেবার ভাষা আমার জানা নেই, বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ
বনি আমিন এক মহামানবের নাম। তিনি পৃথিবীতে পদার্পন করেছেন ভাল কিছু করার জন্য।
হে বিধাতা ! যেন বারবার শুনি বনি আমিনের স্বর।
বনি আমিনকে সক্ষম রেখো শতাধিক বৎসর।
pro tip: watch movies on flixzone. Me and my gf have been using them for watching all kinds of movies during the lockdown.
@Marley Axton Definitely, I've been watching on Flixzone} for since december myself =)
শুভ জন্মদিন উপলক্ষে রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালবাসা দোয়া ও শুভকামনা, বনি আমিন তুমি হাজার বছর বেচেঁ থাকো, তুমি আমাদের কে পৃথিবীর দুর্লভ দুর্লভ ছবি গুলো যেন আরো বেশি বেশি করে দেখতে পাই। এই কামনা রইল।
মায়ের কান্না আর বোনদের ভালবাসায় চোখের কোনে জল এসে গেল।আল্লাহ আপনাদের নেক হায়াৎ দান করুন।
বনি আমিন ভাই আপনার সুন্দর কথা ও সুচিন্তিত বক্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বেশ কিছু ভিডিও দেখার সৌভাগ্য হয়েছে। ভিডিও গুলোতে অনেক পরিশীলিত কথা, পরিশ্রম ও পরিচ্ছন্নতার ছাপ সুস্পষ্ট। আপনার মঙ্গল কামনা করছি।
এত ভালবাসা কয়জন পায়!! আপনি সত্যি ভাগ্যবান ভাইয়া।আপনজনের ভালবাসা সবাই যেন পায় শুভ কামনা রইলো।আমার চোখে জল আসছিল আবেগে।ভাল থাকবেন দোয়া রইলো।
সব মানুষই জীবনে সুখী হউক। সেই সাথে বনি আমিন ও সুখী জীবন কাটাতে পারে এই কামনা করি ।
অসাধারণ জন্মদিন পালন করছেন বনি আমিন ভাই - শুভ জন্মদিন!
এরকম অমানুষ যদি বাংলার প্রতি গ্রামে ১জন করেও থাকত - তবে পৃথিবীটা অসম্ভব রকম সুখে থাকব।
SubhanAllah, Vijaan, Khub valo laglo Ma. Bon sobaikay.jonmodine lakho golap subessa Boni Amin vi.
ভীষণ ভালো লাগলো আপনার পরিবারের সবাইকে একসঙ্গে দেখে। আর সবচেয়ে ভালো লাগলো আপনার মা জননী কে দেখতে পেরে সালাম জানাচ্ছি মা জননীকে। শুভ জন্মদিন বনি ভাই। ভালো থাকবেন আপনি।
শুভ জন্মদিন, প্রতি দিন আসুক আপনার শুভ জন্মদিন। আপনার চলার পথ আরো সুন্দর সাবলীল হউক এই বাংলার জননী তে।মানুষের কাটা গায়ে লবন ঘষেও দিয়ে যাওয়ার মতো। সত্যি আমি মুগ্ধ হলাম, আপনার উপাস্হাপন শুনি বার বার।
অমানুষ ক্যানো......এখানে আমার মতে শব্দটা ‘মানুষ’ হওয়া উচিৎ আপনার সুবাদে ইচ্ছে পুরন হচ্ছে, অনেক দেশ কালচার,বাংলাদেশ নিয়ে নির্ভীক সত্য ভাষণ আর সকলের কষ্টের কথা তুলে ধরায় একাত্ম হয়ে যাই মাঝেমধ্যে.......আপনি ভালো থাকুন আর সুস্থতা নিয়ে এগিয়ে চলুন দীর্ঘদিন.....শুভেচ্ছা এ জন্মদিনে
ভিডিও টি খুব নরম উদারতার কিন্তু আমার জন্য খুবই অনুপ্রেরণার একটি উত্স.. আপনি আপনার ভক্তদের জন্য অনেক ভালো কিছু করেছেন. আমি এখনো আপনার জন্য দোয়া ছাড়া কিছুই করতে পারলাম না..তবে আজকের এইদিনে আপনার মৃত বাবার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করবো মহান আল্লাহ যেন আপনার বাবা কে জন্নাত নসিব করেন..
তিনি আপনাকে আমাদের মাঝে দিয়ে গেছেন একটা উপহার হিসেবে..
