পদ্মা সেতু নির্মাণে কার কত অবদান? Padma Bridge : From Challenge to Opportunity

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2021
  • পদ্মা সেতু দেশীয় এক নতুন সক্ষমতার পরিচয়, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু চীনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড সেতুটি নির্মাণ করলেও এতে যুক্ত ছিলেন বাংলাদেশের বহু প্রতিষ্ঠান। দেশীয় অর্থায়নে বানানো এই সেতু যেমন আমাদের অর্থনৈতিক সক্ষমতার পরিচয় বহন করে ঠিক তেমনিভাবে পুরো প্রকল্প তৈরিতে যে পরিমাণ উপকরণ ব্যবহার করা হয়েছে তার ২৫ ভাগই শতাংশেরই যোগান এসেছে দেশের ভেতর থেকে। এর মাধ্যমে আরেকটি জিনিস বোঝা যায় ৩০ হাজার কোটি টাকার প্রকল্পের প্রায় তিন ভাগের একভাগ টাকা দেশেই রয়ে গেছে।
    পুরো প্রকল্পে ব্যবহৃত স্টিল রড, সিমেন্ট, ইট, বালু, জিও ব্যাগের পুরোটাই যোগান দেয় বাংলাদেশের কোম্পানি। এছাড়াও বিভিন্ন স্থানীয় ঠিকাদার, উপ-ঠিকাদার, প্রকৌশলী এবং বিভিন্ন হাজার হাজার কর্মীরা দেশের এই স্বপ্নকে স্বার্থক করতে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। Padma setu সেতুতে স্থানীয়ভাবে উৎপাদিত নির্মাণ সামগ্রীর ব্যবহার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পণ্যের বিশ্বমান ও উৎপাদন সক্ষমতা শ্রেষ্ঠত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হয়েছে। দেশীয় এই উপকরণগুলোর মান দেশীয় ও বিদেশি বিভিন্ন ল্যাবে একাধিকবার পরীক্ষায় উন্নীত হয়েই এতো বড় প্রকল্পে ব্যবহারের যোগ্যতা অর্জন করে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সুতরাং মান নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন থাকার সম্ভাবনা নেই।
    কতটুকু সক্ষম বাংলাদেশের কোম্পানিগুলো?
    ১. পুরো প্রকল্পে প্রায় ১ লক্ষ টন রডের দরকার হয়েছে যার ৯০ হাজার টন একাই যোগান দেয় BSRM এবং বাকিটা যোগান দেয় অন্যান্য দেশীয় কোম্পানি। BSRM প্রকল্পের চাহিদা অনুযায়ী তারা ৪০মিমি ও ৫০মিমি রড তৈরি করেছ। এই ধরণের রডের ব্যবহার বাংলাদেশ এবং উপমহাদেশে প্রথমবার হয়েছে।
    ২. প্রকল্পে ব্যবহৃত সিমেন্টের পুরোটার যোগানও এসেছে দেশি কোম্পানিগুলোর কাছ থেকে। নদী শাসনের কাজে চার লাখ টন সিমেন্ট সরবরাহ করেছে দেশীয় প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট। ক্রাউন সিমেন্টও দিয়েছে ৯ হাজার টন সিমেন্ট। সিমেন্ট এসেছে আবুল খায়ের গ্রুপের শাহ সিমেন্ট এবং সেভেন সার্কেল গ্রুপের সেভেন রিংস সিমেন্ট থেকেও। এছাড়াও অন্যান্য কোম্পানি ও বিভিন্ন পরিমাণে যোগান দেয়।
    ৩. নদীর তলদেশ খনন, ব্লক ও জিও ব্যাগ ফেলা ও পাড় বাঁধাইয়ের কাজেও ছিল স্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রাধান্য।
    ৪ কোটির বেশি বালুভর্তি জিও ব্যাগের সাপ্লাইয়ার দেশীয় প্রতিষ্ঠান DIRD Felt Ltd। নদী শাসন, মূল পিলার ও সংযোগ সড়কে ব্যবহৃত ৫০০ কোটি ঘনফুটের বেশি বালির পুরোটাই দেশের ভেতর থেকে সাপ্লাই দিয়েছে স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠান।
    ⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
    ⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
    ✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
    ☢☢☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ☢☢☢

ความคิดเห็น • 60

  • @shajjadahmed6158
    @shajjadahmed6158 3 ปีที่แล้ว +34

    ২০৪৩এর মধ্যে ইনশাল্লাহ💗বাংলাদেশ🇧🇩একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে পুরো বিশ্বের🌍🌎🌏সামনে প্রকাশ হবে।
    জয় বাংলা👌