আপনাকে আমরা সবাই অনেক ভালোবসি.. একবার Happy Birthday বলে সেই ভালোবাসাটা বুঝাতে পারবো না..
কাকু মন ছুয়ে গেল, আপনার কাছের মানুষ গুলো কথা শুনে। তারা আপনাকে অনেক অনেক বেশী ভালোবাসে। পার্থনা করি আপনি আরো অনেক দিন আমাদের মাঝে সুস্থ শরীরে বেঁচে থাকুন সুখে থাকুন। শুভ জন্মদিন।
মনে ব্যথা এ কারনে যে আমাদের জন্য বাংলাদেশ রেখে আপনি সবাইকে নিয়ে একেবারেই চলে যাবেন। আমি মনে করি আপনার সুন্দর চলা এবং সত্য বলা দেখে দেশের মানুষের কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে। এবং আমরা আপনাকে দেখে অনেক অনুপ্রাণিত হই। সুতরাং আপনি দেশের সাথে সম্পর্ক সব সময় রাখলে আমরা সহ অনেকেই উপকৃত হবে । জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলেগিয়েছিলাম । আপনার জন্মদিনে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ।
আরো অনেক দিন সুস্থ সুন্দর ভাবে বেচে থাকবেন। আল্লাহ আপনার মঙ্গল করুন আমিন ।
......আপনার এই জন্মদিন এর পরবর্তী দিন গুলি আরো সুস্থ(শারীরিক ও মানসিক ) ভাবে সুখী , সমৃদ্ধ, সুদীর্ঘ ও শান্তিময় হোক ; আমাদের বড় ভাই , জনাব বনি আমিন ভাইয়ের .....আমরা সকল অমানুষ রা সেটাই প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার নিকট/
আমরা আরো প্রার্থনা করি , আপনি আপনার কর্ম ও মানবিকতা দিয়ে , আপনার মনের বা হৃদয়ের কথা দিয়ে সফলের চেয়ে সার্থক হয়ে বেঁচে থাকুন সকল প্রাণীর (মানুষ /অমানুষ এর ) অন্তরে /
জন্ম সার্থক হোক আপনার...শুভ জন্মদিন .. প্রিয় "বনি আমিন" ভাই //////
জন্মদিন যদিও পাঁচ মাস আগেই চলে গেছে তবুও আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনি দীর্ঘ জীবি হোন আর সুস্থ সবল থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা
বাহ স্যার আপনার ফ্যামিলি অনেক সুন্দর,
দেখেই বোঝা যাচ্ছে আপনার ফ্যামিলির সাথে আপনার সুসম্পর্ক আছে,
অনেকে আছে বাইরের দেশগুলোতে গেলে দেখা যায় ফ্যামিলি আত্মীয়-স্বজনদের কথাও ভুলে যায় নিজেরটাই দেখে শুধু, তারা আর জানোয়ারের মধ্যে কনে পার্থক্য নেই,
বনি আমিন ভাই কে জন্ম দিনের শুভেচ্ছা । সুস্থ সুন্দর আগামী দিনের প্রত্যাশায় - ভালো থাকুন , সুস্থ থাকুন । আপনার পরবর্তী প্রজন্মের সবার সুখী ও সমৃদ্ধ কামনা করি ।
সুন্দর পরিবার।পরিবারের সবাই কে দেখে খুব ভালো লাগলো। সবার জন্য অনেক অনেক আশীর্বাদ রইলো। আপনার দীর্ঘয়ু কামনা করি।
শুভ জন্মদিনে অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন ! ভালো থাকুন সুস্থ থাকুন ও সকলকে ভালো রাখুন দাদা ! আপনারা মতো সত্ ও গুনি মানুষের সঙ্গে পরিচিত হতে পেরে আমি মুগ্ধ ও গর্বিত ! জগত্ জননী মা তারা আপনার ও আপনার পরিবারের সকলের মঙ্গল করুক ! জয় মা ॥
একটু ব্যস্ততার কারনে ইউটিউবে আসতে পারিনি। কমেন্ট করতে দেরি হয়ে গেলো, অসাধারণ ছিলো এই ভিডিওটি। ধন্যবাদ!
খুব ভালো লাগলো ভাইয়া, আপনার জন্য এবং আপনার পরিবারের সবার জন্য রইলো অফুরান ভালোবাসা ও শ্রদ্ধা।
আমি আপনার প্রতিটি ভিডিও দেখি খুবই ভাল লাগে, আপনাকে ধন্যবাদ দেবার ভাষা আমার জানা নেই, বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ
happy birthday dada. apnar jonno bidhatar kache ashirbad roylo tini apnake chirodin sukhe, anonde, sustho sorire rakhen family er sathe. be happy forever dada. love you so much. apnar family dekhe chokhe jol ese galo.......... { amar ma goto bochor mara gache } tar jonno doa koro dada.
ভিডিও টি দেখতে দেরী হয়েছে । আজকে সর্ব প্রথম শ্রদ্ধা নিবেদন করছি মা কে আল্লাহ যেনো মাকে সুস্বাস্থ্য সহ দীর্ঘায়ু দিয়ে আপনার পাশে বেহেশত হিসেবে থাকবেন এই প্রার্থনা ।
তৎসংগে আপনার ও সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
মামা আপনার "মা" অর্থাৎ নানু আপনাকে আসলেই অনেক অনেক ভালোবাসে।
যখনি নানুর সাথে দেখা হয় তখনি আপনার কথা বলে। এবং আমাদের কে সব সময় বলে তোরা আমার ছেলেটার জন্য বেশি বেশি দোয়া করিছ♥♥♥
আপনার জন্য অনেক অনেক
দোয়া ও শুভকামনা রইলো।
♥♥♥শুভ জন্মদিন মামা♥♥♥
KOTO SUNDOR HASHI KHUSHI MANUSH BONI AMIN, ALLAH APNAKE ARO ONEK DIN BACHIYE RAKHUN AMIN.
আসলে আঙ্কেল আপনি খুব সুখী মানুষ তাই না? আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি শত বর্ষ জন্মদিন পালন করুন।
sir ,আপনার কাছে আমার এই আশীর্বাদ রইল 'আমি যখন দেহ ত্যাগ করবো তারও পরে আপনি যেন পরলোক গমন করেন '(আমার বয়স 24+)।আমি এই দোয়া করলাম এই কারনেই যে আপনি আমার হৃদয়ে (জানিনা অন্য কারোর কিনা )যে আসন গেড়েছেন তা যদি শূন্য হয়ে যায় সেটি পূরণ করার মতো কারোর কাছে আসা করি না।happy happy happy................. birthday .
ভাই পরান টা জুড়িয়ে যায় সন্ধিপ দীপ এর আঞ্চলিক ভাষা শুনলে !আপনাদের ভাষা পুরোপুরিভাবে নোয়াখালীর সাথে মিলে যায়! আমিও নোয়াখাইল্লা!😍❤️😍
জন্মদিনের শুভেচ্ছা জানাই ।ভালো থাকুন যেখানেই থাকুন আর আপনার মায়ের প্রতি ভালোবাসা দেখে খুবই ভালো লাগলো।আপনাদের পরিবারের সবাইকে একসাথে দেখে আরো ভালো লাগলো ।ভালো থাকুন ধন্যবাদ ।
Really Excellent Excellent Excellent...
Lot's of love for you always. My dear brother
বনি আমিন একজন মানবিক মানুষ, আমি উনাকে শ্রদ্ধা করি এবং উনার দীর্ঘায়ু কামনা করি।শুভ জন্ম দিন।
শুভ জন্মদিন... জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা রইল। উপহার হিসেবে দিলাম ১হাজার লাইক..।
"Happy birthday to Boni-Amin" বনি আমিন ভাই কে জন্ম দিনের শুভেচ্ছা । সুস্থ সুন্দর আগামী দিনের প্রত্যাশায় - ভালো থাকুন , সুস্থ থাকুন । আপনার পরবর্তী প্রজন্মের সবার সুখী ও সমৃদ্ধ ভবিষ্যত কামনা করি ।
jonmo diner shubheccha roilo,,,apni shotti e bhaggoban,,mohan allah er bishesh rohmot ache apnar upor, apnar theke manusher onek kichui onukoron er ache,,,,bhalo thakben,,amader jonno allah er kache prayer korben,,,dhonnobad