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  3 ปีที่แล้ว +4

      ইনশাল্লাহ

    • @saifmasudhasan4554
      @saifmasudhasan4554 3 ปีที่แล้ว +1

      তোমার মত চেতনা বাজ এগুলো বলে বেড়ায় জি কে শামীম হওয়ার আশায়।

    • @shajjadahmed6158
      @shajjadahmed6158 3 ปีที่แล้ว +4

      @@saifmasudhasan4554 আর আপনার মত অন্ধ ব্যাক্তিরা ভালো কথাতেও খারাপ দিক দেখেন।
      সত্যি আপনার এই প্রতিভা আল্লাহ যেন কাওকে না দেয়।

    • @nurhossainjibon7198
      @nurhossainjibon7198 3 ปีที่แล้ว +1

      ইনশাআল্লাহ

    • @fjjfjcjhgv7369
      @fjjfjcjhgv7369 3 ปีที่แล้ว

      আ ভভভফচ

  • @mdudoyhasan7121
    @mdudoyhasan7121 3 ปีที่แล้ว +4

    এতো তাড়াতাড়ি এত সুন্দর বিনোদন দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 💖

  • @onein7info582
    @onein7info582 3 ปีที่แล้ว +15

    আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এসব উন্নয়ন প্রকল্পসমূহের যথার্থ সুবিধা ভোগ করবে ইনশাল্লাহ,,,বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করবে ইনশাল্লাহ

  • @shakirarohman8215
    @shakirarohman8215 3 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া, আমাদের বাংলাদেশ আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ,,,,,!

  • @rounaqul2020
    @rounaqul2020 3 ปีที่แล้ว

    Khub Bhalo video, thank you.

  • @jibonrai9692
    @jibonrai9692 3 ปีที่แล้ว +2

    সাবাস বাংলাদেশ এগিয়ে যাও নাইস ভিডিও

  • @EngrJuelTripuraLGED
    @EngrJuelTripuraLGED 3 ปีที่แล้ว +6

    অনেক ধন্যবাদ

  • @titasbangla4827
    @titasbangla4827 3 ปีที่แล้ว +4

    এগিয়ে যাও সোনার বাংলাদেশ

  • @user-nq6xc7sk2m
    @user-nq6xc7sk2m 3 ปีที่แล้ว

    এগিয়ে যান বাংলাদেশ

  • @chanchalmahmud1646
    @chanchalmahmud1646 3 ปีที่แล้ว +1

    অসাধারন

  • @shsakhawathossain352
    @shsakhawathossain352 3 ปีที่แล้ว +3

    এগিয়ে যাও বাংলাদেশ

  • @abdussattarsyed5456
    @abdussattarsyed5456 3 ปีที่แล้ว +9

    ভাই আপনার কথা গুলো অনেক সুন্দর।

  • @One.997
    @One.997 3 ปีที่แล้ว +3

    Thanks you

  • @dinobundhuray
    @dinobundhuray 3 ปีที่แล้ว

    congratulations

  • @MDISMAIL-yl5ly
    @MDISMAIL-yl5ly 3 ปีที่แล้ว +1

    বাংলাদেশের কোম্পানিগুলো ভালো মানের পর্ন হদ পূর্ন করে যা বিশ্ববাজারে চ্যালেঞ্জ রাখতে পারে

  • @mohammadrakib5468
    @mohammadrakib5468 3 ปีที่แล้ว +10

    ইনশাআল্লাহ

  • @saimongaming5592
    @saimongaming5592 3 ปีที่แล้ว +3

    Video Ta Valo Lag Lo Thanks

  • @MonirAhmed07
    @MonirAhmed07 3 ปีที่แล้ว +3

    Good

  • @saifmasudhasan4554
    @saifmasudhasan4554 3 ปีที่แล้ว

    এই পর্যন্ত আপনার ভিডিওর এটিই বেস্ট।💐

  • @mohamednasir9544
    @mohamednasir9544 3 ปีที่แล้ว

    Nic

  • @mdarzu4958
    @mdarzu4958 3 ปีที่แล้ว +1

    বড় ভাই আমি আরজু . বলছি আপনি যদি মধু বিষয় যদি ভিডিও করতেন ভালো হতে

  • @masumhawlader1597
    @masumhawlader1597 3 ปีที่แล้ว +1

    মাসআললাহ শুনে নিজেকে অনেক গর্বত মনে হলো

  • @mdarzu4958
    @mdarzu4958 3 ปีที่แล้ว +3

    আশা করা যায় আমরা একদিন উন্নত দেশের বাস করবে

  • @rabeyajahan8801
    @rabeyajahan8801 3 ปีที่แล้ว +3

    আমি জনতাব ব্যাংকের মাধ্যমে ২০০টাকা দিয়েছি!