Osomvob rokomer valolaga r maya.apnake dekhe mone hoy valobasa ekhono ase prithibite.Thanks for the humanity
মাশাল্লাহ খুব সুন্দর আমিন ভাই শুুবকামনা চিটাগং বাাড়ি কোন জাগায় আমার কক্ বাজারে
মানুষ তথা সমাজ বিবর্তনের অংগীকারের ধারা আরো দৃহ ভাবে আবদ্ধ হোক তোমার হৃদয়ে। আমাদের আরো কিছু দিতে পারো যারা নিতে চাই ।
প্রথমেই জানাই আপনার জন্ম দিনের শুভেচ্ছা,স্যার আপনার কথা সুনে আমার চোখের জল দরে রাখতে পারিনি, আর আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে অনেক দিন বাচিয়ে রাখের,
অনেকদিন আপনার ভিডিও দেখি লাইক কমেন্ট করিনি সাবস্ক্রাইব করিনি,
কিন্তু আজ সাবস্ক্রাইব করলাম,
আই থিঙ্ক আপনার জীবনের শ্রেষ্ঠ ভিডিও হতে চলেছে এটা,
হাজার ভিডিও আমার কাছে মূল্যহীন এই ভিডিওটা দেখার পরে,
আপনার দীর্ঘায়ু কামনা করি, যতটুকু বুঝলাম আপনি একজন স্বাধীনচেতা মানুষ শুভকামনা আপনার জন্য,
বনি আমিন ভাই সত্যিই আপনি ভাগ্যবান।আপনার মা ও বোন আত্মিয় স্বজনদের নিয়ে আল্লাহ খুব ভালো রেখেছেন।দোয়া করি আল্লাহ আপনাকে আরও হায়াত দান করুন।আমিন।শুভজন্মদিন
মায়ের দুষ্ট ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা 🎂
পরিবারের সবাইকে দেখে ভালো লাগলো। অাশা করি বনি অামিন বাঙালির মনে একজন সত্যিকারের মানুষ হিসেবে গ্রহণীয় হবেন।
আপনার ভিডিও গুলা খুব ভালোলাগে,আর মিউজিক খুব ভালো,,,😍😍😍আপনার সব ভিডিও গুলা আমি দেখি,অসাধারণ 😍😍😍শুভ জৃমদিন,
শুভঃ জন্মদিন বনি আমিন সাহেব
দয়া করি আপনি যতদিন বাঁচেন সুস্থ ভাবে আপনাকে আল্লাহ রাখন
Happy Birth Day Boni Amin Sir. শুভ জন্মদিন, আপনার জন্য রইল অনেক অনেক প্রাণঢালা শুভেচ্ছা ও দোয়া, আপনি যেখানেই থাকুন ভাল থাকুন।
-দাদা ভাই, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সব মানুষকে সবাই ভালো বাসবে পছন্দ করবো আমি তা বিশ্বাস করিনা। কিন্তু আপনাকে আমার ভালো লাগে। কারণ আপনার ভিতরে যে দেশ প্রেম ও প্রতিবাদ দেখেছে এজন্য স্যালুট করি। অনেক অনেক ভালো থাকবেন। Best wishes from my channel --Mrproblem.tv-
শুভ জম্নদিন স্যাঁর। 'এই বাঁকি দুই একজন চলে গেলে বাংলাদেশের সাথে কাট,সাড়ে সতেরো কোটি মানুষের জন্য জায়গা ফাকা দিব'। স্যাঁর জানি এই নির্মম কথাটা কেনো বলেছেন।সত্যি বলতে কি,এই দেশে থাকতে একদম ভালো লাগে না।যদি কোনো উপায় থাকতো তাহলে আমিও ঐ একই কথা বলতাম 'সাড়ে সতেরো কোটি মানুষের জন্য ফাঁকা করে দিলাম'।অনেক ভালো থাকবেন। এই দোয়া রইল।।
সুদু চোখের পানি
কেন জানি অাবেগে অাপ্লোত হয়ে গেলাম,চোখে পানি এসে গেলো।
Happy birthday to you.
Many many happy returns of the day. বনিভাই, আপনি দীর্ঘ দিন সুস্থ থাকুন ও আমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে থাকুন। Proud to be introduced with your family. Thanks .......