  • @rawnakchowdhury1541
    @rawnakchowdhury1541 3 ปีที่แล้ว

    বাংলাদেশে বাতাবী লেবুর বাম্পার ফলনের উপর একটি প্রতিবেদন চাই। আর পদ্মা সেতু নির্মাণে বিদেশী কোন আর্থিক ঋণ কিংবা সাহায্য আছে কি না, জানতে চাই।

  • @sheikhrahmatullah1940
    @sheikhrahmatullah1940 3 ปีที่แล้ว +5

    দাবাইয়া রাখতে পারবা না।।।

    • @shajjadahmed6158
      @shajjadahmed6158 3 ปีที่แล้ว +2

      বঙ্গবন্ধুর সেই চর্চিত ভাষণের সোনালী অক্ষর কানে শুনলেই মন সাহসে ভরে যায়❤️সত্যি মুজিব এক মহানায়ক।

  • @rajakaka8876
    @rajakaka8876 3 ปีที่แล้ว +1

    ভালো সােদী আরব

  • @myasinarafat7980
    @myasinarafat7980 3 ปีที่แล้ว

    গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের (জিএইচআই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য ২০২০ সালের বিশ্ব ক্ষুধা সূচকে ১০৭টি দেশের মধ্যে 🇧🇩বাংলাদেশের অবস্থান ৭৫তম। অন্যদিকে এই সূচকে 🇮🇳ভারতের অবস্থান ৯৪ তম ও 🇵🇰পাকিস্তানের ৮৮ তম।

  • @badshakhan3905
    @badshakhan3905 3 ปีที่แล้ว

    Hi

  • @rsmcsamadergroup6107
    @rsmcsamadergroup6107 2 ปีที่แล้ว

    Act Bank Limitad naic

  • @nizamsarder2366
    @nizamsarder2366 3 ปีที่แล้ว

    The

  • @mdhamid4368
    @mdhamid4368 3 ปีที่แล้ว

    হামেদ

  • @raselratan2713
    @raselratan2713 3 ปีที่แล้ว

    রডের বদলে তো বাঁশ দেয়নি তো আবার????

    • @shajjadahmed6158
      @shajjadahmed6158 3 ปีที่แล้ว +2

      😂🤣😆 বোকার মত কথা বলে আনন্দ দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ👍
      শরীর ভালো থাকার জন্য হাসা খুব জরুরী।এইরকম আবোল তাবোল কথা বলে আর নিজের সম্মান নিজে নষ্ট করবেননা।
      ২০২১ সাল এসেপরেছে কিন্তু আপনার বুদ্ধি সেই পুরনো দিনের মতোই আছে।
      আপনার মত কিছু লোকদের এইরকম হাস্যকর কথার জন্যে দেশের🇧🇩সম্মান নষ্ট হয়।
      উল্টা পাল্টা কমেন্ট করার চেয়ে না করাই ভালো।

    • @mdkhaiul8934
      @mdkhaiul8934 3 ปีที่แล้ว +1

      বাঁশবিএনপিজন্যদিয়াছেপুনদেদিয়াদেবারজন্য

    • @raselratan2713
      @raselratan2713 3 ปีที่แล้ว

      @@shajjadahmed6158 আমরা বাঁশে বাঙালি। কারণ এ দেশে প্রচুর বাঁশ পাওয়া যায়। তাই তো স্কুল বিল্ডিং, সরকারি ভবন, কালভার্টের নির্মানে রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়। রাস্তা পাকা করে লোকজন সেই পাকা হাত দিয়ে তুলে ফেলে। বগুড়াতে আশ্রয়ণ প্রকল্প হচ্ছে। নির্মাধীন ঘরের ইট দিয়ে লোকজন দাঁত মাজে। এই সব খবর যখন মিডিয়াতে প্রচার হয় তখন আমাদের সম্মান চড় চড় করে DSC সূচকের মত বাড়ে। আবার এই কাজ যারা করে তারাই আবার মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর চেতনার দেশপ্রেমিক সৈনিক। যাইহোক বোকার মত কথাগুলো বললাম, নিশ্চয়ই খুব মজা পাইবেন। কারণ আপনি তো আবার ২১ সালে এসে বাংলাদেশকে আমেরিকার ভাবতে শুরু করেছেন।