বাঁশির শুরে মন যেন হারিয়ে জায় কোনো অজানা দেশে শূন্য নিয়ে এসেছি ফিরে যাব শূন্য হাতে (শুভ জন্ম দিন)
গুরু আপনার তুলনা কেবলই আপনি নিজেই। জয় গুরু জয় হোক মানবতার জয় হোক আপনার।
ভাই বনি আমিন আপনার জন্ম দিনের শুভেচ্ছা, শুভকামনা রইল।আপনার এই উদ্যোগের জন্য আমরা অনেক দেশ,ক্রিস্টি,জনপদ দেখতে পাচছি সে জন্য আপনাকে অনে অনেক ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ ।হৃদয় টা জুড়ে গেল ভিডিও টা দেখে । আপনার জন্মদিনে শুভকামনা রইল স্যার। আর আল্লাহ পাক যেন আপনাকে নেক হায়াত ও সুস্থ জিবন যাপনের তৌফিক দেন।
জন্ম দিনের বহু দিন পরে দেখে ভাল লাগলো কারন আপনার সবঅনুষ্ঠান ভাললাগে তো
বনি আমিন স্যার আপনার শুভ জন্মদিনে আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা রইল,,, বাংলার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,,, আর ইউটিউব এর পিতা তুমি বনি আমিন,, বেঁচে থাকো সুখে থাকো,, ❤❤❤
বনি আমিন ভাই এই জন্মদিনে আপনাকে শুভেচ্ছা, ভাই আমি আপনার এক জন ভক্ত, আপনার জম্মদিনে আপনার মা এবং বোনদের চোখের পানি দেখে আমার ও চোখের পানি ধরে রাখতে পারলাম না, দোয়া রইল আপনার জন্য আমি ফেনীর ছেলে আমার জন্য দোয়া করবেন
আপনার কমেন্ট আমাকে মুগধ করেছে। ভালো থাকুন ভাই
দারুণ। সবার জন্য রইল শুভেচ্ছা
শুভ জন্মদিন বনি ভাই
আমার"মা" নেই আপনার ভিডিও দেখে অনেক কেঁদেছি (মার) জন্য,,,,,, দোয়া করি আপনার প্রিয় মানুষের সাথে ভাল থাকবেন সবসময়।
অনেক দিন সুস্থ ভাবে বেচে থাকুন। অনেক আবেগ আপ্লুত হয়ে মায়ের মত চোখে পানি এসেছিল।
Apnar family boro jemoni shukhio temoni .may u long life.
আমার অনেক আবেগ আসছে আপনাকে পরিবারের সঙ্গে দেখে।আপনি আমার চোখে সবচেয়ে ভালো মানুষ।
ভিডিওটা দেখে আবেগী হয়ে গেলাম। অবিরাম ভালবাসা ও শুভকামনা রইলো বনি আমিন ভাই।
“ গুরু তোমার জন্ম দিনে আমি কেন অশ্রু সিক্ত? “ ভাইয়া আজ বহুদিন পর আপনার জন্ম দিনের ভিডিও দেখে আবেগে কেদে ফেললাম,আপনাদের পারিবারিক ভালবাসা ও মেল বন্ধন দেখে, আপনার মেঝ বোনটা আগেই অশ্রু ছেড়ে দিলো,এর পর মা বড় বোন, আপনাকে এত ভালো বাসে সবাই এটা দেখে মনটা ভরে গেল, আজকের দিনে দোয়া ও এই কামনা করি নিয়তী যদি আমার আয়ু কমিয়ে আপনার আয়ু বাড়িয়ে দেয় আমার কোন কষ্ট লাগবেনা, এর চাইতে বড় দোয়া আমার ভান্ডারে নেই ভাইয়া
আপনাকে অনেক ধন্যবাদ।।
এর কারন।।।
আপনি আপনার মা সহ
সবার সাথে খুব খুব ভালো একটা সম্পর্ক।।।
আমিও বরিশালের ছেলে।।
আমি আপনার ভিডিও গুলো
খুব পছন্দ করি।।
এর একটা কারন আছে।।
কারনটা হলো।।
আপনি যে আমাদের দেশের
খারাপ জিনিষ গুলো।।
আরো খারাপ ভাষায়
উপস্থাপনা করেন আর সেটা যে কেনো করেন সেটাও আমি বুজি।।
কারন আমি জানি আপনি দেশকে
খুব ভালো বাসেন।।
জাতে আপনার এই ভিডিও গুলো
দেখে জেনো মানুষ দেশটাকে
একটু সাজায়।।।।।
জন্ম দিনের শুভেচ্ছা রহিল। ভাল থাকবেন
শুভ জন্মদিন বনি স্যার আমিন অনেক দিন বেঁচে থাকতে হবে এই কামনায় রাখি
হেপি বার্থডে বদ্দা। আপনার দীর্ঘায়ু কামনা করি সুস্ত শরীরে সবল সতেজ রাখুক আল্লাহ রাব্বুল আলামিন।
আপনার মা এবং বোনদের জন্য রইলো অনেক অনেক সালাম আর শুভেচ্ছা।
শুভ কামনা করছি আপনার জন্য আললাহ যেন নেক হায়াত দান করেন আমীন শুভ জন্মদিন সুন্দর হোক আগামী দিনের পথচলা
শুভ জন্মদিন! ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা রইলো।
বনি আমিন-আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার মায়ের প্রতি রইল শ্রদ্ধা। সকলকে সালাম।
I have no word to say. I love you brother. Many many happy returns of the day. God bless you and your family
ভাই আপনি যখন আপনার মা ও বোনদের সাথে, কথা বলতে ছিলেন ,তখন আমার মনের অজান্তেই চোখে জল এসে যায়।
শুভ জন্মদিন স্যার আপনাকে।
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য.।
এই চ্যানেলটি আমার খুব ভালো লাগে। বনি আমিন স্যারের ভিডিও গুলো আমার খুব ভালো লাগে।
স্যার বিভিন্ন দেশে ঘোরেন এবং কষ্ট করে.ফ ভিডিও করে আমাদের দেখানোর সুযোগ করে দেন ধন্যবাদ স্যার। আপনাকে
শুভ সুন্দর হউক আপনার এই জন্মদিন..!
valo laglo, happy birth day, Boni amin
শুভ জন্মদিন।।আংকেল বয়স বের করে দিছে আপনার মা জননী।।।😎অনেক অনেক শুভকামনা
জন্মদিনে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল।
শুভ জন্মদিন, ❤ বিশ্বমানব ❤
শুভ জন্মদিন।ভালো ও সুস্থ থাকুন।
Happy Birthday Mr. Boni Amin!! May you be a long live with good Iman & Practice in Islam!!
Ami apnar onk video dekhachi. But ai video dekha onek valo lagecha. I have fell emotional .
dear Boni Amin vai this video is just extreme full of love...i just imagine how much love you get from your dear mother, sisters and others...many people doesn't have such beautiful relations...in fact, honestly, it was hard for me to keep my eyes dry...wish you so great life in future dear boni amin vai.... keep continue :'-)
Mh Mashum@Thank you so much for your lovely wordings. Please stay in touch.
শুভ জন্মদিন ,,, আল্লাহ আপনাকে সুস্হ্য রাখুক ,,, আরো সুন্দর ভিডিও আমাদের উপহার দেন এই দোয়াই করি ।
আজকের এ-ই ভিডিও দেখে আপনার প্রতি যে-ই ভুল বোঝাবুঝি হয়েছিল আজ তা সংশোধন করে নিলাম এবং দোয়া রইল ভাইয়ের জন্য
স্যার, আপনার জন্মদিন উপলক্ষে আমার আশীর্বাদ থাকবে - আপনি যতদিন বাঁচবেন সৃষ্টিকর্তা যেন আপনাকে সুস্থ - সুন্দর জীবনের মধ্যে বাঁচিয়ে রাখে।।।। আমি রিমন বাংলা বরিশাল থেকে।।।।*****আপনার বয়স (আমার হিসেবে) ৬০ বছর হবে *****।।।।
খুব ভাল লাগলো।অনেক ছুইট ফ্যামিলি আপনার।শুভ জন্মদিন
শুভ জন্মদিন স্যার, ভাল থাকবেন সবসময়।।।
জন্মদিন স্যার। প্রায় দুই বছর ধরেই আপানার ভিডিও গুলো দেখছি। আল্লাহ যেন আপনাকে অনেক অনেক হায়াত দান করেন। স্যার আমার বাড়ি চট্রগ্রামের সাতকানিয়া।
আপনার জন্মদিন পালনের উপস্থাপনা টা দারুন হয়েছে।শুভ জন্মদিন।
🎂শুভ জন্মদিন🎂 অনেক অনেক শুভ কামনা আপনার জন্য স্যার"" "মাসাআল্লাহ ভালো লাগলো আপনার ফেমেলীটা দেখে সবাই ভালো থাকবেন""
Happy birthday to you 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍শুভ কমনা
শুভ জন্মদিন বড় ভাই।।
Boni vi valo laglo apner kothaguli, really tied a happy family, May Allah bless you long live.
Great job, 👌
Please try to know about drone and it's regulations...
Your videos are entertaining...and educative...